তমিস্র প্রভা পর্ব -১১

পর্ব-১১
#তমিস্র_প্রভা🍁
#লেখিকা-লামিয়া_রহমান_মেঘালা
— প্রিন্সেস
— হুম
— তোমার কি খারাপ লাগছে ?
— না ৷
— তোমার কি ক্ষত স্থানে জ্বলছে ?
— না ,
— কেন
— কারন আমি আপনাকে ভালোবাসি,
নির্ঝর চোখ বড়ো বড়ো করে ছায়ার দিকে তাকায় ,
— কি আবার বলো
— আমি আপনাকে ভালোবাসি ,
— প্রিন্সেস ( নির্ঝর এর চোখে পানি চলে এসেছে কথাটা শুনে )
— আমি আপনাকে ভীষণ ভালোবাসি ,
— আই প্রমিজ প্রিন্সেস আই ওন্ট হার্ট উ ,
আই লাভ উ মোর দেন উ ,
আই লাভ উ ,
ছায়াকে জড়িয়ে ধরে ,
— আই লাভ উ টু,
আমিও কথা দিলাম আমার জীবন থাকতে কেউ আমায় আপনার থেকে আলাদা করতে পারবে না,
নির্ঝর ছায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে,
— তুমি প্রথম তুমি শেষ প্রিন্সেস আই লাভ উ,
ছায়া হেসে দেয়,
— আই লাভ উ টু ,
নির্ঝর মুখ তুলে ছায়ার ঠোঁট আকড়ে ধরে,
,
পরের দিন সকালে,
ছায়া ঘুম থেকে উঠে নির্ঝর কে খুঁজে পায় না কোথাও ,
সে কই রোজ ত ছায়ার পরে ঘুম থেকে উঠে ,

ছায়া কিছু না ভেবে উঠে গোসল।করে বাইরে আসে ,
— গুড মর্নিং ম্যাম ( সার্ভেন্ট )
— গুড মর্নিং , ( মিষ্টি হেসে )
— ম্যাম আপনি কি খাবেন সকালে ?
— যা ইচ্ছে একটা করে দেও নির্ঝর কই ?
— স্যার ত সকাল সকাল বেরিয়ে গেছেন যাবার সময় আপনাকে এই ফোনটা দিতে বলেছেন ,
এই নিন ম্যাম
মেয়েটা ছায়াকে ফোনটা দেয়,
— ( এটা ত আমার ফোন )
ছায়া লক খুলে নিজের রুমে যায় ,
দেখতে পায় নির্ঝর এর নাম্বার তার ডায়েল কলে ,
ছায়া ফোন করে ,
— প্রিন্সেস ,
— তুমি কই ?
— আমি একটা কাজে বাইরে এসেছি ,
বাড়ি থেকে বের হবে না প্লিজ
— ওকে
— তোমায় বের করার অনেক চেষ্টা করবে ওরা
— ওরা কারা ?
— আছে শুধু মাত্র আমার একটা কথা রেখো আমি না আসা পর্যন্ত বের হইও না ,
— ঠিক আছে ,
— লাভ উ প্রিন্সেস ,
— লাভ উ টু মন্সটার , নির্ঝর মুচকি হেসে ফোন কেটে দেয় ,
— নির্ঝর তুই হাসছিস ( রবি )
— কেন ?
— এই প্রথম তোর খুশির হাসি দেখলাম আমি ,
— তুই কি করে বুঝিস হাসি কোনটা কিসের ,
— এ পৃথিবীতে মানুষ ১৮ প্রকার হাসি দিতে পারে তার মধ্যে যখন মানুষ ভেতর থেকে খুশি হয় তখন এমন করে হাসে ,
— আচ্ছা,
— হ্যাঁ ,
— চল যাওয়া যাক ,
এদিকে ,
রুমে বসে বসে নিজের ই ফোন টিপছে ছায়া,
মা বাবার সথেও কথা হয়ে গেছে,
ছায়ার কষ্ট হচ্ছে কেন জানি না,
ভয় হচ্ছে অজানা একটা ভয়,
ছায়া ক্ষণে ক্ষণে নিজের ফোন চেক করছে,
ইচ্ছে হচ্ছে একটদ কল করার কিন্তু কেন জানি না পারছে না,
সাহস হচ্ছে না নাকি৷
সত্যি ছায়া জানে না,
দিন গড়িয়ে রাত হলো,
ছায়ার চিন্তা হচ্ছে নির্ঝর এর জন্য,
রাত ১২ টা,
নির্ঝর বাসায় ফিরেছে,
নির্ঝর কে দেখে ছায়া নির্ঝর কে জড়িয়ে ধরে,
— মিস করেছো প্রিন্সেস ?
— হুম,
নির্ঝর কে ওভাবে জড়িয়ে রেখে ,
— কি হয়েছে তোমার প্রিন্সেস ,
— খুদা পেয়েছে ,
— আচ্ছা ?
— হুম ,
— খাও নি কেন ?
— চিন্তা হচ্ছি ,
— আচ্ছা ,
চলো তাহলে,
নির্ঝর ছায়াকে নিজের হাতে খাইয়ে দেয়,
খাবার শেষে নির্ঝর ছায়াকে পাজকোলে তুলে নেয়,
— কি করছেন ?
— চলো যাই ,
— কোথায় ?
— চলো যাই, গেলে দেখবে ,
— ওকে ,
নির্ঝর ছায়ার চোখ বেঁধে দেয়,
ছায়া অনুভব করছে নির্ঝর হাঁটছে,
বেশ কিছু সময় পর,
ছায়াকে এক জায়গায় বসিয়ে দিলো নির্ঝর
ছায়ার চোখের কাপড় খুলে দেয়,
ছায়া দেখতে পায় চারিদিকে গোলাপ গাছ আরও বিভিন্ন ফুলের গাছ,
সাথে আলো দিয়ে আলোকিত করা চারিদিক,
তার মাঝেই একটা দোনলা করা যা ফুল দিয়ে সাজানো হয়েছে ,
— ওয়াউ নির্ঝর ,
ছায়া অবাক হয়ে তাকিয়ে আছে চারিদিকে ,
— পছন্দ হয়েছে জায়গা টা ?
— ভীষণ পছন্দ হয়েছে ,
— এটা তোমার বাগায় তোমার যখন সময় হবে তুমি এসে এখানে বসবা সময় কাটাবা আর এখানের গাছের পরিচর্যা করবা ,
— সত্যি ,
আমার ত অনেক স্বপ্ন ,
— আমি জানি তোমার ফুলের বাগানের সখ অনেক ,
— হ্যাঁ ,
— সব তোমার পছন্দ মতো কেনা তুমি চাইলে নার্সারিতে গিয়ে আরও নিয়ে আসব ,
— এটাই সুন্দর নির্ঝর ,
— তুমি খুশি প্রিন্সেস ?
— ভীষণ খুশি ,
— আই লাভ উ প্রিন্সেস ,
— আই লাভ উ টু ,
নির্ঝর ছায়ার ঠোঁট আকড়ে ধরে ,
কিছুক্ষণ পরে
— আচ্ছা নির্ঝর একটা কথা বলব ,
— হুম বলো ,
— আমাদের যদি একটা বাবু হয় আপনি খুশি হবেন ?
নির্ঝরের চোখ তারার মতো জ্বল জ্বল করে ওঠে,

— আমি হয়ত পাগল হয়ে যাবো ছায়া সেদিন খুশিতে৷
ছায়া হেসে দেয়,
— আমি এক দিন মা হবো,
– হ্যা আমার বাবুর মা,
ছায়ার কপালে চুমু দিয়ে,
ভালোবাসার মাঝ দিয়ে কাটতে থাকে দিন,
নির্ঝর দিন দিন একটা সুন্দর মানুষ পরিনত হচ্ছে,

ঠিক আগের মতো,।
— নির্ঝর
–হুম ঘুমের মাঝে,
–উঠো না স্নোফল হচ্ছে,
–ত,
–উঠো না বাইরে যাই,
–এখন না প্রিন্সেস,
–ধুরো তুমি থাকো আমি গেলাম,
ছায়া চলে এলো জানালার কাছে,
বাইরে কি সুন্দর সাদা বরফে প্রকৃতি আচ্ছন্ন হয়ে আছে,
দেখতেই মনরম,
কিছুক্ষণ পরেই ছায়া তার কোমড়ে এক জোড়া ঠান্ডা হাত অনুভব করে,
ছায়ার বুঝতে বাকি নেই এটা কে,
মুখে একটা মিষ্টি হাসি টেনে ছায়া,
–আপনার নাকি ঘুম পাচ্ছে?
–তুমি পাশে না থাকলে আমার কিছু হয় না প্রিন্সেস,
–হুম তাই,
–হ্যাঁ,
বলেছিলাম না তুমি এই পরিবেশ টা খুব পছন্দ করবে এক দিন,
–হুম সত্যি আমার খুব পছন্দ হয়েছে,
নির্ঝর একটা কথা বলব,
–হুম বলো,
–আমার না কিছুদিন যাবত বেশ খারাপ লাগছে তুমি আমায় একটা কিট এনে দিতে পারো?
–হ্যাঁ অবশ্যই,
কিন্তু তোমার কি অনেক আসুস্থ লাগছে প্রিন্সেস? ( ঘবড়ে গিয়ে)
–না তুমি একটু এনে দিও,
( আসলে ছায়ার খারাপ লাগছে,
একটু ত খারাপ লাগছে,কিন্তু বলছে না নির্ঝর কে ছেলেটদ খামোখা চিন্তা করবে)
–ওকে,
সে দিন রাতে,
ছায়ার দিনে অনেক বার শরীর খারাপ করেছে,
পেটেও ব্যাথা শুরু হয়েছে হটাৎ,
ছায়া মাকে ফেন করলে মা বললো তাকে জলদি টেস্ট করাতে,
কিন্তু নির্ঝর এখনো আসে নি৷
ছায়ার অবস্থা অবনতি হচ্ছে,
পেটের ব্যাথা সহ্য করার ক্ষমতা থাকছে না কষ্ট হচ্ছে ভীষণ,
— আহ নির্ঝর তুমি কই,
বার বার ফেন করছে কিন্তু নির্ঝর ফোন তুলছে না।
বাধ্য হয়ে রবিকে ফোন করছে কিন্তু অফসোস কেউই ফোন তুলছে না,
এদিকে ছায়ার জেন রাত বাড়ার সাথে ব্যাথাও বাড়ছে,
চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here