#নেশাক্ত_ভালোবাসা
#Season_2
#লেখিকাঃ Tamanna Islam
#পর্বঃ ৩১
আব্রাহাম-আইরাত এসে পরে। রুমে এসেই আইরাত গাউন হাত দিয়ে কিছুটা ওপরে তুলে বিছানার ওপর ধপ করে বসে পরে। চুলগুলো ওপরে বেধে নেয়। হাতের উল্টো পাশ দিয়ে কপাল টা মুছতে মুছতে বলে ওঠে…
আইরাত;; এত্তো গরম।
আব্রাহাম আইরাতের কিছুটা পেছনে বসে একহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে। আইরাতের গাউনের পেছনে অর্থাৎ বেকল্যাস জায়গা টুকু কে ছুইয়ে দিতে দিতে বলে…
আব্রাহাম;; ইট”স কলড ‘হটন্যাস’।
আইরাত;; ফ্রিজে পানি আছে। খাবেন?
আব্রাহাম;; মাথায় ঢালো তুমি।
আইরাত সোজা চিতপটাং হয়ে পরে যায় বিছানাতে। আব্রাহাম উঠে গিয়ে বেডের পাশে থাকা বড়ো থাই গ্লাস টা খুলে দেয়। সাই সাই করে ঠান্ডা বাতাস আসতে লাগে সেদিক দিয়ে। এখান থেকে রিসোর্টের সমুদ্রের ভিউ টা দারুন দেখতে লাগে।
আব্রাহাম;; উঠো বেবিগার্ল ফ্রেশ হয়ে নাও।
আইরাত;; হুম যাচ্ছি।
আব্রাহাম;; এসে দ্রুত রেডি হও।
আইরাত;; আবার কোথায় যেতে হবে?
আব্রাহাম;; উল্লাসের সাথে দেখা করতে হবে না!
আইরাত;; শালা প্রচুর ফ্লার্টি। আর আপনি বলছেন এই কথা?
আব্রাহাম;; হ্যাঁ, ও এমনিতেই মরবে। আমার যা জানা দরকার তা যদি জেনে যাই তাহলেও মরবে আর না জানলেও মরবে।
আইরাত;; তা কেনো?
আব্রাহাম;; ফ্লার্ট করেছে তোমার সাথে তাই। জিন্দা ছাড়ার তো প্রশ্নই আসে না।
আইরাত উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এসেই প্যান্ট পরে নেয়, আর ওপরে একটা টি-শার্ট পরে নেয়। তখন আব্রাহাম ফোন ঘাটতে ঘাটতে করিডর থেকে রুমে আসে।
আব্রাহাম;; রেডি?
আইরাত;; না।
আব্রাহাম;; কি হলো?
আইরাত;; এটা কি?
আব্রাহাম;; হুডি। পরে নাও প্লাস বড়ো সানগ্লাস পরে নাও।
আইরাত;; আমি এই হুডি পরবো না।
আব্রাহাম;; কেনো? পছন্দ হয় নি?
আইরাত;; আমি আপনার হুডি পরবো।
আব্রাহাম;; কি? (হেসে দিয়ে)
আইরাত;; আমি কিন্তু যাবো না।
আব্রাহাম;; যাও কাবার্ডে আমার সব হুডি আছে যেটা পছন্দ পরে নাও।
আইরাত গিয়ে মুখে আঙুল দিয়ে কিছু সময় ভাবতে লাগে। বেশ সময় ভাবার পর একটা ব্রাউনিশ সেডের হুডি বের করে পরে নেয়। হুডি আইরাতের একদম পা পর্যন্ত হয়েছে। পুরো ঢেকে গেছে। আব্রাহাম আইরাতের কাছে গিয়ে হুডির কলার ঠিক করে দিতে দিতে বলে।
আব্রাহাম;; পিচ্চি পিচ্চি লাগতাছে।
আইরাত;; আমি তো আপনার মতো এতো বডিবিল্ডার না।
আব্রাহাম হালকা হেসে দিয়ে আইরাতের একপাশের গালে হাত দিয়ে আরেক পাশে কানের নিচে মুখ ডুবিয়ে চুমু এঁকে দেয়।
আব্রাহাম;; শোন। তুমি এখান থেকে সোজা ৯ নাম্বার রুমে ঢুকে যাবে। কিন্তু কোথাও দাঁড়াবে না বুঝলে!
আইরাত;; না।
আব্রাহাম;; ওকে বুঝাচ্ছি।
আইরাত;; হুমমম।
আব্রাহাম;; আমার হুডিতে মানে তোমার হুডির বাটনে একটা ছোট ক্যামেরা থাকবে। যা বোঝার কোন উপায়ই নেই সেই ভাবেই আমি লাগিয়ে দিবো। আমার ফোনে আমি সবই দেখতে পারবো। তোমার ফোনের লোকেশন অনেক আগে থেকেই আমার ফোনের সাথে ট্রেক করা। তাই তুমি যেখানেই যাও না কেনো যেনে যাবো।
আইরাত;; ওহ আচ্ছা এর জন্যই আমি যেখানে যেখানে যেতাম আপনি তা জেনে যেতেন।
আব্রাহাম;; হ্যাঁ আমার বউ।
আইরাত;; আর আমি জানলাম ই না।
আব্রাহাম;; এই শোন আমি এখান থেকে তোমার ওপর নজর রাখবো বুঝলে। তুমি এখান থেকে গিয়ে সোজা ৯ নাম্বার রুমে গিয়ে আবার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে পরবে। যেনো কেউই না টের পায় যে তুমি রুম থেকে বের হয়ে গেছো৷ সো বি কেয়ারফুল ওকে! আর চিন্তা নেই সেই রুমে কোন সিসিটিভি ক্যামেরা নেই। বেবিগার্ল মনে রাখবে তোমার ওপর শুধু আমার না আরো একজনের নজর আছে। মানে তুমি শুধু এটা বোঝাবে যে তুমি ওই ৯ নাম্বার রুমেই আছো ব্যাস। বাকিটা আমার ওপর।
আইরাত;; হুমম হয়ে যাবে। তো আমি কি এখন এখান থেকেই যাবো?
আব্রাহাম;; হ্যাঁ। তুমি অন্য দরজা দিয়ে যাও।
আইরাত;; আচ্ছা।
আব্রাহাম আইরাত কে পেছনের দরজা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। আইরাতের পেছনে ছয় জন গার্ড কে কড়া নজর রাখতে বলে। তবে তা অগোচরে। আইরাত জানে। কোন রকমের কোন গন্ডগোলের আভাস পেলেই যেনো আইরাতের কাছে চলে যায়। আব্রাহাম নিজেও দ্রুত রেডি হয়ে নেয়। কালো জেকেট টা নিজের ওপর জড়িয়ে নিয়ে, রিভলবারে বুলেট”স সব লোড করে নিয়ে সে নিজেও দ্রুত বের হয়ে পরে। আর ওদিকে আইরাত তার মাথায় একটা বড়ো কালো টুপি পরেছে যার ফলে তার মুখের অর্ধেক অংশ ঢেকেই রয়েছে। বলা যায় আইরাত কে চেনাই যাচ্ছে না।আইরাত নয় বাম্বার রুমে গিয়ে ওপরে একবার তাকিয়ে দেখে নেয়। রুম নং দেখে রুমের ভেতরে চলে যায়। তবে একটা ব্যাপার আইরাত কে অবাক করে তা হলো রুমের বাইরেও কোন রকম কোন গার্ড নেয়। তবে লুকিয়ে থাকতেও পারে বলা যায় না কোথায় কি আছে। রুমের ভেতরে গিয়ে আইরাত আরো অবাক হয় কেননা রুমে শুধু বিশাল আকারের অস্ত্রসস্ত্র। তবে আইরাত সেগুলো কে ইগনোর করে এসে পরতে ধরে পেছনের দরজা দিয়ে। কিন্তু পেছনের দরজা তে যেতেই আইরাত থেমে যায়। উল্লাস দাঁড়িয়ে আছে পেছন দিক হয়ে, ফোনে কার সাথে যেনো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে। আর আব্রাহাম তার ট্যাবে এসব কিছুই দেখছে। আইরাতের কানে যে ব্লুটুথ ছিলো তার মাধ্যমেই আব্রাহাম বলে…
আব্রাহাম;; বেবিগার্ল!
আইরাত;; কি করবো আমি? আপনি তো বলেছিলেন রুমে ঢুকে যেনো আবার সোজা বের হয়ে যাই কিন্তু এখানে তো এই খচ্চর ব্যাটা দাঁড়িয়ে আছে। উল্লাস সামনে। এখন?
আব্রাহাম;; আমি প্রায় এসে গেছি নয় নাম্বার রুমে। শুধু কয়েক কদমের অপেক্ষা।
আইরাত;; জলদি আসুন প্লিজ। তবে এখন আমি কি করবো!
আব্রাহাম;; উল্লাসের সাথে কথা বলো তাকে এটা ওটা বলে আটকিয়ে রাখো আমি যখন চলে আসতে বলবো তখন দ্রুত এসে পরবে।
আইরাত;; ওকে।
আইরাত উল্লাসের দিকে এগিয়ে যায়। একজন গার্ড আইরাত কে দেখে উল্লাসের কানে কানে বলে যায় কিছু একটা। উল্লাস তার চোখ থেকে গ্লাস খুলে ফেলে আইরাতের দিকে তাকায়। দেখে আইরাত সিড়ি বেয়ে নামছে। আসলে নয় নাম্বার রুমে হলরুম আছে, তার সামনে ছোট একটা বাগানের মতো আছে। সেখানেই উল্লাস দাঁড়িয়ে। কান থেকে ফোন নামিয়ে দেয় সে।
উল্লাস;; মিস. আইরাত!
আইরাত;; জ্বি।
উল্লাস;; ওয়েলকাম।
আইরাত;; আমি কে?
উল্লাস;; জ্বি?
আইরাত;; আমি এখানে কে?
উল্লাস;; আমার অতিথি বলা চলে।
আইরাত;; তাহলে একজন অতিথি কে যে খালি হাতে ওয়েলকাম করা যায় না সেই নূন্যতম ম্যানার টুকুও কি আপনার জানা নেই মিস্টার. উল্লাস শেখ!
উল্লাস আইরাতের কথায় ভরকে যায়।
উল্লাস;; আপনার সাথে কথায় পারা অনেক কঠিন।
আইরাত;; আই নো দ্যাট। এখন বলুন কেনো ডেকেছেন?
উল্লাস;; খুন করতে।
আইরাত;; আমাকে?
উল্লাস;; যদি বলি হ্যাঁ।
আইরাত;; আমি বলবো পারবেন না কখনোই।
উল্লাস;; কনফিডেন্স থাকা ভালো মিস. আইরাত তবে ওভার কনফিডেন্স না।
আইরাত;; এটা আপনার কাছে হয়ত ওভার কনফিডেন্স তবে আমার কাছে আমার বিশ্বাসের মাপকাঠি।
উল্লাস;; আই এম কিডিং। সে কোন এক নির্দয় পাশান ব্যাক্তিই হবে যে কিনা আপনার মতো একজন চোখ ধাধানো সুন্দরী কে খুন করতে চাইবে। এটা আমি করতে পারবো না। বরং আপনার হাতে আমি মরতে রাজি।
আইরাত;; এভাবে বলতে নেয় কে জানে কখন আল্লাহ মরণের দোয়া কবুল করে নেয়।
উল্লাস;; তা তো হায়াতের ব্যাপার। তবে আপনার মতো মেয়ে যে দিনে কতোজন কে নিজের রুপ দিয়ে ঘায়েল করেন তার খবর কি রাখেন?
আইরাত;; যে মেয়ে সুন্দরের অধিকারী সে মানুষের মন-আত্না জিতে, যে মেয়ে বুদ্ধিমতী সে জীবনের বাজি-খেলা জিতে আর যে মেয়ে সৌন্দর্য-বুদ্ধি উভয়েরই অধিকারী সে পুরো দুনিয়াই জিতে যায়।
উল্লাস;; আপনি?
আইরাত হেসে দেয়।
আইরাত;; আমার মতে আমি এইসবের কিছুই না। তবে আমি আমার জীবনে একজন মানুষ কে জিতেছি যে আমার সব। আমার পুরো দুনিয়া। তাকে পেয়ে এখন আমার জীবনে আর কোন কিছুর কমতিই নেই।
আইরাতের মাথায়-চোখের সামনে বর্তমানে শুধুমাত্র আব্রাহামের মুখ টাই ভেসে উঠছে।
উল্লাস;; হুম বুঝলাম। তো কি খাবেন বলুন
চা/কফি/এলকোহল! কোনটা?
আইরাত;; আমি আ….
উল্লাস;; যদিও আপনার এলকোহল খাওয়ার কোন প্রয়োজনই নেই, আপনাকে দেখলে এমনিতেই নেশা লাগার মতো অনুভূতি কাজ করে।
আইরাত;; অন্যের জিনিসের ওপর নজর দেওয়া নেহাত বোকামি।
উল্লাস আইরাতের কথার মানে বুঝে না। আইরাত আরো এটা ওটা বলে উল্লাস কে থামিয়ে রাখে। কথার ভাজে রেখে দেয়। আইরাত খেয়াল করে দেখে আগে থেকে গার্ড বেশ কমে গেছে। তবে এখানে দুজন গার্ড দাঁড়িয়ে আছে।
আইরাত;; উল্লাস!
উল্লাস;; জ্বি! আপনি এতো নরম সুরে ডাকেন যে সাড়া না দিয়ে আর থাকাই যায় না।
আইরাত;; এর জন্যেই তুই একটা ম********। (মনে মনে)
আইরাত এক টেডি স্মাইল দিয়ে উল্লাসের দিকে তাকিয়ে নিজের মনে মনেই যে কত শত গালি দিয়েছে তা হিসেব ছাড়া।
আইরাত;; আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। যদি আপনি আপনার গার্ডদের একটু ওদিকে মানে ওই পেছনের জায়গা তে চেপে যেতে বলতেন আরকি।
উল্লাস;; ওদের যাওয়া টা কি জরুরি?
আইরাত;; আচ্ছা ওরা থাক তাহলে আমিই চলে যাই।
উল্লাস;; না থাক। এই তোরা সবাই দূরে যা এখান থেকে।
উল্লাসের বলাতে গার্ড গুলো অন্য পাশে চলে যায়৷
কিন্তু এখন আইরাত কি করবে ভেবে পায় না। কারণ মাথায় এখন কিছুই আসছে না পুরো ব্ল্যাংক হয়ে গেছে। রাগ লাগছে এখন আব্রাহামের ওপর, সে কেনো এখনো আসছে না তা দেখে। আইরাত নিজের দুহাত মুচড়াচ্ছে বারবার। কয়েক সেকেন্ড পরই আব্রাহাম আইরাতের কানে থাকা ব্লুটুথে বলে ওঠে…
আব্রাহাম;; বেবিগার্ল আমি এসেছি তুমি জলদি এখান থেকে কোন এক বাহানা দিয়ে দূরে যাও।
আইরাত এবার ভুলে কিছুটা বোকামি করে বসে। সে জোরেই বলে ওঠে…
আইরাত;; আপনি এখন কোথায় আছেন?
নিজে বলে নিজেই ভরকে যায়। এটা সে কি করলো! উল্লাস কপাল কুচকে আইরাতের দিকে তাকায়৷
আইরাত;; না বলছিলাম যে আপনি কোথা থেকে এসেছেন? মানে আপনার হোমটাউন কোথায়?
উল্লাস;; বাংলাদেশী আমি।
আইরাত;; ওহ আচ্ছা আচ্ছা।
আইরাত এখন কি বাহানা দিবে তাই ভেবে পায় না।
আইরাত;; উল্লাস!
উল্লাস;; জ্বি?
আইরাত;; আসলে আপনাকে না অনেক হ্যান্ডসাম দেখতে।
উল্লাস;; থ্যাংক্স।
আইরাত;; শালারপুত তোরে দেখলে বমি আসে আমার কুত্তা। (মনে মনে)
আইরাত;; বলছিলাম কি যে এখন আমি যাই।
উল্লাস;; আরে আসলেনই মাত্র কিছু সময়ই তো হলো!
আইরাত;; আসলে কি বলবো বলুন। সত্যি বলতে এতো হ্যান্ডসাম একটা মানুষের সাথে থাকলে না জানি কখন প্রেমে পরে যাই। ভয় হয় তো৷ তাই চলে যাই।
উল্লাস;; হ্যাঁ আচ্ছা।
আইরাত;; হাহ যে না আমার চেহারা নাম তার রাখছে পেয়ারা। রাস্তার কুত্তাও তোর দিকে তাকাবো না আবার প্রেম। এহহহহহহ ড্রেনের পোকা। আইতাছে তোরে বাঁশ দিতে।
উল্লাস;; চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। হেল্প করি।
আইরাত;; হেল্প টুকু বাঁচিয়ে রাখুন। না জানি কখন আপনার নিজেরই দরকার পরে।
উল্লাস;; জ্বি না আমি আশা রাখছি সে রকম বিপদে পরবো না।
আইরাত;; আশা হয়তো আশাই রইলো আপনার।
যাই হোক আমি আসি।
উল্লাস;; হুমমম।
আইরাত;; বেঁচে থাকলে আবার দেখা হবে।
উল্লাস;; হুমম (কপাল কুচকে)
আইরাত নিজের চোখে গ্লাস টা পরে সেখান থেকে এসে পরে। তবে এবার নয় নাম্বার রুমের বাইরে আসতেই আইরাত কিছুটা চমকে যায়। কেননা বাইরে এখন দরজার পাশে এক না দুই না বেশ কয়েক জন গার্ড দাঁড়িয়ে আছে৷ সবার হাতেই গান।
গার্ড;; ম্যাম ভয় পাবেন না। আমরা আব্রাহাম স্যারের লোক তবে গেটাপ চেঞ্জ করে এসেছি। স্যার ই আমাদের এখানে পাঠিয়েছেন স্পেশালি আপনার সেইফটির জন্য।
আইরাত;; গার্ড পাঠিয়েছে তা জানি তবে তা যে আপনারা তা জানতাম না।
গার্ড;; ম্যাম আপনাকে স্যার উনার রুমে চলে যেতে বলেছেন দ্রুত।
আইরাত;; জ্বি চলুন।
আইরাত মাঝখানে তার পেছনে তিনজন গার্ড আর সামনে তিনজন গার্ড। আইরাত রুমে পৌছে গেলে গার্ড গুলো আবার নয় নাম্বার রুমের পাশে চলে যায়। আর ওদিকে উল্লাস তার গলা ছেড়ে দিয়ে চিল্লিয়ে তার গার্ড দের ডাকছে তবে কেউ নেই। একটা মাছি অব্দি নেই। উল্লাস আবার যেই না গার্ড দের ডাক দিতে যাবে তখনই আড়াল থেকে আব্রাহাম বের হয়ে আসে সিটি বাজাতে বাজাতে। নির্জন কোন আওয়াজ ছাড়া স্থানে সিটির আওয়াজ যেনো স্পষ্ট শোনা যাচ্ছে। আব্রাহাম কে দেখেই উল্লাসের কপালে গাঢ় ভাজ পরে। সে এই সময়ে এখন এখানে আব্রাহাম কে মোটেও আশা করে নি।
উল্লাস;; আপনি?
আব্রাহাম;; এসে গেলাম।
উল্লাস;; গার্ড”স, গার্ড”স!
আব্রাহাম;; সবগুলো কে চিতপটাং করে এসেছি।
উল্লাস রেগে আব্রাহামের দিকে তাকায়।
আব্রাহাম;; আরে আরে রেগে যাচ্ছিস কেনো? মারি নি কাউকেই। শুধু গার্ড গুলো একসাথে যেখানে ছিলো সেখানে ক্লোরফোর্ম গ্যাস লিক করে দিয়েছি। ধোঁয়ার মতো সাদা গ্যাস সারা টা জুড়ে ছড়িয়ে পরেছে। যার দরুন সবাই কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পরেছে। চিন্তা নেই ২-৩ ঘন্টার মাঝেই জ্ঞান এসে পরবে।
উল্লাস;; কি চাই কি আপনার?
আব্রাহাম;; কোহিনূর।
উল্লাস;; আ….
আব্রাহাম;; দেখ আমি অযথা ঝামেলা চাচ্ছি না। সোজা সাপটা বলে দে যে কোহিনূর এখন আছে কোথায়!?
উল্লাস ফিক করে হেসে দেয়৷
উল্লাস;; আপনার কি মনে হয় যে এই কোহিনূর যদি আমার কাছেই থেকে থাকতো তাহলে এখনো আমি এখানে বসে আছি। কবেই এখান থেকে উড়াল দিতাম।
আব্রাহাম;; সেটুকু আমারও জানা আছে। যখন এখানে আসি গার্ড দের দিয়ে সব খবর নেই৷ তাদের মাঝে তোর নাম উঠে আসে। তোর ছবিও হাতে পাই। আর দেখ না এই হোটেলে তোকেও পেয়ে যাই। আর আমি জানি যে তোর মতো গাধা রুপি চালাকের কাছে কোহিনূর থাকবে না তবে তা কোথায় বা কার কাছে আছে তা তো জানিসই সো এবার মুখ খোল।
উল্লাস;; আর যদি না খুলি তো!
আব্রাহাম;; আজই তোর শেষ দিন।
উল্লাস তার পাশের টেবিলে থাকা একটা ভারি ফ্লাওয়ার ভ্যাস তুলে আব্রাহামের দিকে ছুড়ে মারে।
তবে সে সরে যায়। উল্লাসের আর কিছু বলা বা করার আগেই আব্রাহাম তার বুক বরাবর দেয় এক লাথি বসিয়ে৷ এতে উল্লাস চটকে গিয়ে ধিরিম করে পরে যায়। সে উঠে দাঁড়াতো তবে তার আগেই আব্রাহাম তার বাম পা দিয়ে উল্লাসের গলাতে চাপ দিয়ে ধরে। তার নাক দিয়ে ব্লাড বের হয়ে পরে।
আব্রাহাম;; এখনো সময় আছে বলে দে।
উল্লাস;; সত্যি বলছি কোহিনূর তো আমার কাছে নেই ই তবে কার কাছে আছে ঠিক তাও জানি না। তব ত তবেহ, আতিক রহমান নামে একজন আছে সে হয়তো জানে।
আব্রাহাম অবাক।
আব্রাহাম;; এই আতিকের সাথেও তোদের কানেকশন আছে?
উল্লাস;; হ্যাঁ আছে শুধু কিছুদিনের জন্য।
আব্রাহাম;; এই আতিকের কাছে তো কোহিনূরের মতো জিনিস থাকার প্রশ্নই আসে না।
উল্লাস;; নেই তবে সে হয়তো আসল ঠিকানা জানে যে কোহিনূর কোথায় আছে।
আব্রাহাম তার পা দিয়ে উল্লাসের গলায় আরো জোরে চেপে ধরে। উল্লাসের তো দম যায় যায় অবস্থা। সে তড়িঘড়ি করে বলে ওঠে…
উল্লাস;; এই আ আ আত আতিক ম মনে হয় এখান এ এখানেই আমেরিকাতেই রয়েছে।
আব্রাহাম;; কবে আর কাদের সাথে এসেছে?
উল্লাস;; গতকাল রাতেই এসেছে। আর তারা একাই এসেছে৷ হয়তো আতিক আর সাথে তার কিছু লোকজন। শেষ সব বলে দিয়েছি আমি আর কিছুই জানি না। এবার, এবার আমাকে ছেড়ে দিন প্লিজ।
আব্রাহাম;; আইরাত!
উল্লাস কিছু না বুঝতে পেরে তাকায়। আব্রাহাম নিজের জেকেট থেকে রিভলবার টা বের করে চেক করতে করতে বলে..
আব্রাহাম;; ওই মেয়ে কে আমি ভালোবাসি৷ ওই মেয়ে আমার। (গান দিয়ে নিজের বুকে দেখিয়ে)
উল্লাস;; তা তার ম মানে…!
আব্রাহাম;; ওকে আমিই পাঠিয়েছিলাম। সন্ধ্যায় তোর সাথে ওর ১৭ নং টেবিলে দেখা করা, এমনকি এখনো দেখা করতে আসা সবই আমার বানানো প্ল্যান তোকে ফাসানোর জন্য। আর দেখ না তুই ফেসেও গিয়েছিস৷ আইরাত আমার বিয়ে করা বউ।
উল্লাস চরম অবাক। সে কোন ভাবেই বুঝতে পারে নি তাদের এই চালকে।
আব্রাহাম;; জানিস তো একটা কথা মানতেই হবে যে একটা মেয়ে একটা ছেলেকে নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে যেমন সঠিক পথে আনতে পারে, যেমন জীবন সুধরিয়ে দিতে পারে ঠিক তেমনই ওই একটা মেয়েই একটা ছেলে কে চরমভাবে বরবাদও করে দিতে পারে। প্রমাণ নিজেকে দিয়ে দেখ। আইরাত তোকে ফাসিয়েছে। দুটো মিষ্টি সুরে কথা কি বললো তুই তো ভেসেই গেলি। মেয়ে মানুষ ভয়ংকর হয়। মৃত্যু পর্যন্ত টেনে এনে ছেড়ে দিবে। যা তোকেও দিয়েছে। আইরাতের সাথে ক্যামেরা ছিলো যার দ্বারা আমি খুব সহজেই তোর কাছে পৌঁছে গেছি। আমি চাইলে অনেক আগেও তোর কাছে এসে পরতে পারতাম সোজা সামনে এসে তোকে খুন করে রেখে যেতে পারতাম তবে তা করি নি কেনো জানিস! কারণ মানুষের দূর্বল পয়েন্টে আঘাত করে মারার মজাই আলাদা। অনেক ইজি হয়। আমি তোকে সত্যি জানে মারতাম না। একদমই না। কিন্তু এখন মেরেই দম নিবো। কেনো? কারণ আমার আইরাত, তুই আমার আইরাতের দিকে নজর দিয়েছিস। এখন ওপরে গিয়ে ফ্লার্ট করিস।
উল্লাস আর একটা টু শব্দও করতে পারেনা। আব্রাহাম ধাই ধাই করে সব গুলো বুলেট তার বুকে শুট করে দেয়। বুকটা যেনো ঝাঝড়া হয়ে যায় মূহুর্তেই। আব্রাহাম তার রিভলবার টা উল্লাসের লাশের পাশেই ছুড়ে ফেলে দিয়ে এসে পরে। বাইরে এসে গার্ড দের বলে রাতের মাঝেই উল্লাসের লাশের কিছু একটা ব্যাবস্থা করে দিতে। আর পুলিশ কেস হলে তা আব্রাহাম নিজেই হ্যান্ডেল করে নিতে পারবে।
।
।
তবে ওদিকে আইরাত এলোমেলো হয়ে শুয়ে-বসে আছে। আব্রাহামের ওই হুডি ফ্লোরে পরে আছে। জামা চেঞ্জ করে একটা হাটু অব্দি থ্রি কোয়াটার প্যান্ট আর শার্ট পরে বসে আছে। সামনে এতো বড়ো একটা কেক। চাকু দিয়ে কাটছে আর খাচ্ছে। অর্ডার করেছিলো সার্ভেন্ট এসে তা দিয়ে গিয়েছে। তারপর আবার সার্ভেন্ট আসে তার কাছ থেকে আইরাত কোল্ড ড্রিংকস নিয়ে নেয়। খেতেই থাকে। তার ১৫-২০ মিনিট পর আব্রাহাম আসে। রুমের ভেতরে লুকিং ক্যামেরা তে আব্রাহাম কে দেখে বিছানা থেকে এক লাফ দিয়ে নেমে পরে আইরাত। দরজা খুলে দেয়। আর আব্রাহাম আইরাতের আপাদমস্তক দেখে নেয়। ঠোঁটের পাশে এত্তোগুলো চকোলেট সব লেগে আছে। তার ওপর পাতলা একটা শার্ট আর হাফ প্যান্ট পরে আছে। আব্রাহাম ঢোক গিলে তাকে দেখে। আব্রাহামের এখন নিজেরই কেমন নেশা নেশা লাগছে আইরাত কে দেখে। যাই হোক সে দ্রুত রুমের ভেতরে এসে পরে। নিজের ওপর থেকে জেকেট টা খুলে সোফার ওপরে রেখে দেয়।
আব্রাহাম;; এটা কি করে রেখেছো?
আইরাত কিছু না বলেই কয়েকবার হিচকি তুলে। আব্রাহাম কিছু বলবে তার আগেই আইরাত সোজা আব্রাহামের কাছে গিয়ে তার গলা ধরে ঝুলে পরে৷ আব্রাহাম তার কোমড় ধরে ফেলে।
আব্রাহাম;; আইরাত!!
আইরাত আবার হিচকি তুলে জোরে।
আইরাত;; এই আপনি আসতে এতো দেরি করলেন কেনো?
আব্রাহাম;; এই মেয়ে দেখি৷
আব্রাহাম আইরাতের গালে নিজের দুহাত রেখে তার মুখটা আইরাতের মুখের কাছে আনে বেশ।
আব্রাহাম;; এই তুমি ড্রিংক করেছো?
আইরাত;; না তো কখন করলাম!
আব্রাহাম;; তা তো তুমিই জানো।
আব্রাহাম তাকিয়ে দেখে একটা ফুড ট্রে তে একটা আধো খাওয়া চকোলেট খেক আছে আর তার পাশেই একটা কাচের বোতল।
আব্রাহাম;; এগুলো এখানে কেনো?
আইরাত;; আমার না খুব খুদা লেগেছিলো। আপনি তো এখানে নেই নয়তো আপনাকেই কামড় বসিয়ে দিতাম। হালুউউউউউউউউউউউউউউউম। এর জন্য খাবার অর্ডার করেছি৷
আব্রাহাম;; আরে বসো দেখি এখানে৷
আব্রাহাম আইরাত কে বসিয়ে দেয়। তারপর গিয়ে সব খাবার চেক করে। কেক ঠিক থাকলেও ড্রিংক টা এলকোহল জাতীয়। আসলে বোতলে লিখা অরেঞ্জ জুস তবে এতে বেশ এলকোহল মেশানো আছে। তাই আইরাত না বুঝেই খেয়ে নিয়েছে। আব্রাহাম এক হাত তার কোমড়ে দিয়ে আরেক হাত দিয়ে তার কপাল চেপে ধরে।
আইরাত;; এই জামাই কাছে আসো। (আঙুল দিয়ে আব্রাহাম কে কাছে ডেকে)
আব্রাহাম;; ইয়া খোদা কই তুমি!
যদি এক গ্লাসের মতো ড্রিংক টুকুও আইরাত খেতো তা ঠিক ছিলো কিন্তু বোতল শেষ করে দিয়েছে পুরো। মাথা তো ধরবেই৷ আব্রাহাম আর কি করবে গিয়ে আইরাতের পাশে বসে। আইরাত সাইড থেকে আব্রাহাম কে জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু আইরাত আব্রাহাম কে সম্পূর্ণ জড়িয়ে ধরতে পারছে না সাইডে থেকে। কোন ভাবেই আইরাতের দুহাত মিলছে না। আব্রাহাম হেসে দেয়।
আব্রাহাম;; বেবিগার্ল ছেড়ে দাও পারবে না।
আইরাত;; আম্মু থাকলে মানে শাশুড়ী আম্মু থাকলে আমি জিজ্ঞেস করতাম যে আম্মু কি মানে কি খেয়ে আপনার ছেলে কে পেটে রেখেছিলেন!!
আব্রাহাম;; হয়েছে তোমার আজগুবি কথা বলা৷ এবার দেখি এদিকে এসো।
আব্রাহাম ওয়েট টিস্যু পেপার এনে আইরাতের সামনে বসে। মুখ আলতো ভাবে মুছে দিতে থাকে। আব্রাহাম উঠে চলে যেতে ধরবে তখন আইরাত আব্রাহামের হাত ধরে আটকিয়ে দেয়। আব্রাহাম দাঁড়িয়ে ঘুরে দাঁড়ায়। আইরাত মাথা নিচু থেকে হঠাৎ মাথা তুলে দাঁড়ায়। আইরাতের আঁখিজোড়া দেখে আব্রাহামের কেমন বুকটা মোচড় দিয়ে ওঠে। কেননা আইরাতের চোখে অশ্রুবিন্দু টলমল করছে। সে আব্রাহামের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে।
আইরাত;; আ”ম সরি আব্রাহাম।
আব্রাহাম এক হাটু ভাজ করে আইরাতের সামনে বসে।
আব্রাহাম;; কি হয়েছে জানপাখি?
আইরাত;; আমি আপনাকে অনেক, অনেক হার্ট করেছি তাই না!
আব্রাহাম;; একদম না।
আইরাত;; মিথ্যে বলতে হবে না জানি আমি।
আব্রাহাম; তুমি খেয়ে নিয়েছো উল্টা-পাল্টা তাই এখন যা তা বকছো জান। চলো উঠো রাতও অনেক রয়েছে ঘুমাবে চলো।
আইরাত;; আমার কথা আছে আপনার সাথে অনেক।
আব্রাহাম;; আচ্ছা বলো। সারারাত শুনবো আমি।
আইরাত;; আব্রাহাম আমি না, আমি না আপনাকে অনেক ভালোবাসি। অনেক বেশিই।
আব্রাহাম শুধু এক নজরে আইরাতের দিকে তাকিয়ে থাকে। সে ভাবে নি যে আইরাত তাকে এখন এই কথা বলবে।
আইরাত;; জানি না কখন আর কীভাবে বাসলাম৷ আমি ভাবি নি কখনো যে আমি নিজেই আপনাকে এইসব বলবো। কিন্তু বলে দিলাম। জানেন আমার খুব রাগ হয় কেউ আপনার দিকে তাকালে। আপনার ব্যাপারে কথা বললে, আপনার ওপরে ক্রাশ খেয়েছে হাবিজাবি বললে। আমি না এককাজ করবো আপনার সামনে একটা কাগজে লিখে দিবো যে ‘আইরাতের জামাইজান’ তাহলে কেউ আর নজর দিবে না।
আব্রাহাম;; হুমম।
আব্রাহাম মুখ চেপে হাসে।
আইরাত;; এরপর থেকে যদি দেখেছি যে কোন মাইয়া আপনার দিকে তাকাচ্ছে তাহলে ওর চুল টেনে টাক্কু করে দিবো আমি বলে দিলাম৷
আব্রাহাম;; আচ্ছা, আর কেউ যদি তোমার দিকে তাকায় তো?
আইরাত;; তার সাহসই হবে না। আপনি তো মেরেই দিবেন তাকে। যেভাবে উল্লাস কে মারলেন।
আব্রাহাম;; তুমি?
আইরাত;; আমি দেখেছি। রুমে এসে দেখি আরেকটা ফোন সেটা অন করেই দেখি আমার ক্যামারার সাথে সেট করা৷
আব্রাহাম;; ভয় লাগে নি?
আইরাত;; নাহ।
আব্রাহাম;; আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি।
আইরাত;; আমিও যাবো আপনার সাথে।
আব্রাহাম;; তুমি গিয়ে ঘুমাও বেবিগার্ল, আমি আসছি।
আইরাত;; আমাকে সাথে না নিলে আমি আপনাকে যেতেই দিবো না।
আব্রাহাম;; চুপ বসো এখানে।
আইরাত কে এক ধমক দিয়ে বসিয়ে আব্রাহাম দ্রুত ফ্রেশ হয়ে আসে। এসে শার্ট পরতে যবে তার আগেই আইরাত শার্ট টেনে ধরে।
আব্রাহাম;; শার্ট দাও।
আইরাত;; আব্রাহাম!
আব্রাহাম;; বলো।
আইরাত;; আপনি কি জানেন!
আব্রাহাম;; কি?
আইরাত;; আপনাকে যে উন্মুক্ত ভেজা শরীরে কি পরিমাণ হট লাগে!
আব্রাহাম;; 🤦♂️
আইরাত;; 😁
আব্রাহাম;; বুঝেছি এভাবে হবে না।
আব্রাহাম আইরাত কে এক সময় কাতুকুতু দেয় আইরাত খিলখিল করে হেসে দিয়ে আব্রাহামের শার্ট টা ছেড়ে দেয়। আব্রাহাম রেডি হয়ে এসে কোন কথা না বলেই আইরাত কে পাজাকোলে তুলে নেয়৷ বেডে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আইরাত কে নিজের বাহুডরে নিয়ে শুয়ে পরে। সে আব্রাহামের বুকে নিজের মাথা গুজে দেয়।
আব্রাহাম;; ঘুমাও বেবিগার্ল, কাল সকালে অনেক ইম্পর্ট্যান্ট কাজ বাকি আছে তোমাকে নিয়েই।
আইরাত;; কি কাজ?
আব্রাহাম;; তা কালই দেখবে।
আইরাত;; শুনুন না।
আব্রাহাম;; হুমম।
আইরাত;; ‘আই লাভ ইউ জামাইজান’।
আব্রাহাম আইরাত কে নিজের আরো কাছে এনে পরে বুকের সাথে জড়িয়ে ধরে। তার এক হাত দিয়ে আইরাতের কোমড়ে ধরে। আরেক হাত আইরাতের মাথার পেছনে খোলা চুলে ডুবিয়ে দেয়। আইরাত আস্তে আস্তে ঘুমিয়ে পরে তার বুকেই, আব্রাহাম আইরাতের মাথায়-কপালে চুমু দিয়ে দেয়।
আব্রাহাম;; ‘আই লাভ ইউ টু বেবিগার্ল’।
।#নেশাক্ত_ভালোবাসা
#Season_2
#লেখিকাঃ Tamanna Islam
#পর্বঃ ৩২
পরেরদিন সকালে আইরাতের ঘুম ভেঙে যায় বেশ চিল্লাপাল্লার আওয়াজে। চোখ-মুখ কুচকে উঠে বসে পরে। রুমের আশে পাশে তাকিয়ে দেখে আব্রাহাম নেই। তারপরেই আরো বেশ কিছু শোরগোলের আওয়াজ কানে এসে বাজতেই আইরাত তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে পরে। তবে মাথাটা কেমন যেনো একটু চক্কর দিয়ে ওঠে। করিডরে গিয়ে কাচের রেলিং এ হাত দিয়ে নিচের দিকে কিছুটা উঁকি দিতেই দেখে হোটেলের একদম নিচে বেশ অনেক মানুষ একসাথে জড়ো হয়ে আছে। দেখে তো মনে হয় মিডিয়ার লোকজন। আইরাত রুমের ভেতরে এসে পরে। তখনই আব্রাহাম আসে।
আব্রাহাম;; গুড মর্নিং বেবিগার্ল।
আইরাত;; কোথায় গিয়েছিলেন আপনি?
আব্রাহাম;; এইতো এখানেই। তুমি যাও ফ্রেশ হয়ে এসো।
আইরাত;; আচ্ছা নিচে এতো লোকজন কেনো?
আব্রাহাম;; হোটেলে লাশ পাওয়া গেছে তাই।
আইরাত;; উল্লাসের লাশ?
আব্রাহাম;; হ্যাঁ।
আইরাত;; কিন্তু তাহলে তো…
আব্রাহাম;; আরে প্যারা নাই চিল। ওহ হ্যাঁ তার আগে তুমি এটা খাও।
আইরাত;; লেবুর শরবত?
আব্রাহাম;; হ্যাঁ। এটা হ্যাংওভার সারাতে ভালো কাজ করে।
আইরাত;; আমি আবার কখন কি খেলাম কাল তো….
আব্রাহাম;; ম্যাডাম আপনি কাল যে অরেঞ্জ জুস নামক তরল পদার্থ টুকু খেয়েছিলেন তাতেও এলকোহল মিক্স ছিলো।
আইরাত;; ওহ নো।
আব্রাহাম;; আচ্ছা এবার তুমি ফ্রেশ হতে যাও।
আইরাত আস্তে আস্তে লেবুর শরবত টুকু খেয়ে ওয়াসরুমে চলে যায়। আসলেই মাথা টা এবার বেশ পাতলা লাগছে। আর ওদিকে আব্রাহাম আবার বাইরে বের হয়। রুম পেছনের দিক থেকে লক করে গেছে। সে হোটেলের হলরুমে চলে যায়। অর্থাৎ যেখানে পার্টি এরেঞ্জ করা হয়েছিলো। আব্রাহাম কে হলরুমে আসতে দেখে বাইরের মিডিয়ার লোকজন যেনো আরো ঠেলে ভেতরে আসতে চাইছে। কিন্তু গার্ড গুলো সব থামিয়ে রেখেছে। তখন আরেকজন গার্ড গিয়ে আব্রাহামের কাছে দাঁড়ায়।
আব্রাহাম;; কি এইসব! হ্যাঁ মিডিয়ার লোকজন সবাই এসেছে। আসারই কথা তবে এতো ঝামেলা ক্রিয়েট কেনো করছে?
গার্ড;; স্যার আসলে গতকাল রাতের লাশকে নিয়ে গিয়ে ব্রিজের ওপর থেকে নিচে সমুদ্রে ফেলে দিয়ে এসেছি।
আব্রাহাম;; তাহলে এরা এখানে এতো ভীড় কেনো করছে? লাশ তো শেষ।
গার্ড;; স্যার এরা আসলে আপনার সাথে দেখা করতে চায়।
আব্রাহাম;; ফর হুয়াট?
গার্ড;; স্যার আপনি এসেছেন আপনি। আপনার সাথে যে কেউ দেখা করার জন্য পাগল। এখানে আর কি বা বলি।
আব্রাহাম;; এতো আজাইরা সময় নেই আমার কাছে। আরেকটা কথা এখানে উল্লাসের অনেক চেনাজানা মানুষ আছে বুঝলে। তারা উল্লাস কে না পেয়ে হয়তো সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিবে। যাই হয়ে যাক আমি বেশি কিছু ঝামেলা চাই না। কেউ বেশি বারাবারি করলে সোজা মেরে ফেলো৷
গার্ড হালকা ভাবে মাথা নাড়ায়। আর আব্রাহাম আরেক বার ভীড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চোখে গ্লাস পরে এসে পরে।
দরজা খোলার আওয়াজ পেয়ে আইরাত খানিক পেছন ঘুরে তাকায়। তারপর আবার নিজের চুল মুছাতে মনোযোগ দেয়। আব্রাহামও এসে দেখে আইরাত আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চুল মুছছে। আব্রাহাম আস্তে করে এগিয়ে গিয়ে আইরাতের হাত থেকে টাওয়াল টা নিয়ে নেয়। তারপর নিজেই তার চুলগুলো মুছে দিতে লাগে।
আইরাত;; আব্রাহাম আমার চুল কি বেশি বড়ো?
আব্রাহাম;; না ঠিকই আছে। না বড়ো না ছোট।
আইরাত;; আমি একটু চুল কাটি?
আব্রাহাম;; না
আইরাত;; বেশি না একটুউউউউউউউ!
আব্রাহাম;; না বলেছি। (চোখ গরম করে)
আইরাত;; আচ্ছা।
আব্রাহাম;; চলো বাইরে যাই।
আইরাত;; কেনো?
আব্রাহাম;; বাইরে রিসোর্টে গিয়ে খাবো।
আইরাত;; হুমম।
আব্রাহাম আইরাত কে সাথে করে নিয়ে চলে যায়। রিসোর্টে গিয়ে সমুদ্রের একদম কাছে একটা টেবিলে বসে পরে৷ এত্তোগুলো খাবার তাদের সামনে রেখে দেওয়া হয় তবে সেগুলো তে নজন না দিয়ে আইরাত একমনে তাকিয়ে আছে সমুদ্রের স্রোতে ভেসে আসা প্রচুর পরিমাণে ঝিনুকের দিকে। সেগুলোর ওপরে রোদের কিরণ পরে চিকচিক করছে। আব্রাহাম গ্লাসে জুস ঢালতে ঢালতে আইরাতের নজর অনুসরণ করে সেদিকে তাকায়।
আব্রাহাম;; সমুদ্রের পানিতে যাবে?
আইরাত;; ঝিনুক গুলো কি সুন্দর।
আব্রাহাম;; হুমম।
আইরাত;; আমি যাবো।
আব্রাহাম;; আগে খেয়ে নাও।
এখন না খেলে তো আব্রাহাম তাকে যেতে দিবেই না উল্টো আরো রাগারাগি করবে তাই আইরাত হালকা হলেও কিছুটা খেয়ে নেয়। তারপর নিজে একাই চলে যায়। প্যান্ট পরে ছিলো আইরাত। তা বেশটুকু গুটিয়ে নেয়। তারপরেই সোজা চলে যায় পানিয়ে। তার খুশি দেখে কে। ইচ্ছে মতো লাফাচ্ছে। আর হাতে ছোট ছোট ঝিনুক কুড়াচ্ছে। আব্রাহাম টেবিলে বসে থেকেই আইরাতের এইসব বাচ্চামো দেখছে। বেশ সময় সেখানে থেকে তারপর এসে পরে।
আইরাত;; এখন আমরা কোথায় যাবো?
আব্রাহাম;; এখন আমরা শুট করতে যাবো।
আইরাত;; কি? কাকে?
আব্রাহাম;; দেখি কাকে ধরে নিয়ে শুট করে দেওয়া যায়।
আইরাত;; মজা করবেন না একদম।
আব্রাহাম;; চলো তুমি।
আইরাত এসে ড্রেস চেঞ্জ করে নেয় কেননা পানিতে লাফিয়ে লাফিয়ে আর বিশাল আকারের এক একটা ঢেউ এসে কাপড় পুরো ভিজিয়ে দিয়েছে৷ চেঞ্জ করে এসে দেখে আব্রাহাম বসে বসে কতোগুলো রিভলবারে বুলেট লোড করছে৷ আইরাত কপাল কুচকায়।
আইরাত;; আপনি কি আসলেই শুট করবেন?
আব্রাহাম;; আমি না তুমি করবে।
আইরাত;; কিন্তু কেনো?
আব্রাহাম আইরাত কে নিয়ে লিফটে উঠে পরে। তারপর অন্য আরেকটা ফ্লোরে নিয়ে এসে পরে।
আইরাত;; এটা কতো নাম্বার ফ্লোর?
আব্রাহাম;; ১৯ নাম্বার।
আইরাত;; ওহ।
তখন একজন লোক এসে আব্রাহামের সাথে কথা বলতে লাগে। আব্রাহাম একজন গার্ড কে আইরাত কে নিয়ে যেতে বলে। আইরাত গার্ডের সাথে একটা বড়ো সড়ো রুমে চলে যায়। এখানেও গার্ড রা রয়েছে। সামনে সারিবদ্ধ ভাবে বেশ কিছু বুলেট বোর্ড আছে। যেগুলো তে আসলে শুট প্রেক্টিস করা হয়। আব্রাহাম কয়েক মিনিট পর এসে আইরাতের চোখে একটা সেইফটি গ্লাস পরিয়ে দেয় সাথে কানে একটা সাউন্ড প্রুফ হ্যাডফোন। আসলে রুমটা একদমই নীরব-শুনশান। ফলে আস্তে কথা বললেও যেনো তা বেশ জোরে শোনা যায় আর রুমের চারিদিকের দেওয়াল এসে বারি খায়৷ রিভলবারের আওয়াজ সাধারণত বেশ জোরেসোরেই হয়৷ হ্যাঁ তবে তা যদি সাইলেন্সার হয় সেক্ষেত্রে ভিন্নতা। কানে এসে যেনো তীব্র গুলির আওয়াজ টা না লাগে তাই সাউন্ড প্রুভ হ্যাডফোন টা পরা।
আইরাত;; আপনি এগুলো পরাচ্ছেন কেনো?
আব্রাহাম;; শুট করা শিখবে তুমি।
আইরাত;; আমি শিখে কি করবো?
আব্রাহাম;; আরে আমার বউ তুমি। জামাই-বউ সমান সমান থাকতে হবে না।
আইরাত;; তাই বলে এটা….
আব্রাহাম;; লিসেন তেমন কোন কথা না আসলে সেল্ফ ডিফেন্স। বলেছি না লাইফে সবকিছুই ট্রাই করা বা তার এক্সপেরিয়েন্স থাকা ভালো।
আইরাত;; ভালোই হলো শিখিয়ে দিন তাহলে প্রথমে আমি আমার ফুপি কে মেরে দিবো। ঢিচকেওওওও।
আইরাতের কথা শুনে আব্রাহাম হেসে দেয়। তারপর আইরাত কে নিজের উল্টো দিকে ঘুরিয়ে দেয়। অর্থাৎ আইরাতের পিঠ টা তার বুক বরাবর নিয়ে নেয়। আইরাতের দুহাতের ভাজে পজিশন করে রিভলবার টা রেখে দেয়। তারপর তার পেছন দিক থেকে আব্রাহাম আইরাত কে জড়িয়ে ধরার মতো করে ধরে। আইরাতের হাতের ওপর আব্রাহাম তার হাত জোড়া রেখে দেয়।
আব্রাহাম;; বেবিগার্ল প্রথমত তুমি যাকে শুট করছো বা করবে তার বরাবর রিভলবার তাক করবে। এতো সই না করলেও চলবে প্রথম প্রথম মানে আগেই একটা অংশ বরাবর গানটা ঠেকিয়ে নিবে। যদি এমন চান্স থাকে যে তোমার বিপরীতে থাকা লোকটি তোমার আগেও দ্রুত শুট করে দিতে পারে তাহলে আর কিছুর চিন্তা বাদ দিয়ে আগে সোজা তার দিকে বার কয়েক শুট করে দিবে। হোক সেটা গুলি না লাগলো। এতে সে অবশ্যই সরে যাবে।
এই বলেই আব্রাহাম আইরাতের হাত নিয়ে নিশানা ছাড়াই বুলেট বোর্ড যেগুলো মানুষের আকৃতি নিয়েই দাঁড়িয়ে আছে সেগুলোর দিকে দুবার শুট করে দেয়। এতে আইরাত মুখ কুচকে ফেলে।
আব্রাহাম;; এটা গেলো। সেকেন্ডলি যদি ব্যাপারটা এমন হয় যে তুমি কাউকে অর্থাৎ যে কাউকেই আড়াল থেকে শুট করছো। তোমার কাছে এনাফ টাইম আছে গান তাক করার জন্য তাহলে গানের আগে তার সাথে সাইলেন্সার ফিট করে নিবে। এতে সুবিধে তোমার। কারণ সাইলেন্সারের সাথে একটা ফোকাস হোল থাকে যার দ্বারা তুমি নিদিষ্ট ব্যাক্তিকে খুব সহজেই নিশানা বানাতে পারবে। আর হ্যাঁ তোমার সুবিধে মতো গুন হাতে ধরে একপাশের চোখ খোলা রেখে আরেক পাশের চোখ বন্ধ করে নিবে এতে আরো ইজি হবে। ওয়েট ডেমো দিচ্ছি একটা।
এই বলেই আইরাতের হাত থেকে রিভলবার টা নিয়ে তাতে সাইলেন্সার ফিট করে নেয় তাও আইরাত কে বুঝিয়ে শিখিয়ে দেয়। আবার আইরাত কে আগের মতো করে ধরে তারপর একদম বুলেট বোর্ডের বুক বরাবর তাক করে গুলি করে দেয়। আগের বার গুলি করার সময় আওয়াজ পেয়েছে আইরাত। যদিও সাউন্ডপ্রুভ গেজেট ছিলো তবুও বেশ আন্দাজ পেয়েছে শব্দের। আর এবার যেনো কিছুই হলো না। এভাবেই দুবার আব্রাহাম আইরাত কে দেখিয়ে দেয়।
আব্রাহাম;; ক্লিয়ার?
আইরাত;; একদম।
আব্রাহাম;; হুম আমি কিন্তু আর দেখিয়ে দিবো না।
আইরাত;; চলবে।
আব্রাহাম;; প্রতিদিন এসে প্রেক্টিস করবে।
আইরাত;; এতো ভালো আমার ভার্সিটির টিচার রাও বুঝায় না।
আব্রাহাম;; আহা এটা ভূল। তুমি জানো কি অধিকাংশ স্টুডেন্ট”স দের কাছেই পড়াশোনা একটা প্যারা। তারা সেই ভবে বুঝতেই চায় না পড়া তাই কঠিন লাগে। আর এখন তো শুট। ব্যাপার টা কিছুটা হলেও কৌতুহল জাগায় তাই এতো ভালো লেগেছে।
আইরাত;; পয়েন্ট৷
আব্রাহাম;; হ্যাঁ এইযে আমার সামনেই দাঁড়িয়ে আছে একটা পড়াচোর।
আইরাত;; এইইই গুল্লি মাইরা খুলি উড়ায় দিমু কিন্তু।
আব্রাহাম;; ওয়াহ, মেরি বিল্লি মুঝেই মেউ। আল্লাহ আমি ভয় পাইছি তো। এখন বাসায় চলো।
আইরাত হেসে দেয়। তবে বাইরে সবার সামনে দিয়ে যাওয়ার মাঝে আইরাতের মাথায় একটা বুদ্ধি এসে বাত্তির মতো জ্বলে ওঠে। আব্রাহামের হাত ধরে সে হাঁটছিলো হঠাৎ থেমে যায়। আব্রাহামও থেমে গিয়ে দাঁড়িয়ে পরে।
আব্রাহাম;; কি হলো চলো।
আইরাত;; আমি আর হাঁটতে পারবো না।
আব্রাহাম;; কেনো কি হয়েছে জানপাখি? পায়ে ব্যাথা?
আইরাত ঠোঁট উল্টিয়ে দিয়ে ড্যাবড্যাব করে আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। আব্রাহাম তা বুঝতে পেরে বাকা হাসে। আইরাতের হাত ধরে এক টান দিয়ে সোজা পাজাকোলে তুলে নেয়। আইরাত তার দুহাত দিয়ে আব্রাহামের গলা জড়িয়ে ধরে। এভাবে সবার সামনে দিয়ে আব্রাহাম আইরাত কে কোলে করে নিয়ে যাচ্ছে দেখে অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। সবাই লাভ ওয়ালা কমেন্ট থ্রো করছে তাদের দিকে।
।
।
রাতের বেলা বসে বসে ট্যাবে গেমস খেলে যাচ্ছে আইরাত। আব্রাহাম বসে বসে পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে। পাশে তাকিয়ে দেখে আইরাত গেইম”স খেলতে মগ্ন। অন্য কোন দিকে হুস নেই। এগুলো এখন আব্রাহামের কাছে বেশ বোরিং লাগছে। তাই সে আস্তে করে আইরাতের পাশ থেকে উঠে যায়। আর আব্রাহাম যে তার পাশ থেকে উঠে গেছে সেদিকে কোন খেয়ালই নেই আইরাতের। তার কয়েক মিনিট পরেই হঠাৎ ধুপ করে পুরো রুমের লাইট অফ হয়ে যায়। এবার আইরাতের হুস ফিরে আসে। ট্যাবের লাইটে আবছা সব দেখা যাচ্ছে। পুরো রুম অন্ধকার দেখে আইরাত দ্রুত লাইট অন করে ট্যাবের। পাশে তাকিয়ে দেখে আব্রাহাম নেই। এবার আইরাত বুঝে যে সে এই অন্ধকার রুমে পুরো একা। এইতো আইরাতের হাওয়া টাইট। সে শুকনো কিছু ঢোক গিলে। বিছানা থেকে উঠে পরে।
আইরাত;; আব্রাহাম, আব্রাহাম!
_________________________
আইরাত;; আব্রাহাম কোথায় আপনি? আব্রাহাম!
কয়েক কদম এগিয়ে যেতেই পাশের রুম থেকে কিছু পরে যাওয়ার আওয়াজ পায় আইরাত। সে সেদিকে এগিয়ে যায়। সেই রুমে গিয়ে দেখে লাইট আছে। আইরাত কপাল কুচকে পেছনে তাকায়।
আইরাত;; বুঝলাম না এই রুমে লাইট আছে বাট ওই রুমে লাইট নেই কেনো?
আইরাত আরো ভেতরে যায় আর যেতেই দেখে আব্রাহাম বসে আছে ফ্লোরে। তার সামনে একটা বড়ো আকারের এ-ফোর সাইজের মোটা পেইন্টিং পেপার। আইরাত খেয়াল করে আব্রাহাম একটা প্যান্ট আর একটা সাদা স্লিভলেস টি-শার্ট পরে আছে। তার দুহাতে প্রচুর রঙ লেগে আছে। আইরাত তার হাত থেকে ট্যাব টা রেখে দিয়ে খালি পায়ে আব্রাহামের দিকে এগিয়ে যায়। এবার যেনো আবার রুমের আলো আগে থেকে কমে আসে। হালকা আঁধার আলো। আইরাত আব্রাহামের পাশে গিয়ে দাঁড়ায়। খেয়াল করে দেখে আব্রাহামের চোখ দুটো তার পেইন্টিং কাগজেই স্থীর। সামনে আসা সিল্কি চুলগুলো কপালে ঠেকে রয়েছে তার। সে কাগজে কি আঁকছে আইরাত তা দেখতে চাইলেও দেখতে দিচ্ছে না।
আইরাত;; আব্রাহাম!
আব্রাহাম;; হুমম বেবিগার্ল।
আইরাত;; আপনি আমাকে রেখে একা এসে পরেছেন কেনো?
আব্রাহাম;; তুমি তো গেমস খেলছিলে তাই।
আইরাত;; আপনার থেকে অবশ্যই গেইম’স আমার কাছে বেশি না।
আব্রাহাম;; হুমম।
আইরাত;; কি হুমম!
আব্রাহাম;; হুমম হুমম।
আইরাত;; বসে থাকুন আপনি আপনার হুমম হুমম নিয়ে আমি গেলাম।
আইরাতের চলে যেতেই আব্রাহাম আইরাতের হাত ধরে থামিয়ে দেয়। আইরাত ঘুরে তাকায়। আব্রাহাম এক টানে আইরাত কে নিজের পাশে বসিয়ে দেয়। তারপর পেইন্টিং কাগজ টা আইরাতের সামনে ধরে। আইরাতের চোখে বিষ্ময় & মুখের কোণে হাসি ফুটে ওঠে। আব্রাহাম বসে বসে তারই পেইন্টিং আঁকছিলো।
আইরাত;; আপনি এতো সুন্দর করে আঁকতে পারেন!
আব্রাহাম;; তোমার জন্যই শেখা। আসলে শেখা বলতে ট্রাই করতে করতে হয়ে গেছে। আমি আর কিছুই আঁকতে পারি না শুধু তোমার ছবি ছাড়া।
আইরাত;; অন্নেক অন্নেক সুন্দর হয়েছে।
আব্রাহাম;; থাংকু থাংকু।
আইরাত;; 😆
আব্রাহাম-আইরাত বসে আছে। আব্রাহামের দুহাতে এখনো রঙ লেগে আছে। তাদের পাশেই রঙ-তুলি পরে আছে। অর্থাৎ রুমের হুলিয়াই পুরো পালটে গেছে। হঠাৎ আইরাত তার আঙুলে সামান্য কিছুটা রঙ নিয়ে আব্রাহামের নাকের ডগায় লাগিয়ে দেয়। আব্রাহাম আবার আইরাত কে ঝাপটে ধরে নিজের নাক আইরাতের নাকে ঘষে দেয়। আব্রাহামের তো মাথা একটু ঘুরে যায়। তাই সে আইরাত কে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আইরাতের ঘাড়ে নিজের মুখ গুজে দিয়ে দুহাতে জড়িয়ে ধরে বসে থাকে। আব্রাহাম ইচ্ছে করেই হাতে রঙ নিয়ে আইরাতের গলায়-ঘাড়ে লাগিয়ে দেয়। আইরাত তার দুহাতে রঙ নিয়ে আব্রহামের সাদা শার্টে নিজের দুহাতের ছাপ লাগিয়ে দেয়। ছাপ লাগিয়ে দিয়ে সে নিজেই হাসতে হাসতে শেষ। আব্রাহাম তার হাতে আরো রঙ নিয়ে আইরাতের উরুতে লাগিয়ে দেয়। আইরাতের কানের পেছনে চুমু এঁকে দেয়। আইরাত ঘুরে গিয়ে আব্রাহামের কপালে চুমু দেয়। অর্থাৎ দুজনেই রঙ দিয়ে ডুবে গেছে। এভাবেই তাদের খুনশুটি তে রাত টুকু কেটে যায়।
।
।
⛅⛅~~
আইরাত;; আব্রাহাম আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো!
আব্রাহাম;; সারপ্রাইজ এটা, গেলেই বুঝতে পারবে।
আইরাত;; কিন্তু চোখ থেকে কাপড় টা তো খুলুন!
আব্রাহাম;; না। তুমি শুধু আমার সাথে সাথে চলতে থাকো।
আব্রাহাম আইরাতের চোখদুটো একটা লাল রেশমি কাপড় দিয়ে বেধে রেখেছে। আইরাত কে সে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। সারপ্রাইজ। তবে সে তা কোন মতেই আইরাত কে বলবে না। সকালে ব্রেকফাস্ট করেই আব্রাহাম হুট করে এসে আইরাতের চোখে কাপড় বেধে দেয় তারপরই এগুলো। তবে আইরাত শুধু একা না। তার কোলে টাফি & সফটিও আছে। তারা দুজন সুন্দর করে চুপচাপ বসে আছে আইরাতের কোলেই। আইরাতের হাতে নিজেদের গা ঘষছে। আব্রাহাম আইরাতের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। তারপর বাইরে গিয়ে আইরাত কে গাড়িতে বসিয়ে দিয়ে আব্রাহাম ড্রাইভিং সীটে গিয়ে বসে পরে।
আইরাত;; আব্রাহাম এবার তো চোখের বাধন খুলুন!
আব্রাহাম;; না। তুমি শুধু চুপ করে বসে থাকো৷
দেখতে দেখতেই প্রায় বেশ সময় পর গাড়ি এসে থামে একটা খোলামেলা জায়গায়। গাড়ি থামার আভাস পায় আইরাত। আব্রাহাম নেমে এসে আইরাত কে গাড়ি থেকে নামিয়ে আনে। আইরাতের কোলেও টাফি & সফটি। গাড়ি থেকে নেমে আব্রাহাম আবার আইরাতের এক হাত ধরে এগিয়ে যেতে থাকে।
আইরাত;; আব্রাহাম আর কতো দূর?
আব্রাহাম;; জাস্ট এ মোমেন্ট বেবিগার্ল এসে পরেছি।
আব্রাহাম আইরাত কে নিয়ে এবার একটা জায়গায় থেমে পরে। তারপর আস্তে করে আইরাতের চোখ থেকে কাপড় খুলে দেয়। আইরাত তার কোল থেকে টাফি & সফটি কে নিচে নামিয়ে দেয়। তারা আব্রাহামের পায়ের কাছ দিয়ে লাফালাফি করছে। আস্তে ধীরে নিজের চোখ মেলে তাকায় আইরাত। অবিশ্বাস্য! আব্রাহাম তাকে এমন কিছু একটা গিফট করবে আইরাত ভাবেই নি।
আইরাতের সামনে একটা ২ থেকে ৩ তালা ফ্লোরের বাসা আছে। বাসা টা একদম ধবধবে সাদা। বাসার পাশেই সারি সারি বেশ কিছু গাছপালা রয়েছে। বাসার সামনে একটা খোলা বাগান আছে তাতেও ফুলের বাগান দিয়ে ভরা। বাসার কোণায় কোণায় ফুলের অনেক গুলো রঙ-বেরঙের টব আছে। সেগুলো তে নজর কাড়া সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বাসার ওপরে একটা ছাদ আছে। প্রত্যেক টা রুম বা দরজার সামনে ছোট ছোট করিডর আছে। সব সাদা দেওয়ালে ছোট ছোট ঝাড়বাতি ঝুলে আছে। বাড়ির পাশে যে গাছগুলো আছে তার পাতার ফাক দিয়ে মিষ্টি রোদ এসে তার উষ্ণতা ছড়িয়ে আছে। বাড়ির মেইন দরজার সামনে নেইম প্লেটে সুন্দর করে লিখা
{~আব্রাহাম❤️আইরাত~}। ভালোলাগার ব্যাপার টা এসে ঠ্যাকায় খোলা নীল আকাশ টায়। গাঢ় নীল আকাশের নিচেই সাদা বাসা। সম্পূর্ণ বাড়ির ভিউটা এত্তো মাত্রায় সুন্দর যে চোখ জুড়িয়ে যায় দেখে। প্রকৃতি আর আধুনিকতার সংমিশ্রণ মিলে বাড়িটা। সাধারণ মাত্রায় অতি অসাধারণ সুন্দর।আইরাত কে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আব্রাহাম আইরাত কে পেছন থেকে এসে জড়িয়ে ধরে মাথার সাথে মাথা তার ঠেকিয়ে দেয়। আইরাতের কানের পাশে আস্তে করে বলে ওঠে…
আব্রাহাম;; বেবিগার্ল, পছন্দ হয়েছে?
আইরাত হালকা মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়।
আইরাত;; এত্তো সুন্দর সারপ্রাইজ যা বলারও বাইরে।
আব্রাহাম;; আমার একটা ছোট্ট ড্রিম ছিলো জানো!
আইরাত;; এটা!
আব্রাহাম;; হুম।
“বিশাল নীল আকাশের নিচে আমাদের একটা সুন্দর সাদা বাড়ি হবে 🤍💙”
আইরাত;; “একটা বাড়ি, দুজন মানুষ আর এত্তোগুলো ভালোবাসা”
আব্রাহাম আইরাতের কপালে চুমু খায়।
আব্রাহাম-আইরাত কে একসাথে হাসতে দেখে টাফি & সফটি খুশিতে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়।
।
।
।
।
চলবে~~
।
।
।
চলবে