পুতুল বউ পর্ব -১৫+১৬

#পুতুল_বউ
#Afxana_Junayed
#পর্ব_১৫

“আমি ইমনকে বিয়ে করবো”

বাক্যটুকু শুনে সেখানের উপস্থিত সবাই ‘থ’ মেরে যায়।প্রণয় রাগে জিদ্দে চোখ খিচে বন্ধ করে নেয়,,সিজান কিছু বুঝতে না পেরে সবার দিকে হা করে তাকিয়ে থাকে।সামিরো তখন মুখে মাস্ক পড়ে এখানে আসে,আর কোনো কথা না শুনলেও পুতুলের বলা শেষ বাক্যেটুকু তার কান অব্দি পৌছে যায়।পেছনেই ছিলো সামিয়া আর ফায়াজ সাথে কিছু সংখ্যক গার্ড!

শ্রেয়া অবাক হয়ে বসা থেকে উঠে পুতুলের সামনে এসে বলে,

-পুতুল এইসব কি বলছিস তুই?

পুতুল নিজের অগোছালো চুল এক হাত দিয়ে পেছনে টেনে চোখের পানি মুছে নেয়,মনের সাথে হাজারো যুদ্ধ করে নিজেকে স্বাভাবিক করে বলে,,

-হ্যা ভাবিপু আমি যা বলছি তাই হবে,এটাই আমার সিদ্ধান্ত যেহেতু আমি বিয়ে করে সংসার করবো তো আমার ভালো আমাকেই বুঝতে দাও।আর এ কথাটা ওনাদের বলে দাও!!

-কি বলছিস তুই এগুলো পাগল হয়ে গেছিস এতটুকু মেয়ে কি বুঝিস তুই?আর প্রণয় তুমি ওকে কিছু বলছোনা কেনো!!

প্রণয়ের কাধ ঝাকাতে ঝাকাতে বলল শ্রেয়া,পুতুলের নির্দ্বিধায় মেনে নেওয়া প্রণয়ের চুপ থাকা সে এই বিষয়টা যেনো নিতে পারছে না,তার বোন নেই সেই বোনের যায়গাটা পুতুলকে দিয়েছে শ্রেয়া!আর নিজের চোখের সামনে নিজেরি আপন বোন একজন ধ’র্ষ’ক এর কাছে বলিদান হবে কথাটা ভাবতেই কেমন লাগছে শ্রেয়ার।এই মুহুর্তে পুরো দিশেহারা হয়ে গেছে সে।কিন্তু এতো ডাকার পরও প্রণয়ের সেই একি ভাবে মুখ ঘুড়িয়ে থাকা দেখে শ্রেয়া এইবার উন্মাদ এর মতো প্রণয়কে চিল্লিয়ে বলে,

-কিছু বলছোনা কেনো??

প্রণয়ের কিছু বলার আগেই পুতুল বলে উঠলো,

-মা ভাইয়া এটা আমার লাইফ আমি যা মন চায় করবো এতে কাউকে দখল দারি করতে না বলো।

শ্রেয়া এইবার কিছুনা বলেই পুতুলের গালে একটা চ’র দিয়ে বসলো।পুতুল টাল সামলাতে না পেরে পরে যেতে লাগলে সামিয়া এসে তাকে বুকে টেনে নেয়,এমনিতেই এতো কান্না করে গাল সহ সারা মুখ লাল হয়ে ছিলো,এখন এই থাপ্পড়ের দাগ যেনো সঙ্গে সঙ্গে এক গালে গেথে গেলো।

পুতুল সামিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে ওখান থেকে চলে যায়,সামিয়া পেছনে যেতে নেয়।কিন্তু তার আগেই প্রণয় তাকে থামিয়ে দিয়ে বলে,
-আন্টি ওকে যেতে দিন উপরে রুমে একটু রেস্ট নিক আমি পরে বুঝিয়ে বলবোনি।

সামিয়া আর কিছু বলে না,পুতুলের মার পাশে গিয়ে বসে থাকে।স্নিগ্ধা বাড়িতেই আছে তাই তাকে আনতে যেতে গার্ডকে বলা হয়,তখন শ্রেয়া উঠে বলে “আমিও যাবো সাথে কিছু খাবার নিয়ে আসি” আর কাউকে কিছু না বলতে দিয়ে শ্রেয়া গার্ডের সাথে গাড়িতে করে চলে যায়।

সিজান সামিরের কাছে এসে বলে

-কেসটা কিরে মামা?

করিডরের এক কোনায় দাঁড়িয়ে আছে সিজান আর সামির!সামির জানালার দিকে ঘুরে আছে,এখান দিয়ে বাহিরের ঢাকা শহরের জামজট স্পষ্ট দেখা যাচ্ছে।সিজান আঙুল দিয়ে চিন্তার ভাব নিয়ে কথাটা বলতে বলতে সামিরের কাধে হাত রাখে,সামিরের দিকে তাকিয়ে দেখে,সামির হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে,মুখ দেখে মনে হচ্ছে রেগে গেছে কপালের রোগ ভুলে স্পষ্ট হয়ে আছে।সিজান চোখ বড় বড় করে ফেলে,হা করে তাকিয়ে বলে,

-কি রে তোর আবার কি হলো এরকম বম হয়ে আছিস কেনো?আন্টি তো বলেছিলো ইমন নামের ছেলেটা নাকি খারাপ ওর জন্য ওকে তোদের বাসায় রাখা হয়েছে,কিন্তু হঠাৎ বার্বি ডল ওই ছেলেকে বিয়ে করবে বলল কেনো?ওর বাবাকেই বা কে গুলি করলো?কত রহস্য নারে!!

সামির কিছুক্ষণ চুপ থাকে,সিজানের কথা গুলো বেশ ভাবাচ্ছে তাকে।ও এইসব ইঙ্গিত করে কি বোঝাতে চাচ্ছে?সামির অবিশ্বাস্য চোখে সিজানের দিকে তাকায়,সিজান একটা মুচকি হেসে সামিরের কাধ চাপড়িয়ে “আসি” বলে শিশ বাজাতে বাজাতে চলে যায়।সামির এক দৃষ্টিতে সিজানের যাওয়ার পানে তাকিয়ে থাকে,সিজান চোখের আড়াল হতেই সামির দেয়ালে একটা লাথি মেরে “ওহহ শিট” বলে বড় করে শ্বাস নিয়ে ওখানের একটা চেয়ারে মাথায় হাত দিয়ে বসে থাকে।

পুতুল ওয়াশরুম থেকে বেড় হয়ে হসপিটালের এই লম্বা করিডর জুরে হাঠতে থাকে,এটা পাঁচ তলা।পুতুলের বাবার কেবিন এখানেই দেওয়া হয়েছে কিন্তু তিনি এখন তিন তলার অপারেশন রুমে আছে,পুতুল যেয়ে একটা চেয়ারে বসে

পৃথিবীতে কোনো মেয়ের সর্ব স্থানে যদি কোনো পুরুষ থেকে থাকে,তাহলে সেটা হলো তাদের বাবা।মানুষ অনেক সুখ পেতে পেতে একটা সময় এক যায়গায় এসে ঠেকে যায়।আর এই যায়গা থেকে বের হওয়া তাদের প্রতি খুব কঠিন হয়ে পরে,সেরকমি একটা দেয়ালের সাথে আটকে আছে পুতুল সব কিছু উলোটপালোট লাগছে তখন তো কথাটা বলে দিলো তাকে তো তার পরিবারকে বেচানোর জন্য এইটুকু করতেই হবে।

_____________

-ইয়াসিন ব্যপারটা আরেকবার ভেবে দেখলে হয় না?

-আরে রাখো তোমার ভেবে দেখা,চকচকা হিরা হাতে পেতে হলে তো ওইটুকু করতেই হয়।

-আপনার ছেলের করা সব কু কর্মের দিকটা আইন থেকে আমি সামলে নিলেও এই বিষয় আমার কিছু করার নেই,এইবারে যে কেসটা আপনার ছেলের নামে চলছে তা কিন্তু ভবিষ্যতে ভয়াবহ হতে পারে।

ইয়াসিন এইবার কিছুটা চিন্তিত হলো,হাত নিয়ে হাটুতে চাপড়াতে চাপড়াতে ভাবান্তর হয়ে বলল,

-এটাও তো ভাবার বিষয় কিন্তু এটা নিয়ে পরে গবেষণা করবো।

-কিন্তু চেয়ারম্যান এর সাথে এমন করাটা ঠিক হয় নি,উনি একজন সম্মানিত ব্যক্তি।আর আপনারা তো জানেনি ওনাকে নিয়ে যতোই গসিপ হোকনা কেনো সবসময় এর মতো এই বারো তিনি চেয়ারম্যান পদটাই পাবেন।

ইমন এইবার রেগে গিয়ে পুলিশের কলার চেপে ধরে বলল,

-এই পুলিশ! ওইসব ঠিক ঠাক আমরা বুঝে নিবো তুই তোর মতো কাজ করতে থাক আর এই টাকা নিয়ে এখন এখান থেকে ফুট হ।

ইমনের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে চেয়াল শক্ত করে পুলিশ কাপের চা টুকু শেষ করে টেবিলে থাকা টাকার বান্ডিলটা পকেটে পুড়ে নিলো।ইয়াসিনকে “আসি” বলে বিড় বিড় করে বলতে লাগলো ”টাকার জন্য এতো বছর ধরে এই বাপ বেটার গোলাম হয়ে আছি নাহলে কবে এগুলোকে লাথি দিয়ে জেলে ঢুকিয়ে দিতাম।”

পুলিশ চলে যেতেই ইয়াসিন ইমনকে আবার বসিয়ে দিয়ে বলল,

-আহা মাথা ঠান্ডা কর!এখন মেজাজ গরম করলে কাজের কাজ কিচ্ছু হবে না,তুই চেয়ারম্যান এর মেয়ার ব্যপারে চিন্তা কর।আমি ওই দিকটা দেইখা নিমুনে,,

-না বাবা তুমি ওটা পারবে না,ওই এ..!

ইমন কিছু বলার আগেই তার ফোনে কল আসলো।পকেট থেকে ফোন বের করে দেখে আবেদ নাম দিয়ে সেভ করা। সচরাচর এই নাম্বার থেকে কল আসে না কোনো দরকার ছাড়া।এখন আবার কি হলো?

ইমন কল রিসিভ করে বলে,

-হ্যালো কি হয়েছে?

-বস আরাফাত এর লা’স পাওয়া গেছে,,

-কি বলিস এই ব্যাডা আবার কোন গার্লফ্রেন্ড এর জন্য সুইসাইড করলো?

-না বস ওকে খু’ন করা হয়েছে,শরীরকে বিভিন্ন অংশে বি’ভ’ক্ত করে জঙ্গলে ফেলে রেখেছে।আজকেই মা’রা হয়েছে

-কি বলিস ও তো নিখোঁজ হয়েছে প্রায় এক মাস,আজ লা’স কি করে পেলি?আর তুই শিউর আজকেই মা’রা হয়েছে?

-জ্বী বস শরীর থেকে টাটকা র’ক্ত বের হচ্ছে ধারণা অনুযায়ী প্রায় দু ঘন্টা আগে পুরোপুরি ভাবে মে’রে এখানে রেখে দেওয়া হয়েছে।

-আচ্ছা আমি আসতেছি।

ইমন কল রেখে হন্তদন্ত হয়ে বের হয়ে যায় বাড়ি থেকে,ইয়াসিন শুধু দেখেই যায় কাহিনির আগা মাথা কিছুই বুঝলো না তবুও এই বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে টিভি দেখা শুরু করলো।

___________
সাততলা বিশিষ্ট হসপিটালের ঠিক নিচে দাঁড়িয়ে আছে সামির,বাহিরে এসে মুখের মাস্ক খুলে একটা স্বস্তির নিশ্বাস নেয়।ছোট বেলা থেকেই তার হসপিটালের ফ্লোরের স্মেলটা ভালো লাগতো না।ঠিক সহ্য হয়না তার দম আটকে আসে।অনেক কষ্টে সে এতক্ষণ ভেতরে ছিলো।পুতুলের বাবাকে বেডে নেওয়া হয়েছে,তবে এখনো জ্ঞান ফিরে নি।ডক্টরের আদেশ সহ সব ধরের ওষুধ আনার ফলে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে তাকে,প্রণয় সেই কখন বের হয়েছে এখনো আসার নাম নেই,সামিয়া পুতুলের মা আর ভাবির দিকটা সামলাচ্ছে।কিন্তু এখন পর্যন্ত পুতুলকে চোখে পরেনি তার,পুতুলের কাছে যাওয়া দরকার।তবে তার আগে প্রয়োজন পানি!এখন প্রায় রাত দশটা পার হয়ে গিয়েছে তবুও খুব গরম।

সামির একটা দীর্ঘশ্বাস টেনে সামনের দিকে এগুতে থাকে দোকান খোজার জন্য।হসপিটালে ক্যান্টিন থাকা সত্ত্বেও সেখানের পানিটুকু খাওয়ার সাহস নেই সামিরের।সামনে একটা দোকান পেতেই সেখান ঢুকে যায় সে,পানির বোতল কিনে বাহির হয়।তখন দেখা মিলে প্রণয়ের মাটির দিকে তাকিয়ে আস্তে আস্তে হাঠছে,সামির হালকা দৌড়ে প্রণয়ের কাধে হাত দিয়ে বলে,

-প্রণয় কি হয়েছে তোমার কোথায় গিয়েছিলে?আন্টি তোমাকে খুব খুজেছিলো..!

সামির আর কিছু বলতে পারলো না,,প্রণয় এর চোখে পানি।

সামির আর প্রণয় একসাথে ভেতরে যায়,লিফট দিয়ে পাঁচ তলায় আসতেই দেখতে পায় করিডরের সারি পাতা তিনটা চেয়ার মধ্যে একটায় বসে আছে শ্রেয়া তার কলে স্নিগ্ধা।প্রণয়কে দেখে স্নিগ্ধা শ্রেয়ার কোল থেকে নেমে প্রণয়কে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে,

-পাপা তুমি কোথায় ছিলে,দাদুর কি হয়েছে আমরা এখানে কেনো?

প্রণয় স্নিগ্ধকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে,

-কিছু হয়নি মা,তোমার দাদু এমনি ঘুমাচ্ছে,কালকে সকালে উঠে যাবে।এখন তুমিও বাসায় চলে যাও।

-না আমি তোমাকে ছাড়া যাবোনা,

প্রণয় চুপ হয়ে যায়,পেছন থেকে সামির এসে স্নিগ্ধাকে প্রণয় এর কোল থেকে নিজে নিয়ে বলে,

-তুমি তো আমাদের বাসায় যাবা,সেখানে তোমার ফুপিও যাবে।তোমার পাপারাও পরে যাবে, ওখানে গিয়ে তুমি তোমার ফুপির সাথে খুব মজা করবে আমি তোমাকে চকলেট কিনে দিবো।

সামিরের কথা শুনে স্নিগ্ধা খুশি হয়ে যায়,সামিরের গলা জড়িয়ে বলে,

-সত্যি তুমি আমাকে ফুপির শশুড় বাড়ি নিয়ে যাবে?

ফুপির শশুড় বাড়ি কথাটা শুনে থম থমে খেয়ে যায় সামির!অবাক দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকায় প্রণয়ও মেয়ের এমন কথাতে কিছুটা লজ্জা বোধ করে, সামির ব্যপারটা বুঝতে পেরে বলে,

-হ্যা এখন চলো তোমার ফুপিকে নিয়ে আসি,

সামির কেবিনের ভেতরে চলে যায়,দেখে পুতুল তার বাবার মাথার কাছে বসে আছে।পুতুলকে প্রথমে বাড়ি যাওয়ার কথা বললে সে কিছুতেই রাজি হচ্ছিলো না অনেক কষ্টে সবাই বুঝিয়ে স্নিগ্ধার কথা বলে যাওয়ার জন্য রাজি করায়,প্রণয় তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে
দিয়ে যায়।পুতুল চুপচাপ গাড়িতে উঠে যায়,স্নিগ্ধা সামিরের কোলে,,

বাড়িতে এসে সামির স্নিগ্ধাকে নিয়ে তার ঘরে চলে যায়,পুতুল নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে স্নিগ্ধাকে নিতে যায়,,ঘরে গিয়ে দেখে রুম পুরো ফাঁকা পুতুল তাকিয়ে দেখে বেডের একদম মাঝখানে স্নিগ্ধা ঘুমিয়ে আছে,চারো পাশ দিয়ে বালিশ দেওয়া।উল্টিয়ে পরে না যায় তার জন্য হয়তো।পুতুলের চোখ যায় বেলকনির কাচের দরজার দিকে,সেখান সামিরকে স্পষ্ট দেখা যাচ্ছে,সাথে কালো গোলাপ গাছটাও।

পুতুল কিছুটা এগিয়ে যায়,দু কদম এগিয়ে আবার পিছিয়ে যায়।তার আগেই সামির ডেকে উঠে পুতুলকে,তার মানে তাকে দেখে ফেলেছে?পুতুল একটা শ্বাস নিয়ে কাচের দরজা পাড় হয়ে বেলকনিতে যায়।সামির পুতলকে জিজ্ঞেস করে,

-স্নিগ্ধাকে নিতে এসেছো?

-হু!!

-তুমি নাকি চলে যাচ্ছো?

পুতুল শুধু মাথা নারায়,কিছুক্ষণ দু জন চুপ থাকে।হুট করে সামির পুতুলের দু হাত ধরে। পুতুল চোখ উচিয়ে তার দিকে তাকায়।পুতুলের দু হাত নিজের কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে বড় শ্বাস নিয়ে বলে,

-তুমি কোথাও যাচ্ছো না।।

কার কি হয় কে যানে পুতুল হুট করে ফুপিয়ে কেঁদে উঠে,ফুপানোর শব্দ শুনে সামির চোখ খুলে তাকায়। পুতুল ফুপাচ্ছে কোম হেচকি তুলতছে বেশি।এই প্রথম সামির পুতুলকে এমন ভাবে কাঁদতে দেখলো।কিন্তু হঠাৎ কিছু একটা ভেবে পুতুল আবার কান্না থামিয়ে দেয়,সামিরের কাছ থেকে হাত ছাড়িয়ে চলে যেতে নেয়,সামির আবার পেছন থেকে ধরে নেয়,

-একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটা নষ্ট করবেনা

-আমি এই বিষয় নিয়ে কারো সাথে কথা বলতে চাচ্ছি না।

-না তোমায় আমায় বলতেই হবে,কি এমন হলো হুট করে তোমার ভাই এর ক্ষতি করলো তোমার বাবার ক্ষতি করলো তাও কিনা একজন গ্রামের সাধারণ মানুষ আর তোমরা প্রভাবশালী হয়ে তাদের করা ফাদে নিজেদের ইচ্ছায় পা দিচ্ছো?

পুতুল চুপ করে থাকে,এর উত্তর তার কাছে নেই সামির আবার বলে,

-বলো!!

পুতুল এইবার ঝড়ের গতিতে সামনে ঘুরে সামিরের বুকে ঝাপিয়ে পড়ে।হু হু করে কেঁদে উঠে সামির পুতুলকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে,পুতুল ওভাবেই কান্না করতে করতে বলে,

-জানিনা আমি কিচ্ছু জানিনা,শুধু জানি আমি ওই ইমনকে বিয়ে করবো না,,

চলবে..!#পুতুল_বউ
#Afxana_Junayed
#পর্ব_১৬

চারোদিকে পাখির কিচিরমিচির শব্দে মুখোরিতো হয়ে আছে।মিষ্টি গোল রোদ্দুরটা কমল ভাবে আলো দিচ্ছে,পুরো আকাশটা একদম পরিস্কার হয়ে আছে।সেই স্পষ্ট আকাশের স্পষ্ট রোদের কিরণ পড়ছে সামিরের বারান্দায় রেলিং বেয়ে।কাচের দরজা থাকায় আলোটা সরাসরি তাদের দুজনের মুখে লাগছে।বেলকনির একদম কোনায় রাখা আছে একটা সাদা দোলনা,দোলনায় হেলান দিয়ে বুকে থাকা মানুষটাকে যত্ন করে আগলে রেখেছে সামির!তার চোখও ঘুমের তল দেশে ঘুরছে,কিন্ত হঠাৎ মুখে কেমন সুরসুরির অনুভব হতেই হালকা চোখ খুলে সামির,তখনি রোদের ঝলক এসে সামিরের সারা মুখে পরে।সামির আবার চোখ খিচে বন্ধ করে নেয়,চোখ বন্ধ অবস্থায় মুখে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করে কিসের জন্য সুরসুরি লাগছে,বুঝতে পারে এটা পুতুলের চুল।হাত দিয়ে চুলগুলো সরিয়ে চোখ খুলে,দেখে পুতুল তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, হালকা হাসে সামির।

কালকে রাতে কান্না করতে করতে সামিরের বুকেই ঘুমিয়ে যায় পুতুল।সামিরো আস্তে আস্তে গিয়ে সামনের দোলনাটাতে বসে পারে,ভাবে একটু পর ঘরে গিয়ে দিয়ে আসবে।কিন্তু একটু ক্লান্ত থাকায় যে সেও কখন ঘুমিয়ে পরে খেয়াল করে নি।

পুতুল দু পা উচু করে সামিরের কোলে ঘুমিয়ে আছে,মনে হচ্ছে দশ মাসের বাচ্চা এই ছোট যায়গায় নিজের পুরো শরীর দিয়ে ঘুমিয়ে আছে এতোটাই পিচ্চি এই মেয়ে।সারারাত একভাবে বসে থাকায় পা দুটো অবশ হয়ে আছে সামিরের।আস্তে করে এক পা নিচে নামিয়ে একটু ঝাড়া দেয়,তখনি পুতুলের ঘুম ভেঙে যায়,ঘুম থেকে উঠে নিজেকে সামিরের কোলে আবিস্কার করে।সামিরকে ছেড়ে হাত দিয়ে চোখ ডলে বারেক দুবার চোখ ফেলে,”না সে ভুল দেখছে না সে সামিরের কোলেই বসে আছে।তার মানে সারারাত তারা এখানেই ছিলো?” পুতুল চারো দিকে একবার তাকায়।কি হলো হঠাৎ ধরফরিয়ে সামিরের কল থেকে নামতে যায় কিন্তু সেটা দোলনা থাকায় নরে উঠে ফলে পুতুল কিছু বুঝতে না পেরে নিচে পরে যায়।সামির গিয়ে পুতুলকে ধরে উঠায়,এভাবে পরে যাওয়ায় খানিকটা লজ্জা পায় পুতুল।কিন্তু ব্যথা পায়,,
সামির পুতুলকে ধরে দাড় করিয়ে বলে,

-ব্যথা পেয়েছো??

-একটু!!

-এতো হাইপার হওয়ার কি ছিলো সেই তো নিজেই ব্যথা পেলে,,

-বুঝতে পারি নি।

সামির পুতুলের হাত ছেড়ে দেয়।হাত পা দুটোকে টান টান করে বলে,

-সারারাত এক ভাবে থেকে হাত পা পুরো অবশ হয়ে গিয়েছে,এনিওয়ে!এখন তুমি ঠিক আছো তো,কালকের জন্য আবার আপসেট নয় তো?

পুতুল মাথা এদিক ওদিক ঝাকায় যার অর্থ “না” আবার কি যেনো একটা মনে পড়তেই পুতুল ঘরের দিকে ছুট লাগায়,ঘরে এসে বিছানায় ওইভাবে স্নিগ্ধাকে ঘুমিয়ে থাকতে দেখে বুকে হাত দিয়ে স্বস্তির নিশ্বাস ছাড়ে।পেছন পেছন সামির এসে পুতুলকে বলে,

-ও এখনো ঘুমিয়ে আছে,তুমি ঘরে গিয়ে ফ্রেশ হও আমি মাকে বলবোনি স্নিগ্ধাকে রেডি করাতে।একটু পর আমাদের হসপিটালে যেতে হবে আলরেডি সাতটা বেজে গেছে।

হসপিটালের কথা শুনে পুতুল ‘আচ্ছা’ বলে চটজলদি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে শুরু করে।পুতুল ঘর থেকে যাওয়ার একটু পরেই স্নিগ্ধা ঘুম থেকে উঠে যায়,সামির তাকে কোলে করে সামিয়ার কাছে দিয়ে নিজেও ফ্রেশ হতে চলে যায়।

নিচে নেমে সবাই নাস্তা করে নয়টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়।সামিয়া আর ফায়াজ পরে খাবার নিয়ে যাবে,,সামির গাড়ি বের করে পুতুল আর স্নিগ্ধাকে নিয়ে হসপিটালে আসে।পুতুল স্নিগ্ধার হাত ধরে দ্রুত গতিতে হাঠছে,তখন সামির পেছন থেকে বলে উঠলো

-একটু দাড়াও!

পুতুল পেছনে ঘুরে ভ্রু কুঁচকায়,সামির দৌড়ে মেডিসিন সেন্টারের ওখানে যায় কারো সাথে ফোনে কিছুক্ষণ কথা বলে।পুতুল সেখানেই দাঁড়িয়ে থাকে,কিছুক্ষণ পর সামির আবার দৌড়ে পুতুলের কাছে আসে পুতুল দেখে সামিরের মুখে মাস্ক পুতুল অবাক হয়ে জিজ্ঞেস করে,

-মাস্ক কেনো?এখন তো করোনা নেয়,,

-আরে গাধী মানুষকি শুধু করোনার জন্য মাস্ক পরে নাকি?

-তাহলে?

-হসপিটালের স্মেলটা আমার ভালোলাগেনা,,তাই মাস্ক পড়তে হয়।

এটা শুনে পুতুল বিড়বিড়িয়ে বলে “হু ঢং” সামির পুতুলকে সামনে ঠেলে বলে, “চলো”

পুতুল কেবিনে এসে বাবার পাশে গিয়ে বসে,তার এখনো জ্ঞান ফিরে নি।পাশে বসা ফুপিকে দেখে বেশ খুশি হয় পুতুল।পুতুলের ফুপি ইলিয়া!থাকে ঢাকায়।বিয়ে হয়েছে সতেরো বছর কিন্তু হতাশার বিষয় তাদের ঘরে কোনো সন্তান নেই,এতে তার এবং তার স্বামীর কোনো আফসোসও নেই।পুতুলকে নিজের মেয়ের মতোই দেখে,ভাইকেউ খুব ভালোবাসে ভাই এর অসুস্থতার খবর শুনে ছুটে এসেছে।পুতুলকে দেখে ইলিয়া জড়িয়ে ধরে ভলে,

-কেমন আছিস আমার ডল।

-হুম ফুপি তুমি কেমন আছো।

পুতুলের সাথে কথা বলে ইলিয়া তার পেছনে থাকা সামিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ‘ও কে?’ পাশ থেকে পুতুলের মা বলে উঠে,

-আরে ফায়াজ ভাই এর ছেলে।

সামির ইলিয়াকে সালাম দেয়,ইলিয়া সালামের উত্তর নিয়ে সামিরের দিকে তাকিয়ে বলে,

-বাহহ ফায়াজের ছেলে তো অনেক বড় হয়ে গিয়েছে,মাশাল্লাহ!!

সামির মুচকি হাসে,,

পুতুলরা আসার একটু পর শ্রেয়া আর পুতুলের মা রওনা দেয় বাসায় যাওয়ার জন্য।সারারাত এখানে থেকেছে তারা এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসবে,,শ্রেয়া ব্যাগ পত্র নিয়ে বের হতে যাবে ওমনি পুতুল পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। শ্রেয়া কিছু বলে না চুপ করে থাকে,বড্ড অভিমান হয়েছে এই মেয়েটাও উপর, কিছুক্ষণ এভাবে থেকে শ্রেয়া বলে,

-ছাড় আমার যেতে হবে।

-ভাবিপু প্লিজ সরি,আমি ওই কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম।আমি এখন বুঝতে পারছি ভাবিপু প্লিজ এখন যদি তুমি আমাকে না বুঝো তাহলে তো আর আমার কেউ থাকবে না সাপোর্ট করার মতো।

তারপর পুতুল আস্তে আস্তে সব বলে,সব শুনে শ্রেয়া পুতুলেত দিকে ঘুরে পুতুলের বাহু জড়িয়ে ধরে বলে,

-কথাটা আমাকে আগে বললেই পারতিস জানিস তো তোর ক্ষতি আমরা কেউ চাইবো না।

-হুম ভাবি সরি আর হবে না,

শ্রেয়া পুতুলকে জড়িয়ে চুমু দিয়ে বলে,

-আমিও সরি সোনা তোমাকে মারতে চাই নি কিন্তু রাগটা কন্ট্রোল করতে পারি নি।আচ্ছা এখন তো সব ঠিক আছে,তুই থাক আমাদের যেতে হবে একটু পর তোর সামিয়া আন্টিরা এসে পড়বে।

-আচ্ছা!!

শ্রেয়ারা চলে যেতেই পুতুল কেবিন থেকে বের হয়ে সামিরের কাছে এসে বলে,,

-অনেক্ষণ তো মুখে এই মাস্ক পরে রইলেন,নিশ্বাস নিচ্ছেন কীভাবে?

-আমার অভ্যাস আছে।

-তবুও!!আচ্ছা যাই হোক আসার সময় দেখেছি হসপিটালের নিচে খুব সুন্দর বাগান আছে,যাবেন?

-যাবে তুমি??

-হ্যা সেখান গেলে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগবে,আর এখানে তো ফুপি আছেই।

-আচ্ছা চলো।

বলে সামির পুতুলের হাত ধরে।পুতুল অবাক হয়ে একবার হাতের দিকে আরেকবার সামিরের দিকে তাকায়,সামির পুতুলের হাত ধরে হাঠতে হাঠতে বলে,

-বাচ্চা পুতুল হারিয়ে যাবা।

পুতুল সামিরের কথার সারমর্ম বুঝতে পেরে হেসে দেয়,পাঁচ তলা থেকে লিফট দিয়ে নেমে বাগানে যায়।সারি সারি সবুজ ঘাসের মাঝে রাস্তা,সামনে ঝর্ণা খুব সুন্দর একটা যায়গা পুতুল একটা বড় করে প্রশান্তির শ্বাস নেয়।সেখানে লাল গোলাপের বাগানো আছে,লাল গোলাপ দেখে পুতুলের কালো গোলাপের কথা মনে পরে,সামিরের দিকে তাকিয়ে দেখে সামির তার দিকেই তাকিয়ে আছে,না চাইতেও তার চোখটা নেমে যায়।পুতুল মাথা নিচু করে সামিরের হাত ধরে হাটতে থাকে।

_________
শিশ বাজাতে বাজাতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে সিজান!অবশ্য এখন তার কোনো তাড়া নেই,তবে এই স্প্রিটে গাড়ি চালাতেই তার ভালোলাগে রাস্তায় তেমন গাড়িও নেই।এক কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে আর ড্রাইভ করছে,চোখে কালো সানগ্লাস।হঠাৎ সামনে একটা রিকশা এসে পরে,এক্সিডেন্ট হবে না হবে না বলেও হয়ে গেলো,তার কিছু হয় নি। সামনে থাকা রিকশারো কিছু হয় নি,রিকশা পরে যাওয়ার আগেই রিকশা ওয়ালা সেটাকে ধরে দাড় করিয়ে দেয়,তবে সেখানে বসা মেয়েটা ছিটকে পরে যায়,সিজান ভয় পেয়ে যায়।এখন পালানোরো কোনো রাস্তা নেই,সিজান নিজেকে স্বাভাবিক রেখে গাড়ি থেকে বের হয়,দেখে চকলেট কালার হিজাব পরিহিত একটা মেয়ে,মুখ দেখা যাচ্ছে না মাথা নিচু করে আছে।সিজান মেয়েটির সামনে গিয়ে নিচু স্বরে বলে,

-sorry for they..!

মেয়েটি এইবার মাথা উঁচু করে।সিজান হা হয়ে যায়।এতো সুন্দর মেয়ে,চোখের চশমা খুলে মহনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে।এতোক্ষণে মেয়েটা উঠে দাঁড়ায়,হাত ঝাড়া দিয়ে সিজানের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলে,

-এই বেডা কানা নাকি,গাড়ি কি মাল খেয়ে চালান নাকি?দেখে তো তাই মনে হচ্ছে,যত্তসব!!

এদিকে মেয়েটার একটা কোথাও কানে যাচ্ছে না সিজানের,সে একি ভাবে হা করে তাকিয়ে আছে।মেয়েটি কিছুক্ষণ বক বক করে রিকশায় উঠে চলে যায়।রিকশাটা সিজানের চোখের অগ্রচর হতেই হুশ ফিরে তার।দেখে কেউ নেই তার মানে চলে গেলো?

-ইশশ কি মেয়েরে মাইরি…!

বলে সিজান গাড়ি নিয়ে চলে যায়।এইবার কিছুটা আস্তে গাড়ি চালায়,আর রাস্তার চারোপাশে দেখতে থাকে কোথাও মেয়েটাকে পাওয়া যায় নাকি।

হসপিটালের এসে গাড়ি পার্ক করে হাতে চাবি নিয়ে তা আঙুল দিয়ে ঘুরাতে ঘুরাতে ভেতরে ঢুকে সিজান।হঠাৎ আঙুল থেকে চাবিটা ছিটকে কোথাও পড়ে যায়,

-আরে ভাই আবার গাড়ির চাবি গেলো কোথায়,ধুর বেশি ভাব নিতে গেলে এমনি হয়।

বিড়বিড় করতে করতে এতো মানুষের ভীরে চাবিটা খুজতে থাকে সিজান।অবশেষে পেয়েও যায়,”ফাইনালি” বলে নিচ থেকে চাবিটা উঠাতে যায়,তখন কারো পা সামনে এসে যায় মুখ হা করে উপরে তাকিয়ে ব্যক্তিটিকে দেখে আবার হা হয়ে যায়।রিকশার ওই মেয়েটা!!!

মেয়েটা সিজানকে এখানে দেখে অবাক হয়ে বলে,

-আপনি এখানে?এই আমাকে আবার ফলো করছেন না তো??

-আজব আমি আপনাকে ফলো করবো কেনো আমি আমার আঙ্কেলকে দেখতে আসছি।আপনি এখান কি করেন??

-সেটা কি আপনাকে বলতে হবে?

-হু এতো ভাব কীভাবে আসে,দেখতে তো পুরা চকলেটের মতো লাগে।

মেয়েটি সিজানের কথা শুনে চোখ ছোট ছোট করে বলে,

-মানে??

-না মানে চকলেট,,

সিজান আর কিছু বলার আগেই পেছন থেকে কেউ বলে উঠে, “মারজিয়া”

সিজান পেছনে তাকিয়ে দেখে পুতুল আর সামির দাঁড়িয়ে আছে?সিজান একবার পুতুল আরেকবার মারজিয়ার দিকে তাকায়।মারজিয়া দৌড়ে পুতুলের কাছে এসে বলে,

-এই তুই কই ছিলি আমি তোকে কতবার কল দিয়েছি দেখেছিস?এতো কানা মানুষের ভীরে যদি আমি হারিয়ে যেতাম তাহলে কি হত?

-মানে??আর তোরা দুজন এভাবে ঝগড়া করছিস কেনো তুই চিনিস?

-আরে না চিনিনা!তুই চিনিস?

পুতুলকে না বলতে দিয়ে সামির বলে,

-পরে কথা হবে আগে উপরে চলো এখানে অনেক ভীর!

পুতুল সামিরের হাত ছেড়ে মারজিয়াকর কাছে যায়।তারা লিফটের সামনে চলে যায়,সিজান এখনো সেখানে দাঁড়িয়ে আছে, বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে ‘আহহ মারজিয়া মুঝে মার দিয়া’ সিজানের ভাবনার মাঝেই সামির ডেকে উঠে,

-এই সিজান আয়,,

সিজান এক লাফে লিফটের ভেতরে চলে যায়।

চলবে..!

{কেমন হয়েছে অবশ্যই জানাবেন}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here