ভালোবাসি বলেই তো পর্ব -৩৯+৪০

#ভালোবাসি_বলেই_তো ♥️
লেখিকা – #আদ্রিয়া_রাওনাফ
পর্ব – ৩৯

এক গাড়িতে শাদমান চৌধুরী , আধিরা আনজুম , মিলি রহমান , আফতাব উজ্জামান উঠেছে । আরেক গাড়িতে আবরন , জল , সায়ন , পূর্ণতা , ফাহিম , তাসিন , আয়মান , প্রেনা বসেছে ।

গাড়িতে উঠার সময় পূর্ণতা সবসময় আবরনের পাশে বসলেও আজ সায়ন পূর্ণতা কে নিয়ে ওর পাশে বসিয়েছে । আবরন কিছু বলতে পারেনি , চুপচাপ দেখেছে । রাগ করে আবরন জলকে ওর পাশের সিটে বসিয়েছে ।

সায়ন , পূর্ণতা আর প্রেনা মাঝের সিটে বসেছে আর পেছনের সিটে ফাহিম , তাসিন আর আয়মান । ওরা প্ল‍্যান করেছে জিব্রান কে মাঝ পথে পিক ক‍রে একদম পেছনের সিটেই চেপে বসিয়ে বাকি পথ নিয়ে যাবে ।

গন্তব্য নাদিরার বাসা অর্থাৎ মিরপুর ১১ ।

সায়ন পূর্ণতার সাথে কথা বলতে চেষ্টা করছে কিন্তু পূর্ণতা কোনো কথা বলছে না । প্রেনা পাশ থেকে ইচ্ছে করেই পূর্ণতা কে খোচাখুচি করছে সায়নের সাথে কথা বলার জন্য কিন্তু পূর্ণতা উল্টো প্রেনাকে ধমক দিয়ে থামিয়ে রাখছে ।

জল পেছনে তাকিয়ে বলল ,

– সায়ন ভাইয়া কি হয় তোমার পূর্ণতা !

পূর্ণতা কিছু বলবে তার আগেই প্রেনা বলল ,

– পূর্ণতার কাজিন ।

সায়ন জলকে দেখে বলল ,

– তোমাকে ঠিক চিনলাম না !

জল হেসে বলল ,

– আমি আবরনের কাজিন ।

সায়ন হেসে বলল ,

– বাহ , আমাদের মধ্যে কত মিল তাই না !

জল ভ্রু কুচকে বলল ,

– সেটা কিভাবে ?

– এই যে তুমি আবরনের কাজিন আর আমি পূর্ণতার কাজিন !

জল হাসল । আবরন বলল ,

– জল , চুপচাপ বসো । আমার ড্রাইভিং এ প্রবলেম হচ্ছে ।

জল বলল ,

– সরি , সরি ।

সায়ন বলল ,

– তুমি কেন সরি বলছো ? আবরন ড্রাইভ করতে জানে না তা না বলে তোমাকে দোষ দিচ্ছে ।

আবরন সায়নের কথা শুনে গাড়ি এক সাইডে থামিয়ে দিয়ে বলল ,

– অনুগ্রহ করে তাহলে গাড়িটা বরং আপনি ই চালান সায়ন ভাইয়া ।

সায়ন বলল ,

– কেন নয় ! অবশ্যই !

আবরন গাড়ি থেকে নেমে দাঁড়ালো আর সায়ন‌ও । দুজন‌ই সিট বদল করে নিল । সায়ন এখন ড্রাইভিং সিটে আর আবরন সায়নের সিটে ।

সায়ন গাড়ি স্টার্ট করে বলল ,

– জল , তুমি আমার সাথে কথা বলো ! আমি কথা বলতে বলতেই গাড়ি ড্রাইভ করতে অভ্যস্ত !

জল হেসে একটু একটু করে সায়নের সাথে কথা চালাতে শুরু করলো ।

সায়নের কথা শুনে আবরন পূর্ণতা কে আস্তে করে বলল,

– শোনো তোমার হবু স্বামীর কথা ! সে শাহরিদ আহনাফ আবরনকে বোঝাতে চাইছে যে সে কথা বলে গাড়ি ড্রাইভ করতে পারে আর আমি পারি না । কিন্তু তার হয়তো জানা নেই যে আমি তার হবু ব‌উকে আমার পাশের সিটে বসিয়ে নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ অলরেডি কথা বলতে বলতেই ড্রাইভ করেছি ।

এই বলে আবরন মুচকি হাসল ।

আবরনের কথা গুলো শুনে পূর্ণতার কেন যেন সব আগের কথা গুলো আবার ও মনে পড়ছে ।

– সত্যিই তো ! আপনার পাশে বসে আপনার হাতে হাত রেখেই তো গল্প করতে করতে কতটা পথ এই গাড়িটাতে বসে পাড়ি দিয়েছি আর আজ সেই আপনি ই কিনা আমাকে নিজের মুখ দিয়ে আরেকজনের হবু ব‌উ বলে সম্মোহিত করছেন । সত্যিই কি আপনি সেই লোকটা যার সাথে আমি ভার্সিটির প্রথম দিন মেইন গেইটে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি ? আপনি ই কি সেই শাহরিদ আহনাফ আবরন যে অন্যায় করে না এবং অন্যায় কে প্রশ্রয় দেয় না ! যদি আপনি সে ই হন , তাহলে আপনি আমার সাথে সায়ন ভাইয়ার বিয়ের কথা কখনোই মেনে নিতেন না ! আপনি আর এখন আগের শাহরিদ আহনাফ আবরন নেই । বদলে গিয়েছেন আপনি । আর নয়তো আমি ই আপনাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি তাই কষ্টটা শুধু আমাকেই একা ফেস করতে হচ্ছে , আপনাকে নয় ! এটাই বোধয় সত্য !

এদিকে আবরন মনে মনে ভাবছে ,

– নিজের পাশের সিটে তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো কল্পনা ই করি নি মিস পূর্ণতা জামান । তাই তো বুদ্ধি করে সায়ন বেটাকে উঠিয়ে তোমার পাশে এসেই বসলাম । মন চাইছে তোমার হাত ধরে তোমাকে সামলাতে কারন আমি জানি যে তুমি এই বিয়েতে মন থেকে রাজি ন‌ও । তোমার ভেতর টা জ্বলে পুড়ে যাচ্ছে । কিন্তু তুমি চিন্তা করো না , তোমার সাথে সায়নের বিয়েটা আমি হতে দিচ্ছি না । আমি সব ভেবে রেখেছি এখন শুধু তোমার বিয়ের দিনটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই । আমি তোমাকে বলতে পারছি না কারন বললে তুমি ……….
আমি শুধু এই টুকু জানি তোমার সাথে সায়নের বিয়েটা আমি হতে দিচ্ছি না । ব্যস !
তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ , আমারো কষ্ট হচ্ছে তোমাকে এভাবে এড়িয়ে চলতে , তোমার সাথে কম কথা বলে চলতে । কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার আর কোনো উপায় নেই ।

এর‌ই মধ্যে আবরনের ফোনটা বেজে উঠলো ! আবরন পকেট থেকে ফোনটা বের করে দেখল শাদমান চৌধুরী কল করেছেন । আবরন কলটা রিসিভ করে ফোন কানে দিয়ে বলল ,

– হ্যা , বাবা ! বলো ।

– জিব্রান কে পিক করেছিস !

– এই তো সামনেই ভাইয়ার অফিস । আমি কল দিয়ে ভাইয়ার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি ।

– আচ্ছা ।

কল কেটে আবরন জিব্রান কে কল দিয়ে বলল ,

– ভাইয়া , তুমি কোথায় ?

জিব্রান বলল ,

– আমি তো নাদিরাদের বাসার সামনে !

আবরন পুরাই বোকা বনে গিয়ে ফোনটা কান থেকে নামিয়ে স্পিকারটা অন করে সবাইকে ইশারা করে চুপ করতে বলে জিব্রান কে বলল ,

– তুমি নাদিরা ভাবির বাসায় মানে ! তোমার না অফিসের সামনে থাকার কথা !

-হ্যা , থাকার কথা ছিল । কিন্তু নাদিরা বাসা থেকে ফোন পেয়ে একা একা অফিস থেকে বাসায় যাচ্ছিল , তাই আমিও চলে এসেছি ।

– মানে কি ! তুমি যদি আগেই গিয়ে পাত্রীর বাসায় বসে থাকো আমাদের কি হবে ভেবে দেখেছো !

– আরে বেটা , আমি কি একবারো বলেছি আমি নাদিরাদের বাসায় ঢুকে এখন সোফায় বসে তোদেরকে ছাড়াই রসগোল্লা খাচ্ছি ?

– তাহলে !

– নাদিরা কে বাসায় ঢুকিয়ে দিয়ে আমি বাহিরে দাঁড়িয়ে আছি ।

জিব্রান এর কথা শুনে সবাই আর চুপ করে থাকতে পারলো না । পূর্ণতা সহ গাড়িতে উপস্থিত সবাই হু হা করে হেসে উঠল ।

জিব্রান বলল ,

– ফাজিলের দল ! আমাকে নিয়ে মজা করছিস ??

পূর্ণতা বলল ,

– আমি সব ব্যবস্থা যে করলাম এখন আমার কি লাভ ??

জিব্রান বলল ,

– তোকে তোর বিয়েতে যা যা লাগবে সব কিনে দিব , তুই চিন্তা করিস না ।

পূর্ণতা জিব্রানের কথা শুনে মলিন হাসি দিয়ে মনে মনে ভাবল ,

– যেই বিয়েতে তোমার বোন মুখে মত দিলেও মনকে সে ব্যাপারে শান্ত করতে পারছে না , সে বিয়েতে আর আমার কি লাগবে ! Kaash , তুমি বলতে যে বিয়ের আগে শেষ যা আবদার করবি তা ই তোকে দেব ! তাহলে হয়তো তোমার কাছে একটাই চাওয়া থাকতো আর সেটা হলো ‘ আবরন ‘ ।

ভাবতে ভাবতেই পূর্ণতার চোখ ছল ছল করে সেখান থেকে পানি গড়িয়ে পড়তেই যাচ্ছিল কিন্তু পূর্ণতা কাউকে দেখতে না দিয়ে চোখ মুছে নিল ।

আবরন জিব্রানের সাথে কথা বলে শাদমান চৌধুরী কে কল করে জানিয়ে দিল যে জিব্রান আগে থেকেই নাদিরা ভাবীর বাসার সামনে পৌঁছে গিয়েছে ।

…………………………………………………

দুপুর ৩ টা ,

নাদিরাদের বাসার বাহিরে দুইটা গাড়ি থামানো হয়েছে । গুরুজনদের প্রথমে যেতে দিয়ে তাদের পরে গেল খাবার দাবার সাথে নিয়ে ফাহিম , তাসিন , আয়মান ।

জিব্রান বলল ,

– আমি বর , আমাকে যেতে না দিয়ে ওরাই আগে যাচ্ছে ।

সায়ন বলল ,

– ইশ , তোমার তো দেখছি ধৈর্য্য সহ্য বড়‌ই কম । একে তো আগে থেকে এসে দাঁড়িয়ে আছো এখন আবার আগে আগে যাওয়ার জন্য পাগল হচ্ছো !

জিব্রান বলল ,

– হয়েছে ! দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষন না দিয়ে আল্লাহর ওয়াস্তে ভেতরে যা ভাই । তুই গেলে আমাকে নিয়ে যাওয়া হবে ।

সায়ন হেসে পূর্ণতা কে বলল ,

– চলো , যাই আমরা ।

পূর্ণতা বলল ,

– আপনি যান ! আমি প্রেনার সাথে আসছি ।

– আমি একা ঢুকবো নাকি ?

আবরন জলকে উদ্দেশ্য করে বলল ,

– তুমি আর সায়ন ভাইয়া ভেতরে যাও ।

জল বলল ,

– ঠিক আছে ।

ওরা ঢুকতেই আবরন জিব্রান কে বলল ,

– চলো , এবার ।

জিব্রান খুশি হয়ে বলল,

– চল চল , জলদি চল ।

– আরে ধীরে সুস্থ্যে যাও । জামাই বলে কথা ! ভদ্রতা দেখানো জরুরি ।

– ঠিক বলেছিস !

প্রেনা বলল ,

– ভাইয়ার মাথা আজকে পাগল হয়ে গিয়েছে ।

জিব্রান বলল ,

– কেন হবে না মাথা পাগল বল তো ? মেঘ না চাইতেই বৃষ্টি পড়ছে তো তাই আরকি !

পূর্ণতা বলল ,

– এখন কিন্তু তুমি ই সময় নষ্ট করছো । চলো , ভেতরে চলো !

– ঠিক আছে , ঠিক আছে । চল , আবরন । আমাকে নিয়ে চল ।

আবরন হেসে জিব্রান কে নিয়ে ভেতরে ঢুকল আর পেছন পেছন প্রেনা আর পূর্ণতা ও ভেতরে ঢুকলো ।

গুরুজনরা সবাই ভেতরে ঢুকে বসেছে । জিব্রানকে একটা সিংগেল সোফাতে বসিয়ে আবরন ওর পেছনে দাঁড়িয়ে আছে ।

ফাহিম , তাসিন , আয়মান ও গিয়ে আবরনের পাশে দাঁড়ালো ।

সায়ন প্রথমে মিলি রহমান আর আফতাব উজ্জামান এর সোফার পেছনে গিয়ে দাঁড়িয়েছিল । কিন্তু পরে সবাই বসার পরে জিব্রানের পাশের সিংগেল সোফাটা খালি দেখে সেখানে গিয়ে বসলো ।

প্রেনা আর পূর্ণতা কে দেখে জল ও এসে ওদের পাশে দাঁড়ালো ।

নাদিরার বাবা নিজাম হোসেন এবং মা নাজমা বেগম । দুজনে জিব্রানের গার্ডিয়ান দের সাথে কথা বার্তা চালাচ্ছে ।

পূর্ণতা মিলি রহমান কে আস্তে করে গিয়ে বলল ,

– আম্মু , আমরা মেয়েরা কি নাদিরা ভাবির রুমে যেতে পারি ?

মিলি রহমান নাদিরার মা নাজমা বেগম কে উদ্দেশ্য করে বলল ,

– এটা আমার মেয়ে পূর্ণতা জামান । ওরা মেয়েরা চাইছে নাদিরার রুমে যেতে ।

নাজমা বেগম হেসে বলল ,

– এটা আবার বলতে হয় ! দাঁড়াও আমি নাদিরার কাজিনদের কে বলছি এসে নিয়ে যেতে ।

নাজমা বেগম বসা থেকে উঠে দাঁড়িয়ে তিন চারজন মেয়ের নাম ধরে ডাক দিতেই ওরা একে একে এসে হাজির হলো ।

নীলা বলল ,

– হ্যা , খালামনি বলো ।

– আম্মা , ওদের নিয়ে যা তো নাদিরার রুমে ।

– আচ্ছা ।

নীলা পূর্ণতাদের উদ্দেশ্য করে বলল ,

– এসো আমাদের সাথে ।

পূর্ণতা, প্রেনা , জল হেঁটে নাদিরার রুমের দিকে চলে গেল । ওদের পেছন পেছন নাদিরার কাজিনরা চলে এলো ।

নাদিরার রুমে ঢুকতেই দেখলো নাদিরা মেরুন রং একটা শাড়ি পড়েছে ।

পূর্ণতা , প্রেনাকে দেখে নাদিরা বলল ,

– তোমরা এসেছো । ইশশ , এখন একটু স্বস্তি লাগছে । আমার তো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল হঠাৎ করে তোমরা বিয়ের কথা পাকা করতে আসছো শুনে ।

পূর্ণতা গিয়ে নাদিরাকে জড়িয়ে ধরে বলল ,

– তোমাকে দেখতে যে কি মিষ্টি লাগছে ভাবী !!

প্রেনা বলল ,

– তোমার ভয় পাওয়ার কি আছে ! তোমার তো খুশি হ‌ওয়ার কথা যে অবশেষে বিয়েটা ফাইনাল হতে যাচ্ছে তোমার আর জিব্রান ভাইয়ার ।

– খুশি তো বটেই , কিন্তু একটু ভয় ও হচ্ছে ।

জল নাদিরার দিকে এগিয়ে এসে বলল ,

– দেখি , ভাইয়ার ব‌উটা দেখতে কতটা মিষ্টি !

নাদিরা বলল ,

– তোমাকে তো ঠিক চিনলাম না !

– আমি জল , আবরনের কাজিন ।

নাদিরা জলের মুখে নাম শুনে চমকে উঠে পূর্ণতার দিকে তাকালো । পূর্ণতা চোখ দিয়ে হালকা ইশারা করল যেন ওকে কিছু না বলে ।

জল বলল ,

– তুমি দেখতে খুব সুন্দর !

নাদিরার কাজিনদের মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠলো ,

– নাদিরা আপু কি সুন্দর , তার চেয়ে তো বেশি সুন্দর বাহিরের ঐ ছেলেটা !

নাদিরা বলল ,

– কোন ছেলেটা ?

– ঐ যে জিব্রান ভাইয়ার পাশে বসেছে যে !

জল বলল ,

– ও , আচ্ছা । সায়ন ভাইয়ার কথা বলছো !

– উনার নাম সায়ন । বাহ , সুন্দর নাম !

প্রেনা বলল ,

– ওনার বিয়ে পাকা হয়ে গিয়েছে আপু মনি । এতো ভেবে নিজের মন ভেঙো না ।

নাদিরা বলল ,

– সায়ন ??

প্রেনা বলল ,

-হু , পূর্ণতার কাজিন এন্ড সো কলড্ হাজবেন্ড ।

নাদিরা হেসে বলল ,

– ওও , আচ্ছা । সায়নের কথা জিব্রান আমাকে বলেছিল কিন্তু মনে ছিল না ।

জল প্রেনার মুখে সায়ন আর পূর্ণতার ব্যাপারে কথা শুনে চমকে উঠে বলল ,

– সায়ন ভাইয়ার সাথে পূর্ণতার বিয়ে মানে ! ঠিক বুঝলাম না !

প্রেনা বলল ,

– পরে বুঝিয়ে বলবো আপু ।

জল মনে মনে ভাবছে ,

– আবরনের কি হবে তাহলে ? ও কি বিষয়টা জানে ?

নাদিরার আরেকজন কাজিন বলল ,

– জিব্রান ভাইয়ার সব গুলো ভাই ই কিন্তু বেশ হ্যান্ডসাম !

নাদিরা বলল ,

– কে কে এসেছে রে পূর্ণতা ?

পূর্ণতা বলল ,

– সবাই ! তাসিন ভাইয়া , ফাহিম ভাইয়া , আয়মান ভাইয়া , আবরন …..

পূর্ণতা শেষ করার আগেই প্রেনা বলল ,

– আবরন ভাইয়া , সায়ন ভাইয়া । এরা এসেছে ।

নাদিরা হেসে বলল ,

– সব বিচ্ছুর দল হাজির তাহলে !

পূর্ণতা হেসে বলল ,

– শুধু তোমার সেখানে উপস্থিত হ‌ওয়াটাই বাকি এখন ।

নাদিরা বলল ,

– আমার তো এখনো ডাক পড়ল না । ডাক পড়ুক আগে , তারপর আমিও উপস্থিত হচ্ছি ।

নীলা নামের মেয়েটা বলল ,

– রেড পাঞ্জাবি পড়া ছেলেটার দিকে তোরা কেউ তাকিয়েছিস ?

বাকি কাজিনরা বলল ,

– না ।

– ঐ ছেলেটা সবার চেয়ে অন্যরকম দেখতে ।

পূর্ণতা মনে মনে ভাবছে ,

– রেড পাঞ্জাবি পড়ে তো আবরন এসেছেন ! এই মেয়েটার উনার দিকে নজর গেল কেন ? হুহ , ছেলে দেখলে হুশ থাকে না এসব মেয়েদের !যত্তসব আজাইরা ।

…………………………………………………
এদিকে জিব্রান সোফায় বসে বসে বোর হচ্ছে । আবরন বিষয়টা বুঝতে পেরে জিব্রান এর কানের কাছে গিয়ে বলল ,

– আর ভালো লাগছে না তাই না ভাইয়া !

– নাদিরা কখন আসবে রে ?

ফাহিম বলল ,

– ওনারা ডাকলেই আসবে ।

জিব্রান বলল ,

– ওনাদের কথা তো শেষ হ‌ওয়ার নাম‌ই নিচ্ছে না !

আবরন বলল ,

– ধৈর্য ধরো আসবে ।

কিছুক্ষণ পর‌ই আধিরা আনজুম বললেন ,

– তা যার জন্য আসা তাকে একবার ডাকুন । যদিও আমরা নাদিরা মাকে আগেও দেখেছি ।

নাজমা বেগম হেসে ওদের ডাকলেন ,

– নীলা , তোরা নাদিরা কে নিয়ে আয় ।

নাজমা বেগমের গলা শুনে সবাই উঠে দাঁড়ালো ।

নাদিরা বলল ,

– পূর্ণতা তুমি আমার ডান হাতটা ধরে থেকো বোন ।

– তুমি ভয় পেয়ো না , আমি আছি । আর সবাই তোমাকে পছন্দ করেছে । ভয়ের কিছুই নেই ।

– তবুও , একটু নার্ভাস লাগছে ।

– ঠিক আছে । চলো , যাওয়া যাক তাহলে ।

নাদিরা ঘোমটা টা চেক করে নিয়ে পূর্ণতার হাত চেপে ধরল । নাদিরার আরেক পাশে গিয়ে প্রেনা আর জল দাঁড়িয়ে গেল আর পেছনে নাদিরার কাজিনরা দাঁড়ালো ।

ধীর পায়ে সবাই নাদিরাকে নিয়ে বসার ঘরের দিকে এগিয়ে গেল । বসার ঘরে পৌঁছাতেই মিলি রহমান সায়নকে কে বললেন ,

– বাবা , তুই উঠে ওদের সাথে দাঁড়িয়ে হবু ভাবিকে বসতে জায়গা করে দে ।

সায়ন বিনয়ের সাথে হেসে বাকিদের সাথে সোফার পেছনে গিয়ে দাঁড়ালো ।

পূর্ণতা নাদিরাকে নিয়ে গিয়ে সেই সোফাটা তে বসিয়ে দিল ।

নাদিরাকে পাশে বসাতেই জিব্রানকে উদ্দেশ্য করে আবরন বলল ,

– এখন তোমার ভালো লাগছে কি ?

জিব্রান বলল ,

– ভাই , সত্যি বলতে এখন কেমন যেন লজ্জা করছে । 😳

আবরন সহ পেছনে থাকা সবাই হেসে 😂 উঠলো জিব্রানের কথা শুনে ।

আফতাব উজ্জামান নাদিরার বাবা নিজাম হোসেনকে উদ্দেশ্য করে বললেন ,

– মেয়েকে কিন্তু আমাদের বেশ পছন্দ । আপনাদের যদি অনুমতি থাকে তাহলে কি আমরা ব্যপারটা এগিয়ে নিতে পারি ?

নিজাম হোসেন বিনয়ের সাথে হেসে বললেন ,

– অবশ্যই । জিব্রান বাবার মতো ছেলে তো লাখে একটা পাওয়া যায় । আর তার চেয়ে বড় কথা হলো আমার মেয়ে এবং আপনার ছেলে দুজন‌ই তাদের সুখ খুঁজে যখন নিয়েই ফেলেছে তখন আমাদের আর আপত্তি কিসের !

শাদমান চৌধুরী বললেন ,

– আলহামদুলিল্লাহ ।

রুমে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল ।

মিলি রহমান ব‍্যাগ থেকে একটা রিং এর বক্স বের করে তা খুলে জিব্রানের হাতে দিয়ে বলল ,

– নে বাবা , দুজন দুজনকে পড়িয়ে দে ।

জিব্রান আংটির বক্সটা হাতে নিয়ে দেখল সেটাতে পাশাপাশি দুটো ডায়মন্ডের রিং রাখা আছে ।

জিব্রান নাদিরাকে পরানোর জন্য একটা রিং হাতে নিল আর নাদিরা জিব্রানকে পড়ানোর জন্য অপর রিংটা হাতে নিল ।

তারপর আবরন বলল ,

– ভাবী , হাত টা দাও ভাইয়ার দিকে । ভাইয়া তো সেই কখন থেকে অপেক্ষা করছে ।

নাদিরা হেসে হাত বাড়িয়ে দিতেই জিব্রান নাদিরার অনামিকাতে রিং পড়িয়ে দিতেই সবাই জোরে হাত তালি দিল ।

নাদিরার কাজিনরা জিব্রান কে উদ্দেশ্য করে বলল ,

– এবার জিজু , তুমিও হাত টা বাড়িয়ে দাও ।

জিব্রান মুচকি হেসে নাদিরার দিকে হাত বাড়িয়ে দিতেই নাদিরাও জিব্রানের আঙুলে আংটি পড়িয়ে দিতেই সবাই হাত তালি দিয়ে আবারো “আলহামদুলিল্লাহ” বলে উঠল ।

অবশেষে আংটি পড়ানোর পালা শেষ করে জিব্রান আর নাদিরার বিয়ে পাকা করা হলো আজ থেকে ঠিক ১৫ দিন পর ।

যেহেতু , আফতাব উজ্জামান জিব্রানকে নিয়ে আগামী ১ মাসের মধ্যেই ফ্রান্সে ব্যাক করবে তাই বিয়ের তারিখ ১৫ দিন পর ই পাকা করা হলো ।

১৫ দিন পর‌ই বিয়ের কথা শুনে পূর্ণতা যেন আরো ভেঙে পড়লো । পূর্ণতা আবরনের দিকে তাকিয়ে ভাবছে ,

– মাত্র ১৫ দিন ! ভাইয়ার বিয়ে ১৫ দিন পর মানে তো আমার বিয়েটাও এক‌ই দিনে !

আবরন পূর্ণতার দিকে তাকিয়ে ওর মনের কথা বুঝে মনে মনেই পূর্ণতা কে বলল ,

– তুমি ভেবো না পূর্ণতা ! আমি সব ব্যবস্থা করে রেখেছি । এখন শুধু সময়ের অপেক্ষা !

দুপুরে সবাই নাদিরাদের বাসায় ই লাঞ্চ করেছে কারন ওনারা আগেই জানিয়েছে যে লাঞ্চ যেন তাদের বাসাতেই করে । বিয়ের কথা পাকা পাকি করে সবাই লাঞ্চ করে একসাথে মিষ্টি মুখ করতে ব্যস্ত । এদিকে পূর্ণতার মনে কষ্টের ঝড় বয়ে যাচ্ছে ।

…………………………………………………

রাত ২ টা ৫০ মিনিট ,

পূর্ণতা শুধু শুয়ে এপাশ ওপাশ করছে । কোনোভাবেই ওর ঘুম আসছে না ।

মাথা ব্যথা আর ঘুমের কথা বলে ১০ টার দিকে শুয়ে পড়েছে ঠিক ই কিন্তু তখন থেকে কেদে চলেছে শুধু ।

শোয়া থেকে উঠে বসে পূর্ণতা আবারো কেদেই চলেছে । হঠাৎ পাশে থাকা ফোনে আলো জ্বলে উঠলো । পূর্ণতা তাকিয়ে দেখলো কল আসছে । ফোনটা সাইলেন্ট করা তাই শব্দ নেই কোনো । চোখের পানি মুছে ফোনটা হাতে নিয়ে দেখল আবরন কল করছে । রাগ করে ফোনটা কেটে দিল পূর্ণতা । তারপর কান্নার বেগ আরো বাড়িয়ে দিল । পরপর আরো দুবার ফোন বেজেছে কিন্তু পূর্ণতা বার বার ই কেটে দিচ্ছে ।

এরপর ফোনের স্ক্রিনে আবরনের ম্যাসেজ ভেসে উঠতেই পূর্ণতা ম্যাসেজটা ফুল ওপেন করে দেখল তাতে লেখা ,

– আমি তোমার বাসার নিচে আছি । জলদি চুপ চাপ নিচে নেমে এসো । তোমার সাথে কিছু জরুরি কথা আছে ।তোমার হাতে ২ মিনিট সময় আছে , এর মধ্যে ভালোয় ভালোয় নিচে নেমে এসো তা নাহলে আমি উপরে যেতে বাধ্য হবো । বাকিটা তোমার ইচ্ছা ।

আর কোনো উপায় না পেয়ে পূর্ণতা অগোছালো ভাবেই শরীরে ওরনা পেচিয়ে চুপি সারে মেইন দরজা খুলে বেরিয়ে নিচে গেল ।

নিচে যেতেই দেখল হোয়াইট এন্ড স্কাই ব্লু চেকের ট্রাউজার আর স্কাই ব্লু টি শার্ট পরোনে আবরন গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে স্ক্রলিং করছে । পূর্ণতা আবরনের দিকে ধীর পায়ে এগিয়ে যেতেই যখন আবরনের থেকে পূর্ণতা এক দেড় হাত দূরে তখন আবরন পূর্ণতা কে দেখে ফোনটা হাত থেকে পকেটে ঢুকিয়ে ওর দিকে আবারো তাকালো ।

পূর্ণতা পলকহীন ভাবে ওর দিকেই তাকিয়ে আছে । আবরন ভালো করে ওর দিকে তাকিয়ে দেখল ফোলা ফোলা চোখ , জমাট বাধা চোখের পাপড়ি , অগোছালো খোপা করা চুল , মলিন মুখ নিয়ে ওর দিকেই দেখছে ।

আবরন বলল ,

– কি করেছো এসব ? নিজেকে আয়নায় দেখেছো একবার ?

পূর্ণতা কিছু না বলেই আবরনকে হুট করে জড়িয়ে ধরে নিজ থেকেই মাথাটা আবরনের বুকে চেপে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল ।

পূর্ণতার এমন আচরনে আবরন কি করবে বা কি বলবে কিছুই বুঝতে পারছে না ।

পূর্ণতা কাদতে শুরু করে বলল …………………….#ভালোবাসি_বলেই_তো ♥️
লেখিকা – #আদ্রিয়া_রাওনাফ
পর্ব – ৪০

পূর্ণতা কিছু না বলেই আবরনকে হুট করে জড়িয়ে ধরে নিজ থেকেই মাথাটা আবরনের বুকে চেপে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল । পূর্ণতার এমন আচরনে আবরন কি করবে বা কি বলবে কিছুই বুঝতে পারছে না ।
পূর্ণতা আবরনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে বলল ,

– আমার কিছু ভালো লাগছে না ! আমি পারছি না নিজেকে মানিয়ে নিতে ! প্লিজ , আমাকে এমন জায়গায় নিয়ে চলুন যেখানে গেলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে । যেখানে গেলে আমার মনে বিরুদ্ধে আমাকে কিছু করতে কেউ বাধ্য করবে না । যেখানে গেলে আমি যা চাইবো তা ই পেয়ে যাবো । প্লিজ , আমাকে এমন জায়গায় নিয়ে চলুন । প্লিজ ।

পূর্ণতা হাউমাউ করে কাদছে আবরনকে জড়িয়ে ধরে । আবরন বুঝতে পারছে পূর্ণতার কেন এত কষ্ট হচ্ছে কিন্তু তবুও ওকে জিজ্ঞেস করল ,

– পাগলামি করছো কেন পূর্ণ ? কি হয়েছে বলো আমাকে ?

পূর্ণতা আবরনের বুক থেকে মাথা তুলে আবরনের দিকে মাথা উচু করে তাকিয়ে ওর গাল দুই হাত দিয়ে ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলল ,

– আপনি না আমার মনে কথা বুঝতে পারেন ? আপনি তো নিজেই বলেছিলেন যে আপনি শুধু আমার মনের কথাই বুঝতে পারেন ! তাহলে আজ কেন পারছেন না !

আবরন পূর্ণতার হাত দুটো ধরে বলল ,

– আমি জানি না তুমি কি চাও বা কি করলে তুমি খুশি হবে ।

পূর্ণতা ছল ছল চোখে মায়া ভরে আবরনের দিকে তাকিয়ে র‌ইল ।

আবরন ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবছে ,

– তুমি এভাবে তাকালে আমি দুর্বল হয়ে যাই পূর্ণ । প্লিজ , এমন করো না , প্লিজ ।

পূর্ণতা আবরনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে চোখ মুছে বলল ,

– আপনি চলে যান । কেন এসেছেন আপনি ?

আবরন বলল ,

– বাবা আর আম্মু আমার সাথে জলের বিয়ে ঠিক করেছে । কিন্তু এ বিষয়ে জল ও নিউট্রাল আর আমিও নিউট্রাল । আমাদের মাঝে এ বিষয়টা নিয়ে কোনো ফিলিংস ই কাজ করছে না ।

পূর্ণতা আরেকদিকে তাকিয়ে গড়িয়ে পড়া চোখের পানি টা মুছে বলল ,

– খুশির বিষয় তো ! আপনার বিয়ে আর আমার বিয়ে এক‌ই দিনে কিন্তু দুটো আলাদা মানুষের সাথে যাদের আমরা মন থেকে কখনো ভেবেই দেখিনি ।

আবরন বলল ,

– তুমি কি এই বিয়েতে খুশি ন‌ও !

– আরে আমার খুশিতে কার কি যায় আসে ? আমি তো ননির পুতুল মাত্র ,, যেভাবে বলবে তাই করতে হবে !

আবরন পূর্ণতার দিকে এগিয়ে এসে ওর গালে হাত রেখে বলল ,

– প্লিজ , এভাবে কেদো না । তুমি মত না দিলে তো আর আঙ্কেল তোমার বিয়েটা পাকা করতো না তাই না ? তুমি ই মত দিয়েছো ।

– হ্যা , আমি মত দিয়েছি । আচ্ছা , আপনি ও কি মত দিয়েছেন জল আপুর সাথে বিয়েতে ?

আবরন মাথা নেড়ে বলল ,

– না ।

– আর জল আপু ??

– না ।

– কেন ?

– সেটা তো আমার ও প্রশ্ন !

পূর্ণতা বলল ,

– আপনি যান । আমার আপনাকে দেখতে ইচ্ছে করছে না !

আবরন মনে মনে বলল ,

-প্লিজ , এভাবে বলো না । আমার বুকটা ফেটে যাচ্ছে ।

পূর্ণতা রাগ দেখিয়ে কাদতে কাদতে বলল ,

– দাঁড়িয়ে আছেন কেন ?? চলে যান । আমি আপনাকে কেন যেন সহ্য করতে পারছি না ।

আবরন পূর্ণতাকে জড়িয়ে নিয়ে বলল ,

– শশশশ ! এত জোরে কেউ চিৎকার করে ।

পূর্ণতা আবরনের টি শার্ট খামচি দিয়ে ধরে আবারো জোরে জোরে কেদে উঠল ।

আবরন বলল ,

– রিল্যাক্স ! উঠো , গাড়িতে উঠো ।

পূর্ণতা কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলো । আবরন ওর পাশে উঠে বসে গাড়ির ডোর টা অফ করে পূর্ণতা কে নিজের দিকে ঘুরিয়ে নিজেও ওর দিকে ঘুরে বসে বলল,

– এখন তোমার আমাকে যা বলতে ইচ্ছে করে বলো !

পূর্ণতা বলল ,

– আমার সায়ন ভাইয়ার সাথে আর ১৫ দিন পর বিয়ে । আপনি কি মনে করেন সায়ন ভাইয়া আমাকে খুশি রাখতে পারবে ?

আবরন বলল ,

– উহু ।

– তাহলে কেন এই বিয়েটা হতে দিতে চাইছেন ?

– কারন তুমি নিজে এই বিয়েতে মত দিয়েছো । আর সায়ন ও তোমাকে ভালোবাসে । আমি কি করে পারি আরেকজনের ভালোবাসা কে কেড়ে নিতে ? আর তুমি সায়ন কে বিয়ে না করে কাকে বিয়ে করতে চাইছো ?

পূর্ণতা কান্না করতে করতেই আবরনের দিকে ঝুকে বলল ,

– আপনি এখনো বুঝতে পারছেন না আমি কি চাই ??

আবরন বলল ,

– না ।

পূর্ণতা চোখ মুছে আবরনের একদম কাছে গিয়ে বলল ,

– আপনি সত্যি ই বুঝতে পারছেন না ?

আবরন ওর চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারবে না তাই চোখ নিচে নামিয়ে মাথা নেড়ে বলল ,

– না , আমি বুঝতে পারছি না ।

পূর্ণতা আবরনের কপালের সাথে কপাল লাগিয়ে বলল ,

– এখন আমার কথার কোনো দাম নেই । এসব বলে আর লাভ নেই । আপনি অনেক ভালো থাকবেন । অনেক ভালো থাকবেন । আর একটা কথা , আমার সবসময় মনে হয়েছে দুনিয়ায় ফ্যামিলির পর বোধয় আমি আপনার সাথেই সবচেয়ে সুখের সময় কাটিয়েছি , সবচেয়ে ভালো সময় কাটিয়েছি । আমার বিয়ের পর প্লিজ আমার সাথে যেন আর আপনার দেখা না হয় সেই চেষ্টা করবেন । প্লিজ ।

আবরন বলল ,

– হুম ।

পূর্ণতা আবরনের ছোট্ট উত্তর শুনে ওকে কিল ঘুষি মেরে হেচকি তুলতে তুলতে বাচ্চাদের মতো কাদতে শুরু করলো ।

– তুমি পাগল হয়ে গিয়েছো পূর্ণতা !

– হ্যা , আমি পাগল হয়ে গিয়েছি । পাগল হয়ে গিয়েছি আমি ।

আবরন ও ওর আচরনে না কেদে পারল না । এই প্রথম ও কাদল ।

– তুমি এমন কেন করছো ?? কেন ??
বিয়েটা মেনে নিতে পারছো না কেন ? কাউকে ভালোবাসো ? তা ও তো বাসো না , তাহলে কেন ?

পূর্ণতার মন চাইছে আজ আবরনকে সত্যিটা বলে দিতে কারন হয়তো আবরন চাইছে পূর্ণতা আগে সত্যিটা নিজের মুখে স্বীকার করুক , তারপর নাহয় বিয়েটা যেন না হয় সেই ব্যবস্থা করবে । নিজেকে আর সামলাতে না পেরে আবরনের টিশার্ট এর গলা টেনে ধরে পূর্ণতা বলল ,

– আমি আপনার সাথে থাকতে চাই আবরন । আমি আপনার সাথে থাকতে চাই । সারাটা জীবন আপনার হাতে হাত রেখে চলতে চাই । আমার মনে হয়েছে আপনি ছেলে হিসেবে একদম পারফেক্ট
শুধু মাত্র আমার‌ই জন্য । আমার জীবনের প্রতিটা মূহুর্তে আমার আপনাকে পাশে চাই । আপনি বুঝতে পারছেন , আমি কি বলছি ? শুনতে পাচ্ছেন আমার কথা ?? বলুন না , চুপ করে আছেন কেন !! বলুন ।

আবরন বলল ,

– আমাকে যেতে হবে , আমি তোমাকে সব বুঝিয়ে বলবো পরে । তুমি শুধু বিয়ের দিনটা পর্যন্ত অপেক্ষা করো । প্লিজ ।

পূর্ণতা বলল ,

– না , আপনি আমাকে আগে বলুন আপনি ও আমাকে আমার মতো করেই চান কিনা !! বলুন ……

আবরন চোখের সামনে কিছু না বলে ওকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেল ।

পূর্ণতা জোরে চিৎকার করে সেখানে বসে পড়ল ।

আজানের ধ্বনি ভেসে আসছে । পূর্ণতা আজানের ধ্বনি শুনেই ঘুম থেকে হুড়মুড় করে জেগে উঠল । ওর শরীর পুরো ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছে । বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে আবার বিছানায় বসে ভাবতে শুরু করল ,

– এটা স্বপ্ন ছিল ! আমি যদি উনাকে সত্য সত্য মনের কথা খুলে বলি তাহলে কি উনি সত্যি ই আমাকে বলবে বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করতে !
শুনেছি , ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় !

আমার কি করা উচিত এখন ?

উঠেছি ই যখন নামাজটা পরে ফেলি । আল্লাহ প্লিজ আমাকে সাহস দাও যেন আমি উনাকে সত্যিটা বলতে পারি ।

এই বলে ভাবনা চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমে গিয়ে ওযু টা সেড়ে নামাজে দাঁড়িয়ে গেল পূর্ণতা ।

…………………………………………………

সকাল সকাল আবরন আর জল এসে হাজির হয়েছে পূর্ণতাদের বাসায় ।

– আন্টি , জিব্রান ভাইয়া কোথায় ?

– এখনো ঘুমাচ্ছে ।

– বিয়ে বলে কথা ! কোথায় শপিং এর জন্য বের হবো সবাই তা না , ভাইয়া ঘুমাচ্ছে !

জল বলল ,

– পূর্ণতা ও কি ঘুমাচ্ছে আন্টি ?

– না , ওকে দেখলাম পড়তে বসেছে সকালে উঠে ।

মিলি রহমান বললেন ,

– তোমরা যাও ভেতরে ওদের কাছে ।

আবরন আর জল ভেতরে ঢুকল । আবরন বলল ,

– আমি ভাইয়ার কাছে যাচ্ছি , তুমি পূর্ণতার সাথে গিয়ে কথা বলো ।

জল বলল ,

– একটা কথা ছিল ! এখন না বললে পরে ভুলে যাবো ।

আবরন বলল ,

– বলো !

– সায়ন ভাইয়ার সাথে পূর্ণতার বিয়ে ঠিক হয়েছে ?

আবরন মুখে মলিন হাসি দিয়ে বলল ,

– হুম ।

– তাহলে তোমার কি হবে ?

– আমার আর কি হবে ? আমি ও বিয়ে করে নেব !

– কাকে ?

– তোমাকে !

জল চোখ বড় করে বলল ,

– আর ইউ সিরিয়াস ?

আবরন বলল ,

– কেন , আমাকে না তুমি ভালোবাসো ? সমস্যা কোথায় ?

– তুমি পূর্ণতা কে ভালোবাসো বলেই তো আমি তোমাকে ছেড়ে এখন অন্য কারো উপর চোখ তুলে তাকিয়ে ক্রাশ খেয়েছি ।

– আমি জানি ।

– সিরিয়াসলি ? কিভাবে জানলে তুমি ?

আবরন বলল ,

– আমার ১০০ টা চোখ । আমি দেখেছি ।

– বিষয়টা কি ঘুরানো যায়না ?

আবরন হেসে বলল ,

– তোমার ভাগ্যটাই খারাপ জল । প্রথমত পূর্ণতা কে আমি ভালোবেসে তোমাকে ফিরিয়ে দিয়েছি । এখন আবার সেই পূর্ণতার সাথেই তোমার ……..

জল বলল,

– আচ্ছা , আর কাটা ঘাঁ এ নুনের ছিটা দিও না । তুমি যাও ।

– ওকে ।

আবরন জিব্রানের রুমে চলে গেল ।

জল পূর্ণতার রুমের সামনে যেতেই কারো সাথে স্বজোরে কপালে বারি খেল।

– আউউউচ !!

– আহহহহ !!

জল কপালে হাত দিয়ে ডলতে ডলতে সামনে তাকাতেই লেখল সায়ন ও এক‌ই ভাবে নিজের কপাল ডলছে । জল বলল ,

– সরি , সরি । এক্সট্রিমলি সরি !

সায়ন জলের গলা শুনে সামনে তাকিয়ে বলল ,

– ও , তুমি । ইটস ওকে । তুমিও তো ব্যথা পেয়েছো !

পূর্ণতা টেবিল থেকে উঠে সামনে এগিয়ে দেখল জল এসেছে ।

– ও তুমি ! এসো আপু ।

জল সায়নকে বলল ,

– ব্যথা তো পেয়েছি , কিন্তু নো প্রবলেম । বাই দ্য ওয়ে , পরে কথা হচ্ছে ।

তারপর পূর্ণতা কে উদ্দেশ্য করে বলল ,

– হু , আমি । পড়া শেষ ?

সায়ন চলে যেতেই জল পূর্ণতার রুমে ঢুকে বসল ।

পূর্ণতা টেবিলের ব‌ই খাতা গুছাতে গুছাতে বলল ,

– হুম , পড়া শেষ । তুমি একা এসেছো ?

জল বলল ,

– না , আবরন এসেছে তো ।

– ওহ ।

– পূর্ণতা !

– হু ।

– একটা কথা বলি ??

– বলো ।

– তুমি কি সায়ন ভাইয়ার সাথে এই বিয়েতে মন থেকে মত দিয়েছো ?

পূর্ণতা মলিন হাসি দিয়ে বলল ,

– হু ।

– এখনো কিন্তু সময় আছে !

– কিসের সময় ?

– কিছু না ।

– হুম ।

পূর্ণতা রুম গুছিয়ে বলল ,

– চলো , ভাইয়ার রুমে যাই ।

– চলো ।

পূর্ণতা আর জল জিব্রানের রুমের সামনে গিয়ে দেখল জিব্রানকে আবরন আর সায়ন মিলে রেডি করছে ।

পূর্ণতা ভ্রু কুচকে জলের দিকে তাকিয়ে বলল ,

– কি হচ্ছে এখানে !

জল হেসে বলল ,

– জিব্রান ভাইয়ার বিয়ের শপিং করতে যাবো আজ !

এর‌ই মধ্যে পেছন থেকে আফতাব উজ্জামান এর গলা শোনা গেল ।

– পূর্ণতা , মা এদিকে আয় তো !

পূর্ণতা বাবার গলা শুনে সেদিকে গিয়ে বলল ,

– হু , বাবা । বলো ।

– তোর বিয়ের চেয়ে দেখছি জিব্রানের বিয়ে নিয়ে সবাই বেশি ব্যস্ততা দেখাচ্ছে । তোর আবার মন খারাপ না তো ?

পূর্ণতা বলল ,

– না , মন খারাপের কি আছে ? ভাইয়া নাকি আজকে শপিং করতে বের হবে । কোনো কিছুর যেন কমতি না হয় ভাইয়া আর ভাবীর বিয়েতে । তাহলে কিন্তু আমি বিয়ে করবো না ।

আফতাব উজ্জামান হেসে পূর্ণতার মাথায় হাত রেখে বলল ,

– কোনো কিছুর কমতি হবে না মা । তোর বিয়েতে ও না আর তোর ভাইয়ের বিয়েতেও না । আমার একটা মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে বলে কথা !

পূর্ণতা হাসল ।

মিলি রহমান বললেন ,

– এই , তোদের সাজুগুজু হলে নাস্তা করতে আয় ।

সায়ন ঐ রুম থেকে চিল্লিয়ে বলল,

– আসছি ।

মিলি রহমান বললেন ,

– তোরা ভাইরা ভাইরা যে কি করিস না !! বিয়ে আরো ১৪ দিন পর আর তোরা এখন‌ই জিব্রানকে রেডি করাচ্ছিস !

আফতাব উজ্জামান বললেন ,

– তিনটার বিয়ে তো এক‌ই দিনে । তাই খুশির ঠেলায় বাঁচে না ।

তিনজন এক এক করে ড্যাশিং লুক নিয়ে রুম থেকে লাইন দিয়ে বেরিয়ে এসে টেবিলে খেতে বসে পড়ল । আফতাব উজ্জামান ও ওদের সাথে বসল ।

অন্য পাশে জল আর পূর্ণতা বসল ।

………………………………………………..

সকাল ১১ টা ,

যমুনা ফিউচার পার্কের পার্কিং লর্ডে গাড়ি পার্ক করে একে একে সবাই নেমে দাঁড়ালো । শপিং করতে এসেছে আবরন , জিব্রান , সায়ন , জল ,পূর্ণতা আর নাদিরা ।

সবাই একসাথে লিফটে উঠে উপরে গেল ।

সবাই একসাথে মিলে পাঞ্জাবীর দোকানের সারিতে ঢুকল ।

জিব্রান বলল ,

– ফাহিম , তাসিন আর আয়মান কে সাথে আনা উচিত ছিল ।

আবরন বলল ,

– কেন ?

– একসাথে সবার পাঞ্জাবি কিনে নিতাম !

– ওরা তো বিয়ে করবে না । বিয়ে তো আমরা করবো ।

– আরে , বিয়েতে ওরা কি পড়বে তাহলে ?

আবরন দাঁত কেলিয়ে বলল ,

– ওদের পাঞ্জাবি না হলেও চলবে । শুধু সেন্টু গেঞ্জি আর একটা করে আন্ডার‌ওয়ার কিনে প্যাকেট করে হাতে ধরিয়ে দেব ।

আবরনের কথা শুনে সবাই হু হা করে হেসে উঠল ।

জল বলল ,

– আর আমরা মেয়েরা কি পড়বো ?

সায়ন বলল ,

– মেয়েদের মধ্যে তো তোমার , পূর্ণতার আর নাদিরা ভাবীর বিয়ে ই । বিয়েতে তো বিয়ের পোশাক ই পড়বে । আর যারা বাদ বাকি তাদের এক‌ই রং এর শাড়ি বা এক‌ই রকম লেহেঙ্গা দেওয়া যায়।

নাদিরা বলল ,

– বেষ্ট আইডিয়া । এখন চলো দেড়ি করে লাভ নেই ।

সবাই একের পর এক পাঞ্জাবীর দোকানে ঢুকে সবার জন‍্য পাঞ্জাবী পছন্দ করছে ।

পূর্ণতা আবরনের দিকে তাকিয়ে চিন্তা করছে ওকে সুযোগ বুঝে সত্যি কথা টা কি বলবে নাকি বলবে না !

পূর্ণতার ভাবনার মাঝেই আবরন আর সায়ন একসাথে পাঞ্জাবি হাতে নিয়ে পূর্ণতার কাছে এগিয়ে এসে বলল ,

– এটা কেমন ?

পূর্ণতা দুজনের দিকেই তাকালো । ওর মাথা ঘুরছে ।

– এ কোন দোটানায় পড়লাম !

সায়ন আবরনকে বলল ,

– জলকে জিজ্ঞেস করো তুমি !

আবরন সায়নকে মনে মনে গালি দিতে দিতে জলের কাছে গেল । আবরন চলে যেতেই সায়ন পূর্ণতা কে আবারো বলল ,

– এখন বলো , এটা কেমন ?

পূর্ণতা ছোট্ট করে বলল ,
– ভালো ।

আবরন জলের কাছে গিয়ে বলল ,

– দেখোতো এটা কেমন ?

জল বলল ,

– ভালোই । খারাপ না ।

পূর্ণতার দিকে আবরন আড় চোখে তাকাতেই পূর্ণতা আবরনকে মাথা নেড়ে ইশারা করে বলল ,

– ভালো না ।

আবরন এক গাল হেসে হাতের পাঞ্জাবি টা রেখে দিল ।

আবরন মনে মনে ভাবছে ,

– বিয়েটা তো তোমার সাথে আমার‌ই হবে ! যেভাবেই হোক , so সব আজ তোমার পছন্দ‌তেই কিনবো । বেটা সায়ন মাঝখানে প্যারা ! কিন্তু আমি তোমার পছন্দেই কিনব ।

পূর্ণতা মনে মনে ভাবছে ,

– আমি কি সত্যিটা উনাকে বলে দিব নাকি বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করবো ! হতে পারে আজকের দেখা স্বপ্নটাতে আল্লাহ আমাকে হিন্ট দিয়েছে । কি করা উচিত আমার ??

#চলবে ♥️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here