মন নিয়ে কাছাকাছি পর্ব -৯+১০

#মন_নিয়ে_কাছাকাছি
#জেরিন_আক্তার_নিপা

🌸

মীরার রেজাল্টের আরও অনেকদিন বাকি। বড় ফুপু, ছোট ফুপু সবাই বাড়িতে থাকায় কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না। মীরা মাহিমা কয়দিন ধরেই ইভান ভাই, আবির ভাইয়ার পেছনে ঘুরঘুর করছে। ওদের কক্সবাজার নিয়ে যেতেই হবে। ইভান কক্সবাজার যাওয়ার কথা শুনে বলল,

“ছোট বোনটা মাত্র দুনিয়ায় এসেছে। ওকে বাড়িতে রেখে তোরা কক্সবাজার যাওয়ার কথা মুখে আনিস কীভাবে? ছি মীরা! ছি মাহি!”

ইভান ভাই কোনরকমে ওদের এড়িয়ে গিয়ে বাঁচছে। কিন্তু মীরা মাহিও তো সহজ পাত্রী নয়। ওরা ইভান ভাইকে ছেড়ে আবির ভাইকে ধরল। সাথে তনি আপুকেও জুটিয়ে নিল। জানে তনি আপু দলে থাকলে তাদের দল ভারী হবে। অন্তত তনি আপু যেতে চাইলে আবির ভাই কিছুতেই না করবে না। আবিরকে বললে সে খুব সহজ গলায় বলল,

“কক্সবাজার যাবি? সে আর এমন কি কথা। কক্সবাজার তো বেশি দূরে না। বাড়ির পেছনেই। কবে যাবি?”

“তুমি যেদিন নিয়ে যাবে।”

“কে কে যাবি? তোরা দুইটাই?”

“না। সবাই যাবে। শুধু ছোট বাবু আর রুশমি বাদে।”

“কেন ওদেরকে নিয়ে নে সাথে। নইলে কথা বলতে শিখে ছোট বোনটাও অভিযোগ করবে। আবির ভাই তুমি আপুদের নিলে আমাকে কেন নিলে না?”

মীরা মাহিমা বাড়িতে থাকছে। বাবু কোলে নিচ্ছে। মাঝে মাঝে নিজেরা ঝগড়া করে এক দু’দিন কথা না বলে থাকছে। মামী, ফুপুরা মিলিয়ে দিলে আবার আগের মতো গলা জড়াজড়ি করে সবখানে যাচ্ছে। আবির ভাই বলেছে কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বাড়ির কেউ রাজিই হচ্ছে না। ওদের পাগলামি অসহ্য পর্যায়ে চলে গেলে ছোট চাচা আবিরকে ডেকে বলল,

“তুই নাকি মীরা মাহিকে কক্সবাজার নিয়ে যাস?”

“হুম। বোন দুইটা আবদার করলো। আমি না করতে পারলাম না।”

“আবির তুই কি ওদের চিনিস না? সান্ত্বনা দিতে এক কথা বললেও ওরা সেটা সত্য মেনে নেয়। এখন তুই যদি পারিস ওদের দায়িত্ব নিয়ে কক্সবাজার নিয়ে যেতে তাহলে যা। আমার কোন আপত্তি নেই।”

“মামা তুমি পাগল! এরা প্রাইভেট কারে উঠলেও বমি করে মরে যায়। এদের আমি বাসে করে কক্সবাজার নিয়ে যাব।”

“প্লেনে নিয়ে যা। আশা দিয়েছিস বোনদের আশা ভঙ্গ করবি।”

আবির মাথা চুলকাতে চুলকাতে বলল,

“আচ্ছা দেখি ইভান ভাই কী বলে। ও রাজি হলে নাহয় নিয়ে যাব।”

কক্সবাজার যাবার খুশিতে মীরা মাহিমা শপিংও সেরে ফেলল। আবির ভাইয়া ওদের হাতপা বেঁধে রাখলেও তো ওরা পানিতে নামবে। মীরা বাবাকে বলল তাকে একটা ক্যামেরা কিনে দিতে। প্রচুর ছবি তুলবে। কলেজে ভর্তি হয়ে সব ফ্রেন্ডদের দেখাবে কোথায় কোথায় ঘুরেছে ওরা। বাড়ির সবাই মনে মনে জানে আবিরের কথার কোন দাম নেই। ইভান না গেলে সে জীবনেও দুই বোনকে নিয়ে একা যাবে না। এদিকে ইভান ভাইয়ার অফিসে ছুটি নেই। ওদের আগ্রহ, খুশি দেখে সবাই মনে মনে ভয় পাচ্ছে। কক্সবাজার যাওয়া বাতিল হলে এরা পাগল হয়ে যাবে। কান্নাকাটি করে বাড়িঘর ভাসিয়ে ফেলবে। অবস্থা হাতের বাইরে চলে যেতে দেখে আবির ইভানের কাছে এলো।

“ভাই তুই না গেলে তো হবে না। তোকে যেতেই হবে। চাকরি গেলে চলে যাক। তবুও তোকে যেতেই হবে।”

“কেন? আমি কি ওদের উসকানি দিয়েছি? তুই দিয়েছিস। এখন তুই নিয়ে যা। পাগলের পাগলামিতে তো খুব সঙ্গ দিস। এবার মজা বোঝ।”

“কিন্তু এই দুই রোগীকে নিয়ে আমার একা যাওয়া তো সম্ভব না।”

“আবির তুই তো ওদের মতো অবুঝ না। আমার সত্যিই একটা দিনেরও ছুটি নেই। এমনিতেই কয়দিন আগে ছুটি নিয়েছি। এখন কীভাবে ছুটি চাইব বল?”

“হুম।”

আবির পুরোপুরি ফেঁসে গেল। বোনেরা দেখলেই খুশিতে গদগদ করে কক্সবাজার গিয়ে কী কী করবে ওসব বলতে লাগে। আবির অসহায় মুখে ওদের খুশি দেখে। এদের কীভাবে বলবে, এবার না। পরের বার যাব। কত খুশি মেয়ে দুইটা। বোনদের মন ভাঙতে পারবে না ভেবে আবির ওদের থেকে পালিয়ে পালিয়ে থাকছে। মীরার ভয়ে নানির বাড়ি তো আসছেই না। নিজের বোনের ভয়ে বাড়িতেও থাকছে না। এদিকে মীরাদের রেজাল্ট দেওয়ার সময় চলে এসেছে। মীরা, মাহিমা হন্য হয়ে আবিরকে খুঁজছে। তনি আপুর সাথে নিশ্চয় আবির ভাইয়ার রোজ কথা হয়। ওরা তনি আপুকে ধরল। মীরা বলল,

“তনি আপু, আবির ভাইয়ার কী হয়েছে? ভাইয়া আমাদের বাড়িতে আসছে না কেন?”

আবির তনির হাতে পায়ে ধরে এই দুইটার মাথা থেকে কক্সবাজার যাবার ভূত নামাতে বলেছে। তনি বলল,

“আমি তো জানি না মীরা। তুই আবির ভাইকে কল দে। জিজ্ঞেস কর।”

“কল তো ধরে না। আবির ভাইয়া কি আমাদের নিয়ে যাবে না?”

“সেটা আমি কীভাবে বলব বল?”

মাহিমা তনি আপুর গা ছাড়া ভাব দেখে রেখে বলল,

“তুমি জানবে না কেন? তুমি আবির ভাইয়াকে জিজ্ঞেস করো ও কি আমাদের নিয়ে যাবে নাকি যাবে না।”

“তোর নিজের ভাইকে তুই জিজ্ঞেস করতে পারছিস না? আমি জিজ্ঞেস করলে আমাকে এক ধমক দিবে। না বাবা। আমি কারো ধমক খেতে পারব না।”

মাহিমা রাগ করে বলেই ফেলতে যাচ্ছিল। আমার ভাই তোমাকে ধমক দিবে? উল্টো তুমিই তো ওর নাকে দম করে রাখো। এখন এমন একটা ভাব করছো যেন আমরা কিছুই জানি না। শুনো আপু, আমরা সব জানি। শুধু বলি না। কিন্তু তুমিও ভাইয়ার দলে থাকতে চাইলে জীবনেও আমি তোমাকে ভাবী বানাতে দিব না। বাবার কানে এমন কাঠি ভাঙব। বাবা জীবনে তোমাদের বিয়েতে রাজি হবে না। মাহিমা বলতে তো চেয়েছিল অনেক কিছুই। কিন্তু মীরার জন্য বলতে পারল না। মীরা ওর মুখ চেপে ধরে তনি আপুর রুম থেকে নিয়ে চলে এলো। বাইরে এসেও মাহিমা বলছে,

“মীরা আমাকে ছাড়। ছাড় মীরা। কী শয়তান দেখেছিস। এমন ভাব করছে যেন আমরা কিছুই জানি না। ছাড় আমাকে।”

“শান্ত হ। মাথা ঠান্ডা কর। আমরা সব জানি। আমাদেরও সময় আসবে। তখন আমরাও মজা দেখাব। এখন আমাদের সময় খারাপ যাচ্ছে। কিন্তু আবির ভাইকে তো এর শিক্ষা দিবই। তুই কিন্তু তখন নিজের ভাইয়ের জন্য দয়া দেখাতে পারবি না।”

“আরে কিসের ভাই! আমার কোন ভাই নাই। ভাই হলে এভাবে আশা দিয়ে বোনের মন ভাঙতে পারত না। তুই ঠিকই বলেছিস। আমাদেরও সময় আসবে। তখন দেখিস কী করি।”

কক্সবাজার যাওয়ার প্রসঙ্গ ওখানেই চাপা পড়লো। আবিরও আবার ভয়ে ভয়ে নানির বাড়ি আসা ধরলো। কিন্তু মীরার সামনে পড়ার সাহস করলো না। এদিকে দিন ফুরিয়ে এসেছে। দুই দিন পর মীরার রেজাল্ট। মীরা রেজাল্ট নিয়ে টেনশন করছে না। তার পরীক্ষা ভালো হয়েছে। এপ্লাস না পেলেও ফোর পয়েন্টের উপরে আসবে। ফোর পয়েন্টই বা কম কি?
একদিন সন্ধ্যায় আবির ভাই বাড়িতে এলো। মীরা তখন নিজের ঘরে। আবির ভয়ে ভয়ে মীরাকে ডাকল।

“মীরা! মীরা আপু। ও মীরা আপু…

মীরা তার ঘরের দরজা দড়াম করে লাগিয়ে দিয়ে চেঁচিয়ে বলল,

” আবির ভাই, তোমার সাথে আমার কোন কথা নেই। তুমি মানুষ ভালো না। আমি তোমার সাথে জীবনেও কথা বলবো না। তুমি আমার ছোট্ট মনটা ভেঙে খানখান করে দিয়েছ। আমার স্বপ্ন এমন ভাবে ভেঙেছ সেই টুকরো গুলো এখন জোড়া লাগাতে পারছি না। তুমি নিয়ে যাবে না তারপরও কথা দিয়েছ। চোরের মতো পালিয়ে পালিয়ে থেকেছ। তোমার সাথে আমি জীবনে কথা বলবো না। জীবনে আর কক্সবাজারও যাব না। কোনোদিনও না। তুমি তোমার মামার বাড়িতে আসবে কিন্তু আমাকে ডাকবে না। আমি তোমার বোন না।”

আবির জোর করে হাসার চেষ্টা করে জায়িনের দিকে তাকাল। জায়িনের মুখ দেখে অবশ্য মনে হচ্ছে না সে কিছু মনে করেছে। তবুও আবির কৈফিয়ত দেওয়ার মতো করে বলল,

“কক্সবাজার নিয়ে যাব বলেছিলাম। কিন্তু এরা মরা যাবে মরা আসবে। জার্নি করতে পারে না তবুও শখ কমে না। নিয়ে যাইনি বলে এসব বলছে। তুই কিছু মনে করিস না। ছোট মানুষ।”

জায়িন বাড়িতে এসেছে। আজ সন্ধ্যায় দেখা হয়ে গেল। আবির জোর করে ওকে সাথে ধরে নিয়ে এসেছে। ভেবেছিল জায়িনের সামনে মীরার সাথে ভাব করে নিবে। কিন্তু মীরা তো ওদের সামনেই আসলো না। জায়িনকে দেখে সবাই অনেক খুশি হয়েছে। জায়িন এলাকার ছেলে। চোখের সামনে বড় হয়েছে। এখন পড়াশোনার খাতিরে দূরে থাকে। দেখা হয় না। বড় মামী বলল,

“জায়িনকে ধরে নিয়ে এসে ভালোই করেছিস। ইশ কতদিন পর দেখলাম। কত বড় বেটা হয়ে গেছে। এখন তো আমাদেরকে চিনবে না।”

জায়িন মৃদু হেসে বলল,

“যতই দূরে থাকি কাকী। কিন্তু আপনাদের কোনদিনও ভুলব না।”

“ভুললে খবর আছে। ডাক্তার হয়ে আমাদের বিনা টাকায় চিকিৎসা করে দিতে হবে। রাতে কিন্তু আমাদের সাথে খেয়ে যাবে। উঁহু, কোন কথা শুনব না।”

বড় মামীর এত জোড়াজুড়ির পর জায়িন না করতে পারল না। ছোট মামী বাইরে ওদের কথা শুনে বাবু কোলে নিয়ে বেরিয়ে এসেছে। জায়িনকে দেখে তিনিও খুশি হয়ে বলে উঠল,

“আরে এটা জায়িন না! হায় হায়, দেখো কাণ্ড। আমি তো চিনতেই পারিনি। কবে এসেছ?”

আবির মামীর কোল থেকে ছোট বোনকে কোলে নিয়ে জায়িনের পাশে বসে বলল,

“আমার ফিউচার বউ। দুনিয়ায় আসতে একটু দেরি করে ফেলেছে। দেখ তো ভাবী পছন্দ হয়েছে কি-না।”

জায়িন হেসে ফেলল। এত সুন্দর বাবু সে সত্যিই কখনও দেখেনি। বড়ো বড়ো চোখ। ঠোঁট দু’টো লাল টুকটুকে। ছোট ছোট হাত নেড়ে ওর দিকে তাকিয়ে আছে। আবির বলল,

“ভাবীকে কোলে নিবি? নে শালা নে। কোলেপিঠে নিয়েই বড় কর। বউ তোমার দেবরের কোলে গিয়ে একটু হিসু করে দাও তো। বুইড়া দেবর তোমার।”

জায়িন বাবুকে ঠিকমতো কোলে নিতে পারল না। বাবুর শরীর অনেক নরম। ধরা যাচ্ছে না। যেন পড়ে যাবে। আবির জায়িনের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল,

“বুইড়া দামড়া হয়ে এটুকু একটা বাচ্চা কোলে নিতে পারছিস না? আমাদের মীরা তো সারাক্ষণই ওকে কোলে নিয়ে ছোটাছুটি করে। ওর নাম কে রেখেছ বল তো। মীরা নিজের নামের সাথে মিলিয়ে মাহা রেখেছে। সুন্দর না? এখন তো রাগ করে আছে। আমি বাবু কোলে নিয়েছি দেখলে দেখতিস কী করে। আমার কাছ থেকে কেড়ে বাবুকে নিয়ে যেত। প্রচন্ড রাগী মেয়ে।”

চলবে_#মন_নিয়ে_কাছাকাছি
#জেরিন_আক্তার_নিপা
১০
🌸

জায়িন চলে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হলো না। মাহিমা বড় খালামনি আর প্রিয়া আপুকে নিয়ে তাদের বাড়িতে গেছে। বোনের ভয়েই আবির বাড়ি যাচ্ছে না। তনি রুম থেকে বেরিয়ে এসে জায়িনকে দেখে খুশিতে ওকে কোলে তুলে নিতে পারল না শুধু।

“জায়িন তোর মনে আছে আমরা একসাথে কত দুষ্টুমি করেছি। টাইগার ম্যামের কথা মনে আছে?”

“আচ্ছা তোদের কি মনে হয় কয়েক বছর এলাকার বাইরে থেকে আমি সব ভুলে গেছি?”

“না। কিন্তু আমার মনে হচ্ছে তুই পর হয়ে গেছিস।”

“তোরা এমন মনে করলে আমার তো কিছু করার নেই। কিন্তু আমি তোদের পর করিনি।”

“মেডিক্যালে তোর অনেক নতুন ফ্রেন্ড হয়েছে না? এই তুই প্রেম করিস?”

“সময় কই?”

“কাউকে পছন্দ তো করিস নাকি? এখন এটা বলিস না পছন্দও করিস না। তুই বেডা মানুষ ভাই। তোর তো কোন সমস্যা নেই।”

তনির কথা শুনে আবির একচোট হাসলো। জায়িন অস্বীকার করল না। মাথা নেড়ে জানালো পছন্দের একজন আছে। তনি কৌতূহলী হয়ে জায়িনের কাছে চেপে বসে বলল,

“কে রে মেয়েটা? তোর ব্যাচমেট? সিনিয়র? জুনিয়র? মেডিকেলের মেয়ে নিশ্চয়। আমি জানি মেয়েটা তোর সাথেই পড়ে। বল না।”

“তুই তো আগে এত কথা বলতি না। হুট করে এমন বাচাল হয়ে গেলি কেন?”

আবিরের হাসি আরও বেড়ে গেল। তনি কনুই দিয়ে ওর পাঁজরে খোঁচা মারল।

“তুই সবসময়ই এমন কম কথা বলতি। এখনও স্বভাব পরিবর্তন করতে পারলি না?”

“মানুষের স্বভাব পরিবর্তন হয়না।”

“এত কম কথা বললে গার্লফ্রেন্ড ভেগে যাবে। বল না মেয়েটা কে? পিক আছে নিশ্চয়। দেখা না।”

“একদিনে বেশি জেনে ফেললে বদহজম হয়ে যাবে।”

আবির জায়িনের সামনেই তনিকে পেছন থেকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল,

“তুই বুঝতে পারছিস না জায়িন ওর গার্লফ্রেন্ডকে আমাদের কাছে সিক্রেট রাখতে চাচ্ছে। বেচারা দেখাতে চাচ্ছে না। তুই জোর করে যাচ্ছিস।”

তনি ঠোঁট উলটে বলল,

“বন্ধুদের মাঝে সিক্রেট কিসের?”

জায়িন অনেকটা বিস্মিত হয়ে ওদের দেখলে আবির বলল,

“চোখ অমন বড় বড় করেছিস কেন শালা। তুই তো বলবি না। কিন্তু আমরা কি তোর মতোন? তিন বছর ধরে রিলেশন করছি। শীঘ্রই বিয়ের দাওয়াতও পেয়ে যাবি।”

ইভান অফিস থেকে বাড়ি ফিরে জায়িনের সাথে হালকাপাতলা কথা বলে ফ্রেশ হতে গেল। রাতে খাবার টেবিলে সবাই এলেও মীরা আসেনি দেখে ইভান জিজ্ঞেস করল,

“মীরা আপার খাওয়া শেষ? আমাকে রেখে খেয়ে ফেললো আজ!”

আবির খেতে খেতে জবাব দিল,

“আমাকে ও ভাইয়ের লিস্ট থেকে কেটে দিয়েছে। তাই আমার সামনে আসবে না।”

“না আসাই উচিত। বাচ্চা বাচ্চা মেয়েদের মন ভেঙেছিস। নিয়ে যেতে পারবি না তাহলে আশা দিয়েছিলি কেন?”

“আমি তো তোর আশায় ওদের আশা দিয়েছিলাম। তুই-ই তো গেলি না।”

“মীরা মাহির এক বছর তোর সাথে কথা না বলা উচিত।”

জায়িন ওদের কথা শুনতে শুনতে চুপচাপ খাচ্ছে। ইভানের মা জোর করে জায়িনের পাতে বেশি বেশি মাংস তুলে দিচ্ছে। জায়িন না করলেও শুনছে না। তনি একটা হাড্ডি খেতে খেতে বলল,

“আরে লজ্জা পাস না। তুই তো ঘরেরই ছেলে। পেট ভরে খা।”

ইভান বড় ফুপুকে না দেখে বলল,

“বড় ফুপু কই? মাহিও কি চলে গেছে?”

“আমাদের বাড়িতে। এইজন্যই তো আমি তোদের বাড়িতে। মাহিটা পাগলা কুত্তা হয়ে আমাকে কামড়ানো জন্য খুঁজছে।”

“মীরা যে তোকে এতক্ষণেও কামড়ে দেয়নি এটা তোর ভাগ্য।”

“ওকে ডাক না। তোর ডাকে আসবে। নুন ছাড়া তরকারি যেমন বিস্বাদ লাগে। মীরাবাঈকে ছাড়া আমাদের আড্ডা তেমন বিস্বাদ।”

“তুই ডাক। দেখি পরিস্থিতি কতটা গরম।”

আবির গলা উঁচিয়ে ডাকলো।

“মীরা আপু, আপনার পছন্দের চিংড়ি মাছ আমি একাই খেয়ে ফেলছি। আপনি খাবেন না?”

সাথে সাথে মীরার জবাব এলো।

“মিথ্যাবাদী মানুষের সাথে আমি কথা বলি না। সব খেয়ে ফেলে তোমার মামাদের ফকির করে ফেলো। আমার কিছু আসে যায় না।”

ইভান হাসতে হাসতে বলল,

“বাব্বাহ! মাথা অনেক গরম।”

ইভান মীরার মন ভুলিয়ে ওকে খাবার টেবিলে আনতে বলল,

“ভাবছিলাম এপ্লাস পাওয়ার আগেই ফোন কিনে দিব। কিন্তু এখন তো মনে হচ্ছে ফোনটা তার লাগবে না। যাক আমার অনেকগুলো টাকা বাঁচল। জানিস আবির, কালই যেতাম।”

ইভান এরকম ভাবে বলেছে যেন মীরা ঘরে বসেও ওর কথা শুনতে পায়। ঠুস করে মীরার ঘরের দরজা খোলার শব্দ হলো। সে কোনদিকে না তাকিয়ে হুড়মুড়িয়ে ছুটে আসছে। ইভান বলল,

“আস্তে। পড়ে গেলে দাঁত ভেঙে যাবে।”

মীরা ফোনের কথা শুনে খুশি হয়ে দৌড়ে এসেছিল। কিন্তু খাবার টেবিলে অপ্রত্যাশিত এই মানুষটাকে দেখে তার মুখ থেকে খুশি চলে গেল। ইনি এখানে কেন? মীরা কি চোখের ভুল দেখছে। মীরা ধীরে করে ইভান ভাইয়ের পাশে চেয়ার টেনে বসে পড়লো। আবির ইচ্ছে করে মীরাকে রাগিয়ে দিতে বলল,

“এইচএসসি পাস করলে কক্সবাজার নিয়ে যাব। প্রমিজ।”

“আমি আর জীবনেও কক্সবাজার যাব না।”

“হায় আল্লাহ! আমার সাথে রাগ করে বরের সাথেও যাবি না?”

মীরা কটমট চোখে আবিরের দিকে তাকাল। বাইরের মানুষের সামনেও এসব কথা বলতে হবে?
আবির মীরার চোখের শাসন বুঝলে তো চুপ করত। সে বলেই যাচ্ছে।

“মীরাকে এমন ছেলের সাথে বিয়ে দিব যে মীরাকে নিয়ে দেশবিদেশে ঘুরবে। কক্সবাজার, কাশ্মীর, রাঙামাটি, বালি। ওহ আরেকটা কথা। মীরা আপা গায়ের উপর বমি করলেও কিছু বলতে পারবে না। মরে টরে হলেও আমার বোনের শখ পূরণ করতে হবে।”

মীরা রাগ করে ইভান ভাইকে বলল,

“ইভান ভাই তুমি আবির ভাইয়াকে কিছু বলবে!”

ইভান আবিরকে শাসন করে দিল,

“ইভান মীরাকে জ্বালাস না তো।”

মীরা পাতে চিংড়ি মাছ নেওয়ার সময় তনি বলল,

“এটা খেয়ে এলার্জিতে মরে যাবি। তবুও এই পোকা খাওয়া ছাড়বি না।”

“পছন্দের জিনিস ক্ষতিকর হলেও ছাড়া যায় না। ছাড়া উচিতও না।”

ভাইবোনের আলাপের মাঝে আরও একজন যে আছে তা সবাই ভুলে গেল। বড় মা ধমক না দিলে কেউ হয়তো থামতো না।

“চুপ করে খা তো। খাওয়ার সময় এত কিসের কথা তোদের? খাওয়ার পরে রুমে গিয়ে সারারাত আড্ডা দিস। আরেকটা ছেলেও তো তোদের সাথে বসে আছে। কই ওর মুখ থেকে একটা বাজে কথা বেরিয়েছে?”

তনি জায়িনের দিকে তাকিয়ে খোঁচা দিয়ে বলল,

“ওর মুখ দিয়ে তো কাজের কথাই বেরোয় না মা। বাজে কথা কী বলবে। ওর এই কম কথা বলার জন্য দেখবে ওর বউ পালিয়ে গেছে।”

তনি আপু এই প্রথম একটা ঠিক কথা বলেছে। মীরা না চাইলেও ফোঁস করে হেসে ফেলল। বরং হেসে ফেলেই ঠোঁট কামড়ে মুখ বন্ধ করে নিল। বড় মা কঠিন চোখে মীরার দিকে তাকালেও কাজ হলো না। জায়িন এসবের মাঝে অস্বস্তিতে পড়েছে। সে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করতে চাইল। এই ভাইবোনদের মুখের কোন লাগাম নেই। কখন কী যে বলে ফেলে। মীরাকে মুখ টিপে হাসতে দেখে তনি বলল,

“জোরে হাসছিস না কেন? হাসির কথা শুনে জোরে না হাসলে পাপ হয় জানিস না।”

মীরার হাসি তো অনেকই পাচ্ছে। কিন্তু জায়িন ভাইয়ের সামনে হাসতেও পারছে না। তনি বলে চলল,

“স্কুলে ওর এই স্বভাবের জন্য ওকে আমার ভালো লাগত না। খালি আবিরের জন্য বন্ধুত্ব হয়েছে। ভেবেছিলাম বড় হয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু এ তো ঠিক হলোই না। উল্টো আরও গম্ভীর হয়ে গেল। আন্টি তোকে পেটে নিয়ে কী খেয়েছিল রে? যে জিনিস খাওয়ার ফলে তুই এমন বোবা হয়েছিস সেটা পৃথিবী থেকে নিষিদ্ধ করতে হবে। বোবার সংখ্যা বাড়তে দেওয়া যাবে না।”

জায়িনের কাশি উঠে যাচ্ছে। ইভান ওকে পানি এগিয়ে দিল। জায়িন পানি খেতে খেতে তনি বলল,

“মীরা তুই যে মুবিনের কাছে পড়তে যাস। জায়িন কোনদিন বাড়িতে থাকলে তোর সাথে কথা বলে?”

মীরা আড়চোখে জায়িনকে দেখে মাথা নেড়ে না জানাল।

“জানা কথাই বলবে না। এজন্য তুই ওকে অহংকারী ভাবলে তোর কি কোন দোষ আছে? কিন্তু গাধাটা তো অহংকারী না। ও ছোটবেলা থেকেই কম কথা বলে।”

আবিরের খাওয়া শেষ হয়ে গেছে। সে মীরাকে ইশারা করে পানি দিতে বলল। মীরা মুখ মোচড় দিয়েও পানি দিল।

“ইভান ভাই, আমি যেমন তোর ভাই। জায়িনও তেমন তোর বড় ভাই। রাস্তাঘাটে দেখা হলে সালাম দিয়ে ওর সাথে কথা বলবি। ওকে একদম অহংকারী ভাববি না। আমার সামনে এখন একবার সালাম দিয়ে হালচাল জিজ্ঞেস কর তো।”

ইভান এদের পাগলামি দেখে হাসতে হাসতে বলল,

“কী শুরু করলি আবির?”

“না এটা করা দরকার। দেখা গেল এলাকার আণ্ডাবাচ্চা গুলা ওকে চিনে না। দে মীরা, দেখি জায়িন কীভাবে তোর সাথে কথা না বলে থাকে।”

মীরা এবার আর আড়চোখে না, সোজা চোখেই জায়িনকে দেখল। পানি খেয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলল,

“আসসালামু আলাইকুম জায়িন ভাই। আপনি ভালো আছেন?”

ইভান হো হো করে ঘর ফাটিয়ে হাসতে লাগল। তনিও হাসছে। জায়িন বিষম খেয়ে কাশতে লাগল। আবির বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল,

“হ্যাঁ হয়েছে। মীরা তুই পাস। একশোতে একশো।”

চলবে_
(বলেছিলাম #আকাশ_পাঠাবো_তোমার_ঠিকানায় শেষ না করে এই গল্প দিব না। কিন্তু লিখতে বসলে, এই গল্পটা লিখতে ইচ্ছে করে। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনভাবেই ওই গল্পটা লিখতে পারি না। তাই যেটা লিখতে ভালো লাগে ওটাই লিখি🤍)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here