মাদকাসক্ত স্বামী পর্ব ৬

মাদকাসক্ত স্বামী
___________________
লেখিকা:বাবুনি
__________________
(পার্ট:৬)

“রামিম” এক চামচ নুডুলস স্যুপ খেয়ে অবাক হয়ে গেলো__ আজকের স্যুপ টা এতো মজাদার হলো কিভাবে__ প্রতিদিন স্যুপের মধ্যে যেই স্বাদ খুঁজে পায় সে, আজ তার চাইতে ভিন্ন স্বাদ__ বুঝতে পারছে না এতো মজা করে স্যুপ তৈরি করা কিভাবে শিখলো “রিমি”__ তারপর ভাবলো ও আসলে জিজ্ঞেস করা যাবে__ এখন খেয়ে নেই, খাওয়া শেষ হলে সে বিছানায় শুয়ে টিভি দেখতে লাগলো__
ইতিমধ্যেই “রিমি” রুমে প্রবেশ করলো, হাতে কোট এর বক্স নিয়ে__
“রামিম” কি রে তুই এসেছিস, তকে ডাকবো ভাবছিলাম__
“রিমি” কেন ভাইয়া কিছু বলবি__!
“রামিম” হুমমম বলবো , তার আগে বল তর হাতে ঐটা কিসের বক্স __?
“রিমি” বাহ্ রে তর বউভাতে পরার জন্য কোট তর শশুড় মশাই দিছে__ কালার টা কিন্তু ভাবি পছন্দ করছে দারুন কালার__ খুলে দেখ তর পছন্দ হবে__
“রামিম” রেগে গিয়েও কিছুটা শান্ত গলায় বললো__ আমার কি কোটের অভাব রয়েছে নাকি যে ওরা আমাকে কোট দিবে__
“রিমি” দূররর ভাইয়া তুই ও না কি__ বুঝতে পারছিস না কেন এইটা শশুড় বাড়ির লোকজন দিতে হয়, আজকের এই দিনে পরার জন্য__
“রামিম” বীর বীর করে বললো, বিশ দিতে পারে নাই __!যত্তসব ফালতু কথা___
“রিমি” কি রে কিছু বলছিস__! আচ্ছা এবার বল তর কি দরকার ছিলো আমার সাথে__
“রামিম” কিছু না___ যা বলবো তা ভুলে গেছি__
“রিমি” ওকে মনে পড়লে বলিস তাহলে, এখন আসছি গাড়ি চলে আসছে__ মেহমানরা আসছে মনে হয়__ যাই ওদের সাথে কুশল বিনিময় করে আসি__( রিমি চলে যাচ্ছিল__)
“রামিম” এই রিমি, দাঁড়া মনে পড়ছে__
“রিমি” তাড়াতাড়ি বল কি__
“রামিম” আমার আদরের বোন এত ধার্মিক হয়ে উঠলো কবে থেকে__ যে কিনা মেহমানদের রিসিভ না করে , কুশল বিনিময় করতে যাচ্ছে___
“রিমি” ভাইয়া তুই কি এই কথার জন্য আমাকে দাঁড় করাইছিস___ কিছু টা রাগি কন্ঠে বলল__😡
“রামিম” আরে না __
“রিমি” তাহলে__!
“রামিম” আমি তো জিজ্ঞেস করতে চাইছিলাম , আমার পিচ্চি বোন টা এত মজাদার স্যুপ তৈরি করা কবে শিখলো__
“রিমি” সত্যি বলছিস ভাইয়া স্যুপ মজা হয়েছে__! 😍
“রামিম” হে সত্যি বলছি রে অনেক ভালো লাগছে__
“রিমি” মুখ বাঁকিয়ে একটা ভেংচি কেটে বলল, ভাইয়া স্যুপ কিন্তু ভাবি তৈরি করছে আমি না__
“রামিম” ঘুম থেকে এক লাফে উঠে বসে বললো , কি বললি তুই ঐ মেয়ে স্যুপ তৈরি করে আমাকে খেতে দিছে __
“রিমি” হে ভাইয়া ভাবি ই তৈরি করে পাঠাইছে__ তর বউ তো দিতেই পারে, বলেই ট্রে টা নিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলো “রিমি”__

“রামিমের” আরো বেশি রাগ হলো এবার__ তার ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটিয়ে দিতে___
মনে মনে বললো , খুব ভালো সাজা হচ্ছে এসব করে আমার সামনে__ মেয়েদের আমার চেনা আছে , এসব ন্যাকামি করে মন জয় করার ব্যর্থ চেষ্টা___ দাঁড়া তরে মজা দেখাচ্ছি আজকের অনুষ্ঠান টা ভালো ভাবে শেষ হয়ে যাক__ এখন কিছু করলে আম্মু আব্বু কষ্ট পাবে, আর মেহমানরা ও __ আর আমি কারো মনে আঘাত দিতে চাই না__ তবে হে আমি কাউকে আপন করতে ও চাই না__ একবার আপন করে দেখেছি তো এই পৃথিবীতে কেউ কারো নয় __ যে যার স্বার্থ রক্ষায় ব্যস্ত__

কিছুক্ষণ পর ওর আব্বু আসলেন রুমে__
“রফিক সাহেব” কি রে রামিম, তুই এখনো এখানে বসে আছিস__ এদিকে মেহমানরা বসে আছে সেই কখন থেকে , তর কথা জিজ্ঞেস করছে__
“রামিম” আব্বু ,মেহমান আসছে আমি কি করবো ওখানে গিয়ে__
“রফিক সাহেব” তুই কি করবি মানে, তর শশুড়বাড়ির লোকজন আসছে তুই যাবি না তো কি আমি যাবো না কি__ 😠
তাড়াতাড়ি নিচে নেমে আয় রেডি হয়ে__ আর শুন ওদের সাথে ভালো ব্যবহার করবি ওকে__
“রামিম” কিছু টা বিরক্তির সুরে বলল ওকে যাও আসছি__

রফিক সাহেব, চলে গেলেন__ কিছুক্ষণ পর
“রামিম” কোট টা বের করলো , ওর রাগ আরোও বেড়ে গেছে__ নীল রঙের কোট , এই নীল রং আমার পছন্দ তা ঐ মেয়ে কি করে জানে__ আজ ৫বছর যাবত নীল রং এর কিছুই পরি না__ কিন্তু আজ পড়তে হচ্ছে, শুধু আব্বুর কথা রাখার জন্য__ তারপর রেডি হয়ে নিচে নেমে আসলো”রামিম”__
ওর “শশুড়” বললেন , কেমন আছো বাবা__
এরমধ্যেই “রফিক সাহেব” ইশারায় বললেন ওনাকে সালাম করতে __
“রামিম” ওর শশুড়ের সামনে এগিয়ে গিয়ে মুখে সালাম করলো__ করে বললো ভালো আছি__ আপনি কেমন আছেন__
ওর “শশুড়” আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা__
তারপর সবাই একসাথে বসে গল্প করতে শুরু করলো___

এদিকে “তাম্মির” মা , প্রথমে বিয়াইনের সাথে কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে __ “তাম্মির” সাথে কথা বলতে চলে গেলেন__
“তাম্মি” রুমে বসে ছিল, ওর মাকে দেখে দৌড়ে গিয়ে জরিয়ে ধরলো__
“ওর মা” মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন__
দুজন ই কিছুক্ষণ কান্না করলেন এইভাবে__
তারপর ওর “মা” ওকে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা__!
“তাম্মি” চোখের পানি মুছতে মুছতে বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আম্মু__ তুমি কেমন আছো__!
“ওর মা” ভালো আছি মা__ তর এখানে কেমন লাগছে মা __! কোনো কষ্ট হচ্ছে না তো__!
“তাম্মি” মুখে একটা ছোট্ট মিথ্যে হাসির রেখা টেনে বললো, একদম কষ্ট হচ্ছে না মা__ এখানে আমার অনেক ভালো লাগছে__ এই দুদিনেই কেমন যেন আপন করে নিয়েছে সবাই আমাকে__ আমার শশুড় শাশুড়ি , ননোদি সবাই অনেক ভালো মা, অনেক ভালোবাসে আমাকে__
“ওর মা” আর জামাইবাবা ___!
“তাম্মি” থাক না মা ওর কথা বাদ দাও__
তারপর মা মেয়ে দুজন মিলে অনেক গল্প করলো__
খাওয়া দাওয়া সেরে, বিকেলে মেয়েকে বিদায় জানিয়ে ওনারা চলে গেলেন__
“তাম্মির” খুব মন খারাপ লাগছিল, ওদের চলে যাওয়ার আগ পর্যন্ত অনেক কষ্টে মুখে হাসি টা ধরে রাখতে পারলেও__ ওনারা যাওয়ার পর এক দৌড়ে ছুটে যায় ছাদে__ তারপর ঐখানে দাঁড়িয়ে নিরবে কান্না করতে থাকে__

এদিকে,”রামিম” ওনাদের বিদায় জানিয়েই বাইক নিয়ে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে __
“রিমি” খুঁজতে থাকে__ “তাম্মিকে” সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে, অবশেষে ছাদে চলে আসে__
“তাম্মি” কারো উপস্থিতি টের পেয়ে , তড়িঘড়ি করে চোখ মুছে ফেলে__
“রিমি” পিছন থেকে বলে উঠে ভাবি, তুমি এখানে আর আমি তোমাকে পুরো বাসা খুঁজে খুঁজে ক্লান্ত__
“তাম্মি” মুখ ঘুড়িয়ে বলে , কেন __! কিছু বলবে __!
“রিমি” না ভাবি গল্প করবো তোমার সাথে তাই_! কিন্তু তোমাকে আপসেট দেখাচ্ছে কেন__ তোমার কি মন খারাপ ভাবি__!
“তাম্মি” না তো__
“রিমি” তুমি না বললে ও আমি জানি ভাবি , তোমার এখন মন খারাপ__
“তাম্মি” কিভাবে জানলে__!
“রিমি” বাহ্ রে তোমার বাসার সবাই চলে গেছে , তোমার তো মন খারাপ লাগবেই__
“তাম্মি” একটা মুচকি হাসি দিয়ে বলে, ওরে আমার পাকনা ননোদি তুমি এত কিছু বুঝো__
তারপর দুজন ওখান থেকে চলে আসে__

রাতে রান্নাবান্না শেষ করে , সবাই নামাজ পড়ে বসে গল্প করছিলো__
রাত প্রায় নয়টার উপরে, এখনো “রামিম” আসার খবর নেই__
হঠাৎ করে ও বাসায় ঢুকে, মাতাল অবস্থায়__
তাকে এই অবস্থায় তাকিয়ে সবার খুব মনখারাপ হয়ে যায়__
ও ঠিক মতো হাঁটতে পারছে না পড়ে যাচ্ছে, হাতে সেই হুইস্কির বোতল__
“তাম্মি” তড়িঘড়ি করে উঠে ওকে ধরতে গেলে__
“রামিম”এক ঝটকায় ওকে সরিয়ে দেয় দূরে__ আর বলে, ডোন্ট টাচ মি__
তুই আমার ধারে কাছে আসার চেষ্টা করবি না একদম__

ওর এরকম ব্যবহার দেখে , “রিমি” রাগে কটমট করতে করতে রুমে চলে যায়__
ওর বাবা, ওকে বলেন__
“রফিক সাহেব” ঐ তুই মাতাল হয়ে ঘরের বউ এর সাথে এরকম আচরণ করিস__ লজ্জা করে না তর__!
“রামিম” একটা বিশ্রী হাসি দিয়ে বলে, লজ্জা কিসের লজ্জা ও আমার কিছু না__ ও আমার স্ত্রী নয় __ আরে আব্বু লজ্জা তো ওর হওয়া উচিত এতো অপমান করার পর ও এখানে পড়ে আছে__ চলে যাচ্ছে না কেন ও বড্ড বেহায়া মেয়ে একটা__
“রফিক সাহেব” এবার ওর সামনে গিয়ে কষে একটা চড় মারলেন ওকে__ তারপর বললেন, বেয়াদব ছেলে কোথাকার __ বাবার সামনে কিভাবে ব্যবহার করতে হয় তুই জানিস না__ ও তর বিয়ে করা বউ , কোথায় ওর সাথে ভালো ব্যবহার করবি __ তা না করে ওকে বার বার অপমান করছিস__ তর তো মরে যাওয়া উচিত, তর মতো কুলাঙ্গার সন্তানের কোনো প্রয়োজন নেই__ মাতাল হয়ে ঘরে ফেরে আসিস রোজ__ আমি নিজে গিয়ে তকে বাইরে থেকে মাতাল অবস্থায় বাসায় আনতে হয়__ আর কত সহ্য করবো তর এসব__! বল আর কত__! আর ঐ নিষ্পাপ মেয়ে টি ই বা কি দোষ করেছে __! ওকে কেন তুই এত কষ্ট দিচ্ছিস__ ওর কি দোষ বল__!
“রামিম” গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে__
“তাম্মি” কান্না করতে করতে ওখান থেকে দৌড়ে উপরে চলে যায় রুমে__
“ওর মা” ওর দিকে কিছুক্ষণ ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে নিজের রুমে চলে যান__
ও চুপচাপ দাঁড়িয়ে ওর বাবার বকা শুনে যায়__
আর কোনো কথা না বলে__
ওর বাবা, নিরাশ হয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ঐখান থেকে রুমে চলে যান___
“রামিম” কোনো রকম হেঁটে হেঁটে রুমে যায়__
গিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে “তাম্মির” দিকে এগিয়ে যায়__
এবং ওর পাশে বসে , বলে ঐ ক্যাকশিয়ালের বাচ্চি তর জন্য আজ আমাকে বকা খেতে হয়েছে__ তুই এরকম বেহায়া কেন বলতো তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না __ তুই কি এই বাসা থেকে বিদায় হবি না __
শালি তুই তো দেখছি বড্ড চ্যাছড়া মেয়ে রে__
“তাম্মি” ওর মুখের দিকে তাকিয়ে ওর মুখে হাত দিয়ে আলতো স্পর্শ করে বলে__ আমি কেন যাবো , আর কোথায় যাবো বলো এই তোমাকে ছেড়ে__ আমি যে তোমার বিয়ে করা বউ , তুমি যে আমার স্বামী__
“রামিম” ধাক্কা দিয়ে ওকে বিছানায় ফেলে দিয়ে বসা থেকে উঠে সোফায় চলে যায়__ আর বলে, আমাকে তুমি করে বলবি না একদম আপনি বলবি ওকে__ আর শুন তুই কোনোদিন আমার কাছে স্ত্রীর অধিকার ফলাতে আসবি না__ আমি তকে সেই অধিকার কোনো দিন ও দিতে পারবো না__
“তাম্মি” আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসে বলে, কেন দেখাবো না স্ত্রীর অধিকার__! কেন পারবে না তুমি স্ত্রীর মর্যাদা দিতে আমাকে__! কেন__! আমি জানতে চাই বল কেন__!
“রামিম” আমি এত কিছু তকে বলতে পারবো না__ তুই এই বাড়ি থেকে চলে যাবি , নয়তো আমিই চলে যাবো এই বাড়ি থেকে __
“তাম্মি” আপনি যেতে হবে না মিস্টার আমিই চলে যাবো __ কিন্তু আমার একটা সর্ত আছে__
“রামিম” কি সর্ত বল__
“তাম্মি” আমাকে স্ত্রীর মর্যাদা না দেয়ার পিছনের কারণ টা কি___! আপনি যদি সত্যি টা বলে দেন ,কথা দিচ্ছি আমি আর কখনো আপনাকে ডিস্টার্ব করবো না __ চলে যাবো এখান থেকে__
“রামিম” ৫ বছর ধরে যেই গল্প টা হৃদয়ে চেপে রেখেছি লুকিয়ে তা শুনতে চায় নি কেউ কখনো__ সবাই শুধু আমি খারাপ এইটা জানে, কিন্তু খারাপের পিছনের কারণ টা কি কেউ জানতে চায় না__
“তাম্মি” আমি জানতে চাই__ আজ সব কিছু জানতে চাই__ কেন এরকম হলেন আপনি__
“রামিম” বেশ তাহলে আজ সেই গল্পটা নতুন করে জাগিয়ে তুলি স্মৃতিতে__
তুই শুনতে চাস , ওকে বেশ তকে আজ সব খুলে বলবো__ কিন্তু সবকিছু শুনার পর তুই আর এই বাসায় থাকতে পারবি না চলে যাবি__ রাজি তো__
“তাম্মি” হুমমম , রাজি এখন বলুন__
“রামিম” তাহলে শুন___

# ধন্যবাদ গল্প টা পড়ার জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন___ আর হে নিজের খেয়াল রাখবেন সবসময় ___ এই মহামারী ভাইরাসের জন্য আমারা কেউই নিরাপদ নয়__ কখন কাকে আক্রান্ত করে ফেলে কেউ জানে না__ আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন এই দোয়া করি___

চলবে__!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here