সম্পর্কের__দেয়াল পর্ব ১২

#সম্পর্কের__দেয়াল
#দ্বাদশ__পর্ব
|#Writer_AnaHita_Ayat_SumaiYa|
দরজা খুলতেই রিধি কে দেখে পাভেল বড়সড় একটা ধাক্কা খায়। আচমকা ঘুম ভেঙ্গেছে তাই স্বপ্ন দেখছে ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করেই পাভেল বললো,
‘শোনো এসব করে না কোনো লাভ নাই। আমি আমার রিমি কে ভালোবাসি। তোমাকে আর চাই না!তোমার হাত থেকে রেহাই পেতে কত কিছু করেছি শেষে স্বপ্নে ও এসে হানা দিলে?’

রিধি ও সেইম হাসি হেসে পাভেলের চোখের সামনে তুড়ি মেরে বললো,
‘আমি স্বপ্ন নয় বাস্তবেই এসেছি! আর একা ও নয় সঙ্গে আরো ৩ জন আছেন! মা বাবা কোথায় আপনারা আসুন!’

পাভেল হকচকিয়ে উঠলো হাতে চিমটি কেটে দেখতে গেলেই ব্যথায় কুঁকড়ে উঠে সে। বুঝলো এটা কোনো স্বপ্ন নয় একেবারেই সম্পূর্ণ বাস্তব। কিন্তু রিধি এখানে কি করে? মাথায় হাজার টা প্রশ্ন জট পাকিয়ে বসে আছে। পাভেল মা এসে দেখলো ছেলের খুব বাজে অবস্থা। খালি গায়ে দাঁড়িয়ে আছে। তিনি আর দেরি করলেন না কয়েক পলক পাভেলের দিকে তাকিয়ে কষিয়ে একটা চড় মারলেন পাভেলের গালে। ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন,

‘আমি ভাবতেও লজ্জা লাগছে তুই আমার ছেলে! এতো নিকৃষ্ট হয়ে গেছিস তুই?’

পাভেল চড় খেয়ে ঠিক কোন রিয়েকশন দিবে নিজেও বুঝতে পারছেন না।

‘মা তুমি?’

‘হ্যাঁ আমি তোদের সব কু কর্মের কথা জেনে গেছি!’

‘মানে?'(অবাক হয়ে)

রিধি বললো,
‘মানে এটাই যে তুমি রিমির সাথে পরকীয়া সম্পর্কে জড়িত। আমার সন্তান কে তুমি ই মেরেছো! রিমির সঙ্গে মিশে আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছো! রিমি কে বাড়ি থেকে পালিয়ে আসতে তুমি ই সাহায্য করেছো! আমি আমরা সব জানি পাভেল সব!’

‘কিহ…(পাভেল যেনো কারেন্টের শখ খেলো! ওরা জানলো কিভাবে ওতসব?)

সবাই ভেতরে যেতে চাইলে পাভেল বাঁধা দেয়। পাভেল কে ঠেলে ঢুকে যান তারা। পাভেল হুস ফিরিয়ে তড়িঘড়ি করে একটা শার্ট পড়ে নেয়। তারপর এগিয়ে এসে তার মা কে বলতে থাকে,

‘মা শোনো উনারা যা বলছে সব মিথ্যা বিশ্বাস করো!’

‘বিশ্বাসের আর কি বাকি টা রেখেছিস তুই? রিধির বোন কে নিয়ে হোটেলে…! ছিঃ আমার ভাবতেই ঘৃণা লাগছে! রিধির পেটের সন্তানের বাবা তো তুই ছিলি কিভাবে পারলি নিষ্পাপ প্রাণ টাকে মারতে? একটা বার ও বুক কাঁপে নি তোর?’

‘বেয়ান আমি রিমি কে আজ উচিত শিক্ষা ই দিবো আর আপনি আপনার ছেলে কে!’

রিধির মা বাঘিনীর মতো গিয়ে ঘুমন্ত রিমির চুলের মুঠি ধরে উঠে সোজা দাঁড় করিয়ে নেন। রিমি পুরাই বেক্কল হয়ে গেলো। আচমকা চুল ধরে টান পড়ায় ব্যথা টা ভালো করেই পায়। চোখ খুলে শক্ড। এমন কিছু দেখবে পাভেল আর রিমি কারো ভাবনায় ছিটেফোঁটা ও ছিলো না। রিমি একটু বেশি ই অবাক হয়। রিধির মা রাগে গর্জে উঠে বললেন,

‘তুই আমার মেয়েটার জীবন শেষ করে দিয়ে এখানে আয়েশ করে ঘুমাচ্ছিস? ওর চোখের ঘুম কেড়ে নিয়ে ফুর্তিতে আছিস দুজন? লজ্জা করলো না বোনের স্বামী কে নিয়ে হোটেলে শুয়ে থাকতে? ব**শা তুই? একটা ব**শা কে খাইয়ে পড়িয়ে মানুষ করেছিলাম আমরা?’

রিমি কি করবে বা কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। রিমি চুলে ব্যথা পাওয়ার কারণে কেঁদে দেয়। রিমি কে উদ্দেশ্য করে বলা রিধির মায়ের কথা টা শুনে পাভেলের গায়ে কাঁটা দিয়ে উঠলো। উনাকে উদ্দেশ্য করে বললো,

‘মুখ সামলে কথা বলুন আপনি!’

পাভেলের মা বললো,

‘কেন মুখ সামলাবে বেয়ান তো ঠিক কথাই বলছে! কোনো সৎ চরিত্রবান মেয়ে কি রাত বিরাতে বোনের জামাইয়ের সঙ্গে রাত কাটায়? আর তোর চরিত্র এমন পাভেল?’

রিমির উনাদের সব কথা শুনে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছা হলো। এমন কথা ওবধি শুনতে হবে ভাবে নি! রিমির অসহায় লাগছে ভারী এই অসহায়ত্ব কে প্রশ্রয় একমাত্র পাভেল ই দিতে পারবে তাই রিমি দৌড়ে পাভেলের কাছে যেতে নিবে রিধি রিমির হাত টেনে ধরে বাঁধা দেয়।

‘অনেক দৌড়েছিস আর না!’

রিমি অসহায় চোখে পাভেলের দিকে তাকায় আর পাভেল রিধির দিকে। সবার চোখ আগুনের ফুলকির ন্যায় রাগে ক্ষোভে জ্বলছে জ্বল করছে। পাভেল নিজেও রেগে যায়। এভাবে হুট করে এসে তাদের আঘাত করা আর যা নয় তা বলার কোনো মানে নাই। পাভেল রেগে রিধির কাছে গিয়ে বললো,

‘রিধি ওর হাত ছাড়ো!’

‘ছাড়বো না কি করবে তুমি?’

‘যা করার করে ফেলেছি ছাড়ো বলছি ছাড়ো!’

পাভেল এক ঝটকায় রিধির হাত থেকে রিমি কে ছাড়িয়ে নেয়। এটা দেখে রিধির মা ভীষণ রেগে রিমির গালে সজোরে আঘাত করে বললেন,

‘কোন সাহসে বাসা থেকে পালিয়েছিস তুই?’

তিনি আবারো মারতে হাত উঠালে পাভেল সেই হাত ধরে চেঁচিয়ে বললো,

‘ব্যাস এনাফ ইজ এনাফ! কি শুরু করেছেন আপনারা? আর আপনি কোন অধিকারে আমার স্ত্রীর গায়ে হাত তুললেন?’

পাভেলের মুখের কথা শুনে পাভেলের মা বললো,
‘তোর স্ত্রী মানে?’

পাভেল চিল্লিয়ে বললো,

‘হ্যাঁ হ্যাঁ রিমি আমার স্ত্রী। ও খারাপ চরিত্রের নয়। ও আমার বিয়ে করা বউ। আমি রিমি কে বিয়ে করেছি নিয়ম মাফিক ও এখন আমার স্ত্রী! শুনেছেন আপনারা?’

কথা টা রিধি বুঝে উঠার সাথে সাথেই পাভেলের শার্টের কলার ধরে বললো,

‘তোর বউ মানে? কিসের বউ! মগের মুল্লুক পেয়েছিস নাকি যে বললেই হয়ে গেলো?’

এবার পাভেল রিধির গালে চড় বসালো! মেয়ের গালে হাত তোলায় রিধির বাবা বাঘের মতো গর্জন করতে লাগলেন!

‘আমার মেয়ের গালে হাত তুললি? তোর সেই হাত আমি আজকে ভেঙ্গে ফেলবো!’

রিধির বাবা পাভেলের সাথে ধস্তাধস্তি তে লেগে যান। রিধি আর পাভেলের মা দুজন কে ছাড়িয়ে নেন। রিমি শুধু হা হয়ে দেখছে! পাভেলের মা রাগান্বিত কন্ঠে বললেন,

‘পাভেল এসব কি বলছিস! রিধি তোর বিয়ে করা বউ তার অনুমতি ব্যতীত তুই রিমি কে বিয়ে করতে পারিস না!’

‘কে বলেছে রিধি আমার বউ?’

‘মানে?’

পাভেল লাগেজ থেকে সেই ডিভোর্স পেপার টা বের করে তার মায়ের দিকে এগিয়ে দিয়ে বললো,

‘এই দেখো মা রিধি নিজেই আমাকে ডিভোর্স দিয়েছে।’

‘আর তুই?’

‘আমি রিমি কে ভালোবাসি তাই আমি ও ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়েছি!’

রিধি আর তার বাবা মা ভীষণ অবাক। কারণ তারা কেউ ই এই ডিভোর্স পেপারের ব্যাপারে অবগত নয়! পাভেলের মা বললেন,

‘রিধি এসব কি সত্যি?’

‘আমি আর ডিভোর্স পেপার? মা আমি এই ডিভোর্স পেপারের ব্যাপারে জানিনা!’

‘তাহলে তোর সিগনেচার এখানে আসলো কি করে?’

রিধির মা পাভেলের মায়ের হাত থেকে ডিভোর্স পেপার কেড়ে নিয়ে দেখলো সত্যিই রিধির সিগনেচার করা আছে।

‘কি হলো রিধি বল?’

‘আম্মু বিশ্বাস করেন আমি এই ডিভোর্স পেপারের কোনো কিছু জানিনা! এখানে আমার সিগনেচার কিভাবে আসলো তাও জানিনা!’

রিমি ক্রুদ্ধ হয়ে বললো,

‘আপু ডিভোর্স তো ঠিকি দিয়েছো এখন এখানে ন্যাকা সাজতে এসেছো?’

‘না আমি ডিভোর্স দেই নি! এসব মিথ্যা বানোয়াট!’

পাভেল বললো,

‘আচ্ছা সব মিথ্যা? ঠিক আছে তাহলে আমি তোমাকে এখন এই মুহূর্তে তালাক দিচ্ছি‌….

পাভেলের মা কথাটা শুনে কি করবেন বুঝে উঠতে পারলেন না। ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন,

‘পাভেল….

পাভেল তার মায়ের কথায় কান না দিয়ে বললো,

‘১ তালাক…২ তালাক…৩ তালাক….

সবাই হতবাক হয়ে দেখলো। রিমি রিধির সামনে এসে হেসে বললো,

‘এবার তো মানো তাই না?’

তালাক দিলে আল্লাহর সাত আসমান পর্যন্ত কেঁপে উঠে রিধি সব হারিয়ে হাউমাউ করে ফ্লোরে বসে কাঁদতে শুরু করলো। এতো কষ্ট হচ্ছে যেনো কেউ কলিজা টা ছিড়ে নিয়েছে। রিধির মা রেগে আবারো রিমির চুলেলের মুঠি ধরলেন,

‘তোর জন্য হয়েছে সব তুই একটা রাক্ষুসী আমার মেয়ের সংসার ভেঙ্গে দিয়েছিস!’

পাভেল রিমি কে ছাড়িয়ে নিজের পেছনে দাঁড় করায় আর রিধির মায়ের দিকে আঙ্গুল উঠিয়ে বললো,

‘আপনি ওকে আর একবারো ছোঁয়ার দুঃসাহস দেখাবেন তো খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি!’

‘ওকে আমি ছোঁয়ার অধিকার আছে ও আমার মেয়ে!’

রিমি শয়তানি হাসি হেসে বললো,

‘ভুল বললেন আপনি! আমি আপনার বা আপনাদের কেউ ই নই!’

রিধির বাবা রিমি কে উদ্দেশ্য করে বললেন,

‘ঠিক বলেছিস তুই আজ প্রমাণ করে দিলি রাস্তার কুকুর কে রাস্তায় ই মানায় কোনো ঘরে নয়! তুই এও প্রমাণ করে দিলি যে পর কখনো আপন হয় না। আমাদের খেয়ে পড়ে আমাদের কপালেই লাথি মারলি! তোর বিচার আল্লাহ অবশ্যই করবে!’

পাভেল চোখ গরম করে বললো,

‘আল্লাহ কোনো বিচার করবেন না! আর কুকুর আপনারা রিমি নয়!’

পাভেলের মা কিছুতেই উনাদের থামাতে পারছেন না।

‘পাভেল এসব কি বলছিস তুই?’

‘আমাকে বলতে দাও মা!’

রিধির মা বললো,

‘আল্লাহর গজব পড়বে যাবে দেখে নিস! তুই আমার মেয়ে কে ঠকিয়েছিস আর রিমি তুই বেঈমানি করেছিস তোদের শাস্তি তো….

‘এইইই চুপ করুন হ্যাঁ আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান বলছি! আপনাদের মেয়ের সাথে যা সম্পর্ক ছিলো সব শেষ ওকে?’

‘তুই আমার মেয়ের যোগ্যতা রাখিস না। তোর জন্য রাস্তার কুকুর ই যোগ্যতা রাখে!’

রিধির বাবা পাভেলের দিকে সিংহের মতো গর্জে এগোতে যাবে রিধি বাঁধা দিলো। মা বাবা দুজন কে থামিয়ে রিধি শক্ত কন্ঠে বললো,

‘রিমি তোর সাথে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। ভুলে যাবি তোর পৃথিবী তে মা বাবা নামক কেউ ছিলো! আজ থেকে আমাদের মাঝে এক বিশাল সম্পর্কের দেয়াল উঠে গেলো। এই দেয়াল জোড় করে তুলে দিয়েছিস তুই তোরা! আমার সাথে মস্ত বড় অন্যায় করেছিস তোরা। যা আমার প্রাপ্য ছিলো না। আমার এই বুকফাটা আর্তনাদ গুলো কখনো বিফলে যাবে না। আমি সয়ে গেলাম আল্লাহ যেনো না সয়! বাবা মা চলো….!’

রিধি তার বাবা মা কে নিয়ে চলে যেতে নেয় পাভেলের মা বাঁধা দেয়।

‘কোথায় যাচ্ছেন আপনারা?’

কোনো উত্তর দিলেন না। পাভেল বললো,

‘মা, যাচ্ছে যেতে যাও। জীবন থেকে আবর্জনা দূর হচ্ছে!’

রিধি পেছন ফিরে একবার রিমি আর পাভেলের মুখের দিকে তাকালো তারা আজ জীতে গেছে। বিজয়ের হাসি তাদের মুখে। রিধি পেছন হালকা দৌড়ে আবার পাভেলের মায়ের কাছে আসলো। চোখে একরাশ পানি আর বুকে এক পাহাড় সমান কষ্ট নিয়ে বললো,

‘আল্লাহ আমার ভাগ্যে এতো ভালো একজন শাশুড়ি মা রেখেছিলো ঠিকই কিন্তু সারাজীবনের জন্য রাখে নি! এই দেখা ই শেষ দেখা! ভালো থাকবেন মা!’

পাভেলের বলা শেষ কথার প্রতি উত্তরে রিধি মনে মনে বললো,

‘এই আবর্জনা ই তোদের জীবন ধ্বংস করে দেবে। যেভাবে আমার জীবন থেকে সুখ আর আমার সন্তান কে কেড়ে নিয়েছিলি ঠিক সেভাবে আমি তোদের থেকে তোদের জান টাই কেড়ে নেবো! এটাই শেষ নয় সূচনা মাত্র….!’

চলবে______________________

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here