“The_Mafiya_King_PK_Sabit ১ নং পর্ব

0
1624

♥ #The_Mafiya_King_PK_Sabit
.
১ নং পর্ব
.
Writer — #S_A_Sabit
.
.
.
.
.
গ্রামের মেট পথ দিয়ে হেঁটে যাচ্ছে, একজন যুবক /
সেই পথ জন মানব শুন্য আছে এখন /
এখন সকাল বেলা, রাস্তার দুইধারে ঘাসের উপর পড়ে আছে, ফোটা ফোটা শিশির বিন্দু /
সেই যুবক তার খালি পায়ে, শিশির বিন্দুর উপর হাঁটে যেন খুব আনন্দ পাচ্ছে /
কিছু সময় শিশির বিন্দুর উপর হাঁটার পর, একটি জায়াগায় থেমে গেল /
আর সেই যুবক সেখানেই দাড়িয়ে আছে /
.
এমন সময় তার সামনে একটি কাল রংয়ের গাড়ি এসে থামলো /
সেই গাড়িটির সামনে পাঁচটি গাড়ি, আর পিছনে পাঁচটি গাড়ি দাঁড়িয়ে আছে /
যুবকটি সেই গাড়িতে চড়ে বসলো /
.
যুবকটি গাড়িতে বসার পড়েই, গাড়ি আপন গতিতে চলতে লাগলো /
একটু পড়েই গাড়িটি একটি রাজপ্রাসাদের মতো, একটি বাড়ির সামনে থামলো /
.
যুবকটি গাড়ি থেকে নেমে, বাড়ির ভিতরে প্রবেশ করলো /
তার সাথে সাথে আরও দুজন বাড়ির ভিতরে প্রবেশ করলো /
আমার লেখা গল্প ও বিভিন্ন পোষ্ট পেতে,
#Prince_Sabit_Story এই
পেজে যোগ দিয়ে সঙ্গেই থাকুন ///
লাইক, কমেন্ট ও শেয়ার করে, পাশে থাকুন ///
তারা বাড়ির ভিতরে প্রবেশ করার পড়, ফ্রেশ হতে গেল /
তারা ফ্রেশ হয়ে এসে, খাবার টেবিলে বসলো /
.
– এলো আমার নবাবজাদা, আর তার ২ চেলা, এসেই খাবার টেবিলে বসে পড়লো /
কাজ কর্ম নাই শুধু ঘুড়াঘুড়ি, আর খাওয়া-দাওয়া আর ঘুম / [ যুবকটির আম্মু ]
.
– আম্মু এই রকম করে বলো না, আমি বলছিতো এসব ব্যাবসা-বানিজ্য আমার দাঁড়া এখন হবে না / [ যুবকটি ]
.
– তা আর কবে হবে শুনি, তুই কি বড় হইসনি, আর তোর আব্বু আর কতো এসব দেখবে /
এখন বাবা অত্যন্ত এসব তুই দেখা শুনা কর /
.
– আম্মু বলছি তো এখন পারব না /
আর কিছু দিন যাক তারপর /
এখন খাবার দাও তো, খুব খিদা পেয়েছে /
.
যুবকটির আম্মু খাবার দিতে দিতে………
– নে বাবা তুই খা /
আর শুন বেশী সময় নিস না, তারাতারি ব্যাবসা গুলো দেখা-শুনা শুরু কর /
তোর আব্বুর এখন বয়স হয়েছে /
.
– আচ্ছা আম্মু /
.
তারপর তারা খাবার খেতে লাগলো /
তাদের খাওয়া শেষ হলো /
.
এমন সময় যুবকটির ফোন বেঁজে উঠলো /
যুবকটি ফোন ধরে সালাম বিনিময় করলো /
– বস আজ মিটিং কয়টায়???
.
– আজ বিকাল ৫টায় মিটিং /
.
– ওকে বস /
তারপর ফোন কেটে দিয়ে, বারান্দায় গিয়ে বসে পড়লো /
দেখতে দেখতে সময় কেটে যেতে লাগলো /
.
বিকাল ৫টা………
যুবকটি বাসা থেকে রেডি হয়ে বের হলো /
আর তার সাথে তার দুই সাথীও আছে /
তারা গাড়িতে উঠলো, আর তাদের গাড়ি আপন গতিতে চলতে লাগলো /
তারা কিছুক্ষণ পড়েই আস্তানার কাছে পৌঁছে গেল /
.
তাদের গাড়ি আস্তানায় পৌঁছানোর পড় /
তারা গাড়ি থেকে নামলো /
আর আস্তানার ভিতরে প্রবেশ করলো /
সবার সাথে সালাম বিনিময় করে, যুবকটি মিটিং রুমে প্রবেশ করলো /
.
মিটিং রুমে দেশের ও গ্যাংয়ের অবস্তা সম্পর্কে আলোচনা করলো তারা /
প্রায় ১ ঘন্টা ধরে মিটিং চললো /
তারপর মিটিং শেষ হলো /
সেই যুবকটি আর তার দুই সাথী আস্তানা থেকে বের হলো /
.
তারা গাড়িতে উঠলো, গাড়ি তার আপন গড়িতে চলতে লাগলো /
একটুপর তারা একটি বাজারে থামলো /
সেখানে তারা তিন জন গাড়ি থেকে নামলো /
.
তারা একটি রেস্টুরেন্টে প্রবেশ করলো /
সেখানে তারা কফি খেল /
সেখান থেকে বের হয়ে, তারা আবার গাড়িতে উঠলো /
গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো /
.
তারপর তারা একটি পার্কের কাছে গিয়ে গাড়ি থামালো /
তারা গাড়ি থেকে নামলো /
আজ সেখানে একটি ছোট গ্যাং মাদক ডিল করবে /
কারণ পার্কটি নিরজন স্থানে, আর জন মানবহীন স্থানে /
দিনের বেলাই অনেক মানুষের সমাগম হয়, কিন্তু রাতে একটি মানুষও ঐ দিকে যায় না /
তারা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই, তাদের শত্রুদের দেখা পেল /
.
তারা কিছুক্ষণ অপেক্ষা করার পড়েই, শত্রুদের উপর গুলি চালালো /
কিছুক্ষণের মধ্যেই সবাইকে তারা শেষ করে দিলো /
তারপর মাদক গুলো মাটিতে ঢেলে, নষ্ট করে দিলো /
আর মাদকের ড্রাম গুলোতে আগুন লাগিয়ে দিলো /
.
তারপর তারা তিন জন আবার গাড়িতে উঠলো, আর গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো /
একটু পর তারা বাসায় পৌঁছে গেল, তারপর তারা বাসার ভিতরে প্রবেশ করে, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো /
রাতের খাবার খেয়ে, ঘুমের রাজ্যে পাড়ি দিলো /
পরের দিন হঠাৎ………
কিছু রহস্য………আর কিছু প্রশ্ন???
আর কমু না / পরবর্তী পর্বটি পেতে, অবশ্যই গঠন মূলক কমেন্ট করবেন /
.
.
.
.
.
কেমন লাগতেছে তা জানিয়ে, অবশ্যই
গঠন মূলক কমেন্ট করবেন, আশা করি ///

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here