মাদকাসক্ত স্বামী পর্ব ১

(আসসালামুয়ালাইকুম)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
___________________________
মাদকাসক্ত স্বামী
__________________
লেখিকা:বাবুনি
________________
(পার্ট:১)

“তাম্মি “বুঝতে পারছে না ওর ফ্যামেলি কেন, ওকে সব কিছু জেনে শুনে এরকম একটা ছেলের হাতে তুলে দিতে চাইছেন___ ছেলেটি ভালো না জেনে ও, কেন ওর জীবন টা নরকের কীট পতঙ্গ এর মতো করে দিতে চাইছেন__ কেন তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাইছেন তার ই মা বাবা__ ও তো ওনাদের একমাত্র আদরের মেয়ে__ তাহলে ওনারা কেন এরকম করছেন ওর সাথে___

“তাম্মি, ” ঢাকা শহরের নামকরা বিজনেস ম্যাগনেট আমিনুল ইসলাম এর মেয়ে__ ওনার ধনদৌলত এর অভাব নেই__ ওনি চাইলেই, ওনার মেয়ে কে লন্ডনের কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারেন__ তাছাড়া তাম্মি অনেক সুন্দর, লক্ষী একটা মেয়ে ৫ওয়াক্ত নামাজ পড়ে রুজ__ কোরআন তেলাওয়াত তো করেই__ সে খুবই পর্দা করতে পছন্দ করে__ বলা যায় অনেক টা ধর্মপ্রাণ মানুষ সে__
কিন্তু তার বাবা সবকিছু জেনে শুনে __ একটা ভন্ড , মাতাল যুবকের হাতে তুলে দিতে যাচ্ছেন ওনার মেয়ে কে__ যার কোনো কিছুই সে জানে না তার বাবা মা কেন রাজি হলেন এই বিয়েতে__ ওর মা অবশ্যই প্রথমে বিষয় টা মেনে নিতে চান নি_ কিন্তু স্বামীর কথার অবাধ্য হতে পারবেন না তিনি__ কেনো না ওনি মনে করেন স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেস্ত __ তাই সবসময়ই স্বামীর অনুগত থাকেন__

আজ “তাম্মির” বিয়ে__ বাবা মায়ের অবাধ্য হতে সে পারবে না __ তাই বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হতে হলো নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও__ সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে__ জানে না লোক টি দেখতে কেমন__ তার নাম পর্যন্ত সে জানে না __ শুধু জানে একটা মাতাল , অভদ্র ,ভন্ড , খারাপ ছেলের হাতে থাকে তুলে দেওয়া হচ্ছে__ সে বুঝতে পারে তার জীবনে বিশাল দুঃখ ভয়ে নিয়ে আসছে এই বিয়ে__
নামাজ আদায় করে আসলো সে, শাড়ি গয়নাগাটি পড়িয়ে রেডি করতে লাগলো তাকে তার বান্ধবীরা__ সাজগোজ প্রায় শেষ, ও সাজগোজ পছন্দ করে না তেমন__ তাও সাজতে হলো বিয়ে বলে কথা__
হঠাৎ করে রুমে ঢুকলেন ওর “আম্মু” মেয়ে কে বধূর সাজে সজ্জিত দেখে__ নিজের অজান্তেই ওনার চোখ দুটো জলে ভিজে ওঠলো_ মেয়ের পাশে গিয়ে বসলেন_ বসেই মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি__ “তাম্মি” ও খুব কান্না করছে__
বেশ কিছুক্ষণ এইভাবে কেঁদেই চললেন দুজন, চোখ গুলো জলে ভাসিয়ে__ মেয়ের চোখ দুটো মুছলেন শাড়ির আঁচলে ” সায়েদা খাতুন” তারপর বললেন, কান্না করিস না মা__ তুই তোর জীবনের চরম মূহূর্তে এসে দাঁড়িয়েছিস আজ__ তকে যে ভেঙ্গে পড়লে চলবে না মা তকে লড়াই করতে হবে__ জীবন যুদ্ধে জয়ী হতে হবে__ তুই কিছু ভাবিস না আমার দোয়া আছে তর সঙ্গে__ ইনশাআল্লাহ তুই পারবি সবকিছু মানিয়ে নিতে__
“তাম্মি ” কেঁদেই চলছে মাকে জড়িয়ে ধরে__
“সায়েদা খাতুন” কাঁদিস না মা সবসময় একটা কথা মাথায় রাখিস__ স্বামী ভালো হোক বা খারাপ স্বামীই একজন নারীর কাছে অমূল্য সম্পদ__ স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেস্ত__ তুই কখনো স্বামীর অবাধ্য স্ত্রী হোস না মা__ স্বামী যদি দীনের পথে না চলে__ তুই তাকে দীনের পথে চলতে অনুপ্রেরণা দিস__

“তাম্মি” মায়ের কথা গুলো শুনে চুপ করে রইলো__
ওর “মা “শাড়ির আঁচলে মুখ টা ঢেকে ডুকরে কেঁদে উঠলেন__

ইতিমধ্যে বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে__
“তাম্মির ” শশুড় শাশুড়ি পুত্র বধূকে নিজ গৃহে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন__
“তাম্মির” বাবা মা তাকে বিদায় দিয়ে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইলেন মেয়ের বিদায় পথে __ যতক্ষণ অবধি গাড়ি টা দেখা যাচ্ছিল__ তারপর সায়েদা খাতুন এর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়ার বৃথা চেষ্টা করলেন, “আমিনুল ইসলাম”_ কেঁদো না চল রুমে চল__
দুজনের মনেই দুঃখ চেপে রেখে মেয়ে কে বিদায় জানিয়ে আসছেন__ দুঃখ হবে না কেন, হবার ই তো কথা একমাত্র মেয়ে ওনাদের __ তাছাড়া একটা অনিশ্চিত জীবন উপহার দিয়েছেন মেয়েকে__

এদিকে , “তাম্মির” শশুড় বাড়িতে চলে এসেছে তারা__ একে একে সবাই গাড়ি থেকে নেমে গেলো__ “তাম্মি” কে ওর ননোদি , শাশুড়ি মিলে গাড়ি থেকে নামালেন__
ও সাধারণত জানে , বিয়ের দিন স্বামী স্ত্রীকে এক সাথে গাড়ি থেকে নামিয়ে বরণ করে ঘরে তুলা হয়__ কিন্তু এখানে তার উল্টো টা ঘটছে তার সাথে__ তাকে একাই বরণ করে ঘরে তুলা হলো__ ওর স্বামী কে দেখতে পেলো না ও__ লোকটাকে এখনো দেখেনি সে__ মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে নিজের কপালকে__ যাই হোক তাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো__ পুরো রুম ফুলে ফুলে ভরা__ অনেক সুন্দর লাগছে রুম টা, রুমের খাট টা লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে__
“তাম্মি” মনে মনে বলল , এইটা তাহলে বাসর ঘর__ ওর বোরকা টা খুলে শাড়ি ঠিক করে, ওকে বিছানার উপর বসানো হয়েছে__
ও চুপ করে বসে আছে, আসেপাশে অনেক মেহমান বসে আছে__ ওকে ওইটা এইটা প্রশ্ন করছে অনেকে__ ও লজ্জা মাখা কন্ঠে আস্তে করে কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছে__
“তাম্মির” অনেক খিদে পেয়েছে, কাল রাতে খেয়েছিল অল্প __ টেনশন এ তার খাবার খেতেই ইচ্ছে করছিল না সকালে__ এখন বুঝতে পারছে না খাওয়ার ফল__ ওর মুখটা মলিন হয়ে গেছে খিদের জ্বালায়__ ওর ননোদি “রিমি” অবশ্যই বিষয়টি লক্ষ্য করছে__ সে রুম থেকে বাইরে চলে গেল__
কিছুক্ষণ পর খাবার প্লেট হাতে নিয়ে রুমে আসলো__
“তাম্মির” মুখ টা আনন্দে চকচক করে উঠলো__
“রিমি” সবাই কে বাইরে যেতে বলল__ নতুন বউ সবার সামনে খেতে হয়তো লজ্জা পাবে তাই__ সবাই বাইরে চলে গেলে, “রিমি” ভাবি এই নাও খেয়ে নাও তোমার অনেক খিদে পেয়েছে নিশ্চয়ই__ বাসায় খাও নি তাই না__
“তাম্মি” মাথা নেড়ে সায় দিল , সে খায় নি__
“রিমি” খাবার প্লেট হাতে দিল__ দিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বললো, ভাবি ভাইয়া কিন্তু অনেক জ্বালাবে তোমাকে__ পারবে তো ভাইয়া কে আগের মতো ঠিক করে দিতে__! চল চল চোখে তাম্মির দিকে তাকিয়ে কথা টা বলল__
“তাম্মির” এই কথা শুনে হেঁচকি ওঠে গেলো__ মুখের ভাত গুলো জেনো গলায় গিয়েই আটকে গেল __ নিচে নামার নাম গন্ধ নেই __
” রিমি” চোখ মুছে, তাড়াতাড়ি পানির গ্লাস টা বাড়িয়ে দিল তাম্মির দিকে__
” তাম্মি” গ্লাস টা হাতে নিয়ে ঢক ঢক করে গ্লাসের সবটুকু পানি খেয়ে নিলো__
আর কোনো কথা হলো না দুজনের মধ্যে__
খাওয়া শেষে , “রিমি” প্লেট টা নিয়ে রুম থেকে চলে গেল__ এই ফাঁকে সেও ওযু করে নামাজ আদায় করে নিলো__
কিছুক্ষণ পর”রিমি” আসলো রুমে, ভাবি ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি ভয় পেয়ো না__ আমি আসছি গুড নাইট__
“তাম্মি” আস্তে করে মুখে মুচকি হাঁসির রেখা টেনে বললো, গুড নাইট__

রাত, প্রায় দুইটা হয়েগেছে __ রুমে কেউ নেই__তাম্মি একা বসে আছে, আর ভাবছে এইরাত নিয়ে কত স্বপ্ন দেখেছি__ আমার স্বামী যে হবে তাকে নিয়ে তাযুদের নামাজ আদায় করবো__ অনেক গল্প করবো আরো কত কি__ কিন্তু এসব তো দূরের কথা এতক্ষণ ধরে একা বসে আছি__ মহারাজার রুমে আসার নাম গন্ধ নেই__
সে অনেক ক্লান্তি অনুভব করছে, সারাদিন অনেক দখল গেছে তার উপর__ খুব ঘুম পাচ্ছে__ বিছানায় বসে বসে ঝিমুচ্ছে সে__

হঠাৎ করে রুমের দরজার আওয়াজ শুনে ধরপর করে চমকে উঠলো__ চোখ দুটো ঘুমে অচেতন__ তাও চোখ মেলে তাকিয়ে দেখার চেষ্টা করলো কে এসেছে রুমে___

যেই সামনে তাকালো , ওর চোখ কপালে উঠে গেলো___

# লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পরবর্তী পার্টের জন্য ওয়েট করবেন__ ধন্যবাদ গল্প টা পড়ার জন্য___

চলবে__!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here