#আরোও_একবার_বসন্ত
#৫ম_পর্ব
সে তো জানতো না সেখানে তার সম্মুখীন হতে হবে বাস্তবতার সাথে। ইরফানের অফিস রুমের সামনে যেতেই কিছু কথোপকথন কানে আসে প্রিয়ন্তীর। কন্ঠস্বর দুজনের ছিলো। একজন পুরুষ এবং একজন নারী। পুরুষটির কন্ঠটি তার চিরচেনা কন্ঠ। নারীটি আহ্লাদী কন্ঠে বললো,
– দেখতে দেখতে চার মাস কেটে গেলো। কবে ডিভোর্স আপিল করবে তুমি? এদিকে আমাকে ঝুলিয়ে রেখেছো। বাবা বিয়ের জন্য তোড়জোড় করছে। আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। এই বলে রাখলাম
– সরি বাবু, কি করবো? এতো মারি তাও আটার মতো গায়ে লেগেই আছে। চেষ্টা তো করতেছি। একটু সময় দাও।
– আর কত সময়? তুমি যা করার তাড়াতাড়ি করো
– আমি নেশা করি জেনেও আমার সাথেই আছে, আমি ওকে যে মারাটা মারি তাও আমার সাথেই আছে। এমনকি বাসায় একটা কথাও বলে না। ডিভোর্স পেপারটাও রেডি হয়ে আছে কিন্তু কিভাবে দিবো বুঝতে পারছি না। আমি চেয়েছিলাম ও যাতে নিজ থেকে আমাকে ছেড়ে চলে যায়। মাঝে মাঝে মন চায় ওই মেয়েকে মেরেই ফেলি।
কথাটা শুনে প্রিয়ন্তীর মাথাটা এক মিনিটের জন্য বন্ধ হয়ে গেলো। এই মানুষটার শত অত্যাচার মুখ বুজে সে সহ্য করে এসেছে। তার গায়ের ক্ষতগুলো চিৎকার করে তার জানান দিচ্ছে। তবুও এতো কিছুর পর একটা জোর ছিলো মানুষটা অন্তত তার একান্ত। কিন্তু সেই চিন্তাটা কাঁচের আয়নার মতো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। চোখ থেকে মনের অজান্তেই পানি পড়ছে। আর দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না তার। কিন্তু পা টাও চলতে চাচ্ছে না। অনেক কষ্টে মনের বিরুদ্ধে কোনো মতে বাড়ি পৌঁছালো প্রিয়ন্তী। বাসায় পৌছাতে না পৌছাতেই ফোনটা বেজে উঠলো তার। ফোনের স্ক্রিনে “বাবা” নামটি ভেসে উঠলো। শাহাদাত সাহেব বড় মেয়ে বলতে পাগল। মেয়ের সাথে দিনে অন্তত পক্ষে পাঁচবার কথা না বললে তার হয় না। দুঘন্টা আগেও ফোন দিয়েছিলেনে। কাঁপা হাতে ফোনটি রিসিভ করে সে। নিজেকে আপ্রাণ চেষ্টায় স্বাভাবিক রেখে বলে,
– বাবা, আসসালামু আলাইকুম। কেমন আছো?
– কি রে প্রিয়ু মা, ফোন ধরতে এতো দেরি করলি কেনো?
– ফোন কাছে ছিলো না বাবা, তাই? তুমি কেমন আছো? ঔষধ খাইছো?
– তোর মন খারাপ মা? কিছু হয়েছে?
শাহাদাত সাহেব মেয়ের কন্ঠ শুনেই কিছু একটা অনুমান করতে পারলেন। তার প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লো প্রিয়ন্তী। হাউমাউ করে কাঁদতে মন চাইছে কিন্তু কাঁদতে পারছে না। বাবা পাছে বুঝে ফেললে কষ্ট পাবেন। নিজেকে দমিয়ে রেখে ধীর কন্ঠে বললো,
– বাবা আমি ভালো আছি, একটু ক্লান্ত৷ আর আবহাওয়ার কারণে গলাটা বসে গেছে।
– জামাই কি আসে নি বাসায়?
– ওর মিটিং পড়ে গেছে তো তাই আসতে দেরি হবে। বাবা আমি তোমাকে রাতে ফোন করবো। এখন রাখছি।
বলেই ফোনটা কেটে দিলো প্রিয়ন্তী৷ ফোনটা কাটতেই হাউমাউ করে কেঁদে উঠলো সে। চিৎকার করে কাঁদছে কিন্তু দেখার কেউ নেই। কান্নাটা ঘরের চার দেয়ালেই সীমাবদ্ধ। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতে পারলো না।
রাত ৮টা,
প্রিয়ন্তীর যখন ঘুম ভাঙ্গলো সে দেখলো ইরফান তার পাশে বসে রয়েছে। মুখে চিন্তার চাপ। সে প্রিয়ন্তীকে ড্রয়িং রুমের মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখতে পাজাকোল করে রুমে নিয়ে এসেছিলো। বিছানায় শুইয়ে তাকে নানা ভাবে জ্ঞান ফিরানোর চেষ্টায় লিপ্ত ছিলো। প্রিয়ন্তীকে উঠতে দেখে উদ্বিগ্ন কন্ঠে জিজ্ঞেস করলো,
– প্রিয়ু তুমি ঠিক আছো তো? তোমার শরীর খারাপ করছিলো? মেঝেতে তোমাকে পেয়েছি আমি
ইরফানের উদ্বিগ্ন মুখটা ঠিক আগের মতোই রয়েছে। বিয়ের প্রথম দিকে ঠিক যেমন থাকতো, যখন রান্না করতে যেয়ে ভুলে হাত পুড়িয়ে ফেলতো প্রিয়ন্তী তখন সে এভাবেই উদ্বিগ্ন হয়ে যেতো। প্রিয়ন্তীর এখনো মনে হলো লোকটা শুধু তারই আছে। ইরফানকে দেখেই তাকে জড়িয়ে ধরলো প্রিয়ন্তী। হু হু করে কেঁদে উঠলো। অস্পষ্ট স্বরে বললো,
– খুব ভালোবাসি তোমায়, আমাকে মারো কাটো যাই করো আমাকে একা করে দিয়ো না প্লিজ৷ আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি তোমার ঘরে কাজের মানুষ হয়ে থাকবো। তাও আমাকে একা ছেড়ে যেও না
নিজের আত্নসম্মানের বলি দিয়ে শুধু তার ভালোবাসার মানুষটিকে কাছে পাবার আকুতি করতে লাগলো প্রিয়ন্তী। প্রিয়ন্তী কাঁদছে। হু হু করে কাঁদছে। তার চোখজোড়া ফুলে গিয়েছে। তার আকুতিতে হয়তো পাথর ও গলে যাবে। ইরফান তো একজন রক্ত মাংসের মানুষ। প্রিয়ন্তীকে খুব যত্নের সাথে জড়িয়ে ধরলো সে। বুকের কাছে আগলে ধরে বললো,
– আমাকে ক্ষমা করে দিও প্রিয়ু, আমি ভুল করে ফেলেছি। আমায় ক্ষমা করো। আর হবে না এই ভুল। আমি পাপ করছিলাম। আমাকে ক্ষমা করো।
কথাটা যেনো খরার মাঝে এক পশলা বৃষ্টির ন্যায় কাজ করলো। প্রিয়ন্তীর কাছে মনে হলো, তার মানুষটি আবারও তার কাছে ফিরে এসেছে। নিজের আত্নসম্মানের জ্বলাঞ্জলি দিয়ে হলেও সে টিকিয়ে রাখতে পারবে তার সম্পর্ক। কিন্তু সে জানতো এসব কিছুই তার নিছক কল্পনা মাত্র, বাস্তবতা খুব কঠিন এবং নির্মমতায় ঘেরা।
দু মাস সব কিছুই খুব ভালো চলছিলো। না ইরফান তাকে মারতো না বকতো। তাদের বৈবাহিক জীবন খুব শান্তিপূর্ণভাবে এগোচ্ছিলো। প্রিয়ন্তীও নিশ্চিন্তে তার বাবার বাড়ি ঘুরতে গিয়েছিলো। কিন্তু এক সকালে একটা কুরিয়ার তার জীবনটাকে ৩৬০ ডিগ্রি কোনে ঘুরিয়ে দিলো। ইরফান তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। পেপারটা রিসিভ করার পর যেনো প্রিয়ন্তীর সাজানো দুনিয়াটা পুনরায় ভেঙ্গে গেলো। শাহাদাত সাহেব রেগে ইরফানকে ফোন দেন। তার ফুলের মতো মেয়েটির জীবনটা এভাবে শেষ করে ফেলবে এটা তিনি কিছুতেই মানতে পারছিলেন না। ইরফানকে যখন প্রশ্নবিদ্ধ করেন তিনি তখন ইরফানের উত্তর ছিলো,
– আমি তাকে ভালোবাসি না
– কিহ? কি সমস্যা হয়েছে আমার মেয়ের? আমার মেয়ের কোনো তো খুদ থাকবে!
– আপনার মেয়েকে ভালো লাগে না।আর আপনার মেয়েকে তো মেরে ফেলি নি এটা আপনার ভাগ্য ভালো। আমি তো ওকে মেরেও ফেলতে পারতাম।
কথাটা শুনে একজন বাবার মাথার উপর যেনো আকাশ ভেঙ্গে পড়ে। যে মেয়ের সাথে তিনি উচ্চ বাক্যে কথাও বলেন নি সে মেয়েটি দিনের পর দিন শুধু লাঞ্চনা, অত্যাচার পেয়েছে। ইরফানের বাবা-মার ও কোনো ভাবের পরিবর্তন হলো না। ছেলের ইচ্ছে তাদের ইচ্ছে। শাহাদাত সাহেব একবার চেয়েছিলেন ইরফানকে পুলিশের হাতে ধরিয়ে দিবেন। নারী নির্যাতনের কেসে জেলে দিবেন তাকে। কিন্তু প্রিয়ন্তীর জন্য কিছুই পারলেন না। অনেকে তাকে বোকা বলেছে, অনেক তাকে আত্নসম্মানহীন বলেছে। কেউ কেউ তো তাকে নারী রুপে কলঙ্ক বলেছে কারণ সে প্রতিবাদ করে নি। অন্যায়কে মুখ বুঝে সহ্য করেছে। আবার কেউ কেউ তার চরিত্রে দাগ তুলেছে। বলেছে হয়তো তার চরিত্রেই ঝামেলা ছিলো। কিন্তু প্রিয়ন্তীর কাছে ইরফান তার প্রথম ভালোবাসা ছিলো৷ সেই মানুষটাকে কিভাবে ঝামেলায় ফেলবে সে! আর যতই হোক, কোর্ট কাচেরিতে মেয়েদের সম্মানহানিটাই বেশি হয়। বাবাকে এই বয়সে এতোটা যন্ত্রণা দেবার কথা সে ভাবতে পারছিলো না। তাই সব মেনে ডিভোর্স পেপারে সিগনেচার করে প্রিয়ন্তী। পাঁচ বছরের আঘাতটা মেনে নিতে তার দেড়টা বছর লেগেছে। প্রথমে মানুষের সামনে যেতেও তার ভয় হতো। সেই ভয়ে নিজেকে এক ঘরে আটকে রাখতো সে। যখন দম বন্ধ লাগতো ঘুমের ঔষধ খেয়ে পড়ে থাকতো। এই সময়টা শাহাদাত সাহেব তাকে মানষিক ভাবে সম্পূর্ন সাপোর্ট দিয়ে গেছেন। তবে কোথাও না কোথাও একটা ক্ষোভ জন্মাতোই। মেয়েটাকে না জানি কতোটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে এটা ভেবেই সকলের দৃষ্টির অগোচরে অশ্রুবিসর্জন করতেন। কিছুদিন পর জানতে পারে ইরফান আবার বিয়ে করেছে। প্রিয়ন্তী আরোও ভেঙ্গে পড়ে। এই কষ্টের জোয়ার থেকে বের হতে দু বছর লেগেছে প্রিয়ন্তীর। এখনো সেই বইটা খুলতে ভয় পায়। আজ আবারো সেই বইটা তার খুলতে হয়েছে। শুধু শিপনের জন্য। মাঝে মাঝে একটা প্রশ্ন বারবার নিজেকে করে প্রিয়ন্তী। এসব কিছু কেনো তার সাথেই হয়? কেনো? কিন্তু কোনো উত্তর নেই।
রাত ৮টা,
ক্যাফেতে বসে রয়েছে প্রিয়ন্তী। বাসায় দম আটকে আসছিলো তার। বান্ধবীদের সাথে আড্ডা মারলে হয়তো শান্তি লাগবে। তাই এখানে আসা। পাশে বসে রয়েছে নিশাত এবং আফসারা। এই দুজন প্রিয়ন্তীর খুব ভালো বন্ধু। একটু পাগল কিন্তু তাদের পাশে না পেলে হয়তো এই কঠিন সময়টা কখনোই সে পার করতে পারতো না।
– শুনলাম আন্টি আবার তোর বিয়ের কাজ শুরু করেছে, এবারের লোকটা কে?
নির্বিকার ভাবেই প্রশ্নটি করে নিশাত। নিশাতের প্রশ্নের অগাহ্য করেই আফসারা বলে উঠে,
– তুই বিয়েটা এবারো ভাগিয়ে দিয়েছিস নাকি?
– হ্যা,
– কেনো? এবারেরটাতে কি ঝামেলা?
– লোকটা বিধবা, সাথে একটা পনেরো বছরের একটা মেয়েও আছে। কিন্তু প্রব্লেম টা এটা নয়। সে একজন ন্যানী চাচ্ছে তার বাসার জন্য এবং সেই ন্যানী যাতে তার সেক্স পার্টনার হয়।
– দেখ আমাদের দুজনের দুবার করে বিয়ে হয়েছে। তুই ই একজন যার একটা বিয়ে, এটা আলাদা ব্যাপার যে আমাদের একই মানুষের সাথেই দুবার বিয়ে হয়েছে। বাট তাও।
নিশাতের এমন কথায় মুচকি হাসি দিয়ে প্রিয়ু বলে,
– দোস্ত আমিও চাই আমার একটা সংসার হোক, আমার বাচ্চাকাচ্চা হোক। ইরফানের সাথে আমার সংসারটা আমার নিজের হাতের ছিলো। আমি এখনো চোখ বন্ধ করলেই আমাদের বাড়িটা দেখি। আমি একটা টক্সিক রিলেশনে ছিলাম এটা যেমন ঠিক এটাও ঠিক দিন শেষে আমার মনে হতো আমার কেউ তো আছে। আমি একা নই। বাবা মারা যাবার পর থেকে এই একাকীত্ব যেনো আরো গাঢ় হয়েছে। তবে এর মানে এটাও না আমি ফেলনা, ব্যাপার টা সে আমার থেকে বয়সে বড় কিংবা আমার থেকে বয়সে ছোট নয়। আমি এমন একজনকে চাই যে আমাকে আমার খুদ সহ আমাকে ভালোবাসবে। আমি আর কমপ্রোমাইজ করবো না। আমি কারোর মনোরঞ্জনের খোরাক হতে চাই না।
প্রিয়ন্তীর কথার যুক্তি আছে। তাই নিশাত এবং আফসারা কিছুই বললো না। বরং টপিক ঘুরিয়ে অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তা শুরু করলো। তারা তাদের আড্ডা শেষে যে যার বাসার দিকে রওনা দিলো। যতই হোক তাদের একটা হ্যাপি লাইফ আছে। একটা সংসার আছে। সবাই চলে গেলে প্রিয়ন্তী সেখানে একা দাঁড়িয়ে থাকে। আকাশের দিকে শুণ্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে যে। কতটা একা সে! ইশ কেউ যদি তার জীবনেও আসতো। আরোও একবার বসন্ত যদি তার জীবনেও আসতো। তখনই………….
চলবে
[ কাল গল্পটা দেই নি। না দেওয়ার কিছু কারণ ছিলো। কালকে আমাদের বাসায় চুরি হয়। আব্বুও অসুস্থ সব কিছু মিলে খুবই মেসড আপ ছিলাম। আমি জানি আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না। একটা সময় আমি খুব পাঞ্চুয়াল ছিলাম। কিন্তু এখন যেনো কিছুই হয়ে উঠছে না। আমি ক্ষমাপার্থী। কাউকে জোর করবো না। যদি আমার গল্প ভালো লাগে পড়বেন। আর আমার উপর ফেডাপ হলে আমার কিছুই করার নেই। সেটা আপনাদের নিজস্ব ইচ্ছা। পরবর্তী পর্ব আগামীকাল রাতে ইনশাল্লাহ পোস্ট করবো। দয়া করে কার্টেসি ব্যাতীত কপি করবেন না]
মুশফিকা রহমান মৈথি