পবিত্রতার_ছোঁয়া পর্ব ১৭

#গল্প :#পবিএতার_ছোঁয়া
#পর্ব :#17
#লেখিকা :#জাবিন_মাছুরা [ছদ্মনাম]

_____________________________________

তাহসিন : সরি বউ,, [ফিস ফিস করে]

আমার কন্ঠস্বর চিনতে আর ভুল হলো না আমি সাথে সাথে উঠে বসলাম। স্যারের মুখে বউ ডাকটা শুনে সারা গা কাঁটা দিয়ে উঠলো। আমি স্তব্ধ হয়ে গেছি,,

তাহসিন : বউ আমার না মাথা ব্যাথা করছে। কালকের মতো মাথায় হাত বুলিয়ে ঘুম পড়িয়ে দিবে? [ছোট্ট বাচ্চাদের মতো]

আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছে। স্যার আমাকে কি বললেন তার কি মাথা ঠিক আছে? আমি তারাতারি করে লাইট অন করলাম,,,

আমি : আপনি,,,

তাহসিন : হ্যাঁ আমি অন্য কাউকে আশা করে ছিলে না কি ?

আমি : না মানে আপনি এখানে কেনো?

তাহসিন : কেন আমি কি আমার বউ এর কাছে আসতে পারবো না?

তার মুখ থেকে আবার বউ ডাকটা শুনে আমার চোখ আপনা আপনি বড়ো হয়ে গেল। যেই লোক আমাকে পিচ্চি বলে। বিয়ে করে স্ত্রী হিসেবে মানে না। বুঝতে পারলাম না স্যারের কী হয়েছে? [মনে মনে]

তাহসিন : তোমার ছোট মাথায় এত পেশার দিও না তো,, বউ আমার না লাইট অন রাখলে ঘুম পায় না। লাইট টা অফ কর তো,,,

আমি কী করব তা বুঝতে পারছি না,,,

তাহসিন : এখনো রাগ করে আছো। সরি বললাম তো,,,

আমার কিছু বলার আগেই সে লাইট অফ করে দিল আর আমার হাত টেনে মাথায় দিল,,,

তাহসিন : দেও তো,,,,

আমি সযত্নে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। আমার মাথা তো কাজ করছে না। আমি তো আর ভাবতেই পারছি না। সে কি সকালে সব ভূলে যাবেন,,,

একটু পরে মনে হলো স্যার ঘুমিয়ে পড়েছে। তাই আমি আর দেরি না করে অন্য ঘরে যাওয়ার জন্য উঠলাম।তখনই নিজের গলায় টান অনুভব করলাম। দেখলাম স্যার আমার ওড়না ধরে আছে,,,

তাহসিন : যেও না মিহু,,,,

আমি তার কথা ফেলতে পারলাম না। তাই সোফায় যেয়ে শুয়ে পড়লাম,,,

||

সকাল বেলা আজকে আমার আগে ঘুম ভেঙে গেল। আমি ওঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর স্যারকে ডাকলাম,,,

আমি :স্যার

তাহসিন : আর একটু ঘুমবো,,,

স্যার হয়তো বা বুঝতে পারি নি আমি ডাকছি। আমি সোফায় বসে তার দিকে তাকিয়ে রইল। এখন যদি সে না চলে যায় তাহলে তো একটু পরেই আম্মু এসে পরবে,,,

কিছুখন পরই স্যার উঠে পড়লেন তারপর আমার দিকে এক ধ্যানে তাকিয়ে রইলেন। আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি।

তাহসিন : এত দেরি করে ডাকলে কেন? আমি আসছি,,,

সে ফ্রেশ না হয়ে চলে যাচ্ছেন। যাওয়ার আগে বলে গেলেন,,,,

তাহসিন : কোচিং মিস দিবে না কিন্তু,,,,
(#চলবে)

[পরবর্তী পর্বে রাতে দিব,ছোট হওয়ার জন্য দুঃখিত]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here