#অবুজ_পাখি
#নাম_না_জানা_পথিক
পার্ট:৫
সকাল থেকেই বাড়িতে সবাই কাজে ব্যস্ত। স্টাডির পর এত বছর পর আজকেই রিফাতের সকল বন্ধুরা মিলিত হবে তাই রিফাত কোনো কিছুর কমতি রাখতে চায় না।
পরি: আন্টি আমি আপনাকে রান্নায় সাহায্য করি (রিফাতের আম্মুকে বললো)
আম্মু: তুমি রান্না করতে পারো?
পরি: আমার বাবা-মা মারা যাওয়ার পর মামি আমাকে দিয়ে সব কাজ করাতো। তখনই রান্নাটা শিখছি পরি মন খারাপ করে কথাটা বললো।
আম্মু: এই মেয়ে মন খারাপ করো কেনো আমি তো তোমার মায়েরই মতো আজ থেকে আমাকে আম্মু বলবা।
পরি: আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে বললো সত্যি
আম্মু: জ্বী এখন আমাকে রান্নায় সাহায্য কর
পরি: যথা আজ্ঞা আম্মাজান।
পরি আর আম্ম রান্না করতে লাগলো।
দুপুরে রিফাতের সব ফ্রেন্ডরা চলে আসে।
আম্মু: রিফাত তোরা আর কতক্ষন আড্ডা দিবি খেতে আয়।
রিফাত: খাবার রেডি?
আম্মু: সেই কখন খাবার রেডি হইছে তাড়াতাড়ি আয়।
রিফাত: হ্যাঁ চলো অনেক ক্ষুদা লাগছে।
সবাই খেতে লাগলো পরি আম্মুর সাথে সবাইকে খাবার বেরে দিতে লাগলো।
আল-আমিন: আন্টি রান্না সেই হইছে।
সাগর: মন চায় খেতেই থাকি।
অলক: দোস্ত এই মেয়েটা কে? আগে তো কখনো দেখি নাই পরিকে দেখিয়ে বললো।(রিফাতদের ফ্রেন্ডের মধ্যে আলকই একমাত্র হিন্দু)
আম্মু: আমার আরেকটা মেয়ে লাগে।
আলক: কিন্তু ওকে দেখে তো হিন্দু মনে হয়।
আম্মু: হুম পরি হিন্দু।
সাগর: বাহ দোস্ত তোর ২টা বোন আগে তো জানতাম না।
রিফাত: আমি কখন বললাম আমার বোন লাগে। তুই একটু বেশি বুঝোছ।
সাগর: ঠিকই তো কইছি।
আল-আমিন: তোরা চুপ করে খাতো।
রিফাত: কিরে আলক তুই চুপ করে কি ভাবতাছোছ।
আলক: দোস্ত তোর লগে আমার কথা আছে।
রিফাত: কি বল
আলক: এখন না খাওয়ার পর বলি।
এইরকম বিভিন্ন কথা ও আড্ডার মাধ্যমে খাওয়া সম্পূণ করলো।
রিফাত: হুম আলক এখন বল।
আলক: দোস্ত পরিরে আমার খুব পছন্দ হয়েছে। আমি পরিকে বিয়ে করতে চাই।
রিফাত: এটা তো এখন আব্বু-আম্মু বলতে পারে।
আলক: তুই কথা বল। আমি কালকে আব্বু-আম্মুকে পাঠাবো।
রিফাত: আমি দেখি দাঁত দাঁত চেপে রিফাত বললো।
আলক: থ্যাংকস দোস্ত।
রাতের খাবার খেয়ে সবাই চলে যায়।
রাতে পরি আম্মুর সাথে সব কিছু গুছিয়ে সবাই ঘুমানোর পর পরি প্রতিদিনের মতো চুপিচুপি করে রিফাতের রুমে গেলো। গিয়ে দেখে রিফাত খাটে হেলান দিয়ে কি জানি ভাবতেছে।
পরি: রিফাতের বুকে শুয়ে পড়লো। দাভাই কি ভাবতেছো?
রিফাত: পরি তোমাকে একটা সত্যি উত্তর দিবা?
পরি: কি প্রশ্ন দাভাই আমি তোমাকে কখনো মিথ্যা বলি না।
রিফাত: পরি তুমি আমাকে ভালোবাসো?
পরি: ভালোবাসি কিনা জানিনা তবে মন চায় সারাদিন তোমার সাথে থাকি সারারাত তোমার বুকে তোমাকে জড়িয়ে ঘুমাই। এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি দাভাই। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই।
রিফাত: তাহলে আমাকে দাভাই বলো কেন?
পরি: এই নামটা তোমাকে মানায় তাই।
রিফাত: আমার সাথে থাকতে হলে তোমাকে ইসলাম গ্রহন করতে হবে। তা না হলে কেউ আমাদের মেনে নিবে না।
পরি: কিছু না বলে চুপ করে রিফাতের বুকে শুয়ে আছে পরি কখনো ভাবেনি রিফাত তাকে এই কথা বলবে পরির চোখে একরাশ পানি এসে জোড় হতে লাগলো। দাভাই এছাড়া হয় না। তুমি তোমার ধর্মে আর আমি আমার ধর্মে।
রিফাত: এটা সমাজ মানবে না।
পরি: দাভাই সমাজ কি বলবে সেটাতে কিছু যায় আসেনা তুমি কি চাও সেটাই আসল।
রিফাত: আমি তো আর সমাজের বাহিরে না।
পরি: শান্ত গলায় বললো আমার ধম ছেড়ে আমি তোমার ধর্মে আসতে পারবো না।
রিফাত: হয়তো এটাই আশা করছিল। দুই হাত দিয়ে বুক থেকে পরির মাথাটা উঠিয়ে পরির চুলে একটা কিস করলো। পারবি নাতো যা তাহলে নিজের রুমে যা এখানে কি
পরি: আজকেই তো শেষ একটু ঘুমাতে দেও না দাভাই।
রিফাত আর পরি দুজনের ভিতরেইহ তোলপাড় চলতেছে।
।
।
আমি নিজেও কনফিউসড পরি বলে দিল সে ইসলাম গ্রহন করবেনা আবার কালকে আলকের পরিবার আসবে পরিকে দেখতে তাহলে রিফাত আর পরির মিল হবে না নাকি রিফাত আর পরি যে যার ধম নিয়ে এক সাথে থাকবে কিন্তু আমাদের সমাজ তা মেনে নিবে না দেখা যাক কি হয় তাদের শেষ পরিনতি
চলবে…..