শূন্যতায় পূর্ণতা পর্ব – ০৯+১০

#শূন্যতায়_পূর্ণতা
#হীর_এহতেশাম

||পর্ব-৯||

★পার্টি শেষ হয়েছে অনেক্ষণ আগেই। ফারহিন ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসলো। মাথা থেকে টাওয়েল খুলে একপাশে রেখে ভেজা চুল পিঠের উপর ছেড়ে দিলো। ঠোঁটে লিপবাম দিলো। হঠাৎই চোখ পড়লো গলার দিকে। লিপবাম রেখে হলার থাকা লকেটটা স্পর্শ করলো। তীব্রের বলা সব কথা মনে পড়লো। তীব্রের কথা মনে করতেই মুখে হাসির রেখা ফুটে উঠলো। মানুষটা ফারহিনের ভালোবাসা, প্রেম! জীবনে যাকে প্রথমবারেই ফারহিনের মনে ধরেছিলো। যার পছন্দ-অপছন্দ ফারহিন নিজের মাঝে ফুটিয়ে তুলতে চাইতো। যেটা তার পছন্দ না সেটা বাদ দিয়েছে, যেটা পছন্দ সেটা আঁকড়ে ধরেছে। মনের কথা মনে যতদিন ছিলো ততদিনই ভালো ছিলো। মুখে এসে থামতেই ফারহিন প্রত্যাখানের শিকার হলো, চরম প্রত্যাখান। তীব্রের সেদিনের বলা কথা গুলো মনে করে ফারহিন অনেক কেঁদেছে। কত রাত নির্ঘুম কাটিয়েছে ফারহিন জানেনা। বাবাকে ফাঁকি দিয়ে যার সামনে নিজের মনের কথা প্রকাশ করলো সে মানুষটাই যে এভাবে সরিয়ে দেবে বুঝতে পারেনি ফারহিন। ফারহিন নিজেকে চরম ভাবে গুটিয়ে নিয়েছিলো। ফারহিনের চাল-চলনে বেশ পরিবর্তন এসেছিলো। চঞ্চল ফারহিন নিজের সমস্ত চাঞ্চল্য বাদ দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলো। আজ সেই মানুষটার সাথেই তার বিয়ে। মানুষটা নিজেই এসে প্রেম নিবেদন করছে। ভালোবাসা ছড়াচ্ছে। ফারহিনের অভিমান, অভিযোগের পাহাড়ে ধীরে ধীরে ভাঙন ধরতে শুরু করলো।

ফারহানা বেডে বসে অনেক্ষণ যাবত পরখ করছিলো ফারহিনকে। ফারহিন কে নিজে নিজে হাসতে দেখে বলল-
“-কি ব্যাপার! কি নিয়ে নিজে নিজে হাসা হচ্ছে শুনি?
ফারহিনের ধ্যান ভাঙলো। ফারহিন উঠে এসে ফারহানার পাশে বসলো। বলল-
“-মানুষটা আমাকে সত্যিই ভালোবাসতে শুরু করেছে ফারহা?
“-তুই এত তাড়াতাড়িই সায় দিস না। আরো কয়েকটা দিন দেখ। নাহয় বিয়েটা পর্যন্ত দেখ। বিয়ের পর এমনিতেই তোর হয়ে যাবে। তখন না হয় এমন কঠোরভাব আর না দেখালি।
“-ঠিক আছে।
“-হুম। এখন তাকে মোটেও বুঝতে দিস না যে তুই গলে গেছিস। দেখ তোকে মানানোর জন্য কি কি করে সে..
“-আইডিয়াটা মন্দ না।
“-হুম। শোন না তোকে কিছু বলার ছিলো..
“-হ্যাঁ বল?
“-আরশ ভাইয়া আছে না? ওনাকে না আমার কেমন যেন লাগে!
“-মানে ইউ লাভ হিম?
ভ্রু কুঁচকে প্রশ্ন করলো ফারহিন। ফারহানা দ্রুত দাঁত দিয়ে জিভ কাটলো। চোখ মুখ কুঁচকে ফারহিনের মাথায় চড় বসিয়ে বলল-
“-গাধা। আমি কেন ওনাকে ভালোবাসতে যাবো? কত বড় উনি আমার..
“-তাহলে কি বলছিলি?
“-ওনার চাহনি, ওনার চলাফেরা কেমন না?
“-কেমন? আমার তো নরমালই মনে হয়েছে..
“-না, আমি তোকে বোঝাতে পারছিনা।
“-কি হয়েছে?
“-উনি তোর দিকে তাকালে শুধু তাকিয়েই থাকে। একটিবারের জন্যও পলক ফেলে না। আই থিংক…
বলেই থামলো ফারহানা।
“-ইউ থিংক??
ভ্রু নাঁচিয়ে প্রশ্ন করলো ফারহিন..
“-উনি তোকে পছন্দ করে।
“-এমন কিছুই না গাধা। তোর মনের ভুল। মানুষটা ভালো। কাদের আঙ্কেলের ছেলে আছে জানতাম কখনো দেখিনি। এইতো কয়েকদিন হলো জানলাম। তোকে বললাম না? ওইদিনই..
“-কিন্তু ফারহিন…
“-আজে বাজে না ভেবে শুয়ে পড়। আমাকেও ঘুমাতে দে।
ফারহিন শুয়ে পড়লো। ফারহানা নিজের কথা ফারহিন কে বোঝাতেই পারলো না।

★আরশের পাশে বসে আরশের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে কাদের শিকদার। আরশ সেন্সলেস হয়ে পড়ে আছে। হাতে তিন জায়গায় সেলাই হয়েছে। ক্ষত ভীষণ গভীর ছিলো। অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছিলো বলে কঠিন সমস্যায় পড়েছিলো। আরশের ব্যান্ডেজ করা হাতটা নিজের হাতে ধরে রেখেছে কাদের শিকদার। আরশ ধীরগতিতে চোখ খুলে তাকালো। বাবাকে অবাক হলো। চারপাশ একবার চোখ বুলিয়ে নিলো। মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে বাবার দিকে তাকালো। বলল-
‘-এখানে বসে আছো কেন?
“-তুমি একা যে, আমি কীভাবে তোমাকে ফেলে চলে যেতাম?
মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল কাদের শিকদার। আরশ হাসলো। তাচ্ছিল্যের হাসি! বলল-
“-তুমি কখনো আমার সঙ্গ দাওনি বাবা। আজ আমি একা বলে পাশে বসে আছো, অথচ সেই তুমিই…
“-আরশ! তুমি কেন এসব করলে? আমি জানি আমার অনেক ভুল আছে। আমি অনেক অপরাধী। নিজের কাজের প্রতি আমি লজ্জিত বাবা। কিন্তু তুমি কেন এভাবে কষ্ট দিচ্ছো নিজেকে?
“-আমি বার বার হেরে যাই বাবা। আমার কাছে কিছু থাকবেনা, কিছু পাবোনা, কিছু চাইলে তা হয়তো আমি সম্পুর্ণরুপে পাবোনা এই ভেবে আমি এই জীবনে কোনো জিনিসের দিকে হাত বাড়াইনি। ২৮ বছরের জীবনে এই প্রথম আমার কিছু ভালো লেগেছে বাবা। কিন্তু…
“-কিন্তু কি আরশ?
“-আমি যা নিয়ে আজীবন ভয় পেয়েছি তাই হলো। জিনিসটা পাওয়ার আগেই, আমি তার দিকে অগ্রসর হওয়ার আগেই মাঝখানে দেয়াল পড়ে গেল। বিরাট দেয়াল!
“-তুমি একবার বলো আমাকে তোমার যা লাগবে আমি এনে দেব আরশ। নিজেকে তারপরও এভাবে কষ্ট দিও না।
“-কষ্ট পাওয়াটা আমার ভাগ্যে খোদাই করা আছে বাবা। আমি না চাইলেও আমাকে কষ্ট পেতে হবে। যাও তুমি, আমাকে একা থাকতে দাও।
“-আরশ!!
“-যাও বাবা, প্লিজ যাও।
আরশ মুখ ঘুরিয়ে নিলো। কাদের শিকদাত উঠে চলে গেলেন। বাহিরে গিয়ে আরশের সেন্স ফিরেছে সেটা তীব্র কে জানালো। তীব্র কেবিনে প্রবেশ করলো। আরশের পাশে বসে আরশের হাত ধরতেই আরশ ফিরে তাকালো। তীব্রকে দেখে আরশের প্রচন্ড রাগ হলো। আরশ রাগ দমন করতে অন্যপাশে মুখ ফিরিয়ে নিলো! তীব্র বলল-
“-কবে শোধরাবি তুই? কেন এভাবে নিজেকে আঘাত করলি? নিজেকে আর কত কষ্ট দিবি? এভাবে কি জীবন চলে?
আরশ এতক্ষণ চুপ থাকলেও এবার চুপ থাকতে পারলো না। দ্রুত শোয়া থেকে উঠে গেল। হাতের স্যালাইন টান দিয়ে খুলে উঠে দাঁড়ালো। আরশের এমন প্রতিক্রিয়ায় তীব্র ভয় পেল। আঁতকে উঠলো। আরশের সামনে গিয়ে আরশকে আটকে বলল-
“-কি করছিস?
আরশ তীব্রের কলার ধরে নেয়। দাঁতে দাঁত চেপে বলল-
“-আমার থেকে দূরে থাক। তোর চেহারাও আমাকে দেখাবি না। আমি তোর চেহারা দেখতে চাইনা। তোর না ইভেন আমি কাউকেই দেখতে চাইনা। আমাকে আমার মত থাকতে দে।

আরশের হাতে চাপ পড়ায় ব্যান্ডেজের বাহিরে রক্ত চলে এসেছে। তা দেখে তীব্র বলল-
“-শান্ত হ ভাই! এমন করিস না। তুই পুরোপুরি সুস্থ না।
“-এতটাও দুর্বল নই। বলেই তীব্র কে সরিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে যায় আরশ। কয়েকজন নার্স এসে সামনে দাঁড়ালো। আরশের রক্তবর্ণ চোখের চাহনি দেখে তারা সরে দাঁড়ালো। আরশ বেরিয়ে গেল। কাদের শিকদার কে কিছুই বলার সুযোগ দিলো না। তীব্র আরশের আচরণে হতভম্ব হয়ে রইলো। ওর উপর এত রাগ কেন ঝাড়লো আরশ? নিজের মনে এমন প্রশ্ন জাগলেও তীব্র তাকে প্রাধান্য দিলো না। নিজেকে বোঝালো, আরশের হয়তো মন মেজাজ ভালো নেই। সকালে গেলে আরশকে একদম ঠিক পাবে এই ভেবে নিজেকে শান্ত করে বসে পড়লো তীব্র।

★বিগত ২০ দিন আরশের সাথে কারো যোগাযোগ নেই। আরশের সাধের অফিস খালি পড়ে আছে। এহমাদ অফিসের যাবতীয় কাজ সামাল দিচ্ছে। আরশকে ফোনে পাচ্ছেনা। আরশ কোথায় কেউ তা জানেনা। তীব্রের বিয়ের দিন ঘনিয়ে আসছে অথচ আরশ নিখোঁজ। আরশ ইচ্ছে করেই নিজেকে আড়াল রেখেছে তা তীব্র খুব ভালো করেই জানে। কি এমন বিষয় নিয়ে এত আপসেট তা বুঝলো না তীব্র। সব কিছু ছেড়ে আরশ এভাবে নিজেকে আড়াল কেন করে নিলো? কী এমন হয়েছে? তীব্র রোজ দুবার করে আরশের বাসায় যায়, অফিসে খোঁজ নেয় কিন্তু আরশের কোনো খোঁজ সে পায়নি। আজও যাবে, আজ আরশ কে না পেলে বিয়ের ডেট পিছিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তীব্র। আরশকে ছাড়া বিয়ে সে কিছুতেই করবেনা। আরশকে ছাড়া এত বড় একটা কাজ সে করবেনা। গাড়িতে বসে আরশের কথা ভাবতে ভাবতেই গাড়ি স্টার্ট দিলো তীব্র। আরশের বাড়ি পৌঁছাতেই কাদের শিকদারের হাসি মুখ দেখে তীব্র অবাক হলো। জিজ্ঞেস করলো-
“-আঙ্কেল সব ঠিক আছে?
“-আরশ ফিরে এসেছে বাবা!
“-কি বলছেন? আলহামদুলিল্লাহ! আমি দেখে আসি।
“-চেহারা অনেক খারাপ দেখাচ্ছে। মনে হয় কোনো কিছু নিয়ে উদাস!
“-আমি দেখছি আঙ্কেল। আপনি নিশ্চিন্তে থাকুন…

তীব্র দ্রুত আরশের রুমে গেল। রুমে নেই আরশ। তীব্র বারান্দায় গিয়ে দেখলো ফ্লোরে বসে আছে সে। দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। হাতে সিগারেট। চোখের নিচে কালচে দাগ পড়েছে। ফর্সা মুখটা মলিন হয়ে আছে। তীব্র তার পাশেই বসে পড়লো। দেওয়ালে মাথা ঠেকিয়ে আরশের দিকে তাকালো, বলল-
“-কোথায় ছিলি এতদিন?
আরশ চোখ খুলে তাকালো। তীব্রকে দেখে তীব্রের দিকে ফিরে বসলো। বলল-
“-তুই? কখন এলি? কেমন আছিস?
“-তুই আমাকে এভাবে না বলে কোথায় চলে গিয়েছিলি? চেহারার এ কি হাল করেছিস?
“-ছাড় ওসব! তোর কথা বল বিয়ে করে ফেলেছিস?
“-তুই কি রে? ভাবলি কি করে তোকে ছাড়া আমি বিয়ে করবো? আজকে তুই ফিরে না এলে আমি বিয়ের তারিখ পিছিয়ে দিতাম।
“-কেন? আমার জন্য নিজের ভালোবাসার মানুষকে দূরে সরাস না। সবাই সব পায় না তীব্র।
বলেই দেওয়ালে মাথা ঠেকিয়ে সিগারেটে টান দিলো।
“-আমি তোর জন্য সব করতে পারি আরশ।
তীব্রের এই কথা শুনে আরশ তাকালো, হালকা হাসলো। সেই হাসি দেখে তীব্র শুধালো —
“-কি হয়েছে আরশ? তুই না বললে আমি কিভাবে বুঝবো? সেদিন তোর এই সমস্যা, আর তারপর এতদিন নিখোঁজ! কোথায় ছিলি তুই?
“-কোথাও না! নিজেকে শক্ত করার চেষ্টা করছিলাম। আমি নিজেকে স্ট্রং রাখতেই সব ছেড়ে পালিয়েছিলাম।
“-কেন আরশ? কি এমন হলো যার কারণে তুই সব ছেড়ে পালিয়ে গেলি? এমন কাজ তো তুই কখনো করিস নি।
“-নিজের সবচেয়ে পছন্দের জিনিসটা হারানোর মত ক্ষমতা আমি সহ্য করতে পারবো না। হয়তো এতদিনে হারিয়েও ফেলেছি।
“-মানে?
“-তোকে বলেছিলাম মনে আছে? আমি একজনকে পছন্দ করি..
“-হুম!
“-ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এতদিনে হয়তো হয়েও গেছে। জানিনা আমি। আমার এত কাছে থেকেও আমি কিছু করতে পারলাম না। আমি জীবনে প্রথম কিছুর দিকে হাত বাড়িয়েছিলাম তীব্র সেটাও আমি পেলাম না।
বলেই জলন্ত সিগারেট চেপে ধরলো হাতের মুঠোই। তীব্র তা দেখে চমকে গেল-
“-এসব কি? ফেল ওটা হাত থেকে। ফেল বলছি..
জোর করে আরশের হাত থেকে সিগারেট ফেলে দিলো তীব্র। তারপর বলল-
“-মেয়েটি কে আরশ? কোন মেয়ের জন্য তুই এভাবে ভেঙ্গে পড়লি?
“-বাবার বন্ধু দিদার আঙ্কেলের মেয়ে।
দিদার নাম শুনে তীব্র চমকালো। হৃদস্পন্দন বেড়ে গেল হুট করেই। অস্থিরতা সৃষ্টি হলো বুকের মাঝে। নিজের সন্দেহ লুকিয়ে প্রশ্ন করলো-
“-কোন দিদার? মেয়েটির ছবি আছে?
আরশ পাশে পড়ে থাকা ফোনটা তুলে নিলো। স্ক্রিনের পাওয়ার অন করতেই ফারহিনের ছবি ভেসে উঠলো। তীব্র স্ক্রিনের দিকে তাকাতেই কলিজা মোচড় দিলো। নিজেকে সবচেয়ে বড় অসহায়ের কাতারে দেখলো সে। আরশের দিকে তাকালো। আরশ ছবির দিকে তাকিয়ে বলল-
“-জানিও না আছে নাকি অন্যের হয়ে গেছে। আমি কখনো নিজেকে আর শক্ত করতে পারবো না রে। ও আমার কাছে না এসেও আমার সবচেয়ে আপন ছিলো। ওর কথা বার্তা,হাসি দেখলেই আমার একটা আলাদা শান্তি লাগতো। আমি হারিয়ে ফেললাম। আমি ভুলেই গেছিলাম সবার ভাগ্যে সব হয়না। আর আমার ভাগ্যে তো আরো না।
বলেই আরশ হাসলো। তীব্র অসহায়ের মত তাকিয়ে রইলো। কি করবে সে? একদিকে আরশ অন্যদিকে নিজের ভালোবাসা! আরশের জন্য নিজের ভালোবাসা ত্যাগ দিলে আজীবন ধুকে ধুকে মরবে। আর আরশের কথা না ভেবে স্বার্থপর হয়ে উঠলে নিজের ছোট বেলার সঙ্গী, ছায়াকে হারিয়ে ফেলবে। আরশকে সে হারিয়ে ফেলবে এটা ভাবতেই তীব্র চরম ধাক্কা খেল। আরশের দিকে তাকালো। আরশের মলিন মুখ তীব্রকে অপরাধীর কাঠগড়ায় দাড় করালো। আরশের কাছ থেকে কেন একবার ফারহিনের ছবি দেখে নিলো না? তীব্র দেয়ালে মাথা ঠেকালো, মনে মনে বলল-
“-ফারহিন কে আমি আঘাত দিয়েছি, ফারহিনের অভিমান অভিযোগ আমি কমাতে পারিনি। আমি ব্যর্থ। কিন্তু আরশ? আরশ এত ভালোবাসে ফারহিনকে! আমার ভালোবাসা আরশের ভালোবাসার সামনে টিকতেই পারবেনা। আমি আরশকে খালি করে দিয়ে কিছুতেই নিজেকে পরিপূর্ণ করতে পারবোনা। আরশ ছোট থেকেই একাকিত্বের ঘানি টেনে এসেছে। আর না। ও এইটুকু সুখ পাওয়ার যোগ্যতা রাখে। আমার ভালোবাসা বিসজর্নে যদি আরশের মুখে চিরজীবনের হাসি ফোটে তবে আমি সরে আসবো। আমি করবোনা ফারহিন কে বিয়ে। করবো না…

তীব্র আরশের দিকে তাকালো। আরশের চোখ লাল হয়ে আছে। আরশের দৃষ্টি এখনো ফারহিনের ছবির দিকেই স্থির হয়ে আছে। তীব্র নিজের সমস্ত অনুভুতি চাপা দিয়ে, মৃদুস্বরে প্রশ্ন করলো-
“-খুব ভালোবাসিস তাই না?
“-নিজের চাইতেও বেশি। পুরো দুনিয়া এক পাশে থাকলে সে যদি অন্য পাশে থাকে তবে আমি তার দিকেই যাবো।
তীব্র আঁতকে উঠলো। বুকের মাঝে প্রচন্ড ব্যাথা অনুভব করছে। এখানে বসে থাকার মত অবস্থা তার নেই। সে অনেক কষ্টে চাপাস্বরে বলল –
“-খোঁজ নিয়ে দেখ, হয়তো বিয়ে হয়নি। আর বিয়ে না হলে তুই হাল ছাড়বিনা। শেষ পর্যন্ত! আমি কথা দিচ্ছি আমি তোকে সর্বোচ্চ হেল্প করবো। তুই ভেঙে পড়িস না। তোর ভালোবাসা তোরই থাকবে। আমি আসি? একটু দরকার আছে.. তুই ফ্রেশ হয়ে নে খেয়ে নে রাতে দেখা হবে।
“-আচ্ছা।
তীব্র দ্রুত উঠে গেল। লম্বা পা ফেলে বেরিয়ে এলো বাড়ির বাহিরে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলো। কিছুদূর এসে গাড়ি থামিয়ে ফোন বের করলো। ফোনের স্ক্রিন পাওয়ার অন করতেই ফারহিনের হাসোজ্জল মুখটা ভেসে উঠলো। তীব্রের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তীব্র গগন কাঁপিয়ে চিৎকার দিলো। স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙ্গে পড়লো! পুরুষ মানুষ কাঁদে না কিন্তু তীব্র কাঁদছে! হয়তো ভালোবাসার মানুষ হারিয়ে ফেলার শোকে!…

চলমান….#শূন্যতায়_পূর্ণতা
#হীর_এহতেশাম

||পর্ব-১০||


“-ফারহিন! তীব্র এসেছে…।
সালমার উচ্চস্বরে ফারহিনকে ডেকে বলা কথাটা ফারহিনের কানে পৌঁছাতেই ফারহিন হাতে থাকা বই রেখে দিয়েছে। উঠে দাঁড়ালো সে। কতদিন আসেনি তীব্র! ফারহিন নিজেও ডাকেনি। নিজের আবেগ,অনুভুতি লুকিয়ে রাখতে গিয়ে নিজেই বার বার হেরে যাচ্ছে। তবুও বিয়ে পর্যন্ত সে এই নাটকটা চালিয়ে যাবে। দ্রুত দৌড়ে আয়নার সামনে গিয়ে নিজেকে পরখ করে নিলো। সব ঠিকঠাক! মুখে গম্ভীরভাব এনে রুম ছেড়ে বেরিয়ে এলো সে। ফারহিন তীব্রের সামনে এসে দাঁড়ালো। মাথা নিচু করে দুইহাত মুষ্টিবদ্ধ করে কপালের কাছে ধরে রেখেছে সে। ফারহিন এসে দাঁড়াতেই তীব্র মাথা সোজা করলো। ফারহিনের দিকে তাকালো। ধীর গতিতে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহিনের মুখপানে। ফারহিনের ভেতরটা কেঁপে উঠলো। একি হাল চেহারার? চোখের নিচে কালচে দাগ, ফ্যাকাশে মুখ। কোথায় গেল সেই উল্লাস? মানুষটা অসুস্থ নাকি? ফারহিন নিজের আগ্রহ দমাতে পারলো না। অস্থির কন্ঠে প্রশ্ন করেই বসলো-
“-কি হলো? সব ঠিক আছে?
তীব্র তাকিয়ে রইল। আজকেই শেষবারের মত দেখতে এসেছে সে ফারহিন কে। আর ফারহিনকে এভাবে দেখার সু্যোগ হবে না। তাই ফারহিনের কথার জবাব না দিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে রইলো সে। ফারহিন বিরক্ত হলো! বলল-
“-কিছু জিজ্ঞেস করেছি আমি?
“-সব ঠিক আছে। এদিকে আসো।
বলেই ফারহিনের হাত ধরে পাশে বসালো তীব্র নিজেও বসলো..
ফারহিনের হাত নিজের হাতের মুঠোই নিয়ে বলল-
“-আমার উপর রেগে আছো এখনো?
“-কিসের রাগ?
“-কিছুনা, বাদ দাও।
“-আপনি ঠিক আছেন? সুস্থ আছেন?
“-কেন? অসুস্থ মনে হচ্ছে নাকি?
“-চেহারার এই হাল…
“-কী ব্যাপার আজকাল আমায় এত মনোযোগ দিয়ে দেখছো..?
ফারহিন থতমত খেল। হাত ছাড়িয়ে কিছুটা দূরে সরে বসলো। বলল-
“-এমনিই জিজ্ঞেস করেছি এত গভীরে যাওয়ার কিছু হয়নি।
তীব্র হাসলো। একটু এগিয়ে ফারহিনের হাত মুঠোই তুলে নিলো। মুঠোভর্তি হাতটা মুখের কাছে ঠেকিয়ে ফারহিনের দিকে তাকিয়ে রইলো। অনেক কিছুই বলতে ইচ্ছে করছে তীব্রের কিন্তু তীব্র কিছুই বলতে পারছেনা। সমস্ত কথা নিজের মনের কুঠুরিতে দাফন করে দিয়েছে সে। ফারহিনকে এত কাছে পেয়েও হারিয়ে ফেলতে হবে তা তীব্র কল্পনাও করেনি। প্রায় অনেক্ষণ বসে থাকার পর তীব্র উঠে দাঁড়াল। বলল-
“-আসি।
ফারহিন চুপ করে রইল। ইচ্ছে করছিলো তীব্র কে আটকে দিতে কিন্তু দিলো না। তীব্রের চলে যাওয়া দেখলো। তীব্র বের হয়ে যেতেই ফারহিন এক দৌড়ে বারান্দায় এসে দাঁড়ালো। তীব্রের গাড়ি যতক্ষণ গেইট থেকে বের হয়ে রাস্তায় না উঠবে ততক্ষণই তাকিয়ে থাকার এই বাজে অভ্যাস টা ফারহিন করে নিয়েছে। তীব্র গাড়িতে বসলো। তীব্র সিটে মাথা এলিয়ে দিলো৷
“-আমি কখনো আর তোমার সামনে আসবো না ফারহিন। তুমি হয়তো এর পরে আমাকে আরো ভুল বুঝবে, ঘৃণা করবে। আমি নিরুপায়। বন্ধুত্বের খাতিরে এইটুকু তো করতেই পারি! আমার আরশ কে পূর্ণ করতে নিজে নাহয় আজীবন অপূর্ণতায় কাটিয়ে দেব তাতে কি যায় আসে?
তীব্র গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল৷ ফারহিন গাড়িটির দিকে তাকিয়ে রইলো, আনমনে হেসে উঠে বলল-
“-তীব্র চৌধুরী! আর মাত্র দুদিন, তারপর আমি আপনার অনেক কাছে থাকবো। একদম কাছে..

★বর্তমান…
“-তারপর তীব্র বিয়ে করতে এলোই না। নিজের সবচাইতে ভালো এবং কাছের বন্ধুর জন্য নিজের পছন্দ ত্যাগ দিলো।

বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলে উঠলো আরশ। হাটতে হাটতে সিগারেট ধরিয়ে বলল-
“-তুই যা করেছিস থ্যাংকস ফর এভ্রিথিং। খুব শীগ্রই ভালো রিপ্লেসমেন্ট পেয়ে যাবি আশা করি। কিন্তু আমি? আমি ফারহিনের রিপ্লেসমেন্ট পেতাম না। এসব বাদ, তোর চ্যাপ্টার ক্লোজড। এখন আমি আর ফারহিন। ফারহিন আর আমি। কিন্তু প্রবলেম হচ্ছে ফারহিন মেইবি একটু স্যাড! কিছু হবে না আমি আছি না? আমি ফারহিনের মন মাইন্ড সব আমার দিকে ঘুরিয়ে নেব। ফারহিন ২৪ ঘন্টা শুধু আমায় নিয়ে ভাববে। আমায় ভালোবাসবে। আমি ছাড়া ফারহিন কাউকে নিয়ে বিন্দু পরিমাণ ভাববেই না।

সিগারেট শেষ করে ফেলে দিলো আরশ৷ তারপর ছাদে রাখা টেবিল থেকে একটি ধারালো ছুরি তুলে নিলো। আরশ আসার সময় নিয়ে এসেছিলো। ছুরির দিকে তাকিয়ে আরশ হাসলো। তারপর নিজের বাম হাত উঁচু করে হাতের দিকে তাকালো। পরক্ষণে কি যেন ভেবে ছুরি বাম হাতে নিয়ে ডান হাত মেলে ধরলো। হাতের দিকে তাকিয়ে বলল-
“-একটু কষ্ট তোমায় পেতে হবে ডিয়ার হ্যান্ড! সরি..
হাতের তালুর মাঝ বরাবর ছুরি বসিয়ে মুষ্টিবদ্ধ করে ছুরিটি চেপে ধরলো আরশ৷ তারপর এক টানে ছুড়িটি বের করে আনলো। অতিরিক্ত ধারালো হওয়ায় হাতের তালু কেটে যায়। মুঠি খুলতেই রক্তের ধারা বইতে রাগলো। তিন ইঞ্চির মত হাতের তালু কেটে গেছে। রক্তাক্ত হাতটি মুষ্টিবদ্ধ করে হাটা দিলো আরশ।

ফারহিন ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ গলার দিকে নজর পড়তেই ফারহিনের হাতের টাওয়েল পড়ে গেল। গলায় থাকা তীব্রের দেওয়া লকেটটা এখনো আছে। লকেটটি স্পর্শ করলো ফারহিন। চোখ মুহুর্তেই পানিতে ভরে গেল। অস্ফুটস্বরে বলে উঠলো-
“-তীব্র!!
ঠাস করে দরজা খোলার শব্দে ফারহিন স্তম্ভিত ফিরে ফেল। দ্রুত পেছনে ফিরতেই দেখলো আরশ। ফারহিন বিরক্ত হলো। ওড়না গায়ে জড়িয়ে বলল-
“-নক করে আসা উচিত ছিল।
“-রাখো তোমার নক। হেল্প মি..
বলেই রক্তাক্ত হাতটা ফারহিনের দিকে এগিয়ে দিলো। ফারহিন হাতের দিকে তাকিয়ে দু কদম পিছিয়ে গেল। আঁতকে উঠলো সে। সর্বাঙ্গ কেঁপে উঠলো তার। দ্রুত ঘুরে দাঁড়ালো। আতংকিত কন্ঠে বলল-
“-এসব কি? এতটা হাত কীভাবে কেটেছে?
“-আরে একটা জানলার কাঁচ ভাঙা ছিলো খেয়াল করিনি। হাতে বাজে ভাবে লেগে গেছে।
“-দাঁড়িয়ে না থেকে যান হাতটা ক্লিন করুন।
“-আমি একা কিভাবে করবো? কিছুতো মানবতা দেখাও। তাও আমার ডান হাত..
“-ইয়া আল্লাহ! আমিতো কিছুতেই এটা সহ্য করতে পারবোনা।
“-প্লিজ হেল্প করো..
ফারহিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো। কিন্তু পারলো না। রক্ত দেখে আবারও সে পেছনে ঘুরে দাঁড়ালো। আরশ কে বলল-
“-প্লিজ! আপনি হাতটা সরান। আমি রক্ত সইতে পারিনা।
“-তাহলে এভাবেই থাকুক কি আর করা।
“-দাঁড়ান আমি কিছু ভাবি।
কিছুক্ষণ চুপ থেকে ফারহিন প্রশ্ন করলো-
“-ফার্স্টএইড বক্স কোথায়?
“-কাবার্ডের প্রথম ড্রয়ারে।
ফারহিন বক্সটা নিয়ে চোখ বন্ধ করে বেডে বসলো। চোখ বন্ধ রেখেই ডাকলো আরশ কে,বলল-
“-এদিকে এসে বসুন।
আরশ বসলো। ফারহিনের দিকে তাকিয়ে রইল। ফারহিন বলল-
“-দেখুন আমি কিন্তু রক্ত সইতে পারিনা। তাই চোখ খোলা পসিবল না। আমি রক্ত দেখলে নির্ঘাত কোনো অঘটন ঘটবে। আপনি প্লিজ আমার ইন্সট্রাকশন ফলো করুন। নাহলে আমায় হেল্প করুন।
“-ঠিক আছে।
অন্ধের মত হাতড়ে হাতড়ে কোনো রকম ফারহিন হাতের কাটা জায়গা সেভলন দিয়ে ক্লিন করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলো। আরশ পুরো সময়টা ফারহিনের দিকে তাকিয়ে ছিলো। নিষ্পলক, স্থির চাহনিতে। ফারহিন মৃদুস্বরে প্রশ্ন করলো-
“-হয়েছে?
“-হুম!
ফারহিন চোখ খুলল। কোনোভাবে আরশের হাত ব্যান্ডেজ করে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে বলল-
“-প্লিজ এভাবে আর রক্ত টক্ত নিয়ে আমার সামনে আসবেন না। আমি এসব সইতে পারিনা। ওইদিন হসপিটালে দেখেছেন কিভাবে সেন্সলেস হয়ে পড়েছিলাম। আমার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়।
“-ওকে। তবে আমি তো ইচ্ছে করে করিনি তাইনা..ইচ্ছে করে নিজেকে কে আঘাত করে?
“-তাই নাকি? আপনার হাতে এই যে এত দাগ তা কি সব অনিচ্ছাসত্ত্বে হয়েছে?
হাতের উল্টো পিঠে কাটাদাগ গুলো দেখিয়ে প্রশ্ন করলো ফারহিন। আরশ থতমত খেল, বলল-
“-রাগের মাথায় হয়ে যায়।
“-সামাল দিন। এসব রাগ কোনো কাজের না।
বলেই ফারহিন উঠে দাঁড়ালো। ফার্স্টএইড বক্স রাখার উদ্দেশ্যে অয়া বাড়াতেই থেমে গেল। আরশ যেখানে একটু আগে দাঁড়িয়ে ছিলো সেখানে ফ্লোরে অনেকটা রক্ত পড়ে আছে। ফারহিন তা দেখে আঁতকে উঠলো। হাত থেকে ফার্স্টএইড বক্স পড়ে গেল। ফারহিন এক হাতে নিজের মুখ চেপে ধরে। প্রচন্ড অস্থিরতা, বুক ব্যাথা, শ্বাসকষ্ট হচ্ছে। ফারহিনের চোখের সামনে মুহুর্তেই সব ঝাপসা হয়ে এল। ফারহিন মাটিতে লুটিয়ে পড়ার আগেই আরশ এসে আগলে নিলো। সেন্সলেস হয়ে পড়েছে ফারহিন। ফারহিনের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো আরশ। ফ্লোরে থাকা রক্তের দিকে তাকিয়ে ফারহিনের দিকে তাকিয়ে বলল-
“-ইচ্ছে করেই ফেলেছিলাম, যাতে তুমি সেন্সলেস হয়ে পড়ো। আর আমি? তোমাকে পুরো রাত নিজের মনভরে দেখতে পারি। তুমি জেগে থাকলে তো তার ব্যাঘাত ঘটাতে তাই…
হাসলো আরশ। ফারহিনকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলো। ফার্স্টএইড বক্স তুলে রেখে দিলো। টিস্যু দিয়ে ফ্লোরে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে নিলো। রুমের দরজা বন্ধ করে বারান্দার দরজা খুলে দিলো। রুমের জানলা খুলে পর্দা টাঙিয়ে দিলো। রুমের লাইট বন্ধ করে দিলো। ডিল লাইট অন করে দিলো। আবছা লাল আলো পুরো রুম আবৃত করে নিলো। জানলার পর্দা মৃদু উড়ছে। বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। আরশ ফারহিনের পাশে শুয়ে পড়লো। এক পাশ ফিরে শুয়ে বাম হাতের কুনুই বিছানায় রেখে হাতের তালুতে মাথা ঠেকিয়ে ভর দিয়ে এক দৃষ্টিতে ফারহিনের দিকে তাকিয়ে আছে আরশ। ফারহিনের মুখ উপচে পড়া চুল গুলোর দিকে ভ্রু কুঁচকে তাকালো সে। তারপর ডান হাতে তা আলতোভাবে সরিয়ে দিলো। ধীর গতিতে হাত ফারহিনের মুখ থেকে নামিয়ে হাতের উপর রাখলো। হাত তুলে নিজের মুখের কাছে এনে হাতের তালুতে চুমু বসালো আরশ। হাত গালের পাশে চেপে ধরে বলল-
“-সরি! আম’সরি..
মূর্ছিত ফারহিন বুঝতেও পারলো না আরশ তার খুব কাছেই অবস্থান করছে। আরশ ফারহিনের পাশে শুয়ে পড়লো। ফারহিনের দিকে তাকিয়ে বলল-
“-জীবনে প্রথম কোনো জিনিসকে এত যত্ন করছি আমি। জীবনে প্রথমবার কাউকে নিয়ে এত ভেবেছি আমি। জীবনে প্রথমবার কারো মনে সর্বক্ষণ বসবাস করার জন্য নিজেকে আঘাত করেছি আমি। আমি কখনো তোমার সামনে নিজের হিংস্রতা প্রকাশ করবো না। তুমি আমায় খুবই শান্তভাবে পাবে। তবে বিশ্বাস করো, আমার শান্ত রুপের আড়ালে লুকিয়ে থাকা হিংস্র সত্ত্বাটাও তোমাকে খুব বাজেভাবে ভালোবাসে। তোমার আদর, যত্নের বিন্দুমাত্র ক্রুটি আমি রাখবো না। এই প্রথম আমার নিজেকে একটুও একা মনে হচ্ছে না। আমার একাকিত্বের দিন শেষ!

আরশ উঠে বসলো। বিছানা ছেড়ে নেমে বেড সাইড টেবিলের ড্রয়ার খুললো। ড্রয়ার থেকে কিছু ওষুধ বের করে ফারহিনের দিকে তাকালো আর বলল-
“-তোদের ছুটি! তোদের দায়িত্ব শেষ। আমাকে কন্ট্রোল করার মানুষ চলে এসেছে তোদের আর লাগবে না।
বলেই ওষুধ গুলো বিন এ ফেলে দিলো। ফারহিনের পাশে এসে শুয়ে পড়লো আরশ। ফারহিনের মুখের দিকে তাকিয়ে রইলো। মেয়েটাকে পুরো জীবন দেখলেও মন ভরবেনা।

চলমান….

||

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here