Mr devil part 2+3

গল্পঃ Mr Devil
(A Psycho love story)
লেখক: নুসরাত জাহান অংকুর
পার্ট_২ + ৩

রোদ গাড়ি থেকে বেরিয়ে দেখে একটা বয়স্কো মহিলা পড়ে আছে । রোদ তাড়াতাড়ি মহিলাকে ধরে তখনই একটা হাত মহিলার মাথা ধরে । রোদ একটা পাশে তাকিয়ে শকড।

রোদ: এ আমি কাকে দেখছি এ তো সেই মেয়ে যাকে ভুলতে আমি বাইরে চলে গিয়েছিলাম । ( রোদ এসব ভাবতে ভাবতে হাতটা সরে আসে মহিলাটি পরতে গেলে )

মুন: এই যে কোথায় হারিয়ে গেলেন তাড়াতাড়ি গাড়িতে উঠান দেখছেন না রক্ত পড়ছে স্টুপিড একটা

রোদ আর কিছু না ভেবে মহিলাকে গাড়িতে উঠায় ।

মুন মহিলাটির মাথা নিজের নিজের কোলে নিয়ে বসে

মুন: তাড়াতাড়ি চালান অনেক রক্ত পরছে

রোদ একবার মুনের দিকে তাকিয়ে আবার গাড়ি চালানো শুরু করে

কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে ।

রোদ আর মুন মিলে মহিলাটিকে ভর্তি করায়

মুন: ওই আণ্টি আপনার কি হয় ?( রোদের দিকে তাকিয়ে)
রোদ: কেউ না আমার গাড়ির সামনে চলে আসে তাই
মুন: মানে আপনি দোষী । আপনার কি কোন সেন্স নেই গাড়ি চালাতে না জানলে গাড়ি চালান কেনো । যদি উনার কিছু হয়ে যেতো কে দাই নিত আপনি নিতেন আপনাদের মত কিছু মানুষ দের জন্য কত মানুষ তাদের মা বাবা পরিবারের আপনজন দের হারায় । আপনাদের বড়ো লোকদের কি কিছু যায় আসে (একটা টানা বকে যাচ্ছে )

আর রোদ মুনের বোকা শুনছে

রোদ: উফফ যে রোদ আহমেদ চৌধুরী কে দেখলে সবাই ভয় কথা বলার সাহস পায়না আর এই মেয়ে কি সাহস ( মনে মনে)

মুন: ওহ হেলো আমি সেই থেকে কি বলছি আপনার কানে কি গেছে একে ত দোষ করছেন তার উপর আবার এমন করে তাকিয়ে আছেন ( তুরি বাজিয়ে)

একটা লোক: এই মেয়ে তুমি উনাকে কেনো বলছো আজ উনার জন্য ওই মহিলা বেচে আছে । ওই মহিলার তো মাথায় সমস্যা পাগল এর মত এখানে সেখানে যায় আজ যদি উনি ব্রেক না মারত তাহলে উনাকে বাঁচানো যেতো না আর তুমি না জেনে শুনে উনাকে বকে যাচ্ছ

রোদ লোকটাকে একটা কঠিন লুক দিলো লোকটা চলে গেলো

মুন তো ভয়ে শেষ

রোদ: তোমার নাম কি ?
মুন: আমার নাম তো আসলে ( আমতা আমতা করে)
রোদ: কো হলো বলো (মুনের কাছে গিয়ে)
মুন: আমার নাম মুন

বলে মুন দোর ওকে আর পাই কে
মুনের এভাবে চলে যাওয়া দেখে রোদ হেসে শেষ ।

সেদিনের পর থেকে রোদ মুনের পিছনে লোক লাগায় আর মুনের উপর নজর রাখে একদিন মুন আসছিল তখনই একটা ছেলে মুনকে প্রোপজ করে মুন না করে দেয় কিন্ত সেই খবর রোদের কাছে যায় রোদের মনে মুনকে হারানোর একটা ভয় জাগে রোদ আর দেরি না করে মুনের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় মুনের বাবা ভালো ছেলে দেখে রাজি হয়ে যায় ।মুন ওর বাবার উপর কোনো কথা বলে না তাই ওদের পারিবারিক ভাবে বিয়ে হয়।



বর্তমান
অতীতের কথা মনে উঠলে রোদ মুচকি হেসে মুনের কাছে যায় ।

মুন কাচুমাচু হয়ে শুয়ে আছে রোদ বুঝলো মুনের শীত লাগছে জানুয়ারির শেষের দিকে খুব শীত পড়ে আর এই বছর তো কথায় নেই।

রোদ মুনকে বুকের সাথে জড়িয়ে ধরে

রোদ: আমি তোমাকে আঘাত করতে চাইনি কিন্ত কি করবো তোমার দিকে যে সবাই তাকিয়ে ছিল আর সেটা যে আমার সহ্য হইনা তোমাকে দেখার অধিকার শুধু আমার তোমাকে হারাতে চাইনা তাই তো মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলি কিন্ত বিশ্বাস করো খুব ভালোবাসি তোমায় ( মুনের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে )

( যারা বলছেন মুন পাতলা সারী পড়েছে তাদের বলছি মুন পাতলা সারী পড়েনি মুন একটা কাতান সারী পড়েছিল কয়েক টা ছেলে মুনকে বাজে নজরে দেখছিল তাই রোদ এমন করছে রোদের এমন করার কারণ ও খুব তাড়াতাড়ি জেনে যাবেন )



সকালে
মুন ঘুম থেকে উঠে দেখে রোদ ওকে শক্ত করে জড়িয়ে আছে ।

মুন: ঘুম অবস্থায় কত কিউট লাগে কেনো এমন করেন আমার সাথে প্রথম প্রথম তো সব ঠিক ছিল । কত ভালোবাসতেন আমায় আর এখন কেনো এমন করেন কি আছে আপনার মধ্যে কি এমন কারণে আপনি এমন করেন (মনে মনে)
না আর দেরি করলে হবে না উনাকে তো অফিস যেতে হবে খারাব রেডী করতে হবে )

মুন রোদের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে নিচে গিয়ে রান্না শুরু করে দেয় একটু যদি লেট হয় তাহলে রোদ তো ওকে ছাড়বে না ।



রান্নার কাজ শেষ করে মুন এসে দেখে রোদ এখন ও ঘুমিয়ে আছে মুন রোদকে ডাকছে কিন্ত উঠার কোনো নাম
মুন: কি করি উনি তো উঠছে না দেরি হলে তো পরে আমায় না আবার ডাকি

মুন রোদের গায়ে হাত দিয়ে ডাক দেয় ।
রোদ চোখ মেলে তাকায়

মুন: আপনার অফিসের দেরি হয়ে যাচ্ছে ( ভয়ে ভয়ে)

রোদ কিছু না বলে মুনকে নিজের বুকের উপর ফেলে দেয়

রোদ: হাতের ব্যাথা কুমছে ?
মুন: হুম
রোদ: দেখি তো কেমন কুমেছে ( মুনের হাত ধরে)

গুড দাগ তো নেই যেটুকু ব্যাথা আছে ওই মলম দিবা সেরে যাবে

এই বলে মুনকে সরিয়ে ওয়াশ্রুমে যায়।

মুন: এই লোকটাকে আমি বুঝতে পারিনা এই রোদ তো এই ঘনো কালো মেঘ

যাই বাবা আমি আমার কাজ করি

রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সব কিছু বেডের উপর রাখা আছে

রোদ: মুন.. মুন.. (চিৎকার করে)

মুন তাড়াতাড়ি আসে

মুন: জী

রোদ মুনের কাছে এসে চোখ মুখ শক্ত করে বলে

রোদ: তোমাকে কতো বার বলেছি যে আমি বাসায় থাকা পযন্ত তুমি আমার সামনে থাকবে কথা কানে যায়না ( রেগে)
মুন: আমি আপনার খাবার রেডী করছিলাম
রোদ: আমি বাসায় থাকা পযন্ত তুমি আমার চোখের সামনে থাকবে বুঝেছ
মুন: হুম

রোদ রেডী হচ্ছে আর মুন

মুন: বেআদব লুচ্চা অসভ্য পচা টমেটো , নষ্ট আলু, পোকা মুলা সবসময় শুধু ভয় দেখায় কি ভেবেছে কি যা বলবে আমি তাই শুনবো বেশি করলে খাবারে থু মিশিয়ে খাওয়াবো আমায় তো চেনো না নারী নির্যাতনের অভিযোগে জেলে পাঠিয়ে দেবো কাল কিভাবে আমার সারিতে আগুন দিয়ে ছিল তোর শার্ট এ আমি এমন ভাবে আগুন দেবো হ্ন আমার ও দিন আসবে তখন বুঝাবো এই মুন কি তুই যদি ডেভিল হোস তো আমি তো তোর মিসেস বিয়ের প্রথম প্রথম কত ভালোবাসতো কিন্ত এখন কোন কালনাগিনী পাল্লায় পরছে আল্লাহ জানে ( মনে মনে)

মুন মনে মনে এমন অনেক কথা বলছে থুক্কু বকছে

রোদ: অভাবে তাকিয়ে কি দেখছ খেয়ে ফেলবে নাকি । আমি জানি আমি হ্যান্ডসাম তাই বলে ঐভাবে দেখতে হবে
মুন: দুনিয়ায় কি ছেলের অভাব পরছে ( আনমনে)
রোদ: কি বললে ( চোখ গরম করে)
মুন: না মানে আমার খুব খুদা লাগছে একটু তাড়াতাড়ি করুন কাল থেকে না খেয়ে আছি (আমতা আমতা করে)

রোদ রেডী হয়ে নিচে যায়

খাবার টেবিলে রোদ মুনকে খাইয়ে দিচ্ছে এটা প্রতিদিনের রুটিন সকালে মুনের মুখ দেখে উঠা আর মুনকে খাইয়ে না দিলে রোদের চলে না ।

মুনকে খাইয়ে দিয়ে রোদ নিজে খেয়ে নিলো



রোদ: সাবধানে থাকবে আমি আজ তাড়াতাড়ি চলে আসবো হাতে মলম লাগিয়ে নিও মনে থাকবে তো
মুন: আরে যা তো গেলে বাচি ( মনে মনে)
হুম

রোদ মুনের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে গেলো।

মুন ঘরে এসে হাফছেরে বাচলো

মুন: আচ্ছা একটা মানুষ কিভাবে এত বদলে যায় বুঝি না আগে কি না কি করত আমার জন্য আর এখন কিছু হলে শাস্তি দেয় বকে এমন কেনো মাথায় কি কোনো সমস্যা আছে । ভালো লাগে না এই যে বিয়ে করে এই বাড়ি আসলাম তারপর তো আর ঘুরতে নিয়ে গেলো না একদিন একটু ঘুরতে নিয়ে গিয়েছিল টা ছাড়া এই বাড়ি থেকে বেরোনোর কোনো সুযোগ পেলাম না

মুন এসব বলছে আর ঘর গুচাছে কারণ রোদের সব কাজ মুনকে করতে হয় অন্য কেউ করে সেটা রোদের পছন্দ না কি আর করার ।



অফিসে
রোদ বসে বসে ওর বডিগার্ড এর কথা শুনছে
জন : স্যার আমরা লোকটাকে মেরেছি এখন সে ২সপ্তাহ বেড থেকে উঠতে পারবে না এটাই ওর জন্য ঠিক শাস্তি
রোদ: জানে মেরে ফেলেনি কেনো আমার কলিজার দিকে নজর দেয় ( চোখ লাল করে)
জন: স্যার আমাদের এমনিতেই আপনার সামনে একটা বড়ো কন্টাক্ট আছে সেইটা না হওয়া পযন্ত এমন কিছু করা যাবেনা যাতে আপনর আর মেডামের ক্ষতি হয় ।
রোদ নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে
রোদ: ওদের দিকে নজর রেখো ।
জন: জী স্যার

বলে বেরিয়ে গেলো ।

রোদ মিটিং এ চলে গেলো আজ তাড়াতাড়ি আজ করে ওর কলিজা কে টাইম দিতে হবে



মুন সব কাজ করে গোসল করে বসে আছে

মুন: ধুর ভালো লাগে না এভাবে বাসায় বন্দী থাকতে ভালো লাগে কিন্ত কি করার আমার স্বামীর অর্ডার
নিকুচি করেছে অর্ডার এর এর সাথে বিয়ে হয়ে আমার জিবন তেজপাতা হয়ে গেছে সব সময় শুধু রাগ আর রাগ । রাগ দেখানোর কমপিদিশন হলে উনি প্রথম হতেন

মুন এসব আকাশ পাতাল ভাবছে আর বাড়ির ছাদে যাচ্ছে ।

মুন: এই একা বাড়িতে আমায় একা রেখে যাওয়ার কোনো মানে হয় আমাকে সাথে নিলে কি হয় আচ্ছা আমার ভার্সিটি ভর্তি হওয়ার কথা বললে কেমন হয় না বাবা রেগে যাবে পরে উল্টা পাল্টা কিছু করলে থাক । কিন্ত একটু তো ঘুরতে নিয়ে যেতে পারে কেমন স্বামী পেলাম ওহ আল্লাহ তুমি কি আর স্বামী পাওনি আমার মত একটা কিউট মাসুম বাচ্চাকে এমন # ডেভিল হাসব্যান্ড দিলে নোট ফেয়ার

মুন এসব ভাবছে তখনই কেউ ওকে জড়িয়ে ধরে

মুন প্রথমে ভয় পেলে ও পরে বুঝে আয়

মুন: আপনি কখন এলেন ?
রোদ: যখন তুমি এসব ফালতু বলছিলে এতো কথা বলো কিসের জন্য ?
মুন: মানে আপনি কি সব শুনেছেন?
রোদ: তুমি যা তাড়াতাড়ি বলো তাতে কিছু বুঝা যায় এখন রেডি হয়ে নাও আর সেদিনের মত সাজ সাজলে খবর আছে ( কঠিন গলায়)
মুন: কিসের জন্য
রোদ: মুন তুমি জানো আমার প্রশ্ন করা পছন্দ না টা ও কেনো ?

মুন কিছু না বলে রেডী হতে নিচে যায় ।
রোদ ও ফ্রেশ হয়ে রেডী হয়ে নেয় ।

মুন: আমি রেডী

রোদ তাকিয়ে দেখে মুন বোরকা পরে বসে আছে

রোদ: আজ বুঝলাম বউকে কিছু বললে তার জবাব কি করে পেতে হয় উফফ ( মনে মনে)

রোদ কিছু না বলে একটা গাউন এর হিজাব বের করে

মুন: আমি তো আপনার জমা বের করে রাখছি

রোদ: এটা পরে আসো
মুন: কিন্ত
রোদ কঠিন চোখে তাকানোর দেখে মুন বকতে বকতে ওয়াশরুমে যায় ।

একটু পর রেডী হয়ে বের হয়।

রোদ মুনকে নিয়ে গাড়িতে উঠে

রোদ গাড়ি চালাচ্ছে আর মুন বসে আছে

মুন: বুঝি না এই লোক এমন চুপ করে থাকে কি করে আমার তো কথা না বললে পেতে ব্যাথা করে ধুর বেরসিক জামাই ( মনে মনে)

কিছুক্ষণ পর

রোদ: নামো

মুন বাইরে তাকিয়ে অবাক

মুন: আমরা এখানে কেনো ?

চলবে

(মুন কোনো দূর্বল না এখন রোদকে ওর সাইকোগীরি করতে দিন মুনের টাইম আসলে বুঝতে পারবেন । যেখানে একই নিজে একটা কথা বললে ১০ টা বলে দি সেখানে কি আমার নাইকা দূর্বল হয় রোদের এমন করার পিছনে অনেক কারণ আছে ১st part পড়ে তো আর বুঝা যায় না একটু ধর্য্য ধরেন আর কেমন হইছে জানাবেন । ভালো না লাগলেও ইগনোর ভুল ত্রুটি বলার অধিকার আছে কিন্ত অসম্মান করার অধিকার নেই ।

হ্যাপী রিডিং )

# Mr Devil
(A psycho loce Story)
লেখক: নুসরাত জাহান অংকুর
পার্ট_৩

রোদ: তোমাকে নামতে বলছি নামো
মুন: কিন্ত আমরা এখানে কি করতে আসছি ( অবাক হয়ে)
রোদ একটা কঠিন লুক দিলো

মুন: নামছি তো অভাবে তাকানোর কি আছে আজব ( বির বির করে)

মুন আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে বের হয়

রোদ গাড়ি থেকে বের হয়ে মুনের হাত ধরে শপিং মলে ঢুকে পড়ে।

শপিং মলে রোদ মুনের জন্য ড্রেস কিনছে আর সেগুলো মুনকে পরে দেখাতে হচ্ছে ।

মুন: উফফ অসহ্য এতো গুলো কেউ পড়ে যা ভারী ভারী ।

রোদ: কেউ পড়ে না তুমি পড়বে নাও এই শাড়িটা পরে আসো
মুন: না না আমি শাড়ি পড়বো না
রোদ: যা বলছি তাই কর
মুন: কিন্ত
রোদ: মুন এটা শপিং মল বলে ভেবো না যে পার পেয়ে যাবে আমাকে রাগিও না

মুন কিছু না বলে শাড়ি পড়তে যায়

মুন: এই লোকটা কখন কি করে বুঝি না এই সব শাড়ি পুড়িয়ে দিয়েছিল এখন আবার শাড়ি পড়তে বলছে তবে উনার পছন্দ আছে

মুন শাড়ি পড়ে বেরিয়ে বলে

মুন: এই নিন দেখুন

আর একটা শাড়ি এগিয়ে দিয়ে

মুন: কি এটা ও পরতে হবে (শাড়ি দেখতে দেখতে )
কিন্ত আপনার কি মাথা ঠিক আছে এটা ত পাতলা শাড়ি

মুন সামনে তাকিয়ে অবাক এ তো রোদ না অন্য একটা লোক

মুন লোকটাকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে আসে দৌড়াতে গিয়ে সামনে রোদকে দেখে জড়িয়ে ধরে

রোদ মুনের হাত ধরে টানতে টানতে একজনকে বলে সব প্যাক করে পাঠিয়ে দিতে ।

রোদ মুনকে গাড়িতে বসিয়ে ফুল স্প্রিড এ গাড়ি চালিয়ে বাড়ি এসে মুনকে ধাক্কা মেরে ফেলে দেয়।

রোদের মুখ দেখে বুঝা যাচ্ছে রোদ খুব রেগে আছে

মুন: রোদ আমি
রোদ: ওই লোকটা কে কিসের সম্পর্ক ওর সাথে( রেগে)
মুন: আমি চিনিনা লোকটাকে
রোদ: মিথ্যে ( চিৎকার করে)

রোদের চিৎকারে মুন ভয় পেয়ে যায়

মুন: বিশ্বাস করুন আমি
রোদ: কি বিশ্বাস করবো আমাকে ধোঁকা দিতে চাষ তাইনা আমার খাবারে বিষ মিশিয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যেতে চাইছিল এটাই তোর প্ল্যান তাইনা
মুন: আপনি এসব কি বলছেন আমি কেনো এমন করবো আপনি তো আমার স্বামী
রোদ: হা আমি তোর স্বামী আমায় এখন ভালো লাগে না অন্য কাউকে পেয়ে আমায় মেরে ফেলতে চাইছিল এটাই তোদের প্ল্যান

মুন হা করে রোদের কথা শুনছে রোদের মুখে যেমন রাগ তেমন ওর চোখ জল জল করছে
রোদ: কি হলো কথা বলছিস না কেন বল ছেলেটা কে ( মুনের মুখ চেপে ধরে)
মুন: আমি সত্যি জানিনা ছেলেটা কে
রোদ: তুই বলবি না তাই তো ঠিক আছে যতক্ষণ না বলছিস ততক্ষণ তুই ( একটু ভেবে)

মুনের হাত ধরে টানতে টানতে স্টোররুমে নিয়ে গিয়ে ফেলে দেয়

রোদ: ছেলেটা কে না বললে এখানে থাকতে হবে
মুন: রোদ প্লিজ আমাকে এখানে রাখবেন না আপনি জানেন আমার অন্ধকারে কত ভয় করে প্লিজ রোদ আমি সত্যি উনাকে চিনি না

রোদ কিছু না বলে দরজা লাগিয়ে দেয় ।

আর মুন ওপাশ থেকে ডেকে যাচ্ছে কিন্ত রোদের কোনো খোজ নেই

মুন: রোদ প্লিজ আমি সত্যি বলছি আমি লোকটাকে চিনি না প্লিজ খুলুন আমার খুব ভয় করছে ( কাদতে কাদতে)

মুন দেকেই যাচ্ছে কিন্ত রোদ ঘরে এসে সব কিছু ভাংচুর করছে

রোদ: কেনো মুন কেনো আমাকে কি একটু ভালোবাসা যায়না আমার রাগ তাই শুধু দেখলে আমার ভালোবাসা কিছু না আমার এই শূন্য জিবনে যে তোমাকে খুব পোয়োজন কেনো বুঝো না কেনো আমি তো তোমাকে নিয়ে সুন্দর ভাবে বাঁচতে চাই কিন্ত আমার অতীত তো আমায় বাঁচতে দেয় না । না তুমি আমাকে ধোঁকা দিতে পারো না কিছুতেই না তুমি শুধু আমার তোমাকে আমি হারাতে পারবো না কখনই না

পাশের ট্রি টেবিলে লাথি মেরে ।

রোদ ফ্লোয়ে শুয়ে পড়ে

এদিকে মুন ও কাদতে কাদতে রোদকে ডাকছে কিন্ত রোদের তো সারা নেই রোদ তো সেন্স হারিয়ে শুয়ে আছে ।



অনেকক্ষণ পর
রোদের সেন্স ফিরলে রোদ তাড়াতাড়ি গিয়ে মুনের দরজার পাশে বসে

রোদ: খুব ভালোবাসি তোমায় কেনো বুঝো না কেনো

রোদ ওভাবেই বসে থাকে মুনের দরজার সামনে

কিছুক্ষণ পর
রোদের মনে হলো মুনের কোনো সাড়া নেই কেনো

রোদ দরজা খুলে দেখে মুন বেহুস হয়ে পরে আছে আর মুনের হাত দিয়ে রক্ত পড়ে শুকিয়ে গেছে

রোদের মনে একটা শুকনো ভয় কাজ করছে মুনকে হারানোর ভয়

রোদ তাড়াতাড়ি মুনের কাছে গিয়ে দেখে মুনের মুখ শুখিয় গেছে রোদ মুনকে কোলে করে রুমে নিয়ে আসে

রোদ: মুন এই মুন কথা বলো দেখো আমি তোমার সামনে এই মুন

রোদ মুনের হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখে হাতে এখন ও কাচ ফুটে আছে

রোদ যখন মুনকে রেখে চলে যায় মুন অনেক ভয় পায় মুন ভয়টে জড়সরো হয় তখনই কিছুর ভাঙ্গার আওয়াজ আসে মুন আরো ভয় পেয়ে পাশে ফিরতে গেলে কাচের কিছুতে হাত লেগে সেটা ভেঙ্গে মুনের হাতে কাচ ফুটে যায় আর অনেক রক্ত পড়ে বলে মুন সেন্স হারায় ।



একজন ডক্টর মুনকে দেখছে

ডক্টর: উনি তো অতিরিক্ত ভয় পেয়ে গেছেন মুখ শুখিয়ে গেছে ।
রোদ: ডক্টর ভয়ের কিছু নেই তো
ডক্টর: হাতে অনেক রক্ত পরছে সেন্স না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না
রোদ : বলা যাচ্ছে মানে কি ( রেগে)
ডক্টর: সেটা আপনাদের বুঝার উচিৎ ছিল এতো ভয় কি করে পেলো অনেক ভয় আর রক্ত পড়ার কারণে উনার সেন্স হারিয়ে গেছে সেন্স ফিরলে তখন বুঝা যাবে

রোদ কিছু বলতে যাবে কিন্ত ওর বডিগার্ড জন বলে

জন: চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি

ডক্টর চলে গেলো

রোদ মুনের পাশে বসে আছে মুনের হাতে সেলাইনে দেওয়া অন্য হাতে ব্যান্ডেজ

রোদের চোখ দিয়ে পানি পড়ছে

রোদ: বিশ্বাস করো আমি তোমাকে আঘাত করতে চাইনি কিন্ত আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি তোমাকে হারানোর ভয় সব সময় আমায় কুরে কুরে খায় ( মুনের হাত নিজের ২হাতের মধ্যে নিয়ে)
খুব ভালোবাসি তোমায় বিশ্বাস করো আমি তোমাকে হারাতে চাইনা । তোমার সাথে ভালো থাকতে চাই কিন্ত আমার অতীত

বলতে বলতে রোদের চোখের পানি মুনের হাতে পরলো

রোদ: প্লিজ সুস্থ হয়ে যাও তোমাকে এভাবে দেখতে পারবো না আমি তুমি ছাড়া আমার কেউ নেই কেনো বুঝো না

রোদ খেয়াল করলো মুন পিট পিট করে চোখ খুলছে রোদের যেনো জানটা ফিরে আসলো

রোদ: মুন এই মুন এই দেখো আমি তোমার রোদ

মুন: পা..নির.. খা.. ব ( কাপা কাপা কণ্ঠে)

রোদ তাড়াতাড়ি করে মুনকে পানি খাওয়ায়

রোদ: মুন আমি ইচ্ছা করে কিছু করিনা কেনো তুমি আমাকে বার বার রাগিয়ে দাও কেনো বলো না আমি চাইনা আমার অতীতের কাহিনী আবার হোক

তখনই জন আসে

জন: স্যার ম্যাম কে এই ওষুধ গুলো খাইয়ে দিতে বলেছে
রোদ: আচ্ছা ঠিক আছে ওষুধ গুলো রেখে যাও আর ঘরটা ক্লিন করতে বলো ।
জন: জী স্যার

জন চলে গেলো ।

রোদ: আমি তোমার জন্য আজ নিজে হাতে খাবার রান্না করবো ( মুনের হাতে নিজের ঠোঁট ছুঁইয়ে )
একটু wait করো

রোদ চলে গেলো।

মুন: কিসের অতীত এর কথা বলছে উনি উনার কি কোনো বড়ো অতীত আছে

এসব ভাবতে ভাবতে সর্ভেমেন্ট এসে রুমে পরিষ্কার করে যায়।



মুন উঠতে যায় কিন্ত হাতে অনেক বেথা শরীরে ও শক্তি নেই ।

কিছুক্ষণ পর রোদ আসে

মুন একবার রোদের দিকে তাকিয়ে অবাক মুনের মুখ থেকে আপনাআপনি

মুন: হাহাহাহহাহহহা 😂
রোদ:😕

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here