“The_Mafiya_King_PK_Sabit ১৪ নং পর্ব

0
1234

♥ #The_Mafiya_King_PK_Sabit
.
১৪ নং পর্ব
.
Writer — #S_A_Sabit
.
.
.
.
.
সেই মুখোশধারী বলে ছিল………
– এই যে তোর মুখে এতো হাসি কেন???
মৃত্যুর আগে কি খুব হাসতে ইচ্ছা করতেছে তোর???
আরও বেশী করে হাস, আরও বেশী করে হেসে নে, তুই আর কোনদিন এই পৃথিবীতে হাসতে পারবি না /
তুই জানিস আমি কে???
আমি হলাম…………………#PK /
.
তুই নাকি আমাকে খুজছিলি /
আমাকে নাকি তুই মারবি, এখন মার আমাকে, তোর সামনে আমি দাঁড়িয়ে আছি /
তুই তো এতদিন মানুষদের প্রতি কম অন্যায়-অত্যাচার করিস নি /
তাদের অভিশাপ কি বৃত্তা যাবে, তা কখনই হবে না /
তাদের অনেক ক্ষতি করেছিস /
দেশ ও সমাজের মাঝে নেশা জাতীয় দ্রব্যাদি ছড়িয়ে দিয়েছিস /
তোর হুকুমে অনেক খারাপ কাজ হয়েছে /
দেশ ও সমাজ ধ্বংস করতে চেয়েছিলি তুই /
তোর আর রক্ষা নেই /
.
নে হেসে নে, হাসি থামালি কেন???
তোর তো পৃথিবীর এটাই শেষ হাসি /
হাস না মন খুলে হাস তুই /
মুখ গোমরা করে রেখেছিস কেন???
হাস মন খুলে হাস তুই /
.
তুই কি মনে করছিলি আমাকে খুজে পাবি, আমাকে খুজে পাওয়া কি এত সহজ /
তুই আমাকে খুজছিলি না, তুই কি আমাকে দেখছিস /
দেখিস নাই তো, তুই আমাকে দেখছিস /
আমাকে দেখলেই চিনবি তুই /
.
ফাহিম আর ফুয়াদ…………………
এই কথা #PK বলতেই ফাহিম হাত ইশারা করলো, আর সব লোক ঘর থেকে বের হয়ে গেলো /
শুধু ঘরে #PK, #MK, ফাহিম, ফুয়াদ, আরাফাত আর হাবিব রইলো /
তারপর #PK #MK এর কাছে গেল, আর #MK এর মুখে থাকা মুখোশ খুলে ফেললো /
আর #PK ও তার মুখে থাকা মুখোশ খুলে ফেললো /
.
– তোরা দুইজন??? [ ডেভিল কিং অবাক হয়ে বললো আর অনেক ভয়ও পেল ]
কারণ ডেভিল কিং জানে, এরা যখন মাফিয়া হয়নি, তখনও খারাপ কাজ হতে দিত না /
আমার লেখা গল্প ও বিভিন্ন পোষ্ট পেতে #Prince_Sabit_Story এই পেজে যোগ দিয়ে সঙ্গেই থাকুন ///
লাইক, কমেন্ট ও শেয়ার করে, পাশে থাকুন ///
যেখানেই খারাপ কাজ হতো, সেখানেই এরা ঝাপিয়ে পড়তো /
আর সেখানের খারাপ কাজ গুলোকে ধ্বংস করে দিতো /
.
– হুম আমরা দুই জন /
এবার তো তুই আমাদের চিন্তে পারছিস /
আমরা সব সময় তোর আশেপাশেই ছিলাম /
আর দেখ তুই আমাদের চিনিসও /
কিন্তু আমরা #PK আর #MK এটা তুই জানিস না /
.
অনেক কথা বললাম, আর তোর সাথে কথা বলে কোন লাভ নেই /
এবার তোর পরও পারে যাওয়া সময় এসেছে /
আর যন্ত্রনা ভোগ করার সময় এসেছে, যে যন্ত্রনা তোক দিব এটাও কম হয়ে যাবে, তোর জন্য /
ফাহিম…………………
.
– এই তোরা কে কোথায় ওকে ধর / [ ফাহিম ]
.
এই কথা শুনে সঙ্গে সঙ্গেই কয়েকজন ভিতরে আসলো, আর ডেভিল কিংকে ধরে ফেললো /
এরা আসার আগেই #PK আর #MK মুখোশ পড়ে নিয়েছিল /
.
তারপর #PK এর আদেশে ডেভিল কিংয়ের গায়ের বিভিন্ন অংশের চামরা কাটা হলো, আর সেই জায়গা গুলোতে লবণ আর মরিচের গুরা দেওয়া হলো /
ডেভিল কিং যন্ত্রনায় ছটপট করতে লাগলো /
ডেভিল কিংকে কিছুক্ষণ যন্ত্রনা দেওয়ার পর, #PK ডেভিল কিংকে অনেক গুলো গুলি করলো, আর ডেভিল কিং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লো /
.
এগুলো তো আপনারা জানলেন, গতরাতের আরও কিছু ঘটনা বাকি আছে, সেগুলো এখন বলি………রাতে #PK এর কাছে ফোন আসে, #PK ফোন রিসিভ করে সালাম বিনিময় করে /
তারপর………
– হুম বল???
.
– বস ঐ ড্রাগসের মেইন লিডার কে পাওয়া গিয়েছে, আর সে হলো ডেভিল কিং /
আর আপনি তো আগে থেকে জানেন এই ডেভিল কিং আপনার বন্ধুকে মারতে চেয়েছিল /
আপনার বন্ধু তা জানতে পেরেছে, কাল সকালেই আপনার বন্ধু মিশনে বের হবে /
.
– হুম, তুই রেডি থাক আমার লোকদের নিয়ে, আর কাল যেন আমার বন্ধু সহ তার লোকদের একটি গুলিও খরচ করতে না হয়, তোরা সবাইকে মেরে দিবি /
.
– ওকে বস /
.
এই হলো ডেভিল কিংকে মারার আগের ঘটনা /
এমন সময় গাড়ি থেমে গেলো /
#PK আর #MK সহ ফাহিম, ফুয়াদ, আরাফাত আর হাবিব গাড়ি থেকে নামলো /
আর তারা বাড়ির ভিতরে প্রবেশ করলো /
তারা বাড়ির ভিতরে প্রবেশ করার আগে, তাদের মুখোশ খুলে রাখলো /
.
তারা বাড়ির ভিতরে প্রবেশ করার পর দেখলো, সাদিক চৌধুরী আর তার স্ত্রী, সাজিদ ইসলাম আর তার স্ত্রী তারা বসে গল্প করতেছে /
.
তারা প্রবেশ করতেই সাদিক চৌধুরী #PK কে জরিয়ে ধরলো /
আর সাজিদ ইসলাম #MK কে জরিয়ে ধরলো /
তারপর সাদিক চৌধুরী #PK কে ছেড়ে দিয়ে ফাহিম আর ফুয়াদকে জরিয়ে ধরলো /
আর সাজিদ ইসলাম #MK কে ছেড়ে দিয়ে আরাফাত আর হাবিবকে জরিয়ে ধরলো /
তাদের মাঝে খুশির আনন্দ বয়ে যেতে লাগলো /
.
তারপর সবাই এক সাথে খাবার টেবিলে বসলো /
সবাই এক সাথে দুপুরের খাবার খাইলো /
সবার খাওয়া শেষে, সবাই সাথে বসে রইলো এক জায়গায় /
এমন সময় সাদিক চৌধুরী বলল…………………
কিছু রহস্য………আর কিছু প্রশ্ন???
আর কমু না / পরবর্তী পর্বটি পেতে, অবশ্যই গঠন মূলক কমেন্ট করবেন /
.
.
.
.
.
বিয়ে হবে ২ জনের, তাই সবাইকে বিয়ের দাওয়া দিলাম /
বিয়ে বাড়িতে ঢুকতে হলে, অবশ্যই গিপ্ট নিয়ে আসতে হবে /
গিপ্ট নিয়ে না আসলে, বিয়ে বাড়িতে ঢুকতে দিব না /
কেমন লাগতেছে তা জানিয়ে, অবশ্যই
গঠন মূলক কমেন্ট করবেন, আশা করি ///

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here