“The_Mafiya_King_PK_Sabit ৫ নং পর্ব

♥ #The_Mafiya_King_PK_Sabit
.
৫ নং পর্ব
.
Writer — #S_A_Sabit
.
.
.
.
.
এভাবে অনেক সময় চলতে লাগলো /
এমন সময় সেখানে #PK এর উৎদ্ভব হলো /
আর #PK সবাইকে মারতে লাগলো /
তারপর যা ঘটলো………এমন সময় কেউ বললো………
– এই তোরা থাম /
তোরা এভাবে কেনও, সবার সাথে খারাপ আচরণ করতেছিস /
.
– এই তুই কেরে আমাদের বাধা দিতেছিস???
আমাদের তুই চিনিস???
আমরা কে???
আমাদের ভয়ে সারা বাংলাদেশ কাপে / [ তাদের মধ্যে একজন ]
.
– তোরে কে???
আমি ভালো করে জানি /
আমি কে???
তোরা আমাকে চিনিস না /
.
– কে তুই???
যে আমাদের সামনে বড় বড় কথা বলতেছি / [ তাদের মধ্যে একজন ]
.
– আমি কে???
তোদের পড়ে বলতেছি /
তোরা কলেজে সবার সাথে খারাপ আচরণ করা বাধ দে /
আর এখান থেকে তোরা চলে যা /
.
– না, আমরা এখান থেকে যাবো না /
তুই কি করবি রে /
আর তুই কে রে??? [ তাদের মধ্যে একজন ]
.
#PK আর কোন কথা বললো না /
তাদের সাথে কথা না বলেই, তাদের মারতে শুরু করে দিলো /
তাদের সবাই কে মারতে মারতে মাটিতে শুহাই দিলো /
তারা সবাই মাটিতে শুয়ে গড়াগড়ি খেতে লাগলো /
.
#PK এর মারা দেখে সবাই অবাক ও ভয়ও পেল /
কারণ সেই যুবকটিই #PK, যে কিনা কলেজে ক্ষেত সেজে আসতো /
যাকে নিয়ে সবাই হাসি-তামাশা করতো /
আর আজ #PK এর আসল রূপ দেখে সবাই ভয় পেয়ে গেছে /
.
আর #PK দেখতে অনেক সুন্দর ও হ্যানস্যাম /
এতো দিন সবাই জানতো যুবকটি গরিব, ক্ষেত, তার ভালো পোশাক নেই /
কিন্তু আজ #PK এর পরিচয় পেয়ে, তাদের সব ধারনা পালটে গেলো /
কারণ #PK কখনই ক্ষেত না, আর সে গরিবও না /
.
#PK তাদের বলতে লাগলো………
– আমি কে???
তোরা শুনে নে /
আমিই হলাম #PK /
.
#PK এর এই কথা গুলো শুনে ডেভিলে কিংয়ের লোক গুলো ভয় পেয়ে গেল /
আর তারা মাটি থেকে উঠে পালাতে লাগলো /
কিন্তু তারা কেউ পালাতে পারলো না /
.
কারণ #PK এর লোক কলেজের চারদিক দিয়ে ঘিরে রেখেছে /
তারা যখনে পালাতে চাচ্ছে, তখন তাদের সবাইকে #PK লোক মারতে শুরু করে দিয়েছে /
আমার লেখা গল্প ও বিভিন্ন পোষ্ট পেতে,
#Prince_Sabit_Story এই
পেজে যোগ দিয়ে সঙ্গেই থাকুন ///
লাইক, কমেন্ট ও শেয়ার করে, পাশে থাকুন ///
#PK এর লোক ডেভিল কিংয়ের লোক গুলোকে মারতে মারতে মেরে ফেললো /
তারপর তাদের লাশ #PK এর লোক নিয়ে গেল /
.
আর #PK এর সামনে ১১টি গাড়ি এসে থামলো /
#PK সেই গাড়ি গুলোর মাঝের গাড়িতে চরে বসলো /
আর #PK এর গাড়ি চলতে শুরু করলো /
#PK এর গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো /
.
আর ঐ দিকে #PK এর লোক ডেভিল কিংয়ের লোক গুলো কে শহরের মেইন পয়েন্টে ফেলে দিলো /
আর তারা সেখান থেকে চলে গেলো /
.
একটু পরেই সবাই তা দেখতে পেল /
আর সেখানে সব চ্যালেনের সংবাদিক এসে ঝরো হলো /
আর প্রত্যেকটি চ্যালেনে সংবাদটি প্রচার হতে লাগলো /
.
আর এ দিকে #PK এর গাড়ি কিছু দূর যাওয়ার পড়ে থেমে গেল /
আর #PK গাড়ি থেকে নামলো /
আর গাড়ি গুলো চলে গেল /
.
আর #PK গ্রামের মেটো পথে হাঁটতে লাগলো /
সে গ্রামের পথ ধরে হেঁটে হেঁটে বাড়ির দিকে রহনা দিলো /
একটু পড় #PK তার কুটিরে প্রবেশ করলো /
আর ফ্রেশ হয়ে খেতে বসলো /
.
আর ঐ দিকে ডেভিল কিং রেগে গেছে /
কারণ তার লোক গুলো মারা গেছে /
আর ডেভিল কিংয়ের সামনে কিছু লিডার মাথা নিচু করে আছে /
.
ডেভিল কিং বললো………
– আমার লোক গুলোকে কে মেরেছে???
.
– বস আমরা কলেজে ছন্দবেশে গেছিলাম /
আমরা জানতে পেরেছি, আমাদের সঙ্গীদের কে #PK মেরেছে / [ তাদের মধ্যে একজন ]
.
– #PK আমার অনেক লোককে মেরে ফেলতেছে /
আর তোরা কি করতেছিস???
তোরা #PK কে এখনও কেন খুজে বের করতে পারতেছিস না /
.
– বস আমাদের সব লোক #PK কে খুজতেছে, কিন্তু খুজে পাচ্ছে না /
আমরা গোপন সূত্রে জানতে পেরে ছিলাম, #PK কে যে কোন কলেজে পাওয়া যাবে /
তাই আমাদের লোক সব কলেজে #PK কে খুজতে শুরু করে দিয়েছিল /
.
কিন্তু তারা কলেজে খুজতে গিয়ে #PK কে খুজে পায় নি, পড়ে তারা ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ আচরণ করতে থাকে /
তখনেই #PK সেখানে উপস্থিত হয়, আর তাদের সবার সাথে খারাপ আচরণ করতে নিষেধ করে /
কিন্তু তা না করে, আর বেশী করে সবার সাথে খারাপ আচরণ করে /
তখনেই #PK তাদের মারতে শুরু করে, আর তাদের মারতে মারতে মেরে ফেলে /
.
#PK যখন গাড়িতে চরে কলেজ থেকে বের হয়ে যায়, তখন আমাদের কিছু লোক #PK এর গাড়ি অনুসরণ করছিল /
কিন্তু তারা গাড়ি অনুসরণ করতে গিয়ে আর ফিরে আসেনি /
#PK কলেজে যাদের মেরে ফেলেছে, তাদের যেখানে ফেলে দিয়েছে, সেখানে তাদেরও লাশ পাওয়া গিয়েছে / [ তাদের মধ্যে একজন ]
.
– আমি এ সব কিছু শুনতে চায় না, তোরা তারাতারি #PK কে খুজে বের কর /
.
– ওকে বস / [ তাদের মধ্যে একজন ]
.
আর এ দিকে #PK দুপুরের খাবার খাওয়ার পর বিশ্রাম নিতে রুমে গেল /
দেখতে দেখতে সময় যেতে লাগলো /
আর ঐ দিকে একজন বলতেছে………আমি এখানে কেন???
আমাকে এখানে কে নিয়ে এসেছে???
আমার বাকী সঙ্গীরা কই???
কেউ আমাকে এসব কিছুর উত্তর দাও???
কিছু রহস্য………আর কিছু প্রশ্ন???
আর কমু না / পরবর্তী পর্বটি পেতে, অবশ্যই গঠন মূলক কমেন্ট করবেন /
.
.
.
.
.
আমি আন্তরিক ভাবে দুঃখিত /
আমি একটু ব্যাস্ত থাকার কারাণে, গল্পের পর্বটি দিতে দেরি হলো /
কেমন লাগতেছে তা জানিয়ে, অবশ্যই
গঠন মূলক কমেন্ট করবেন, আশা করি ///

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here