অন্ধপ্রেম
Writer_Shabnaj_Hossain_Moon
#Part_7
এক সপ্তাহ হয়েছে রাজ আর শীতলের বিয়ের ,
শীতলের পরিবার এখনো মেনে নেয়নি রাজকে ,শীতলের সাথে তার পরিবার সব সম্পর্ক শেষ করে দিয়েছে ।
কেউ শীতলের ফেস দেখতে চায়না ।
.
.
.
শীতলের অন্য জায়গায় বিয়ে হওয়ার
কথা ছিলো সেটা সোসাইটির সবাই জানতো ।
বিয়ে না হওয়াতে সোসাইটির সবার কাছে বেশ হ্যেনস্তা হতে হয়েছে
শীতলের পরিবারকে ।
রাজ অনেক খুশি হয়েছে
বিকোজ সে এটাই চেয়েছিলো ।
.
.
.
রাজ এই কয়দিনে শীতলকে নানা ভাবে কষ্ট দিয়েছে ।
নানা ভাবে অপমান করেছে ।
শীতল মুখ বুঝে সব সহ্য করছে শুধু রাজের ব্ল্যাকমেইলের কারনে ,,
রাজের কথা মতো না চললে সে সোসাইটিতে ছড়িয়ে দেবে শীতলকে কিভাবে রাজ বিয়ে করেছে ,,,
শীতলের সিচিয়েশন দিনে দিনে আরো খারাপ হচ্ছে ,,,
রাজের নিকটতম আত্মীয় স্বজনেরা শীতলকে নানা ভাবে
অপমান করে বিয়ের ব্যাপারে ,,
.
.
.
শীতলকে তারা বলে রাজের সাথে বিয়ের আগে তার কোনো অবৈধ সম্পর্ক ছিলো কিনা ,,
এই টাইপের অনেক কথা শুনতে হয় তাকে ।
সে কোনো প্রতিবাধ করতে পারেনা এসবের ,,
রাজের সব অপমান মুখ বুঝে সহ্য করতে হয় তাকে ,,
আর নিরবে সবার আড়ালে বালিশে মুখ গুজে কাদে ,,
কখনো বা ওয়াশ রুমে শাওয়ার ছেড়ে চিৎকার করে যেনো কেউ না শুনতে পায় ,,
শীতলের জিবনটা জাস্ট তেজপাতা বানিয়ে দিয়েছে রাজ ,,
একটা প্রেস্টিটিউটের মতো ব্যাবহার করে শীতলকে রাজ ।
যেন শীতল কোনো সস্তা বস্তু ,,
শীতল এখনো জানেনা তার সাথে কেনো এরকম করছে রাজ ,,
কি তার অপরাধ ,,
সে যতবার রাজকে জিজ্ঞাস করেছে ততবারই রাজ তাকে বলেছে সময় হলে বলবে ,,
তার নাকি আরো কষ্ট দেওয়ার বাকি আছে শীতল কে ,,তার স্বাদ মেটেনি শীতলকে কষ্ট দেওয়ার ,,
.
.
.
একদিন শীতলকে নিয়ে একটা বিসনেজ পার্টিতে যায় রাজ ,,
সেখানে অনেক বিসনেজম্যানকে দেখতে পায় শীতল ,,যা তার পূর্ব পরিচিত ,,
ভদ্রতার খাতিরে কথা বলতে হয় শীতলের ,
সেটা রাজ দেখা মাত্রই রাগে গজ গজ করতে থাকে ,,
সে শীতলকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকলো ,,
.
.
.
.
শীতল সেদিকে খেয়াল করেনি ,,
অনেক দিন পর বাহিরে এসে সে নিজেকে মক্ত পাখি মনে করছে ,,তার ভিষন ভালো লাগছে সবার সাথে কথা বলে ,,
মনের দুঃখ কিছুটা হলেও লাঘব হলো শীতলের ,,
.
.
.পার্টিতে সবাই শীতলের প্রসংশা করেছে ,,
যেটা রাজের ভালো লাগছেনা ,,সে সহ্য করতে পারছেনা শীতলের প্রশংসা ।
শীতলের বডি ফেস কন্ঠ সব মনে মিলিয়ে সে একটা ইউনিক পার্সন হয়ে উঠেছে পার্টিতে ,,
সবাই তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছে ,,,
রাজ তো এসব দেখে একের পর এক ড্রিংক করছে ,,মুখে কিছু বলতেও পারছেনা শীতলকে সবার সামনে ,,
.
.
.
একটা লোক রাজকে বললো ,,
_মিঃ রাজ আপনি লাইফে একটা ভালো কাজ করেছেন মিসেস শীতলকে বিয়ে করে ,,
উনার মতো লেডিকে কাছে পাওয়া মানে আসমান হাতে পাওয়া ,,
আপনার সফলতা মিসেস শীতলের মতো ভাগ্যবতির হাত দিয়েই তর তর করে উপরে উঠবে দেখবেন ।
.
.
.
আরেকটা লোক বললো,,,
_মিঃ রাজ আপনার ওয়াইফ এতো সুন্দরি কি বলবো ,,দেখবেন আপনাকে ছেড়ে আবার চলে না যায় ,,
আপনার বয়সের সাথে উনার বয়সের তফাত আছে ,,
এমন ওয়াইফরা সাধারনত সমবয়সি হ্যাসব্যান্ড লাইক করে ,,
ভালো করে আগলে রাখবেন আপনার ওয়াইফকে যেনো আপনাকে লাইফ থেকে বাদ না দেয় ,,
কথা গুলো বলেই সবাই রাজকে নিয়ে হাসা হাসি করলো ,,,
শীতল একটু সাইডে আসতেই রাজ তার হাত গাড়িতে বসিয়ে দেয় আর পার্টি থেকে কাউকে কিছু না বলে চলে আসে শীতলকে নিয়ে ,,,
.
.
.
রাজ রাগে চরম সীমায় পৌছেছে ,,,
সে শীতলের উপর প্রচ্ড রেগে গিয়েছে ,,
পার্টিতে যা যা হয়েছে তা সব শীতলের জন্যই হয়েছে সেটা রাজ মনে করছে ,,
আজকে সে শীতলকে তার অন্য একটা রুপ দেখাবে যা শীতল ভাবতেও পারবেনা ।
.
.
.
শীতল চেন্জ করে শুতে গেলো ,,
রাজ তখন রুমের বাহিরে ছিলো ,,,
শীতলে যখনই ঘুমে চোখ লেগে গেলো তখনই রাজ তাকে এক ঝটকায় বেডে বসিয়ে দিলো ,,,
.
.
শীতল : কি হয়েছে ??
ঘুমাতে দিবেননা নাকি ??
রাজ : আমার ঘুম হারাম করে দিয়ে তুমি ঘুমাবে তাইনা??
শীতল : আমি কখন আপনার ঘুম হারাম করলাম .
আমি এখন ঘুমাবো ,,আপনি বেশি খেয়ে ফেলেছেন ,,তাই উল্টোপাল্টো বলেছেন ।
.
.
.
রাজ : তুমি কি করেছো তাইনা ??
তুমি তোমার প্রেমিক দের দিয়ে আমাকে অপমান করেছো ,,,
তোমার প্রেমিকদের সাথে
যখন হাসাহাসি করছিলে তখন তোমার ঘুম কোথায় গিয়েছিলো ??
.
.
শীতল : কি সব আজে বাজে কথা বলছেন ??
উনারা সোসাইটির মান্যগন্য লোক ,,
ভদ্রতার খাতিরে কথা বলেছি ,,
রাজ : ঐ সব জানোয়ারদের ভদ্র বলবেনস খবরদার ,,সবকটা ক্যারেক্টারলেস ,,
অন্যের বউয়ের দিকে নজর দেয় ওসব ছোটলোকরা ,,
অবশ্য তোমার মতো মেয়েরা ওসব লোকদের লায় দেয় ।
এখন বলো কাকে তোমার
পছন্দ হয়েছে ??
কখন আমাকে মেরে চলে যাবে কারো সাথে ??
.
.
.
শীতল এবার রেগে রাজের গালে থাপ্পর দিলো ,,
শীতল : অনেক বলেছেন আপনি ।
আর না ,এবার আমি বলবো আপনি শুনবেন ,অনেক অপমান করেছেন কিছু বলিনি ।
আজকে অপমানের চরম সিমায় পৌছেছেন ।
নিজেকে সবার মতো ভাববেননা ,
আপনি একটা জানোয়ারের থেকেও নিকৃষ্ট ,
ভেবেছি আপনি কখনো ঠিক হবেন আর নিজের ভুল বুঝতে পারবেন ।
বাট আমি ভুল ছিলাম ।
আপনি কখনো মানুষ হবেননা ,,ধর্ষক কখনো মানুষ হয়না ,,
.
.
.
.
শীতল কথা গুলো বলেই রুমের বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো তখন রাজ শীতলকে একটানে বেডে ফেলে দিলো ,,
_আজকে জানোয়ার কাকে বলে তা তোমাকে দেখাবো ,,,
রাজ নিজের প্যান্টের বেল্ট খুলে হাতে নিলো ,,
নিজের শার্ট খুলে ফ্লোরে ফেলে দিলো ,,
রাজ প্রচুর ড্রিংক করেছে বিধায় তার হোশ হাড়িয়ে ফেলেছে ,,
.
.
.
_এসব কি করছেন আপনি ??
বেল্ট দিয়ে কি করবেন ??
রাজ একটা উড়না দিয়ে শীতলের হাত পা মুখ বেধে ফেললো যেনো চিৎকারের আওয়াজ কেউ না শুনতে পায় ,,
শীতলের কিছু বোঝে উঠার আগেই রাজ বেল্ট দিয়ে অমানুষের মতো শীতলকে আঘাত করতে থাকে ,,
ইচ্ছেমতো আঘাত করতে থাকে শীতলকে আর শীতল চিৎকার করে কান্না করতে থাকে বাট কেউ শুনতে পায়না তার আওয়াজ ,,
.
.
.
শীতল ব্যাথায় জ্ঞান হাড়ায় একসময় বাট রাজ তখনো থামেনি সে শীতলকে মেরে মেরে লাল বসিয়ে দিচ্ছে শীতলের গায়ে ,,,
.
.
.
একপর্যায়ে রাজ মাতাল হয়ে জ্ঞান হাড়িয়ে শীতলের পাশে উপর হয়ে শুয়ে পড়ে ,,
.
.
নিজেও জানেনা সে আজ কি করেছে ,,অমানুষের মতো শীতলকে মেরেছে তার কোনো ভ্রক্ষেপ নেই ।
.
.
.
এদিকে রোদ শীতলের উপর অভিমান ভুলে গিয়ে শীতলকে দেখতে যায় রাজের বাড়ি ,,
রাত তখন এগারোটা হয়েছে ,,তার বাবাে কাছ থেকে লুকিয়ে এতো রাতে শীতলকে দেখতে এসেছে ,,
রোদের খটকা লাগছে তাদের বিয়ে নিয়ে ,,,
শীতলের মতো মেয়ে এমন অভাদ্য হতে পারেনা ,,
বোনের মায়ার টানে সব ভুলে গিয়ে রাজের বাড়ির বাহিরে দাড়িয়ে আছে সে ,,
শুধু ভেতরে যাওয়ার অপেক্ষা,,,,,,
(কষ্ট আর ঘৃনা থেকে যে ভালোবাসার জন্ম হয় তা বেশি সুখের আর মিষ্টির হয়,রাজ একদিন শীতলকে অন্ধের মতো ভালোবাসবে যা কেউ কখনো দেখেনি ,সেই পর্ষন্ত ওয়েট করতে থাকুন)
.
.
.
চলবে,,,,,,❤❤❤❤❤
(ভুল ত্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন )