#একদিন_কাঁদবে_তুমিও
#পর্ব_৪৩
#Saji_Afroz
নাস্তা শেষে অফিসের উদ্দেশ্যে বেরুতে চাইলে তার পথ আঁটকায় ইনতিসার। সে বলল, আমার সাথেই তো যাবে নাকি?
-আমি একা আসা যাওয়া করতে পারব।
-গন্তব্য যখন একটাই কেন কষ্ট করবে বলো তো? এসো আমার সঙ্গে।
আজরা আসে। তাদের দিকে তাকিয়ে বলল, দুজনেই তাড়াতাড়ি আসার চেষ্টা করবে।
ইনতিসার বলল, উহু আজরা! অফিসের মালিক আর হিসাব রক্ষকের এর কাজ নিয়ে আইডিয়া নেই তোমার। তাই যখন তখন এসব বলো। বাসায় বসে সবটা যতটা সহজ মনেহয় ততটা না।
এই বলে ইনতিসার বেরিয়ে যায়। তার পিছু নেয় নাবীহা। আজরা আপনমনে বলল, আসলেই! কেন যে উনার মনমতো হয় না এমন কথাবার্তা বলে বসি আমি!
.
.
.
ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে তাসফিয়া। চোখে তার পানি। তাকে এভাবে দেখে পথ আটকালেন সাজেদা বেগম। জানতে চাইলেন কী হয়েছে। জবাবে সে বলল, আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায় না। আমি এখানে থেকে কী করব বলেন?
-সে বলেছে তোমাকে?
-মুখে কিছু বলতে হয় না। কর্মকান্ডে বোঝা যায়।
-কী করেছে বলো?
দাঁতে দাঁত চেপে তাসফিয়া বলল, সে এখনো অবধি বিছানায় না শুয়ে পাশে থাকা সোফায় থাকে। এটার মানে কী বোঝায় বলুন?
নিশ্চুপ সাজেদা বেগমকে ঠেলে বেরিয়ে পড়লো তাসফিয়া। সে যাওয়ার পর তিনি চ্যাঁচিয়ে সাজিরকে ডাকলেন। সাজির আসলে তিনি বললেন, নিজের বউকে এতটা অবহেলা করার মানে কী?
-জবরদস্তি বউ বলেই অবহেলা।
-সাজির!
-চিৎকার করো না মা। কী আশা করো তুমি? জোর করে বিয়ে তো দিয়েছ! জোর করে আমার মনটাও অন্য কাউকে দেবে?
-ওহহো! মন! তা বুঝি এখনো নাবীহাতেই আঁটকে আছে সেই মন?
-আছে।
-ওর সাথে কী তুই যোগাযোগ করছিস? তাহলে কিন্তু খুব খারাপ হবে বললাম।
তাচ্ছিল্যের হাসি দিয়ে সাজির বলল, তার আমাকে প্রয়োজন নেই আর। দেখা হয়েছিল শপিংমল এ। কথাই বলতে চায় না সে। সে নাকি খুব তাড়াতাড়ি বিয়ে করবে এবং আমার থেকে ঢের বেশি যোগ্যতা সম্পন্ন কাউকে। দেখেছ তো মা! তুচ্ছতাচ্ছিল্য করলে তুমি তাকে। আর সে কি না ভালো কাউকেই জীবনে পেতে চলেছে।
এই বলে সাজির নিজের রুমে চলে যায়। সাজেদা বেগম রাগান্বিত হয়ে চেয়ে রইলেন তার পথের দিকে।
.
.
.
-আজরা ভাবী তো মানতাশার বান্ধবী। তাকে একটু বল ওকে বোঝাতে! আমি সত্যিই সুন্দরভাবে আবার সবটা শুরু করতে চাই।
ফোনের ওপাশ থেকে আরশানের কথা শুনে ইনতিসার বলল, তোর মেজাজটা ঠিক করতে হবে।
-সবই করব। তুই আমার এই হেল্পটা কর।
-আমি আজরাকে বলব।
ডাইনিং টেবিলে খাবার সাজাতে ব্যস্ত আজরা। ইনতিসার ফোনে কথা বলছিল। ফোন রাখার পর আজরা বলল, আরশান ভাই নাকি?
-হু। সে বেশ অনুতপ্ত। বলছিল তুমি যেন মানতাশাকে বোঝাও, তার সাথে সবটা ঠিক করে নিতে।
-আচ্ছা।
এরইমধ্যে নাবীহা ও মানতাশা আসলো। আজরা খেতে খেতে কথাটি তুলে। মানতাশা কিছু বলার আগেই নাবীহা বলল, তুই কেন আরশানের পক্ষে বলছিস বল তো? আরশান ওর গায়ে হাত তুলেছে। এটা কোনো ছোটো ব্যাপার না আজরা।
-তাই বলে এত সুন্দর সংসারটা নষ্ট করবে?
-সে যে আবারও এমন করবে না এর গ্যারান্টি কী?
-করবে তার গ্যারান্টি কী?
নাবীহা একটু থেমে বলল, আমি মানতাশাকে একটু সময় দিতে বলছি।
ইনতিসারের দিকে আড়চোখে তাকিয়ে নাবীহা বলল, কেননা অতি সহজে মূল্যবান কিছু পেয়ে গেলে সেটা মূল্যহীন হতে সময় লাগে না।
ইনতিসার হালকা কেশে বলল, তুমি জোর করো না আজরা।
আজরা অবাক হয় এই ভেবে যে, একটু আগেই ইনতিসার মানতাশাকে বোঝাতে বলল। আবার এখন বলছে জোর না করতে। কেন? নাবীহার যুক্তিই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো বলে? কিন্তু আজরার যুক্তি কী সঠিক নয়! একটা সংসার এত সহজেই সে কীভাবে ভাঙতে দেয়! নাহ, তাকেই কিছু করতে হবে।
.
.
.
মাঝরাতে ঘুম ভেঙে গেল নাবীহার। পানির পিপাসা পায় তার। কিন্তু জগে পানি নেই। সে খালি জগটা নিয়ে নিচে নেমে রান্নাঘরে আসলো পানি নিতে। জগে পানি ভর্তি করে পেছনে ফিরে কাউকে দেখে চমকে উঠলো সে। কিছু বলতে যাবে তখনি তার মুখ চেপে ধরে ইনতিসার বলল, আমি আমি!
নাবীহা শান্ত হলে তার মুখ ছেড়ে দেয় ইনতিসার। সে বলল, আপনি এখানে?
-তোমাকে আসতে দেখে আসলাম।
-সারাক্ষণ আমায় পাহারা দেন?
-নাহ। পাশেই তো রুম। দরজা খোলার শব্দ শুনে বের হয়ে দেখলাম তুমি।
-তা আমার পিছু নেওয়ার কী প্রয়োজন ছিল?
-একা নিচে নামছ, তোমার কিছু লাগবে কিনা দেখতে এলাম।
-যা লাগবে পেয়ে গেছি।
এই বলে নাবীহা পা বাড়ায়। ইনতিসার তাকে থামিয়ে বলল, এতটা কঠোর না হলেও তো পারো?
নাবীহা তার দিকে তাকিয়ে বলল, আপনি কী চান? আমার বান্ধবীর সংসার আমি নষ্ট করি?
-নিজের জীবনকে সাজাতে বলছি তোমায়। এতে আজরার জীবন নষ্ট হবে না। ও যেমন আছে তেমনি থাকবে। ভালো থাকবে।
-এটাকে ভালো থাকা বলে না। আচ্ছা একটা কথা বলুন তো! ওর বাচ্চা হওয়ার সম্ভাবনা কম বলেই কী আমার সাথে এসব নাটক করছেন আপনি?
-আমি এমনটা ভাবিওনি কখনোই। তোমাকে আমি ভালোবাসি।
-আমার তো মনে হচ্ছে অন্যকিছু।
-বাচ্চার জন্য হলে সেই তোমাকেই কেন চাইব আমি বলো?
-সে আমি জানিনা। কিন্তু আপনাকে বলব সবুর করতে। আল্লাহ ঠিক আপনাদের কোল আলো করবেন।
এই বলে নাবীহা চলে যায়। ইনতিসার রুমে আসলে দেখলো আজরা জেগে আছে৷ তাকে দেখে কোথায় গেছে প্রশ্ন করলে বলল, শব্দ হয়েছিল বাইরে। দেখতে গেলাম।
-কিসের শব্দ?
-কিছুই খুঁজে পেলাম না।
এই বলে শুয়ে পড়ে ইনতিসার।
.
.
.
সকালের নাস্তা শেষে নাবীহা ও ইনতিসার অফিসের উদ্দেশ্যে বেরুলো। মানতাশা টিভিতে গান ছেড়ে শুনছে। আজরা এসে টিভি বন্ধ করতেই মানতাশা বলল, কিছু বলবি?
-হু।
-বল?
-আমি চাই তুই একটাবার আরশান ভাই এর সঙ্গে দেখা কর।
তার কথা শুনে বিরক্তভরা কণ্ঠে মানতাশা বলল, এসব ছাড়া আর কী বলবি বল?
-তুই এভাবে নিজের সুন্দর সংসারটাকে শেষ করে দিবি?
-ওহ প্লিজ আজরা! ওটা কোনো সুন্দর সংসার ছিল না। জাহান্নাম ছিল আমার জন্যে।
-কিন্তু তুই যেমন চেয়েছিস তেমনই তো ছিল! তোর ভুলের জন্যই খারাপ হয়েছে তোর সঙ্গে। এটা তুই মানিস না?
এদিকে মাঝপথে নিজের ফোন না পেয়ে বিচলিত হয়ে নাবীহা বলল, আমি ফোন আনতে ভুলে গেছি। বাসার দিকে যাবেন প্লিজ?
ইনতিসার বলল, ব্যাগে দেখেছ ভালো করে?
-জি।
-তবুও আমি ফোন করে দেখি। দেখো ব্যাগের ফাঁকে রয়েছে কিনা।
এই বলে রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ফোন করলো ইনতিসার। কিন্তু রিং বাজলো না আবার অপরপাশে কেউ রিসিভও করলো না।
নাবীহা বলল, ওরা নিশ্চয় নিচে। তাই শুনছে না।
-তবে চলো। ফোনের প্রয়োজন তো নিশ্চয় রয়েছে।
এই বলে বাসার দিকে গাড়ি ঘুরালো ইনতিসার।
অনেকক্ষণ যাবত বোঝানোর পরেও মানতাশা বুঝতে নারাজ। সে কোনোমতেই আরশানের সঙ্গে দেখা করতে চায় না। একপর্যায়ে বিরক্ত হয়ে বলল সে, তোর চেয়ে নাবীহার বোঝার ক্ষমতা বেশি। তাইতো সে আমার পক্ষে রয়েছে। তুই আমার বান্ধবী হয়ে ওই আরশানের পক্ষেই বলে যাচ্ছিস।
আজরা একটু থেমে বলল-
তুই এমন কারো কথা শুনছিস যার কিনা লাইফে সুখ বলতে কখনো কিছু ছিল, না আছে! সে কিভাবে অন্যের সুখ সহ্য করবে?
আজরার মুখে এমন কথা শুনে চমকালো মানতাশা। সে তো এভাবে কথা বলেনা কখনো! মানতাশা বলল, মানে?
আজরা বলল-
কিছু মনে করিস না। আমি যা বলছি ঠিক কিনা তুই ভেবে দেখ তো? নাবীহা সংসারের মানে কী বুঝবে? তার নিজের কী সংসার হয়েছে এখনো!
-সবকিছুর এক্সপেরিয়েন্স থাকতে হবে? এমনিতেই মতামত জানানো যায়না বুঝি? আর ও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে।
-আমি যদি ও হিংসুটেও?
-কী বলছিস?
-হু। সে নিজে সুখে নেই। তাই তো আর কারো সুখ হজম হয় না।
-তোর সাথে কিছু করেছে?
-আমি তাকে কতবার বলে এখানে আনতে পেরেছি জানিস? সে আসবেই না। কেন বল তো?
-কেন?
-কারণ আমার সুখ সে দেখতে পারছে না। তাইতো আমাকে বলে মা বাবার কাছে গিয়ে থাকতে। অথচ একটা মাস ইনতিসার একা কিভাবে থাকবে? ভালো চাইলে বলতো ওর কাছেই থাকতে। তাইনা?
-হুম।
-সে নিজে হতদরিদ্র, পরিচয়ের ঠিক নেই, সাজিরও ছেড়ে চলে গেছে। নিজের জীবনের ডিপ্রেশনের শেষ নাই অন্যজনের টা কী বুঝবে? নাহয় তুই এত বড়ো ঘরের বউ। কোথায় তোকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেবে তা না। উল্টাপাল্টা বোঝাচ্ছে। এসব হিংসে নয় তো কী বল?
মানতাশা কিছু বলার আগে আজরা বলল, চুলোয় তরকারি দিয়েছিলাম। দেখে আসি। আমার কথা ভাব তুই।
এই বলে সে চলে যায়। এদিকে মানতাশা দেখলো নাবীহাকে। সে কিছু বলতে যাবে তখনি নাবীহা বলল, ফোনটা রেখে গিয়েছি ভুলে।
উপরে গিয়ে ফোন নিয়ে বেরিয়ে যায় নাবীহা। মানতাশা ভাবতে লাগলো, নিশ্চয় কিছু শোনেনি সে। শুনলে এমন শান্ত থাকার কথা নয়।
অফিসে পোঁছে সোজা ওয়াশরুমে আসলো নাবীহা। পানির কল ছেড়ে দিয়ে মুখে ওড়না চেপে কাঁদতে শুরু করলো সে। নিজের নামে আজরাকে এসব কী বলতে শুনলো সে! আজরা এসব বলতে পারে, নিজের কানে না শুনলে কখনো বিশ্বাস করতো না।
.
চলবে#একদিন_কাঁদবে_তুমিও
#পর্ব_৪৪
#Saji_Afroz
অফিস শেষে নাবীহার জন্য অপেক্ষা করছে ইনতিসার। নাবীহা আসলে সে তাকে গাড়িতে উঠতে বলল। নাবীহা বলল, এখন বাসায় যেতে পারব না আমি।
-কেন?
-আমাদের এক আত্নীয় এর বিয়ে কাল। একটা উপহার নিতে হবে। শপিংমল এ যাব।
-চলো আমিও যাই।
-নাহ। আজরা অপেক্ষা করছে। আপনি বরং বাসায় যান।
-তুমিও চলো। উপহার নিতে আজকাল শপিংমল এ যাওয়া লাগে? অনলাইনে অর্ডার করা যায়।
নাবীহা একথা শুনে বাসায় যেতে রাজি হয়। ইনতিসারের সঙ্গে তার বাসায় আসলো সে।
তারা ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে বসে খেতে খেতে গল্প জুড়ে দেয়৷ এক পর্যায়ে ইনতিসার নিজের ফোনটা নাবীহার দিকে এগিয়ে দিয়ে বলল, এই পেইজে দেখো তো কিছু ভালো লাগে কিনা।
মানতাশা অবাক হয়ে বলল, এটা কী হলো ভাইয়া? উপহার শুধু নাবীহাকে দিচ্ছেন?
আজরা চা নিয়ে আসলো। বলল, কী কথা হচ্ছে?
ইনতিসার সব খুলে বলল। তা শুনে আজরা বলল, তোরাও নিজেদের জন্য কিছু পছন্দ করে অর্ডার কর।
মানতাশা খুশি হয়ে বলল, তাই?
-হু।
নাবীহা বলল, প্রয়োজন নেই।
আজরার জোরাজোরিতে নাবীহাকেও একটা পোশাক পছন্দ করতে হলো।
এই আজরাকে দেখলে কে বলবে? তার মনে এতটা ক্ষোভ নাবীহার জন্যে!
রাতে নাবীহা ও মানতাশা ঘুমোতে আসে। নাবীহা ফ্রেশ হয়ে আসলে মানতাশা বলল, একটা কথা বলার ছিল।
-হু বল?
-তুই আজরাকে যতটা সাদাসিধা মনে করিস, সে কিন্তু না!
-কেন?
-ও তোর নামে আমাকে অনেক কথা বলেছে। তুই নাকি আমাদের হিংসা করিস। তাই চাস না আরশানের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক হোক।
-তাই! আর ওকে কী নিয়ে হিংসা করি?
-এই যে এই ঘরটা তোর হতে পারতো। কিন্তু হয়নি। এটা নিয়ে ভাবছে হয়তো।
অন্যসময় হলে মানতাশার কথা বিশ্বাস করতো না নাবীহা। নিজের কানে সবটা শুনেছে সে। বিশ্বাস কিভাবে না করবে!
মানতাশা বলল, আমার ওর এমন আচরণে খারাপ লাগে। তুই হিংসা কেন করবি? তুই চাইলেই তো তখন ইনতিসার ভাইকে বিয়ে করতে পারতি। প্রস্তাব তোর জন্যই আগে এসেছিল। তাইনা?
নাবীহা শুতে শুতে বলল, লাইট অফ করে ঘুমা। কাল আমার অফিস আছে।
.
.
.
পরেরদিন অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসলো নাবীহা। সে বিয়েতে যাওয়ার জন্যে তৈরী হচ্ছে। তার পোশাক দেখে আজরা বলল, এত হালকা রঙের জামা পরছিস কেন? আয় তোকে আমি আমার থেকে একটা জামা দিই। ওইটা পর।
-তার প্রয়োজন নেই৷ আমি সাদাসিধা পছন্দ করি।
-উহু নাবীহা! আজ তোকে নিজ হাতে আমি সাজাব। দেখবি বেশ কয়েকটা বিয়ের প্রস্তাব পেয়ে যাবি।
এই বলে আজরা তাকে তৈরী হতে সাহায্য করে। আজরার এমন দুমুখো আচরণের মানে যেন নাবীহা বুঝতে পারছে না। তৈরী হওয়ার পর সে বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরুলো।
বিয়ে বাড়িতে প্রবেশ করেই নাবীহা দেখা পেল সাজিরের। অবশ্য তারা এখানে আসবে এটা স্বাভাবিক। কেননা আত্মীয় তাদেরও৷
তাকে দেখে সাজির কথা বলতে চাইলেও নাবীহা বলল না। পাশ কেটে নিজের মা এর কাছে আসলো সে৷
হঠাৎ আগমন ঘটে সাজেদা বেগমের। তিনি নায়লা খাতুনের হালচাল জিজ্ঞাসা করেন। নায়লা খাতুনও একই কাজ করে বললেন, সাজিরের বউকে দেখছি না যে?
-এটা তো ভাবী তোমার মেয়েই ভালো বলতে পারবে।
নাবীহা অবাক হয়ে বলল, আমি কিভাবে?
-কেন? তুমিই তো সাজিরের মনটা ছটফটে করে দিলে।
-আমি?
-হু। ভালো কাউকে নাকি বিয়ে করছ? তো কই সে ভালো কেউ?
নাবীহার মুখটা মলীন হয়ে যায়। হ্যাঁ, সে এই কথাটা সাজিরকে বলেছিল। কিন্তু যার জন্য বলেছিল সেও তাকে ঠকালো। নিশ্চুপ নাবীহাকে দেখে তার আর বুঝতে বাকি রইলো না, এমন কিছু হচ্ছে না। নায়লা খাতুনও অবাক হয়ে নাবীহাকে বললেন, কই? তুই আমাকে কিছু জানাসনি।
-সময় হলে জানাতাম।
সাজেদা বেগম বললেন-
মিথ্যা কথা কোথাথেকে জানাবে? এমন ভাব করেছে যেন কোটিপতি তাকে বিয়ে করবে। অথচ ওমন বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও সে রাখেনা। বাপ মা এর পরিচয় এর ঠিক নাই তার আবার বড়ো কথা।
সাজির এসে সাজেদা বেগমকে টানতে টানতে নিয়ে যেতে থাকলো। তিনি তবুও বলে চলেছে-
আসছে ভালো কাউরে বিয়ে করতে! করে দেখা দেখি! এই মেয়ের জন্য আমার ছেলের সংসারে আগুন জ্বলেছে। সেও সুখী হতে পারবে না।
নাবীহা কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে বিয়ে বাড়ি থেকে।
এদিকে নাবীহাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে আজরা ও মানতাশা নানা প্রশ্ন জুড়ে দেয়। কোনো উত্তর না দিয়ে সে বলল, মাথাটা ধরেছে।
সেই থেকে বিছানায় শুয়ে আছে সে। ইনতিসারের সঙ্গেও তার দেখা হয়নি।
আজ রাতে আবারও জগ খালি দেখে পানি নিতে আসলো নাবীহা। হঠাৎ সে পুরো বাড়িটা হেঁটে হেঁটে দেখতে লাগলো। কী সুন্দর একটা বাড়ি! এত বড়ো যে হেঁটে শেষ করতে সময় লাগছে তার। এই বাড়ির বউ তো সেও হতে পারতো। এটা কী সাজেদা বেগম জানেনা?
মানতাশা ঠিকই বলেছে, এসব তার হত। আজরার না। কেন যে তখন ভালোবাসায় অন্ধবিশ্বাস করেছিল সে!
নিজের উপরে নিজের রাগ হয় নাবীহার। পানির জগ হাতে নিয়েই মেঝেতে বসে পড়লো সে। কাঁদতে লাগলো অঝোর ধারায়!
.
.
.
সকালে অফিসের উদ্দেশ্যে বেরুচ্ছে নাবীহা। মানতাশা তাকে থামিয়ে বলল, আজরা কিছু বলেছে তোকে?
-কী বিষয়ে?
-ওর এক খালাতো ভাই আছেনা? ওর জন্য কথা বলবে ভেবেছে বিয়ের জন্য। সদ্য ডিভোর্স হয়েছে।
নাবীহা কিছু বলার আগেই পেছন থেকে ইনতিসার বলল-
ডিভোর্স হয়েছে এমন কাউকে নাবীহা কেন বিয়ে করবে? আর আজরা ওর বান্ধবী হয়ে এমন একটা প্রস্তাব কিভাবে দিচ্ছে!
আজরা আসলো। সে এসব শুনে বলল-
আসলে আমি বিষয়টা ভেবেছি। এখনো ঠিক করিনি। মানতাশা বলে ফেলল!
ইনতিসার ধমকের সুরে বলল, এমন একটা বিষয় তুমি ভাবো কিভাবে?
আজরা বলল-
আমার খালাতো ভাই এর ডিভোর্স এর পেছনে তার কোনো দোষ নেই! তার ভাগ্য খারাপ যে বউ অন্য কাউকে পছন্দ করতো। বিয়ে হলেও দু’জনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
আজরা একটু থেমে বলল-
শারীরিক সম্পর্কও। নাবীহার মন ভেঙেছে, তারও ভেঙেছে। এইজন্য আমি প্রস্তাবটা দেব ভাবি। এটা কী দোষ হয়ে গেল আমার?
ইনতিসার কিছু বলতে যাবে তাকে তাড়া দেয় নাবীহা। তারা বেরিয়ে পড়ে।
মানতাশা বলল, ভাইয়ার এমন আচরণ কিন্তু আমার ভালো লাগেনি। তোর কেমন লেগেছে আমি জানিনা।
আজরা কিছু বলল না। সত্যি বলতে তারও আজ ইনতিসারের এসব একটু বাড়াবাড়িই মনে হয়েছে। সে কেন তাদের বান্ধবীদের মাঝে কথা বলল!
গাড়ি চালাচ্ছে ইনতিসার। নাবীহার দিকে চোখ পড়তেই দেখলো, তার দুচোখ ছলছলে। কী হয়েছে জানতে চায় সে। গতকাল বিয়ে বাড়ির ঘটনা খুলে বলল সে। ইনতিসার রাস্তার ধারে এসে গাড়ি থামালো।
সে বলল-
কাল ওসব আজ আবার আজরা ডিভোর্স হয়েছে এমন কারো জন্য প্রস্তাব দিচ্ছে। তুমি এসবের প্রাপ্য নও। আগেই যদি আমার সাথে বিয়েতে রাজি হতে এই দিন তোমার দেখতে হত না।
দীর্ঘশ্বাস ফেলে নাবীহা বলল, আমি মানছি সেটা।
নাবীহার দিকে তাকিয়ে ইনতিসার বলল, এখনো খুব বেশি দেরী হয়নি। তাইলে সব ঠিক করতে পারো। বাঁচতে পারো সম্মানের সাথে। বিয়ে করে নাও আমায়?
নাবীহা একটু থেমে বলল-
আর আজরা?
-সে থাকুক তার মতো। আলাদা বাড়িতে রাখব তোমায়।
নাবীহার কানে বাজতে থাকে সাজেদা বেগম ও আজরার বলা কথাগুলো। সে চোখের পানি মুছতে মুছতে বলল, রাজি হব। কিন্তু শর্ত একটাই।
-কী?
কোনো দ্বিধা ছাড়াই নাবীহা বলল, আজরাকে ডিভোর্স দিতে হবে আপনার।
.
চলবে