গোধূলী আকাশ লাজুক লাজুক ২ পর্ব -০৪

#গোধূলী_আকাশ_লাজুক_লাজুক (পর্ব-৪)
সিজন ২
লেখক— ইনশিয়াহ্ ইসলাম।

৭.
সোফার এক কোণে চুপচাপ বসে আছে মেহজা। দেখে মনে হচ্ছে তার মতো শান্ত মেয়ে বোধ হয় আর একটিও নেই! ইনায়া মেহজার সামনে বরাবর সোফায় বসে আছে। তার পাশে আছেন মাহিমা বেগম। ইমা আর ইকরা কিছুক্ষণ পর পরই রান্নাঘর থেকে এটা সেটা এনে টেবিল ভরিয়ে ফেলছে। মেহজার এই মুহূর্তে ভীষণ অস্বস্তি লাগছে। মাহিমা বেগম বললেন,
-‘মামণি? মন খারাপ নাকি!’
-‘না আন্টি। আসলে আমি তখন থেকে একটা কথা বলতে চাইছি।’
-‘হ্যাঁ বলো। এত সংকোচ কেন?’
-‘আজকে কী ম্যাম পড়াবে না?’
-‘না আজকে পড়ানোর দরকার নেই। আজকে আমরা সবাই গল্প করব।’
-‘গল্প করব?’
-‘হ্যাঁ। আমার তিন মেয়ে আজ সাথে আছে বড়টা ও এখন প্লেনে। আল্লাহ্ চাইলে আগামীকাল সে আসবে।’
-‘ভালো খবর আন্টি।’
-‘হুম। কত বছর পর আসছে!’
-‘কয় বছর হয়েছে আন্টি?’
-‘চার বছর হতে আর দুই মাস বাকি।’
-‘অনেক সময় তো।’
-‘হ্যাঁ মা!’

ইনায়া এতক্ষণে নিরবতা ভঙ্গ করল। মুঁচকি হেসে মায়ের দিকে তাকালো। মা মেয়ে ইশারায় চোখ নাড়াচ্ছে, ইশারাতেই যেন কথা সেড়ে নিচ্ছে। ইনায়া মেহজার উদ্দেশ্যে বলল,
-‘মেহজা তুমি এইচ এস সি পরীক্ষার্থী?’
-‘জ্বি আপু।’
-‘প্রিপারেশন কেমন? আর বিজ্ঞান বিভাগেই তো?’
-‘জ্বি আপু।’
-‘ভালো। স্বপ্ন কী? কী হতে চাও!’
-‘আমার ইঞ্জিনিয়ার পেশাটা ভালো লাগে। বুয়েটে পড়ার ইচ্ছা।’
-‘তাহলে তো ম্যাথ ভালো পারতে হবে। ম্যাথে কেমন?’

এই প্রশ্নের উত্তরটা ইমা এসে দিল,
-‘ম্যাথে ভালোই। তবে তাড়াহুড়ো করে অতিরিক্ত। যার ফলে সব গুলিয়ে ফেলা তার অভ্যাস।’

মেহজা লজ্জা পেল। চোখ নিচে নামায়। তখনিই শুনতে পায় কেউ বলছে,
-‘তাড়াহুড়ো টা হওয়া অস্বাভাবিক কিছু নয়, প্রায়শই সবার মধ্যে দেখা দেয়। তবে পড়ালেখার ক্ষেত্রে সিরিয়াসনেস প্রয়োজন। যা ওর মধ্যে আছে।’

মেহজা পুনরায় চোখ তুলে তাকায়। ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানের কথা শুনে ইমা মেহজার দিকে একবার আড়চোখে তাকায়। ইনায়া আর মাহিমা বেগম মুখ টিপেই হাসছেন। ইকরা এলো তার আজকের স্পেশাল ম্যেনু ‘চিকেন রেশমি কাবাব’ নিয়ে। এই খাবারটি সে দুর্দান্ত বানায়। ইরফানের বলা কথা তার কানেও গিয়েছিল। তাই সে বলে,
-‘ওর সিরিয়াসনেস নিয়ে তুই জানলি কীভাবে!’
-‘আমি দেখেছি। সেদিন যখন ওর এক্সাম নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে! কত পেয়েছিলে?’
কথাটা মেহজাকে বলল। মেহজা কাঁপা গলাতেই বলল,
-‘৪৯’
-‘৫০ এ তো?’
-‘জ্বি।’
-‘তোমার দেখছি জ্বি জ্বি করা স্বভাব। অতি ভক্তি আবার চোরের লক্ষণ। জানো তো?’

সবাই হেসে দিল এই কথা শুনে। তবে মেহজা স্তব্ধ হয়ে গেল। আবার অপমান! সে মাত্রই এই লোকটাকে ভালো মানুষ ভাবলো। আজকাল কোনো কিছুর বিশ্বাস নেই। কে কখন বদলে যায়! একটা গান আছে না? ‘সম্পর্ক বদলে গেল একটি পলকে’। না না! সম্পর্কের কিছু তো নেই। এখানে মানুষের কথা আর আচরণ বদলে গেল একটি পলকে। তাদের আবার কীসের সম্পর্ক!

ইমা চেয়েছিল মেহজাকে পড়াতে তবে ইনায়া আর ইকরা জোর করেছে আজ যেন না পড়ায়। তারা মেহজার সাথে কথা বলবে। প্রতিবেশীরা যেমন বলে। তার পড়ানোর জন্য তাদের সাধারণ প্রতিবেশীর সম্পর্ক ক্ষুণ্ণ হচ্ছে। ছোট বোনদের এমন কথা শুনে ইমা চোখ পাকায়। তবে তাদের মা যখন সাই দিলেন তখন আর কিছু বলল না। চুপ করে সেও তাদের আড্ডায় বসে।
ইরফান সেই তখনিই নিজের রুমে চলে গেছে। তার নাকি ঘুম প্রয়োজন। মেহজার এই লোকটার প্রতি ভীষণ রাগ জমা হয়েছে। সুযোগ বুঝে ঝারতে হবে।

৮.
রাস্তার এক পাশে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। কাঁধে ব্যাগ ঝুলছে। গাড়িতে বসা সিনান সেই মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। এর মধ্যে চুল খোলা রাখা মেয়েটিকে দেখতে তার ভীষণ ভালো লাগছে। জ্যাম কা’টতেই তাদের গাড়ি সামনে অগ্রসর হলো। তবে পেছনের সেই ফেলে আসা মেয়েটিকে সে পুনরায় পেছন ফিরে দেখার প্রয়োজন বোধ করল।

পঁচিশ তলা এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে সিনান কিছুক্ষণ চেয়ে রইল। এলাকাটা আভিজাত্যে মোড়া। চারিদিকেই কেমন বড়লোকি ভাব। নিজামের ফুপি এই বিল্ডিং এ থাকেন। সে এসেছে নিজামের সাথে। নিজাম তার ফুপিকে তাল দিতে এসেছে। তাল দিয়েই চলে আসবে নাকি। তাই সিনান ঠিক করল বাহিরেই অপেক্ষা করবে। নিজামের জোরাজুরিতেও যায়নি।

নিজাম চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে একটি রিকশা এসে থামে। সিনান ভালো করে দেখে সেই মেয়েটি! তার মানে মেয়েটি হয়তো এই খানেই থাকে। মেয়েগুলো সোজা ভেতরে চলে গেল। নাম এন্ট্রি করে লিফট্ ধরে। সিনান নিজামের সাথেই ছিল একসাথে নাম এন্ট্রি করা পর্যন্ত সে তার পাশেই ছিল। পরবর্তীতে সে বাহিরে এসে দাঁড়ায়। তাই এখন যখন সে ভেতরে আবার ঢোকে রিসিপশন থেকে তাকে আর কিছু বলা হলো না। সে সোজা লিফট্ এ গিয়ে ওঠে। খোলা চুলের সেই মেয়েটি বাবল গাম চিবোচ্ছে বোধ হয়! একটা ঘ্রাণ আসছে।

সে চুপ করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। তখনিই পাশে থাকা মেয়েটি বলল,
-‘কী ভাই? কোনো সমস্যা?’
সিনান ভ্রু কুঁচকে বলল,
-‘সমস্যা হবে কেন?’
-‘না মানে আপনি আমার বান্ধবীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। যা অশোভন লাগছে।’
-‘আমি বাজে দৃষ্টি দিচ্ছিনা।’
সেই মেয়েটিও এবার তার দিকে তাকায়। চোখে চোখ পড়ে। মেয়েটি বলল,
-‘আপনার আমার দিকে তাকানোটা আমার সহ্য হচ্ছে না। তাই দয়া করে অন্যদিকে তাকান।’
-‘আশ্চর্য! আপনাকে দেখছি যে সেটা কে বলল? আমি তো মিররে নিজেকে দেখছি। আপনারা কী একটু বেশিই ভাবছেন না?’
-‘ফাইজলামি পেয়েছেন? আপনি মিররে নিজেকে দেখছিলেন!’
-‘তাই তো!’
-‘মিথ্যে বলবেন না একদম। অসভ্য লোক।’
-‘কী! অসভ্য! আমি?’
-‘তা নয়তো কী? আর আপনি কোন ফ্লোরে যাবেন? বাটন ক্লিক করেন নি তো।’
সিনান একবার বাটন গুলো দেখে বলল,
-‘ওই ফ্লোরেই যাচ্ছি।’
-‘আচ্ছা তাই?’
-‘বলুন তো কার বাসা?’
-‘আমার বন্ধুর রিলেটিভস্।’
-‘বন্ধুর রিলেটিভস্ এর বাসায় আপনার কী দরকার?’
-‘আমার বন্ধু সেখানে আছে তাই।’
-‘মিথ্যাবাদী।’
-‘আচ্ছা দেখা যাক।’

আঠারো তলায় যখন তারা নামে তখন ফ্ল্যাট নম্বর A2 এর দরজার সামনেই সিনান নিজাম কে দেখতে পায়। ভাগ্যিস তখন ফ্লোর নম্বর দেখে নেয়। নাহলে এই মেয়েগুলো বেইজ্জতি করে দিত আজ।
নিজাম সিনানকে দেখে বলল,
-‘কী ভায়া! তখন যে এলে না। এখন কেন এসেছ?’
-‘তোর দেরি হচ্ছিল তাই দেখতে এলাম।’
-‘তাই নাকি? কিন্তু আমার দেরি হয়নি এই যে আমি বেরিয়ে যাচ্ছি।’
-‘তাড়াতাড়ি আয়।’

দুজন সামনের দিকে অগ্রসর হতেই একটা ডাক পেছন থেকে ভেসে আসে।
-‘নিজাম ভাইয়া!’
নিজাম পেছন ফিরে দেখল উপর তলার সিঁড়ি ডিঙিয়ে মেহজা নেমে আসছে। এসেই সে বলল,
-‘কখন এলে? আরে সিনান ভাইয়াও যে!’
সিনান মৃদু হাসে। মেহজাকে সে চেনে আরো আগে থেকে। নিজামদের বাড়িতে পরিচয় হয়েছিল। সিনান বলল,
-‘এসেছি মিনিট ছয় কী সাত হবে। বেশিও হতে পারে। সঠিক জানিনা।’

মেহজা এবার তাদের দুজনের পেছনে থাকা দুইটি মেয়ের দিকে দৃষ্টিপাত করে। একপ্রকার চেঁচিয়ে বলে,
-‘তোরা! কখন এসেছিস?’

বেনুনী করা মেয়েটি বলল,
-‘মাত্রই।’
-‘তোরা যে আসবি বললি না তো!’
-‘বলার কী আছে? ইচ্ছে হয়েছে এসেছি।’
-‘আমি তো ম্যামের কাছে পড়তে গিয়েছিলাম। আজ পড়ায়নি তাই তাড়াতাড়ি চলে এলাম। অন্য সময় হলে বসে থাকতি। সময় শেষ হয়না এমন মনে হতো। তা ভাইয়ারা! বাসায় যাবেন না?’

নিজাম বলল,
-‘না না আজকে কাজ আছে ফুপিকে বলছি পরে আসব।’
-‘সিনান ভাইয়া প্রথমবার এসেছেন। একটু কিছু খেয়ে যান। ছয় সাত মিনিটে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি।’
-‘আসলে আমরা একটু দরকারি কাজে যাচ্ছি। নেক্সট টাইম এসে খেয়ে যাব। আজ নয়। ঠিক আছে!’
-‘আসবেন কিন্তু।’
-‘অবশ্যই। ভালো থেকো।’

দুজনেই চলে গেল। মেহজা তার দুই বান্ধবী প্রথি আর অনাকে নিয়ে ভেতরে ঢুকলো। যেই মেয়েটির দিকে সিনান তাকিয়েছিল সে হচ্ছে অনা আর যে অনার সাথে আছে সে হলো প্রথি। মেহজা, অনা, প্রথি সবাই বেস্টফ্রেন্ড। সিনানরা যেতেই অনা বলল,
-‘তুই ওই বিটলাকে আবার আসতে বললি কেন? আর কী হয় ও তোদের?’
-‘নিজাম ভাইকে দেখলি না! আমার মামাতো ভাই। তার বন্ধু হলো সিনান ভাই। একেবারে তাদের গলায় গলায় ভাব। আমাদের চেয়েও বেশি।’
-‘বাব্বাহ!’
অনার কথাটা অবজ্ঞার স্বরে ছিল। মেহজা তা স্পষ্ট খেয়াল করে। সে বলল,
-‘সিনান ভাই ভালো মানুষ। আমি চিনি তাকে। পেশায় একজন মেজর। আমার জানা মতে, তার আচরণ অসংলগ্ন নয়। তুই কেন তার উপর বিরক্ত? কারণ কী!’
প্রথি বলল,
-‘চল আমি বলছি সবটা।’

তিনজন বাসায় ঢোকে। তারপর তখনকার ব্যাপার নিয়ে আলোচনা করে। তবে মেহজা তাদের আশ্বস্ত করে তেমন কিছু নয়। মানুষটা ভালো। তবে অনার মোটেও তাকে ভালো মানুষ লাগেনি। তার ছোট খালামণি একদিন বলেছিল,
-‘শোন অনা!আর্মির চরিত্রের ঠিক নেই। যত পারিস দূরে থাকিস।’
অনা তখন এইটে পড়ে। সে অবাক হয়ে বলেছিল,
-‘কেন খালামণি?’
-‘আমি একটার সাথে ঘর করি তো তাই বুঝি।’
অনা সেদিন হেসেছিল। তবে তার ছোট খালু খারাপ নয়। মানুষটা রসিক স্বভাবের। সবার সাথে মজা করে। তার খালামণি সেটাকে সহ্য করতে পারেনা। তাই ডিরেক্ট তার চরিত্রে নি’শা’না করে।
তবে এই লোক বদমাইশ। এই ব্যাটা বদ। সে স্পষ্ট দেখেছে মিররে এই লোক তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিল। মনে মনে গা’লি দিয়ে বলল, ‘লুইচ্চা!’

৯.
আজ কলেজ শেষে আইসিটি স্যারের প্রাইভেট পড়ে মেহজা বড় রাস্তা ধরে হেঁটে আসছিল। অন্য সময় রিকশা থাকে আজ আশেপাশে রিকশা নেই। যাও দুই একটা পেয়েছে তারা যাবেনা। রাস্তায় নাকি কীসের গ্যা’ঞ্জা’ম লেগেছে। তাই সে আর শুধু শুধু দাঁড়িয়ে না থেকে পা চালায়। মোড়ের মাথায় আসতেই তার হাত-পা ঠান্ডা হয়ে গেল। মেরুদন্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। কপাল থেকে এক ফোঁটা ঘাম গালে গড়িয়ে পড়ে। এক দল ছেলে দৌঁড়ে আসছে এই দিকে। সবার হাতে হকি স্টিক, ইট, পাথর, লাঠি, কারো হাতে জ্ব’লন্ত মশাল। মেহজার পা নড়ছে না। সে দিশেহারা হয়ে ওঠছে। কী করবে! সামনে অবশ্য ভাঙচুর শুরু হয়েছে। রাস্তায় টায়ার বিছিয়ে আ’গু’ন জ্বালিয়ে দিয়েছে। মেহজা যে উল্টোদিকে চলে যাবে সেই চিন্তাও মাথায় আসছেনা। তবে এই মুহূর্তে তার গা গুলিয়ে আসছে। বাম পাশের রাস্তা থেকে আরো কিছু ছেলে এগিয়ে এলো তাদের হাতেও নানান মা’রপি’ট করার সামগ্রী। দুই দল হঠাৎ করেই ঝগড়া ঝাটি শুরু করে। তারপর শুরু হয় মা’রা’মা’রি। মেহজার চোখ মুখ শুকিয়ে আসছে। শনিবার দিন তাই এদিকের দোকান গুলোও বন্ধ। হঠাৎ কয়েকটা ছেলে তার দিকে এগিয়ে আসে। সে এবার উল্টো দিকে দৌঁড় লাগায়। ছেলেগুলো এবার সমান গতিতে দৌঁড়ায়। অর্ধেক যেতে না যেতেই তারা সামনে এসে পথ আটকায়। মেহজা কেঁদেই দিবে এমন অবস্থা। ছেলেগুলো মধ্যে লম্বা, সুঠামদেহী ছেলেটি বলল,
-‘আপু তুমি এইদিকে কেন এসেছ? বাসা কোথায়!’
ছেলেটার কথা শুনে মেহজার কেন যেন একটু স্বস্তি মিলল। সে বলল,
-‘রজনীগন্ধ্যা কলণীর আমি।’
-‘এই দিকের রাস্তা তো ব্লক হয়ে গেছে। যেতে পারবেনা। আর রজনীগন্ধ্যা বললে না! আমাদের ভাই ও ওই কলণীর। আমরা ভাইকে কল করছি। দেখি কি করা যায়! তবে তুমি ততক্ষণে বড় রাস্তায় ফিরে যাও। এদিকে এসো না। আর সাবধান থাকবে, বড় রাস্তায় ও যেকোনো মুহূর্তে ওরা চলে আসবে।’

মেহজা দ্রুত গতিতে পা চালায়। বড় রাস্তায় উঠতে হবে। তাড়াতাড়ি! মেহজার পা রীতিমত ভ’য়ে কাঁপছে। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছে। চোখেও পানি টলমল করছে। কী হবে! গতবার তাদের ক্লাসের শ্রাবণী এমন হ’র’তা’লের কবলে পড়েছিল। সেই যে শ্রাবণী তার এক চোখ হারিয়েছে! আ’গু’নের গো’লা এসে তার মুখের উপর পড়েছিল। ইশ! কী য’ন্ত্র’নাদায়ক ছিল।

বড় রাস্তায় আসতেই দেখে এখানে ও মোড়ের মাথায় যেমন অবস্থা ছিল তেমনই। সে কী করবে ভেবে পাচ্ছে না। অনুভূতি শূন্য হয়ে সে ঠাই দাঁড়িয়ে রইল। তখনই তার সামনে একটা মার্সডিজ কার এসে জোরে ব্রেক কষে। সে আকস্মিক ভয়ে দু পা পিছিয়ে যায়। গাড়ির গ্লাস নামিয়ে ভেতর থেকে কেউ একজন চেঁচিয়ে ওঠে,
-‘উঠে এসো। জলদি!’
মেহজা চকিত নয়নে সেদিকে তাকায়। দেখে ইরফান ড্রাইভিং সিটে বসে আছে। মেহজা তখনও দাঁড়িয়েই আছে। ইরফান এবার রেগে গেল। সে গাড়ি থেকে নেমে এপাশের দরজা খুলে একপ্রকার ঠেলে মেহজাকে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজেও উঠে পড়ে। সামনের পুরোনো সেই কলেজ রোড দিয়ে ধুলো উড়িয়ে সাই সাই করে ড্রাইভ করে গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।

মেহজা ওই রক্তিম, শক্ত মুখভঙ্গির পুরুষের দিকে চেয়ে থাকে নির্নিমেষ। দুপুরের শেষ ভাগের এই রোদটা এসে দুজনের মুখেই ঝাপটা দেয়। এই সুন্দর লালচে কমলা রোদে গৌড় বর্ণের ইরফানকে দেখতে এত আকর্ষণীয় লাগছিল! মেহজার চোখই সরছিল না। তবে আশ্চর্যের ব্যাপার এখন তার ভ’য়ে বুক কাঁপছেনা
কাঁপছে এই গম্ভীর, সুদর্শন পুরুষের পাশে বসে থাকার কারণে।

#চলবে।
(কেমন লাগছে জানাবেন।🥺)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here