#তুমিময়_প্রেম🥀♥
#PART_08
#FABIYAH_MOMO🍁
অদম্য গতিতে ছুটছে গাড়ি। দোকানপাট, রাস্তার-ধার, দুপাশের পথচারী মানুষজন সব একেএকে পেছনে চলে যাচ্ছে গতিশীলতায়। অন্যরকম ঘোর চলে আসছিলো, হয়তো জীবনে প্রথম এই আমার চারচাকার হাইক্লাস গাড়িতে চড়া, জানালা বদ্ধ সিটবেল্ট লাগানো, এসির ঠান্ডা মাদকতায় মুগ্ধ।। মুগ্ধ? এ কেমন শব্দ? মুগ্ধ তো আমি অনুভবের অভিব্যক্তি বোঝাচ্ছি কিন্তু এখানে যে মানুষ অবস্থিত!! রাদিফ মুগ্ধ। পরিস্কার কথায় বলতে — সে আমায় র্যাগিংয়ের নামে চুল কেটেছে, আমায় ক্যাম্পাসের সামনে ইনসাল্ট করেছে! এভাবেই ছেড়ে দেওয়া যায়? নো বস! সরি! স্নিগ্ধা মম এ্যাটলিস্ট এই বদের গেম বাজাবে! হরদমে বাজাবে! ওয়েট এন্ড ওয়াচ! কোলের উপর রাখা ব্যাগটা নিয়ে পাশের খালি সিটটায় রাখলাম। আমার মনে হচ্ছে গাড়িটা আমার! ড্রাইভার এই ছাগল! ব্যাপারটা দারুন! খোচা মেরে জিজ্ঞেস করলাম,
–এই? শোনো তো! তোমার ভাতিজির নাম কি? আমার নিউ স্টুডেন্ট! আমি তার নাম জানি না? হাও রাবিশ!
মুগ্ধ মাথাটা নড়াচড়া করে কাধের বামদিকে তাকালো। সামনের লুকিং গ্লাসটা আমার দিকে ঠিক করে হাতঘড়িতে নজর দিল। ড্রাইভিং করতে ব্যস্ত সে। আমার কথার জবাব দিলনা ! চুপ। প্রশ্ন করার পর পাচঁমিনিট পেরুলো বৈকি সে সামনের সিট থেকে ড্রাইভ করতেই বলল-
— সাফিয়া তাবাস্সুম ফাইজা।
হুট করে জবাব আসবে আমি ভাবতে পারিনি। অনেকটাই বিমোহিত আমি। সে আমাকে কাইন্ডলি জবাব দেবে ইটস ইম্পসিবল ফ্যাক্ট! বাট সে জবাব দিয়েছে। কিছু বললাম না চুপ। গাড়ি এনে স্টপ করলো একটা ওয়েল সোসাইটির সাততলা বিল্ডিংয়ের সামনে। বেশ বড় উচু শান বাধানো সম্মুখ গেট দিয়ে ভেতরে ঢুকে গাড়ি এনে পার্ক করলো পাকিং লটে। সিট বেল্ট খুলে দরজা ধাক্কা দিয়ে বাইরে গিয়ে দাড়ালো। আমিও পা রাখলাম মাটিতে। সে পিছু একবার মাথা ঘুরিয়ে বলল-
— চলো। ফলো মি।
ব্যস এটুকুই বলে সে আমার আগে হাটাঁ শুরু করলো। লিফটের দরজা খুলে ভেতরে দাড়ালো এবং পকেটে দুই হাত আরামে ঢুকালো। আমি লিফটের ভেতরে এক কোনায় দূরত্ব রেখে দাড়ালাম। সে লিফটের বাটনে চাপ দিলো। লিফটের দুইপ্রান্ত থেকে দুই চকচক সিলভার রঙের দরজা এসে বন্ধ করে দিলো আমাদের এবং ধীরগতিতে উপরে উঠতে লাগলো। লক্ষ করলাম কিছুক্ষণ পর, লিফটের বাটনে নাম্বার নয় ভিন্নকিছু লিখা। সচরাচর যা দেখি লিফটের বাটনে..১,২,৩ বা ইংলিশে 1,2,3 অথবা ফ্লোর নং লিখা থাকে। কিন্তু এজায়গায় ব্যতিক্রম দেখছি। প্রতিটা বাটনের পাশে লিখা –বড় আব্বু, বড় আম্মু –মেজো আব্বু,মেজো আম্মু –ফুপি, ফুপা –আব্বু, আম্মু –রাজিব রুগ্ধ, আফিয়া সুলতানা…..এভাবে আরো কটা নাম দেখলাম। বিল্ডিং পুরোটাই সম্ভবত এই ফালতুর ফ্যামিলির। দরজা খুলে গেল লিফটের। সে পকেট থেকে একহাত বের করে লিফটকে নিচে পাঠানোর ‘ডাউন’ অপশনে চেপে দিলো। পিঠে ব্যাগ ঝুলিয়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি তার। পরিবেশ কেমন নিরিবিলি, ঠান্ডা। মানুষ থাকে বলে মনে হয়না। দৈর্ঘ্য-প্রস্থ নিয়ে বিশালাকারে একটা ড্রয়িং রুম। কাচের বড় গোল টেবিল রুমের ঠিক কেন্দ্রে সাজানো। দেয়ালে হাসোজ্জ্বল এক দম্পতির বড় ফ্রেমে ছবি টাঙানো। মাঝে একটা বাচ্চা মেয়ে কোলে বসে আছে। ছবিটা দেখতেই চিনতে আর বাকি রইলো না টিউটর হিসেবে রাজিব স্যারের মেয়ের জন্য এসেছি। মুগ্ধের বড় ভাই। জানালায় এখনো পর্দা দেওয়া। মুগ্ধ পর্দাগুলো দুইহাত দিয়ে দুইপাশে ঠেলে দিলো। মূহুর্তেই ড্রয়িংরুম আলোকিত হয়ে দুপুরের সূর্যের আলো প্রবেশ করলো। এরপর আমাকে পাশ কাটিয়ে চলে গেল দরজা দেওয়া একটি রুমের দিকে। রুমটার দরজায় নব্ ঘুরানোর পূর্বে আমার দিকে তাকিয়ে বলল-
–ওকে একটা বকা দিলে তোমার টিউশনি এখনি নট! বি এওয়ার!
ধমক দিলো নাকি শাষিয়ে বললো বোঝা মুশকিল। কারন, তার মুখের ভাবসম্প্রসারন সবসময় বিগড়ে থাকে। ধমক বা শাষানো আলাদা পর্যায় বোঝা যায়না। নব্ ঘুরালো এবং ভেতরে ঢুকে সাবধানে একহাত দিয়ে আমায় পিছু আসতে বললো। আমি গেলাম। খুব সুন্দর করে রুমটা সাজানো। দেয়ালের একপাশে নানা রঙের তুলি ডুবিয়ে আর্টিস্টের আকিবুকি। গাছ-গাছালি, লতাপাতা, প্রজাপতি সহ আরো অনেক কার্টুনের এনিমেশন ছবি দেয়ালে আকাঁ। এটা যে মেয়েদের রুম দেখলেই এক ঝটকায় বলে দিবে সবাই। মুগ্ধ চুপিচুপি বড় বিশাল লম্বাটে জানালার ওদিকটায় গেল। আন্দাজ করতে পারলাম ওর ভাতিজি, সাফিয়া তাবাস্সুম ফাইজা জানালার ওখানে গ্রিল ধরে চুপচাপ দাড়িয়ে আছে। মেয়েটার ভারী লম্বা চুল… বাতাসে বিবর্ন ফ্যাকাশের মতো উড়ছে। পড়নে আকাশী রঙের ফ্রক। মুগ্ধ ভাতিজিকে চমকে দিয়ে কোলে তুলে চক্রাকারে গোল-গোল ঘুরতে লাগল। হাসির শোরগোলে সদ্য ফোটা মিষ্ট ফুলের সুভাষের মতো পুরো রুম দিগ্বিদিক মিলিয়ে উঠলো। হাসির কলোরবে মেতে উঠলো দুজনের। এক. ফাইজার, দুই. মুগ্ধের। দুজনের খিলখিল হাসির আওয়াজে এখন মনে হলো এ বাড়িতে আসলেই মানুষজন থাকে। ফাইজা কোল থেকে হাসতে হাসতে নেমে বিছানায় বসলো।
–চাচ্চু তুমি প্রমিস করেছিলে আজ আমাকে স্রপাইজ দিবে! কোথায়? দেওনা??
মুগ্ধ হেসে দিয়ে বলল-
–ওটা সার্প্রাইজ হবে ফাইজা সোনা। তোমার সার্প্রাইজ ওখানে, ওইযে দেখো…
আঙ্গুল দিয়ে নিশানা করলো আমার দিকে। ফাইজা আমার দিকে ভালোভাবে খেয়াল করলো। দুইঠোট চিরে হেসে দিলো ফাইজা। আমার দিকে দৌড়ে লাফিয়ে জাপটে ধরলো। বাচ্চাটা আমায় পেয়ে এমন ভাব করলো বহুদিন ধরে চিনে সে। ফাইজা আমার কোমরে দুইহাত আবদ্ধ করে ঘাড় উচু করে তুলল। আর বলল-
— তুমি কি ফাইজার স্রাপাইজ??? চাচ্চুর স্পেশাল?
আমি ভ্যাবাচেকা হয়ে আছি। জবাব কি দিবো…কি বলে আশ্বস্ত করবো মুগ্ধের দিকে তাকিয়ে আছি। মুগ্ধ কিছু বলছেনা, এদিকে ফাইজাও মুখপানে জবাবের আশায় চেয়ে আছে, কিছু একটা বলে পরিস্থিতি স্বাভাবিক করতেই হবে তা নাহলে বিপর্যয়!ঠোটে হাসি টেনে বললাম-
–ফাইজা আমি তোমার সার্প্রাইজ কিনা পরে জানা যাক?? চলো আগে পরিচত হই, তারপর নাহয় সার্প্রাইজের কথা বলবো?
–ঠিকাছে,
মুগ্ধ একটা শ্বাস ছাড়লো চোখবন্ধ করে। ভাতিজি ফাইজা খুব চটপটে, পেটে তার কথা থাকেনা বললেই চলে। ভুলবশত মুখ ফসকে সার্প্রাইজের নামে আসল কথাটা কথা বলে ফেললে মম এতোক্ষনে মুগ্ধের মাথায় ঘন্টা বাজিয়ে জঙ্গিগোষ্ঠীর আচরন করে দেখাতো। মুগ্ধ ফাইজাকে টেনে নিয়ে কথার ছলে চেয়ার টেবিলে বসালো-
–ফাইজা তোমার চকলেট কিন্তু পাবেনা সোনা। তুমি চাচ্চুর কথা শুনোনি, ভেরি ব্যাড। কি বলেছিলাম মনে আছে?
–ফাইজার সব মনে আছে চাচ্চু। ফাইজা কথা ভুলে না!!…ভুলে না!! চাচ্চু আমার চকলেট দাও!!দাও দাও !! কটকিট দাও!!
মুগ্ধ তার লেফট সাইড পকেট থেকে তিনটা চকলেটের প্যাকেট বের করে টেবিলে রাখলো। ফাইজার কপালে চুমু দিয়ে বলল-
–ও তোমার নিউ টিচার ফাইজা। মিসকে জালাবে না। প্রোপ্রার্লি স্টাডি এন্ড হোমওয়ার্ক করবে। যা বুঝবেনা সব বুঝে নিবে..কেমন?
ফাইজা হেসেদুলে খিলখিল হাসিতে বলল-
–আচ্ছা চাচ্চু। ফাইজা কথা শুনবে।
হাসি মুছে মুগ্ধ আমার দিকে গম্ভীর করে তাকালো। দেখে কেউ বলবেনা, এই মুগ্ধ নামের ছেলেটা হাসতেও জানে আবার খুশি করে কথা বলতেও পারে। আমাকে দেখলে এবং বাইরের দুনিয়ায় গেলে সে হাসি উড়িয়ে গম্ভ-গাম্ভীর্য মূর্ত ধারন করে। চোখের কোটরে চক্ষুবলয় নাড়িয়ে বোঝালো ‘ফাইজাকে দেখে রাখতে’। সে রুমের বাইরে ফোনটা কানে লাগিয়ে হন্তদন্তে চলে গেল। ফাইজার পাশে একটা চেয়ার টেনে বসে পড়লাম। ও আমার দিকে টুকটুক করে তাকিয়ে আছে। কি অদ্ভুত সুন্দর চোখ ওর। মায়াবী সুন্দর বড় বড় চোখজোড়া। ছোটছোট দাতের পাটির উপর সারিতে সামনের দুটো খরগোশ দাত নেই। খরগোশের ঠিক সামনের দুটো লম্বা দাত থাকে ওই দাত দুটো ফাইজার গায়েব। তবুও মিষ্টি কোমল তার হাসি। আল্লাহ পাক নিষ্পাপ বাচ্চাদের উপর কতো সুন্দর মায়া ভরিয়ে দিয়েছেন। ফাইজাকে দেখলে মনটা মানেনা, আরো দেখতে ইচ্ছে করে। ওর হাসি দেওয়া ফুলে ওঠা গালদুটো একটু টেনে দিলাম। আর বললাম-
–ফাইজা, আমি ম…
–ফাইজা আপনার নাম জানে মিস। ফাইজার চাচ্চু ফাইজাকে সব বলেছে। যখন ফাইজার জন্য নতুন মিস আসতো তখন চাচ্চু ফাইজাকে আগেই নাম বলে দিতো। আপনার নাম মম। ম যোগ ম সমান সমান মম।
–তুমি তো ব্রিলিয়ান্ট মেয়ে দেখছি!! আমার নামের যোগ-বিয়োগ ভালোই করেছো। জানো ফাইজা একটা সিক্রেট বলি। তোমার মিসের নামটা সবাই ভুল উচ্চারন করে। কেউ বলে মমো, কেউ বলে মুমু, কেউ আবার মম্। এখন বলো কেমন লাগে নাম বিকৃত করলে?
–আপনি ওদের ঢিসুম-ঢিসুম করে মেরে দিবেন মিস। পচাঁ তারা। আপনার নামটা বলতে পারেনা। চাচ্চু বলেছে আপনি খুব ঢিসুম করে মারতে পারেন। চাচ্চুকেও মেরেছেন।
আমি নিজের সম্বন্ধে এ কথাটা এটুকু বাচ্চার মুখ থেকে শুনে অবাক হলাম। আমি মারপিট করতে পারি –কথাটা ভাতিজির কাছে শেয়ার কেন করলো? অকপট মনে কিছু গুল খাচ্ছে তার? নাকি শুদ্ধ ভাষায়, সামথিং সামথিং কাজ করছে? ধ্যাৎ! বেশি বাড়তি চিন্তা করছি। সে এসবের ‘ক’-ও ভাববেনা। আর ‘খ’-ভাবা তো দূরে থাক!
ফাইজাকে সিলেবাসের প্রথম থেকে পড়ানো শুরু করলাম। পড়ার মাঝে কথার দোটানায় ফাইজা অনেক কিছুই বললো যা আমার শোনার প্রতি এবং জানার প্রতি বিন্দুমাত্র ইচ্ছা করছিলো না। তাও প্রথমদিনের উছিলায় কিছু বললাম না। পরে বলে দিব ওর শ্রদ্ধেয় চাচ্চু নামক মুগ্ধ মহাপাপীর বিষয়ে কিচ্ছু জানতে আমি মোটেও আগ্রহী নই।
পড়ানোর একঘন্টা পেরুলো। মুগ্ধ রুমে ঢুকে বিছানায় বসলো। ফাইজা গুনের নামতা লিখছে, মম সেদিকে একমনে তাকিয়ে আছে। ফাইজার লিখার মধ্যে ভুলত্রুটি ঠিক করে দিচ্ছে সে। মুগ্ধ একটা ম্যাগাজিন নিয়ে বিছানায় পা তুলে বসেছে। ম্যাগাজিনটা কেবল লোকদেখানো বস্তু। তার আসল উদ্দেশ্য অন্যকিছু। ম্যাগাজিনের দিকে তাকানো শেষে লুকোচুরি চোখে অপলকে দেখছে ফাইজার পাশে বসা মেয়েটিকে। মমর প্রথম প্রথম অস্বস্তিকর না লাগলেও এখন ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ছেলেটা বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। ফাইজার খাতার দিকে তাকালো মম। হুট করেই চোর ধরার ভঙ্গিতে মাথা ঘুরালো পেছনে। দেখলো, মুগ্ধ ম্যাগাজিনে তাকিয়ে আছে। সে কিছু একটা গড় করে পড়ছে। মুগ্ধ মমর দিকে তাকাবে?তার দিকে তাকানো তো দূরে থাকুক, চিন্তাই সে করতে পারেনা। মম মুগ্ধের দিকে পা টু মাথা তীক্ষ্ম চোখে বুলালো। মমর অপ্রকট চাহনি মুগ্ধের ভেতরে তোলপাড় শুরু করে দিয়েছে। অস্থিরতায় মাথা ঘাবড়ে দিচ্ছে। ইশশ…কোনোভাবে যেন লুকিয়ে তাকিয়ে দেখাটা ধরা না পড়ে!! কোনোভাবেই না! মুগ্ধ উল্টো পল্টি দেয়ার জন্য নিজেকে কুল-কাম করে বলল-
–ফাইজার টিউটর মিস মম! আমার দিকে চোখ কিসের? কনসেনট্রেট আমার দিকে কেন? ইটস হ্যারেসিং মি!
“চোরের মায়ের বড় গলা”–উক্তিটা খুব করে ফলিয়ে ছাড়লো মুগ্ধ। চুরি করে নিজেই শিয়ানা সেজে কথা শোনালো। এতে ফলাফল বেশ জমে গেল বটে মম কিছুটা অপ্রস্তুত হয়ে উঠলো। একটা ছেলের দিকে আপাদমস্তক তাকানো অন্য ডিরেকশনে চলে যাচ্ছে, পরে পানি গড়ালে ভালো হবেনা, এতে খারাপ কিছু ঘটতে পারে ভেবে মম তার টিউটর পেশায় উদযোগ হলো। মুগ্ধের দিকে তাকানো বন্ধ করলো। মুগ্ধ এতে হাফ ছেড়ে বাচলো। সে ম্যাগাজিনের বই দিয়ে মুখমন্ডল আড়াল করে নিলো। এক ঢোক গিলে ঠোট উচিয়ে শ্বাস ছাড়লো। মনেমনে বলল-
–হাড়ভাঙ্গা কষ্ট হবে! মেয়ে না আগ্নেয়গিরির অগ্নুৎপাত ! কি ডেন্জারাস !
.
.
বিছানায় শুয়ে আছি। রাত বারোটা তেইশ। কারেন্ট নেই। ল্যাম্প জ্বালিয়ে পড়ার টেবিলে লেকচার কমপ্লিট করছি। পড়া জমানো আমার ভালো লাগেনা। পড়া জমলে বিশাল বিশাল অলসতা কাজ করে। কষ্ট হয়, ঘুম পায় আরো কত কি….ক্যাম্পাসে যাচ্ছি। একদল হুরোহুরি-মাতামাতি ফূর্তিতে আমোদ করছে। আরেকদল চুটিয়ে প্রেমের সাগর বানাচ্ছে। আরেকদল আমার মতো রাত দশটার পর বিটিভির মতো বইয়ে চোখ ডুবিয়ে পড়া করছে। সমস্যাটা আসলে আমাদের না। সমস্যা টা হয়তো শিক্ষা ব্যবস্থা। চিল-পিল করার, মাস্তি করার টাইম আমাদের নেই। হাতে সময় এতোই কম কিন্তু পড়া অনেক বেশি। সেমিস্টার তো চোখের পলকে হানা দিতে চলে আসে!ঠিক জলোচ্ছাসের মতো কয়েক ফুট উচু উঠে আকাশ ছুয়িয়ে বিনোদন পার্টিকে নাকানিচুবানি খাইয়ে দেয়। বেচেঁ যাই আমরা, যেচে যাই যোগ্যতায়। উত্তীর্ণ হয়ে স একটা একটা করে সেমিস্টার কভার করি। আর বাশঁ খেয়ে সেমিস্টার ড্রপ খায় ফূর্তিবাজ ও প্রেমলীলাদের। ফাইজার বাবা আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার, তার মা একজন ব্যাংকার। জয়েন্ট ফ্যামিলিতে থাকা সত্ত্বেও ক্লাস টু-য়ে পড়া বাচ্চা মেয়েটার সঙ্গ দেওয়ার কেউ নেই। ছিমছাম ফ্ল্যাটটায় একা দিন কাটায় ও। পরিবারের আরো সদস্য থাকার পরও মেলবন্ধন কম, দেখাশুনা কম। মুগ্ধ ছেলেটা তার চব্বিশ ঘন্টার বিশটা ঘন্টা ভাতিজির সাথেই কাটায়। বাকি চার ঘন্টা ক্যাম্পাসে দাপট দেখায়। ছেলেটা বড়ই অদ্ভুত!
বইয়ের পাতায় ঝিমিয়ে পড়ছি। চোখে ঘুমের ঢুলুঢুলু ভাব। সারা শরীর জুড়ে ক্লান্তিকর ভাব। বিরক্তির ভাব। বিষন্ন কাজ করছে প্রচুর। কিছুতেই মনোযোগী হয়ে চোখ খুলে মন দিতে পারছিনা । হঠাৎ দেখি ভুমভুম করে শব্দ হচ্ছে। ভাইব্রেটের আওয়াজ। কারেন্ট নেই বিধায় ফোনের ভাইব্রেট কাপুনি বেশ জমকালো হরতালেই শোনা যাচ্ছে। খুজঁতে খুজঁতে দেখি টেবিলের ভেতরে খাতার নিচে ভুলে রেখে দিয়েছি। ফোন নিলাম। স্ক্রিনে গতকালকের নাম্বার দেখে রিসিভ করলাম। মনে মনে নিশ্চিত করেছি কয়েকটা আচ্ছা করে গালি দিব! খাটি বাঙালি তরতাজা শুদ্ধ গালি! কত বড় বদমাইশ রাত বারোটা বেজে একটার কাটায় যাবে! ছেলেটা ঘাড়ে উঠে অসময়ে ফোন করে বসেছে! এজন্যই বলে ছেলেদের বেশি সুযোগ দিতে নেই। সুযোগ পেলেই চড়কা ঘুরাতে প্রেম জমাতে আসবে! আমি মুখ খুলে গালির ‘ব’ শব্দটা বলতে নিবো তার আগেই সে বলে উঠলো
–এ্যাক্সট্রেমলি সরি মিস! ফাইজার একটু প্রবলেম হয়েছে নিড হেল্প নাও! কাল স্কুল ওর! একটা প্রবলেম সল্ভ করাতে ভুলে গিয়েছেন।
নিজেকে গালির চৌদ্দগুষ্ঠি বলা থেকে বিরত করলাম। ফাইজার ভুলক্রমি, নাকি মুগ্ধের কারসাজি –হাতিয়ে দেখতে হবে। আমি বললাম-
–আমি কি তোমার মিস? তুমি আমার স্টুডেন্ট? না এক সেকেন্ড! শোনো, তোমাকে আমি সারাদিন ধোলাই দেইনি বলে ভেবেছো কুমারী মেয়েকে রাত বারোটায় কল করে পটাবো, উলাবু উলাবু করবো.. তাইনা? আপু ডাক! শুনছিস? আপু ডাকবি! মিস বলে ডাকার ফ্যাসিলিটিস আমি তোকে দেইনি! সো কল মি আপু!
–হোয়াট! আর ইউ গন? স্টুপিডের মতো কথা বলছো কেন? আমি সিনিয়র হয়ে তোমায় আপু ডাকবো? আর কি বললে? তুই! সাহস আসে কোত্থেকে তুই করে ডাকার! আমি ফ্লার্ট করতে কল করেছি? হোয়াট দ্যা সেন্ট্যান্স ম্যান!
–সেন্ট্যান্সের বিবরন গ্রামার বই খুললে পাবি! বইটা খুইলা পাল্টায়া একপৃষ্ঠা পড়িস! কাজে দিবো!
–জাস্ট শাট আপ ফাউল মেয়ে! নিজেকে কোন্ জমিদারের মেয়ে ভাবো! আমি তোমারটা খাই না পড়ি? ভাব কিসের তোমার?
–আমার ভাব কিসের আর কতপ্রকার, এইসবের ব্যাখ্যা মাথা ফাটিয়ে বলে দিছি। যদি আরো একবার বুঝতে চাস, আসিস! রড দিয়ে পিটিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে বোঝাবো! রাত আটটার পর আমায় তুই এবং তোর গ্যাংয়ের কেউ যেন কল করার সাহস না দেখায়! খবরদার! চুল কাটার কথা কিন্তু এখনো ভুলিনি!
মুখের উপর চড় মারার মতো ফোনটা কেটে দিলো মম। মুগ্ধ থেতলে ভ্যাবলা হয়ে আছে। কি হলো কি? সব মাথার উপর দিয়ে গেল। ভেবেছিলো ভাতিজির বাহানায় কথার শুরওয়াত করবে তা তো হলোই না উল্টো একচোট তুইতোকারি ভাষায় ধমকানি খেলো। ছিঃ ছিঃ….লজ্জায় মাথা কাটা। মুগ্ধ ফোনটা বুকের উপর রেখে ঠোট উল্টে বালিশে মাথা রাখলো। হকিস্টিকের তান্ডবে মাথায় আঘাত পাওয়া জায়গায় হাত দিয়ে বললো-
–মাথা আমার মেবি গেছে ইয়াররর…..
-চলবে🍁
–Fabiyah_Momo🥀🍁