শুচিস্মিতা পর্ব -০৪

#শুচিস্মিতা -৪
Tahrim Muntahana

~ আমার খুব তেঁতুল ভর্তা খেতে ইচ্ছে করছে ছোট চাচি!

ভোর হয়েছে সবে। গৃহস্থালি কাজের সূচনা হয়েছে। বাড়ি ঘর ঝাঁট মোছের কাজে নিয়োজিত বাড়ির ব‌উ, ঝি রা। কৃষক রা হালকা পাতলা খাবার খেয়ে নিজস্ব দা, কাস্তি নিয়ে বেরিয়ে পড়েছে নিজেদের ক্ষেতের উদ্দেশ্যে। স্বভাবতই তালুকদার বাড়ির দুই ব‌উ সবার আগে ঘুম থেকে উঠেছে। চা বসিয়েছে, পুরুষেরা একটু পরেই চা খেয়ে ক্ষেত দেখতে যাবে। চাষিরা কেমন কাজ করছে, কেমন ফসল হচ্ছে সেসব‌ই দেখতে যায় তিন ভাই মিলে, সাথে হাঁটাহাঁটির ফলে সকালের ব্যায়াম টা হয়ে যায়। আলাপে আলাপে তিন ভাইয়ের মধ্যকার সম্পর্ক টা যেন আরো গাঢ় হয়। আনতারা ভেবেছিলো ক্ষেত দেখতে চলে গেছে চাচারা, তাই গলার স্বর একটু উঁচিয়েই নিজের আবদার রাখলো ছোট চাচির কাছে। কিন্তু ড্রয়িং রুমে এসে চাচা, বাবাদের সাথে নতুন দুলাভাই ও তার আত্মীয়দের দেখে চরম অস্বস্তিতে পড়ে যায় আনতারা। চট জলদি মাথায় কাপড় টেনে, নিম্ন স্বরে সালাম দেয়। ফরিদ তালুকদার ভাতিজা কে দেখে মিষ্টি হেসে সালামের জবাব দেন। হাত দিয়ে ইশারা করে কাছে ডাকেন। আনতারা ছোট ছোট পা ফেলে বড় চাচার পাশে দাঁড়ান। দু চাচা তাকে বেশ‌ আদর করে, শুধু সমস্যাটা বাবার। ফরিদ তালুকদার হেসেই বললেন,

~ এত সকালে আমার মায়ের টক খেতে ইচ্ছে করছে?

চাচার আহ্লাদে আনতারার চোখ মুখ চকচক করে উঠলো। প্রতিটা মেয়েই এমন, তাকে নিয়ে বাবা চাচাদের খানিক আহ্লাদ মনের ভেতর খুশির জোয়ার বয়ে আনে। আনতারা’ও আদুরে গলায় বলল,

~ ভিষণ ইচ্ছে করছে বড়চাচা।

~ কিন্তু তেঁতুল তো নেই, মা।‌ তোর বিচ্ছু বোনটা খেয়ে ফেলেছে সব।

রান্নাঘর থেকে বড়চাচির গলা‌ ভেসে আসে। নিবিড় আনতারা’র দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যা একটু হলেও ফাতিন খেয়াল করেছে। হুট করেই রাগে শরীর রি রি করে উঠলো তার। ভেতরের রাগটা নিজের মধ্যেই রেখে বললো,

~ তুই রান্না ঘরে যা আনতারা। আমি বাজার থেকে নিয়ে আসবো।

ভিষণ ভাবে চমকায় আনতারা। ফাতিন ভাই তার জন্য বাজারে যাবে? এ বিশ্বাসের যোগ্য? আনতারা’র বড় বড় চোখের দিকে তাকিয়ে ফাতিন মুচকি হাসলো। মেয়েটা শক খেয়েছে। তবে হুট করে সে কেন এমন বললো নিজেও বুঝতে পারছে না। ঘাটালো না আর। আনতারা‌ অবাক মুখশ্রী নিয়ে রান্নাঘরে ঢুকে পড়লো। বড়চাচিকে উবু হয়ে কাজ করতে দেখে অবাকতা ভুলে বিচলিত হলো সে,

~ বড়চাচি তুমি উবু হয়ে কাজ করছো‌ কেন? তোমার না হাঁটুর ব্যাথা, আরো‌ বাড়বে। তুমি সরো আমি করছি।

মিসেস সেলিনা মুচকি হেসে সরে গেলেন। হাঁটুর ব্যাথা টা সত্যিই বেড়েছে। এসব কাজ সাধারণ তো ফারাহ আর আনতারাই করে। তবে আজ ভেবেছিলো বাড়িতে মানুষ থাকায় আনতারা ঘর থেকে‌ বের হবে না, নিজেও মেয়েটিকে ঘাটায় নি। এখন মনে হচ্ছে মেয়েটা কাজের জন্য‌ই অস্বস্তি ভুলে এসেছে‌।‌ মনের ভেতর মায়া অনুভব করলেন তিনি। সেই মায়া থেকেই মাথায় হাত রাখলেন, বিনিময়ে আনতারা মুচকি হাসলো। চা হয়ে যেতেই মিসেস কামরুন্নাহার সবাইকে পরিবেশন করলেন। জামাই এসেছে, অনেক কাজ আজকে।‌ ঠিক ভাবে জামাই আদর না করতে পারলে তালুকদার বাড়ির মান থাকবে?

~ শশুড় বাড়ির মানুষের সামনে আমাকে ছোট করিস না তারা!

নিচু করা মাথাটা উঁচু হয়। বোনের চোখের দিকে একপলক তাকিয়ে আনতারা বের হয়ে যায় ফারাহ’র ঘর থেকে। সকালের পর আর বাইরে যায় নি আনতারা, সারাটা দিন ঘরে বসে পড়ায় মশগুল ছিল। অসুস্থ থাকায় তিনটা বছর গ্যাপ গিয়েছে আনতারা’র। তার সমবয়সী রা যখন ব্যাগ কাঁধে নিয়ে হেলতে দুলতে স্কুলে যেত, আনতারা তখন বিছানায় শুয়ে থাকতো। কি যেন এক কঠিন রোগ বাসা বেঁধেছিল, তিনটা বছর আনতারা’র থেকে কেড়ে নিয়েছে। এইবার এইচএসসি দিয়ে, ভার্সিটি এক্সামের প্রিপারেশন নিচ্ছে সে। পরীক্ষা টা তেমন ভালো না হলেও, আশাবাদী কোনো এক ভার্সিটি তে চান্স পাওয়া। সাইকোলজি সাবজেক্ট টা খুব টানে তাকে, মানুষের মন পড়বে! তার মন তো কেউ পড়তে চায় না, তবে সে পড়বে‌। একদিন ঠিক সফল হবে। এসব বুকে ধারণ করেই মন লাগিয়ে পড়ছিল সে, এর মধ্যে কেয়া এসে জানায় ফারাহ তাকে জরুরি তলব করেছে। আপায়ের কথা শুনেই ফারাহ ব‌ই বন্ধ করে একপ্রকার দৌড়েই যায়। ভেবেছিল আপায় তার সাথে গল্প করতে ডেকেছে। কিন্তু ফারাহ’র উদ্দেশ্য যে ভিন্ন ছিল। আনতারা ঘর দাঁড়াতে না দাঁড়াতেই ফারাহ আবদার করে বসলো তার দেবর ননদ কে নিয়ে গ্রামটা ঘুরতে, তারা নাকি গ্রামটা ঘুরে ঘুরে দেখবে। প্রস্তাব টা সম্পূর্ণ নাকচ করায় আপায় যখন উক্ত কথাটি বললো, আনতারা’র মনে হলো সে পর হয়ে গেছে। নাহলে তার আপায় কেন এভাবে জোর করবে! কিছুটা অভিমান নিয়েই রাজি হয় আনতারা। সে তো আপায় কে ছোট করতে পারে না!

আনতারা’র অভিমান বুঝেও ফারাহ চুপ থাকে। এই ঘুরতে যাওয়ার পেছনে যে তার বিরাট উদ্দেশ্য রয়েছে। দেবরের হাবভাব সে একটু হলেও খেয়াল করেছে, এখন আনতারা’কে যদি নিবিড়ের পছন্দ হয়; সে একটুও দেরী করবে না আনতারা’কে তার সাথে নিয়ে যেতে। মেয়ে টা তার আত্মা’ই বলা চলে। মাসের পর মাস না দেখে থাকবে কিভাবে? এর থেকে ভালো দেবরের ব‌উ করে নিয়ে যাবে, দুই বোন মিলে শশুড় বাড়িতে রাজত্ব করবে। নিবিড়ের থেকে কোনোরকম পজেটিভ ইঙ্গিত পেলে, নিয়ন কে বলবে সে, দরকার পড়লে চোটপাট করবে, রাজি করিয়েই ছাড়বে। এরপর তারা তার সাথেই থাকবে, সবসময় দেখতে পাবে। কথাগুলো ভেবেই মুচকি হাসলো ফারাহ। মনে হচ্ছে সে এখনি তার সাজানো সংসার দেখতে পাচ্ছে, যেখানে তার‌ বোন তার জা হয়ে এসেছে! কত রকম ভাবনা মানুষের! নিজের স্বার্থে, নিজস্ব প্রয়োজনে কত কুটিলতা! একেকটা যেন জীবনের অংশ!

~ এই যে শুচিস্মিতা, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন?

নিবিড়ের কথায় বুক কেঁপে উঠলো আনতারা’র। একটুর জন্য ভেবেই নিয়েছিল এই বুঝি রাশিদ ভাই এসেছে। খানিক টা খুশিও হয়েছিল, আপাতত এদের বাহারি আলাপের থেকে তো বাঁচতে পারতো। কিন্তু যখন টের পেল রাশিদ ভাই না কথাটা নিবিড় বলেছে, মুখে ফুটে উঠলো রাগ। হিসহিস করতে লাগলো রাগে। নিজেকে সংযত করে বললো,

~ আমি আপনাকে অনেক বার বলেছি ভাইয়া, শুচিস্মিতা বলে ডাকবেন না। আমার পছন্দ নয়, আপনি বার বার ডেকে আমার মনটা আরো বিষিয়ে দিচ্ছেন। আর আপনাকে আমি এড়িয়ে চলবো কেন? কারণ আছে? নেই তো!

বিব্রত হলো নিবিড়। ফুফাতো বোন দের সামনে এমন অপমান নিতে পারলো‌‌ না, থমথমে হয়ে গেল মুখ। তহুরা নিবিড়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ক‌ই তার সাথে তো কথা বলে না। বার বার এড়িয়ে চলে। এই কালো মেয়ের মাঝে কি পেলো; এড়িয়ে চলার পরেও কথা বলতে আসছে‌। বিতৃষ্ণা নজরে আনতারা’র দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলো তহুরা। তহুরা’র হাত ধরে দাঁড়িয়ে আছে তার বড় বোন তিয়াশা। তিয়াশা মনে হয় কিছু একটা বুঝতে পারলো। তহুরা’র কানের কাছে ফিসফিস করে বললো,

~ আমার মনে হয় নিবিড় ভাইয়ের মেয়েটাকে পছন্দ হ‌ইছে। শেষমেষ কালো একটা মেয়েকে মনে ধরলো!

বোনের মুখের দিকে তাকালো তহুরা।‌ বোনের চোখে কেমন বিদ্রুপের হাসি, আনতারা কালো বলেই যে এমন বিদ্রুপ তহুরা বুঝতে পারলো। বিশেষ পাত্তা দিল না, বোন কে এই নিয়ে একটা কথাও সে বললো না, নিচের দিক তাকিয়ে রইল। মন পুড়ছে কেমন। হলফ করে বলতে পারবে মেয়েটা কালো হলেও মুখের গঠন, শরীরের গঠন সব মিলিয়ে মাশা‌আল্লাহ! এর জন্য‌ই হয়তো নিবিড়ের মনে ধরেছে। তহুরা একপলক নিজেকে দেখলো। সেও তো সুন্দর তাহলে নিবিড় ভাইয়ের চোখে পড়ে না কেন? নাকি সে ছ্যাচড়ার মতো তাকিয়ে থাকে বলেই এমন করে‌। আচ্ছা! কারণ টা যদি এমন হয়, আজ থেকে সেও তাকাবে না। আর কোনো ভালো ছেলে নাই নাকি? নিবিড়ের থেকে ঢের বেশি সুন্দর ছেলে বিয়ে করবে সে। নাহলে সারা জীবন সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে!

অন্যদিকে নিবিড় কড়া করে কিছু কথা শুনাতে গিয়েও চুপ হয়ে যায় ফাতিন‌ কে দেখে। এদিকেই আসছে, বোন কে কথা শুনালে নিশ্চয় সে চুপ থাকবে না! এই ভয়েই চুপ র‌ইলো। ফাতিন এসেই আগে আনতারা কে পরখ করে নিলো। মেয়েটার চোখে মুখে বিরক্তি ভাব। নরম কন্ঠে বলল,

~ কি হয়েছে আনতারা? দাঁড়িয়ে আছিস কেন? ঘুরা ঘুরি শেষ?

ফাতিন নরম গলা শুনে আনতারা’র বিরক্তি ভাব আরো বেড়ে গেল। কি যে হচ্ছে তার সাথে! মানুষ জনের ব্যবহার আর নিতে পারছে না। এভাবে ফাতিন ভাই তার সাথে কথা বলেছে? বলেনি তো! তাহলে সকাল থেকে এমন আচরণ করছে কেন? বাজারের সবথেকে ভালো তেঁতুল তার জন্য নিয়ে এসেছে, সাথে বিট লবণ, শসা! এমন আদর আনতারা’র সাথে খাপখায় না এটা ফাতিন ভুলে গেছে। বিরক্তি কন্ঠে বললো,

~ আমার ভালো লাগছে না ফাতিন ভাই। আমি এমন ঘুরাঘুরি পছন্দ করি না জানার পর‌ও আপায় কেন আমাকে বললো? ওই যে দেখেন গ্রামের মানুষ জন কিভাবে দেখছে। এমন দৃষ্টি নিতে পারছি না আমি।

ফাতিন মুচকি হাসলো। সে হয়তো বুঝেছে তার নতুন ব্যবহার আনতারা নিতে পারছে না। সেও বা কি করবে? চাইলেও আগের মতো ব্যবহার সে করতে পারছে না, কেমন যেন হয়ে যাচ্ছে। কৃষ্ণবর্ণের মুখশ্রী টা দেখলেই সে নরম হয়ে যাচ্ছে, এতে তার কি দোষ? আশেপাশে নজর ঘুরালো ফাতিন। কৃষক, কৃষাণি রা একটু পর পর এদিকেই তাকাচ্ছে, নিজেদের মধ্যে আলোচনাও করছে হয়তো! গ্রামের মানুষ জন এমন‌ই, নতুন কোনো মানুষ দেখলেই আড়চোখে দেখবে, আর যদি কোনো ছেলে-মেয়ে একসাথে থাকে তাহলে তো কথায় নেই।

~ তুই বাড়ি ফিরে যা। আমি ওদের ঘুরিয়ে আনছি নদীপাড় থেকে।

আনতারা স্বস্তি পেলো। কোনো রকম সময় ব্যয় না করে বাড়ির পথে হাঁটতে লাগলো। ফাতিন কিছুক্ষণ হেলেদুলে চলা মেয়েটার দিকে তাকিয়ে র‌ইলো। তারপর নিবিড় দের উদ্দেশ্য করে বললো,

~ আনতারা’র ব্যবহারে তোমরা কিছু মনে করো না। ছোট থেকে ফারু ছাড়া অন্য কারো সাথে মিশে নি। ঘরকুনো একদম, খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ির লোকের সাথেও কথা বলেনা। হঠাৎ করে আপায়ের এমন কথা ওর মানতে কষ্ট হয়েছে কারণ ফারু আনতারা’র অপছন্দ এমন কাজ কখনোই করে নি‌। যাই হোক চলো নদীপাড় দেখিয়ে আনি।

নিবিড় রাও আর কথা বাড়ালো না, ফাতিন কে অনুসরণ করে হাঁটতে লাগলো। ফাতিন, সে তো ঘোরের মধ্যে হাঁটছে। এত ভালো ভালো কথা সে আনতারা’র জন্য বলেছে? কিভাবে বললো? এও সম্ভব? তবে সে কি না চাইতেও ফেঁসে গেছে? কিন্তু এ যে সম্ভব নয়! কোনো কালেই সম্ভব নয়! চেষ্টা করলে ক্ষতি ছিল না, তবে মেয়েটা যে তাকে চাইবে না। কোনো দিন‌ ভুলেও চাইবে না।

~ এই দেখ আনতারা, তোর রাশিদ ভাইয়ের ব‌উ। আমি তো ঠিক ক‌ইরা নিছি কয়দিন পরেই তোর রনি ভাইরে বিয়া করামু তার পর পর‌ই রাশিদের বিয়াডাও ক‌রাইয়া আনমু।

রাজিব তাজ‌ওয়ারের স্ত্রী মিসেস মমতা কথাটা বলেই ফোন এগিয়ে দিলেন আনতারা’র দিকে। বাড়ি ফেরার পথে মিসেস মমতা জোর করে বাড়ির ভেতর নিয়ে এসেছে তাকে। বিরক্ত হলেও কিছু বলতে পারেনি। বসতে না বসতেই কথাটি তুলে ধরলেন তিনি। আনতারা মুচকি হেসে ফোনটা নিলো, কি সুন্দর! অস্পষ্ট সুরেই মুখ থেকে বেরিয়ে পড়লো। সত্যিই সুন্দর। মিসেস মমতা হাসিখুশি নয়নে আনতারা’র দিকেই তাকিয়ে আছে। হয়তো আনতারা’র রিয়েকশন দেখার চেষ্টা করছে‌। তবে বিরূপ কোনো রিয়েকশন ই করলো না আনতারা। বরং হাসি মুখেই বলল,

~ অনেক সুন্দর চাচি। রাশিদ ভাইয়ের সাথে বেশ মানাবে। যত তাড়াতাড়ি পারেন ব‌উ করে নিয়ে আসেন। একা একা থাকেন, তখন দুটো সঙ্গী পাবেন।

প্রয়োজনের তুলনায় একটু বেশীই গদগদ ভাব দেখালো আনতারা। আনতারা’র কথায় মিসেস মমতা খানিক অবাক হলেন। তার দেখায় কি তাহলে ভুল? আনতারা মিসেস মমতা’র দিকে তাকিয়ে হাসলো। চাচি যে কেন তাকে রাশিদ ভাইয়ের হবু ব‌উকে দেখাচ্ছে সে ঢের বুঝতে পেরেছে। রাশিদ ভাইয়ের মনের খবর মা হয়ে বুঝতে পারবে না? মিসেস মমতা বললেন,

~ তারাতারিই নিয়ামু। কত্ত সুন্দর ফুলের মতো মাইয়া, বাপ মা কি বসায় রাখবো? মাসে হাজার টা বিয়া আহে। তাজ‌ওয়ার বাড়ির ব‌উ হবার যোগ্য তো এমন মাইয়ায় হবে।

স্পষ্ট তাচ্ছিল্য। কথাটা যে আনতারা কে অযোগ্য প্রমাণ করতেই বললেন ঢের‌ বুঝলো আনতারা। বিনিময়ে শুধু মুচকি হাসলো। কালো মেয়ে ব‌উ হ‌ওয়ার যোগ্য নয়! নিজেও খানিকটা তাচ্ছিল্য করে বলল,

~ এমন সুন্দরী মেয়ে আসলে রাশিদ ভাইয়ের ভবঘুরে ভাব টাও চলে যাবে চাচি। তখন আর এদিক ওদিক নজর পড়বে না।

~ তুমি এত নিষ্ঠুর কেন শুচিস্মিতা? এত কেন পুড়াচ্ছো?

তাজ‌ওয়ার বাড়ি থেকে বের হয়েছে মাত্র, তালুকদার বাড়ি যেতে একটা ফসলি ক্ষেত পাড়ি দিতে হবে। সরু রাস্তায় হাঁটছিল আনতারা, এর মধ্যে করুণ কন্ঠের কথাটা শুনে পেছন ফিরে সে। রাশিদ ভাইয়ে দেখে হাসে, আজ যেন তার হাসির রোগ হয়েছে। রাশিদ অবাক হয়, এই হাসি তার পরিচিত নয়। বুকে কোথায় চিনচিনে ব্যাথা অনুভব করে।

~ ভাগ্যিস নিষ্ঠুর, রাশিদ ভাই! নাহলে তো খুঁজেই পাওয়া যেত না।

রাশিদ বড় বড় পা ফেলে আনতারা’র পাশে দাঁড়ালো। ভ্রু কুঁচকে আনতারা কে কিছুক্ষণ দেখলো। আনতারা চোখ নামিয়ে হাঁটতে লাগলো। এই ছেলের দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলে, গলা শুকিয়ে তৃষ্ণার্ত পাখির মতো ছটফট করে, পোড়ায়,

~ এমন করে তাকাবেন না রাশিদ ভাই!

~ কেন ভয় হয়?

ভড়কালো আনতারা। সহজ প্রশ্ন। তবে উত্তর নেই কেন? উত্তর খুঁজলো, হাতড়ে হাতড়েও পেল না। রাশিদের ঠোঁটের কোণে এখন মুচকি হাসি খেলা করছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললো,

~ ভয়? পাওয়ার কারণ আছে? আপনার দৃষ্টিতে আমার অস্বস্তি হয়!

মলিন হলো রাশিদের মুখশ্রী। এই মেয়ে টাকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, অথচ বিনিময়ে পেয়েছে একরাশ অবহেলা, যাতনা।

~ তুমি আমাকে ভালোবাসো না কেন শুচিস্মিতা?

~ সব কেন এর উত্তর হয় না রাশিদ ভাই।

~ তোমাকে নিয়ে ছোট্ট একটা সংসারের স্বপ্ন আমি প্রতিনিয়ত দেখি। স্বপ্ন দেখা টা কি পাপ হয়ে গেল?

~ সবাই স্বপ্ন দেখে। কিন্তু সব স্বপ্ন যে পূরণ হবার নয়। অপূর্ণ স্বপ্ন গুলো সাময়িক যন্ত্রণা দিলেও মঙ্গল জনক!

~ তবে কি আমার সংসার করার সাধ্য হলো না?

আনতারা দাঁড়িয়ে যায়। রাশিদের করুণ দৃষ্টিতে নিজেও দৃষ্টি মেলায়। কষ্ট হয়, বুক চিনচিন করে, গলা শুকিয়ে যায় যেন। তার জীবন টা এমন কেন? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তালুকদার বাড়ির গেইটের সামনে এসে গেছে। গেইট দিয়ে ঢুকতে ঢুকতে বলল,

~ এই শুচিস্মিতাদের সংসারে নয়, উপসংহারেই মানায়!

~ কালকে চলে যেতে হবে ফারাহ, আম্মা ফোন দিয়েছিল।

নিয়নের কথায় শোয়া থেকে ঝটপট উঠে বসে ফারাহ। গতকাল রাতে এলো মাত্র। ফারাহ’র মলিন মুখশ্রী দেখে নিয়নের খারাপ লাগে। তবে তার কিছু করার নেই। আবার বললো,

~ কাল আম্মার বান্ধবী আসবে নাকি, বিয়েতে আসতে পারেনি সমস্যার জন্য। মন খারাপ করো না, কয়েকদিন পর এসে আবার ঘুরিয়ে নিয়ে যাবো।

হুট করেই ফারাহ দেখলো মন খারাপ কেটে গেছে। নিজেই অবাক হলো, তবে কথা বললো না। মাথা নেড়ে ইশারা করে বিছানায় বসলো‌। নিয়নের কিছুটা রাগ হলো, এভাবে মুখে কুলুপ এঁটে বসে থেকে মেয়েটা কি বুঝাতে চাইছে? তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? আর জোর করে দিলেও তার কি? তার বিয়ে করা ব‌উ, তার কি ইচ্ছে করে না একটু গল্প করতে? বিয়ে তো সে জড়বস্তুকে করেনি, একজন মানুষ কেই করেছে। এর মধ্যেই ফারাহ বলল,

~ আমার বোন তারা কে আপনার কেমন লাগে?

অবাক হলো নিয়ন। ব‌উ বলছে শালিকে কেমন লাগে। আজব! ব‌উয়ের রূপ নিয়ে এ পর্যন্ত কথা বলতে পারলো না। ফারাহ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে এখনো। নিয়ন বললো,

~ তোমার প্রশ্নটা হ‌ওয়া উচিত ছিল আমাকে আপনার কেমন লাগে!

ভ্রু কুঁচকালো ফারাহ, পরক্ষণেই হেসে দিল। টের পেল ছেলেটার বচন ভঙ্গি, কথা বলার ধরণ বেশ গোছানো। ব‌উয়ের হাসি দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকালো নিয়ন। এত সুন্দর কেন তার ব‌উ? এই প্রশ্নের উত্তর না এলেও ফারাহ বলে উঠলো,

~ আমি জানি আমাকে আপনার ভালো লেগেছে। এমনি এমনি তো বিয়ে করেন নি।‌ যা বলেছি তার উত্তর দিন।

ফারাহ তার সাথে সহজ হচ্ছে বলে নিয়নের যেন খুশির সীমা নেই। পার্সোনালি আনতারা কে তার বেশী ভালো লাগেনি। রূপের দিক থেকে নয়, আচরণের দিক থেকে। তবে বউয়ের‌ সামনে তার বোনের দুর্নাম করা মানে সংসার ভাঙার কারণ বের করা। জেনে শুনে তো আর এই ভুল সে করতে পারে নি! তাই হেসেই বললো,

~ বেশ লাগে। কেন বলো তো?

~ আপনার ভাইয়ের হাবভাব লক্ষ্য করেছেন? আমার মনে হয় তারা কে পছন্দ করেছে। আপনার কি আপত্তি আছে কালো মেয়ে বা আমার বোন কে ভাইয়ের ব‌উ করতে?

নিয়ন ভীষণ রকম চমকালো। কি বলছে ফারাহ? যদিও সে নিবিড়ের পরিবর্তন লক্ষ্য করেছিল। তবে শালী কে ভাইয়ের বউ করবে? আম্মা কি মেনে‌ নিবে? কথাগুলো ফারাহ কে বললো না। শুধু বললো,

~ সংসার তো আমি করবো না ফারাহ। যে করবে তার যদি পছন্দ হয় আমার আপত্তি তে কি হবে!

~ আপনি নিবিড়ের সাথে আজ‌ই কথা বলবেন, মানে এখনি!

দরজায় টোকা পড়লো। নিয়ন নিজের নাকচের ব্যাপারটা জানাতে পারলো না। নিবিড় এসেছে। ফারাহ’র মুখটা যেন‌ নিমিষেই চকচক করে উঠলো। নিয়ন‌কে ইশারা দিল বলার জন্য। নিয়ন পড়েছে চিপাই, ব‌উয়ের কথা না শুনলেও ভেজাল।

~ আচ্ছা নিবিড়, আনতারা কে‌‌ তোর কেমন‌ লাগে?

নিবিড় বিব্রত হলেও, কথার মিনিং বুঝতে পেরে খুশি হলো। প্লাস পয়েন্ট,‌

~ না মানে ভাইয়া! ভালো লাগে তো। আম্মা কে বলে দেখতে পারিস।

খুশিতে চিৎকার করে উঠল ফারাহ। নিবিড় মাথা চুলকে ঘর থেকে বের হয়ে গেল। এসেছিল বাড়ি চলে যাওয়ার কথা বলতে। এখন মনে হচ্ছে, না যাওয়ায় ভালো। ফারাহ তখনি মা কে বলতে যাবে নিয়ন আটকালো। বুঝানোর সুরে বলল,

~ আগেই কাউকে বলো না। আগে মায়ের সাথে কথা বলি‌।

ফারাহ মানলো। খুশিতে এদিক ওদিক ঘুরতে লাগলো। এত খুশি লাগছে কেন? তার আশা পূরণ হবে ভেবেই যেন আকাশে‌ ডানা মেলে উড়তে লাগলো! এখন শুধু শাশুড়ি রাজি হলেই হয়!

চলবে…?

( আপনারা রিয়েক্ট দিতেও কার্পন্য করেন। সত্যিই হতাশ। অন্তত রিয়েক্ট তো করতেই পারেন।
ভুল-ত্রুটি ক্ষমা করবেন। শুকরিয়া!)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here