হঠাৎ_হাওয়া পর্ব ৯

#হঠাৎ_হাওয়া
#সুমনা_ইসলাম
#পর্বঃ০৯

পরেরদিন সকালবেলায়ই নিরুর শ্বশুর-শাশুড়ি গ্রামের বাড়ি থেকে ফিরে এল। নিরু দুজনকেই সালাম দিল। ফারহানের মা ওকে জড়িয়ে ধরে বললো, “কেমন আছো মা?”

নিরুও তার শাশুড়িকে আলতো হাতে জড়িয়ে ধরলো। দুজনের সাথেই কুশল বিনিময় করে বললো, “আপনারা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। অনেকটা রাস্তা জার্নি করে এসেছেন। ক্লান্ত লাগছে নিশ্চয়ই?”

ফারহানের মা রুমের দিকে যেতে যেতে বললো, “ফারহান অফিসে চলে গেছে?”

“জ্বি, এইতো কিছুক্ষণ আগেই বেরোলো।”

ফারহানের মা আর কিছু না বলেই ফ্রেশ হতে চলে গেলেন। বয়সের ভারে ক্লান্তি যেন একটু বেশি-ই।

___________________

দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। নিরু ওর শাশুড়ি মায়ের সাথে বসে গল্প করছে। গ্রামের পরিবেশ কেমন সেখানে কেমন দিনকাল কেটেছে এসব নিয়েই কথা বলছেন মিসেস মুক্তা। আর নিরু অধীর আগ্রহ নিয়ে সেসব শুনছে।

কথায় কথায় মিসেস মুক্তা বললেন, “এর পরের বার যখন যাবো তখন তোমাকে আর ফারহানকেও সাথে করে নিয়ে যাবো। এবারই তো সকলে বউ দেখতে চেয়েছিল। সবার মুখেই শুধু এক কথা, নতুন বউকে কেন নিয়ে আসলে না। নতুন বউ দেখবো৷ ছেলেদের মধ্যে ফারহান সবচেয়ে ছোট হওয়ায় বরাবরই অনেক আদরের ও। তাই ওর বউ দেখার জন্যও সবাই এত উতলা হয়ে আছে। বিয়েতে দাওয়াত দেয়া হয়েছিল সবাইকেই কিন্তু সবাই-ই তো আর অত দূর থেকে আসতে পারেনি।”

“মা, ওখানে কী দাদা-দাদিও আছে?”

মিসেস মুক্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “না, মা মানে আমার শাশুড়ি মারা গেছেন আজ থেকে প্রায় দশ বছর আগে। তার মারা যাওয়ার কিছুদিন পরে বাবাও পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। এখন সেখানে শুধু ফারহানের বড় কাকা আর ফুপু থাকেন।”

“ওহ।”

নিরু একটু থেমে ইতস্তত করে বললো, “মা, আমি একটু বাবার বাড়িতে যেতে চাই যদি আপনারা অনুমতি দেন তো।”

ফারহানের মা একটু হেসে বললেন, “এতে এত ইতস্তত করার কী আছে? কম দিন তো হলো না এসেছো। সেই যে বৌভাতের দিন গিয়েছিলে তারপরে তো আমরা গ্রামে গেলাম। আমি ফারহানকে বলে দেবো। ও না-হয় কাল তোমাকে নিয়ে যাবে।”

নিরু খুশি হয়ে ওর শাশুড়িকে জড়িয়ে ধরলো। খুব বেশি-ই আনন্দ হচ্ছে। কতদিন পর বাবা-মা, ভাইয়ার কাছে যাবে। শুধু ফোনে কথা বলে কী আর সাধ মেটে?

___________________

আজ সন্ধ্যার পরপরই বাসায় ফিরলো ফারহান। আগে বাবা-মায়ের সাথে দেখা করে তারপর রুমে এল। নিরু বারান্দায় বসে আছে। বাইরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখেমুখে খুশির ঝলক বিদ্যমান।

ফারহান নিজেও হেসে প্রশ্ন করলো, “আজ এত খুশি খুশি লাগছে কেন আমার বউকে?”

নিরু হাসিমুখে বললো, “আমাকে বাড়িতে নিয়ে যাবেন? আমি মাকে বলেছি মা বলেছে যেতে।”

ফারহান একটু মন খারাপ করে বললো, “তোমাকে ছাড়া থাকতে হবে আমার?”

“কেন? আপনিও তো যাবেন আমার সাথে। আমি কী একা একা যাবো না-কি?”

“একা যাবে না। আমি-ই নিয়ে যাবো। কিন্তু তোমার সাথে তো আর থাকতে পারবো না। আমার অফিস তোমাদের বাড়ি থেকে অনেক দূরে। যাওয়া-আসা ঝামেলা। আর শ্বশুরবাড়িতে থাকতে কেমন লাগবে না?”

“কেমন আবার লাগবে? আমি তো আমার শ্বশুরবাড়িতেই আছি না-কি?”

“আরে সেটা কথা না। কথা হলো আমার অফিস নিয়ে।”

নিরু একটু মন খারাপ করে বললো, “তাহলে আমাকে দিয়েই চলে আসবেন আপনি?”

“হুম। কয়দিন থাকবে? বেশিদিন কিন্তু থাকা যাবে না বলে দিলাম।”

“এক সপ্তাহ তো থাকবোই।”

ফারহান অসহায় মুখ করে বললো, “এক সপ্তাহ? এত দিন থাকবো কীভাবে তোমাকে ছাড়া?”

“এতদিন কোথায়? মাত্র সাত দিন-ই তো। কতদিন পর যাবো আর এ ক’টা দিন থাকবো না? বিয়ের আগে যেভাবে থাকতেন এখনো সেভাবেই থাকবেন।”

“বিয়ের আগে তো আর বউ ছিল না। তাই একাই থাকতে পারতাম। এখন তো বউ আছে তাই একা থাকার কথা ভাবতে পারি না। তোমাকে প্রচন্ড মিস করবো।”

“আপনি আমাকে কালকে সকালে নিয়ে যাবেন কি-না সেটা বলুন তো আগে। আমার তো আবার গোছগাছ করতে হবে।”

“আচ্ছা নিয়ে যাবো। আমার বউ আমার কাছে আবদার করেছে সেটা রাখবো না তা কী হয়। তবে শর্ত হচ্ছে পাঁচ দিন থাকতে হবে।”

নিরু করুণ স্বরে বললো, “সাত দিন প্লিজ।”

“আচ্ছা আচ্ছা। এভাবে বললে মানা করবো কী করে?”

নিরু মেকি হেসে রুমে চলে গেল ব্যাগ গোছাতে। আর ফারহান বিছানায় বসে বসে তার কাজকর্ম দেখছে। নিরু ফারহানের জামাকাপড় ব্যাগে রাখতেই ফারহান বললো, “আমার জামাকাপড় ব্যাগে রাখছো কেন?”

“আপনি যদি হঠাৎ করে চলে যান তাহলে কী পড়বেন? সাতদিন বাসায় থাকবেন বলে তো মনে হয় না।”

“তুমি আমাকে এত বোঝো কী করে বলো তো।”

“এতদিনে এটুকু বুঝতেই পারি।”

ফারহান নিরুর দিকে দৃষ্টি নিবদ্ধ করে বললো, “ভালোবাসো আমায়?”

নিরু কিছু না বলে বরাবরের মতোই চুপ করে রইলো।

ফারহান উত্তরের আশায় না থেকে নিরুকে জড়িয়ে ধরে বললো, “আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কবে নিজের মুখে বলবে?”

নিরু এবারেও কোনো উত্তর না দিয়ে চুপটি করে রইলো। সে নিজেও বুঝতে পারে যে তার মনে ফারহানের জন্য ভালোবাসার অনুভূতি আছে। কিন্তু বলতে পারে না। কোথাও একটা জড়তা এসে ভর করে। অনুভূতি গুলো স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারে না।

______________________

পরেরদিন সকালবেলা ফারহান নিরুকে নিয়ে বেরিয়ে পড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ওকে সেখানে পৌঁছে দিয়ে তারপরে অফিসে চলে যাবে। তাই একটু তাড়াতাড়িই বেরিয়েছে।

নিরুকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ফারহান চলে যেতে নিলেই নিরু ওকে আটকে দেয়। বাবা-মায়ের সাথে দেখা করে যেতে বলে। ফারহানও তাই করে। বিয়ের পর দ্বিতীয় বার শ্বশুরবাড়ি আসা হলো তার। সবার সাথে দেখা করে না গেলে ব্যাপারটা কেমন যেন অন্যরকম দেখায়।

ফারহান ভেতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিরুকে বিদায় জানিয়ে অফিসে চলে গেল।
যাওয়ার সময় বলে গেছে সম্ভব হলে রাতে আসবে। আসার সম্ভাবনাই বেশি।

সারাদিন মায়ের সাথে গল্পগুজব করে কেটে গেল নিরুর। ফারহানের সাথেও ফোনে কথা হয়েছে টুকটাক।

_________________

রাত নয়টা বাজে। ফারহান এখনো আসেনি দেখে নিরু ভাবছে ফারহান হয়তো আজকে আর আসবে না। তাই মিস করার পরিমানটাও বেড়ে গেছে। সারাদিন অন্যান্য দিনের মতো হলেও এখন ফারহানের শূন্যতা অনুভব করছে। অন্য দিনগুলোতে তো এমনিতেও দিনে বাড়িতে থাকে না কিন্তু সন্ধ্যার পরে ঠিকই আসে। আজ আসছে না বলেই এত শূন্যতা।

নিরুর মনে ফারহানের জন্য অনুভূতিগুলো ক্রমশই স্পষ্ট হয়ে ধরা দেয় নিরুর কাছে। ভেবেছে আজই বলে দেবে ফারহানকে তবে তার তো আসার নাম-গন্ধই নেই।

মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে নিরু। তার দৃষ্টি গেটের দিকে। ফারহান আসছে না-কি দেখার জন্যই মূলত সেখানে দাঁড়িয়ে থাকা।

রাত দশটায় ফারহান আসলো। নিরুর মা, বাবা, নাহিদের সাথে কথা বলে নিরুর রুমে এল। নিরু এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে।

ফারহান ফ্রেশ হয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো।

নিরু ওকে দেখে বললো, “এত লেট করলেন কেন?”

ফারহান নিরুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললো, “এতটাই মিস করছিলে আমাকে?”

“হুম প্রচুর। আপনি আমাকে মিস করেননি বুঝি?”

“অনেক মিস করেছি। তাই তো দেরি করে হলেও চলে এলাম।”

“আপনাকে একটা কথা বলার ছিল।”

“হুম বলো।”

“আসলে…”

“কী?”

নিরু চোখ বন্ধ করে একদমে বলে ফেললো, “আমি আপনাকে ভালোবাসি।”

ফারহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো। নিরুকে আরেকটু গভীরভাবে স্পর্শ করে বললো, “আমিও অনেক ভালোবাসি নিরুপাখি।”

নিরু এখনো লজ্জায় চোখ বন্ধ করে আছে।

ফারহান আর কিছু না বলে চুপ করে রইল। মনের ভেতরে শান্তি লাগছে তার। ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। এই প্রথম তার নিরু তাকে ভালোবাসার কথা বললো। ভাবতেই আনন্দ হচ্ছে।

বেশ কিছুক্ষণ পর নিরু নিজেকে ছাড়িয়ে নিয়ে বললো, “খিদে পায়নি আপনার? খাবেন চলুন। রাত তো অনেক হলো।”

“তুমি খেয়েছো?”

“না, আমি জানতাম আপনি আসবেন। তাই ওয়েট করছিলাম।”

“আচ্ছা, চলো। বাকি সবাই খেয়েছে?”

“হুম।”

নিরু আর ফারহান ড্রয়িংরুমের দিকে যেতেই দেখলো কেউ নেই সেখানে। পুরো ড্রয়িংরুম ফাঁকা। তারমানে সবাই যার যার রুমে চলে গেছে।
ওরা দুজনে ডিনার করে রুমে চলে এল। বারান্দায় গিয়ে দাঁড়ালো। আপাতত কারোর চোখেই ঘুম নেই তাই বারান্দায় বসে এত সুন্দর আবহাওয়াটা উপভোগ করাই শ্রেয়। চুপ করে দাঁড়িয়ে আছে দুজন।

নীরবতা ভেঙে ফারহান বিমোহিত স্বরে বললো,
“গুমোট পরিবেশে হঠাৎ হাওয়া এলে যেমন মনের মাঝে মুগ্ধতা ছেয়ে যায়, তেমনি তোমার সাথে প্রথম দেখায় আমার মনের মাঝেও মুগ্ধতা ছেয়ে গিয়েছিল।”

নিরুও একমনে ফারহানের কথা শুনছিল। এবার কৌতুহল নিয়ে বললো, “আপনি আমাকে প্রথম কোথায় দেখেছিলেন?”

ফারহান এবার কোনো হেয়ালি না করেই বললো, “প্রায় মাস চারেক আগে এই বাড়ির কাছের পার্কের সামনে।”

নিরু প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বললো, “আমার সম্পর্কে এতকিছু কীভাবে জানলেন? ওই লোকটাকে ওইদিন বলেছিলেন যে আমি কাউকে ভালোবাসি না-কি কারো সাথে কখনো ঘুরতে গিয়েছি না-কি এসবও জানেন।”

“নিধির কাছ থেকে জেনেছি।”

নিধির নামনটা শুনেই মুখটা কালো হয়ে গেল নিরুর। একটু অবাক হয়েই বললো, “নিধির থেকে!”

“হুম, সেদিন আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি আর নিধি রাস্তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলে৷ তোমাকে দেখার সাথেসাথেই মুহূর্তের মাঝেই দৃষ্টি আটকে গেছিলো আমার। তোমরা কথা বলতে বলতে যাচ্ছিলে। নিধির মামাবাড়ি আমাদের বাড়ির কাছেই। সে সূত্রে ওকে আগে থেকেই চিনতাম। পরেরদিন আবার একই সময়ে আসি তোমাকে একটি বার দেখার আশায়। কিন্তু তুমি সেদিন ছিলে না। নিধি একাই যাচ্ছিলো। ওকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করি৷ ও প্রথমে বলতে চাচ্ছিলো না। পরে অনেক রিকুয়েস্ট করায় বলেছিল। সবই জেনেছিলাম ওর থেকে, তোমার পছন্দ-অপছন্দের ব্যাপারেও। সবকিছু জানার একটাই কারণ, তোমার জীবনে কেউ থাকলে আমি সরে যেতাম৷ কিন্তু কেউ ছিল না জেনে কী পরিমাণ খুশি হয়েছিলাম সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই বিয়ের প্রস্তাব পাঠাতে চেয়েছিলাম কিন্তু সামনে তোমার এইচএসসি পরীক্ষা ছিল তাই দূরে থেকেই খোঁজ নিতাম তোমার। আর পরীক্ষার পরেই ডিরেক্ট বিয়ে।”

নিরু একটু মন খারাপ করে বললো, “ওহ।”

ফারহান মন খারাপের কারণটা আন্দাজ করতে পেরে বললো, “নিধির জন্য মন খারাপ করছে?”

#চলবে__??

[ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আশা করি গঠনমূলক মন্তব্য করে পাশে থাকবেন।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here