“একবার_বলো_ভালবাসি Part_12

0
525

#একবার_বলো_ভালবাসি
#Part_12
#Writer: #Tisha_Islam_Nabila
তিশানে’র কথা শুনে…. তিশা’র মাথায় আকাশ ভেঙে পড়লো..!!
তিশাঃ মা মানে??
রুপঃ হ্যা তো ভাইয়া ঠিক বলেছে….
তিশাঃ তোরা মজা করছিস তাইনা??
তিশানঃ আরে মজা করবো কেন??
তিশাঃ এসবের মানে কি??
একটু জোড়ে বললো তিশা…. সবাই তাকিয়ে পড়লো…..
আবিরঃ আরে তিশা আয় এখানে,,,,
রুপ তিশা কে সামনে নিয়ে এলো….
নেহাঃ তিশা তুমি খুশি হওনি??
তিশা’র মাঃ তিশা আমাদের আগে বলিসনি কেন??
তিশাঃ কি বলবো??
তিশা’র মাঃ দেখো দেখি,,,,
তিশানে’র মাঃ লজ্জা পাচ্ছে, তিশান তুইও আয়…. এসে নেহা’র পাশে বয়…. আর রুপ তিশা কে নিয়ে…. কাব্য’র পাশে বসা..!!
ওদের কথা শুনে তিশা অবাক…. তিশা’র হাত, পা কাঁপছে….
তিশাঃ মা এসব কি হচ্ছে??
তিশা’র মাঃ তোর কাব্য’র তিশান আর নেহা’র বিয়ে….
তিশাঃ কিইইই?? [বসা থেকে দাড়িয়ে]




তিশানঃ আরে তিশা কি হলো??
তিশাঃ এসব কি তিশান??
কাব্যঃ তুমি এমন করছো কেন??
নেহাঃ Anything wrong তিশা??
তিশাঃ Just not anything, Everything is wrong….
আবিরঃ কেন??
তিশাঃ আমি তিশান ভাইয়া’র সাথে কথা বলবো….
তিশানঃ হ্যা বলো,,,,
তিশাঃ এখানে না আলাদা….
নেহাঃ হ্যা বলবে আগে বিয়ে ঠিক হোক..!!
তিশাঃ মানে কি??
তিশা’র মাঃ তোদের বিয়ের তারিখ…. আজই ঠিক হবে….
তিশা কি করবে বুঝতে পারছে না…. তবুও সাহস করে বলে দিলো….
___এই বিয়ে আমি করবো না….
তিশা ভেবেছে সবাই অবাক হবে…. হাজার প্রশ্ন করবে…. কিন্তুু না কারো কোনো হেলদোল নেই…. সবাই নিজেদের কাজে Busy…. অতঃপর ৫দিন পর বিয়ে ঠিক হলো…. তিশা রোবট হয়ে দাড়িয়ে আছে…. সবার মুখেই হাসি এমনকি তিশানও হাসছে…. ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও কত খুশি…. তিশা’র মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে…. তাহলে কি তিশান আমাকে ভালবাসেনি??




আবিরঃ তাহলে আজ বুধবার…. শনিবারে গায়ে হলদু রবিবারে বিয়ে..!!
তিশানঃ হ্যা এটাই ভাল,,,,
রুপঃ ভাইয়া তোর বিয়ে…. একটু তো লজ্জা পা..!!
তিশানঃ হাহ লজ্জা পাবো কেন?? যাকে ভালবাসি তাকেই তো বিয়ে করছি….
তিশা আর নিতে পারছে না…. দৌড়ে উপড়ে চলে গেলো…. সবাই হেসে দিলো….
কাব্যঃ এটা কি ঠিক হচ্ছে??
তিশানঃ আরে কিছু হবেনা….
নেহাঃ বেচারী কিন্তুু কষ্ট পাচ্ছে,,,,
রুপঃ কিন্তুু ও Surprise পেতে ভালবাসে…. আর এটা তো Best হবে,,,,
আবিরঃ কিন্তুু কষ্ট তো পাচ্ছে….
রুপঃ হ্যা কিন্তুু যখন জানবে…. ওর বিয়ে ভাইয়া’র সাথে হয়েছে…. তখন তো খুশি হবে…. মামা, মামী তোমরা ওকে রাজি করাও…. আর হ্যা এখনি বলবে না…. যে ওর বিয়ে ভাইয়া’র সাথে হবে…!!
কাব্যঃ বলবে আমার সাথে,,,,
নেহাঃ সত্যিই তোমরা না??
কাব্যঃ ধোয়া তুলসি পাতা….
রুপঃ তো তোমাদের মান অভিমান…. কি করে শেষ হলো??
কাব্যঃ ম্যাডাম সেদিন কাঁদছিলো…..




#Past …..
নেহা প্রচুর কাঁদতে থাকে…. তখনই কাব্য এসে নেহা’র কাধে হাত রাখে..!!
নেহাঃ তুমি??
কাব্য পাশে বসে….
কাব্যঃ কাঁদছো কেন??
নেহাঃ ক্ষমা করে দাওনা রিদ,,,,
কাব্যঃ না পারবো না ক্ষমা করতে…..
নেহা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে..!!
কাব্যঃ আর ভুল বুঝবে??
নেহাঃ কখনো না,,,,
কাব্যঃ আমার কথা শুনবে??
নেহাঃ তোমার সব কথা শুনবো….
কাব্য নেহা’র চোখের পানি মুছে দেয়…. নেহা কাব্য কে জড়িয়ে ধরে….
কাব্যঃ পাগলি এখন কাঁদছো কেন??
নেহাঃ আমি খুব খারাপ তাইনা??
কাব্যঃ চুপ কে বললো তুমি খারাপ?? তুমি সবথেকে ভালো….
নেহাঃ তুমি কেন বললে?? তিশা কে বিয়ে করবে,,,,
কাব্যঃ রেগে বলেছিলাম….
নেহাঃ আর বলবে না কিন্তুু….
#Present…..
রুপঃ What a love??
কাব্যঃ এরপর নেহা’র কথা…. বাবা-মা কে বলি নেহাও বলে…. আর নেহা তিশানে’র কাছে বলে…. যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে…. আমরা বিয়ে করছি আর তখন…. তিশান সবাইকে ওর আর তিশা’র কথা জানায়…. আর এই প্লানটা করে…. তিশা কে বিয়ের দিন Surprise দিতে…!!
রুপঃ এবার মামী তিশা’র কাছে যাও….




তিশা’র মা আর বাবা…. তিশা’র কাছে আসে এসে দেখে…. তিশা বিছানায় চুপ করে বসে আছে….
তিশা’র মাঃ তিশা….
তিশা মুখ তুলে তাকালো…. চোখগুলো ফোলা….
তিশাঃ কিছু বলবে??
তিশা’র মাঃ বিয়েতে রাজী হয়ে যা মা….
তিশাঃ মা আমি পারবো না,,,,
তিশা’র বাবাঃ আমার কথা রাখবি না?? কোনদিন তোকে কিছুতে জোড় করিনি…. যা চেয়েছিস তাই দিয়েছি…. আজ তোর বাবা কিছু চায়…. তুই দিতে পারবি না??
তিশা হতবাক হয়ে গিয়েছে…..
তিশাঃ বাবা আমি,,,,
তিশা’র বাবাঃ আমার কসম তিশা…. তুই রাজি হয়ে যা ভাল থাকবি অনেক…. তুইও তো ওকে ভালবাসিস..!!
তিশাঃ বাবা কি বলছে?? আমি কাব্য কে ভালবাসি?? কিন্তুু এখন আমি কি করবো?? এখন তো রাজি হতেই হবে…. [মনে মনে]
তিশা’র মাঃ বল তিশা….
তিশাঃ আমি রাজি আছি,,,,
তিশা’র বাবা আর মা খুশি হয়ে নিচে নেমে আসে….
তিশানঃ কি বলেছে??
তিশা’র বাবাঃ কসম দিয়ে রাজি করিয়েছি….
তিশা’র মাঃ দেখ এটা ঠিক হচ্ছেনা,,,,
তিশানে’র মাঃ আসলেই মেয়েটা কষ্ট পাচ্ছে..!!
তিশানে’র বাবাঃ চলো গিয়ে বলে দেই….
তিশানঃ No বাবা,,,,
এরমাঝে তিশানে’র ফোন বেজে উঠলো…. হাতে নিয়ে দেখলো তিশা…..
তিশানঃ আমি একটু আসছি,,,,
তিশান তিশা’র রুমে গেলো…. তিশা দৌড়ে তিশান কে জড়িয়ে ধরলো….
তিশানঃ কি করছো??
তিশাঃ তিশান এসব কি হচ্ছে??
তিশানঃ বিয়ে হচ্ছে,,,,
তিশাঃ তুমি কেন করছো এমন?? কেন নেহা কে বিয়ে করছো?? আর আমার বিয়ে কাব্য’র সাথে কেন হচ্ছে??
তিশানঃ তাতে কি??
তিশাঃ তুমি না আমাকে ভালবাসো??
তিশানঃ হ্যা কিন্তুু বোন হিসেবে….
তিশা পিছনে সরে গেলো….
তিশাঃ মানে??
তিশানঃ মানে আমি যদি তোমাকে…. না বলতাম যে আমিও…. তোমার মতো তোমাকে ভালবাসি তাহলে…. তুমি আমাকে ক্ষমা করতে না…. তাই তো বলেছিলাম হাত কেটেছিলাম…!!




তিশা ধপ করে বসে পড়লো…..
তিশাঃ তারমানে মিথ্যে ছিল সব??
তিশানঃ Sorry তিশা….
তিশানঃ আমি এখন আসছি,,,,
তিশান রুম থেকে বেরিয়ে চলে আসে…. তিশা উঠে চোখের পানি মুছে নেয়….
তিশাঃ ঠিকাছে আমিও আর কাঁদবো না….
তিশা সিরি দিয়ে নামছে…. মুখে হাসি হেলেদুলে নামছে…. সবাই হা করে তাকিয়ে আছে…. কারন একটু আগে যে কাঁদলো…. এখন সে হাসছে এরপর সবাই…. বড় ধরনের শকড হলো…. তিশা গিয়ে নেহা কে উঠিয়ে…. কাব্য’র পাশে বসে পড়লো…. নেহা আর তিশান হা করে তাকিয়ে আছে…!!
তিশাঃ নেহা আপু এভাবে যখন তখন…. যেখানে সেখানে আমার বরে’র কাছে বসবে না…..
কাব্য বিষম খেলো…. আর তিশান তো কাশতে কাশতে…. যক্ষারোগী পদবি ছিনিয়ে নেবে মনে হচ্ছে….
তিশাঃ নেহা আপু Sorry ভাবী…. তিশান ভাইয়া কে পানি দাও…. আমার Husband কে আমি দিচ্ছি…..
তিশান আর নেহা অসহায় হয়ে তাকিয়ে আছে….
কাব্যঃ তি তিশা আমার পানি লাগবে না,,,,
তিশাঃ তুমি চুপ করো….




ওইদিন ওভাবেই গেলো…. পরেরদিন সবাই কমিউনিটি সেন্টারে গেলো…. যেহেতু দুটো বিয়ে একসাথে…. তাই কমিউনিটি সেন্টারই Best…. তিশা কাব্য’র সাথে চিপকে আছে…. তিশান কে রাগানোর জন্য…. তিশান সহ্য করে নিচ্ছে আর নিজেই বলছে…. বিয়ে হোক মজা দেখাবো…. সবাই চলে এসেছে অভিও এসেছে…. অভি কে আগেই প্লানের কথা বলেছে…..!!
তিশান, নেহা, কাব্য কথা বলছিলো…. সাথে রুপ, আবির, অভিও আছে…. তখন তিশা দরজার কাছে গেলো….
নেহাঃ তিশান আমার স্বামী….
সবাই হেসে দিলো…. তিশা ওখান থেকে চলে এলো..!!
কাব্যঃ হু আমি তোমার স্বামী….
নেহাঃ আরে হ্যা আমি তো তিশা’র কথা বলছি…. তিশা তো ভাবছে তিশান আমার স্বামী হবে…. আর তুমি ওর,,,,
রাতে ছাদে সবাই আড্ডা দিচ্ছে…. তিশানে’র হাতে একটা পেপারস…. ওরা ড্রিংকের আয়োজনও করেছে…. নেহা আর তিশান হেসে কথা বলছে…. যা দেখে তিশা’র রাগ লাগছে…. তিশা ড্রিংক এক বোতল নিয়ে…. ঢকঢক করে খেয়ে ফেললো…. সবার চোখ মনে হচ্ছে বেরিয়ে আসবে…. এটা দেখে তিশান বাঁকা হাসলো….
তিশানঃ আমার কাজ সহজ হলো..!!
তিশান গিয়ে তিশা’র পাশে বসলো…. তিশা’র মাথা ঘুরছে…. Already মাতলামি শুরু করে দিয়েছে…. তিশান কে দেখে ভ্যা ভ্যা করে কেঁদে দিলো…. সবাই ড্রিংক করেছে শুধু তিশান করেনি….
তিশানঃ কাঁদছো কেন??
তিশাঃ তুমি আমাকে বিয়ে করবে না??
তিশানঃ করবো তো….
তিশাঃ সত্যি?? [খুশি হয়ে]
তিশানঃ হ্যা যদি এটাতে সাইন করো…..
পেপারস আর কলম এগিয়ে বললো,,,,
তিশাঃ কি এটা??
তিশানঃ সাইন করো তাহলে বিয়ে করবো….
তিশাঃ সত্যি তো??
তিশানঃ হ্যা,,,,
তিশা পেপারস পড়তে গেলো….
তিশানঃ আগে সাইন করো…. নাহলে কিন্তুু তোমাকে বিয়ে করবো না..!!
তিশা ভয় পেয়ে না দেখেই সাইন করে দিলো…. এরপর Senseless হয়ে গেলো…. তিশান কোলে নিয়ে তিশা কে…. রুমে শুইয়ে দিয়ে চলে এলো….
তিশানঃ আমার কাজ শেষ…. [বাঁকা হেসে]
#চলবে ….
[আশা করবো সবাই…. গল্পটাকে গল্প হিসেবেই নেবেন…. বাস্তবের সাথে মেলাবেন না…. ধন্যবাদ…. ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here