“একবার_বলো_ভালবাসি Part_4

0
456

একবার_বলো_ভালবাসি
#Part_4
#Writer: #Tisha_Islam_Nabila
কাব্য গাড়ি স্টার্ট দেয়…. দুজনই চুপচাপ…. হঠাৎ তিশা বলে…!!
তিশাঃ আপনি বাইরে ছিলেন?? মানে আমি যখন চলে এলাম…. তখন তো আপনি ছিলেন না…!!
কাব্যঃ হ্যা আমি বাইরে ছিলাম…. আমার একটা ফোন এসেছিলো…. By the way আপনি…. এভাবে দৌড়ে চলে এলেন কেন?? মানে ভেতরে কি হয়েছিলো??
তিশাঃ না কিছুনা!!
কাব্যঃ Ok আপনি বলতে না চাইলে…. আমি জোর করবো না…!!
তিশাঃ হুুম…!!
কাব্যঃ পরিচয় তো হতে পারি??
তিশাঃ জ্বি আমি তিশা…. তিশা ইসলাম নাবিলা…!!
কাব্যঃ আমি কাব্য আহমেদ…. এতদিন London এ ছিলাম…. ২দিন আগেই এসেছি…!!
তিশাঃ রিয়াদ ভাইয়া কি হয় আপনার??
কাব্যঃ রিয়াদ আমার Friend…. আসলে London এ যাবার পর…. আর যোগাযোগ হয়নি…. ওর যে নাম্বার আমার কাছে ছিলো…. ওই নাম্বার হারিয়ে ফেলেছিলো…. I mean ওই ফোন…!!
তিশাঃ ওহ!!
কাব্যঃ আপনি Study করেন??
তিশাঃ হ্যা Inter 2nd year এ….
কাব্যঃ Well আপনার বাসায় যেতে…. আর কত মিনিট লাগবে??
তিশাঃ এইতো একটু সামনে….




এদিকে তিশা না বলে চলে আসায়…. তিশা কে সবাই খুজছে…!!
তরীঃ কোথায় গেলো??
রিয়াঃ এখানে তো নেই….
রুপঃ মামী কে কি বলবো??
ওদের চিন্তিত দেখে…. তিশান, রবি আর রিয়াদ এলো…!!
তিশানঃ কি হয়েছে??
রুপে’র তিশানে’র উপড় রাগ লাগছে!!
রুপঃ কি হয়েছে তোর না জানলেও হবে….
তিশানঃ এভাবে কথা বলছিস কেন??
রিয়াঃ আসলে ভাইয়া তিশা কে পাচ্ছিনা….
রিয়াদঃ মানে??
তরীঃ ওকে খুজে পাচ্ছিনা….
তিশানঃ কখন থেকে??
তরীঃ যখন ওই আপুটা…. আপনাকে Propose করলো…. আমরা তো সবাই দেখছিলাম…. তখন তিশা ছিলো…. এরপর তাকিয়ে দেখি নেই…. এরপর আমরা খুজলাম…. কিন্তুু এখানে কোথাও নেই…!!
তিশানও এবার চিন্তায় পড়ে গেলো….
তিশানঃ Ohhh no তিশা তো আমাকে ভালবাসে…. আর আমি ওর সামনে…. নেহা’র Propose Accept করলাম…. সেই রাগে ও কিছু করেনি তো?? Damn it কি করবো এখন?? [মনে মনে]
রবিঃ আমাদের খোজা উচিত….
রিয়াদঃ হ্যা!!




এরমাঝে নেহা এলো….
নেহাঃ তোমাদের এমন লাগছে?? কিছু হয়েছে??
তিশানঃ হ্যা আমার বোন কে পাচ্ছিনা….
সবাই অবাক হলো…. তিশান কখনোই তিশা কে…. এভাবে বোন বলে না…!!
নেহাঃ তোমার বোন?? তোমার বোন তো রুপ….
তিশানঃ ও আমার Cousin তিশা….
নেহাঃ Ohhh my god তাহলে খোজো…. চলো আমিও খুজছি…!!
তিশানঃ হ্যা চলো….
ওরা সব জায়গায় তিশা কে খুজলো…. বাড়ির প্রত্যেকটা জায়গায়…. পার্কিং সাইডেও খুজেছে…. কোথাও নেই তিশা…. থাকবে কি করে?? তিশা তো বাড়ি চলে গিয়েছে…!!
নেহাঃ আচ্ছা ও বাড়ি যায়নি তো??
রুপঃ সেটা কি করে হতে পারে??
তিশানঃ কেন??
রুপঃ ও তো ওর গাড়ি নিয়ে আসেনি…. আমার গাড়িতে আমরা এসেছি…!!
তিশানে’র এবার রাগ লাগছে…!!




তিশানঃ Where are you তিশা?? কোথায় খুজবো তোকে?? Disgusting আর কোথায় খুজবো??
রুপঃ তোর খুজতে হবেনা….
তিশানঃ তুই চুপ কর আর এই তিশা…. ওকে পাই একবার…. থাপ্পর মেরে সোজা করে দেবে…. বেয়াদব ছিলো আর থাকবেও…!!
রিয়াদঃ তিশান হতেও তো পারে…. ওর বিপদ হয়েছে…!!
তিশানঃ বিপদ হবে ওর?? বিপদ ওকে দেখলে পালায়….
নেহাঃ তিশান এভাবে কেন বলছো?? ও তোমার বোন হয়….
তিশানঃ Yeah unfortunately ও বোন হয়…. নাহলে আমার বয়েই গিয়েছে…. এভাবে ঘুরে ঘুরে ওকে খুজতে….
রুপঃ তুই খুজেছিস অনেক উপকার করেছিস…. আর করতে হবেনা…!!
নেহাঃ তিশান এসব কি বলছে?? [মনে মনে]
তিশানঃ আর খুজবো ও না….
নেহাঃ তিশান রিদে’র মতো না…. অনেক আলাদা ওরা…. [মনে মনে]
নেহা একটা দ্বীর্ঘশ্বাস ছাড়লো….




তিশানঃ আমি মামনি কে বলছি….
রুপঃ চিন্তা করবে তো…!!
তিশানঃ কি করার আছে??
তিশান তিশা’র মা কে ফোন দেয়….
তিশা’র মাঃ হ্যা তিশান বল….
তিশানঃ মামনি আসলে তিশা..!!
তিশা’র মাঃ ওহ তিশা?? তিশা তো চলে এসেছে….
তিশানঃ কখন??
তিশা’র মাঃ সে অনেকক্ষণ হলো…!!
তিশানঃ Ok রাখছি….
তিশানে’র রাগে শরীর জ্বলে যাচ্ছে….
রুপঃ কি হলো??
তিশানঃ দেখলি কত বড় ফাজিল??
রিয়াঃ কেন??
তিশানঃ আমাদের এখানে চিন্তায় ফেলে…. উনি বাড়ি চলে গিয়েছে!!
রুপঃ কি??
নেহাঃ আগেই বলেছিলাম….




তিশানঃ দেখ ওর কি করি আমি….
রুপঃ আচ্ছা এখন চল তাহলে…!!
নেহাঃ আমিও যাই….
তিশানঃ তুমি যেতে পারবে??
নেহাঃ হ্যা পারবো..!!
তিশানঃ Ok….
রুপঃ তরী আয়..!!
তিশানঃ তুই তো গাড়ি নিয়ে এসেছিস…. আমিও নিয়ে এসেছি…. আরেকটা গাড়ি কে নেবে??
রিয়াদঃ এখানে পার্কিং সাইডে রাখ…. কাল এসে নিয়ে যাবি….
তিশানঃ Ok..!!
এরপর তরী কে নামিয়ে দিয়ে…. ওরা বাড়ি চলে আসে..!!
তিশা’র চোখে ঘুম নেই…. বারবার সেই দৃশ্য গুলো মনে পড়ছে…. না চাইতেও চোখের সামনে ভেসে উঠছে..!!
তিশাঃ কেন এমন হলো?? এত ভালবাসি তিশান কে…. চাইলেও ভুলতে পারছি না…. ভালবাসা কি ভোলার জন্য?? না ভোলার জন্য না…. আমি তিশান কে ভালবাসি…. তাই আমি ভুলবো না…. কিছুতেই ভুলবো না..!!
এসব ভাবতে ভাবতেই…. একসময় চোখ দুটো বুজে আসে..!!
সকালে তিশা College এ চলে যায়…. তিশানও রিয়াদ’দের…. বাসা থেকে গাড়ি নিয়ে College এ চলে আসে…. গাড়ি থেকে নেমেই…. কারো সাথে ধাক্কা খায়…. তাকিয়ে দেখে নেহা..!!
তিশানঃ নেহা তুমি??
নেহাঃ তুমি এখানে??
তিশানঃ আমি তো এই College এ পড়ি….
নেহাঃ আমিও তো কিন্তুু আগে দেখা হয়নি..!!
অবনিঃ নেহা ও তো তিশান ভাইয়া….
নেহাঃ হ্যা আমার Boyfriend..!!
অবনিঃ What?? [চেচিয়ে]
তিশানঃ কি হলো??
অবনিঃ না কিছুনা….
তিশান দুরে তিশা কে দেখলো বসা..!!
তিশানঃ তোমরা থাকো আমি আসছি….
নেহাঃ হুুম..!!
তিশান যাওয়ার পর….




অবনিঃ এসব কি বলছিলি??
নেহাঃ কি??
অবনিঃ তিশান ভাইয়া তোর Boyfriend মানে??
নেহাঃ হ্যা কাল আমি ওকে Propose করেছি….
অবনিঃ কিন্তুু নেহা তুই তো..!!
নেহাঃ Please অবনি Leave it….
অবনিঃ Ok..!!
তিশান হনহন করে তিশা’র সামনে যায়….
তিশাঃ তুমি??
তিশান হুট করেই…. তিশা কে টেনে বসা থেকে দাড় করায়…. তিশানে’র চোখদুটো লাল হয়ে আছে…. এতেই বোঝা যাচ্ছে রেগে আছে..!!
রুপঃ ভাইয়া কি করছিস??
তিশান তিশা কে দাড় করিয়েই…. ঠাস করে এক থাপ্পর মারে…. সবাই ওদের দিকে তাকায়…. নেহাও চলে আসে…. তিশা গালে হাত দিয়ে দাড়িয়ে আছে..!!
নেহাঃ তিশান এটা কি করলে??
তিশাঃ মারলে কেন??
তিশানঃ সবাই কে চিন্তায় ফেলতে ভাল লাগে না?? ফাজিল মেয়ে কাল না বলে কেন এলি?? জানিস আমরা কত খুজেছি তোকে…. [রেগে]
তিশা এসব শুনে হাসি দিলো…!!
তিশাঃ তুমিও খুজেছো??
তিশানঃ হ্যা খুজেছি..!!




তিশাঃ Ohhh my god তারমানে…. তুমিও আমাকে ভালবাসো??
তিশান ভ্যাবাচ্যাকা খেলো…!!
নেহাঃ ও তো তোমাকে ভালবাসেই….
তিশাঃ তাহলে তুমি ওকে কেন Propose করলে??
নেহাঃ মানে??
তিশাঃ আমি তিশান কে ভালবাসি…. সেটাও ২ বছর আগে থেকে…. তুমি কাবাব মে হাড্ডি কেন হলে??
তিশান সহ সবাই অবাক….
তরীঃ তিশা কি বলছে??
রিয়াঃ আমি তো জানতাম না..!!
রুপঃ আমি জানতাম ভালবাসে…. কিন্তুু ২ বছর আগে থেকে জানতাম না….
তিশানঃ তিশা আমাকে ২ বছর…. আগে থেকে ভালবাসে?? [মনে মনে]
নেহাঃ তিশা তিশান কে ভালবাসে?? সেটাও ২ বছর আগে থেকে?? এটা কি হলো?? [মনে মনে]
নেহা আবার কিছু একটা ভাবলো..!!
নেহাঃ না আমি তিশান কে ছাড়তে পারবো না…. আমার জন্য পারবো না…. [মনে মনে]
তিশাঃ তিশান ওকে ছেড়ে দাও…. আমি তোমাকে ভালবাসি….
নেহাঃ তিশা ও তোমার ভাই হয়..!!
তিশাঃ তুমি চুপ করো…. তিশান কিছু বলো..!!
তিশানঃ তিশা Stop this nonsense….
তিশাঃ No stop করবো না…. I love you..!!
তিশান রেগে তিশা’র…. আরেক গালে থাপ্পর মারলো….
তিশানঃ তোকে বারন করেছি না?? আর কখনো এসব না বলতে?? নেহা আমার Girlfriend…. আমি ওকেই ভালবাসি..!!
তিশান নেহা’র হাত ধরে নিয়ে আসে…. নেহা ও অবাক….
নেহাঃ তিশান আমাকে ভালবাসে?? হায় আল্লাহ তাহলে কি আমি??




তিশাঃ চল ক্লাসে যাই..!!
তিশা এমন ভাব করছে…. যেন কিছু হয়নি…!!
ওরা ক্লাসে গিয়ে ক্লাস করে বের হয়….
রুপঃ তুই ভাইয়া কে ২ বছর থেকে ভালবাসিস??
তিশাঃ হ্যা ওই তো তোর ভাই যাই..!!
তিশা দৌড়ে চলে আসে….
তিশানঃ তুই আবার??
তিশাঃ ও তিশান বলো না ভালবাসি..!!
তিশানঃ তিশা যা এখান থেকে….
তিশাঃ Please বলো ভালবাসি..!!
তিশানঃ Just shut up….
তিশান ওখান থেকে চলে যায়..!!
তিশাঃ আজ না হোক কাল…. তুমিও আমাকে ভালবাসবে….
#চলবে ….
[অনেকে বলেছেন তিশান এমন কেন করে?? গল্পের নামে’র সাথে মিল রেখেই…. আমি গল্পটা লেখছি…. গল্পের নামই
#একবার_বলো_ভালবাসি …. এখন তিশা তিশানে’র ভালবাসার জন্য পাগল…. পরে হয়তো তিশান ও পাগল হবে…. আর সবাই চাইছে তিশান শাস্তি পাক…. অবশ্যই শাস্তি পাবে…. একটু অপেক্ষা করুন…. সবেই তো গল্প শুরু হলো…]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here