“একবার_বলো_ভালবাসি Part_5

0
424

#একবার_বলো_ভালবাসি
#Part_5
#Writer: #Tisha_Islam_Nabila
[অনেকে বলেছে তিশা, তিশান…. দুটো নাম প্রায় এক…. আসলেই প্রায়ই এক…. এটা নিয়ে নাকি কনফিউশন হয়…. তাই নাম চেন্জ করে দিতে বলেছিলেন…. হিরোর নাম তিশান চেন্জ করে #জয় দেয়া হলো]
তিশাঃ আজ না হোক কাল…. তুমিও আমাকে ভালবাসবে….!!
রুপঃ তোর ভাবনা শেষ হলো??
তিশাঃ তোরা??
রিয়াঃ হুম তোর পেছনে এসেছি….
তরীঃ তুই জয় ভাইয়া কে…. এতদিন হলো ভালবাসিস…. পুরো ২ বছর থেকে…. আর আমরাই জানিনা….!!
রুপঃ আসলেই তিশা তুই…. আমাকেও তো বলিসনি….
তিশাঃ ভেবেছিলাম জয় বুঝলেই…. আমার ভালবাসায়…. সারা দিলেই তোদের বলবো…।।
রুপঃ কিন্তুু ভাইয়া তো বোঝেই না,,,,
তিশাঃ বুঝবে একদিন বুঝবে….
রিয়াঃ এত Sure কি করে তুই??
তিশাঃ এটা আমার ভালবাসার প্রতি বিশ্বাস..!!
রিয়াঃ ঠিকাছে এখন চল,,,,
তরীঃ হুম চল….
জয় রাগে ফোস ফোস করছে….
নেহাঃ জয় এত রাগ করছো কেন??
জয়ঃ আরে রাগ করবো না?? College এ সবার সামনে…. তিশা বললো ভালবাসে আমাকে..!!
নেহাঃ জয় এতে রাগার কি আছে??
জয়ঃ মানে??
নেহাঃ জয় ভালবাসা পাপ না…. তিশা তোমাকে ভালবাসতেই পারে…. আমার মনে হয়না এতে…. এত রেগে যাওয়া উচিত…. তুমি শুধু শুধু রাগ করছো,,,
জয়ঃ সত্যিই কি তাই?? শুধু শুধু রাগ করছি??
নেহাঃ একদম তাই আর….
জয়ঃ আর??
নেহাঃ আমার মনে হয় তিশা কে…. ওভাবে থাপ্পর মারাও…. তোমার ঠিক হয়নি…. ছোট মেয়ে বুঝিয়ে বলতে পারতে..!!




নেহা’র কথাগুলো জয় ভাবছে…. খুব মন দিয়ে ভাবছে..!!
জয়ঃ আসলেই তাই বোঝাতে পারতাম…. আমি তো কখনোই…. তিশা কোন ভুল করলে…. বুঝিয়ে ওকে ঠিক করতে বলিনি…. চর থাপ্পরই মেরেছি…. কিন্তুু আমি কি করবো?? আমার তো ওকে সহ্য হয়না…. [মনে মনে]
নেহাঃ কি ভাবছো??
জয়ঃ আব না কিছুনা,,,,
নেহাঃ আচ্ছা চলো যাই….
জয়ঃ Ok..!!
ওরা সবাই বাড়ি চলে যায়…. রিদ ছাদে দাড়িয়ে…. এক মনে আকাশ দেখছে…. আকাশটা মেঘলা হয়ে আছে…. একদম ওর মনের আকাশের মতো….
রিদঃ হাহ আকাশ এত মেঘলা কেন?? ওর ও কি আমার মতো মন খারাপ?? আমিও না কি ভাবছি…. হয়তো বৃষ্টি নামবে,,,,
বলতে না বলতেই…. জোরে বৃষ্টি নামতে শুরু করলো…. রিদ চোখের পানি ছেড়ে দিলো…. এখন কাঁদতে আর বাধা নেই…. চোখের পানি আজ বাধ মানছেনা…. রিদ চিৎকার করে কাঁদছে…. কাঁদতে কাঁদতে বসে পড়লো….!!
রিদঃ Why?? Why আল্লাহ?? কেন হলো এটা?? কেন চলে গেলো ও?? এত ভালবাসলাম ওকে…. ও বুঝলো না চলে গেলো…. একটা ছোট্ট ভুলের জন্য…. তাও যে ভুলটা আমি করিনি…. ভুল বুঝে চলে গেলো…. ভালবাসায় কেন এত কষ্ট?? কেন??




রিদ অনেকক্ষণ কাঁদলো…. এরপর উঠে দাড়ালো….!!
রিদঃ এত চেষ্টা করেছি…. ভুলটা ভাঙাতে কিন্তুু…. তুমি সেটাও হতে দিলেনা…. একবার আমাকে Explain ও করতে দিলেনা…. কখনো বিশ্বাস করোনি আমাকে…. আমিও আর কাঁদবো না…. আমার বাঁচার উৎস…. আমি পেয়ে গিয়েছি…. কিন্তুু ভুলতে তো পারিনা তোমাকে…!!
রিদ আরো কিছুক্ষণ ছাদে থেকে…. নিচে নেমে Change করে…. বিছানায় গিয়ে বসলো…. বিছানার পাশেই একটা মেয়ের ছবি…. রিদ ছবিটা হাতে নিলো….!!
রিদঃ তোমাকে কখনো ভুলতে পারবো না…. কারন ভোলার জন্য ভালবাসিনি…. কিন্তুু তোমার স্মৃতি ঠিক ভুলবো,,,,
রিদ ছবিটা উল্টো করে রেখে দিল….
তিশা বাড়ি এসে রুমে দরজা দিয়ে বসে আছে…. ও যতই শক্ত দেখাক নিজেকে…. জয়ে’র কথায় ওর খারাপ লাগে…. কিন্তুু সেটা প্রকাশ করেনা…!!
তিশাঃ ভালবাসলে বুঝি এত কষ্ট পেতে হয়?? কই কেউ তো বলেনি এটা…. জয় কবে বুঝবে আমাকে?? আমি মরার পর?? আমার যে খুব কষ্ট হয়…. জয় কি সত্যিই…. নেহা কে ভালবাসে?? তাহলে আমি কি করবো?? জয় কে ছাড়া আমি বাঁচবো না…. মরে যাবো আমি মরে যাবো..!!




জয় বসে ম্যাগাজিন পড়ছে রুপ এলো….
রুপঃ ভাইয়া একটা কথা বলবি??
জয়ঃ কি??
রুপঃ সত্যি বলবি কিন্তুু….
জয়ঃ মিথ্যে বলিনা,,,,
রুপঃ তুই কি সত্যিই নেহা কে ভালবাসিস??
জয় চুপ করে আছে..!!
রুপঃ কি রে বল….
জয়ঃ হঠাৎ এই প্রশ্ন??
রুপঃ যা জানতে চাইছি সেটা বল….
জয়ঃ আমি তো নেহা কে ভালবাসি না…. তিশা কে দেখানোর জন্য…. ওর সাথে কথা বলি…. কিন্তুু রুপ কে বলা যাবেনা…. নাহলে নির্ঘাত তিশা কে বলবে…. [মনে মনে]
রুপঃ বলবি না??
জয়ঃ হ্যা ভালবাসি নেহা কে,,,,
রুপঃ সত্যি??
জয়ঃ Yeah….
রুপঃ ওহ..!!
রুপ মন খারাপ করে চলে গেলো…..




বিকেলে তিশা, আর ওর Friend রা…. একটা পার্কে এলো ঘুরতে…. ওরা মাঝে মাঝেই এখানে আসে…!!
রুপঃ বড্ড মিস করছিলাম….
রিয়াঃ হুুম এবার বেশ কিছুদিন পর এলাম..!!
তরীঃ হ্যা,,,,
তিশা কিছু বলছে না….
রুপঃ ওই তোর কি হলো??
তিশাঃ কিছুনা চল বসি,,,,
ওরা একটা বেন্চে গিয়ে বসলো….
___তোরা??
কারো কথায় পেছনে তাকালো…. তাকিয়ে দেখলো জয়, রবি, রিয়াদ…. আর নেহাও আছে…!!
রুপঃ তোরা এখানে??
জয়ঃ আমিও তো তাই বলছি,,,,
রুপঃ আমরা আগেও এসেছি….
রিয়াঃ তোমরা কখন এলে??
রিয়াদঃ আমরা এসেছি একটু আগে,,,,
তরীঃ আমরাও….
জয়ঃ নাকি এই মেয়েটা…. আমাকে ফলো করে এসেছে??
নেহাঃ জয় তুমি তো শুনলে…. ওরা আগেও এসেছে…. মানে ওরা ঘুরতে এসেছে..!!
জয়ঃ হয়তো ওদের মিথ্যে বলতে বলেছে,,,,
তিশাঃ মানে??
জয়ঃ তুই ওদের মাথা খেয়েছিস….
রুপঃ ভাইয়া কি বলছিস??




তিশা মুচকি হাসলো,,,,
জয়ঃ হাসছিস কেন??
তিশাঃ ভাবছি….
জয়ঃ কি?? [রেগে]
তিশাঃ তোমাকে ভালবাসার অপরাধে…. তুমি আমাকে আর…. কি কি বলবে??
জয়ঃ মানে?? [শান্ত গলায়]
তিশাঃ মানে কিছুনা কিন্তুু জয়…. আমি তোমাকে বলছি…. তুমি আমাকে ভালবাসবে…. হ্যা এটা আমার বিশ্বাস…. আর আমার বিশ্বাস…. কখনো হারেনা হারবেও না…. আর এটাতো ভালবাসার প্রতি…. দেখো তুমিও আমাকে ভালবাসবে কিন্তুু…!!
জয়ঃ কিন্তুু কি??
তিশা আবারও মুচকি হাসলো…!!
তিশাঃ খুব বেশী দেরী না হয়ে যায়….
জয়ঃ মানে কি??
তিশাঃ মানে তুমি আমাকে ভালবাসলে…. কিন্তুু ততদিনে আমার মন থেকে…. তোমার প্রতি যেই ভালবাসাটা আছে…. সেই ভালবাসাটা হয়তো হারিয়ে গেলো..!!
জয় চমকে গেলো…. আর বুকের মধ্যে ধক করে উঠলো….
তিশাঃ তোমরা থাকো আমি যাই,,,,
রুপঃ যাই মানে??
তিশা কাউকে কিছু বলতে দিলোনা…. ওখান থেকে চলে এলো…. তবে কাঁদতে কাঁদতেই এলো…. আর জয় এক ধ্যানে…. তিশা’র যাওয়ার দিকে তাকিয়ে ছিলো….!!
[গল্প লেখছিলাম…. হঠাৎ মাথা ব্যাথা শুরু হয়ে গেলো…. তাই আর বড় করতে পারলাম না…. আর সবাই চাইছেন…. তিশান মানে এখন তো জয় শাস্তি পাক…. এখন থেকেই যদি শাস্তি দেই…. তবে গল্পটা বেশী বড় হবেনা…. এখন আপনারাই বলে দিন…. আমি কি করবো??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here