দুষ্টু_বউয়ের_ডেভিল_বর part:5

0
5419

দুষ্টু_বউয়ের_ডেভিল_বর part:5
writer: #Nurzahan akter allo

নুর আরো রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতেই আসে।সাদনান আর ওর মা এসে দুজনকে থামায়।সাদনান নুরকে জোর করে রুমে নিয়ে যাই,আর ওই মহিলাকে নিচে বাগানের দিকে নিয়ে সাদনানের মা।
নুর রুমে গিয়েও বক বক করতেই
তাকে,আর সাদনান ওর দিকে তাকিয়ে,,
সাদনানঃদেখতে তো আল্লাহ কোন দিকে কম করে নি,এক কথায় মাশাল্লাহ ।কিন্ত একটাই সমস্যা তোমার,, মাথায় একটা তার ছিড়া হলে কম হতো।
কিন্ত এখন তো দেখি এর তিনটেই ছেড়া। আমি এই এলিয়েনকে নিয়ে সারাজীবন থাকবো,এটা ভাবা যাই।
নুরঃ এই কাঠ বিড়াল তুই আমার দিকে তাকিয়ে, কি ভাবছিস?লুচু পোলা যা ভাগ এই রুম থেকে।মেয়ে মানুষ দেখলেই হা করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে তাই না,,
সাদনানঃনিজের বিয়ে করা বউয়ের দিকে তাকালাম,তাও আমাকে লুচুর অপবাদ দিলে। ঠিক আছে তাহলে আজ লুচু গিরি করেই এই অপবাদ টা নিবো।তা না হলে নিজেও শান্তি পাবো না,,
নুরঃক ক কি বলছেন?আ আম আমাকে একদম ভয় দেখাবেন না।আমি একদম ভয় পাই না।
“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন



সাদনান এগোতে থাকে আর নুর পেছাতেই থাকে,সাদনান নুরের মুখের অবস্থা দেখে, কোন রকম নিজের হাসিকে আটকে রাখে।এই মেয়ে মানুষ গুলো এইরকমই হয়, দুরে থাকলে মুখে হাজারো প্রলাপ বকে বাট ভালবাসার মানুষটা সামনে এসে দাড়াতেই সব গুন্ডীপনা ফিনিস।সাদনান মনে মনে খুব মজা নিচেছ,আর নুরের ভয়ে মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে এখুনি কেঁদে দিবে।
পেছাতে পেছাতে নুর দেওয়ালে সাথে ধাক্কা খায়,আর সাদনান শয়তানি হাসি দিয়ে পাশের আলমারি থেকে একটা বক্স বের করে নুরের সামনে এগিয়ে দেয়।নুর বোকার মত সাদনানের দিকে তাকিয়ে, নিজের বোকামি জন্য, নিজেই নিজেকে মনে মনে বকা দিচ্ছে,,
নুরঃআরে নুর কুল ইয়ার,,ওই উগান্ডার সামনে এত ভয় পাচ্ছিস কেন?ওই গাভী টা এই না না বলদ,,, .ছেলেরা বলদ হয় ও হ্যা কি যেন বলছিলাম ?ওই বলদ টাকে এত ভয় পাওয়ার কি আছে?কুল,, কুল(মনে মনে)
সাদনানঃএই যে ভীতুর ডিম,, কি মনে মনে আমার গুষ্ঠী উদ্ধার করা হয়ে গেলে,এটা নিন,
নুরঃহুমম শেষ
সাদনানঃকি শেষ?
নুরঃওই যে আপনার গুষ্ঠী উদ্ধার করা
সাদনানঃওহহ গুড জব, ।আচ্ছা আমাকে তুই, তুমি,আপনি না বলে তুমি ডাকতে পারো না।
নুরঃনা পারি না ঢং দেখলে বাঁচি না ।আর আমাকে ভীতুর ডিম বললেন কেন?
সাদনানঃএই যে আমাকে দেখে ভয় পাচ্ছো তাই,তোমাকে ভীতুর ডিম বললাম।
নুরঃএকদম আমি আপনাকে ভয় পাই না,,একদম মিথ্যা কথা বলবেন না।
সাদনানঃওহহহ তাহলে বলছো ভীতু না,তাহলে এককাজ করো তো?তাহলেই বুঝবো তুমি কেমন সাহসী মেয়ে,,,
নুরঃহুমম,, বাট কিস করা, জড়িয়ে ধরা এসব বাদে যা বলবেন আমি রাজি,,।
সাদনানঃ তাহলে থাক তুমি এখন যেতে পারো, মেরি মা ধুর থুক্কু মেরি বউ,,,
নুরঃ আমার সাথে চালাকি,, আমি তো জানি তুই কেমন লুচু।বদ পোলা তোরে হারপিকের পুকুরে ডুবাবো,,
সাদনান আর কিছু না বলে চলে গেল,আবার হুট করে এসে দুম করে নুরের গালে কিস করে দৌড় দিসে,যাতে ইন্টারন্যাশনাল গালি গুলো থেকে এখন মুক্তি পায়।নুর কি করবে বুঝতে না পেরে,বিছানার উপর ঠাস করে বসে ভ্য ভ্য করে কেদে দিল।
আর সাদনান দরজার পাশে দাড়িয়ে নুরের কান্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার মত অবস্থা। সাদনান ওখানে দাড়িয়ে বলছে,,
সাদনানঃ দুষ্টু বউ তুমি আমাকে দুষ্টুমিতে হারাতে পারবে ঠিকই বাট আমি তোমাকে রোমান্টিকতার থেরাপি দিতে থাকবো,দেখি তুমি আমাকে ভাল না বেসে কেমনে থাকো,তুমি আমার দুষ্টু বউ আর আমি তোমার জন্য রোমান্টিকের ডেভিল বর হবো।আজ থেকে শুরু এই ডেভিলকে দেখার জন্য,, ।
সাদনানের ভাবিরা নুরকে আবার শাড়ি পরিয়ে সাদনানের বউ দেখার জন্য আরো মানুষ এসেছে।ওদের সামনে নিয়ে গিয়ে বসিযে দিল।
নুর এবার পড়ে গেছে গ্যাড়াকলে,কিছু সময় মাথা নিচু করে বসে থাকার পর,আর পারছে না এবাবে কাটুনের মত বসে থেকে রোবটের মত উওর দিতে,ওই মহিলারা এটা -ওটা জানতে চাচ্ছে আর নুর সেগুলোর উওর দিচ্ছিল,,, আর মহিলাদের গুষ্ঠী উদ্ধার করছিলো।
,আর পাড়া প্রতিবেশদের খাবারের জন্য ব্যবসথা করে দিল আর সাদনানের মা বুঝতে পেরে নুরকে খাবার পরিবেশের জন্য খাবার টেবিলের সামনে নিয়ে গেল।
নুরকে সাদনানের পাশে বসিয়ে দিল,সাদনেনের বাসার সবাই এক সাথে খায়।আর সাদনানের বাবার কড়া নিদের্শ সকালে আর রাতে সবাই একসাথে খাবার খাবে,সে যার যা কাজ আছে সব একসাথে খাওয়ার আগে বা পরে করতে হবে।সাদনান নুরের দিকে তাকিয়ে,, এটা ওটা খাবার তুলে দিচ্ছে।নুর বার বার না করাতেও সাদনান এর কথা শুনছে না। নুর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে আছে,,,,
হঠাৎ সাদনান চিৎকার করে উঠলো,,
সাদনানঃআউচচচচ,,,
ওখানকার সবাইঃ কি রে কি হলো?
নুরঃ
চলবে
(তোমরা আমাকে আর আগের মত আর উৎসাহ দাও না কেন?আমি কি খুব পচা লিখি
)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here