“নেতার মেয়ের সাথে প্রেম পর্ব__3

0
742

#গল্প: নেতার মেয়ের সাথে প্রেম
#পর্ব__3
………
ক্লাস শেষ করে যখন ক্যাম্পাসে বসে ছিলাম,,, তখন দেখি ঈশিতা ক্যাম্পাসে আসছে,,, আর ঠিক এই মুহূর্তে আমার পাশে কোন বন্ধুরা ছিল না তাই আমি ঈশিতাকে ডাক দিলাম,,, আর বললাম এইদিকে বসতে,,,

কিন্তু ঈশিতা আমার কথার কোন উত্তর বা অন্য কিছু না করে আমাকে বলতে লাগলো,,,

√√আমার সাথে একটু আসেন আপনার সাথে আমার কিছু কথা আছে,,,

আমিও অন্য কিছু না ভেবে সে তার সাথে যাচ্ছি আর ভাবছি কি এমন কথা আছে যার জন্য আমাকে কোন জায়গায় নিয়ে যেতে হবে,,,, একটা সময় দেখেছি তা আমাকে কলেজের পেছনে পুকুর পারের ঘাটে নিয়ে এসেছে,,, আর তখন সে আমাকে বলতে লাগলো

√√দেখেন আপনি হয়তো আমাদের এলাকায় নতুন তাই তো,,,

আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম,,,,

√√আর এজন্য হয়তো আপনি আমাকে চিনেন না আমার সম্পর্কে জানেন না,,, আপনার মতিগতি আমি বুঝতে পারছি আমি যে একদম অবুঝ তা কিন্তু নয়

√√হ্যাঁ তা তো অবশ্যই আর আপনাকে কি আমি অবুঝ বলেছি নাকি
√√আপনার নামটা যেন কি?
√√সিয়াম,,সিয়াম মাহমুদ
√√ও হ্যাঁ মনে পড়েছে,,, আপনি জানেন কেন আপনাকে সবার আড়ালে এই জায়গায় নিয়ে আসলাম
√√না
√√শুনেন,,,, আপনি ঠিক যেরকম ভাবছেন ওরকম আমার দ্বারা সম্ভব না,,,,
√√কেন,,,
√√তার একটাই কারণ আমার বাবা কি আপনি চিনেন না,,, উনি একটু ভয়ানক মানুষ,,, আমার আশেপাশে আপনাকে দেখে না একদম মেরে ফেলবে,,,
√√আপনি কি বলতে চাচ্ছেন আপনার বাবার কারনে আমি আর আপনার দিকে তাকাবো না আপনার সাথে কথা বলবো না,,,
√√হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি আপনি আর আমার সাথে কথা বলবেন কেন আপনি দেখতে পান না ক্যাম্পাসের কোন ছেলেরাই আমার সাথে কথা বলেনা
√√হ্যাঁ তা অবশ্য দেখেছি কিন্তু
√√কোন কিন্তু শুনতে চাই না আমি যা বলেছি এটাই শুনেন আপনার জন্য ভালো হবে

আমাকে এ কথাগুলো বলে ঈশিতা চলে যাচ্ছিল ঠিক এই মূহুর্তে আমি এসে তাকে ডাক দিয়ে বললাম,,,,

√√হেই বালিকা,,, তুমি কি জানো তোমার ঐ চোখের মায়ায় পড়ে গেছি আমি যার কাছ থেকে কখনো দূরে থাকতে পারব না এখন,,, তুমি শুধু আমার,,, তুমি কি ভেবেছো তোমার বাবাকে আমি ভয় পাব কখনোই না,,, কারণ আমি ভয় পেতে শিখিনি ভালবাসতে শিখেছি

আমার মুখ থেকে কথাগুলো শুনে,, ঈশিতা তু ভূতকে তাকে আমার সামনে আসলো এসে আমার মাথায় হালকা করে একটা চড় দিয়ে বললো,,,,

√√ওহে বালক,,,,যখন কানের নিচে দুটো চড় দেব না তখন এইসব ভূত মাথা থেকে এমনি সরে যাবে
√√আমি তো চাই এটাই তুমি করো,,, কারণ তোমার ওই নরম হাতের স্পর্শ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব
√√যখন শরীরের উপরে লাঠি ভাঙবো না তখন এইসব বাগানে ছুটে যাবে,,,

আমি ঈশিতার মুখ থেকে এমন কথা শুনে আকাশ দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম ঠিক এই মুহূর্তে ঈশিতা আমাকে বলল,,,,

√√এই আপনাকে লজ্জা নাই এতগুলো বকা দিলাম তাও আবার হাসছেন
√√আপনি হয়তো জানেন না মিস ঈশিতা আমি কখনো মন খারাপ থাকতে শিখিনি,,, আমার ছোট থেকে একটা অভ্যাস যেকোনো পরিস্থিতিতে আমি হাসি
√√আর খবরদার আমার সাথে আর কখনো কথা বলার চেষ্টা করবেন,,,
√√তা না হয় সময় বলবে
√√মানে
√√যদি আমার মনকে ধরে রাখতে পারি আমার নিজের কাছে তাহলে আপনার সাথে কথা বলব আর যদি আপনি কেড়ে নেন তাহলে তো আমার কিছু করার নেই

আমি এ কথাটা বলার পর ঈশিতা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে একটু মাথাটা নাড়িয়ে চলে গেল,,, বুঝতে পারলাম না কিছুই কি থেকে কি হয়ে গেল,,,

যাই হোক আমিও তারপর পুকুরপাড় থেকে চলে আসলাম ক্যাম্পাসে গিয়ে দেখি সব বন্ধুরা বসে আছে আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম আর ওরা আমাকে বলতে লাগলো,,,,,

√√কিরে কোথায় ছিলে তুই এতক্ষণ তোর জন্য কতক্ষণ ধরে বসে আছে লাস্ট তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে [ইমন ]
√√এই তো একটুও কলেজ টা ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে
√√তার জন্য তুই একা গিয়েছিলে কেন আমরা ছিলাম না ,,,, সবাই একসাথে ঘুরে দেখতাম কলেজটা
√√আচ্ছা আমি ভুল করে ফেলেছি কলেজটা ঘুরে দেখার জন্য আরো অনেক সময় আছে চল এখন বাসায় যাই

তারপর সবাই একসাথে বাসায় চলে আসলাম,,,বাসায় এসে দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে একটু পড়তে বসলাম পড়া থেকে উঠে একটু ফেসবুকে ঢুকলাম তখন দেখি,,, ইশিতা রাজ নামে একটা মেয়ে ফ্রেন্ড পাঠিয়েছে,,,, তাই আমি দেখে রেখে দিলাম কেনা কে হবে,,,,

তারপর একটু রাত হয়ে যাওয়ায় ঘুমিয়ে পড়লাম প্রতিদিনের মত আজও ঘুম ভাঙলো রাত্রি ডাকে কিন্তু তবে আজ ঘুম থেকে উঠে রাত্রিকে মারতে লাগলাম আর রাত্রি আমাকে বলতে লাগলো,,,,,

√√কি হলো ভাইয়া ঘুম থেকে উঠে মারছিস কেন কি হয়েছে
√√তুই জানিস তুই আমার কতটা ক্ষতি করে দিয়েছিস কত সুন্দর স্বপ্ন দেখছিলাম তুই ভেঙে দিলি
√√আরে ভাইয়া বলিস কি স্বপ্ন দেখলি তাও আবার ভাবিকে নিয়ে বলিস কি,,,,
√√দেখ একদম মজা করবি না এমনি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছিস আবার মজা করতে আসছিস

তারপর রাত্রি আমাকে হাত ধরে টেনে বিছানায় বসালো আর আমার পাশে বসে বলতে লাগলো,,,

√√বল না ভাইয়া কি স্বপ্ন দেখলি,,,
√√তোকে আর কি বলবো তুই তো আমার স্বপ্নটা ভেঙে দিলি,,, যদি না ভাংতি তাহলে এতগুলো বিয়ে করে নিয়ে আসতাম,,,
√√প্লিজ প্লিজ বল না ভাইয়া,,,,
√√জানিস তোর ভাবি না আমাকে প্রপোজ করেছিল আমি যেন ফুলটা নেব আর ওকে জড়িয়ে ধরতে যাব ঠিক তখনই তুই এসে ঘুমটা ভাঙিয়ে দিল
√√ওরে আল্লারে তুই একটা পুরো একটা স্বপ্নের জন্য আমাকে এভাবে মারলি
√√আরে তুই মন খারাপ করছিস কেন আমি তো এমনি শয়তানি করলাম,,,
√√আচ্ছা ভাইয়া আমার না কিছু টাকার দরকার ছিল দিতে পারবি
√√কেন তুই টাকা দিয়ে কি করবি
√√ওই যে কিছুদিন আগে আমাকে একটা নৈপুর দিয়েছিল না ওটা না ছিড়ে গেছে এখন আমার কাছে তো টাকা নেই তুই কিছু দিয়ে নামিয়ে ঠিক করে নিয়ে আসিস তানাহলে আম্মু খুব বকবে
√√এই পাগল কি খাচ্ছিস কেন তোর ভাই আছে না এখনো যদি আম্মু কিছু বলে বুঝলি ভাইয়া নুপুর টা ইচ্ছে করে ছিড়ে দিয়েছে
√√না আমি এটা বলতে পারব না তারপর আম্মু তোকে বকবে
√√আচ্ছা তাহলে বলবি যে তোর একটা পড়তে ভালো লাগে না তুই খুলে আলমারিতে রেখে দিয়েছিস
√√ওয়াও ভাইয়া তোর মাথায় কি বুদ্ধি রে..
আচ্ছা তাহলে বলবি যে তোর এইটা পড়তে ভালো লাগে না তুই খুলে আলমারিতে রেখে দিয়েছিস
√√ওয়াও ভাইয়া তোর মাথায় কি বুদ্ধি রে,,,,
√√হয়েছে আর পাম দিতে হবে না এখন যা রেডিও আমি ফ্রেশ হয়ে আসছি একসাথে খাবার খাবো

তারপর রাত্রি চলে গেল আর রাতে চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম,,, এসে দেখি আমার আগে রাত্রি,বাবা মা বসে আছে,,,আর তখন বাবা মাকে বলল,,,,

√√কিরে কেমন চলছে তোর কলেজ
√√এইতো ভালো
√√কোন ঝগড়াঝাঁটি করবি না কিন্তু তোর কিন্তু আবার অভ্যাস খারাপ
√√না বাবা এখনো কি আর আগের মতো রয়ে গেছে ছোট দের মত ঝগড়া করব

তারপর সবার সবার সাথে বসে খাবার খেয়ে রুমে চলে আসলাম তারপর এসে ফ্রেশ হয়ে আমি আর রাত্রি বের হলাম কলেজের উদ্দেশ্যে,,, তবে আজকে প্রায় বিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি কোন রিকশা পাচ্ছিনা,,,

তাই রাত্রি বলতে লাগলো,,,,

√√ভাইয়া আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো চল হেঁটে চলে যাই
√√তাইতো দেখছি হাঁটতে হবে তা না হলে আবার ক্লাস মিস হয়ে যাবে

তারপর আমি আর রাত্রি হাঁটতে লাগলাম,,, হারতে হারতে কলেজে পৌছে গেলাম প্রায় 50 মিনিট সময় লাগবে,,, তারপর রাত্রি ওর বান্ধবীর কাছে চলে গেল আর আমি ক্যাম্পাসে বসে রইলাম কারণ শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে,,,,

ঠিক এই সময়,,, আমার সামনে 3 জন লোক এসে দারালো আর আমার পাশে বসে বলতে লাগলো,,,

√√এই ছেলে তোমার নাম কী
√√জি আমার নাম সিয়াম
√√এলাকায় মনে হয় নতুন তাইতো
√√জি ভাইয়া
√√আমাদের কে চিনো
√√না
√√তাহলে চিনে রাখো তুমি যে মেয়েটার সাথে বেশ একটু ঘোরাঘুরি করছ না,,, ঈশিতা,,, আমরা ওর বাবার লোক ঠিক আছে ওর সাথে বেশি ঘোরাঘুরি করবা না এসব ওর বাবা ভালোবাসে না,,,

আমি শুধু তিনটা লোকের দিকে তাকিয়ে ছিলাম আর তারা আবার বলতে শুরু করল,,,

√√কথাগুলো মাথায় রেখো বড় ভাই হয়ে ভুলে গেলাম পরবর্তী সময় যখন আসব তখন হাতে লাঠি নিয়ে আসবো একদম মেরে ফেলব কেউ বাঁচাতে পারবে না
√√আচ্ছা ভাইয়া চেষ্টা করব

আমি চেষ্টা করব কথাটা বলার সাথে সাথেই একটা লোক আমার শার্টের কলার ধরে বলতে লাগলো,,,

√√এই ছেলে চেষ্টা করি মানে কি আমাদের কথা বুঝতে পারিস নি,,, ভালই ভালই বলছি ওর সাথে কোন কথা বলবে না আর যদি ওর দিকে তাকিয়ে আছিস তোর চোখ দুটো তুলে নেব মনে থাকে যেন

লোকটা এখনো আমার সাথে কলার ধরে আছে আর এই মুহূর্তে এসে সামনে দাঁড়ালো আর বলতে লাগলো

√√এই কি হয়েছে এ জায়গায় আর তোরা ওর শার্টের কলার ধরে আছিস কেন,,

ঈশিতা কে দেখে লোক গুলো ভ্যাবাচেকা খেয়ে আমার শার্টের কলার ছেড়ে দিল আর এক সাইডে দাঁড়িয়ে গেল মাথা নিচু করে,,,

√√না আসলে আপু এমনি কিছু হয়নি,,,
√√এক থাপ্পর দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব কিছু হয়নি আবার ওর সাথে এমন ব্যবহার করছিলি কেন
√√সরি আপু বুঝতে পারিনি
√√হয়েছেন এখন যা এখান থেকে,,

ক্যাম্পাস আসার পর কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না সবাই এখন আমার দিকে তাকিয়ে আছে,,,,,, আর ঈশিতা একবার আমার দিকে একবার ঐ লোকগুলোর দিকে তাকাচ্ছে,,,,

আর আমি একটা বলদের মত ওই জায়গায় মাথা নিচ দিকে দিয়ে দাড়িয়ে আছি,,,,, আর তখন ঈশিতা আমাকে বলতে লাগলো,,,

√√আমার সাথে আসেন

এই কথাটা বলে ঈশিতা পিছন দিকে ঘুরতেই একটু চমকে গেল,,, কারন পিছনে তখন আমার বন্ধুরা কোথায় থেকে যেন দৌড়ে আসলো আর এসেই বলতে লাগলো,,,

√√কি হয়েছে দোস্ত,,, [ইমন ]
√√ওই লোকটি তাকে ছিল রে তোর সাথে অমন ব্যবহার করল [শাহরিয়ার ]

আমি কোন কথার উত্তর দিচ্ছিলাম না তখনই রাব্বি আমাকে ধমক দিয়ে বলল,,,,

√√কি হল তুই কথা বলছিস না কেন আর কিসের লোকের কথা বলছে ওরা ,,,, (রাব্বি)
√√না মানে আমি যেনো আর ওই মেয়েটার সাথে কোনো রকমের কথা না বলে তার জন্য হুমকি দিয়ে গেল

আমার কাছ থেকে এমন কথা শুনে রাব্বি ঈশিতার দিকে তাকাল আর ঈশিতা একটু ভয় পেয়ে বলতে লাগলো,,,,

√√আসলে ভাইয়া ওরা না জেনে ভুল করে ফেলেছে আর হবে না,,,
√√আর হবে না মানে কি,,, তোমার ভাবার লোক আমার বন্ধুর গায়ে কেন হাত দিবে,,, আমি চাইলে তোমাকে ওখানে যেতে পারি তুমি জানো না
√√সরি ভাইয়া ভুল হয়ে গেছে,,,
√√কি ভুল হয়ে গেছে সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়,,, তাহলে এখন আমি তোমাকে পাঁচটা চর মেরে বলি সরি বোন ভুল হয়ে গেছে,,,,

রাব্বি অনেকটা ধমকের সুরে ঈশিতাকে কথাগুলো বলল,,,ঈশিতাকে এমনভাবে কথা বলা আমার একটু রাগ হল তাই আমি রাব্বিকে একটু ধমক দিয়ে বললাম,,,

√√কি হচ্ছে কি রাতে এইসব তুই ওই লোকগুলোর জন্য মেয়েটাকে কেন বকাঝকা করছিস,,,,
√√তুই কিছু জানিস না বন্ধু ওর জন্যই এগুলো হয়েছে,,,

রাব্বি যখন ঈশিতার সাথে ধমকের সুরে কথা বলছিল তখন দেখি ইশিতার চোখে পানি টলমল করছে মনে হয় একটু হলেই বেরিয়ে যাবে,,, আর ওর চোখের পানি টা আমার কাছে ভালো লাগলো না,,,,

আর তাই আমি ওখানে সবার সামনে থেকে ঈশিতার হাত ধরে পুকুর পাড়ে নিয়ে আসলাম ,,,,, আর পুকুর পাড়ে আসার সাথে সাথেই ঈশিতা ওর হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল আর বলতে লাগলো,,,

√√ছাড়ুন আমাকে,,,, সবকিছু আপনার জন্য হয়েছে আপনি জানতেন আমার বাবার লোক গুলো আপনার সাথে এমন করলে রাব্বি ভাইয়া খুব বকা দিবে আমাকে,,,, তাই আপনি ইচ্ছা করে এমন কিছু করেছেন আমার সাথে,,, যাতে ভাই আমাকে বকা দেয় আর আপনি খুশি হন

ঠিক এই মুহূর্তে ঈশিতার মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছে কারণ ও চোখের পানিগুলো দুই হাত দিয়ে মুছে আর কথাগুলো বলছে,,,

চলবে____________________________

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here