“নেতার মেয়ের সাথে প্রেম পর্ব_০৫

0
816

#গল্প: নেতার মেয়ের সাথে প্রেম
#পর্ব_০৫
….
মনোযোগ দিয়ে শুনুন আমি এখন যা বলব আপনি কোন কথা না বলে শুধু শুনবেন[ঈশিতা ]
√√আচ্ছা তা না হয় শুনলাম
√√আচ্ছা দেখেন আপনি যা ভাবছেন তা আমার পক্ষে ভাবা কোনভাবে সম্ভব না,,,,

কারন আমার বাবা কখনো আপনাকে নিয়ে নিবেন,,, আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বাবা কে জানতে পারে যে আমি আপনার সাথে ঘোরাঘুরি করে কথাবার্তা বলি তাহলে অভাব আমাকে মেরে ফেলবে,,,,
√√আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু এখন আমি আপনার জন্য কি করতে পারি।।

√√কিছুই করতে হবে না শুধু আপনি আমার সাথে আর কথা বলবেন না
√√এটাতো দেখছে প্রেম না হতেই বিরহ
√√মানে,,,,
√√মানেটা কি আবার আমি আপনাকে এখনো প্রপোজ করলাম না আপনি সে বলছেন আপনার দ্বারা এসব সম্ভব না।।

√√আসলে,,,,,
√√আমি শুধু শুনতে চাই যে আপনি আমাকে পছন্দ করেন কি না,,,,
√√না মানে,,,
√√আবার এইসব উল্টাপাল্টা কথা বলছেন আমি আপনাকে বলছি,,,, সেটার উত্তর দেন
√√পছন্দ কিংবা ভালোবাসি কিনা জানিনা তবে আপনাকে আমার ভালো লাগে
√√যাক অবশেষে তো কোন একটা মেয়ে বলেছে যে আমাকে ভালো লাগে,,,

√√তার মানে কি এটাই কি আপনার জীবনের ফার্স্ট ভালোবাসা,,,
√√তা নয়তো কি আমি কি পঞ্চাশটা মেয়েকে ভালোবাসি নাকি,,, প্রথমে আপনাকে দেখেছিলাম মনে হয়েছিল আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়ে গেছি,,, কিন্তু আমার ভাগ্যে হয়তো আপনাকে পাওয়া যাবে না,,,

√√কেন পাওয়া যাবে না
√√ওই যে আপনি বললেন আপনার এইসব করা সম্ভব না,,,
√√আমার কাছে কি মনে হয় জানেন,,,

আমি একটু ভ্রু কুচকে বিস্তার দিকে তাকালাম আর বললাম,,,,

√√কি
√√আমার কাছে মনে হয় আপনার ভালোবাসাটা ভালোবাসা নয় এটা এটা আবেগ,,, কারণ আপনি আমাকে আজকাল দেখে নিন শুধু আমার দুচোখ দেখেছেন এটা দেখি আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন,,, এটা হতে পারে না,,, হয়তো কিছুদিন এভাবে থাকবেন,,, প্রায় এক মাসের মত আমার সাথে দেখা না হলে আপনি এমনি আমাকে ভুলে যাবেন

ঈশিতার এমন কথাগুলো শুনে আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম,,,,

√√আমার ভালোবাসাটা আপনার কাছে আবেগ হয়ে গেল আর আমার আবেগটাকে আপনি কি বলবেন,,,, আপনি জানেন ছোট দেখে আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি,,,

আমি ছোট থেকেই ভাবতাম যে আমি যেদিন আমার ভালবাসার মানুষকে খুঁজে পাবো সেদিন আমার বুকের ভেতর হার্টবিট বেড়ে যাবে,,,,

আর আপনাকে দেখার পর ঠিক আমার এমনই হয়েছিল,,, আর সবথেকে বড় কথা হলো আমি এমন একটা মেয়েকে চাইতাম,,,,, জাকি শুধু আমি দেখব আর কেউ যেন দেখতে না পারে,,,,

আর আপনি আমার স্বপ্নটাকে আমার ভালোবাসাটা কে কি বললেন এটা নাকি একটা আবেগ দুইদিন পর এমনি ভুলে যাব আমি আপনাকে,,,,শুনেন যদি আপনার কাছে এটা মনে হয় যে আমি আপনাকে কয়েকদিন পর ভুলে যাবো তবে এটা সম্পূর্ণ মিথ্যা কারন আমি আবেগ দিয়ে আপনাকে ভালোবাসি নি এই মন থেকে ভালোবাসা এমনি এসেছে আপনার জন্য।।

√√আমার কাছে যা মনে হয়েছে আমি শুধু তাই বলেছি,,, কারণ আজ পর্যন্ত আমার দিকে কোন ছেলে ভাল করে তাকিয়ে দেখে নি ভালো কি বাসবে,,,,

ঈশিতার কাছ থেকে এমন কথাগুলো শুনে আমি কি বলব ঠিক বুঝে উঠতে পারছিনা,,, কারণ আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এমন কতগুলো কথা শেয়ার করবে,,,

তাই আমি তখন ঈশিতার সামনে হাঁটু গেড়ে ডান হাতে তার সামনে এগিয়ে দিয়ে বললাম,,,,

√√হে আমার প্রিয়তমা,,,
আমি জানিনা তোমার ভেতরে এমন কি আছে যার জন্য আমি তোমাকে এতটা ভালবাসি,,,

তবে হ্যাঁ আমি এটা বলতে পারি তোমার ওই চোখের নিচে কাজল আমায় খুব টানে তোমার কাছে

জানিনা তুমি আমাকে ভালোবাসো কিনা তবে হ্যাঁ আমি এটা বলতে পারি আমি কখনো তোমার ওই চোখ ছাড়া মুখটা দেখতে যাব না,,,,

কারণ একটাই আমি তোমায় ভালোবাসি,,, হ্যাঁ আমি তোমায় ভালোবাসি তোমার সৌন্দর্যকে নয়,,,

আমার কাছে তুমি মানে সৌন্দর্য,, তাইতো আমি তোমায় বলছি দেবে তোমায় প্রিয়তমা ডাকার অধিকার

দেবে কি তোমার পাশে চলার অধিকার তোমার হাতটি ধরে,,,

আমি কথাগুলো বলছি আর ঈশিতা আমার দিকে শুধু তাকিয়ে আছে,,, হয়তো ও কি বলবে ঠিক খুঁজে পাচ্ছে না,,, আর আমি এখনো ওর সামনে ওই রকম ভাবে হাঁটু গেড়ে হাতটা সামনে বসে আছি,,,

অবশেষে আমার অপেক্ষার প্রহর ভাংবো কিন্তু এমনভাবে ভাঙবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি,,, কারণ কি হলো,,

ঈশিতা ও হাতি আমার হাতে রেখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে আর ওর চোখ দিয়ে পানি পরছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি,,,

তাই আমি তখন ভাই এটা চোখে পানি গুলো মুছে দিয়ে বললাম,,,

√√এখন থেকে তুমি আমার জীবনের একজন,,, তাই আমি চাইনা তুমি আমার সঙ্গে কখনো কান্না করো,, আর কান্না করলে কি হয় জানো তোমার ওই চোখের কাজল গুলো নষ্ট হয়ে যায় যাতে করে তোমার ওই চোখের মায়া গুলো কোথায় যেন সরে যায়,,,

আর তখন যে তোমাকে কেমন দেখা যায় কি বলবো,,,

ঈশিতা কোন কথা না বলে শুধু আমার দিকে তাকিয়ে আছে,,, তখন আমি বললাম,,,,

√√কি এখনো ভয় লাগছে তোমার ভালোবাসা না আমায়
√√হ্যাঁ বাসিত
√√তাহলে তো ভয় পাচ্ছো কেন
√√যদি আমার বাবার লোকেরা তোমাকে কিছু করে তাই,,,,
√√সেটা নিয়ে তোমাকে ভয় পেতে হবে না তোমার বাবার লোকরা হয়তো আমাকে মেরে ফেলবে তার থেকে তো আর বড় কিছু করতে পারবে না,,,

আর যদি এভাবে মরে যায় তাহলে আমি গর্ব করে বলতে পারব আমি আমার ভালোবাসার জন্য মরেছি তবু আমি আমার ভালোবাসার মানুষের সাথে কোন রকম প্রতারণা করো।।
আর যদি এভাবে মরে যায় তাহলে আমি গর্ব করে বলতে পারব আমি আমার ভালোবাসার জন্য মরেছি তবু আমি আমার ভালোবাসার মানুষের সাথে কোন রকম প্রতারণা করে

আমি কথাগুলো বলার পর ঈশিতার দিকে তাকিয়ে দেখি সেটা শুধু আমার দিকে তাকিয়ে আছে আর কোন কথা বলছেন,,,,

তাই তখন আমি তাকে বললাম,,,,,

√√বুঝতে পেরেছি তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারছ না তাইতো
√√কোন উত্তর নেই শুধু তাকিয়ে আছে,,,,
√√চিন্তা করো না একবার আমাকে বিশ্বাস করে দেখো কখনো তোমার ওই দুটো হাত ছেড়ে যাবো না,,,, শুধু একবার বিশ্বাস করো,,, একবার শুধু আমার হাতে তোমার হাতটি রাখো,,, দেখো তখন তুমি অনুভব করতে পারবে যে আমার এই হাতে হাত রেখে তুমি সারা জীবন পার করে দিতে পারবে

আমি তখন স্পষ্ট দেখতে পারলাম আমার কথাগুলো শুনে ঈশিতার চোখ দিয়ে ফোটা ফোটা জল গড়িয়ে পড়ছে,,,,

ঈশিতার সাথে কথা বলছিলাম ঠিক এই মুহূর্তে বন্ধুগুলো এসে আমাদের মাঝে দাঁড়ালো,,,, আর সবাই একসাথে বলতে লাগলো,,,

√√দোস্ত দেখেছিস যে ছেলে কিনা কোনদিন মেয়েদের দিকে তাকিয়ে দেখিনি ওই ছেলে আজকে মেয়েটাকে ছাড়া থাকতেই পারে না [শাহানুর ]
√√তা তো দেখতেই পাচ্ছি,,,, আমাদের কি ভুলে গিয়ে এখন শুধু ঈশিতা আর ঈশিতা,,, [রাব্বি ]
√√তোরা যে কি বলিস না তোর আমার বন্ধু আর ও আমার ভালোবাসা দুজনই আমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কখনো কি তোদের ভুলতে পারি,,,,

বন্ধুরা আসার সাথে সাথেই বেশি দাও চোখের পানিগুলো আড়াল করলো,, আর মুখে একটু হাসি এনে বলতে লাগল,,,,

√√তোমরা না হয় কথা বলো আমি এখন আসি,,, [ঈশিতা ]
√√আরে ভাবি চলে যাবেন মানে আমাদের সাথে একদম আড্ডা দিয়ে তারপর বাসায় যাবেন [শাহানুর ]

শাহানুর এর মুখ থেকে ভাবি কথাটা শুনে ঈশিতা বড় বড় চোখ দিয়ে একবার আমার দিকে একবার আমার বন্ধুদের দিকে তাকিয়ে রইল,,,

আপনারা হয়তো জানেন বন্ধু জাতিটা এমনই মেয়েরা যে থাকুক বা না থাকুক মেয়েটিকে ভাবি বলে ডাকবে,, একেই বলে বন্ধু,,,,

তারপর ঈশিতা আর কোন কথা না বলে চলে গেল আর আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম,,, ওদের সাথে কথা বলা শেষে সবাইকে বিদায় দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম,,,, ক্যাম্পাস বেরিয়ে গেটের কাছে আসতেই কতগুলো ছেলে আমার কাছে আসলো আর বলতে লাগলো,,,,

√√তোকে না ঐদিন বলেছিলাম যে ঈশিতা এর সাথে কোন রকম মেলামেশা করবিনা,,,

ওদের মুখ থেকে এমন কথা শুনে আমার একটু হাসি পেল আর আমি একটু মুচকি হেসে ওদেরকে বললাম,,,

√√আপনারা হয়তো জানেন না আমি তাকে পছন্দ করি,,, শুধু পছন্দ বললে ভুল হবে আমি ওকে ভালোবাসি,,,
√√বুঝতে পেরেছি পাখা জ্বালিয়েছে না তোর,,,,, পাখা গুলো কেটে দিতে হবে তাহলে মাথা থেকে ভালোবাসার ভূত দূর হয়ে যাবে।

√√আপনাদের যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু আমি আমার ভালোবাসাকে ভালবাসবো
√√আজকের মত তোকে বলে গেলাম পরেরবার থেকে যেন তোকে আর তার সাথে না দেখি যদি দেখেছি তাহলে হাত ভেঙে হসপিটালে ভর্তি করে রাখবো ,,,,

এতক্ষণ লোক গুলো আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল,,, আর কথা বলা শেষে আমাকে একটা ধাক্কা দিয়ে পুরা চলে গেল,,, আমার কাছে এটা কোন আজগুবি বিষয় নয় কারণ ঈশিতা আমাকে আগেই বলেছিল কে ভালবাসতে হলে অনেক বড় একটা সমস্যায় পড়তে হবে৷ ,,,,,

যাইহোক পরে একটা রিক্সা নিয়ে চলে গেলাম বাসায় বাসায় আসার সাথে সাথেই আম্মু বলতে লাগলো,,,,

√√কিরে আজকে এত দেরি করে বাসায় ফিরলি যে,,,,
√√না মানে আম্মু একটু বন্ধুর সাথে গল্প করছিলাম তাই দেরি হয়ে গেছে,,,,
√√নতুন নতুন প্রেমে পড়লে এমনই একটা একটু দেরি হয়,,,,,

সিঁড়ি দিয়ে নামতে নামতে টুম্পা মানে আমার ছোট বোন এই কথাটা বলব আর আমি একটু ভয় পেয়ে গেলাম,,, আর ঠিক তখনই আম্মু বলতে লাগলো

√√কি বললি রে টুম্পা
√√মানে আম্মু আমি বলেছি যে নতুন নতুন ভার্সিটিতে গেলে এমন একটু একটু দেরি হয়
√√ওইটা বলেছিলি আর আমি তো অন্য কিছু শুনে নিয়েছিলাম আচ্ছা যাইহোক ফ্রেশ হয়ে খেতে আয়,,,,

তারপর আমি একটু আগে গিয়ে বলতে লাগলাম,,,

√√নতুন নতুন প্রেম মানে কি বলতে চাস তুই
√√দেখ আমার সাথে একদম চোখটা নিয়ে কথা বলছিলাম না হলে কিন্তু আমি সব আব্বু আর আম্মুকে বলে দেব,,,
√√আমাকে ব্ল্যাকমেইল করছিস
√√মাত্র তো শুরু আস্তে আস্তে সব দেখবি

এই কথাটা বলে টুম্পা চলে গেলো আর আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম,,, কি বন্ধু রে বাবা বাইক একটু সাহায্য করবে তা না করে ব্ল্যাকমেইল করছে,,,

তারপর প্রতিদিনের মত আজকের দিনটাও ঠিক এভাবে চলে গেলাম আর এখন আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি,,,, একটা জিনিস বুঝতে পারেন যখন থেকে এসে তাকে দেখেছি ঘুমানোর আগে ওর কথা না ভাবলে আমার ঘুমই আসেনা,,,,

ওর সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে কিন্তু হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল কারন আমার তো মনেই ছিলনা যে তার কাছে কোন ফোন নেই তাই ভাবলাম কালকে ওকে একটা ফোন দিব,,,,

যাতে করে লুকিয়ে হলেও আমার সাথে কথা বলতে পারেন,,, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে আসছে না,,,, তাই ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি

তাই তখন দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:07 বাজে,,,, তাই ভাবলাম এখন হয়তো ঈশিতা পরছে ওর বাড়ির সামনে গেলে যদি ওকে একটু দেখতে পাই,,, তাই যেই ভাবা সেই কাজ,,,

চুপি চুপি চলে গেলাম ঈশিতা বাড়ির সামনে,,, কিন্তু গিয়ে কোনো ফায়দা হলো না কারণ ও তো আর ঘর থেকে বের হয় না,,,, তখন আমার মাথায় আসলো আমি যে কত একটা বোকা।

চলবে________________________________

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here