মাত্র তিন মাস পর্ব -০৩

মাত্র তিন মাস
পর্বঃ তিন

নিঝুম বলে উঠে,চলো আমরা দুজন এক সাথে ডান্স করি।
আর তখনই আমি সেখানে গিয়ে উঠি,
আর বলি,
-কেন?আমি কি মরে গেছি?

-অনু তুমি?

-হ্যাঁ আমি।

-কে এই মেয়ে উৎস?
-শি ইজ মাই ওয়াইফ নিঝুম।

-ওহ আচ্ছা।তাই তো বলি,
-কি?
-না কিছুনা,তো ইঞ্জয় করো।আমি আসছি।
ইঞ্জয় করুন আপনারা।

-ওকে।থ্যাংক্স!

নিঝুম চলে যায়।

-বাহ্ তুমি এখানে,আমিতো বিশ্বাসই করতে পারছিনা।

তবে কি ভেবে নিবো ঘায়েল করে ফেলেছি?

-আহ্!এতই সহজ?
-তবে যে হুট করে এখানে চলে এলে?

-আসলাম আপনার ফোনটা দিতে।
উফফ ফোনের উপর ফোন আসছিলো,জাস্ট বিরক্ত হয়ে গেছি।

-এটাই কি কারণ?
-জ্বী,এটাই কারণ।

-কারণ যা ই হোক,তুমি যে এসেছো এটাই অনেক।

কিন্তু প্রোগ্রাম টা যে এখানে জানলে কি করে?

-আপনার বন্ধু মেসেজ করেছিলো।
তাকে জিজ্ঞেস করে জেনেছি।
-কেন জানলে?
-বাহ রে,ফোন দিতে আসতে হবেনা?
নইতো সারা রাত ফোনের জ্বালা সহ্য করবো নাকি।

-হা হা হা।আচ্ছা বুঝলাম।এবার হাত ধরো।

-হাত ধরবো মানে?
-আরে বাবা নাচতে হবেতো।
-আমি নাচবোনা।

-ওই দেখো,সবাই কি সুন্দর ডান্স করছে।
আমরা এভাবে দাঁড়িয়ে থাকলে লোকে কি বলবে?

-যা বলে বলুক।তাতে আমার কি।

উৎস এবার নিজেই আমার হাত ধরে ওর কাছে টেনে নিলো আমাকে।

বাধ্য হয়ে আমার ওর সাথে ডান্স করাই লাগলো।

-জানো,কথা টা বলতে চাচ্ছিলাম না।তবুও বলতে বাধ্য হলাম।

-কি?

-তোমাকে শাড়ীতে দারুণ লাগছে।

-আচ্ছা,
ধন্যবাদ।

-শাড়ীটাও কিন্তু সুন্দর।

-হুম আপনার কেনা যে,
নিজের কেনা সব ই সুন্দর লাগে।

-ওহ হো,ওই শাড়ীটা?
-হুম ওই শাড়ীটা।

-যাক শেষ মেস বেচারা শাড়ী ওর স্থান পেলো।

কত জায়গায় ই তো ঘুরলো ফিরলো।
দরজায়,ফ্লোরে।অবশেষে নারীতে,
মানে তোমাতে।

-হয়েছে হয়েছে।এবার থামুন।
আমি আর নাচতে পারবোনা।

-স্লো ডান্সেও সমস্যা তোমার?
এবার কিন্তু ধামাকাদার নাচ নাচবো।

-নাচুন,আমি যাই।আপনি একাই নাচুন।

-যাহ সং অফ হয়ে গেছে।

তুমি বেঁচে গেছো।

-আরে আরে ভাবী নাকি?

-হ্যাঁ এটাই তোমাদের ভাবী।
-আসসালামু আলাইকুম!

-ওয়ালাইকুম আসসালাম।

-শেষ পর্যন্ত ভাবীর দেখা মিল্লো তাহলে।

-তো এত দেরি হলো কেন?

-আরে আসতোই না,
আমি বলেছি তার বর অন্যের দখলে চলে যাবে সে না আসলে।

তাই এসেছে।

-তাই নাকি ভাবী?

-না মানে ইয়ে।

-ওই তোমরা কি শুরু করেছো?
ভাবী এবার লজ্জা পাচ্ছে তো।

আচ্ছা চলো এবার সবাই হালকা পাতলা কিছু খেয়ে নেই।

আমি ভেবেছি হালকা পাতলা কিছু খাওয়া মানে খাবার খাবে।

এখন দেখছি সবাই ড্রিংক্স করবে।

-এই নিন ভাবী।

-না ভাই আমি ওসব খাইনা।

-আরে নিন না।একদিন খেলে কিছু হবেনা।

-নারে,ওকে দিস না।
ও এসব সহ্য করতে পারবেনা।

-কে বলেছে পারবোনা?
দিন তো ভাইয়া।

আমি উৎসর উপর অনেকটা জেদ করেই ড্রিংকস করলাম।

কিছু ক্ষণ পর আমার চোখ ঝাপসা হয়ে আসে।

আমি সব ঘোলা ঘোলা দেখি।

হেলে দুলে পড়ে যাই।

উৎস সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে চলে আসে বাসায়।

কোলে তুলে রুমে এনে খাটে শুইয়ে দেয়।

-বলেছিলাম দরকার নেই এসব খাওয়ার।
নাহ শুনলোনা আমার কথা।

আর এখন?এখন মাতলামো শুরু করে দিয়েছে।

বলি কি,যদি সহ্যই করতে না পারো।তবে কি দরকার ছিলো খাওয়ার?

আমি এত ক্ষণে সেন্স হারিয়ে ফেলেছি।হিতাহিত জ্ঞানই নেই আমার এখন।

আমি মাতাল হয়েই বলছি,

-কেন খেলাম?কেন তুমি দেখোনি নিঝুম আমাকে দেখে হাসছিলো।

ও কেন হাসবে?
যখন তুমি বললে ও সহ্য করতে পারবেনা এসব।তখন নিঝুম খিক খিক করে হাসছিলো।
তাই আমিও খেয়ে নিয়েছি।

-ও মাই গড।
তুমি জেলাস ফীল করো নাকি?আর আমার বউ দেখছি আজ আমাকে তুমি তুমি করছে।

বাহ্ একদিনের ড্রিকংস দেখি আপনি থেকে আমাকে তুমিতে এনে দিলো।

আচ্ছা শোনো,তুমি চুপচাপ ঘুমাও একটু।চোখ বন্ধ করো।
সকাল হলেই দেখবে সব ঠিক হয়ে গেছে।

-আরে কই যাও তুমি?
শোনোনা।

আমি উৎসর হাত টেনে ধরি।

-কিছু বলবে?

-হুম।

-বলো।

-তোমাকেও আজ খুব সুন্দর লাগছে।

-হা হা হা।তাই বুঝি?

-হুম সত্যি।

-আর?
-আর আর তুমি সব সময় ই সুন্দর।

-তাই?
-হ্যাঁ।
-তবে তোমার থেকে কম।
-তাইই?
-হুম।
-তোমার চোখ ও খুব সুন্দর।তোমার হাসি।
-আর তুমি পুরোটাই সুন্দর।

আচ্ছা তুমি একটু ঘুমাও।
আমি আসছি।

-উঁহু।ঘুমাবোনা।
-তাহলে কি করবে?
-গল্প করবো।
-অনু,তোমার এখন ঘুম দরকার।
তুমি সজ্ঞানে নেই।

-কে বলেছে?আমি ঠিক আছি।

-আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করো।

আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই।

-না।
-তাহলে?

-আগে আমাকে গল্প শোনাও।

-কাল শোনাই?

-না।আজই।

-আচ্ছা তুমি চোখ বন্ধ করো আমি গল্প বলি,তুমি গল্প শুনতে শুনতে ঘুমাবে কেমন?

-আচ্ছা।

-এক দেশে ছিলো একটা রাজকুমারী।
রাজকুমারী টা একটা রাজকুমারকে ভালবাসতো।
কিন্তু একদিন রাজা রাজকুমারী টাকে রাজকুমারের কাছ থেকে নিয়ে গিয়ে একটা প্রজার হাতে তুলে দিলো।

-কেন?কেন প্রজার হাতে তুলে দিলো?

-কারণ প্রজাটা সেই ছোট বেলা থেকে রাজকুমারী কে নিয়ে স্বপ্ন দেখতো।
আর ভাবতো,কবে রাজকুমারী বড় হবে আর কবে ওকে আমি আমার ছোট ঘরটাতে আমার ছোট্ট রাণী করে আনবো।

-তারপর?

-প্রজাটা দিন রাত আল্লাহ্‌র কাছে প্রার্থনা করতো।আর তারপর একদিন আল্লাহ্‌ প্রজার ইচ্ছেটা পূরণ করে দিলেন।

রাজকুমারীকে প্রজাটা বিয়ে করে ঘরে তুল্লো।
রাজা রাজি হলো,তারপরই সব সম্ভব হলো।

-কিন্তু বিয়ের পরই প্রজাটা জানলো ওর রাণী টা অন্য এক রাজকুমারকে ভালবাসে।
আর ভেঙে গেলো প্রজার স্বপ্ন।

-ইশ!এখন কি হবে?

-জানিনা কি হবে।

আচ্ছা এখন কি হওয়া উচিৎ?

-কি আবার,রাণী টার উচিৎ ওই রাজকুমার টাকে ভুলে যাওয়া।
যেহেতু প্রজার সাথে ওর বিয়ে হয়েই গেছে।

-কিন্তু প্রজার রাণীটা যে রাজকুমার টাকে অনেক ভালবাসে।

-প্রজাও তো রাণীটাকে খুব ভালবাসে।ছোট বেলা থেকে ওকে নিয়ে স্বপ্ন দেখছে।ভালবাসে।

-হুম তা ঠিক।

-আচ্ছা,রাণীর জায়গায় তুমি হলে কি করতে?প্রজাকে ছেড়ে চলে যেতে?

-নাহ্!আমি প্রজাকে ছেড়ে যেতাম না।ভাগ্য মেনে নিতাম।আর প্রজার কাছেই রয়ে যেতাম।

-তাহলে প্লিজ থেকে যাওনা।
যেওনা আমাকে ছেড়ে।আমি তোমাকে খুব ভালো রাখবো অনু।আমি তোমাকে খুব ভালবাসি।সেই ছোট্ট বেলা থেকে।কত স্বপ্ন বুনেছি তোমাকে নিয়ে।আমাকে একটা সুযোগ দিয়েই দেখোনা।
প্লিজ।তোমাদের ভালবাসা মাত্র কয় বছরেরই বা হবে।কিন্তু আমার ভালবাসা,সেতো যুগ যুগের।(কান্না করে,ইমোশনাল হয়ে)

-এই উৎস,কি হলো তোমার?
কাঁদছো কেন তুমি?

উৎস কাঁদতে থাকে।কিছুতেই ওর কান্না থামেনা।

-কাঁদেনা।লক্ষী সোনা।
কাঁদেনা।
আমি তোমায় ছেড়ে কোথায় যাবো?তুমি আমার বর না?আর আমি তোমার বউ।
বউ কি কখনো বরকে ছেড়ে কোথাও যায়?

পাগল ছেলে।

এই বলে আমি উৎসকে জড়িয়ে ধরি।

আর উৎসও আমার কপালে চুমু খেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।

আর এই মুহূর্তে ও ভুলে যায় আমরা যে তিন মাসের একটা শর্তে আছি।

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here