মোনালিসা পর্ব ৩৪

মোনালিসা
লেখা-ইসরাত জাহান তানজিলা
পর্ব-৩৪
নিশানের স্কুল বাসার কাছে হওয়াতে নিশান একাই যায়। মোনার সময় হলে মাঝে মাঝে দিয়ে আসে।নিশান স্কুলেই উদ্দেশ্য বেরুবার পর মোনা থালা-বাসন পরিষ্কার করল, বিছানা গোছালো, আরো টুকটাক কাজ শেষ করে ভার্সিটির উদ্দেশ্য বের হলো। মোনা বাসার সামনে যেতেই কিছু’টা দূরে নিশানের মত কাউকে দেখে। মোনা ভ্রু কুঞ্চিত করে তির্যক দৃষ্টিতে স্পষ্ট ভাবে লক্ষ্য করার চেষ্টা করছে। মোনার দৃষ্টিশক্তির কার্যবিপত্তি ঘটলো। মেঘবৎ ভাবে বুঝা গেলো কারো হাত ধরে এগিয়ে আসছে নিশানের মত কেউ।মোনা খানিক’টা ভাবুক মনে কৌতূহলী হয়ে সেদিকে পা বাড়ায়। কিছুক্ষণ পর মোনা স্পষ্টভাবে দেখে নিশান পা টেনে টেনে হাঁটছে,এক শেতাঙ্গ মহিলা নিশানের হাত ধরে হাঁটতে সাহায্য করছে। মোনা তড়িৎ গতিতে ছুটে যায়। মোনার চোখে মুখে চাপা আতঙ্ক ঝিলিক। আতঙ্কপ্রবন গলায় অস্থির ভাবে জিজ্ঞেস করল,
-“কি হয়েছে তোর?পায়ে ব্যথা পেলি কিভাবে?”
নিশানের পাশে দাঁড়িয়ে থাকা শেতাঙ্গ মহিলা’টি মিহি গলায় বলল,
-“তেমন কিছু না, পায়ে ব্যথা পেয়েছে। হাঁটতে কষ্ট হবে কিছুদিন। শীঘ্র’ই সেরে উঠবে।”
নিশানের এমন অবস্থা শঙ্কিত হয়ে মোনা পাশে দাঁড়িয়ে থাকা মানুষ’টার প্রতি ঔদাস্য হয়ে পড়েছে। মোনা শেতাঙ্গ মহিলা’টির দিকে তাকিয়ে কৃতজ্ঞতাজ্ঞাপন করে নরম গলায় ধন্যবাদ জানালো। মোনা ভার্সিটি’তে যাওয়ার পথে প্রায়’ই দেখতো এই মহিলা’কে। বয়স পঞ্চাশোর্ধ হবে।
মোনা নিশান’কে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিশান ব্যথায় চোখ মুখ কুঞ্চিত করে রেখেছে। এমন সময় মোনার কর্ণ গহ্বরে একটা শব্দ তরঙ্গ প্রবেশ করল।
-” আমি মেরিনা।”
ভদ্রমহিলা আগ বাড়িয়ে নিজের নাম বলল। মোনা মেরিনার দিকে তাকিয়ে একটু হেসে বলল,
-“আমি মোনালিসা।”
মোনার আজ আর ভার্সিটি’তে যাওয়া হলো না। মোনা নিশান’কে কোলে নিয়ে হাঁটতে গিয়ে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিশানের পায়ের গোড়ালি’তে জখম হয়েছে, মাংস থেঁতলে গেছে।রক্ত ঝরা শেষে এখন জমাট বেঁধে আছে। মেরিনা ওঁদের সাথেই হাঁটছে। মোনা মেরিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
-“আপনার বাসা এদিকে?”
-“হ্যাঁ এখানেই। তোমাদের আমি প্রায়’ই দেখি। তোমাদের বাসা থেকে দুই মিনিটের রাস্তা।”
খুব মার্জিত ভাবে কথা বলছে মেরিনা,অমায়িক ব্যবহার। মোনা মুগ্ধ হলো। পঞ্চাশোর্ধ মেরিনা’কে মোনার কেন জানি পঁচিশ বছরের মহিলা মনে হলো। মোনা নিশান’কে কোলে নিয়ে ক্লান্তি’তে হাঁপিয়ে গেলো। মোনা ওর বাসার সামনে এসে মেরিনার দিকে তাকিয়ে সুললিত কন্ঠে বলল,
-“বাসায় চলুন। কফি খেয়ে যান।”
মেরিনা হেসে প্রত্যুত্তর করল,
-“আজ না,অন্যদিন। পিচ্চির খেয়াল রেখো।”
মোনা নিশান’কে নিয়ে বাসায় ঢুকলো। নিশান’কে খাটের উপর বসিয়ে মোনা লম্বা লম্বা শ্বাস ফেলতে লাগলো। মোনা স্যাভলন লিকুইড অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে দিলো। নিশান ব্যথিত মুখে চোখ বুঁজে আছে। ব্যথা কিছু’টা কমে আসলে, মোনা রোষপূর্ণ চোখে নিশানের দিকে তাকালো।রূষ্ট গলায় বলল,
-“নিশান তোমায় বলেছি আমি কাজ শেষ করে ভার্সিটি’তে যাওয়ার সময় তোমায় স্কুলে দিয়ে আসবো। তোমার তর সইলো না। আগে আগে চলে গেলা।এত বেশি বুঝো তুমি—।”
মোনা শেষ অংশটুকু অস্ফুট ভাবে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল। খানিক বাদে কড়া গলায় আবার বলল,
-“আর কখনো একা একা যাবে না।”
নিশান মাথা নিচু করে আছে অপরাধীর ন্যায়। মোনা শঙ্কিত গলায় পুনর্বার বলল,
-“আজ যদি খারাপ কিছু হয়ে যেতো?”
বিভিন্ন শঙ্কা, আতঙ্ক আর ভীতি’তে উদ্বিগ্ন হয়ে নিশান’কে ধমক দিচ্ছে মোনা। স্কুলে ভর্তি করানোর পর দুষ্টুমি বেড়েছে নিশানের। নিশানের সাথে কথা বলার মাঝে’ই পিছন থেকে কেউ একজন নিজের উপস্থিতি জানান দিতে হালকা কেশে ওঠে। মোনা চমকে গিয়ে পিছনে তাকায়। জ্যাক দাঁড়িয়ে আছে। মোনা খাট থেকে উঠে দাঁড়ায়। জ্যাক’কে দেখে অবাক হলো ভীষণ। ব্যস্ত হয়ে বলল,
-“জ্যাক আপনি? এভাবে হুট করে আসলেন? কতদিন বাদে আসলেন বসুন।”
জ্যাক মোনার দিকে তাকিয়ে হেসে চেয়ারে বসলো। নিশানের দিকে তাকিয়ে মোনা’কে উদ্দেশ্যে করে বলল,
-“কি নিয়ে এত রেগে ছিলেন?”
মোনা একটু হাসলো।জ্যাক আসাতে নিশানের উপর রাগের বিষয়’টা বাষ্পাকারে নির্গমন হয়ে গেলো। ঠান্ডা গলায় কিছু’টা বিরক্ত নিয়ে বলল,
-“ও কিছু না। স্কুলে যাওয়ার পথে পায়ে ব্যথা পেয়ে বাসায় ফিরেছে। আজকাল খুব বেপরোয়া হয়ে গেছে।”
-“এ বয়সে একটু দুষ্টুমি করবেই।আজ তাহলে ঠিক সময়ে আসলাম।”
মোনা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। জ্যাকের কথা’টা বুঝতে পারলো না। জ্যাক সহজ করে বলল,
-“দুর্ঘটনার সাথে সাথে ডাক্তার এসে গেছে।‌”
মোনা এবার হাসলো। হঠাৎ চিন্তাগ্রস্থ হয়ে জিজ্ঞেস করল,
-“আচ্ছা জ্যাক ডাক্তারি ছেড়ে কেউ বিজনেস করে?কি চমৎকার একটা পেশা! আমার প্রবল ইচ্ছে ছিলো, বিভিন্ন সমস্যার কারণে আর হয়ে ওঠেনি।”
কথার শেষ অংশটুকু’তে প্রচণ্ড আক্ষেপ ছিলো। ইচ্ছে পূরণ না হওয়ার ক্লেশও ছিলো। জ্যাক বলল,
-“ছেড়ে দিয়েছে। জীবনে একটা পর্যায়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলাম।”
জ্যাকের গলায় বিষণ্ণ’তা। মোনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো।জ্যাক নিজেকে সংযত করে বলল,
-“এসব অন্য এক সময় বলবো।‌‌‌‌এখন থাক।”
কথা বলার মাঝে প্রিয়ম ম্যাসেজ করলো। মোনা অকারণেই কয়েকবার পড়লো ম্যাসেজ’টা।
-“ভার্সিটি শেষে অপেক্ষা করো।”
-“আমি তো ভার্সিটি’তে যায়নি।”
ওপাশ থেকে সাথে সাথে উত্তর এলো,
-“কেন যাও নি?ভালো’ই হলো।আমি তাহলে দুই মিনিটের ভিতর আসছি।আমি তোমার বাসার কাছে’ই।”
প্রিয়ম আর ম্যাসেজের উত্তর দিলো না। হয়ত বাসার উদ্দেশ্যে আসছে তাই। মোনা ফোন হাত থেকে রেখে মনযোগী হয় জ্যাকের প্রতি।
-“প্রিন্সেস’কে দেখতে গিয়েছিলাম। আপনি বাসায় ছিলেন না। প্রিন্সেস এখন—”
প্রিয়ম বাসায় ঢুকাতে মোনার কথা’টা শেষ হলো না। প্রিয়ম প্রথমে জ্যাক’কে খেয়াল করেনি। কয়েক মুহূর্ত পর প্রিয়মের মুখের অভিব্যক্তি বদলে যায়।প্রিয়ম ভ্রু কুঁচকে তাকায় তীব্র বিস্ময়ে।প্রিয়মের মুখ দেখে মনে হচ্ছে ও কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলো।
প্রিয়মের মুখাবয়ব দেখে মোনা কিছু’টা বিচলিত হলো।প্রিয়মের অন্তর্দেশে কি চলছে বুঝার চেষ্টা করলো। বাসার ভিতর কিছুক্ষণের জন্য গাঢ় নিরাবতা বিরাজ করল। মোনা নিরাবতা ভেঙে প্রিয়মের দিকে তাকিয়ে বলল,
-“ইনি জ্যাক। আমার বন্ধু।”
প্রিয়মের চেহেরা আগের ন্যায়’ই রইলো। এতক্ষণ একটা বিস্ময় ভাব মুখে বিরাজ করলেও ক্রমে ক্রমে সেটা উগ্র রোষে পরিণত হলো। প্রিয়মের চেহেরায় চাপা ক্রোধ মৃদু দীপ্তি ছড়াচ্ছে।মোনার দিকে প্রদাহপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। জ্যাকও এক অদ্ভুত কারণে অরব হয়ে রইল।জ্যাক প্রিয়মের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে হাত বাড়িয়ে বলল,
-“আমি জ্যাক।”
-“প্রিয়ম।”
প্রিয়মের কথায় ক্ষোভ স্পষ্ট ভাবে প্রকটিত। সেটা জ্যাক না বুঝলেও মোনা বুঝেছে। প্রিয়মের এমন আচরণে মোনা ভীতি কিংবা আতংকিত হচ্ছে না। প্রিয়মের এরূপ আচরণে মোনা ভিতরে ভিতরে দারুন ক্রোধে ফেটে পড়ছে কিন্তু জ্যাকের সামনে নিজেকে সংযত করলো। প্রিয়মের আচরণে জ্যাকের সামনে অস্বস্তি’তে পড়লো মোনা। প্রিয়মের এমন প্রতিক্রিয়ায় মোনা আশ্চর্য না হয়ে পারলো না। তীব্র এক রোষ মোনার মগজে পীড়া দিচ্ছে।
প্রিয়ম তেমন কথা বলছে না। মোনা যত’টা সম্ভব সহজ আচরণ করছে জ্যাকের সাথে। একটু পর জ্যাক ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলল,
-“মোনালিসা উঠতে হবে আমায়। সময় পেলে বাসায় যাবেন কিন্তু একবার।”
প্রিয়মের সমস্ত প্রতিক্রিয়া উপেক্ষা করে মোনা জ্যাক’কে উদ্দেশ্য করে বলল,
-“যাবেন কেন?বসুন না,কফি নিয়ে আসি।”
জ্যাক প্রচণ্ড তাড়াহুড়ো নিয়ে বলল,
-“না, না মোনালিসা অন্যদিন। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে।”
জ্যাক বের হয়ে যায়। মোনা বিকট শব্দে দরজা লাগিয়ে দেয়। প্রিয়মের সামনে আজ লজ্জা,অস্বস্তি কিছুই লাগছে না। মোনা দরজার কাছ থেকে প্রিয়মের দিকে ছুটে গিয়ে ক্ষীপ্ত গলায় বলল,
-“এমন প্রতিক্রিয়ার মানে কি?আপনি জ্যাকের সামনে আমায় অপমান করেছেন।”
মোনার রাগ খুব ভয়ংকর জিনিস। প্রিয়ম যেন মোনার আচরণে অবাক হলো। প্রিয়ম ভেবেছিল মোনা ওঁর কাছে কুণ্ঠিত হবে। কিন্তু মোনার এমন নির্ভীক আচরণে প্রিয়মের ক্রোধ দ্বিগুণ হয়ে গেলো যেন। প্রিয়ম চোয়াল শক্ত করে বলল,
-“তুমি একটা পুরুষের সাথে সময় কাটাবে ,সেখানে আমার কাছ থেকে কেমন প্রতিক্রিয়া আশা করো? কিসের এত ঘনিষ্ঠতা তোমার সাথে?”
প্রিয়মের কথা শুনে মোনা বুদ্ধিভ্রষ্ট, বিমূঢ় হয়ে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলো। মোনা হতবুদ্ধি হয়ে তৎক্ষণাৎ উত্তর দিতে পারলো না। মোনা অত্যাশ্চর্য গলায় বলল,
-“কি বললেন আপনি?আমি পুরুষের সাথে সময় কাটাই?”
মোনা ক্ষোভে চাপা গলায় আবার বলল,
-“জ্যাক আমার বন্ধু। এত নিকৃষ্টতর চিন্তা ভাবনা কেন আপনার? আপনি তো আমেরিকায় বড় হওয়া ছেলে, আপনার চিন্তা ভাবনা এত সংকীর্ণ কেন?”
-“আমি আমেরিকায় বড় হয়েছি। আমি নাইট ক্লাবে যেতে পারি, আমি মেয়েদের নিয়ে ফুর্তি করতে পারি। কিন্তু তুমি তো কনজারভেটিভ একটা মেয়ে, তুমি কেন একটা পুরুষ নিয়ে বাসায় সময় কাটাবে?”
প্রিয়মের কথায় মোনা হতবাক হয়ে উত্তর খুঁজে পেলো না। মোনা রক্তশূন্য দৃষ্টি’তে তাকিয়ে আছে। মোনার মগজ রাগে দপদপ করছে। এত অসংলগ্ন কথা মোনা নিতে পারছে না। প্রচণ্ড ক্রোধান্মত্ত হয়ে মোনার চোখ থেকে দুই ফোঁটা পানি বিসর্জিত হলো। মোনা নিজেকে সংযত করার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ পর বলল,
-“জ্যাক আমার ভালো একজন বন্ধু। আপনার চিন্তা-ভাবনা কিংবা অবান্তর কথার জবাব আমার কাছে নেই। কিন্তু এ মুহূর্তে আমি সত্যি অনুতপ্ত,আপনার মত কাউকে ভালোবেসে অনুতপ্ত।”
কথা গুলো বলতে বলতে মোনার চোখ বন্ধ হয়ে আসলো। বন্ধ চোখের কোঠর বেয়ে আরো কয়েক ফোঁটা পানি মোনার শুষ্ক কপোল ভিজিয়ে দিলো।
প্রিয়মের রাগ কিছু’টা কমে আসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে মোনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল,
-“মোনা আমি অন্তত তোমার ক্ষেত্রে সংকীর্ণ চিন্তা ভাবনার মানুষ। আমি ঈর্ষান্বিত মোনা,আগে কখনো এমন হয়নি আমার। তোমার পাশে যে কোন পুরুষ’কে আমার অসহ্য লাগবে,সে যে ই হোক।”
প্রিয়মের কথা শেষ হওয়ার পর মোনা চোখ খুলল। অক্লিষ্ট দৃষ্টিতে তাকিয়ে ধীরস্থির গলায় বলল,
-“জ্যাক’কে নিয়ে আপনি ঈর্ষান্বিত হলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই। জ্যাক আমার বন্ধু, আপনি আমার বিশেষ কেউ। আমার মনে দুই জনের জন্য দুই’টা ভিন্ন স্থান রয়েছে।”
প্রিয়ম মোনার দিকে তাকিয়ে অবিক্ষুদ্ধ গলায় বলল,
-“আমার জন্য তুমি জ্যাক’কে ছাড়তে পারবে না?”
প্রিয়মের কথায় মোনা অধৈর্য হয়ে পড়ে। তীব্র বিরক্ত হয়।
-“আপনার জন্য জ্যাক’কে কেন ছাড়তে হবে?”
মোনা একটু থেমে বিস্ময়ের সুরে বলে,
-“এগুলো কোন ধরণের কথা?”
প্রিয়মের ক্ষুব্ধ চেহেরায় এখন চাপা অভিমানের ছাপ। অদ্ভুত এক প্রশ্ন করে ফেলে প্রিয়ম।
-“আমার আর জ্যাকের ভিতর কাকে প্রয়োজন তোমার?”
এমন একটা কঠিন প্রশ্নের জবাব দিতে মোনা দু দন্ডও ভাবলো না। যেন উত্তর আগে থেকে প্রস্তুত ছিলো। নির্লিপ্ত গলায় বলল,
-“জ্যাক আর আপনার সাথে তুলনা দেওয়া অর্থহীন,মূঢ়তা। আপনার যদি সেই অর্থহীন প্রশ্ন’টার উত্তর একান্তই প্রয়োজন হয় তাহলে আমি বলবো আমার জ্যাক’কে প্রয়োজন।”
(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here