আজকে শহর তোমার আমার পর্ব ১৯+শেষ

#গল্পঃআজকে_শহর_তোমার_আমার
#লেখিকাঃজিন্নাত_চৌধুরী_হাবিবা
#পর্ব_১৯

আলিফ অফিসে যাওয়ার আগে রুপ্সিতাকে রিতার শশুর বাড়িতে পৌঁছে দিতে এসেছে।দরজার কলিংবেলে চাপ দিতেই রিতা এসে দরজা খুলে দিলো।রুপ্সিতার সাথে আলিফকে দেখে প্রথমে ভড়কে গেলো রিতা।কারণ শোভন রুপ্সিতাকে নিয়ে যে সিনক্রিয়েট করেছে সেসবের কিছুই আলিফ জানেনা।রিতা তবুও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে আলিফকে ভেতরে আসতে বলল।
আলিফ মাথা নাড়িয়ে হাসিমুখে বলল,না আপু এখন ভেতরে যাবোনা রুপ্সিকে পৌঁছে দিতেই এসেছিলাম।আমার অফিসে যেতে হবে।রিতাও আর জোর করেনি।আলিফ এখানে থাকলে কাহিনী আরো বহুদূর গড়াবে।

আলিফ পেছন ঘুরে চলে যেতেই রুপ্সিতা সেদিকে একবার তাকিয়ে বাসার ভেতরে প্রবেশ করে।বসার ঘরে ওর বাবা মাকে বসে থাকতে দেখে মাথা নিচু করে নেয়।রুপ্সিতার বাবা-মা রুপ্সিতার মুখের দিকে তাকিয়ে থাকেন।কতদিন পর ছোট মেয়ের মুখ দেখলো।রিতা রুপ্সিতাকে বসতে বললে রুপ্সিতা প্রশ্ন করে ওঠে আমাকে এখানে কেন ডেকেছিস সেটা বল।আমাকে আবার বাসায় ফিরতে হবে।
রিতা লম্বা একটা শ্বাস নিয়ে বলল,তুই আগে বস আমি বলছি।আমি এখন যেই কথাগুলো বলবো সেগুলো শুধু তুই না এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের শোনা জরুরী।
সবাই মনযোগ দিয়ে রিতার কথাগুলো শোনার চেষ্টায় আছে।কয়েক সেকেন্ড চুপ থেকে রিতা বলা শুরু করলো।

রুপার বিয়ের আগেরদিন আমাদের বাসায় যে সিনক্রিয়েটটা হয়েছিলো সেটার জন্য সম্পূর্ণ দোষী শোভন।সেদিনের ঘটনাটা ছিলো সম্পূর্ণ মিথ্যে।তাতে রুপার বিন্দুমাত্র দোষ ছিলোনা।রুপ্সিতার বাবা মায়ের রিতার কথায় পিলে চমকে উঠে।
রিতা কাল রাতেই তার শশুর শাশুড়ীকে শোভনের করা কুকর্মের কথা বলে দেওয়ায় সবকিছু বুঝতে তাদের এখন কষ্ট হচ্ছেনা।রুপ্সিতা কোনো প্রতি উত্তর করেনি।ওর চোখমুখ বেশ শক্ত হয়ে উঠেছে।এতক্ষণ বোধগম্য না হলেও এখন যখন বুঝতে পেরেছে ও শোভনের বাড়িতে অবস্থান করছে ঘৃণায় এই জায়গা থেকে একছুটে পালাতে ইচ্ছে করতেছে।রুপ্সিতা চোয়াল শক্ত রেখেই ভাবছে এখন এই কথাগুলো কেন উঠছে আর শোভনই বা কোথায়?

রিতা তার বাবা মায়ের চেহারার দিকে তাকিয়ে নড়েচড়ে বসে বলল,আমি এখন যা বলছি এগুলোই সত্যি।শোভন একটা মেয়েবাজ।ঘরে আমাকে রেখে বাইরে অন্য মেয়েদের নিয়ে ফূর্তি করে বেড়ায়।চেয়েছিলো রুপাকেও নিজের নোংরা ফাঁদে ফেলবে।রুপাকে একরাত কাটানোর প্রস্তাব দিয়েছে।সেদিন রাতে আমি যখন শোভনকে পাশে না পেয়ে ঘর থেকে বেরিয়েছিলাম তখন দেখি শোভন রুপার ঘর থেকে বের হচ্ছে।অজানা আতঙ্ক আমাকে গ্রাস করে ফেলেছে।নানান ভাবনা চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো।আমি শোভনকে এতরাতে রুপার ঘরে যাওয়ার কারণ জিজ্ঞেস করতেই ও আমাকে মিথ্যে বলে কয়েকটা কথা বলেছিলো।যাতে আমি সারারাত এসব নিয়ে ভেবে ওর কথাটাই বিশ্বাস করি।আর হলোও তাই আমি রুপাকে বিশ্বাস না করে মায়ের কাছে গেলাম।মা বাবা ও তখন যাচাই-বাছাই না করে রুপার কথা না শুনে ওর গায়ে হাত তোলে।
এরপর রিতা এতদিনের সব ঘটনা সবাইকে খুলে বলে।কালকে কি হয়েছিলো সেগুলোও বলে।

সব শুনে রুপ্সিতার বাবা মা স্থির হয়ে গেলেন।জল ভর্তি চোখে রুপ্সিতার দিকে তাকাতেই রুপ্সিতা অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়।শোভনের বাবা মা নিরবে চোখের জল ফেলছেন ছেলের কুকর্মের কথা শুনে।এছাড়া তাদের আর কিইবা করার আছে?
রুপ্সিতার বাবা চোখের পানি ছেড়ে হুহু করে কেঁদে উঠলেন।নিজের মেয়েকে বিশ্বাস না করে তার সাথে কতবড় অন্যায় করে ফেলেছেন।রুপ্সিতার বাবা মা দুজনেই এগিয়ে এসে রুপ্সিতার সামনে দাঁড়ালেন।রিতা সহ রুপ্সিতার বাবা মা রুপ্সিতার কাছে ক্ষমা চাইতে লাগলো।
রুপ্সিতার মা কেঁদে দিয়ে দুই হাত জোর করে বললেন,তুই আমাদেরকে ক্ষমা করে দে মা।আমরা তখন ঠিক ভুল বিচার না করেই তোর প্রতি অন্যায় করে ফেলেছি।
রুপ্সিতার বাবা বললেন,আমরা জানি আমরা ক্ষমা পাওয়ার যোগ্য না।তারপরও তোর কাছে আমরা ক্ষমা চাইছি।আমাদেরকে তুই ক্ষমা করে দিস।

রিতা ও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছে রুপ্সিতার কাছে কিন্তু রুপ্সিতা চুপ করে আছে।সেদিন রুপ্সিতা কেঁদে কেঁদে বলেছিলো আমি নির্দোষ সবাই চুপ ছিলো।কেউ ওর কথা শুনতে চায়নি আর আজ সবাই কেঁদে কেঁদে ক্ষমা চাইছে কিন্তু রুপ্সিতা চুপ করে আছে।
রুপ্সিতার বাবা কাতর কন্ঠে বললেন,কি হলো আমাদের ক্ষমা করবিনা?আমরা যে তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি আমাদেরকে তুই ক্ষমা কর মা।

শোভনের বাবা মা বলে উঠলো,আমাদের চরিত্রহীন ছেলের জন্য তোমাকে কত কি সহ্য করতে হয়েছে।আমরা খুবই লজ্জিত আমাদেরকেও ক্ষমা করে দিও মা।
রুপ্সিতা বলল,আপনারা কেন ক্ষমা চাইছেন?আপনাদেরতো কোনো দোষ নেই।আপনারা কিছুই জানতেন না।তাই আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না প্লিজ।আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
রিতা ভাঙা ভাঙা কন্ঠে বলল,আর আমাদের ক্ষমা করা যায় না তাইনা?

রুপ্সিতা তাচ্ছিল্য হেসে বলল,সেদিন চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই।কিন্তু আমার সেদিনের কান্না, আর্তনাদ তোমাদের হৃদয় কাঁপাতে পারেনি।একটা বাইরের ছেলের কথা বিশ্বাস করলে অথচ যাকে সেই ছোট থেকে বড় করেছো তাকে বিশ্বাস করতে পারলেনা।বাবা মায়ের দিকে তাকিয়ে বলল,যাকে পৃথিবীর আলো দেখিয়েছো।নিজেদের আদর্শে গড়ে তুলেছো সেই আদর্শের কথা কিভাবে ভুলে গেলে?কিভাবে ভাবতে পারলে আমি এরকম একটা জঘন্য,নোংরা কাজ করতে পারি?
আজ কথাগুলো বলতে রুপ্সিতার একটুও গলা কাঁপছেনা চোখে পানি আসাতো দূর।অথচ এতদিন বাবা মায়ের কথা ভাবলেই সেদিনের মারের কথা মনে পড়ে যেতো।চোখে অশ্রুর ঢল নেমে আসতো।কিছুক্ষণ চুপ থেকে আবার বললো,

একটা সম্পর্কের মূল খুঁটি হলো বিশ্বাস।সম্পর্ক গড়ার জন্য বিশ্বাস অতিব জরুরি।কিন্তু আফসোস সম্পর্কের খুঁটি হিসেবে বিশ্বাসটাই তোমাদের মাঝে নেই।ক্ষমা করার কথা বলছো?তাহলে শুনে রাখো আমি তোমাদেরকে ক্ষমা করতে পারিনি।ভবিষ্যতে পারবো কিনা সেটা ও জানিনা।
রুপ্সিতার বাবা ধপ করে ফ্লোরে বসে পড়লেন।রুপ্সিতার মা উনাকে ধরে পাশেই বসে রইলেন।রিতা এগিয়ে এসে বলল,প্লিজ একটা সুযোগ দে আমাদেরকে।এবারের মতো ক্ষমা করে দে।ক্ষমা করা মহৎগুন।

রুপ্সিতা ফোঁস করে শ্বাস ফেলে বলল,
এখন আমি মহান হওয়ার জন্য তোমাদেরকে বলবো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি।কিন্তু আদেও আমি মন থেকে তোমাদেরকে ক্ষমা করতে পারবো তো?তাহলে মুখে ক্ষমা করেছি বলে মহান সাজার কি দরকার?হঠাৎ করে তোমাদের করা অন্যায়ের কথা মনে পড়লে তোমাদের প্রতি একধরনের ক্ষোভ জন্ম নেবে আমার মনে।তাহলে আমি কিভাবে বলবো যে আমি তোমাদের ক্ষমা করেছি?
তবে যখন দেখবো তোমাদের করা অন্যায়ের কথা আমার মনে পড়ছেনা,যদি কখনো তোমাদের কাছে ফিরে আসি তাহলে ধরে নেবে আমি তোমাদের ক্ষমা করতে পেরেছি।

এখন আমাকে যেতে হবে বলেই সোফা থেকে ব্যাগ কাঁধে নিয়ে রুপ্সিতা দরজার দিকে পা বাড়ায়।সবাই জলভরা চোখে তাকিয়ে আছে।পেছন ফিরেই রুপ্সিতার পা দুটো থেমে যায়।
আলিফ দাঁড়িয়ে আছে।কখন থেকে দাঁড়িয়ে আছে?এখানে যেহেতু দাঁড়িয়ে ছিলো তারমানে সবকিছুই শুনেছে।রুপ্সিতা চোখমুখ শক্ত করে আলিফকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়।
সবাই আলিফকে দেখে থমকে যায়।আলিফ সবার দিকে এক নজর তাকিয়ে রুপ্সিতার পিছু পিছু বেরিয়ে আসে।
রিতা আনমনে বলে ওঠে আমার বোনের সংসারটা টিকবে তো?

রাগে আলিফের মাথা ফেটে যাচ্ছে।এরা এতটা জঘন্য যে কিনা নিজের মেয়েকে বিশ্বাস না করে গায়ে হাত তুলেছে।তারমানে রুপ্সির গায়ে বিয়ের প্রথমে যে দাগ গুলো ছিলো সেগুলো ওর পরিবারের দেওয়া?এদের সাথে কথা বলতেও আলিফের রুচিতে বাঁধছে তাইতো ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে এসেছে।আলিফ এসেছিলো রুপ্সিতার ফোন দিয়ে যেতে।আসার সময় সিএনজিতে ফেলে এসেছিলো।কিন্তু এখানে এসে সবার কথা শুনেই বাকরুদ্ধ হয়ে গেছে।

রুপ্সিতা একটা সিএনজি ডেকে উঠে পড়তেই আলিফ হুড়মুড়িয়ে এসে রুপ্সিতার পাশে এসে বসে।রুপ্সিতার চোখে পানি চিকচিক করছে।আলিফ কি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেবে?আলিফ সন্তর্পণে রুপ্সিতার দিকে ওর ফোনটা এগিয়ে দিয়ে বলল,তোমার ফোন সিএনজিতে ফেলে গিয়েছিলে।একেবারে স্বাভাবিক ব্যবহার করছে রুপ্সিতার সাথে।রুপ্সিতা চোখের পলক ঝাপটাতেই টুপ করে দুফোঁটা জল কপল বেয়ে গড়িয়ে পড়লো।থুতনি বেয়ে জলগুলো নিচে গড়িয়ে পড়ার আগেই আলিফ সযত্নে সেগুলো মুছে দিয়ে বলে,কাঁদছো কেন?ওয়েট তোমার চোখে কি কিছু পড়েছে?
আলিফ এমন ব্যবহার করছে যেন একটু আগের কথাগুলো কিছুই শুনেনি।

রুপ্সিতা আলিফের কথাকে উপেক্ষা করে বলল,সবার মতো আপনি ও কি আমাকে দূরে সরিয়ে দিবেন?
আলিফ রুপ্সিতার মাথা বুকের সাথে চেপে ধরে বলল,ভালোবাসি আমি তোমায় আর সেটা সারাজীবনের জন্য।তোমার অতীত আমাদের বর্তমান জীবনে কোনো প্রভাব ফেলবেনা।এখানে তোমার কোনো দোষই নেই তাহলে তুমি শুধু শুধু কেন কেঁদে কেটে নিজের চোখের পানি ঝরাচ্ছো?মনে রেখো তোমার এই চোখের পানি কোনো একজনের কাছে অমূল্য রত্ন।তাই এই রত্নকে না ঝরিয়ে যত্ন করে রাখো।রুপ্সিতা নিজের দুহাত দিয়ে আলিফের পিঠ আঁকড়ে ধরে প্রশান্তির হাসি দিলো।ও ভুল মানুষকে ভালোবাসেনি।

সিএনজির ড্রাইভার সামনে থেকে বলছে ভাই পার্কে গিয়ে প্রেম করেন এটা প্রেম করার জায়গা না।
আলিফ ড্রাইভারকে বলল,সামনে তাকিয়ে গাড়ি চালান নয়তো এক্সিডেন্ট হবে।আর আমরা প্রেমিক-প্রেমিকা না স্বামী-স্ত্রী।ড্রাইভার আর কিছু না বলে গাড়ি চালাতে থাকে।রুপ্সিতা সরে আসতে নিলেই আলিফ আটকে দেয়।

সিএনজি পাঁচ মিনিটের পথ অতিক্রম না করতেই একটা ছেলে সিএনজি থামিয়ে দিয়ে পেছনে উঠতে নিলেই আলিফের চোখে চোখ পড়ে।ছেলেটা আর কিছু না ভেবেই ভোঁ দৌড় দেয় উল্টো দিকে।
এটা সেই ছেলেটা যাকে কিছুদিন আগে রাতে রুপ্সিতার দিকে তাকানোর কারণে আলিফ ঘুষি মেরেছিলো।রুপ্সিতা ভ্যবলার মতো তাকিয়ে থেকে বলল,ছেলেটা এভাবে দৌড় দিলো কেন?
আলিফ শার্টের কলার ঠিক করতে গিয়ে বলল,এরা ছোটখাটো বখাটে পোলাপান।হালকা একটু গুন্ডামী করতে পারলে নিজেকে অনেক বড় কিছু মনে করে।মনে হয় সেদিনের ঘুষিটা এখনো ভুলতে পারেনি তাই দৌড়ে পালিয়েছে।

ছেলেটা কিছুদূর গিয়ে হাটুতে হাত রেখে হাঁপাচ্ছে।নাকে হাত দিয়ে বলে,সেদিন আমার নাক ফাটিয়েছে নাজানি আজ কি ফাটিয়ে দিতো?আর জীবনে গুন্ডামী করতে যাবোনা।
#চলবে……….।
#গল্পঃআজকে_শহর_তোমার_আমার
#লেখিকাঃজিন্নাত_চৌধুরী_হাবিবা
#অন্তিম_পর্ব

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা।সময় তার নিজস্ব গতিতে চলে।মাঝখানে কেটে গেছে কতগুলো মাস।এই কয়েক মাসে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে।রুপ্সিতা এখন অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট।রিতা এখন বাবা মায়ের সাথেই থাকে।শোভনকে হাসপাতালে ভর্তি করার দুদিন পরেই পুলিশের হেফাজতে রাখা হয়।সেখানে পুলিশের থার্ড ডিগ্রি পড়ার পর শোভনের অবস্থা খুব একটা ভালো না।সানি এখন স্কুলে পড়ে।
মোটামুটি সবার জীবনেই একটা পরিবর্তন চলে এসেছে।

রিতার লেবার পেইন উঠেছে।ওকে নিয়ে রুপ্সিতার বাবা মা হাসপাতালে ছোটাছুটি করছেন।রিতাকে ওটিতে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পর।রিতা চাপা আর্তনাদ করে ওর মাকে কাছে ডেকে বলল,মা একবার রুপাকে কল করোনা।আমার মনে হয় আমি আর বাঁচবোনা।যদি আর না ফিরতে পারি?শেষবারের মতো ওর কাছে ক্ষমা চাইবো।একটাবার কথা বলবো মা।
রুপ্সিতার মা চোখের পানি মুছে রুপ্সিতার ফোনে কল দিলেন।
কয়েকবার রিং হয়ে কল কেটে গেছে রিসিভ হচ্ছে না।রুপ্সিতার মা মুখটা ফ্যাকাশে করে ফেললেন।
এদিকে একজন নার্স এসে বলে গেছে আর পাঁচমিনিট পরেই রিতাকে ওটিতে নিয়ে যাবে।এই পাঁচমিনিট যার যতো কথা আছে সেরে নিতে।

আলিফ আর রুপ্সিতা রাতের খাবার খেয়ে ঘরে আসে।বিছানা ঝেড়ে নিয়ে রুপ্সিতা ফোন হাতে নিতেই দেখে মায়ের নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে।রুপ্সিতার ইচ্ছে করছে কল ব্যাক করতে কিন্তু মনের ভেতরের চাপা ক্ষোভটার কারণে দিতে পারছেনা।
খানিক পরে আবারো রুপ্সিতার ফোন বেজে উঠতে রুপ্সিতা কল রিসিভ করে নিয়ে কানে ধরে চুপ করে থাকে।
রুপ্সিতার মা কান্নারত কন্ঠে বলেন,রিতার পেইন উঠেছে ওকে নিয়ে আমরা হাসপাতালে এসেছি।মেয়েটা শেষবারের মতো তোর সাথে কথা বলতে চেয়েছিলো কিন্তু তুই ফোন তুলিসনি।একটু আগেই রিতাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে।জানিনা মেয়েটা আমার বুকে আবার ফিরে আসবে কি-না?

রুপ্সিতা থমকে গেছে ওর মায়ের কথা শুনে।ফোন কানে রেখেই স্থির দাঁড়িয়ে রইলো।
ওর মায়ের বাকি কথাগুলো ওর কানে যাচ্ছেনা।রুপ্সিতাকে চুপ থাকতে দেখে ওর মা নিরাশ হয়ে কল কেটে দিলেন।
আলিফ রুপ্সিতাকে ঝাঁকি দিয়ে বলল,এরকম দাঁড়িয়ে আছো কেনো?কার কল ছিলো?
রুপ্সিতা আগের মতোই দাঁড়িয়ে রইলো কোনো নড়চড় নেই।আলিফ দু-তিনবার ডাক দিলো।

রুপ্সি!রুপ্সি!এই রুপ্সি!
আলিফের বার কয়েক ডাকে রুপ্সিতার হুস ফিরতেই সে বলে উঠে,হুহ!

আলিফ চিন্তিত হয়ে বলে,কি হয়েছে তোমার?তুমি ঠিক আছোতো?
রুপ্সিতা বলল,আমি ঠিক আছি কিন্তু আপু ঠিক নেই।

আলিফ ভ্রু কুচকে বলল,মানে?

রুপ্সিতা জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে বলল,আপুর পেইন উঠেছে।এখন হসপিটালে আছে একটু আগে নাকি ওটিতে নিয়ে যাওয়া হয়েছে।

আমার সাথে নাকি কথা বলতে চেয়েছিলো।আচ্ছা আমি কি খুব বেশি রুড হয়ে গেছি সবার সাথে?রুপ্সিতার গলা ধরে আসছে খানিকটা ফুঁপিয়ে উঠে কথাগুলো বলছে।চোখে পানির রেশ দেখা দিয়েছে।
আলিফ রুপ্সিতার দুগালে হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে বলল,তুমি যা করেছো তা তোমার জায়গা থেকে ঠিক আছে।আবার একটা বিষয় দেখো ওরা ভুল করে কিন্তু অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছে।এখন তুমি যদি মন থেকে ওদেরকে ক্ষমা করতে না পারো তাহলে এখানে তোমার দোষ নেই।এটা সম্পূর্ণ মনে ব্যাপার এখানে মানুষের নিজের নিয়ন্ত্রণ চলে না।

রুপ্সিতা ধরা গলায় বলল,এখন আমি কি করবো?কি করা উচিত আমার?
আলিফ রুপ্সিতার মনের অবস্থা বুঝতে পেরে বলল,হাসপাতালে যাবে তোমার আপুকে দেখতে?রুপ্সিতা নিষ্পলক চোখে তাকিয়ে আছে আলিফের দিকে।এই মানুষটা কিভাবে ওর মনের সব কথা বুঝে যায়?
রুপ্সিতাকে তাকিয়ে থাকতে দেখে আলিফ নিজের ফোন আর ওয়ালেট নিয়ে একহাতে রুপ্সিতার হাত ধরে বেরিয়ে আসে।বাসার কাউকে বলে আসেনি পরে কল দিয়ে জানিয়ে দিবে।

রুপ্সিতার বাবা মা ওটির সামনে পায়চারি করছেন।রিতার শশুর শাশুড়ীকে খবর দেওয়া হয়েছে।উনারা এখন উনাদের ছোট ছেলের সাথে থাকেন।সে এতদিন দেশের বাইরে ছিলো এখন বাবা মাকে নিয়ে দেশেই থাকে।তারাও এসে গেছেন।আলিফ রুপ্সিতার হাত ধরে হাসপাতালের করিডোর দিয়ে হেটে চলেছে।রিসিপশনের থেকে রিতার নাম বলে সব জেনে নিয়েছে।
রুপ্সিতা ওর বাবা মাকে দেখতেই দৌঁড়ে গিয়ে রিতার কথা জিজ্ঞেস করলো।ওর বাবা মায়ের মুখে হাজার দুশ্চিন্তার মাঝেও হাসি ফুটে উঠে রুপ্সিতাকে দেখে।রুপ্সিতার মা বলল,আধাঘন্টা হয়ে গেছে এখনো কোনো খবর পাচ্ছিনা।
রুপ্সিতা চিন্তিত মুখে ওটির দিকে তাকিয়ে আছে।আলিফ একহাতে রুপ্সিতাকে আগলে রেখেছে।

একজন নার্স তোয়ালে পেঁছিয়ে একটা বাবুকে নিয়ে আসতেই সবাই এগিয়ে যায়।রুপ্সিতা সামনে যেতেই বাবুটাকে ওর কোলে দিয়ে নার্স বলে।কংগ্রাচুলেশনস!আপনাদের ছেলেবাবু হয়েছে।সবাই খুশি হয়ে বলল,আলহামদুলিল্লাহ।রুপ্সিতা বাবুটাকে কোলে নিয়ে বলল,পেশেন্টের কি অবস্থা?
নার্স হাসিমুখে জবাব দিলেন,পেশেন্ট একদম ঠিক আছে।কিছুক্ষণ পরেই কেবিনে শিফট করা হবে।রুপ্সিতা সহ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে।
রুপ্সিতা বাবুটাকে আদর করে দিয়ে একে একে সবাই কোলে নেয়।রুপ্সিতা আবারো বাবুটাকে কোলে নিয়ে হাটতে থাকে।আলিফ দূরে দাঁড়িয়ে রুপ্সিতার কান্ড দেখে মুচকি হাসছে।

রিতার জ্ঞান ফিরতেই নার্স সবাইকে খবর দেয়।সবাই কেবিনে গিয়ে রিতার সাথে দেখা করে।সবার শেষে রুপ্সিতা বাবুকে নিয়ে কেবিনে প্রবেশ করতেই রিতা অবাক হয়ে যায়।ও ভেবেছে হয়তো আর রুপ্সিতার দেখা পাবেনা কিন্তু এখন রুপ্সিতাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো,তুই এসেছিস?

রুপ্সিতা বাবুর দিকে তাকিয়ে ওর কপালে চুমু খেয়ে বলল,হুম আমি এসেছি।আর আমার এই বাবাটার জন্য তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি।তবে তোমাদের সাথে আগের মতো নরমাল হতে আমার সময় লাগবে।
সবার বুকের উপর থেকে যেন একটা পাথরের বোঝা নেমে গেছে।রিতার চোখে অশ্রু ঠোঁটে তৃপ্ত হাসি।

আলিফ বাসায় ফোন করে জানিয়ে দিয়েছে ওরা হাসপাতালে আছে।রিতার ছেলে হয়েছে আর ওরা আজকে রুপ্সিতার বাবার বাসায় থাকবে।রুপ্সিতা আলিফকে বলেছে আজ ও বাবুর সাথেই থাকবে বাবুকে ছেড়ে আজকে যাবেনা।
—————————
ইদানীং রুপ্সিতার শরীরটা ভালো যাচ্ছেনা।রান্নাঘরে দুপুরের খাবার পর যে বাসন বেরিয়েছে সেগুলো পরিষ্কার করতে গিয়ে রুপ্সিতা এমন এক ইচ্ছে হলো।বোতল ভরা ভিমের গ্রান শুঁকে এখন রুপ্সিতার ইচ্ছে করছে সেগুলো ঢকঢক করে গিলে খেতে।কিন্তু ভেতরটা ঝলসে যাবে ভেবে নিজের অদম্য ইচ্ছাটাকে জোর করে দমন করলো।
রুপ্সিতার শাশুড়ীর কাছে রুপ্সিতার হাব ভাবে মনে হচ্ছে ও প্রেগন্যান্ট।কিন্তু উনি আগাম কোন কিছুই ধারণা করতে চাইছেন না।কেননা উনি যতবারই ভেবেছেন রুপ্সিতা প্রেগন্যান্ট ততবারই ডাক্তার ভিন্ন কথা বলে উনার ধারণাকে ভুল প্রমান করেছেন।
আলিফ ও ইদানীং রুপ্সিতার মাঝে পরিবর্তন লক্ষ্য করছে।রুপ্সিতাকে ডাক্তারের কাছে যেতে বললেই ও বলে আমার কিছু হয়নি আমি ঠিক আছি।আজকে রুপ্সিতার শাশুড়ী এক প্রকার জোর করেই আলিফের সাথে রুপ্সিতাকে ডাক্তারের কাছে পাঠিয়েছেন।

ডাক্তার কতগুলো টেষ্ট দিয়েছেন সেগুলো করিয়ে আলিফ আর রুপ্সিতা বসে আছে রিপোর্টের জন্য।রুপ্সিতা বিরক্ত হয়ে বারবার আলিফের দিকে তাকাচ্ছে।রিপোর্ট আসতে দুই ঘন্টা সময় লাগবে।রুপ্সিতা বলেছে কালকে এসে রিপোর্ট নেওয়া যাবে কিন্তু আলিফ কোনোমতেই রিপোর্ট ছাড়া আজ বাসায় যাবেনা।
দুই ঘন্টাপর আলিফ রিপোর্ট হাতে নিয়ে রুপ্সিতার হাত ধরে বেরিয়ে আসে হাসপাতাল থেকে।চারিদিকে সন্ধ্যা নেমেছে অনেক আগেই।
আলিফ রুপ্সিতাকে নিয়ে রাস্তার পাশ ধরে হেঁটে চলেছে।রুপ্সিতা ভ্রু কুচকে বলল,গাড়ি নিবেন না?আর রিপোর্ট দেখে ডাক্তার কি বলেছে?

আলিফ হুট করে রুপ্সিতাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষে।টুপ করে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই রুপ্সিতার পিলে চমকে উঠে।হন্তদন্ত হয়ে আলিফকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার?আপনি কাঁদছেন কেনো?
আলিফ নাক টেনে বলল,কাঁদতে দাও না।
রুপ্সিতা কটাক্ষ করে বলল,আগে বলুন কেন কাঁদছেন?
আলিফ বলল,জানিনা খুশিতে হঠাৎ করেই চোখে পানি চলে এসেছে।
রুপ্সিতা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে।কিসের খুশির খবরের কথা বলছেন আপনি?
আলিফ নাক টেনে বলল,তুমি এখনো বুঝতে পারছোনা?আমি কিসের কথা বলছি।
রুপ্সিতা দুপাশে মাথা নাড়িয়ে না জানলো।
আলিফ ঠোঁট চেপে ধরে তারপর হেসে দিয়ে বলল,তুমি মা হতে যাচ্ছো আর আমি বাবা।
বাবা হওয়ার অনুভূতিটা মনে হয় জীবনের শ্রেষ্ঠ অনুভূতি।

রুপ্সিতা আলিফের দিকে তাকিয়ে আছে।ওর দৃষ্টি এটাই জানতে চাচ্ছে আলিফ একটু আগে যেটা বলল সেটা সত্যি কিনা?
আলিফ চোখের ইশারায় হ্যাঁ জানাতেই রুপ্সিতার ডানহাত আপনা আপনি পেটের উপর চলে গেছে।বিড়বিড় করে বলছে এখানে আমাদের বাবু আছে।

দুজনে বাসায় ফিরতেই সবাই জিজ্ঞেস করলো ডাক্তার কি বলেছে।রুপ্সিতা আলিফের দিকে একনজর তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসি দিয়ে উপরে উঠে যায়।এবার সবাই আলিফকে চেপে ধরে জিজ্ঞেস করলো,ডাক্তার কি বলেছে আর রুপ্সিতাই বা উপরে চলে গেলো কেন?
আলিফ সবাইকে খুশির সংবাদ দিতেই বাড়িতে খুশির আমেজ সৃষ্টি হলো।আলিফের মা একগাল হাসি নিয়ে আলিফের কপালে চুমু খেলেন।অবশেষে উনার ধারণা সত্যি হলো।আলিফের বাবা মিষ্টি আনতে চলে গেছেন।আরিফ এখনো বাসায় ফেরেনি।
সানি বলল,আম্মু আমাদের বাসায় কি একটা বাবু আসবে?
ইরিন মুচকি হেসে বলল,হুম বাবা আমাদের বাসায় একটা বাবু আসবে।সানি চোখ পিটপিট করে বলল,তাহলে আমি বাবুর সাথে খেলবো ঠিকাছে?আলিফের মা সানিকে কোলে নিয়ে বললেন,শুধু তুমি না আমিও খেলবো দাদুভাই।
আলিফের বাবা মিষ্টি আনতে গিয়ে রুপ্সিতার বাবাকে ফোন করে খুশির খবরটা জানিয়ে দিলেন।তারা কাল সকালেই আসবে।

আলিফ রুমে ঢুকে দেখলো রুপ্সিতা চোখ বন্ধ করে পেটে হাত দিয়ে বসে আছে।মুখে লেগে আছে মুচকি হাসির রেশ।আলিফ ফ্রেশ হয়ে এসে রুপ্সিতার পাশে বসে।রুপ্সিতা আগেই ফ্রেশ হয়ে নিয়েছে।আলিফ রুপ্সিতার কপালে চুমু এঁকে বলল,তুমি আমাকে কি অনুভূতির সাথে পরিচয় করিয়েছো তুমি নিজেও জানোনা।আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।রুপ্সিতা আলিফের বুকে মাথা রেখে ওর টিশার্টে আঁকিবুঁকি করছে।
আলিফ অত্যন্ত ক্ষীণ স্বরে ডাক দিলো।

রুপ্সি!
যেন কন্ঠে মধু মেখে রেখেছে।রুপ্সিতাও ক্ষীণ স্বরে জবাব দেয় হুমম।
আলিফ মুখে হাসি রেখে বলল,চলো আজ তোমাকে আমার শহরে নিয়ে যাই।যেখানে থাকবে শুধু ভালোবাসা।আজকের এই শহর তোমার আর আমার হবে।
রুপ্সিতা আলিফের বুক থেকে মাথা তুলে বলল,এই শহরে মায়া ও আছে।
আলিফ রুপ্সিতার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে বলল,হুসস!আমি সেসব মনে করতে চাইনা।এই শহরে তুমি আর আমি ছাড়া অন্যকোনো তৃতীয় ব্যক্তির স্থান নেই।কারণ আজকে শহর তোমার আমার।
#সমাপ্ত।

(

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here