আমার গল্পে তুমি পর্ব -২২+২৩

#আমার_গল্পে_তুমি
#সুমাইয়া_সুলতানা_সুমী(writer)
#২২_পর্ব
,
একি তুমি আর্দ্র কে এগুলো কি দিচ্ছো?? আর ভাবি ওই মেয়েটা আর্দ্র কে কি সব ভুলভাল জিনিস গায়ে লাগিয়ে দিচ্ছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো??

আহ লিজা এভাবে চেঁচাচ্ছো কেনো দেখছো তো আর্দ্র ঘুমাচ্ছে আর ইয়ানা কোনো ভুলভাল জিনিস দিচ্ছে না ,, আমিই ওকে এটা দিতে বলেছি, ইয়ানা আর্দ্র কে তেল মালিশ করে দিচ্ছে।

কিহ?? তেল? ইয়াক, আর্দ্র যদি জানতে পারে ওকে তোমরা এসব ভুলভাল জিনিস দিচ্ছো তাহলে কিন্তু ও ভীষণ রেগে যাবে।

আপু তেল দেওয়া হয়ে গেছে আমি বরং যায় পরশ কে পড়াতে হবে,, আর হ্যাঁ লিজা ম্যাম কাউকে তেল দিলে তার কোনো ক্ষতি হয়না বরং ভালোই হয় সেটা আপনি না বুঝলেও আমি বুঝি, আপু আমি গেলাম রুমে পরশ একা আছে।

দেখলে ভাবি মেয়েটা কীভাবে আমায় ইনসাল্ট করে গেলো?? ওর এতো সাহস কীভাবে হয়।

আহ লিজা এতো রাগ করছো কেনো, আচ্ছা শোনো তোমাকে আমার একটা কথা বলার আছে।

কিহ বলো। বিরক্তি নিয়ে বলল লিজা

বলছি যে অনেক তো হলো তুমি আর কত আর্দ্রর জন্য অপেক্ষা করবে আর আর্দ্র ও তো বয়স কম হচ্ছে না তাই আমি বলছি কি তুমি তোমার মা বাবা কে আসতে বলো এবার তোমাদের বিয়েটা বরং দিয়ে দেওয়াই ভালো, আমি অনিক আর মা বাবা কে বলবো।

সত্যি বলছো ভাবি?? ইস তুমি তো আমাকে একদম খুশি করে দিলে আমার যে কি খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি এখুনি যাচ্ছি মম আর ড্যাড কে ফোন করতে, আমি ওদের সামনের সপ্তাহেই আসতে বলছি।

আচ্ছা ঠিক আছে যাও।

এবার জমবে মজা, আসল খেলা তো এখন শুরু হবে আমার কিউট দেবর মশাই,, আর্দ্রর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল অন্তরা।

ইয়ানা পরশকে পড়ানো শেষ করে সিঁড়ি দিয়ে নেমে ডয়িং রুম পার করে কেবলি বেরোতে যাবে তখনি শুনতে পেলো অন্তরা বাড়ির সবাইকে বলছে আর্দ্র আর লিজার বিয়ের কথা অন্তরার কথাশুনে অনিক সহ আর্দ্রর বাবা মা বলল।

এসব কি বলছো অন্তরা তুমি কি পাগল হয়ে গেছো?? তুমি জানো না লিজা কত মর্ডান ও আমাদের সাথে খাপখাইয়ে নিতে পারবে না।

হুমম তেমার মা ঠিকি বলেছে অন্তরা, লিজা যতই বলুক ও আর্দ্রকে পছন্দ করে তবুও আমার মনে হয় না ও পারবে।

আরে ওকে তো একটা সুযোগ দিয়ে দেখতেই পারি আমরা তাইনা, আর ও সেই ছোট থেকে আর্দ্র কে পছন্দ করে আমি লিজাকে বলেছি ওর বাবাকে ফোন করে আসতে ওনারা মনে হয় সামনের সপ্তাহে আসবে,, ইয়ানার দিকে আড় চোখে তাকিয়ে বলল অন্তরা।

কিন্তু অন্তরা তুমিই তো সেদিন বললে,, আহ অনিক সেদিন বলেছি তো কি হয়েছে আমি আজকে দেখেছি আর্দ্রর অসুস্থ হওয়ায় লিজা কতটা পাগল হয়ে গিছিলো।

ওদের কথা শুনে ইয়ানা ধুপধাপ পা ফেলে চলে গেলো,,, আগুন লাগিয়ে দিয়েছি এবার শুধু দেখার পালা কি হয়।

কিন্তু অন্তরা আর্দ্র যদি রাজি না হয় তখন??

আরে তোমাকে ওতো ভাবতে হবে না আর্দ্রকে বোঝানোর দায়িত্ব আমার তুমি এতো চিন্তা করো না, আর হ্যাঁ তোমার সাথে কথা আছে আমার।

দেখো যেটা ভালো মনে হয় করো, আর্দ্র বিয়ে করলেই হলো নয়তো ও যা ছেলে দেখা গেলো বিয়ে আর করলো না আর আমাদের শেষ বয়সে ওর বউটাও দেখা হলো না,।

বাবা আপনি নিশ্চিন্ত থাকুন আর্দ্রর বউ আমি আপনাকে দেখিয়েই ছাড়বো তাও আবার সুন্দরী বউ,, বাঁকা হেসে বলল অন্তরা অনিক তো হা করে ওর বউয়ের দিকে তাকিয়ে আছে কি হচ্ছে বেচারা কিছুই বুঝতেছে না।

,,,,,,

রাগে রাগে কোনো রিক্সা না নিয়ে হাঁটতে শুরু করেছে ইয়ানা আর একা একাই বকবক করছে,, কি ভাব ওনি বিয়ে করবে কত সখ করুক গা বিয়ে তাতে আমার কি আমি কেনো এতো ভাববো ধুত ভালো লাগে না ওনি বিয়ে করবে টা কেনো ,, বিয়ে না করলে কি হয় না ওনি তো ওনিই বিয়ে করবেই,, এভাবে নিজে নিজেই ভুলভাল বকছে আর হাঁটছে ইয়ানা রাগে চোখে পানি চলে এসছে এভাবে হাঁটতে হাঁটতেই বাড়ি চলে এসেছে , পায়ের সান্ডেল টা ছুড়ে ফেলে ধপধপ করে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে শুয়ে পড়লো,,।

—কিরে দরজা আটকে দিলি কেনো?? খাবি না??
—তুমি যাও তো আম্মু খেয়ে শুয়ে পড়ো আমি খাবো না ভালো লাগছে না।
—খাবি না কেনো?? কি হয়েছে মাথা বেথ্যা করছে নাকি আয় তেল দিয়ে দিই।
— আম্মু তুমি যাও প্লিজ আমি খাবো না ভালো লাগছে না।
–কি যে হলো মেয়েটার,, আচ্ছা ঠিক আছে তাহলে রুমের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়।

আরে কি হয়েছে আমাকে এভাবে টেনে আনলে কেনো অনিক তুমি জানো না আমার এই অবস্থায় এভাবে টানাটানি করা নিষেধ।

ওহ সরি,, কিন্তু তুমি আমায় এটা বলো যে তোমার মাথার মধ্যে কি চলছে তুমি হঠাৎ করে আর্দ্রর বিয়ে দিতে চাইছো কেনো তাও আবার লিজার সাথে ব্যাপারটা কি বলো তো।

আরে তুমি তো জানোই আর্দ্র আর ইয়ানার বিষয় টা, দুজন দুজনকে মনে মনে পছন্দ করে ঠিকি কিন্তু বলছে না আর আজকে আমি ইয়ানার সামনে আর্দ্রর বিয়ের কথা বলেছি দেখবা ও সারারাত ভেবে কালকে ঠিকই আর্দ্র কে ওর মনের কথা বলে দিবে, আর আমাদের আর্দ্র কালকে ওর বিয়ের কথা শুনলে ও ইয়ানা কে হারানোর ভয়ে নিজের মনে যা আছে সেটা বলে দেবে আর এটাই আমার প্লান।

তুমি শিওর তো তোমার এই প্ল্যান কাজ করবে?? ওরা দুজন দুজনের মনের কথা বলবে??

আরে আমি ১০০% শিওর আর তাছাড়া তুমি দেখলে না পরশের জন্মদিন এর দিন ওতো ঝড় বৃষ্টির রাতে আর্দ্র কেমন ছুটে গিয়েছিলো ইয়ানার কাছে আবার আর্দ্র লিজার হাত ধরায় ইয়ানা কেমন পা পুড়ে যাওয়ার অভিনয় করল,, এমন আরো অনেক কারণ আছে, আমি ওদের দুজনের চোখে একে অপরের জন্য ভালোবাসা দেখেছি,, তুমি শুধু দেখতে থাকো কাল সকালে কি হয়, আমি তো শিওর আর্দ্র লিজাকে বিয়ে করার কথা শুনে সাফ মানা করে দিবে।

অন্তরা এতোটা শিওর হওয়া ভালো নয় কিন্তু, দেখো যেনো হিতে বিপরীত না হয়ে যায়।

,,,সকালে,,,,

আর্দ্র রেডি হয়ে নিচে নেমে সবার সাথে খাওয়ার টেবিলে বসল তাও আবার লিজার পাশে এতে তো লিজা লজ্জায় মাথায় তুলতে পারছে না তখনি কবির বলল,,, আর্দ্র তোর সাথে কিছু কথা ছিলো।

হ্যাঁ বাবা বলো, খেতে খেতে বলল আর্দ্র।

বলছি যে আমরা সবাই ভেবেছি যে তোর এবার বিয়েটা করা দরকার এবার কিন্তু তুই না করতে পারবি না,, তাই আমরা লিজার বাবা মাকে আসতে বলেছি।

কবিরের কথা শুনে আর্দ্রর গলায় খাবার আটকে গেলো, হঠাৎ তোমাদের মাথায় আমার বিয়ের ভূত চাপলো কেনো, আর তোমরা লিজার বাবা মাকেই বা আসতে বলেছো কেনো??

কারণ আমরা ঠিক করেছি লিজার সাথেই তোর বিয়ে দেবো কেননা লিজা তোকে ছোট বেলা থেকে চেনে জানে বোঝে তাই আমরা ঠিক করেছি লিজাকেই তোর বউ করে আনবো,,, এদিকে তো লিজার লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে।

কবিরের কথা শুনে আর্দ্র জোরে বলল হোয়াট??

দেখেছো অনিক আমি বলেছিলাম না আর্দ্র না করে দেবে দেখেছো আমার কথা মিললো তো, আমি আগেই জানতাম এখন দেখবা আর্দ্র ইয়ানার কথাটা বলবে। ফিসফিস করে অনিকের কানে বলল অন্তরা

আহ অন্তরা তুমি একটু চুপ থাকবা আগে দেখো তো আর্দ্র কি বলে।

ওকে তোমরা যখন ঠিকিই করে নিয়েছো কথা যখন দিয়েই ফেলেছো তখন ঠিক আছে আমি বিয়ে করে নেবো,, আমার খাওয়া শেষ আমি আসছি কথাটা বলে আর্দ্র অফিসের উদ্দেশ্য চলে গেলো।

অন্তরা কেবল গ্লাসে জুস নিয়ে খাচ্ছিলো আর্দ্রর কথা শোনে জুসটা গলায় আটকে গেলো, কাশতে কাশতে ভয়ে ভয়ে অনিকের দিকে তাকিয়ে দেখলো অনিক খাইয়া ফেলাইমো একটা লুক নিয়ে অন্তরার দিকে তাকিয়ে আছে,, এদিকে তো লিজা খুশিতে হা করে আর্দ্রর যাওয়ার দিকে তাকিয়ে আছে ওর যেনো বিশ্বাসই হচ্ছে না ,, অন্তরা ভয়ে ঢোক গিলে বলল,,, এটা কি হলো এমনটা তো হওয়ার কথা ছিলো না , এখন কি হবে তাহলে??
#আমার_গল্পে_তুমি
#সুমাইয়া_সুলতানা_সুমী(writer)
#২৩_পর্ব
,
কি যেনো বলেছিলে, তুমি চোখ দেখে সব বুঝতে পারো তুমি ওদের দুজনের চোখে ভালোবাসা দেখতে পাও তোমার মাথায় অনেক বুদ্ধি তোমার প্ল্যান ১০০%কাজ করবে, তো এখন এটা কি হলো??

আব,, আমি কি করে জানবো যে তোমার ভাই এভাবে হ্যাঁ বলে দেবে আমি তো ভেবেছিলাম ও সরাসরি না করে দেবে কিন্তু ও যে এভাবে পাল্টি খেয়ে যাবে সেটা তো আমি বুঝিনি এখানে আমার কি দোষ.

এই জন্যই বলে মেয়ে মানুষের মাথায় কম বুদ্ধি ,, এখন দেখছি আমাকেই কিছু একটা করতে হবে।

কি করবে??

যাই করি না কেনো তোমার মতো এতো ঘাটিয়া প্ল্যান করবো না,, আগে তো অফিসে যায় তারপর দেখি ইয়ানা আর্দ্রর বিয়ের কথা শুনে কি করে, আগে ইয়ানার মতি গতি বুঝি তারপর যা করার করতে হবে।

হুম যা ইচ্ছে করো তবে যে করেই হোক বিয়েটা আটকাতে হবে নইলে ওই ঢঙ্গী মেয়েটা আর্দ্রর বউ হয়ে যাবে,, অন্তরা দেখলো অনিক চোখ বড় করে ওর দিকে তাকিয়ে আছে তাই আমতা আমতা করে বলল,, যদিও বিয়ের ভূতটা বাবা মায়ের মাথায় আমিই ঢুকিয়েছি।

এক বাচ্চার মা হয়ে গেছে আরেকজন আসবে আসবে ভাব তবুও এই মেয়ের মাথায় বুদ্ধি হলো না এখনো বাচ্চায় রয়ে গেলো,, কথাগুলো বলে অনিক রুম থেকে বেরিয়ে গেলো,,, কেনো যে পাকনামি টা করতে গেলাম এই জন্যই বলে বেশি বাড়াবাড়ি করতে নেই।
,,,,,,,,,,,
আর্দ্র নিজের কেবিনে বসে আছে ইয়ানা এখনো আসিনি মেয়েটা আজকে এতো লেট করছে কেনো, আর্দ্র তখন থেকে হাঁসফাঁস করছে ইয়ানা কে দেখার জন্য, মূলত আর্দ্র দেখতে চাই আর্দ্রর বিয়ের খবরটা শোনার পর ইয়ানা কি রিআ্যাকশন হয়, আর্দ্রর ভাবনার মাঝেই অনিক আর্দ্রর কেবিনে আসলো।

কিরে তুই এই সময় আমার কেবিনে কিছু বলবি??

আর্দ্র আমার তোর সাথে কিছু কথা ছিলো,, কি বল?

বলছি কি এই বিয়েতে তুই কি সত্যি রাজি?? মন থেকে বলবি একদম, দেখ মা বাবা বলেছে বলে তুই রাজি হয়েছিস এমনটা হলে বল আমি বাবা কে বুঝিয়ে বলব, অনিকের কথার উত্তর দেবার আগেই দরজায় কেউ নক করল,, আসতে পারি??

হুমম ভিতরে আসো,, ইয়ানা দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখলো আর্দ্র অনিক দুজনেই আছে, আর্দ্র কে দেখে মনে মধ্যে কেমন একটা জেদ চেপে বসল তাই কোনো কথা না বলে সরাসরি আর্দ্র সামনে গিয়ে একটা কাগজ আর্দ্রর দিকে বাড়িয়ে দিল।

—এটা কি?? ভ্রু কুঁচকে বলল আর্দ্র।
—আমার ছুটি লাগবে আর এটা ছুটির দরখাস্ত।
—এখন কোনো ছুটি দেওয়া যাবে না অফিসে অনেক কাজ আছে।
—জানি আমি এই জন্যই আমার এখন ছুটি চাইনা,, আজ থেকে ঠিক সাতদিন পর আমার সাতদিনের ছুটি লাগবে।
—ছুটি যখন এতোদিন পর লাগবে তখন এতো তারাতারি ছুটির আবেদন করার মানে কি??
—আগে থেকেই করে রাখলাম পরে যদি না দেন তাই।
–তা এতোদিন ছুটি চাইছো কেনো কি দরকার?? ইয়ানার দেওয়া কাগজ টাই চোখ বুলিয়ে বলল আর্দ্র।
—আমার বিয়ে তাই ছুটি লাগবে।
—হয়ে গেলো, একেই এটার এই অবস্থা আবার এখন এ বেঁকে বসল কোন দিকে যে যায় আমি, মন চাইছে অন্তরাকে একে বাড়ে কাঁচাই খেয়ে ফেলি,, দুজনেই সমান কেউ কারো থেকে কম নয় হাড় কেউ মানবে না,,, সালার ইগো,, বিরবির করে বলল অনিক।
—হোয়াট,,আর ইউ ম্যাড?? এসব কি বলছো,, চেয়ার থেকে রেগে উঠে দাঁড়িয়ে বলল আর্দ্র।
—হুমম ঠিকি বলছি এতে এতো রিয়েক্ট করার কি আছে আপনি বিয়ে করতে পারলে আমি পারবো না , আর তাছাড়া ও আমার বিয়ের বয়স হয়েছে একটা মেয়ের এভাবে বেশিদিন ঘরে থাকা লোকজন ভালো চোখে দ্যাখে না।
—লোকজন মাই ফুট, এই তোমার বয়স কত হ্যাঁ পিচ্চি একটা মেয়ে, আর তাছাড়া তোমার এখনো অর্নাস শেষ হয়নি, কেবল কয়দিন হলো একটা ভালো জব পেয়েছে আগে ভালো করে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ের ব্যাপারে ভাববে, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এটুকু বুঝতে পারছো না??
–আর কত নিজের পায়ে দাঁড়াবো আর আমি যথেষ্টই সাবলম্বী, আমি তো বলছি না যে বিয়ের পর আমি চাকরি টা করবো না যায় সাথে আমার বিয়ে হবে সে বলেছে যে আমি বিয়ের পরেও চাকরি করতে পারবো,, আর আপনি এতো রিয়েক্ট করছেন কেনো??
— আমার রিয়েক্ট করার যথেষ্ট কারণ আছে, একজন সচেতন নাগরিক হিসেবে তোমাকে ঠিক পথ দেখানো আমার দায়িত্ব।
— আমার ভাই টা সত্যি এক নাম্বারের গাধা,, সচেতন নাগরিক?? আরে গাধা নিজের মনের কথাটা বল।
— আমি আমার ভালো বুঝি স্যার আপনাকে বোঝাতে হবে না, আর হ্যাঁ ছুটিটা আমার লাগবেই, আসছি আমি।
–দেখেছিস ভাইয়া কতবড় ইডিয়ট একটা মেয়ে, আচ্ছা তুই বল ওর কি বিয়ে করার বয়স হয়েছে??
— আমি কি জানি??
— তুই কি জানিস মানে,,, আর হ্যাঁ তুই একটু আগে জিগাস করলি না যে আমি এই বিয়ে মন থেকে করছি কিনা তাহলে শোন আমি বিয়েটা নিজের ইচ্ছায় আর মন থেকেই করছি, ওকে এখন তুই যা আমি একটু একা থাকতে চাই।

দুটোই এক নাম্বারের ঘার তেড়্যা,,, বিরবির করে কথাগুলো বলে কেবিন থেকে বেরিয়ে গেলো অনিক।
,,,,,,,,,,,,,,
ইয়ানা নিজের কেবিনে এসে চেয়ারে বসে মাথায় হাত রেখে রাতের কথা ভাবতে লাগল,,, রাতে ইয়ানা দরজা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ শুয়ে ছিলো তারপর হঠাৎ কিছু মন করে শোয়া থেকে উঠে বসে চোখের পানিটা মুছে নিলো, রাগে শরীল জ্বলে যাচ্ছে মনে হচ্ছে সবকিছু ভেঙ্গে ফেলি , পাশ থেকে ফোনটা নিয়ে সুহাগ এর ফোনে কল দিলো ইয়ানা রাত তখন দশটার বেশি বাজে সুহাগ কেবলি শুয়েছিলো চোখে ঘুম ঘুম ভাব আসতেই ওর ফোনটা বেজে উঠল, এতো রাতে ফোন বাজায় একটু বিরক্ত হলো সুহাগ বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখল ইয়ানা কল দিয়েছে মুহুর্তে বিরক্তি মাথা মুখটা হাসিতে পূর্ণ হয়ে গেলো,, ইয়ানার কল কেটে দিয়ে নিজে কল ব্যাক করল।

—হ্যালো হ্যাঁ ইয়ানা এতো রাতে কল দিলি কেনো কোনো সম্যসা হয়েছে নাকি??
–সুহাগ ভাইয়া বিয়ে করবেন আমায়??
–সুহাগের চোখে যাও বা একটু ঘুমের রেশ ছিলো ইয়ানার কথা শুনে তাও কেটে গেলো,, মেয়েটা কি পাগল হয়ে গেলো নাকি রাত বিরাতে ফোন দিয়ে এভাবে মজা করছে।
–কি হলো চুপ করে আছো কথা কেনো?? বলো বিয়ে করবে আমায়??
—এসব কি বলছিস তুই,, এতো রাতে কল দিয়ে এভাবে মজা করার মানে কি ইয়ানা।
–আমি মোটেও মজা করার মুডে নেই আপনি বলুন আমায় বিয়ে করবেন কি না যদি না করেন তাহলে আমি অন্য কাউকে,,,
—আরে না না অন্য কাউকে বলবি কেনো, আ,,আমি রাজি,,সুহাগ যেহেতু ইয়ানাকে পছন্দ করত তাই এই সুযোগ টা হাতছাড়া করল না।
—আচ্ছা তাহলে আমি সকালে মা কে বলবো, আগামী সপ্তাহে বিয়ে হবে, বড় কোনো অনুষ্ঠান হবে না আমি ঘরোয়া ভাবেই বিয়েটা করতে চাই।
—আচ্ছা ঠিক আছে তুই যা বলবি তাই হবে।
–ওকে তাহলে এখন রাখছি।

,,,,বর্তমান,,,,

আমি কি রাগের বশে কোনো ভুল করলাম?? তখনি আর্দ্র আর লিজাকে একসাথে কল্পনা করল ইয়ানা,, আর রাগে জিদ্দে বলল,, না না ঠিকি করেছি ওনি যদি বিয়ে করতে পারে তাহলে আমি কেনো পারবো না, আমিও পারবো, আমি ও ওনাকে দেখিয়ে দেবো শুধু ওনি নয় আমিও হাসি মুখে বিয়ে করতে পারি হুমম??

,,,,,,,,,,,,
কিহ বলছো এসব তুমি??,, তুমি ঠিক শুনেছো তো ইয়ানা নিজে বলেছে যে ও বিয়ে করবে??

তো কি আমি বানিয়ে বানিয়ে বলছি যত্তসব,, এই সব কিছু হয়েছে তোমার জন্য ঝামেলা একটা বাঁধিয়ে বসে আছে,, এখন না পারছি এদিক যেতে না পারছি ওদিক যেতে, মহা মুছিবত দুজনের একজনও বোঝে না।

আরে আমি জানতাম নাকি যে আর্দ্রর বিয়ের কথা শুনে ইয়ানাও নাচতে নাচতে বিয়ে করতে চলে যাবে

হ্যাঁ তুমি তো কিছুই জানো না, তুমি তো এটাও জানতে না যে আর্দ্র বিয়েতে রাজি হয়ে যাবে।

এই বকো না তো, শোনো আমি যা করেছি ভালোই করেছি এটার একটা পরিনতি দরকার ছিলো, আর তোমার ভাই কেমন নিজের মনে কথা না শুনে নিজের ইগোকে বেশি গুরুত্ব দেয়,, আর তুমি জানো না মেয়েদের লজ্জা বেশি তারা আগে আগে কিছু বলে না ছেলেদেরই আগে বলতে হয় কিন্তু তোমার ভাই তো তা বলবেই না গোয়ার একটা।

এই বাজে কথা বলা বন্ধ করোতো, এখন ভাবো কি করে বিয়েটা আটকানো যায়।

হুম এটা ছাড়া আর কি বা করার আছে।

পরশকে পড়ানো শেষ করে ইয়ানা রুম থেকে বেরিয়ে যাচ্ছিলো তখনি সামনে আর্দ্রর সাথে দেখা হয়ে গেলো,, লিজাকে এখন বাইরে দেখা যায় না আর্দ্রর সাথে বিয়ে ঠিক হওয়ার পর নিজের রুমে বসে মুখে ফেস প্যাক লাগাতে ব্যাস্ত,, ইয়ানা আর্দ্রর দিকে তাকিয়ে আছে আর্দ্র ও ইয়ানার দিকে তাকিয়ে আছে যেনো দুজন মনে মনে কিছু বলতে চাইছে কিন্তু মুখে বলতে পারছে না কোথাও একটা বাঁধা পাচ্ছে ,, ইয়ানা চাইছে আর্দ্র আগে বলুক আবার আর্দ্র চাইছে ইয়ানা আগে বলুন,, দুজনের নিরবতা ভেঙ্গে আর্দ্র বলল।

অভিনন্দন নতুন জীবনের জন্য,, আশা করি আগামীতে অনেক ভালো থাকবে।

ইয়ানা ভেবেছিলো আর্দ্র অন্য কিছু বলবে কিন্তু আর্দ্রর মুখে এমন কথা শুনে ভিতরে ভিতরে রাগে জিদ্দে ও বলল,, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আশা করি লিজা ম্যাম এর সাথে অনেক ভালো থাকবেন।

তাতো বটেই কিন্তু তুমি তো বললে না যে তোমার কার সাথে বিয়ে হচ্ছে নাম কি তার??

নিশ্চয়ই কোনো বখাটের সাথে হচ্ছে না, অনেক ভালো একজন এর সাথে বিয়ে হচ্ছে সে ভালো একটা চাকরি করে ভালো পোস্টে আছে,, আর সব থেকে বড় কথা হলো সে নিজের মনের কথা মুখে বলতে পারে মানুষের মতো ইগোটাকে বড় করে দ্যাখে না বুঝলেন সরুন এখান থেকে বাড়ি যাবো আমি,, এই বলে ইয়ানা গটগট করে চলে গেলো

আর্দ্র ওখানে দাঁড়িয়ে থাকলো ও বুঝতেও পারলো না ইয়ানা ওকে খুঁচা দিয়ে কথাগুলো বলে গেলো

,দেখেছো তোমার ভাইকে কেমন হাবার মতো দাড়িয়ে আছে আজকেও মেয়েটাকে নিজের মনের কথা বললো নাহ৷

আহ অন্তরা চুপ করো তো বকবক করো না,, এদের দুজনকে দেখে মনে হলো এরা দুজনের একজন ও নিজেদের মনে কথা বলবে না।

তাহলে এখন কি করবো আমরা??

কিচ্ছু করার নাই আপাতত বিয়েটা দেখা ছাড়া।

চলবে,,,,??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here