আলো আঁধারের লুকোচুরি পর্ব -১৬

#আলো_আঁধারের_লুকোচুরি
#Part_16
#Writer_NOVA

তাড়াহুড়ো করে ব্যাগ গোছাচ্ছিলো রুহানি। তার এখানে বসে থাকলে চলবে না। তার মন বলছে গন্ডগোল চলছে। তার মনের কথা বেশিরভাগ সময় সত্যি হয়। আজ সকাল ভোরেও আননোন নাম্বার থেকে কল এসেছিলো৷ রিসিভ করার পর কেউ কথা বললো না। রুহানি ইচ্ছে করে যখন ডাকলো ‘ইয়াসফি’ একটা দীর্ঘ শ্বাসের শব্দ কানে ভেসে এলো। এরপর কল কেটে গেলো। ফিরতি কল দেওয়ার পর সিম বন্ধ। তাই সে ইয়াসফির বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একে একে রুহানি সব গুটি সাজাতে লাগলো। পুরো বিষয়টা মাথায় খেলে গেলে নিজের কপালে নিজেই চাপর মারলো৷ এতদিন তার কাছে ইয়াসফি ছিলো আর সে মামার এক কথায় সব ভুলে বাসায় চলে এলো কি করে? পুরনো স্পর্শ, কথা, আচার-আচরণ দেখেও সে তার নিজের ইয়াসফিকে চিনতে পারলো না। এর জন্য সেদিন ইয়াসফি কল করে বলেছিলো,

‘আমাকে চিনতে পারলে না রুহ। এই ভালোবাসো আমায়?’

রুহানির এখন নিজের চুল নিজেরি ছিঁড়তে ইচ্ছে করছে। মাঝে মাঝে সে নিজেই বেকুবের মতো কাজ করে। মাসুমকে কল দিয়ে বাসায় আসতে বলে দিলো। এই বন্ধুটা ছাড়া তার কোন গতি নেই।

‘কিরে, তুই কোথায় যাচ্ছিস?’

মিশি বেগম ভেতরে ঢুকে অবাক হয়ে মেয়েকে জিজ্ঞেস করলো। মায়ের কথায় ভাবান্তর ঘটলো না রুহানির। ওয়ারড্রব থেকে টপস, জিন্স নিতে নিতে ল্যাগেজে ভরে নিলো।

‘একটু কাজ আছে মা?’

‘দুদিন আগে বাসায় ফিরলি এখন আবার কি কাজ থাকতে পারে?’

‘তোমার জামাইয়ের কাছে একটু যেতে হবে।’

‘সে না গয় এক সপ্তাহ পর যাস। এতদিন পর বাসায় ফিরলি সপ্তাহ খানিক থাকবি না?’

‘তোমাদের জামাই আর আমি একসাথে থেকে যাবো।’

মিশি বেগমের মুখটা চুপসে গেলো। মেয়ের জামাইয়ের বিষয়ে আদ্যপন্ত সবই জানেন তারা। শুধু মৃত্যু নিয়ে যেই তুলকালাম কান্ড হয়েছে সেটা ছাড়া। মায়ের মলিন মুখ দেখে রুহানি দুই কাঁধ ধরে মা কে খাটে বসালো। হাঁটু মুড়ে কোলের কাছে বসে বললো,

‘মা তুমি এমন মন খারাপ করে থাকলে আমার কিন্তু ভালে লাগবে না। কথা দিচ্ছি খুব শীঘ্রই আসবো।’

‘যেতে দিতে পারি, তবে এক শর্তে। নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করতে হবে।’

‘ঠিক আছে।’

‘তোর সাথে দুজন দেখা করতে এসেছে।’

রুহানি ভ্রু কুঁচকে গেলো। মায়ের দিকে বিস্ময় নিয়ে তাকালো। বিচলিত গলায় জিজ্ঞেস করলো,

‘কে?’

‘গিয়ে দেখ আমি চিনি না। নাস্তা পানি দিয়ে আসেছি। আমি তোকে ডাকতে আসলাম।’

রুহানি গুটি গুটি পায়ে বসার ঘরে যেতেই রায়হান খান ও তার স্ত্রী শুভা খানের দেখা মিললো। রুহানি বড় করে সালাম দিলো। রায়হান খান সালামের উত্তর নিয়ে বললো,

‘আমরা কানাডা চলে যাবো। ফ্লোরার মায়ের মানসিক অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাই।’

‘সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আঙ্কেল। আরে দাঁড়িয়ে আছেন কেন? বসেন।’

শুভা খান পিটপিট করে রুহানির দিকে তাকালো। এগিয়ে এসে চোখ, মুখে বাচ্চাদের মতো হাত বুলাতে বুলাতে স্বামীকে বললো,

‘হ্যাঁ, গো ফ্লোরার বাবা। মেয়েটা তো দেখতে অনেকটা আমাদের ফ্লোরার মতো।’

ওমর মাহমুদের সামনে দাঁড়িয়ে হাসফাস করছে৷ সে আসলে বুঝতে পারছে না কোথায় ফেঁসে গেছে। মাহমুদকে সে ইয়াসফি ডাকবে না তানিম ডাকবে সেই দ্বিধায় তার মাথার তার ছিড়ে যাওয়ার উপক্রম। ওমরের মনে হচ্ছে আসল ইয়াসফি সেই বোরহান নামের ছেলেটা। কারণ সারাক্ষণ মামা-ভাগনে মিলে কি ফুসুরফাসুর করে। তাকে দেখলে থেমে যায়।আরেকটা চিন্তা তার মাথায় ভিড়েছে। মাহমুদ তো ইয়াসফি নয়। তাহলে খুব বেশি দিন তাকে ইয়াসফি সেজে মন্ত্রীর আসনে থাকা হবে না। তারও প্রয়োজন শেষ। তাই আগেভাগে চলে যাওয়া ভালো।

মাহমুদ চোখের ওপর হাত রেখে আধশোয়া হয়েছিলো। ওমর ডাকবে কি ডাকবে না সেই দ্বিধাদ্বন্দে অনেকখন দাঁড়িয়ে আছে। তার ইদানীং মাহমুদকে ভীষণ ভয় করে। একই সাথে চার মাস থেকেও সে বুঝতে পারলো না এটা আসল ইয়াসফি নয়। কতটা ঠান্ডা মাথায় একটা মানুষ অন্যের ক্যারেক্টারে ঢুকতে পারলে এমনটা হয়? এসকল মানুষ থেকে দূরে থাকাই মঙ্গলজনক।

‘কিছু বলবে ওমর?’

মাহমুদের কথায় চমকে উঠলো ওমর। সে নানা চিন্তায় বিভোর ছিলো। আচানক প্রশ্নে থতমত খেয়ে গেছে। আমতাআমতা করে বললো,

‘ভাই, আপনার সাথে আমার কথা ছিলো।’

‘তোমার সাথেও আমার কথা ছিলো।’

ওমর নিজের কথা না শুনিয়ে উৎসাহী হয়ে পরলো মাহমুদের কথা শোনার জন্য। আগ্রহী গলায় জিজ্ঞেস করলো,

‘কি কথা ভাই?’

মাহমুদ চোখের ওপর থেকে হাত সরিয়ে শীতল কণ্ঠে বললো,

‘পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তাতো দেখতেই পারছো। তোমার এখানে থেকে কাজ নেই। তুমি বরং চলে যাও।’

ওমরের খুশিতে বাক-বাকুম অবস্থা। এ যেনো মেঘ না চাইতেই জল। সে তো এর জন্য এসেছিলো। কথাটা মাহমুদের দিক থেকে আসায় সে দ্বিগুণ খুশি। ‘ঠিক আছে ভাই’ বলে সে অনেকটা উৎফুল্লতার সহিত ব্যাগ গোছাতে চলে গেলো।

লন্ডনে যাওয়ার পর থেকে মাহমুদের মানসিক অবস্থা আরো খারাপের দিকে গেলো। সে নিজেও বুঝতে পারলো সে কোন স্বাভাবিক মানুষ নয়৷ তার রোগটা হলো সাইকোসিস। কিন্তু সে কোন সাইক্রোটিসের শরানপন্ন হলো না। নিজের অদ্ভুত জীবনটাকে উপলব্ধি করতে লাগলো। ফ্লোরা সম্পর্কের কয়েক বছরেও ধরতে পারলো না যাকে সে মনপ্রাণ উজাড় করে দিয়েছে সেই মানুষটা সুস্থ নয়। একটা ঘটনা তার ধারণা বদলে গেলো। ফ্লোরার এক ছেলে ক্লাসমেট একদিন কথা বলতে বলতে কাধে হাত রেখেছিলো। বিদেশি কালচারে এটা কোন সমস্যাই নয়। কিন্তু সমস্যা হয়েছিলো মাহমুদের। সে এটা দেখে সহ্য করতে পারেনি। ফ্লোরার সামনে সেই ছেলেটার হাতে অনরবত ছুড়ি দিয়ে কুপিয়ে হাতটাই অ-কেজো করে দিয়েছে। মাহমুদ সামান্যতম অনুতপ্তবোধও ছিলো না। বরং চোখ মুখে খেলা করছিলো পৈশাচিক আনন্দ। নিজের চোখে ভালোবাসা মানুষটার ভিন্ন পরিবর্তনে ফ্লোরা বিমূঢ় হয়ে গিয়েছিলো। এই বিষয়টা ফ্লোরা মেনে নিতে পারেনি৷ তাই ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। মাহমুদ হাতে-পায়ে ধরে, সত্য-মিথ্যা কসম কেটে ফ্লোরাকে ফেরায়। ফ্লোরা আবারো ভুল করে। মাহমুদের অভিনয়ে গলে তাকে আরেকটা সুযোগ দেয়।

উলিয়নাম ছিলো ইউরোপ কান্ট্রির ছেলে। ভীষণ শান্তশিষ্ট, সদালাপী, মিশুক একটা ছেলে। মুহুর্তে মানুষের মন ভালো করার অদ্ভুত ক্ষমতা আছে ছেলেটার। ফ্লোরার সাথে ভালো ভাব ছিলো। আসলে সে মনে মনে ফ্লোরাকে ভীষণ পছন্দ করতো। একদিন মনের কথা চেপে না রেখে বলে দিয়েছিলো,

‘ফ্লোরা, আই লাভ ইউ। আই নিড ইই এভরি মোমেন্ট। ডু ইউ লাভ মি?’

এতটুকু তার জীবনের কাল বইয়ে এনেছিলো। ফ্লোরা সেদিন আশেপাশে তাকাতে তাকাতে হন্তদন্ত হয়ে সরে গিয়েছিলো। চোখ ছিলো তার চাপা ভয়। উলিয়নামকে শুধু এতটুকু বলেছিলো,

হেই ডাসেন্ট ইভেন টক। আদার ওয়াইস ইউ উইল বি ইন ডেঞ্জার। ডিপ ডেঞ্জার!

এর চারদিন পর পাঁচ কিলোওয়াট দূরে সাগরপাড়ে উলিয়নামের বিভৎস লাশ পাওয়া গিয়েছিলো। যেহেতু উলিয়নামকে শেষবার ফ্লোরার সাথে দেখা হয়েছিলো তাই এর জন্য ফ্লোরাকে ভোগান্তি পোহাতে হয়। মাস পেরিয়ে যায় উলিয়নামের মৃত্যুর সুরাহা পাওয়া যায় না। এরপর একদিন মাহমুদ নিজ থেকেই ফ্লোরাকে উলিয়নামকে কি করে মেরেছে তার বর্ণনা বলে। এতো কষ্ট দিয়ে কেউ কাউকে মারতে পারে তা ফ্লোরার জানা ছিলো না। এরপরই ফ্লোরা জীবনের বড় সিদ্ধান্তটা নেয়। কাউকে না জানিয়ে দেশে ফিরে আসা। যা তার জীবনের শ্রেষ্ঠ ভুলে পরিনত হয়।

ততদিনে ইয়াসফি অনেক উঁচুতে উঠে গেছে। নির্বাচনে বিপুল ভোটে পাস করে মন্ত্রী পদে নিয়োগ হয়েছে। ইয়াসফির এই সুখবর পৌঁছে গেছে মাহমুদের কানে। ভাইয়ের এতো যশ, খ্যাতি তার মনে হিংসার উদ্রেক করে। জ্বলেপুড়ে খাক করে দেয়। সে সবকিছু থেকে বঞ্চিত অথচ তার ভাই সেসব উপভোগ করছে যা তারও পাওয়ার কথা ছিলো। এটা সে মেনে নিতে পারে না। তাই মনে মনে এক ঘৃণ্য পরিকল্পনা আটে। সাগরে গিয়ে ইচ্ছে করে লাপাত্তা হওয়ার নাটক সাজায়। হসপিটালের মর্গ থেকে এক বন্ধুর সাহায্য একটা লাশ এনে মুখের আদল নষ্ট করে দেয়। দুই দিন পর সেই লাশ সাগরপাড়ে ফেলে রাখে। এতোটা নিখুঁতভাবে করে যে কোন চিহ্ন রাখে না। সেই খবর দেশে-বিদেশে ছড়িয়ে পরে। পুলিশ টেনশনে পরে যায়। মাস ব্যবধানে দুটো লাশ উদ্ধার। কিন্তু কোন ক্লু তারা পাচ্ছিলো না। মাহমুদ লন্ডনে সময় ব্যয় করে না। দেশে এসে ইয়াসফির বিষয় তথ্য জোগাড় করতে আরম্ভ করে৷

ইয়াসফি ও আজিম সারোয়ার যখন মাহমুদের মৃত্যুর কথা জানে তখন তারা বিশ্বাস করে না। কারণ মাহমুদের মতে ধূর্ত প্রকৃতির মানুষকে কেউ এতো সহজে মারতে পারবে না। আজিম সারোয়ার অসুস্থ থাকায় ইয়াসফি নিজেই লন্ডনে চলে যায়। বাসায় শুধু এতটুকু জানায় মাহমুদ নিখোঁজ। এই খবরে তাদের মামী শোকে অসুস্থ হয়ে পরে। শত হোক লালন-পালন করে সেই বড় করেছে। ইয়াসফি লাশ দেখার পর পুরোপুরি সিউর হয়ে যায় এটা মাহমুদ নয়। কিন্তু পুলিশকে তা জানায় না।

ছোটবেলা থেকে মাহমুদ তার ভাই ইয়াসফির নকল করতে পারতো৷ তাই ইয়াসফির চরিত্রে ঢুকতে তার তেমন অসুবিধা হবে না। এখন প্রয়োজন সঠিক সময়। এর মধ্যে ফ্লোরার সাথে সব মিটমাট করে নিতে চাইলো। কিন্তু ফ্লোরা কিছুতেই কোন সাইকোর সাথে থাকবে না। তাই পরিকল্পনা করে ফ্লোরাকেও মেরে ফেললো৷ আর এত সুন্দর করে একটা নাটক সাজালো যে ফ্লোরা রোড এক্সিডেন্টে মারা গেছে। এরপর লাশটাকে নিজের কাছে রেখে দিলো।

চারমাস আগেই অপুর সহয়তায় ইয়াসফিকে অপহরণ করলো মাহমুদ। এরপর নিজে ইয়াসফি সেজে সবাইকে একের পর এক বোকা বানাচ্ছিলো। কিন্তু তার পুরো পরিকল্পনা ভেস্তে দিলো রুহানি।

‘ইয়াসফি, তোর কি মনে হয় রুহানি আসবে?

‘অবশ্যই আসবে। যেভাবে দাবার গুটি চেলেছো রুহের আসতেই হবে।’

ইয়াসফির কথায় আজিম সারোয়ার আশ্বস্ত হলো। সোফায় বসে থাকা লোক দুটোর দিকে আঙুল তাক করে জিজ্ঞেস করলো,

‘এ দুজন কে?’

‘মানসিক হাসপাতালের লোক। আজকে আমার ভাইয়ের খেলা শেষ করবো আমি। এতো নাটক ভালো লাগছে না।’

‘তোমরা দুজন ফেভিকল আঠার মতো এমন চিপকে থাকো কেন?’

সিঁড়ি বেয়ে নামতে নামতে প্রশ্ন করলো মাহমুদ। ইয়াসফি ঠান্ডা দৃষ্টিতে মাহমুদের দিকে তাকালো। মাহমুদ তা গ্রাহ্য করলো না। সোফায় থাকা লোক দুটোকে দেখে ভ্রু কুঁচকে ফেললো।

‘এরা কারা?’

আজিম সারোয়ার অভয়ে উত্তর দিলেন,
‘আমার লোক।’

মাহমুদ ঘেটে দেখলো না। আজকাল সে সব বিষয়ে নাক গোলানো ছেড়ে দিয়েছে। তার মতে ইয়াসফি নেই এখন তার রাজত্ব। মিনিট খানিকের মধ্যে রুহানির আগমন। সাথে তার সেপাই মাসুম। এসেই আজিম সারোয়ারের দিকে প্রশ্নের তীর ছুঁড়ে দিলো।

‘মামা, আপনি কেন মিথ্যে বলেছেন? আমার ইয়াসফি বেঁচে আছে।’

মাহমুদ চমকে গেলো। কিন্তু আজিম সারোয়ার, ইয়াসফি স্বাভাবিক। আজিম সারোয়ার একটা ইংরেজি পত্রিকার আট নম্বর পৃষ্ঠা বের করে রুহানির সামনে ছুড়ে মারলো।

‘এই দেখো এখানে স্পষ্ট ইয়াসফির মৃত্যুর খবর লেখা আছে। সাগর পাড়ে বেড়াতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু। দুই দিন পর মিললো বিভৎস মৃতদেহ।’

রুহানি খবরের কাগজ উঠানোর আগেই মাহমুদ ছোঁ মেরে সেটা নিয়ে গেলো। এটা তো তার সাজানো নাটকের একটা অংশ। যেটায় সে অন্য একটা ছেলেকে মৃত সাজিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করেছিলো। অস্থির গলায় বললো,

‘মিথ্যে কথা এটা ইয়াসফি নয়।’

আজিম সারোয়ার জোর দিয়ে বললেন,
‘তুমি কি করে জানলে?’

‘কারণ এটা একটা লাশ ছিলো। যাকে আমি হাসপাতালেের মর্গ থেকে এনে নিজের বদলে রেখেছিলাম। যাতে সবাই জানতে পারে মাহমুদ মারা গেছে। আমাকে ইয়াসফির জায়গায় দেখে কেউ সন্দেহ না করতে পারে।’

মুখ ফসকে সত্যি কথা বলে মাহমুদ জিভে কামড় দিয়ে ফেললো। এ কি করলো সে? এতদিনের লুকানো সত্য নিজের মুখে স্বীকার করে নিলো?

আজিম সারোয়ার ইয়াসফির কাঁধে হাত রেখে বললো,
‘আমার কাজ শেষ ইয়াসফি। এই সত্যি কথাটা মাহমুদের মুখ থেকে বের করার জন্য আমি তোর মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলেছিলাম। এবার তুই কি করবি কর।’

ইয়াসফি নামটা শুনে আবরো চমকালো মাহমুদ। সে অনেক বড় ভুল করে ফেলেছে। এবার তার নিস্তার নেই। ইয়াসফি তার চোখের সামনে ছিলো তবুও সে চিনতে পারেনি। চট করে ইয়াসফির ওপর আক্রমণ করতে এলে ঘাড়ের মধ্যে পিঁপড়ের কামড়ের মতো সূক্ষ্ণ ব্যাথা অনুভব করলো। এক সময় ঢলে পরে যেতে নিলে লোক দুটো ধরে ফেললো। একজনের হাতে ইনজেকশন। সেই মাহমুদকে অচেতন হওয়ার ঔষধ পুশ করেছে। এতশত কাহিনির মাথামুণ্ডু কিছুই বুঝলো না রুহানি, মাসুম। দুজন ফ্যালফ্যাল করে ইয়াসফির দিকে তাকিয়ে আছে। ইয়াসফির মুখে তখন বিজয়ী হাসি। হাসতে হাসতে বললো,

‘নে ভাই তোর খেলা শেষ।’

আসলেই কি শেষ? উহু! মনে রাখতে হবে শেষ থেকেই শুরু হয়।

#চলবে

[আজকে সব রহস্য ক্লিয়ার করে দিয়েছি। আরো কোন রহস্য বাকি থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here