গোধূলি বেলায় তুমি এসেছিলে পর্ব -১১+১২

#গোধূলি_বেলায়_তুমি_এসেছিলে
#আনিশা_সাবিহা
বর্ধিতাংশ

এই গ্রামের এক নিরব রাস্তায় যদি কাউকে এখন হ’ত্যাও করা হয় তবে কেউ এগিয়ে আসবে না। কারণ আশেপাশে শুধু জঙ্গল আর বড় বড় গাছপালা ছাড়া কোনো জনমানবের চিহ্ন দেখা যায় না। দিনে দুপুরে তবুও যানবাহনের দেখা পাওয়া যায়। তবে বিকেলের পর সেটুকুও নেই। ফলে এখানে খুব সহজেই কাউকে বিপদে ফে’লা যেতে পারে। যেমনটা রাগিনী আজ পড়েছে। গু’লি বর্ষণ হচ্ছে তাকে তাক করেই। অথচ তার গায়ে লাগছে না। চোখ মেলার সাহসটুকু অবধি নেই। বুকটা ধড়ফড় করছে। পা দুটো কাঁপছে। সমস্ত শরীর অসার হয়ে আসছে। ভয়ে কুঁকড়ে গিয়েছে সে। খেয়াল নেই আশেপাশে কে রয়েছে। কোহিনূরের কথাও মাথা থেকে বের হয়ে গিয়েছে। ড্রাইভারও বেরিয়ে আসার সাহস পাচ্ছে না। সে তড়িঘড়ি করে ফোনটা খুঁজে নেয় নিজের। উদ্দেশ্য পুলিশকে ফোন দিয়ে জানানো। তবে সেটা ইচ্ছে অবধি রয়ে যায়। পূরণ হয় না। রাগিনীর গাড়ির সামনে আগলে ধরা গাড়িটি থেকে বেশ কয়েকজন লোক নেমে এসে জানালা দিয়ে ড্রাইভারের কপালে রি’ভলবার ধরে বলে,
“কাউকে ফোন করার চেষ্টা করলে পরিণাম খুব খারাপ হবে।”

ড্রাইভারের হাত থেকে ফোনটা আপনা-আপনি পড়ে যায়। থরথর করে কাঁপতে থাকে। চোখেমুখে অসহায়তার ছাপ পড়ে যায়। ভয় হয় প্রা’ণ হারানোর। এতোক্ষণ অনবরত রাগিনীর উপর রি’ভলবার চালানো হচ্ছিল তবে তাতেও যেন শান্তি পায়নি এই ভয়া’নক দল। তাদের মধ্যে থেকে একজন গাড়ি থেমে নেমে রাগিনীর কাছে এগিয়ে আসে। রাগিনী শব্দ বন্ধ হওয়ায় পিটপিট করে তাকায়। তার মুখটা হা হয়ে আছে এখনো। মুখ দিয়ে শ্বাস নিচ্ছে তবুও যেন আঁটকে আঁটকে যাচ্ছে। কাউকে তার কাছে আসতে দেখতেই চোখটা ভালো করে খোলার চেষ্টা করে রাগিনী। ভয় পেতে পেতে সে যেন ক্লান্ত। দাঁড়িয়ে থাকাও আর সম্ভব হচ্ছে না যেন। আকস্মিকভাবে এবার তার কপালে ঠেকিয়ে ধরা হয় রি’ভলবার। রাগিনী চারিদিকে অন্ধকার দেখতে থাকে। মনে হচ্ছে মৃ’ত্যুকে খুব কাছ থেকে দেখছে সে। আজই কি তার শেষ দিন? এখন কি তার শেষ মূহুর্ত? এই অবস্থায় তার মস্তিষ্ক জানান দেয় কোহিনূরের কথা। রাগিনী পেছনে তাকানোর চেষ্টা করলে আরেকজন ছুরির মতো কিছু একটা নিয়ে দৌড়ে আসার চেষ্টা করে। ফ্যাকাশে হয়ে আসে রাগিনীর চোখমুখ। এইতো এখনি হয়ত তার শেষ হবে। চোখমুখ খিঁচে বন্ধ করে সে।

চোখ বন্ধ করে কেটে যায় বেশ কিছুক্ষণ। রাগিনীর কোনো আ’ঘাত অনুভূত হয় না। সে চোখ মেলতে চায় তবে কোনো ভয়ানক দৃশ্য যদি দেখতে হয় সেকারণে চোখ মেলতে সাহস পায় না আর। সে দুয়েক ধাপ পিছিয়ে আসে। মাথা ঘুরে আসছে। মাথাটা ধরে আস্তে করে চোখটা খুলল সে। অস্পষ্ট এবং ঝাপসা সব। তবে এতটুকু বুঝতে পেরেছে তাকে আগলে কেউ একজন দাঁড়িয়ে। একহাতে চোখটায় হাত দিয়ে মুছে ভালো করে দেখল কোহিনূর দাঁড়িয়ে তার সামনে। সে এবার মূহুর্তও না দাঁড়িয়ে সামনে কোহিনূরের নিকটে গিয়ে তার কাঁধ চেপে ধরল। ড্রাইভারকে ধরে রাখা লোকটি সামনে এসে সবাইকে ইশারাই থামতে বলল। লোকটি রাগিনীর সামনে মাথা নুইয়ে ফেলতেই ভড়কে গেল রাগিনী। লোকটি বলে ওঠে,
“এক্সট্রিমলি সরি। আসলে আমরা পুলিশ টিম। একটা গাড়িকে ট্র্যাক করছিলাম। আর সামনে আপনাদের গাড়ি এলো। একই রঙের গাড়ি তাই আমরা না বুঝে আপনাদের উপর…”

বলে একটু দম নিলো লোকটা। রাগিনীর বুকটা ঢিপঢিপ করছে। সব কথা দুবার করে শুনছে। ধপ করে সে বসে পড়ল। নিশ্বাস ওঠানামা করতে থাকল তার। তাকে প্যানিক এট্যা’ক করেছে। কোহিনূরও হাঁটু গেঁড়ে রাগিনীর মুখোমুখি বসে। রাগিনী চোখ মেলতে পারছে না। বাকিরা যারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়েছে তারাও রাগিনীকে সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু কোহিনূর কড়া গলায় বারণ করে বলে ওঠে,
“ডোন্ট টাচ হার। আমার চেয়ে খারাপ কেউ হবে না।”

আর কোনো কথা বাড়ায় না কোহিনূর। তাদের দিকে অগ্নি দৃষ্টি ছুঁড়ে দিয়ে ইশারায় সেখান থেকে চলে যেতে বলে। আর রাগিনীর নমনীয় এক গালে আলতো করে হাত রাখে কোহিনূর। রাগিনী দুর্বলভাবে তাকায়। এখনো সবটা তার কাছে অস্পষ্ট। সে তার সংলগ্নে থাকা মানুষটির হাত আঁকড়ে ধরে। কোহিনূর চমকে উঠলেও রাগিনীর কাছ থেকে সরে না। বরং একটু ঝুঁকে ধীর সুরে বলে ওঠে,
“আর ইউ ওকে রাগিনী?”

রাগিনী মাথা ঝাঁকায় ধীরে। উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কোহিনূর তার হাতটা আগলে ধরে তাকে ধরে সাহায্য করে। তারা হেঁটে গিয়ে গাড়িতে বসে। কোহিনূর রাগিনীর কপালে হাত রেখে বলে,
“তুমি আসলেই ঠিক আছো তো?”

রাগিনী আবারও মাথা নাড়ায়। তার চোখ এখনো বন্ধ। সেই অবস্থাতেই সে বলে,
“চাচা, আপনি গাড়ি ঘুরান। মেন্টাল হসপিটালের দিকে ব্যাক করুন।”
ড্রাইভার রাগিনীর কথামতো গাড়ি ঘুরিয়ে নেয়। খুব দ্রুত রওনা দেয় আগের পথে।

খানিকক্ষণ পর স্বাভাবিক হয়েছে রাগিনী। আস্তে আস্তে করে বিড়াল ছানার সাথে কথা বলায় মেতেছে সে। ছানাটির উদ্দেশ্যে বলে উঠছে,
“তুমি ভয় পেয়েছিলে লিটল ফেইরি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আছি তো।”

সিটে কোহিনূরের পাশে পানির বোতল খেয়াল করে সেটা হাতে নিয়ে রাগিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলে,
“পানি খেয়ে নাও। তোমার ভালো লাগবে।”

পানির বোতল হাতে নিয়ে তার মুখ খুলে পানিটা খেয়ে গলা ভিজিয়ে নেয় রাগিনী। আসলেই গলা শুঁকিয়ে কাঠ হয়ে ছিল। শরীরে নেই কোনো জোর। অতঃপর বোতলের মুখটা লাগাতে ব্যস্ত হয়ে পড়ে সে। তখনি তাদের গাড়ি বাঁক নেয় বেশ জোরে। তৎক্ষনাৎ নিজেকে সামলাতে ব্যর্থ হয় রাগিনী। আঁচড়ে গিয়ে পড়ে কোহিনূরের বুকে। মূহুর্তেই কোহিনূর হালকা করে ‘উফফ…’ শব্দটি উচ্চারণ করে ওঠে। সঙ্গে সঙ্গে সংকোচ বোধ করে সরে বসে রাগিনী। কোহিনূরের দিকে আকস্মিকভাবে পড়ার কারণে হয়ত সে ব্যথা পেয়েছে। এই ভেবে সরি বলতে তার দিকে ঘুরে তাকায় রাগিনী। তখনি তার নজরে আসে কোহিনূরের ব্লেজার ভেদ করে বেরিয়ে আসা তাজা র’ক্ত। রাগিনী উদ্বিগ্ন হয়ে বলে ওঠে,
“একি! আপনার এভাবে লাগল কি করে?”

“তেমন কিছু না। তখন ছুরির ওই হা’মলা আটকাতে গিয়ে হঠাৎ করেই লেগেছে।”

কোহিনূরের কথার এমন ভাব যেন কিছু হয়নি আদেও। অথচ দরদর করে র’ক্ত বেয়ে পড়ছে। রাগিনী আর দেরি না করে সঙ্গে সঙ্গে তার ব্যাগের চেইন খুলে একটা রুমাল বের করে কোহিনূরের কাঁধে চেপে ধরতেই চমকে চোখমুখ জড়িয়ে তুলল কোহিনূর। অস্ফুটস্বরে বলে উঠল,
“কি করছো?”

“যা করছি করতে দিন। এতক্ষণ ব্যথা পেয়েও চুপ ছিলেন কি করে? এই রুমালটা ধরে থাকুন। ব্লি’ডিং বন্ধ করতে হবে। তাছাড়া আমি র’ক্ত দেখতে পারি না।”

“সিরিয়াসলি?”
কোহিনূর বেশ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে। যেন রাগিনীর এমন হওয়া উচিত নয়। তার র’ক্ত দেখতে না পারা যেন সত্যিই অনুচিত! রাগিনী মাথা দুলিয়ে বলে,
“হু। চাচা, একটু গাড়ি জোরে চালান। এদিকে একজন কান্ড বাঁধিয়ে বসে আছেন। হিরো গিরি করতে গিয়ে নিজেকে জখম করে চুপ করে রয়েছেন।”

রাগিনীর কথায় চোখ দুটো কপালে তুলল কোহিনূর। কোথায় মেয়েটার আরো প্রশংসায় পঞ্চমুখ হওয়া উচিত তা না করে মেয়েটা কিসব ভুলভাল বকে যাচ্ছে। সে জোরে জবাব দিয়ে বলল,
“ওহ হো! তোমাকে বাঁচিয়ে দেখছি ভুলই হয়েছে। সেখানে পড়ে থেকে হামাগুড়ি খেতে সেটাই ভালো ছিল তাই না? কোথায় আমার মতো একটা মানুষ তোমাকে বাঁচিয়েছি সেকারণে আমাকে ধন্যবাদ জানাবে! তা নয়। আরো ইচ্ছেমতো কথা শুনিয়ে যাচ্ছো?”

“কে বলেছিল আমাকে বাঁচাতে?”

জোর গলায় জবাব দেয় রাগিনী। কোহিনূরের দৃষ্টি এবার অন্যরূপ নেয়। সে মাথা ঝুঁকে নিচু হয়ে বলল,
“আমার মন বলেছিল। মনটা খুব জোরে জোরে বলে যাচ্ছিল এই জীবন্ত কাঠগোলাপকে না বাঁচালে কোহিনূর রত্নের জীবনটা বৃথা।”

রাগিনীর দৃষ্টি যেন তখনই স্থির হলো। হৃৎস্পন্দন নিজমনে ছন্দ তুলতে থাকল। এটা যেন কোনো কথা নয় গানের সুর ছিল। যেই সুর বারংবার বেজে উঠল রাগিনীর কানে। কানটা গরম হয়ে গেল তার। সাথে থাকা এই পুরুষটির সাথে দৃষ্টি মেলানো বেশ মুশকিল হয়ে পড়ল। কোহিনূর গলা খাঁকারি দিয়ে সোজা হয়ে বসল। আর বলল,
“আই মিন, তোমার কিছু হলে আমার এভাবে যত্ন করবে কে? আমি যে মাঝে মাঝে ওখানকার খাবার খেতে বোর হয়ে যাই। তখন তোমার হাতের রান্না না খেলে চলেই না। তোমার কিছু হলে তো এসব বৃথা যাবে। আর শোনো, তোমাকে এমনি এমনি বাঁচাইনি আমি। এর বদলে তুমি আমাকে ধন্যবাদ স্বরূপ কালকে পাঁচ ধরনের খাবারের আইটেম নিয়ে আসবে।”

রাগিনীর মেজাজ গেল বিগড়ে। কোহিনূরকে ভেংচি কেটে বিড়বিড় করে বলে উঠল,
“মনে হচ্ছে আমি উনার কত বছরের বিয়ে করা বউ। হুকুম করলেন আর মানতেই হবে আমায়। বয়েই গেল আমার উনার জন্য রান্না করতে।”

কোহিনূরের কানে এলো রাগিনীর বলা কথাগুলো। আঁড়চোখে রাগিনীর দিকে তাকালো সে। মিটমিট করে হাসি দিল। মেয়েটা মুখটা বাংলার পাঁচের মতো করে বিড়াল ছানার গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। এই অপরূপার পাশাপাশি বসাও যেন ভাগ্যের ব্যাপার। তার রাগের কারণ হওয়াটাও একটা সুন্দর ভাগ্যের ব্যাপার! শিরশিরে বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে। গান গাইতে ইচ্ছে করছে, ‘এই পথ যদি না শেষ হয়। তবে কেমন হতো তুমি বলো তো?’
#গোধূলি_বেলায়_তুমি_এসেছিলে
#আনিশা_সাবিহা
পর্ব ১১

“আপনার শার্ট খুলুন দেখি।”

সবে গা থেকে ব্লেজার সরিয়ে বিছানার দিকে একপ্রকার ছুঁড়ে ফেলে দিয়েছে কোহিনূর। ইতিমধ্যে পেছন থেকে কোনো নারীকণ্ঠে এমন বাক্য শুনে ধড়ফড় করে উঠল তার বুক। সে আর রাগিনী হসপিটালে ফিরেছে একটু আগেই। তবে ফিরতে ফিরতে বেশ রাতও হয়েছে। কারণ রাস্তায় জ্যাম। প্রায় ২ ঘণ্টা ধরে আঁটকে ছিল তারা। অবশেষে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরে দুজনেই ক্লান্ত। ফলে কোহিনূর ফ্যানের স্পিডটা বাড়িয়ে ব্লেজার খুলে গা এলিয়ে বসতে চাইছিল এমন সময় রাগিনীর কথায় সটান হয়ে দাঁড়িয়ে রইল সে। পিছু ফিরে তাকিয়ে দেখলো রাগিনী ফার্স্ট এইড বক্স নিয়ে দাঁড়িয়ে। আর অন্যহাতে হাতে একটা কাপড়। সাথে পানি ভর্তি বাটি। কোহিনূর থতমত খেয়ে বলে উঠল,
“হু?”

“শার্টটা খুলুন। বাকিরা ব্যস্ত এখানকার অন্যদের নিয়ে। তাই অন্য কাউকে ডাকলাম না। আমি কল করতে বলেছি ডক্টরকে। উনার আসতে দেরি হবে। তাই এর মধ্যে যা করার আমাকেই করতে হবে।”

“কি করবে তুমি?”

অবুঝের মতো প্রশ্ন করে কোহিনূর। রীতিমতো ঢক গিলছে সে। রাগিনী চটে যায়। দাঁতে দাঁত চেপে বলে ওঠে,
“গাড়িতে যেভাবে ব্লি’ডিং হতে দেখলাম এতোক্ষণ জায়গাটা ওভাবে থাকলে ইনফেকশন হয়ে কান্ড বাঁধিয়ে বসবেন। যখন আপনি আমাকে ম’রা থেকে উদ্ধার করেছেন তাই প্রতিদান হিসেবে আমি আপনাকে উদ্ধার করে দিই? এখন যা বলছি তাই করুন।”

“আমার এসবের দরকার নেই।”

অস্বস্তিতে পড়ে বলে কোহিনূর। এবার রাগিনী রেগেমেগে এগিয়ে আসে তার দিকে। তার এগিয়ে আসা দেখে পিছিয়ে যেতে চেয়ে পায়ের সঙ্গে চেয়ারের নিচের অংশটা লেগে চেয়ারে ধপ করে বসে পড়ে কোহিনূর। রাগিনী তার হাতের জিনিসগুলো বিছানায় রেখে কোহিনূরের সামনে এসে দাঁড়ায়। কোমড়ে হাত রেখে কোহিনূরের মতো মোটা গলার সুর করে ভেংচি কেটে বলে,
“ওহ হো! আসছেন আমার সুপারম্যান। উনার কোথাও কে’টে গেলে আপনাআপনি ঠিক হয়ে যায়। কোনো সাপোর্টা লাগেই না।”

রাগিনীর এমন কথায় গলা খাঁকারি দিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে নিজের আঙ্গুল তুলে কোহিনূর আটকা গলায় বলল,
“দেখো, ইনসাল্ট করবে না মোটেও আমাকে। আমি… ”

কথার মাঝখানে বাগড়া দিয়ে রাগিনী কড়া সুরে বলল,
“আপনি শার্ট খুলবেন নাকি আমি টেনে ছিঁড়ে দেব?”

অপ্রস্তুত হয়ে পড়ল কোহিনূর। ঠোঁট দুটো শুঁকিয়ে গেছে তার। জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলে উঠল,
“আশ্চর্য! আমার সাথে থেকে থেকে তুমিও পাগল হয়ে যাচ্ছো বুঝি? এসব কেমন কথাবার্তা? তুমিই যত্ন করে এসব কিনে দিয়ে তুমিই ছিঁড়ে দেওয়ার কথা বলছো?”

ভ্রু উঁচিয়ে দুটো হাত জড়িয়ে দাঁড়িয়ে রইল রাগিনী। কিছুক্ষণ নিরব থেকে উত্তরে বলল,
“আগে জানতাম পাগলরা নিজেদের পাগল বলে স্বীকার করে না। আপনি দেখছি আমার ধারণা পাল্টে দিলেন। আপনি নিজেই বোঝেন তবে আপনি মেন্টালি সিক!”

কোহিনূর ঘনঘন চোখের পাতা ফেলে আবারও নিজের শুষ্ক ঠোঁট দুটো ভিজিয়ে নিল। কথাটা যেন বলতে চায়নি সে। মুখ ফস্কে বেরিয়ে এসেছে। সে আর কিছু বলার সুযোগ পায় না। রাগিনীর তার দিকে ঝুঁকে পড়ে শার্টের বোতামে হাত দেয়। কোহিনূরের মুখটা হয় দেখার মতো। বিস্ফোরি’ত নয়নে তাকিয়ে থেকে সুযোগ পেলেই যেন আঁটকে ফেলবে। সেই সঙ্গে অসহায় রকম দৃষ্টি যেন চোখে লেগে গিয়েছে। তার এমন ফ্যাকাশে চুপসে যাওয়া চেহারা দেখে নিজেই অবাক রাগিনী। হাসিও পাচ্ছে ভীষণ। কোনোমতে হাসিটা চাপিয়ে রেখেছে সে। যদি হেসেও ফেলে ভুলে তবে হয়ত আর কাজটা করতেই দেবে না তাকে। তবে ধীর কন্ঠে বলে ওঠে,
“মি. কোহিনূর! পুরুষ মানুষ আপনি। এমন রিয়েকশন কেন দিচ্ছেন যেন ইজ্জত হরণ করছি। আপনার এমন চেহারা দেখে আমার নিজেরই ভয় করছে এবার।”

বিষম খায় কোহিনূর এবার। কাশতে থাকে সে। রাগিনী মেয়ে হয়ে তাকে এভাবে ইনসাল্ট করে দিল? এটা মানতে পারছে না। উশখুশ করতে করতে শার্টের সব বোতাম খুলে সেটা কাঁধ থেকে নামিয়ে দিতেই চকিতে তাকায় রাগিনী। নিশ্বাস যেন আঁটকে এসেছে। পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। কোহিনূরের পুরো শরীর জুড়ে কা’টাছেঁড়ার দাগ। কোথাও যেন বাদ নেই। কোথাও কোথাও সেলাইয়ের দাও এখনো স্পষ্ট। বুকে, পেটে, কাঁধে সবখানে স্পষ্ট কা’টার দাগ। শার্ট খোলার সাথে সাথে চোখমুখ কুঁচকে ফেলল কোহিনূর। কাঁধে চিনচিন ব্যথা করছে। রাগিনীর দিকে দৃঢ় দৃষ্টিপাত করতেই দেখল রাগিনী নিখুঁতভাবে তার আ’ঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া দেহ দেখছে। থমথমে সুরে সে বলে ওঠে,
“এজন্যই শার্ট খুলতে চাইছিলাম। তুমি বলেছিলে না? তোমার কা’টাছেঁড়া দেখলে ভয় করে? আমার শরীরে এসবের অভাব নেই। তোমার ভয়ের কারণ আমি।”

“আমার বাঁচার কারণও তো আপনি! আপনি আ’ঘাত পেয়েছেন বলেই রাগের রানীর কোনো আঁচড় লাগেনি। তাই এই আ’ঘাত সাড়িয়ে দেওয়ার দায়িত্ব তো আমারই।”

রাগিনী কোহিনূরের চোখে চোখ রেখে একনাগাড়ে কথাটি বলে থামলো। কোহিনূর চুপ করে রইল এবার। জবাব দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেলো না। রাগিনী তার আনা কাপড়টা বাটিতে ভিজিয়ে তা এগিয়ে এনে কোহিনূরের কাঁধের চারপাশের র’ক্তের দাগ মুছে দিল। থরথর করে কেঁপে উঠল কোহিনূর। জায়গাটা মুছে দিতে রাগিনীও সংকোচ বোধ করলেও নিজেকে সামলেই কাজটা ঠিক মতো করতে করতে বলল,
“এতো আ’ঘাতের দাগ! কি করে একটা মানুষ এতো আ’ঘাত পেয়ে বেঁচে থাকতে পারে? এতো আ’ঘাত পেয়েছেন কি করে?”

কোহিনূর চুপ করেই রইল। যেন মনে মনে উত্তর তৈরি করছে সে। তারপর ফট করেই বলল,
“ওইতো এখানে আসার আগে। যখন আমি সবাইকে হারিয়ে ফেলেছিলাম। তখন হয়ত এমন হয়েছে। জানি না ঠিক।”

রাগিনী বুঝতে পারল কোহিনূর তার এক্সিডেন্টের কথা বলছে। পুরোটা বিস্তারিত বলতে পারছে না তবুও রাগিনী বুঝে নিয়েছে। তবে এতো আ’ঘাত শুধুমাত্র একটা এক্সিডেন্টে লাগতে পারে তা বিশ্বাস হলো না তার। তবুও পাল্টা কোনো প্রশ্ন করল না সে। সযত্নে ক্ষত স্থানে তুলো লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। কাজটা করতে করতে চোখে অস্পষ্ট দেখছে সে। হাতটাও কাঁপছে। সে যে র’ক্ত দেখতে পারে না। এজন্যই হয়ত কোহিনূর বারণ করেছিল। কোনোরকমে সোজা হয়ে উঠে দাঁড়ালো সে। আর কিছু না বলে বাহিরে চলে এসে করিডোরের সিটে বসে পড়ল। মাথা ঘুরতে শুরু করেছে। র’ক্ত দেখার পর চোখে শুধুমাত্র বিকেলের সেইসব ভয়া’নক ঘটনা মনে পড়ছে। মাথায় হাত দিয়ে বসে সে। অদ্ভুত ভয়াবহ ঝড় যেন তার উপর দিয়ে গেছে। সিটে ঠেস দিয়ে চোখ বুঁজে ফেলে সে।

জায়গাটি গোয়া। ভারতের এক ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। গোয়ার সমুদ্রসৈকত থেকে শুরু করে ঐতিহ্যবাহী স্থান গুলোর জন্য বেশ বিখ্যাত। জায়গাটি বিখ্যাত হওয়ায় বিভিন্ন প্রান্ত থেকে এর সৌন্দর্য উপভোগ করবার জন্য ছুটে আসে। বিশেষ করে এখানকার সৌন্দর্যের প্রতীক হচ্ছে সমুদ্র। গোয়া বাজার লোনলি প্ল্যানেট, মেইন পয়েন্ট থেকে বেশ দূরে লোকজনের সমাহার কম। সেখানেই সমুদ্রের ধারে বালির উপর এক ব্র্যান্ডের জুতো পড়ে হেঁটে চলেছে এক যুবক। জুতো মাঝে মাঝে ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। দুহাতে গিটার ধরে সুর তুলছে সে। সমুদ্রের তীরে ঢেউয়ের তালে তালে সুরটা আরো মনোরম হয়ে উঠছে। তার মুখের হাসিটা সবসময় স্বভাবসুলভ হাসিটা লেগেই আছে। তীব্র বাতাসে তার যত্নে রাখা সিল্কি চুলগুলোও ঢেউ খেলছে নিজমনে। ফর্সা চোখমুখে স্নিগ্ধতা যেন সবসময়ের সঙ্গী। গিটারের সুরে সুরে এবার তাল মিলিয়ে গান গেয়ে উঠল সে।
“মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা!
মনে মনে আজ কেন জেগেছে ব্যথা
গানে গানে নেই যে সুর না কোনো কথা
প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা!”

হঠাৎ করেই ফোনের রিংটোন বেজে উঠল তার। গানের মাঝে থামলো সে। বিরক্তি দেখা গেল চোখমুখের মাঝে। তবুও না থেমে সে বলে উঠল,
“পাগল এ মন সে বোঝে না
ঠিক না ভুল তা জানে না।
কে যেন ডেকে কানে বলে যে বারে বার!

ইয়ার ইটস অনলি পেয়ার
হাওয়া হি পেইলি পেইলি বার
হুম ইয়ার ইটস অনলি পেয়ার
হাওয়া হি পেইলি পেইলি বার”

ফোনটা থেমে আবারও নিজ ছন্দে বেজে উঠল। বিরক্তিতে ‘চ’ এর ন্যায় শব্দ করে গিটার বাজানোর থামিয়ে দিল সে। একহাতে গিটার ধরে গিটারের একপ্রান্ত বালিতে স্পর্শ করল। পকেট থেকে ফোন বের করতেই ওপাশ থেকে কারোর কর্কশ গলা ভেসে এলো!
“অভিরূপ! কোথায় তুই?”

অভিরূপ জানতো তার একমাত্র বেস্টফ্রেন্ড নোমান ফোন করবেই করবে। করেছেও সে। অভিরূপের হাসিটা বাড়ল। আর নরম সুরে জবাব দিল,
“গোয়াতে।”

“তোর মন চাইলো তাই চলে গেলি গোয়ায়? তুই কি জানিস তুই একটা পারফরম্যান্স মিস দিয়ে চলে গেছিস? পারফরম্যান্স হেড ক্ষেপে গেছে একদম।”

ফোনের ওপরপানে উত্তেজিত কথা শুনে হাসলো ছেলেটি। তার হাসির শব্দেও যেন সুর আছে। মনোরঞ্জিত সেই সুর। হাসতে হাসতেই জবাব দিল,
“চিল ইয়ার। একটা গান আছে না? কি যেন একটা লাইন! ওহ ইয়েস, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব! হারিয়ে যাব আমি তোমার সাথে।”

শেষে গানের লাইনটি সুর করে গেয়ে থামলো সেই গিটার হাতে ধরে থাকা মানব। আবারও বলল,
“তুমি বলতে তো কেউ নেই। তাই হারিয়ে যাব আমি আমার সাথে।”

বলেই আবারও হেঁসে উঠল সে। ওপরপাশ থেকে শোনা গেল,
“তুই যে কি করিস! যা মন চায় তাই কর। দেখা যাচ্ছে হঠাৎ করে কাউকে একদিন পছন্দ হয়ে গেল। সেদিনই বিয়ে করে এসে আমায় সারপ্রাইজ দিয়ে বললি, দেখ বন্ধু! মন চেয়েছে আজ বিয়ে করতে। তাই করে ফেললাম।”

“করতেই পারি। যদি মনমতো মেয়ে পাই তো।”

ওপরপাশ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিটি রেগেমেগে ফোনটা কেটেই দিল এবার। অভিরূপের বেশ ভালো লাগে নোমানকে রাগাতে। তার মনে যা আসে তাই করে বসে থাকে আর তার বদলে কথা শুনতে হয় নোমানকে। তবুও নোমান তার সঙ্গ ছাড়েনি। আর তারই দাম দিতে হয় বেচারাকে! অভিরূপের পুরো নাম অভিরূপ চৌধুরী অভি। পেশায় একজন প্রফেশনাল সিঙ্গার। গান গেয়ে বেশ নাম করেছে। তার জন্ম ইন্ডিয়াতেই। আজকাল টিনএজারদের মুখে অভিরূপের নামজপ বেশ দেখা যায়। অভিরূপ ছন্নাছাড়া ছেলে। যখন যেটা মাথায় আসে তখন সেটা করতে দেরি করে না। যেমন আজকেই সে পারফরম্যান্স ফেলে গোয়ায় একা একা চলে এসেছে। এভাবেই চলছে তার জীবন। কখনো নিজের জীবন বদলাবে কিনা কে জানে!
#গোধূলি_বেলায়_তুমি_এসেছিলে
#আনিশা_সাবিহা
পর্ব ১২

নিশুতি রাত। পুরো হসপিটালে নিস্তব্ধতা। করিডোরে লাইন ধরে জ্বালিয়ে রাখা হয়েছে আলো। আলোর তীব্রতা অনেকটা কম। কারণ রাত হয়েছে বেশ। ঘড়ির কাঁটা প্রায় বারোটা ছুঁইছুঁই। করিডোরের সেই লম্বা সিটে গা এলিয়ে চোখ বুঁজে গভীর ঘুমে তলিয়ে গিয়েছে রাগিনী। ঘুমের মাঝেই পুরো শরীরটা কেঁপে কেঁপে উঠছে তার। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। ঘুমন্ত মুখশ্রীতে জমেছে চিন্তার ছাপ। বিরবির করে ঘুমের মধ্যে কথা বলে চলেছে। বাড়িতে আজ ফিরেনি সে। ডক্টর এসেছিল বেশ রাত করে। ডক্টরের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত ভঙ্গিতে রাগিনী তার অজান্তেই ঘুমিয়ে পড়েছে। ডক্টর আসার পর আজিম তাকে কোহিনূরের ঘরে নিয়ে আসে। কোহিনূরকে চেক করে আরো ভালো করে ড্রেসিং করে দেয় ডক্টর। আজিম এসে বেশ কয়েকবার রাগিনীকে ডেকে গিয়েছে। কিন্তু চোখ না মেলতে পারায় বা ঘুম না ভাঙ্গায় আজিম কিছুই না বলে চলে যায়। সে এসব সম্পর্কে বেশ উদাসীন। রাগিনীকে উটকো ঝামেলা মনে হয় তার কাছে। কারণ সে আসার পর পেশেন্টদের তারা যেভাবে সামলাতো তা পারছে না। একারণেই রাগিনীর প্রতি চাপা রাগটা রয়ে গেছে।

অফিসে বসে চেয়ারে ঘুমে ঢুলছে মেহরাজ। চোখটা আর মেলে থাকতে পারছে না। গালে হাত দিয়ে কোনোরকমে টেবিলে ভর করে বসে আছে। ঠিক সেই মূহুর্তেই জোরে জোরে বেজে ওঠে ফোনের রিংটোন। তার হাতের কাছে থাকা ফোনটা যেন তার শত্রু হয়ে ওঠে। চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে তিড়িংবিড়িং করে লাফিয়ে ওঠে সে। চোখটা দুহাতে কচলে সামনে তাকিয়ে দেখে একাধারে ফোনটা বাজতে। ক্লান্তির দীর্ঘশ্বাস আর ঘুমে ফুলে যাওয়া মুখটায় বিরক্তি আসে। কে অসময়ে বিরক্ত করছে? সে ভেবেছে কলটা ধরে দেবে রামধমক। যেই ভাবা সেই কাজ! ফোনটা খুব রাগি ভাব ধরে হাতে নিতেই ফোনে থাকা নামটা দেখেই রাগি ভাবটা নিমিষেই দূর হলো মেহরাজের। হাত-পা কাঁপা শুরু করে। ফোনটাও যেন হাত থেকে পড়ে যাবে। সেই হাতে ফোনটা ধরে কোনোমতে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো কঠিন এক ধমক।
“স্টুপিড, ইডিয়ট, রাসকেল! আজ কতবড় একটা ব্লান্ডার করতে যাচ্ছিলে?”

থমথমে হয়ে গেল মেহরাজের মুখ। সে আবার কি করল? প্রশ্নটির উত্তর খুঁজতে মগ্ন হয়ে পড়ল মস্তিষ্ক। তৎক্ষনাৎ নির্জন আবারও ধমকে বলে উঠল,
“আবার চুপ করে আছে। এখন যদি আমার সামনে থাকতে না তাহলে….”

“স্যার, আমি কি করলাম? একটু যদি স্মরণ করিয়ে দিতেন!”

এই কথাটা যেন নির্জনের রাগের আগুনে ঘি ঢালার মতো হলো। চিৎকার করে উঠল সে।
“কি করলাম মানে?”

বলেই আবারও আওয়াজ মিইয়ে গেল তার। ভুলে সে জোরে কথা বলে ফেলেছে,
“এমনিতে আমাকে তখন দুপুরবেলা ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছিলে। তুমি কি জানো? আমি আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম? আর সব থেকে বড় ভুল করেছো তুমি রাগিনী তাজরীনের ওপর ওই হা’মলা চালিয়ে।”

বোকা বনে যায় মেহরাজ। চোখটা যেন শূন্যে উড়ে যাচ্ছে তার। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। ওষ্ঠদ্বয় ফাঁক হয়ে বড় হা সৃষ্টি করেছে। মাথাটা হুট করেই ঘুরে উঠল তার। নিজেকে ঝাঁকুনি দিয়ে ঠিক করে বলল,
“স্যার, কাজটা তো আপনিই করতে বলেছিলেন।”

এবার ওপাশ থেকে আর কোনো উত্তর আসে না। মেহরাজ ভালো করে ফোনটা ধরে। কিন্তু আসলেই ওপাশটা নিস্তব্ধ চুপচাপ। এরপর কাশির শব্দ শোনা যায়। গম্ভীর গলা ভেসে আসে,
“আই থিংক এতো বড় রিস্ক নেওয়া আমাদের ঠিক হয়নি।”

বলে থামে নির্জন। আবারও কন্ঠে ফুটে ওঠে রাগের তেজ।
“ওয়েট অ্যা মিনিট! আমি শুধু বলেছিলাম তার উপর রি’ভলবার দিয়ে হাম’লা করতে। যাতে আমি তার রিয়েকশন পর্যবেক্ষণ করতে পারি। এটা তো বলিনি ছু’রি নিয়ে তেড়ে আসতে! একজন তার দিকে ছু’রি নিয়ে গিয়েছিল। এই প্ল্যানিংটা কার মেহরাজ?”

নির্জনের শীতল গলা মেহরাজের ভয়ের কারণ। একটা ঢক গিলে সে কাঁপা সুরে জবাব দিল,
“স্যা…স্যার, আমি তো সেভাবে কিছু বলিনি। আমিও জানতাম না সে এই কান্ড করে বসবে। আপনি চিন্তা করবেন না। দরকার পড়লে আমি ওর এক্সট্রা ক্লাস নেব স্যার। তার হাতই ভেঙ্গে দেব যাতে আর কোনোদিন ছু’রি চালাতে না পারে। আর কখনোই এমন…”

কথাটা সম্পূর্ণ হবার আগে ফোনটা কাটলো ওপরপাশ থেকে। মেহরাজ স্যার স্যার বলেও আর কূল পেলো না। বুঝতে পারলো তার কপালে দুঃখ আছে। সেই দুঃখ সামলানো জন্য তৈরি হওয়া প্রয়োজন!

রাতের বেলা পানির বোতল না পেয়ে দরজা খুলে বাহিরে বের হলো কোহিনূর। ঘর থেকে বেরিয়ে করিডোরে পা রাখতেই চোখে পড়ল করিডোরের সাইড দিয়ে ঘেঁষে থাকা সিটের দিকে। এক স্নিগ্ধ মানবী গুটিশুটি মেরে শুয়ে থাকার দৃশ্য। তার চুলের বেনী ঝুলে রয়েছে। তার বেনীতে থাকা কাঠগোলাপগুলো মিইয়ে খুলে পড়েছে ফ্লোরে। গলার থাকা ওড়নাও অনেকাংশ ফ্লোরে পড়ে আছে। অথচ সে গভীর ঘুমে। বিরবির করার শব্দও পেলো কোহিনূর। কীসের স্বপ্ন দেখছে সে? কে জানে! পা টিপে টিপে একটু একটু করে এগিয়ে গেল কোহিনূর। যাতে তার শব্দে রাগিনীর ঘুম না ভাঙ্গে। রাগিনীর সামনে হাঁটু গেঁড়ে বসে পড়ে কোহিনূর। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে মেয়েটির ঠোঁট কাঁপা, কপালে বিন্দু বিন্দু সেই ঘাম। কোহিনূর বিস্মিত হয়। মেয়েটা বাড়িতে যায়নি কেন? এখনো এভাবে কেন এখানে রয়েছে? তার জন্য? শুধুমাত্র সে আ’ঘাত পেয়েছে বলে? কিন্তু তার আ’ঘাত পাওয়ার সাথে এই মেয়েটার কি সাথ?

কোহিনূর ভেবে পায় না। ইচ্ছে করে রাগিনীর কপালের সেই ঘাম টুকু ছুঁইয়ে মুছে দিতে। নিজের ইচ্ছে টুকু দমিয়ে রাখতে পারে না সে। হালকা করে হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে খুব সাবধানে রাগিনীর কপাল ছুঁইয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার কাঁধ যেন ব্যথা করে ওঠে বেশ। চোখমুখ খিঁচে ফেলে কোহিনূর। হাত উঠানো যাচ্ছে না। কাঁধে ব্যথা করছে। চোখমুখ কুঁচকে ফেলেও মুচকি হাসে কোহিনূরের। নিজ মনে বলে ওঠে,
“দ্যাটস্ নট অ্যা বিগ ম্যাটার। শরীরের অশান্তি তবে মনের শান্তি। মনের শান্তিই তো আসল তাই না মিস. রাগিনী?”

ঘুমন্ত রাগিনীর কাছ থেকে পাল্টা কোনো জবাব আসে না বলে কোহিনূর আবারও বলে,
“তোমার কপালে লেগে থাকা ওই ঘাম মুছে দিয়ে আমি মনের শান্তি লাভ করেছি রাগিনী। কোথাও গিয়ে আমার মনে তুমি আঁটকে গিয়েছো কেন এভাবে?”

ঘুমন্ত মুখশ্রীর দিকে অপলক নয়ন পড়ে কোহিনূরের। তারপর কিছুটা শব্দ করে হাসে সে। বলে ওঠে,
“ওহ হো কোহিনূর! ইউ আর রিয়েলি গোয়িং ক্রেজি! যার সঙ্গে কথা বলছো সে ঘুমের দেশে কারো স্বপ্ন দেখতে ব্যস্ত। ডোন্ট টক।”

বলে নিজেই নিজের আঙ্গুলটা ঠোঁটের উপর রাখে কোহিনূর। হঠাৎ সে বুঝতে পারে রাগিনী কিছুটা উত্তেজিত হয়ে পড়েছে। কেঁপে কেঁপে কিছু বলার চেষ্টা করছে। কান এগিয়ে দেয় কোহিনূর। শোনার চেষ্টা করে রাগিনীর বলা কথাগুলো।
“গু’লি ছুঁড়বেন না প্লিজ। আমি ম’রে যাব। আমি কি…কিছু করিনি। আমাকে মা’রবেন না প্লিজ।”

কোহিনূর অস্পষ্ট শব্দগুলো শুনতে পেলো। তার বিস্ময়ের সীমা রইল না এবার। মেয়েটাকে প্যানিক এট্যা’ক করেছে। থম মেরে বেশ কিছুক্ষণ বসে রইল কোহিনূর। চোখেমুখে চিন্তার ছাপ তার। অনুশোচনার রেখাগুলো স্পষ্ট মুখে ফুটে উঠেছে। নিজের অজান্তেই রাগিনীর মাথায় হাত রাখে সে। ফিসফিস করে রাগিনীর মুখের সামনে বলে ওঠে,
“আই এম সরি, বিউটি কুইন! আই এম রিয়েলি সরি।”

আচমকা নিজের হাতটা সরিয়ে ফেলে কোহিনূর। ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে আবারও রাগিনীর কপালে হাত রেখে দেখে তার শরীর বেশ গরম। জ্বরে পুড়ে যাচ্ছে রাগিনী। এবার নিজের কপালে হাত পড়ে কোহিনূরের। আশেপাশে তাকিয়ে এতো রাতে কারোর দেখা মিলে না। সবাই তো ঘুমে। উপায় না পেয়ে দ্রুত নিজের ঘরটার দিকে গিয়ে রাগিনীর কিনে দেওয়া সেই ব্লেজারটা নিয়ে ফিরে আসে। রাগিনীর গায়ের উপর সেটা জড়িয়ে দেয় সে। তাও যেন হয় না। আবারও ছুটে নিজের ঘরে ঢুকে তার ঘরের মধ্যে থাকা ব্ল্যাঙ্কেটটাও নিয়ে এসে পুরোপুরি রাগিনীকে জড়িয়ে দিয়ে হাফ ছাড়ে কোহিনূর। রাগিনীর কাঁপুনি কমছে না। রাগিনীর পাশে সিটের পাশ ঘেঁষে ফ্লোরেই বসে পড়ে কোহিনূর। মাথায় কিছুই আসছে না। বিরক্ত লাগছে তার নিজের প্রতি। হাত-পা ছুঁড়ে ফ্লোরে বসে থাকে একমনে। বিরবির করে নিজেই নিজেকে প্রশ্ন করে,
“হঠাৎ করে তার জ্বর এলো কেন? শুধুমাত্র বিকেলের ওই ঘটনার জন্য? সে এতোটাই ভীতু যে সামান্য বিষয়টাতে এতোই আতঙ্কিত হয়ে পড়েছে তার জ্বরও চলে এসেছে। এটা কি করে সম্ভব হয়?”

কথাগুলো যখন কোহিনূর আপনমনে আওড়ে যাচ্ছিল তখন বিড়াল ছানার ডাক কানে ভেসে আসে তার। কোহিনূর ঘাড় ঘুরিয়ে তাকায়। বিড়াল ছানা লাফ দিয়ে সিট থেকে নিচে নেমে কেমন যেন রাগি দৃষ্টি নিয়ে তাকায়। কোহিনূর খেয়াল করেনি রাগিনীর কাছেই এই বিড়াল ছানাটি ঘুমোচ্ছিল। তার কথায় কি সে জেগে গেল? ছানাটিকে দেখে একটা বোকা হাসি দিল কোহিনূর। একটা কানে ধরে বলল,
“সরি সুইটি! আমার জন্য জেগে গিয়েছো?”

বিড়াল ছানার রাগটা যেন বেড়ে গেল। জোরে জোরে মিউ মিউ শব্দ করে তেড়ে এলো কোহিনূরের দিকে। কোহিনূরের হাসি পেল ভীষণ। তার গায়ে হাত রেখে বুলিয়ে দিয়ে বলল,
“দেখতে দুই আঙ্গুলের হলে কি হবে? রাগের কমতি নেই। যেন ধানিলঙ্কা! একদম নিজের মালকিনের মতো।”

বিড়াল ছানাটি এবার ফ্লোরে সুন্দর মতো বসে পড়ে। লেজ নাড়াতে নাড়াতে চোখ বুঁজে নেয়। তার ঘুম পেয়েছে। কোহিনূরও আর তাকে বিরক্ত করে না। নিজের ভাবনায় ডুবে যায়। মাথাটা লাগিয়ে দেয় সিটের হ্যান্ডেলের সাথে। কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে? সেসবের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে।

লন্ডনে এখন ভোর। শান্ত শহরে এখনো ঠিক করে সূর্যের দেখা যায়নি। আকাশটা মেঘলা। সবে আধো আধো আলো ফুটেছে। এই সময় বেশির ভাগ মানুষই নিজেকে ফিট রাখতে জগিং করতে বের হয়। রাস্তায় হাঁটতে দেখা যায় অনেক মানুষকেই। সেই সময় বাড়ি থেকে ছোট সাজানো গার্ডেন পেরিয়ে হাতে লাগেজ নিয়ে টেনে বেরিয়ে আসছে নয়নতাঁরা। লাগেজে জামাকাপড় হয়ত একটু বেশিই ভরে ফেলেছে। টানতেও কষ্ট হচ্ছে তার। কাঁধে একটা সাদা ব্যাগ নিতেও কষ্ট হচ্ছে এখন। তবুও নিজেই টেনে নিয়ে গিয়ে পাঁচিলের সাথে যুক্ত থাকা বড় গেটের সামনে দাঁড়াতেই দুজন নাইটগার্ড তার সামনে দাঁড়িয়ে পড়ে। থতমত খেয়ে দাঁড়ায় নয়নতাঁরা। নাইটগার্ডগুলো লন্ডনের। বড় বড় প্রশস্ত দেহের অধিকারী। নয়নতাঁরার ভয় লাগে তাদের দেখে। ইয়া বড় তাল গাছের সমান। তাদের এই ভারি হাত দ্বারা যদি একটা থাপ্পরও মারে তাহলে নয়নতাঁরাকে আর আলাদা করে প্লেনের ফ্লাইটের টিকিট বুক করে দেশে ফিরতে হবে না। থাপ্পরের চোটে উড়েই গিয়ে পড়বে দেশের মাটিতে। তবে নয়নতাঁরাও বেশ সাহসী। দেখতে ছোটখাটো হলেও বেশ কথা জানে। সে ইংলিশে জিজ্ঞেস করে,
“হোয়াট আর ইউ স্টিল ডুয়িং হেয়ার? নাউ ইট ইজ মর্নিং। আই নিউ বোথ ওফ ইউ অনলি গার্ড এট নাইট!”

তাদের দুজনের মধ্যে একজন বেশ স্মার্টলি বলে উঠল,
“মি. আহমেদ টোল্ড আস টু কিপ ওয়াচ অল ডে ফ্রম নাউ অন!”

মুখটা থমথমে হলো নয়নতাঁরা। নিচের অংশের ঠোঁট উল্টিয়ে খুব ধীর কন্ঠে বলে,
“বিগ ব্রাদার বাহিরেও আমার উপর নজরদারি করছে। দ্যাটস নট ফেয়ার!”

গার্ডের কথায় ধ্যান ভাঙ্গে নয়নতাঁরার। তার মুখ তুলে গোল গোল চোখে তাকায়।
“ম্যাম, মে উই নো হোয়্যার ইউ আর গোয়িং দিস টাইম?”

প্রশ্নটা শুনেই বোকা হাসি দেয় নয়নতাঁরা। কিছু একটা ভেবে নিয়ে দ্রুত বলে,
“আই এম গোয়িং আউট টু ডু এক্সারসাইজ।”

বলেই চোরের মতো নিচে তাকিয়ে বের হতে চায় দ্রুত হেঁটে নয়নতাঁরা। কিন্তু বিধি বাম। গার্ড দুজন দুটো হাত দিয়ে মেলে ধরে তাকে আঁটকে দিতেই গায়ের লোম শিউরে ওঠে নয়নতাঁরার। তার থাপ্পর খাওয়ার শখ নেই। গালে তার আপনাআপনি হাত চলে যায়। ভীতু চাহনি দিয়ে তাদের দিকে তাকায়। একজন গম্ভীর কন্ঠে বলে ওঠে,
“বাট ম্যাম, হু গোজ টু এক্সারসাইজ উইথ অ্যা বিগ লাগেজ? সরি ম্যাম, ইউ কান্ট গো!”

নয়নতাঁরা তার হাতে ধরে রাখা লাগেজের দিকে তাকায়। দাঁত কিড়মিড় করে অসফল হয়ে পিছু ঘুরে হেঁটে গিয়ে দরজা খুলে বাড়িতে ঢুকে গার্ডদের ভেংচি কেটে খট করে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা লাগিয়ে দেয়। রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘরে ঢোকে নয়নতাঁরা। গলা শুঁকিয়ে গেছে। ফিল্টার থেকে পানি গ্লাসে ভরে ঢকঢক করে পানি খেয়ে ফেলে সে। মাথায় তার অন্যকিছু ঘুরছে। হঠাৎ করেই লিভিং রুমের বড় জানালার দিকে চোখ পড়ে তার। মিটমিটিয়ে হাসে। লিভিং রুমের পেছন সাইডে বড় জানালাটি বাড়ির পেছন সাইড পড়ে। হাতে লাগেজ পুনরায় ধরে নাকে ঘষা দিয়ে ভাব নিয়ে বলে,
“লেটস সি বিগ ব্রাদার, কার বুদ্ধি বেশি!”

লাগেজটা টেনে টেনে নিয়ে গিয়ে জানালার থাই খুলে সেটা আস্তে করে ফেলে দেয়। যেহেতু এটা নম্বর ওয়ান ফ্লোর। তাই লাগেজের ক্ষতি হবে না সেই ব্যাপারে নিশ্চিত নয়নতাঁরা। লাগেজ ফেলে দিয়ে দুহাতে তালি দিয়ে প্রগাঢ় হাসি দিয়ে আবারও বাহিরে গিয়ে দরজা লক করে হেঁটে গার্ডদের কাছে আসে নয়নতাঁরা। ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে তার দুটো হাত দেখিয়ে বলে ওঠে,
“নাউ আই ক্যান গো আউটসাইড টু ডু এক্সারসাইজ, রাইট?”

গার্ড দুজন নয়নতাঁরার মাথা থেকে পা অবধি দেখে নিল। মেয়েটার মুখে মিষ্টি হাসি দেখে তারা দুজন দুজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করল। নয়নতাঁরা এবার তার চুলগুলো ফুঁ দিয়ে উড়িয়ে তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই তার হাসি বাড়ল। হেঁটে হেঁটে যেই মোড় ঘুরে বাড়ির পেছনের রাস্তায় যাবে একটা চিৎকার শুনে রাস্তার সামনে তাকালো সে। একজন দৌড়ে আসছে নয়নতাঁরার লাগেজ নিয়ে। তার পরনেও গার্ডদের পোশাক। নয়নতাঁরা একটু খানি সময় ঠাঁই দাঁড়িয়ে রইল। বিস্ময়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না বাড়ির পেছনেও গার্ড ছিল। বড় একটা শ্বাস নিল নয়নতাঁরা। বিরবির করে কিছু বলতে বলতে ছুট লাগালো। সামনে একটা ক্যাব দেখে দৌড়ে উঠে পড়ল। ড্রাইভারও চমকে গেল। নয়নতাঁরা তাড়াহুড়ো করে বলল এয়ারপোর্টে যেতে। ড্রাইভার ড্রাইভিং স্টার্ট করল। কাঁদো কাঁদো মুখ করে জোরে জোরে এবার বলল,
“সরি মাই লাগেজ। এইবার হয়ত তোকে নিয়ে যেতে পারব না নিজের সাথ করে। পাসপোর্ট আর দরকারি কাগজ ভাগ্যিস আছে ব্যাগেই আছে। আর সবচেয়ে দরকারি জিনিস….”

কথাটা সম্পূর্ণ না করেই নয়নতাঁরা তার ব্যাগের চেইন খুলে ইন্সপেক্টর রায়ানের ছবিটা বের করল। স্বস্তির হাসি বেরিয়ে এলো তার। মুগ্ধ নয়নে রায়ানের ছবিটার দিকে তাকিয়ে বলল,
“ডোন্ট ওয়ারি মাই ডিয়ার ইন্সপেক্টর! আই এম কামিং।”

ছবিটাতে ফট করেই নিজের ওষ্ঠদ্বয়ের স্পর্শ দিয়ে লাজুক হবার ভান ধরল নয়নতাঁরা। কিছুক্ষণ পর বাংলার পাঁচের মতো মুখ করে নিজে নিজে বলল,
“মানতেই হবে! ইউ আর রিয়েলি অ্যা বিগ বস বিগ ব্রাদার। বাট ডোন্ট ফরগোট দ্যাট আই এম ইউর ইন্টেলিজেন্ট সিস্টার!”

চলবে…

[)🤍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here