ঝিলের ওপারে পদ্মফুল পর্ব -০৩

#ঝিলের_ওপারে_পদ্মফুল
তন্বী ইসলাম -০৩

চাচীর কথায় চমকে উঠলো শ্রাবণ। ভয়ার্ত চোখে তাকালো পদ্ম’র দিকে। শুকনো ঢোক গিলে কাঁদো কাঁদো ফেইস করে বললো
“আজ চাচী আমারে খাইছে রে পদ্মফুল।
শ্রাবণের এহেন রুপ দেখে পদ্ম’র হাসি পেলো খুব। হাসি চাপাতে না পেরে যখনই সে হাসতে যাবে ঠিক তখনই এক হাতে ওর মুখটা চেপে ধরলো শ্রাবণ। পদ্ম চমকে উঠলো। বিস্ময়ে তাকালো পদ্ম’র দিকে। পদ্ম’র এমন চাহনীতে ডুবে যেতে ইচ্ছে করছে শ্রাবণেরও। তবে এখন ডুবা যাবে না, ডুবতে গেলে চাচী এসে আরো চেপে ধরবে। শেষে ডুবন্ত অবস্থাতেই শ্বাসরুদ্ধ হয়ে মরতে হবে। শ্রাবণ পদ্ম’র কানে কানে ফিসফিসিয়ে বললো
“এখন হাসিস না পদ্মফুল, চাচী আমায় আস্ত রাখবে না। কিভাবে চাচীর চোখে ধুলো দিয়ে বেরোতে পারবো সেই আইডিয়া দে।

পদ্ম শ্রাবণের হাতটা কোনোরকমে সরিয়ে আস্তে করে বললো
“তুমি খাটের নিচে ঢুকো শ্রাবণ ভাই।
শ্রাবণ অবাক হয়ে বললো
“কেন?
“আম্মা তাইলে তোমারে দেখতে পাবে না। আম্মা অন্যদিকে ফিরলে নাহয় বেরিয়ে যাইও। শ্রাবণ ভাবলো এখন এটাই করা উচিৎ। সে ঝট করে খাটের নিচে গিয়ে লুকিয়ে পরলো। পদ্ম খাটের উপর বসে থেকেই বার বার খাটের নিচ দিকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে সে ঠিকঠাক খাটের নিচে ঢুকতে পেরেছে কিনা। ওর উঁকিঝুঁকির সময়েই আলেয়া বেগম এসে ঢুকলো ঘরে। পদ্মকে উকিঁঝুকি করতে দেখে তিনি ভ্রু কুচকালেন। বললেন
“এমনে কি দেখোস পদ্ম?
পদ্ম মায়ের কন্ঠস্বর পেয়ে মুহুর্তেই স্থির হয়ে বসলো। মেকি হেসে বললো
“আম্মা ব্যায়াম করতাছি।
আলেয়া মুখ বাকিয়ে বললেন
“আইজ হঠাৎ ব্যায়াম করণের শখ জাগলো কেন? আর ব্যায়াম কি মাইনষে এমনে করে?
পদ্ম আবারও মেকি হেসে বললো
“এইটা নতুন সিস্টেমের ব্যায়াম আম্মা। আজকেই মার্কেটে নামছে।

কথাটা আলেয়ার মাথার উপর দিয়ে গেলো। এই ব্যাপারে সে আর মাথা না ঘামিয়ে বললো
“শাপলা কই?
“তানি আপাগো বাড়ি গেছে।
“এখন রান্দন বারনের সময় হে তানিগো বাড়ি কেন গেলো?
পদ্ম চট করে বললো
“তুমি গিয়া আপারে নিয়া আসো আম্মা।
আলেয়া সে কথাকে পাত্তা না দিয়ে বললেন
“তুই যা তো, ওরে ডাইকা নিয়া আয়৷ আমি খাটের নিচ থেইকা আলু বাইর কইরা কাইটা থুইতাছি। মায়ের কথা শুনে পদ্ম শুকনো ঢোক গিললো, শ্রাবণের কপালে ঘাম ঝরতে শুরু হয়েছে ততক্ষণে। আলেয়া যখনই খাটের নিচ দিকে ঝুকতে যাবে ঠিক তখনই পদ্ম এক লাফে বিছানা থেকে নেমে মায়ের সামনে দাঁড়ায়। আলেয়া সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েকে প্রশ্ন করেন
“তুই আমার সামনে আসলি কেন?
“আমি বাইর করতেছি আলু, তুমি কেন কষ্ট করতে যাইবা খামোকা?
“আইজ তোর কি হইছে পদ্ম?
“কিছুনা মা, কিছু না।
পদ্ম ঝট করে খাটের নিচে উঁকি দিলো। শ্রাবণ অসহায়ের মতো তাকিয়ে আছে ওর দিকে৷ ওর তাকানো দেখে হঠাৎ-ই পদ্মের হেঁচকি উঠলো। আলেয়া অবাক হয়ে বললো
“কি রে মা, কি হইলো আবার?
“কিছু না আম্মা।
“তাইলে এমন করলি কেন? কিছু আছে খাটের নিচে?
“আম্মা, খাটের নিচে ব্যাঙ! তাই হঠাৎ দেইখা এমন হইছে, অন্য কিছু না।
“ওহ আইচ্ছা।

আলুর ঝাপিটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে পদ্ম মাকে তাড়া দিয়ে বললো
“তুমি রান্নাঘরে যাও আম্মা, আমি আপারে ডাক দিতে যাইতেছি।
“আলেয়া কোনো কথা না বলে আলুর ঝাপি আর বটিটা নিয়ে বারান্দায় বসলো। পদ্ম পরলো মহাবিপদে। সে সামান্য বিরক্তি নিয়ে মাকে বললো
“ও আম্মা, তুই এইখানে কেন বইছো? রান্নাঘরে যাও না।
“রান্দনের সময় তো যামুই, কাটাবাছাটা এইখান থেইকাই কইরা যাই। তুই তারাতাড়ি যা, শাপলারে ডাইকা নিয়া আয়। পদ্মের এবার কান্না পাচ্ছে। সেই সাথে শ্রাবণ ভাইয়ের উপরও বেশ রাগ লাগছে তার। জানে আম্মা তাকে তার মেয়েদের আশেপাশে দেখতে পছন্দ করেনা, তাও সে আসবেই। পদ্ম নাক ফুলিয়ে ঘরে ঢুকলো। আলেয়া মেয়েকে ঘরে ঢুকতে দেখে বললেন
“তোরে কইছি শাপলারে ডাকতে, তুই ঘরে যাস কেন পদ্ম?
নাক ফুলানো অবস্থাতেই পদ্ম উত্তর দিলো
“তুমি কাটাবাছা করো তো আম্মা, আমি যাইতেছি।

বিছানার কাছে এসে সে চুপিসারে খাটের নিচে উঁকি দিলো, আহা শ্রাবণ ভাই কি অসহায়ের মতোই না তার দিকে তাকিয়ে আছে। ইশারায় মাকে এখান থেকে সরানোর জন্য বার বার পদ্মকে অনুরোধ করছে সে। পদ্ম কপাল বাকালো৷ ফিসফিস গলায় বললো
“থাকো তুমি এইখানে। আইলা কেন, এখন শাস্তি ভোগ করো। আমি গেলাম আপারে ডাকতে।

পদ্ম হনহন করে বেরিয়ে গেলো ঘর থেকে। বেশ খানিকক্ষণ পর শাপলাকে ডেকে নিয়ে এসে দেখলো মা বারান্দায় নেই। রান্নাঘরে ঢুকে গেছে। পদ্ম জলদি করে বিছানার কাছে এলো, খাটের নিচে উঁকি দিয়ে দেখলো শ্রাবণ নেই। একটা স্বস্তির নিশ্বাস ছাড়লো সে। শাপলা বোনের এমন কার্যকলাপ দেখে অবাক হয়ে বললো
“কিরে, তুই খাটের নিচে কি দেখোস?
পদ্ম শাপলার দিকে তাকিয়ে সামান্য রাগী গলায় বললো
“একটা ব্যাঙ ছিলো খাটের নিচে, ওইটাই দেখতে আইছিলাম। তুই যা তো, মায়ের কাছে যা। তারাতাড়ি রান্না কর গিয়া, আমার খিদা লাগছে।
শাপলাকে আর কোনো কথা বলতে না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো পদ্ম।। ততক্ষণে সন্ধ্যে হয়ে এসেছে। পদ্ম এদিক ওদিক না তাকিয়ে সোজা ঝিলের কাছে চলে গেলো। সন্ধ্যের আবছা আলোতে দূর থেকেই দেখা যাচ্ছে ঝিলের সামনে মাচার উপর কেউ বসে আছে। পদ্ম ভাবলো এখন আবার এখানে কে? এই সময়ে এখানে তো কারো থাকার কথা না।
পদ্ম মাচার কাছে যেতে লাগলো। বুঝতে পারলো এটা শ্রাবণ ভাই। অবাক হলো বেশ, শ্রাবণ ভাই এখানে কি করছে?
“শ্রাবণ ভাই!
পদ্মের ডাকে মাথা ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো শ্রাবণ। ঠোঁটের কোনে হাসি ফুটে উঠলো তার। আবেগমিশ্রিত কন্ঠে সে বললো
“এসেছিস পদ্মফুল!
“তুমি জানতে আমি এখন এখানে আসবো?
শ্রাবণ হাসলো। বললো
“আসবি কিনা জানতাম না, তবে তোর জন্যই এখানে অপেক্ষা করছিলাম।

পদ্ম উল্টোদিকে ঘুরে শ্রাবণের দিকে গেলো। মাচার অন্যপ্রান্তে বসে বললো
“বের হইলা কেমনে ঘর থেইকা?
“চাচী রান্নাঘরে গেলে সেই সুযোগে বের হইছি।
“আইচ্ছা শ্রাবণ ভাই, তুমি আম্মারে এতো ডরাও কেন?
“আমি যদি শুধুই তোর কাজিন হতাম, তাহলে বোধহয় এতো ভয় পেতাম না রে পদ্মফুল।
“তুমি তো আমার কাজিনই।
পদ্মের কথা শোনে ওর দিকে অদ্ভুত ভাবে তাকালো শ্রাবণ। কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হাসলো। বললো
“আমি শুধুই তোর কাজিন?
“তো আর কি?
শ্রাবণ সামনের দিকে তাকালো। সন্ধ্যের আকাশটা বেশ সুন্দর। আকাশের এক পাশে লাল আভার মতো ভেসেছে। সেই লাল আভা ঝিলের স্বচ্ছ পানিতে পরে পানিটাও লাল বর্ণ ধারণ করেছে। সুন্দর লাগছে দেখতে। পদ্ম মনোযোগ সহকারে উপভোগ করছে সবটা। এর মাঝে শ্রাবণ আবারও পদ্ম’র দিকে তাকালো। বললো
“আমি দুদিন পর চলে যাবো রে পদ্মফুল।
“কই যাইবা?
“যেখানে থাকি।
“তোমার ভার্সিটি নাকি বন্ধ বলছিলা।
“বন্ধ ছিলো, দুদিন পর খোলা হবে।
“ওহ।
“তোর খারাপ লাগবে না পদ্মফুল?
“কেন খারাপ লাগবো শ্রাবণ ভাই?
“আম চলে গেলে তোর খারাপ লাগবে না? শ্রাবণ আবেগি নয়নে তাকাল পদ্ম’র দিকে। পদ্ম বললো
“সেতো তুমি সবসময়ই শহরে থাকো। আমার খারাপ কেন লাগবে তার জন্য।
শ্রাবণ লম্বা নিশ্বাস ছাড়লো। কিছুটা সময় আবারও দুজন নিরব৷ এবারেও নিরবতা ভেঙ্গে শ্রাবণ বললো
“একটা কথা বলবি পদ্মফুল?
“কি কথা শ্রাবণ ভাই?

শ্রাবণ পদ্ম’র দিকে তাকাতে আবারও দেখতে পেলো সেই ছোট ছোট চুলগুলো আবারও পদ্ম’র চোখের সামনে এসে পরেছে। এক দুই না ভেবে শ্রাবণ সেই চোখে আবারও ফুঁ দিলো। পদ্ম’র আবারও কেমন যেনো লাগলো। সে শ্রাবণের দিকে লজ্জিত চোখে তাকিয়ে বললো
“তুমি সবসময় আমার চুলে ফুঁ দেও কেন শ্রাবণ ভাই?
“আমি ফুঁ দিলে তোর ভালো লাগে না?
“আমার লজ্জা লাগে।
শ্রাবণ হাসলো পদ্ম’র কথা শুনে। খানিক বাদে শ্রাবণ বললো
“আমার প্রতি তোর কোনো ফিলিংস আসে না পদ্মফুল?
শ্রাবণের কথায় অবাক হয়ে তাকালো পদ্ম। বললো
“কিসের ফিলিংস?
“এই ধর…
কথাটা শেষ হবার আগেই আলেয়ার কন্ঠস্বর ভেসে আসলো। তিনি জোর গলায় পদ্মকে ডেকে বলছেন
“কি রে পদ্ম, এই সন্ধ্যার সময় গেলি কই? পড়ালেখা কি করন লাগবো না?
পদ্ম শ্রাবণের দিকে তাকিয়ে মৃদু গলায় বললো
“আম্মা ডাকে শ্রাবণ ভাই। আমি গেলাম, যদি আমি যাইতে দেরি করি তাইলে তোমারে আর আমারে এক সাথে দেইখা রাগ হইবো।
শ্রাবণ কিছু বললো না। সে লম্বা নিশ্বাস ছেড়ে সামনে থাকা ঝিলের দিকে তাকিয়ে রইলো অপলকভাবে।

বই নিয়ে ঘাটাঘাটি করছে পদ্ম। শাপলা মনোযোগ দিয়ে পড়লেও পদ্ম’র পড়ার প্রতি অমনোযোগী সে ঠিকই খেয়াল করছে সবটা। এক পর্যায়ে বই বন্ধ করে সে পদ্ম’র দিকে তাকালো। বললো
“এমন করতেছিস কেন পদ্ম? পড়বি না?
পদ্ম শাপলার দিকে তাকালো। কিছুক্ষণ কি যেনো ভেবে বললো
“একটা কথা বলি আপা?
“কি কথা? প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইলো শাপলা৷
“আইচ্ছা, কারো প্রতি ফিলিংস কেমনে আসে? আর আসলেও মানুষ বুঝে কেমনে?
শাপলা ভ্রু বাকায়। বলে
“হঠাৎ এই কথা কস কেন পদ্ম? কারো প্রেমে টেমে পরলি নাকি?
পদ্ম বোনের কথা শুনে লজ্জা পায়। লজ্জিত গলায় সে বলে
“যাহ! এইসব কি কস তুই?
শাপলা হাসে। পদ্ম আবারও বোনকে তাড়া দিয়ে বলে
“বল না আপা।
শাপলা কিছুক্ষণ কি যেনো ভেবে বলে
“এই ধর, যার প্রতি তোর ফিলিংস কাজ করবে তারে দেখলেও ভাল্লাগবে। তার কথা ভাবতেও ভাল্লাগবে। যদি সে চোখের সামনে না থাকে তাহলে অস্থির অস্থির লাগবে, মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যাবে। তাকে এক নজর দেখার জন্য মন আনচান আনচান করবে। মোটকথা, সে যা করবে তাই ভাল্লাগবে। কথাটা শেষ করে শাপলা বোনের দিকে তাকালো। দুষ্টুমি করে বললো
“এমন কেউ আছে নাকি তোর?
পদ্ম আবারও লজ্জা পেয়ে বললো
“তুইও না..

দু বোন হাসাহাসি তে মেতে উঠলো। ওপাশের রুম থেকে মায়ের ডাক এলো এবার। কড়া গলায় উনি বললেন
“পড়ালেখা বাদ দিয়া দুই বোইন আড্ডা জমাইছিস! লাঠি নিয়া আসমু আমি?
দুবোন আবারও পড়ায় মন দিলো, মাকে কিছুটা ভয়ও পায় তারা। কিছুটা সময় পড়ার পরে পদ্ম’র মাথায় কিছু প্রশ্ন উঁকিঝুঁকি মারে। শাপলা প্রশ্ন করে
“পড়া বাদ দিয়া আবার কি ভাবিস?
“তুই তো আমারে বললি কারো প্রতি ফিলিংস আসলে এমন এমন লাগে নাকি।
“হ্যাঁ, তো কি হইছে?
“তুই জানলি কেমনে?
পদ্ম’র কথায় ভ্রু বাকালো শাপলা। কথাটাক এড়িয়ে সে বললো
“বাজে কথা বাদ দিয়া পড় দেখি পদ্ম। না হইলে আমি আম্মারে ডাক দিমু।
“তুই না বললে আমিও আম্মারে বইলা দিমু তুই প্রেম করিস।

শাপলা খানিক রেগে গিয়ে পদ্ম’র মাথায় আলতো করে চর দিলো। বললো
“আমি তোর বড় বোন হই পদ্ম। আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না বললাম। পড়তে বলছি পড়।
পদ্ম আর কথা বাড়ায় না। সে আবারও নিজের পড়ায় মনোযোগ দেয়।

পড়া শেষ করে রাতের খাওয়া দাওয়া করে নেয় পদ্ম। আলেয়া বেগমের কোমড়ে ব্যাথা থাকায় তিনি খাওয়ার পরপরই বিছানায় গা এলিয়ে দেন। দুই মেয়েকে বলেন যেন পড়া শেষ করে তারপর ঘুমায়। এর আগে শোয়া নিষেধ। দুইবোনও মাথা পেতে সেটা মেনে নেয়। তবে পদ্মের এক নাগারে পড়া ভালো লাগে না। প্রতি রাতেই খাওয়া শেষে সে উঠোনে গিয়ে কিছু সময় হাটাহাটি করে। এতে শরীরে এনার্জি পায় সে। হালকা লাগে খুব। যদিও শাপলার এই অভ্যাসটা নেই। আজ চাঁদ উঠেছে। চাঁদের আলোয় উঠোনটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ভালোই লাগছে হাটাহাটি করতে।

পদ্ম উঠোনের এ মাথা ও মাথা করে হাঁটছে। বিয়ে থাকায় দু/তিনদিন স্কুলে যাওয়া হয়নি। আগামীকাল সে আবারও স্কুলে যাবে, সব বান্ধবীদের সাথে দেখা হবে, ভাবতেই মনটা আনন্দে নেচে উঠছে তার। পদ্ম যখন উঠোনের ও মাথা থেকে ঘুরে এ মাথায় আসতে চাইলো ঠিক তখনই সে থমকে গেলো। কেউ একজন পেছন থেকে দুহাতে তাকে আঁকড়ে ধরেছে। খানিক সময়ের জন্য ভয় পেয়ে গেলো পদ্ম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো তার। ভয়ের চোটে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে ততক্ষণে। কিন্তু সমস্ত ভয় এক নিমিষেই উধাও হয়ে গেলো তার, যখন সেই ঘায়েল করা কন্ঠস্বর তার কানে এলো।
“পদ্মফুল…

চলবে…..

গ্রুপ লিংক : “তন্বী’র উপন্যাসমহল”- Tanni Islam✍️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here