#তুমি_আসবে_বলেছে_হৃদয়
#পর্ব-৭
#মেঘলা_আহমেদ
চারদিকে নিরবতায় ঘেরা। দু’জনের মুখে ঝলমলে হাসি। একজনের মুখে রাজ্যের আঁধার। তার আঁধার মুখের জন্যে,বাতাসেও যেন দুঃখ দুঃখ ভাব। রিদিশা নিয়ম মাফিক ভদ্রভাবে দাঁড়িয়ে গেল। বিনম্র কন্ঠে হাসিমুখে নিরবতা ভেঙ্গে বলল-
-” স্যার কেমন আছেন?
দরজার ওপাশের ব্যক্তি প্রসন্ন হাসলো। তার ঠোঁটের কোণের হাসিটা কারো কাছে ভালো ঠেকলো না। ফেলিক্স স্ব-শব্দে নিঃশ্বাস ছাড়লো। ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল-
-” আমি ভালো আছি। কিন্তু তুমি এখানে কেন? তুমি তো ইথানের কেবিনে ছিলে!
এরিক এতক্ষনে ক্ষে|পে গেলো। তাঁর বাবার অফিস। ভবিষ্যতে তাঁরই হবে। তার স্টাফ রা কে কোথায় থাকবে এটা জিজ্ঞেস করার উনি কে? নিজের রাগ কে সংযত করে যাচ্ছে এরিক। এতদিনের কষ্ট মাটিতে মিশিয়ে দিলে চলবেনা। তিল তিল করে সব সাজিয়েছে। মনের কুঠুরিতে পরম যত্নে ধীরে ধীরে একটি ছবি এঁকেছে। দুইজনে মিলে সবকিছু প্ল্যান করেছে। কত কষ্ট করেছে এই কটা বছর। এই দুইটা বছর কাছে থাকতেও সে মনমতো দেখতে পারেনি। ছুঁতে পারেনি। এই উটকো রাগের কাছে সেই সব কষ্ট বৃথা যেতে দিবে না সে। রিদিশা প্রশ্নটা শুনে ঘা|বড়ে গেছে। কি উত্তর দিবে। এরিক যে নিজের ইচ্ছেমত তাকে এখানে এনেছে, সেটা বলে দিবে? ফেলিক্স একটা চেয়ার টেনে আয়েশ করে বসলো। সে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। এরিক ঝলমলে একটা হাসি দিয়ে, চ|তুর ভাবে বলল-
-” আরে ব্রো তুমি কবে দেশে এলে? তুমি না বললে আর ফিরবে না। কোন সমস্যা হয়েছে নাকি?
ফেলিক্স সন্দেহের দৃষ্টিতে এরিকের দিকে তাকালো। তার কথা এড়িয়ে গেল কেন? তাকে তো এরিক নিজেই জোড় করে পাঠিয়েছিল। এরিক নিজেই যখন অফিসে এলো, তাহলে তাঁর বাবা কেন আমায় এত অনুনয় বিনয় করে দেশে ফিরালো। কি চলছে এদের মাঝে। পার্সোনাল এসিস্ট্যান্ট চেঞ্জ করে ফেলেছে। রিদিশা মেয়েটা খারাপ নয়, যথেষ্ট দায়িত্ববান। তবুও কেন এই কদিনে এতকিছু উল্টোপাল্টা হলো। আমি কি কোন রহস্যে আটকে যাচ্ছি? ফেলিক্স কে চিন্তায় বুঁদ হতে দেখে, এরিক আবার শুধালো-
-” হেই ব্রো কি, কই হারালে?
ফেলিক্স চমকে উঠলো। নিজের ভাবনা জগৎ থেকে ছিট|কে বেরিয়ে এলো। নিজেকে ধাতস্থ করে ফিচেল হাসি দিয়ে বলল-
-” কিছুনা। আর এরিক শোন তোর আর কষ্ট করে কাল থেকে অফিস আসতে হবেনা। আমিই কাল থেকে সব সামলাবো। আঙ্কেল আমাকে এত রিকোয়েস্ট করেছে, যে আমি না এসে থাকতেই পারলাম না। তুই নাকি কাজ ঠিকমত সামলাতে পারছিস না। তোর বাবা তোকে কত ভালোবাসেন। তোর সামান্য কষ্টও সহ্য হয়না তাঁর।
রিদিশা অবাক হলো ভীষণ। এরিক বলেছিল ফেলিক্স নিজেই চলে গেছে কম্পানি ছেড়ে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে পুরোই উল্টো। এরিক নিজেই ফেলিক্স কে দেশের বাইরে পাঠিয়েছে। আবার তার বাবা কেন ফিরিয়ে আনলো ফেলিক্স কে। বড়সড় কিছু চলছে এদের মাঝে হয়তো। নাহলে নিজেরা এত ঝামেলা কেন করবে? ফেলিক্সের কথাগুলো শুনে প্রচন্ড মাত্রায় রাগ উঠছে এরিকের। তার বাবা এই কাজ করেছে। ফেলিক্স অফিসে থাকলে সে কিছুতেই সব ঠিকঠাক করতে পারবেনা। বাবা এত বড় সর্ব|না|শ কেন করলো? আমার অফিসে আসতেই হবে। না হলে আমার সব শেষ হয়ে যাবে। এরিক কি করবে কিছু ভাবতে পারছেনা। রিদিশার মুখের দিকে তাকালো এরিক। কি নির্মল কোমল একটা মুখ। মেয়েটা যেনো কি ভাবছে। সেও কি আমার মত এই রহস্যের সুরাহা করতে চাইছে। ফেলিক্সের হাবভাব ভালো ঠেকছে না। উত্তর না দিয়ে চুপ হয়ে যাচ্ছে কেন এরিক বারবার। ফেলিক্স একটু দেখার জন্য বলল-
-” আচ্ছা এরিক তোর রিদিশা আপির সাথে এই কদিন কেমন কাজ করলি?
এরিক উদ্ভট দৃষ্টিতে তাকালো ফেলিক্সের দিকে। ফেলিক্সের চোখে অসীম কৌতুহল। এরিক নিজের চিন্তিত ভাবটা প্রশ্রয় দিল না আর। মুখটা এবার স্বাভাবিক করে বলল-
-” ভালোই। রিদি অনেক ভালো মেয়ে। আর তার কাজের দক্ষতাও ভালো।
ফেলিক্স খোঁচা মে’রে বলে-
-” রিদি কেন বলছিস। তোর সিনিয়র হয়। আপু বলে ডাকবি।
রিদিশা আর চোখে এদের প্রশ্ন উত্তর দেখে যাচ্ছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরিক একবার রিদিশার মুখটার দিকে তাকায়। এই মুখে তাকালেই যেনো হাজার প্রশান্তি অনুভুত হয়। বাঁকা হাসিতে কথা ছো|ড়ে এরিক-
-” দেখো ব্রো। কম্পানিতে আমি পদে তার সিনিয়র। এখানে বয়সের ব্যাপার টা টানছো কেন তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। আমি তার বস, সো তাকে আপু ডাকার প্রশ্নই আসেনা।
ফেলিক্স চোখজোড়া স্বাভাবিক ভাবে রিদিশার দিকে ঘুরালো। তার অনেক কিছুই বোঝা হয়ে গেছে। এতদিনে কোথার পানি কোথায় গিয়েছে। এর জন্যই আঙ্কেল এত আর্জেন্ট ডেকেছে। নাকি অন্য কোন কিছু আছে? ফেলিক্স উঠে দাঁড়ালো। এরিক আর রিদিশাকে উদ্দেশ্য করে বলল-
-” যাইহোক আমি আজকে রেষ্ট নেব। তোমরা থাকো। আর রিদিশা তুমি তো আমাকে চেনো। আই হোপ আমার সাথে কাজ করতে তোমার সমস্যা হবেনা। এরিক কাল থেকে তোর ছুটি। আমি আসি।
ফেলিক্স দরজাটা খুলে চলে গেল। এরিক অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ফেলিক্সের যাওয়ার দিকে। রিদিশা এরিকের দিকে তাকাতেই আঁতকে উঠলো। জিজ্ঞেস করবে কেন এমন হচ্ছে। চোখগুলো এত লাল কেন হয়ে আছে? এলার্জি সমস্যা আছে নাকি? রিদিশা ভয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করে-
-” স্যাআআর আপনার চোওওখ লাল হয়ে গেছে কককেন? এলার্জি সমস্যা আছে নাকি?
বিদিশার কথায় এরিকের রাগ তুঙ্গে উঠলো। এতক্ষনের জমিয়ে রাখা রাগ রিদিশার উপরেই ঝাড়বে। এরিক খুব জোড়ে রিদিশাকে ধমক দিলো-
-” এই আপনি বলছো কেন?
ভয়ে কেঁপে উঠলো রিদিশা। কেবিনের বাইরে এই শব্দ গেলে, সিউর সব স্টাফ রা এখানে ভীড় জমাতো। কোন কানা এই ধমক খেলে, কানে শুনতে পাবে সিউর। রিদিশা ভয়ে চুপ করে আছে। তা দেখে এরিক চিবিয়ে চিবিয়ে বলে –
-” খুব মজা লাগছে তাই না? আমাকে তো তোমার সহ্যই হয়না। সারাদিন ফেলিক্স স্যার ফেলিক্স স্যার করতে। নাও চলে এসেছে সে। এবার তোমার শান্তি। আমার এই দুই বছরের কাঠখড় পো|ড়ানো সবকিছুতে পানি ঢেলে দিলো বাবা। আজ বাসায় গিয়ে তার সাথে আমি কথা বলব। কেন নিজের ছেলে থাকতেও অন্যকে কম্পানিতে বসাবে। আমি কি অযোগ্য? এই তোমার কি আমাকে অযোগ্য মনে হয়। আমি একজনের জন্য এতকিছু করেছি। শুধুমাত্র একজনের জন্য। সে কেন আমাকে বুঝেনা? সে কেন অবুঝের মতো করে? কেন কেন? এই দুইটা বছর তার পিছনে পড়ে আছি। সে আমার দিকে ঘুরেও তাকায় না। কত মেয়ের প্রপোজাল আমি রিজেক্ট করেছি। চাইলে কত কত রিলেশন করতে পারতাম। কিন্তু আমি অপেক্ষা করেছি শুধু তার। তাকে আমি হালাল ভাবে চাই। অথচ তার সামনে গেলেই আমার হাত পা অবস হয়ে আসে। তার সাথে কেন আমি স্বাভাবিক হতে পারিনা। আমি তাকে কেন বলতে পারিনা? সে তো অবুঝ নয়। কেন বুঝবেনা আমাকে? এই রিদি বলোনা আমি কি দেখতে খারাপ?
রিদিশা হতবাক হয়ে গেছে। দিশেহারা লাগছে তার। এরিক কে এরকম করে কথা বলতে কখনো দেখেনি। কতটা ভালোবেসে এমন পাগলামো করছে ছেলেটা। রিদিশা কি না ভাবতো এরিক তার উপরে দূর্বল হয়ে যাচ্ছে। কিন্তু এরিক দু’বছর ধরে একজনকে ভালোবাসে। নিজের ভাবনার জন্য নিজেকেই গালমন্দ করে রিদিশা। এরিক কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে আবারো বেচেইন হয়ে প্রশ্ন করলো-
-” আমি কি সত্যিই দেখতে কুৎসিত? খুব বাজে চেহারা?
রিদিশা তাৎক্ষণিক মাথা দু দিকে নাড়িয়ে না বুঝালো। গলা নরম করে শান্ত হয়ে বলল-
-” তুমি দেখতে খারাপ কেউ কি বলেছে? তুমি তো আমার চেয়েও কত সুন্দর। তুমি হলে সুদর্শন যুবক। আর ভালোবাসা কখনো সৌন্দর্য দেখে হয়না। সুন্দর কত মানুষ ও ভালোবাসা পায়না। আর কুৎসিত চেহারার মানুষের ও ভালোবাসার অভাব হয়না। ভালোবাসা তোমার ভাগ্যে থাকলে পাবে তুমি।
এরিকের চোখ চিকচিক করে উঠলো। রিদিশার হাত ধরে ঝা|কুনি দিয়ে বলল-
-” তাহলে আমাকে কি সে ভালোবাসবে? আমার ভালোবাসা কি সে গ্রহণ করবে? আমি এই কবছর ধরে তাকে দুর থেকে দেখেছি। কখনো সাহস করে কাছে যাইনি। যোগ্যতা অর্জন করেছি। যাতে সে আমাকে তুচ্ছতাচ্ছিল্য না করতে পারে। কিন্তু তবুও সে আমার অনুভূতি বোঝার চেষ্টাই করেনা।
রিদিশার শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এভাবে হাত ধরা তার সহ্য হচ্ছে না। রিদিশা হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলে-
-” তাকে বলে দাও সরাসরি। বুঝতেও পারে।
এরিক মুচকি হেসে বলে-
-” আচ্ছা তোমার কথাই শুনবো তাহলে। আমি তাকে বলব।
রিদিশা শান্ত হয়ে তাকিয়ে আছে। ছেলেটা কতটা উদ্ভট। এও নাকি কাউকে পাগলের মত ভালোবাসে। মেয়েটা অনেক লাকি তাইনা? এরিকের মাথায় অন্য ভাবনা। ফেলিক্স কে কম্পানিতে বসতে দেয়া যাবেনা। আমার যায়গায় অন্তত নাই। বাবাকে কিভাবে বুঝাবো? এখন উপায় কি। শত ভাবনার মাঝেই এক বৃদ্ধার চেহারা মানসপটে ভেসে উঠলো। এরিকের চোখে মুখে খুশির জোয়ার বয়ে গেল। মৃদু হেসে বিরবির করে বলল-
-” গ্র্যান্ডমা!
#চলবে
(