তুমি হাতটা শুধু ধরো পর্ব -১৪+১৫

#তুমি_হাতটা_শুধু_ধরো
#পর্বঃ১৪
#Jhorna_Islam

কি ভেবেছিলেন আমার পিছন দিয়ে ছু/ড়ি চালাবেন আর আমি বুঝতেই পারবোনা? তাইনা ম্যানেজার সাহেব।

আমি এতোটাই বো’কা?এতো বড় একটা কোম্পানি আমি কাঁচা বুদ্ধি নিয়ে চালাই।যেই থালাতে খাবেন সেই থালাই ফোঁটা করবেন,আর দায়ান তা বুঝতেই পারবেনা। হাও ফানি!.

ম্যানেজার সাহেব একটা শব্দ ও মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছেনা।গলা যেনো কেউ চেপে ধরে রেখেছে।হাত পা শুধু কাঁপতেছে।সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ছুটছে।দায়ানের চোখে চোখ মিলাতে পারতেছেন না।ঐই চোখে কি যে নো আছে।চোখ দিয়েই মনে হচ্ছে মে/রে দিবে।এতোদিন রাগী দায়ানকে দেখেছে।কিন্তু হিং’স্র রূপ দেখেনি।ফোনটা হাতেই আছে।কল টা এখনো কাটেনি।ঐপাশ থেকে সমানে হ্যালো হ্যালো বলে চলেছে।

কতো টাকা দিয়েছে আপনাকে? এতোই টাকার লো’ভ আপনার যে বি’শ্বা’সঘা’তকতা করতে দুইবার ভাবলেন না।একবার ও মনে হয় নি এর পরিনাম কি হতে পারে? এতোই যখন টাকার লোভ আমাকেই বলতেন আমি টাকা দিয়ে দিতাম।

ঠিক তখনই রুশ দায়ানের পিছন দিক দিয়ে এসে দায়ানের পাশে দাঁড়ায়। একবার দায়ানের দিকে তো একবার ম্যানেজার সাহেবের দিকে তাকায়।

ম্যানেজার সাহেব মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে।

আপনার তো অপরাধের শেষ নেই ম্যানেজার সাহেব।কোনটা রেখে কোনটা বলবো? এক অপরাধের শা’স্তি ই আপনার এই হালকা পাতলা শরীর নিতে পারবেনা।অথচ আপনি কতো গুলো অপরাধ করেছেন।এবার আপনার ঐই সো কলড পার্টনার ও আপনাকে আমার হাত থেকে বাঁ’চাতে পারবেনা।আপনার জন্য আমার অনেক আফসোস হচ্ছে ম্যানেজার সাহেব।।বলেই মুখ দিয়ে চো,চো,, শব্দ বের করে দায়ান।

এবার ম্যানেজার সাহেব শুকনো ঢু’ক গিলে সাহস যোগিয়ে কিছু বলতে যান,,,,, স্যার আ-আসলে,,,,,,,বাকি টুকু আর বলতে পারেন না।

তার আগেই দায়ানের শ’ক্ত হাতের চ/ড় খেয়ে ছি’টকে গিয়ে মেঝেতে পরেন।

ব্যা’থায় চোখ মুখ কো’চকে ফেলেন,,এক হাত গালে চলে যায় আপনা আপনি। মনে হচ্ছে দাঁত সব ভে’ঙে গেছে। এরকম চ/ড় মনে হয় বাপের জ’নমে ও খাননি।

দায়ান সামনে এগিয়ে যায়,,ম্যানেজার সাহেবের কলার ধরে দাড় করায়। এই তুই কি ভেবেছিস বয়সে বড় বলে তোকে ছেড়ে দিবো? সম্মান তাকেই করা যায় যে সম্মানের যোগ্য। তুই এটাই ডিসার্ভ করিস হাত দেখিয়ে।সম্মান না।

তোকে আমি ছেড়ে দিতাম বিশ্বাস কর।এমন বিশ্বা’সঘা’তক’তার পরও তোকে আমি ছেড়ে দিতাম। কিন্তু তুই তো শুধু বিশ্বাস ভাঙিস নি।তুই তর এসব অপরাধ গুলো এক নি’ষ্পাপ মানুষের উপর চা/পিয়ে দিতে চেয়েছিলি।

তুই কার উপর তোর করা অপরাধ গুলো চা/পিয়ে দিতে চেয়েছিলি? এই ছেলেটার উপর। আরে তুই ওর সম্পর্কে কি জানিস।এই ছেলেটা স্থান কোথায় জানিস? আমার এই খানে।বুকের দিকে ইশারা করে। আর তুই একেই ফাঁ’সাতে চাইলি? আরে ও যদি একবার মুখ ফোটে বলেনা।আমার এই বিশাল স’ম্রা’জ্য ওর নামে করে দিতে দু বার ভাববোনা।আর তুই ওকেই আমার কাছে অপরাধী করতে চাইলি? বলেই দায়ান ঠাস করে চ/ড় লাগিয়ে দেয় আরেকটা।

এবারো ম্যানেজার সাহেব ছি/টকে গিয়ে ফ্লোরে পরেন।কান ঝিম ধরে গেছে।মাথা ভনভন করে ঘুরছে।কোনো শব্দই যেমন কান দিয়ে পৌছাচেছ না।

এই এই তরে কি করা যায় বলতো? তরেতো আমার খু/ ন করতে ইচ্ছে করছে।তুই রুশের সম্পর্কে কি জানিস? কতোদিন হয়েছে অফিসে জয়েন করেছিস?এই ছেলেটা আমার সাথে কতো বছর ধরে আছে তোর কোনো ধারণা আছে?
তুই সামান্য ঠু/নকো কয়েকটা ছবি পাঠাবি।আর আমি সেই ছবি দেখে তাকে অবিশ্বাস করবো? সামান্য দুইটা ছবি দেখে সিরিয়াসলি? আহ আমি এতোই বোকা? তুই কি ভেবেছিস এসব করলে রুশ কে অফিস থেকে বের করে দিবো? আর তুই বে’হাল তবিয়তে ঘুরে বেড়াবি।কেউ তোকে সন্দেহ করবেনা।

কি চা/ল টাই না চে/লেছিস ইয়ার।মানতে হবে।

তোর ঐই পাঠানো পিক গুলো দেখে বিশ্বাস কর সত্যিই আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেছিলো।কিন্তু রুশকে দেখে না।কে এই কাজটা করতে পারে তাই ভেবে।আননোন নাম্বার থেকে ছবি পাঠালেই আমি রুশ কে ভুল বুঝবো?

আমার তো মাথা নষ্ট হয়ে গেছিলো কে এই ছবি গুলো পাঠালো এইটা ভেবে।

আর ছবি গুলো তোলার আগে আশেপাশে একটু তাকিয়েতো নিবি।ঐই দিন যদি পিছনে একটু খেয়াল করতি তাহলেই বুঝতে পারতি, রুশ ওখানে একা ছিলো নারে সাথে আমিও ছিলাম।আর তোর ঐই বস ও তা খেয়াল করলো না।ইসসস কি আফসোস।

এই ছেলেটাকে দেখছিস এর শি’রা উপশি’রা সব জানা আছে আমার। আমি ওকে যতো টুকু চিনি ও নিজেও ততোটুকু চিনে না।বলেই দায়ান আবার ম্যানেজারের গায়ে হাত তুলতে যায়।

রুশ ছুটে গিয়ে দায়ানকে ঝাপটে ধরে আঁটকে দেয়।দোস্ত প্লিজ শান্ত হয়ে যা।মাথা ঠান্ডা কর।আইন নিজের হাতে তুলে নিতে হবে না।আমি পুলিশকে ফোন দিয়েছি ওরা মনে হয় আসছে।তুই আর মাথা গরম করিস না।

দায়ান রাগি লুক নিয়ে রুশের দিকে তাকিয়ে মুখ অন্য দিকে ফিরিয়ে নেয়।শরীর এখনো মৃদু কাপছে রাগে।

কিছুসময়ের মধ্যেই পু’লিশ এসে হাজির হয়।

ম্যানেজার সাহেব পুলিশ দেখে ভ’য় পেয়ে যায়।দৌড়ে গিয়ে দায়ানের পা ঝাপটে ধরে। স্যার ভুল হয়ে গেছে।অন্যায় করে ফেলেছি। টাকার লোভ সামলাতে পারিনি।এবারের মতো মাফ করে দেন।আর এমন ভুল জীবনেও হবে না।একটা সুযোগ দিন স্যার।স্যার আমার বউ বাচ্চার কি হবে স্যার? ওদের কথা ভেবে না হয় একটা সুযোগ দিন।

দায়ান এক ঝাটকা মেরে নিজের পা ছাড়িয়ে নেয়। এটা তোর আগে ভাবা উচিৎ ছিলো।আর ওদের কথা তোর চিন্তা করতে হবে না। ওদের দায়িত্ব আজ থেকে আমি নিবো।এটার ও দায়িত্ব নিবো যেনো তুই দশ বছর আগে বাইরের হাওয়া না খেতে পারিস। অফিসার একে আমার সামনে থেকে নিয়ে যান।নয়তো কি করে ফেলি আমি নিজেও জানিনা। আর রুশ এই রুমের সিসিটিভি ফুটেজ দিয়ে দে।আর এনার ফোন থেকেও সব কিছু পেয়ে যাবে।একটাও যেনো ছাড় না পায়।কঠোর শাস্তির ব্যবস্থা কর। বলেই বেরিয়ে যায় দায়ান।

রুশ অফিসারদের সকল প্রমান দেয়।এবং অফিসারদের সাথে পুলিশ স্টেশনে যায়।অপরাধীদের শা’স্তি’র ব্য’বস্থা করার জন্য।

দায়ান নিজের ক্যাবিনে গিয়ে চেয়ারে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রাখে কিছুসময়। কাল সারারাত ঘুমোতে পারেনি।চোখ জ্বা’লা করছে।সারারাত জেগে কতো কি প্লেন করেছে।কিভাবে কি করবে সব কিছু সাজিয়েছে।রুশকে কালই সব ব্যবস্থা করতে বলেছিলো।প্রথমে দায়ান নিজেই কনফিউশন ছিলো ছবিগুলো নিয়ে,,কে করতে পারে।জায়গাটা কোথায়,,তারপর ছবিগুলো লক্ষ করেই বুঝতে পারলো সব কিছু। ঐই দিন সকল ব্যবসায়ীদের সম্মেলন ছিলো।তাই দায়ান ও রুশ গিয়েছিলো। পরে কোনো কলের কারণে দায়ান অন্য দিকে গিয়েছিলো কথা বলতে,।এই সুযোগে লোকটা এসে নিজ থেকে রুশের সাথে কথা বলেছিলো।রুশ সেটা দায়ানকে বলেছিলো।দায়ানের কথাটা মাথাতেই ছিলো না।তারপর সব মনে পরায় দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলে।আর ম্যানেজার কে আগে থেকেই দায়ানের সন্দেহ হয়েছিল। তাই দায়ান ম্যানেজারের পিছনে লোক লাগিয়েছিলো।আর সেই লোক ই দায়ান কে খবর দেয় যে ম্যানেজার সকাল সকাল অফিসে এসেছে।তাই দায়ান তাড়াতাড়ি করে অফিসে এসেছে। ম্যানেজার কে হা’তেনাঃতে ধরার জন্য। এসবের চ’ক্করে ভালো করে খাওয়া ও হয়নি।খিদে পেয়েছে তাও খিদে কে বেশি পাত্তা দেয়নি।

বাড়ি গিয়ে খেয়ে লম্বা একটা ঘুম দিতে হবে।নয়তো ঐই মাথা ব্যাথায় টিকতে পারবেনা।এখনই বাড়ি যাওয়া প্রয়োজন ভেবেই বসা থেকে উঠে দাঁড়ায় দায়ান।

—————————————–
দায়ান সকাল সকাল চলে যাওয়ায় সোহা আর কিছুই রান্না করে নি নিজের জন্য। একা একজনের জন্য রান্না করতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না। তাই কালকের বেশি হয়ে যাওয়া খাবারই ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নিয়েছে।

দায়ান অবশ্য বলে গেছে আজ হয়তো দুপুরের দিকেই বাসায় এসে পরতে পারে।তাই আরো রান্না করেনি।একবারে গোসল সেরে তারপর দুপুরের রান্না বসাবে।

ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন সাড়ে বারোটা বাজে।তাই কিছু না ভেবেই গোসলে ঢুকে গেলো গোসল করার জন্য। নয়তো আবার চুল শুকাবে না।বড় চুলের এই একটা ঝামেলা সহজে শুকাতে চায় না।

————————————-
গোসল সেরে এসেই সোহা চুল গুলো ছেড়ে রান্না ঘরের দিকে চলে যায় রান্না বসানোর জন্য।

দায়ান ও কিছুসময়ের মধ্যেই বাসায় চলে আসে।দরজায় ন’ক না করে।নিজের কাছে থাকা চাবি দিয়েই ঢুকে পরে।
মেয়েটা কি করছে কে জানে।হয়তো কলিং বেল এর শব্দে সব ছেড়ে দৌড়ে আসবে দরজা খুলতে।তাই ইচ্ছে করেই বেল বাজায় নি।

দরজা খুলে আশে পাশে লক্ষ করে দেখলো সোহা কে দেখা যায়নি।কোথাও না দেখতে পেয়ে নিজের রুমে ঢুকে গেলো।আগে ফ্রেশ হতে হবে।নয়তো মাথা ঠান্ডা হবে না।তাই রুমে ঢুকে গায়ের ব্লেজার টা খুলেই ওয়াসরুমে ঢুকে গেলো।

———————————
দায়ান ওয়াশরুম থেকে বের হয়ে, টাওয়াল দিয়ে মাথার চুল ঝা’ড়তে ঝা’ড়তে বেরিয়ে এলো।টাওয়াল কাঁধে ঝু’লিয়েই সোহা কে খোঁজার জন্য বের হলো।

সোহাকে বলবে আজ কিছু স্পেশাল রান্না করতে।এবং নিজে যেনো ফোন করে রুশ কে আসতে বলে বাসায়।নয়তো আগামী এক সপ্তাহ মন খারাপ করে বসে থাকবে কাউকে বুঝতে দিবেনা।রুশের মনটা খুব নরম একটুতেই গ/লে যায় তাই হয়তো অভিমানটা ও বেশি।
সোহার সাথে কথা বললে হয়তো মনটা ভালো হয়ে যাবে।

সোহাকে ডাকার জন্য সোহার রুমের দিকে এগোয়।এমন সময় রান্না ঘর থেকে আওয়াজ পায়।হয়তো সোহা রান্না ঘরে তাই রান্না ঘরের দিকে এগিয়ে যায়।

রান্না ঘরের দিকে তাকিয়ে দায়ানের চোখে মুখে একরাশ মুগ্ধতাতে ভরে যায়।সোহার চুল দেখে মনের কোণে বিষ্ময় খেলা করে।এই প্রথম দায়ান সোহা কে খোলা চুলে দেখলো।কোমড় ছাড়িয়ে ঘণ কালো রেশমি চুল।কিছু সময় আগেই হয়তো গোসল করেছে।চুল দিয়ে টপটপ করে পানি পরে ফ্লোর ভিজে যাচ্ছে। জামার কিছু অংশ ও ভিজে গেছে সেই দিকে মেয়েটার খেয়াল নেই।একমনে কাজ করে চলেছে।

সোহার চুল দেখে দায়ানের মুখ দিয়ে নিজের অজান্তেই অস্ফুট স্বরে বরিয়ে আসে,,,,”মাশা-আল্লাহ”।
অবাক হয়ে সোহার চুলের দিকেই তাকিয়ে রয়।

ছোটো থেকেই দায়ানের লম্বা চুলের প্রতি দূর্ব’লতা।দায়ানের মায়ের ও এমন লম্বা ,ঘন,কালো রেশমি চুল ছিলো।দায়ান প্রতিদিন তার মায়ের চুল আচরিয়ে বে’নি করে দিতো।আর এক মনে মায়ের চুলের দিকে তাকিয়ে থাকতো।মা দায়ানের দিকে তাকিয়ে মুচকি হাসতেন। আর বলতেন বুঝেছি আব্বা আপনার জন্য লম্বা চুলওয়ালি মেয়ে আনতে হবে।যেনো আপনি তার চুলের য’ত্ন নিতে পারেন নিজ হাতে।
দায়ান তখন মাথা চুল’কিয়ে মায়ের দিকে তাকিয়ে লা’জুক হাসতো।

সোহা কারো অ’স্তি’ত্ব নিজের পিছনে টের পেয়ে,,পিছনে ঘুরে। দায়ানকে দেখে তাড়াতাড়ি মাথায় ওড়না দেয়।নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে,,,,,,

— কখন এসেছেন?

— দায়ান নিজের চোখ সোহাতেই নিবদ্ধ করে উত্তর দেয়,, কিছুসময় আগেই।

— সোহা কাজ করতে করতেই উত্তর দেয়,,,ওহ।কিছু লাগবে আপনার? বলেন করে দিচ্ছি।

— না,,, মানে,, আসলে,,,আজকে একটু ভালো কিছু রান্না করতে পারবা? আর রুশকে একটা ফোন দিয়ে বলো আসার জন্য। তোমার কথা ফেলতে পারবেনা।

— সোহা দায়ানের দিকে হাসি মুখে তাকায়।এই কথা আপনি আগে বলবেন না আমায়।রুশ ভাইয়ার জন্য আমি এখনই রান্না করতেছি। আপনি কোনো চিন্তাই করবেন না। আর ফোন করে আসতে বলতেছি।

— হুম।

— আপনার ফোনটা দেন আমায়।আমারটা তো রুমে।আর আমার মোবাইলে ব্যালেন্স ও নাই। রুশ ভাইয়া কে কল লাগিয়ে দেন।

— দায়ান সোহার কথা মতো রুশের ফোনে কল লাগায়।
ঐপাশ থেকে কল রিসিভ হতে দুই মিনিট ও সময় ব্য’য় হয় না।

রুশ দায়ানের ফোন পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে।মাত্রই পুলিশ স্টেশনের সব কাজ শেষ করে বের হয়েছে।মনটা খুব খারাপ।ভালো মানুষের আজ কাল দা/ম নেই।ভালো মানুষগুলোকেই বেশি হেন’স্তা হতে হয়।

— হ্যা,,,, দোস্ত বল।

— নে তর সাথে সোহা নাকি কথা বলবে।দেখ কি বলে।

তারপর দায়ান হাত বাড়িয়ে ফোনটা সোহার দিকে এগিয়ে দেয়।
সোহা হাত বাড়িয়ে তাড়াতাড়ি ফোনটা কানে তুলে নেয়।
উচ্ছসিত গলায় বলে উঠে,,,,,,,,
— হ্যালো,,, রুশ ভাইয়া আমি সোহা।

— হ্যা সোহা কেমন আছো বোন?

— আমি অনেক ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো?

— এইতো ভালো।

— ভাইয়া এখন আপনি যেখানেই থাকেন না কেনো,এখোনি এই বাড়িতে আসার জন্য বেরিয়ে পরুন।

— এখন? কিন্ত বোন,,,,,

— ওহু কোনো৷ বাহা না শুনতে চাই না। আসবেন মানে আসবেন।নয়তো আপনার বোন আপনার সাথে আ/ড়ি করবে।আর কথাই বলবেনা। ভেবে দেখেন।

— রুশ কিছুসময় চুপ থেকে বলে,,, ঠিক আছে আমি আসছি।আমার বোন আমায় ডেকেছে আমি না এসে থাকতে পারি?

— সোহা খুশিতে লাফ দিয়ে বলে,,,,ওকে তাড়াতাড়ি আসুন।

দায়ান এতোসময় সোহার আর রুশের কথা শুনতেছিলো চুপচাপ। ফোন লাউডেই দেওয়া ছিল বলে সব কথাই শুনেছে দায়ান।রুশ আসবে শুনে স্বস্থির নিশ্বাস ফেলে দায়ান।দায়ান বললে কখনোই আসতে চাইতো না । নানান বাহানা দিতো।চ’ক্ষু ল’জ্জায় দায়ান জানে দায়ানকে এ’ড়িয়ে চলতে চাইবে কয়দিন।রুশ কিছু না করলেও ওর নামটা তো তাতে জড়িয়েছে সে জন্য।

সোহার এতোক্ষনে খেয়াল হয়।সে একা না তার পাশে দায়ান ও দাঁড়িয়ে আছে। ভেবেই জি/ভে কা’মড় দিয়ে দায়ানের দিকে তাকায়। এই লোকটার সামনেই লাফালাফি শুরু করে দিছে। ধুর,,,,,,,

সোহা কল কেটে হাসি মুখে ফোনটা দায়ানের দিকে বারিয়ে দেয়।

দায়ান হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়।

আপনি যান আমি সব কিছু রুশ ভাইয়া আসার আগেই সেরে ফেলবো।

—- দায়ান সোহার দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ায় বেরিয়ে যাওয়ার জন্য। কি মনে করে আবার পিছনে ফিরে সোহার দিকে তাকিয়ে বলে ওঠে এটা আমার থেকে তোমার বেশি জরুরি। বলেই,,,,,,,,,,

নিজের কাঁধে থাকা টাওয়াল টা ছুড়ে দেয় সোহার দিকে।

ফ্লোরে দেখে চলাচল করো।চুলের পানিতে তো ব’ন্যা বানিয়ে ফেলেছো। পরে গিয়ে আবার যেনো কো’মড় ভে’ঙোনা।

টাওয়াল গিয়ে সোজা সোহার মুখে পরে।পুরো মুখ ঢেকে যায় টাওয়ালে।

দায়ান শি’স বাজাতে বাজাতে রান্না ঘর থেকে বেরিয়ে যায়।

সোহা মুখ থেকে টাওয়ালটা সরিয়ে দায়ানের যাওয়ার দিকে একবার,টাওয়ালের দিকে একবার তাকায়।

টাওয়ালটা হালকা ভিজা।দায়ান মাত্রই হয়তো এটা দিয়ে চুল মুছেছে।টাওয়াল থেকে একটা মিষ্টি গ’ন্ধ নাকে এসে বারি খাচ্ছে। টাওয়ালটায় দায়ানের ছোঁয়া আছে।ভাবতেই সোহার শরীরের লোম গুলো দাড়িয়ে যায়।টাওয়ালটা দুই হাতে জড়িয়ে নাকের কাছে নিয়ে চোখ ব’ন্ধ করে নেয়।

আহহহ এতো সুখ সুখ লাগছে কেনো সব কিছু? চোখ ব’ন্ধ করেই নিজেকে নিজে প্রশ্ন করে সোহা।

#চলবে,,,,,,

বিঃদ্রঃ আপনাদের সুন্দর সুন্দর ম’ন্তব্য আশা করছি।#তুমি_হাতটা_শুধু_ধরো
#পর্বঃ১৫
#Jhorna_Islam

চারিদিকে রোদের তাপমাত্রা প্রখর ভাবে বেড়ে চলছে । গরমে অ’তি’ষ্ঠ হয়ে যাওয়ার মতো অ’বস্থা। এইদিকে সূর্য মামা তার তা’প দিয়ে ঝ’লসে দিচ্ছে। এই গরমে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করা মানে হা’ল বে’হাল হওয়ার মতো অব’স্থা।

সোহা রান্না করতে গিয়ে ঘেমে নেয়ে একাকার।বারে বারে ওড়না দিয়ে ঘাম মোছার দরুন মুখ কেমন জ্বা’লা করছে।
তাও কোনো ক্লা’ন্তির ও বির’ক্ততার ছি’টে ফোটাও নেই মুখের মধ্যে। মনের সুখে খাবারের বিভিন্ন প’দ রান্না করে চলেছে।

ছোটো বেলা থেকেই দুই বোনের একটা ভাইয়ের ক’মতি অনুভব করতো।ভাইদের বোনদের প্রতি আলাদা একটা টা’ন আছে। কতো খেয়াল রাখে স্নেহ করে।এসব অন্যদের ভাই বোনদের প্রতি তাদের ভালোবাসা দেখে আসছে।নিজের অবচেতন মন খুব করে চাইতো ভাইয়ের স্নেহ ভালোবাসা। কিন্তু মুখ ফোটে বলতোনা।ভাগ্যে মনে হয় ছিলো না তাই হয়নি।

এখন যখন একটা ভাইয়ের দেখা পেলো তখন,,এই ভাইকে দিয়েই নিজের এতোদিনের ভাইয়ের প্রতি জমিয়ে রাখা সব সখ আ’ল্লাদ পূরণ করবে।এসব ভাবতে ভাবতেই খুশি মনে সকল রান্না শেষ করে। এবার হাঁড়ি থেকে নামিয়ে বাটিতে সার্ভ করে খাবার টেবিলে নিয়ে রাখার পালা।

এরি মাঝে দায়ান রান্না ঘরে এসে ঢুকে।সোহার দিকে তাকায়।

সোহা দায়ানের দিকে তাকিয়ে সৌজ’ন্যেতা মূলক হাসি দেয়।

ঘামে পুরো শরীর চি’প চি’পে হয়ে আছে সোহার। পুরো মুখ গরমে ঘেমে লাল হয়ে আছে। মুখে ক্লা’ন্তির ছাপ।সোহার দিকে তাকিয়ে দায়ানের খারাপ লাগলো।মেয়েটা এই গরমে আগু’নের পাশে দাড়িয়ে ছিলো এতোসময়।আর সে কিনা এসির ঠাণ্ডা হাওয়ায় এতোসময় বসে ছিলো।একটু সাহায্য তো করতে পারতো তাহলে হয়তো মেয়েটা এই গরমের থেকে তাড়াতাড়ি মু’ক্তি পেতো।মেয়েটাকে ফ্রেশ হতে দেওয়া দরকার।ভেবেই দায়ান আরেকটু এগিয়ে গিয়ে বলল,,,,,,

সোহা তুমি যাও।বাকিটুকু আমি করি।গিয়ে কাপড় পাল্টে ফ্রেশ হও।বাতাসের নিচে গিয়ে কতোক্ষন বসো।এরকম ঘামে ভেজা জামায় আর কিছুসময় থাকলে ঠান্ডা লেগে যাবে তোমার।

— না না।আরেকটু বাকি আছেই।এই গরমে আপনাকে এখানে থাকতে হবে না।আপনি যান এটুকু কাজ শেষ করে তারপর গিয়ে আমি ফ্রেশ হয়ে নিবো।আপনি গিয়ে ড্রইং রুমে বসেন।রুশ ভাইয়া হয়তো কিছুক্ষনের মধ্যেই চলে আসবে।

— এবার দায়ানের রা’গ হলো।মেয়েটা সোজা কথা বুঝতে পারে না নাকি।এই গরমের মাঝে থেকে যে লাল টমেটো হয়ে গেছে সেই দিকে কোনো খেয়ালই নেই।নিজের চিন্তা না করে আমার চিন্তা করতে আসছে।

দায়ান এইবার সোহার দিকে তাকিয়ে কিছুটা রাগী লুক নিয়ে বলল,,,,সোজা ভাবে কথা বললে তোমার কান দিয়ে ঢুকে না তাইনা?
“কানে মনে হয় জং ধরে গেছে বুঝলে?আর আমি ভালো করে জানি জং ধরানো কিভাবে ছাড়াতে হয়।ওয়ান্না ট্রাই ইট?” নিজের হাত দেখিয়ে ইশারা করে বলে দায়ান।

সোহা দায়ানের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে। কি ব’জ্জা’ত লোক দেখো।কথা না শুনায় শান্ত স্বরে কি ভ’য়ানক হুমকি দিচ্ছে।

আর কিছু না ভেবেই হাতে থাকা বাটিটা আস্তে করে রেখে দিলো।দরকার নেই আমার জং ছাড়ানোর। নেন করেন কাজ।যার জন্য করি চু’রি সেই বলে চো’র।হুহ নিজের ভালোর জন্য বললাম আর দেখো আমাকেই হু/মকি দেয়।বলেই সোহা রান্না ঘর থেকে বের হয়ে গেলো।

সোহা চলে যেতেই দায়ান সবগুলো খাবার বাটিতে নিতে লাগলো।তারপর আস্তে আস্তে খাবার টেবিলে নিয়ে রাখলো। এটুকু সময়ের মধ্যে ঘেমে নেয়ে একাকার দায়ান নিজেও।গরম একটুও সহ্য করতে পারে না দায়ান।প্রচুর গরম তার।অফিসে বাড়িতে সারাদিন এসির নিচে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে।

খাবার রেখেই নিজের টি-শার্টের কলার টা একটু পিছনে ঠেলে দিলো।পাখার দিকে তাকিয়ে পাওয়ার বাড়িয়ে দিলো।

——————————————–
দায়ান আর রুমে যায়নি সোফায় বসে মোবাইল টিপতেছিলো।এমন সময় কলিং বেল বেজে উঠে। দায়ানের মোবাইল থেকে মনোযোগ সরে।মোবাইলটা সেন্টার টেবিলে রেখে উঠে আসে। টি-শার্ট টা একটু টেনে,, চুলে হাত চালাতে চালাতে দরজার কাছে এগুতে থাকে দরজা খোলার উদ্দেশ্যে।

দরজা খুলতেই দেখলো রুশ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে।

দায়ানকে দেখেই রুশ মুখটা কাচু’মাচু করে এদিক ওদিক তাকায়। গলা খাঁ’কারি দিয়ে কিছু বলার জন্য আ’মতা আ’মতা করতে থাকে।

রুশের এই অবস্থা দেখে দায়ানের প্রচুর হাসি পায়।এমনিতেই বেচারার এই হা’ল। এখন যদি দায়ান তার মধ্যে আবার হাসি দেয়।তাহলে সব ছেড়ে ছুড়ে দৌড়ে পালাবে।তাই হাসিটা নিজের মধ্যেই দ’মিয়ে রাখলো।

নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে উঠলো,,, কিরে ব্যা’টা বাইরে দাড়িয়ে থাকার পরিকল্পনা করে এসেছিস নাকি? যদি তাই হয় তাহলে তোর বোনকে বলি,,,এখানেই তর আপ্যায়নের ব্যবস্থা করতে।যদি তোর কোনো আপত্তি না থাকে।ব্যা’ঙগা’ত্তক গলায় বলে দায়ান।

রুশ দায়ানের কথা শুনে,,দৌড়ে দায়ানের পাশ কাটিয়ে ঘরে ঢুকে সোফায় গিয়ে ধ’পাস করে বসে পরে।দায়ান দরজা লাগিয়ে রুশের দিকে একবার তাকিয়ে সোফার অপর পাশে বসে পরে।

এবার একটু সিরিয়াস ভাবে জানতে চায়,,, রুশ অল ডান?

রুশ সোজা হয়ে বসে উওর দেয়,,হুম সব কমপ্লিট করে এসেছি।পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে ওদের বি”রুদ্ধে।

দুই বন্ধুর কথার মাঝেই এসে সোহা হা’জির হয়।রুশকে দেখে দৌড়ে উ’চ্ছসিত মনে পাশে এসে দাঁড়ায়।

— রুশ ভাইয়া কখন আসলেন? আমায় ডাকলেন না কেনো?

সোহার কথায় দুই বন্ধুর আলাপে ব্যা’ঘাত ঘটে। দুইজন ই সোহার দিকে দৃ’ষ্টি দেয়। রুশ মুখে হাসি ফোটিয়ে বলে,,,
— এই তো বোন মাত্রই আসলাম।

— এই গরমের মধ্যে আসতে নিশ্চয়ই আপনার তে’ষ্টা পেয়েছে? দাড়ান আমি এখনই শরবত দিচ্ছি।

— না না এতে ব্যস্ত হওয়ার কিছু নেই।আর এতো ঝা’মেলা করতে হবে না।

— কিসের ঝা’মেলা? আমি আগেই করে রাখছি শরবত।এখন শুধু ফ্রিজ থেকে বের করে দিবো।

রুশকে আর না বলতে দিয়েই সোহা শরবত আনতে দৌড়ে চলে যায়।

দুই মিনিটের ভিতরেই আবার রান্না ঘর থেকে ট্রে তে করে,দুই গ্লাস শরবত নিয়ে বেরিয়ে আসে।এক গ্লাস উঠিয়ে রুশের দিকে এগিয়ে দেয়।

রুশ সোহার দিকে তাকিয়ে হাসি দিয়ে হাত বাড়িয়ে গ্লাস টা নিয়ে নেয়।

আরেক গ্লাস নিয়ে দায়ানের পাশে গিয়ে দাঁড়ায় সোহা। দায়ান আপন মনে তখন ফোন দেখতে ছিলো।সোহা দায়ানের মনোযোগ পাওয়ার জন্য গলা খেঁ’কারি দেয়।

দায়ান চোখ উঠিয়ে সোহার দিকে তাকায়। তারপর কথা না বারিয়ে শরবতের গ্লাস টা হাতে তুলে নেয়। নিয়ে পুরো গ্লাস এক ঢুকেই ফাঁকা করে ফেলে।গ্লাস টা সোহাকে ফিরিয়ে দিয়ে আবার ফোনে মনোযোগ দেয়।

আপনারা দুজন গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমি খাবার দিচ্ছি। প্রচুর খিদে পেয়েছে।

সোহার কথা শুনে দুজনেই উঠে দাঁড়ায়। দায়ান নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। আর রুশ যায় গেস্ট রুমে। যেহেতু এই বাড়িতে আসা যাওয়া আছে।থেকেছে ও অনেক বার তাই চিনতে অসুবিধে হয়নি।

———————————————

নোহা রান্না বান্না সেরে গোসল করে মাত্রই বের হয়েছে।কাপড়ের বালতি নিয়ে ছাদে যেতে হবে।বারান্দায় কাপড় শুকাতে দিলে শুকায় না।

বাড়িতে নোহা আর তার শাশুড়ী। ওমি ও তার বাবা কাজে বেরিয়ে গেছে,সকালের খাবার খেয়েই।

সকাল থেকে এতো কাজ করে ভালো করে সকালের খাবারটাও খেতে পারেনি নোহা।শরীরটা দূর্বল লাগছে।তাড়াতাড়ি এসে খাবারটা খেতে হবে। নয়তো কখন মাথা ঘুরিয়ে চিৎ হয়ে পরে যায় তার ঠিক নেই।

অসুস্থ হয়ে গেলে সেবা করা দূরে থাক,,কেউ ফিরে ও তাকায় না।ঔষধ আনাতো স্বপ্নের ব্যাপার।

নোহা অসুস্থ হলে শাশুড়ীর থেকে একটু সহানুভূতি ও পায়নি।উল্টো অসুস্থ শরীর নিয়ে সব কাজ করা লাগছে।শশুর তো এসব সাংসারিক কাজে কোনো কালেই ছিলো না। সংসার ভেসে গেলেও ওনার কোনো মাথা ব্যাথা নেই।

আর ওমির কথা ভাবতে গেলেই বড্ড হাসি পায় নোহার।বর একটা পাইছে।লাখে একটা।নোহার ঠান্ডা, কাশি,জ্বর হলে ঐদিন রুমেই আর থাকে না।গেস্ট রুমে চলে যায়। যদি ছোঁয়াচে হয়ে ওমির ও হয়ে যায় সেই ভয়ে।অবশ্য ওমিকে ওমির মা ই মানা করে দিয়েছে অসুস্থ হলে নোহার ধারে কাছেও যেনো না যায়।

ছাদে গিয়ে কাপড় মেলে দিয়ে ঘরে ফিরে আসে।

রান্না ঘরে নিজের শাশুড়ী নিজের শ/য়তানি বুদ্ধি খা’টাতে ব্যস্ত।যেহেতু বাড়িতে দুপুরে ওমি আর তার বাবা থাকেনা।তাই দুইজন এর জন্যই রান্না করে নোহা দুপুরে।

নোহাকে ছাদে যেতে দেখতে পেয়েই নোহার শাশুড়ী তাড়াতাড়ি রান্না ঘরে ঢুকে যায়।আজ কিছুতেই এই মেয়ে কে দুপুরে খেতে দিবে না।যেই ভাবা সেই কাজ।নিজের জন্য আলাদা করে প্লেটে ভাত তরকারি নিয়ে নেয় বেশি করে।নিজের জন্য নেওয়া শেষ করে,,ভাতের ও তরকারির হা’ড়ি সব নিচে ধা’ক্কা দিয়ে ফেলে শ/য়তানি হাসি দেয়।

নোহা মেঝেতে কিছু পরার আওয়াজে পেয়ে ছুটে রান্না ঘরে আসে।এসে ফ্লোরের দিকে তাকিয়ে চোখ চ’ড়ক গাছ।ভাত তরকারি মেঝেতে সব ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।

সামনের দিকে তাকিয়ে দেখে নোহার শাশুড়ী মা নোহার দিকেই তাকিয়ে আছে।

নোহাকে দেখেই নোহার শাশুড়ী মুখটা দুঃখি দুঃখি ভাব করে নিয়েছিলো।

ইয়ে মানে বউমা খুব খিদে পেয়েছিলো তো।তাই নিজেই নিয়ে খেতে এসেছিলাম।কিন্তু দেখো কি হয়ে গেলো।আমার প্লেটে খাবার নিতেই,, হাত ফ’স্কে সব পরে গেলো।বয়স হয়েছেতো মা। আহারে তোমার জন্য খুব মায়া হইতাছে মা।তোমার তো আর দুপুরে খাওয়া হইবো না।অবশ্য তোমরা জো’য়ান জা’য়ান মানুষ এক বেলা না খাইলে কিছু হইবো না।আমি আমার খাবারটা রুমে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছি। তুমি এগুলো সব পরিষ্কার করে রেখো কেমন? বলেই খাবার প্লেট টা হাতে নিয়ে বেরিয়ে যাওয়া ধরে।

নোহা এতোখন সব নিরব হয়ে শুনছিলো ও দেখছিলো।এবার মুখ খুলে বলল দাড়ান মা।বলেই,,,,

এগিয়ে এসে শাশুড়ীর হাত থেকে প্লেট টা নিয়ে নেয়।

আপনার তো বয়স হয়েছে মা।এতো গুলো খাবার তো একা খেতে পারবেন না।খেতে পারলেও শেষ বয়সে এতো খাবার খাওয়া ঠিক না।পেটের হ’জমের তো একটা ব্যাপার আছে তাই না?

বলেই নোহা ঐই খাবার গুলো থেকেই নিজের জন্য আরেকটা প্লেট নিয়ে অর্ধেক টা ঢেলে নেয়। এবার আর কোনো সমস্যা হবে না।আপনার ও পেট ঠান্ডা আমার ও পেট ঠান্ডা। মুচকি হেসে খাবার নিয়ে নিজের রুমে চলে যায়।

একবার যদি নোহা পিছনে তাকাতো তাহলে দেখতে পারতো।এক জোড়া ভ/য়ং/কর রাগে লাল হয়ে যাওয়া চোখ তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়েই মনে হয় নোহাকে জ্বা’লিয়ে দিবে।

তাতে নোহার কি? অনেক হয়েছে এদের অ’ত্যাচার আর না।এবার জবা’ব দেওয়ার সময়।

——————————————–
দায়ান ও রুশ ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে।

সোহা প্লেটে খাবার বেড়ে দেয়।বেড়ে দিয়ে খাওয়া শুরু করতে বলে।ওরা আর কথা বাড়ায় না। দু’জন খাওয়া শুরু করে।

সোহা ওদের খাওয়া শুরু করতে দেখে নিজে রান্না ঘরের দিকে এগিয়ে যায়। এসব বাহারি রকমের বড়লোকি খাবার খেতে পারবেনা এখন সোহা।রান্না করতে গিয়ে এসব খাবারের গন্ধেই,,, এসব খাবার থেকে রুচি চলে গেছে।এখন ঝা’ল ঝা’ল কিছু না হলে খাবারই খেতে পারবেনা।এমনিতেই সোহা ঝা’ল প্রেমি।ঝাল হলে আর কিছুই লাগেনা।ঐসব খাবারে ঝাল বেশি দেয়নি সোহা।দায়ান ঝাল বেশি খেতে পারে না তাই।তাই নিজের জন্য আলাদা করে ঝাল ঝাল ধনিয়া পাতা ও ডাল সিদ্ধ করে ভর্তা করেছে।তাই নিতে যাচ্ছে। বানিয়ে আলাদা করে রাখায় মনে হয় দায়ান দেখতে পায়নি।তাই টেবিলে নেয় ও নি।

ভর্তা নিয়ে আসতে আসতে ওদের খাওয়া অনেকটাই এগিয়ে গেছে।

রুশ সোহাকে আসতে দেখেই উচ্ছসিত মনে বলে,,,

— উফফ বোন তোমার কি রান্নার হাত।আমিতো পাংখা হয়ে গেলাম।

— বিনিময়ে সোহা মুচকি হাসে।চেয়ার টেনে সোহা ও খাবার পাতে তুলে নেয়।

— সত্যি বলছি বোন।মনে হচ্ছে ফাইভ স্টার রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। তোমাকে তো বেস্ট সেফ এওয়ার্ড দিতে মন চাচ্ছে আমার।

— সোহা আনন্দিত মনে বলে থ্যাংক ইউ ভাইয়া।আপনি একমাত্র আমার যোগ্যতা গুলো বুঝলেন।অন্যদের বোঝার ক্ষমতা নেই। আর ভালো কিছুর যে প্রশংসা করতে হয় কিছু কিছু মানুষ মনে হয় জানেই না। বলেই মুখ ভেংচি দেয়।

দায়ানের বুঝতে বাকি থাকেনা যে তাকে উদ্দেশ্য করেই কথা গুলো বলছে সোহা।তাও কিছু বলল না চুপচাপ খেতে লাগলো।

রুশ সোহাকে ভর্তা নিতে দেখে আগ্রহী হয়ে জানতে চায়,, বোন এগুলা কি নিচ্ছ খাওয়ার জন্য?

—- এগুলা ধনে পাতা ও ডালের ভর্তা ভাইয়া।

— ভর্তা?

–হুম।

— আমাকে একটু দেও আমিও খাবো।বলেই প্লেট এগিয়ে দেয়।

দায়ান রুশের কথা শুনেই চোখ বড় বড় করে রুশের দিকে তাকায়। তাও দায়ান একটু ঝাল খেতে পারে।রুশ একবারেই ঝাল খেতে পারে না।আর এই মেয়ে যেই ঝাল দেয়,,,এটা যদি রুশ খায় নির্ঘা’ত হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি।
তাই দায়ান বলে উঠে,,,,এই রুশ একদম না।এগুলা খেতে হবে না যেগুলো দিয়ে খাচ্ছিস ওগুলো দিয়েই খা।এগুলা অনেক ঝা,,,,,,,,

দায়ান আর কিছু বলার আগেই সোহা দায়ানকে থামিয়ে দেয়। আপনি চুপ করুন আপনার কি? নিজে খেতে পারেন না বলে হিংসে হয়? এই ভাইয়া আপনি খান, বলেই ভর্তা রুশের প্লেটে তুলে দেয়।

দায়ান রুশকে বলে,,, রুশ খাস না।

কে শুনে কার কথা।রুশ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। দুই লোকমা ভাত মুখে পুড়েই রুশের খাওয়া থেমে যায়।

সোহা রুশের কাছ থেকে হাসি মুখে জানতে চায়,,, খুব মজা হয়েছে তাই না রুশ ভাইয়া?

সোহার হাসি মুখ দেখে রুশ আর কিছু বলার সাহস পায় না।চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাবার নাড়তে থাকে।দুই একটা করে ভাত মুখে দিতে থাকে জোড় পূর্বক।

দায়ানের খাবার শেষ সেই কখনই।চুপচাপ দুটোকে এতোক্ষণ দেখতেছিলো।

সোহারও খাবার শেষ করে,,রান্না ঘরের দিকে এগিয়ে যায় প্লেট নিয়ে রাখার জন্য।

রুশ মনে হয় সোহার যাওয়ার অপেক্ষাতেই ছিলো এতো সময়।সোহা যেতেই পানির উপর হা’ম’লে পরে।চোখ দিয়ে টপটপ করে পানি পরছে। কান নাক লাল হয়ে গেছে।কান দিয়ে যেমন ধো’য়া বের হচ্ছে। মুখ চেপে চাপা আ’র্তনাদ করে ওঠে। করুণ চোখে দায়ানের দিকে তাকায় যার অর্থ ভাই আমায় এই ডা’কা’ইতা ঝা’ল থেকে রক্ষা কর।

দায়ান রুশের এসব কাজ দেখে,,, পেট চেপে ধরে হো হো করে জোরে হেসে দেয়।

হাসতে হাসতেই বলে তরা দুইটাই তো একই ক্যা’টা’গরির। আমার কথা শুনিস? এতোক্ষন তো বলার চেষ্টা করে ছিলাম।আমায় পাত্তাই দিলিনা।

“এবার মজা বোঝ কেমন লাগে”।

#চলবে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here