“তুমি_যে_আছো_অন্তরে_মিশে💔 Part : {05}

0
648

#তুমি_যে_আছো_অন্তরে_মিশে💔
#Writter_Ishanur_Tasmia_[Mira]
# Part : {05}

অনেক্ষন ধরে নিরা আর রিয়া ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে,,, গল্পকরার মাঝখানে রিয়া বলে উঠে,,,,,

রিয়াঃ আচ্ছা নিরা,,,তূর্য ভাই তোমাকে ওগুলো কি বলছিল,,,,,??তূর্য ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল তোমার সাথে ওর কিছু তো সম্পর্ক আছে,,,আসলেই কি আছে,,,,

নিরাঃ না মানে,,,

রিয়াঃ সত্যি সত্যি বলিও নিরা,,, ও তোমার সাথে এভাবে কথা বলেছিলো কেন,,,??

নিরাঃ আসলে তূর্যর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল,,,কিন্তু,,,,

রিয়াঃ কিন্তু কি,,,না মানে তোমার তো নিরবের সাথে বিয়ে হয়েছে,,,আর তাছাড়া তোমার আর তূর্যের বিয়ে হওয়ার কথা হলে আমাদের জানানো হয় নি কেন,,,,??

নিরাঃ তূর্যের সাথে আমার বিয়েটা ঘরোয়া ভাবে হওয়ার কথা ছিল,,,কিন্তু বিয়েটা নিরবের সাথে হয়ে যায়,,, এর জন্য আপনাদের আমার আর নিরবের বিয়ের কথাটাও বলা হয় না,,,,,

রিয়াঃ মানে,,,??কিভাবে,,,?? আমাকে একটু বুঝিয়ে বলো নিরা,,,এমন কি হলো যে তূর্যের সাথে তোমার বিয়ে না হয়ে নিরবের সাথে হয়,,,,

নিরাঃআসলে,,,,,
,
,
,
,
,
অতীত,,,,

নিরব আমেরিকা থেকে এসেছে আজ প্রায় ১ মাস হলো,,,এ ১ মাসে কিছুই পালটায় নি,,, যদি কেউ পালটে থাকে তাহলে তা হলো নিরব,,,,সারাদিন সে বাইরে থাকে,,, অনেক রাতে করে বাসায় ফিরে,,,আর নিরার সাথে তেমন কথাও বলে না,,,,, নিরা কিছু জিজ্ঞেস করলে শুধু “হু” “হ্যাঁ ” এতটুকুই বলে,,,বাড়তি কোনো কথা বলে না,,,,,

নিরা অনেক জিজ্ঞেস করেছে নিরবকে যে,,,,”তার কি হয়েছে,,?? সে এমন কেন করছে,,,আর নিরার দোষ টা কি,,, ” ,,, কিন্তু নিরব কিছুই বলত না,,,, নিরাকে যথা সম্ভব এড়িয়ে চলত,,,

কিন্তু একটা জিনিস নিরা খুব ভালো করে খেয়াল করেছে,,, আর তা হলো,,,”নিরার সাথে তূর্যের কথা বলা,,,,” তূর্য যখনই আসে আর নিরার সাথে কথা বলে,,, ঠিক তখনই নিরব নিরার সাথে বাজে ব্যবহার করে,,,,কিন্তু এমন করার কারন কি নিরা জানে না,,, তবে তূর্যের কাছ থেকে যথা সম্ভব দূরত্ব বজায় রেখে চলে সে,,,,,
,
,
,
,
,
,
সব মোটামুটি ঠিকঠাকই ছিল,,,কিন্তু একদিন,,,,

নিরবদের বাসায় তূর্য এসেছে কি একটা কাজে,,, এসেই তার প্রথমে নিরার সাথে দেখা হয়,,,তা দেখে তূর্য একটা মুচকি হেসে নিরাকে বলে,,,,

তূর্যঃ কেমন আছো নিরা,,,,??

নিরাঃ জ্বী আল্লাহর রহমতে ভালো,,,আপনি,,,

তূর্যঃ হুম আমিও,,,,আচ্ছা নিরব কই তুমি জানো,,,??

নিরাঃ হ্যাঁ,, উনি তো রুমে,,,কেন কিছু দরকার ছিল আপনার,,,,,

তূর্যঃ হুম,,, একটা কাজ ছিল,,আচ্ছা তুমি থাকো,, আমি ওর সাথে দেখা করে আসি,,,

বলেই তূর্য চলে যেতে নিবে,,, হঠাৎ তার চোখ নিরার হাতের দিকে যায়,,,সে খেয়াল করে দেখে নিরার হাতের একপাশে একটু করে পুড়ে আছে,,,সাথে সাথে সে নিরার হাতটা ধরে দেখতে থাকে পুড়া জায়গাটা,,, আর বলে,,,,

তূর্যঃ নিরা তোমার হাতটা পুড়লো কিভাবে,,,,,??[ হাত দেখতে দেখতে ]

নিরাঃ রান্না করতে যেয়ে পুড়ে গেছে,,,,

তূর্যঃ তুমি এত কেয়ার লেস কেন নিরা,,,,??দেখেছো কিভাবে পুড়ে গেছে হাতটা,,,,[ রাগি গলায় ]

নিরাঃ তূর্য কিছু হয় নি,, সামান্য একটুই তো পুড়েছে,,,,

তূর্যঃ এটা তোমার সামান্য লা,,,,

আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ কেউ এসে তূর্যের কাছ থেকে নিরার হাতটা নিজের হাতে নিয়ে নেয়,,,ঘটনা ক্রমে নিরা আর তূর্য ২ জনেই চমকে হয়ে যায়,,,পাশে তাকাতেই দেখে নিরব দাঁড়িয়ে আছে,,,,সে নিরার দিকে রাগি চেহারায় তাকিয়ে বলে,,,,

নিরবঃ নিরা তোকে আমি কতবার বলেছি রান্না করার সময় সাবধান থাকবি,,,,😡😡

নিরাঃ আ,,আমি,,ত,,,[ বলতে না দিয়ে ]

নিরবঃ চুপ একদম চুপ,,,,চল আমার সাথে,,,

বলেই নিরব চলে যেতে নেয়,,, কিন্তু কিছু দূর গিয়ে আবার পিছনে ফিরে তূর্যকে বলে,,,,

নিরবঃ তুই যে কারনেই আসিস না কেন,,,এখন আমি বিজি,,,কালকে আসিস,,যা কাজ আছে,, সব কালকে করব,,,,

বলেই নিরব নিরাকে নিয়ে নিজের রুমে চলে যায়,,,, আর তূর্য,,, সে কতক্ষন তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে,,,তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে চলে যায়,,,,,

আর এ দিকে,,, কেউ একজন এসব কিছু আড়াল থেকে দেখেছে,,,আর এ একজন আর কেউ না মিসেস মুজমাল,,,এসব দেখে রাগে তার মাথা গরম হপ্যে গেছে,,,,,

মিসেস মুজমালঃ যে করেউ হোক,,এ রাস্তার মেয়েকে এ বাড়ি থেকে বিদায় করতে হবে,,, আমি চাই না,, এ মেয়ে আমার ছেলেকে ফাসিয়ে এখানে পারমানেন্ট থাকার ব্যবস্থা করুক,,,যত তাড়াতাড়ি সম্ভব একে বিয়ে করিয়ে দিয়ে আমার বিদায় করে দিতে হবে,,,,,

ভেবেই মিসেস মুজমাল নিজের রুমে যান,,, তারপর তূর্যকে ফোন করে আবার তাদের বাসায় আসতে বলে,,,,

আর এদিকে নিরব নিরাকে তার বিছানায় বসিয়ে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর নিরার দিকে রাগি ভাব নিয়ে তাকিয়ে আছে,,,মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলবে,,,,নিরা ভয়ে চুবসে গেছে,,,,চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে,,,,,

,
,
,
,
,
,
#চলবে🌸

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here