“তুমি_যে_আছো_অন্তরে_মিশে💔 Part : {12}

#তুমি_যে_আছো_অন্তরে_মিশে💔
#Writter_Ishanur_Tasmia_[Mira]
# Part : {12}

তূর্যঃ নিরার বিয়ের পর,,আমি আর রিয়া যখন এ বাড়িতে আসি,,,তখন নিরার সাথে আমার কিছু কথা হয়,,যা আমি ইচ্ছা করে বলে ছিলাম নিরবকে রাগাতে,,,আর নিরব রেগেও যায়,,,কিন্তু ভাবি নি নিরব নিরার সাথে খারাপ ব্যবহার করবে,,,যাই হোক,,,কিছুক্ষন পরে দেখি,, নিরা কাঁদতে কাঁদতে ছাদের দিকে যাচ্ছে,,আমিও ওর পিছু পিছু যাই,,,কিন্তু মিস রুমির রুমের সামনে গিয়ে থমকে যাই,,,কারন মিস রুমি আর রিয়া বিছানায় বসে ছিল,,আর মিস রুমি কার সাথে যেন কোথা বলছিল,,,তাদের কথার ধরন কিছুটা এমন ছিল,,,

রুমিঃ হ্যালো,,তুমি ফোন ধরছিলে না কেন,,,জানো এখানে একটা বিরাট সমস্যা হয়ে গেছে,,,,নিরব নিরাকে বিয়ে করে ফেলেছে,,,

___………..

রুমিঃ হ্যাঁ বুঝেছি,, আর তুমি আমাকে এভাবে বকবে না তো,,আমার কষ্ট হয়,,,আমি কি কিছু ইচ্ছা করে করেছি নাকি,,,আচ্ছা এখন বলো কি করতে হবে,,,

___……

রুমিঃ তাহলে এখন রিয়াকে নিরার কাছে পাঠাই,,,

__…….

রুমিঃ আচ্ছা,,,রাখি,,,,

কথাটাগুলো মানে তখন এতটা ভালো ভাবে বুঝতে পারিনি,,কিন্তু আমার মনে হয়েছিল এটা নিরাকে বলা উচিত,,কিন্তু আমি নিরার কাছে যেতে নিলেই দেখি রিয়াও সেখানে যাচ্ছে,,, তাই আমি আর যাই নি,,,ভেবেছিলাম,, নিরবকে বলব,,,কিন্তু নিরবের রুমে গিয়ে দেখি সে নেই,,,তাই ওকে খুঁজতে শুরু করি,,অবশেষে লেকের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি,,,চেয়েছিলাম আমি যা যা দেখেছি,, তা নিরবকে বলব,,কিন্তু নিরবকে দেখতেই আমার নিরার কথা মনে পড়ে যায়,,,কেন যেন মনে হচ্ছিল,,ও নিরাকে কষ্ট দিয়েছে,,আর তাতে ও-ও কষ্ট পাচ্ছে,,, তাই ওকে খোঁচা দিয়ে কিছু কথা বলতেই ও আমাকে মারা শুরু করে দেয়,,,তারপর ওর বাবা না হওয়ার রিপোর্ট টা আসে,,,আর এতে ও আমাকে জোর করা শুরু করে আমি যেন নিরাকে বিয়ে করি,,,এতকিছুর মাঝে আমি এ কথাটা ভুলেই যাই,,,তারপর নিরার সন্দেহ হয় কেউ নিরবের সাথে এমন ইচ্ছা করে করেছে নাকি,,?? কারন বাবা হওয়া না হওয়ার সাথে রক্ত বমির কোনো সম্পর্ক নেই,,,তাই যখন ও আমাকে আর নিরবকে জিজ্ঞেস করে আমাদের কারো উপর সন্দেহ আছে নাকি,,,তখন আমি যা দেখেছিলাম ওইদিন,,তা সব নিরা আর নিরবকে খুলে বলি,,,,

নিরাঃ আমরা তূর্যের কথায় প্রথমে বিশ্বাস করি নি,,কিভাবে করব,,?? যাদের নিজের জীবন থেকেও ভালোবাসতাম,,তারা আমাদের,সাথে এমন করেছে,,, তাও সামান্য সম্পত্তির জন্য,, তা কিভাবে বিশ্বাস করব,,,,কিন্তু আমরা ভুল ছিলাম,,কথায় আছে না কুত্তার পেটে ঘি হজম হয় না,,,তোমরাও এমন,,এত ভালো স্বামী পাওয়া সত্ত্বেও এমন করলে,,,,তোমার মুখে গোবর মারা উচিত মা,,,সরি,,সরি,,, রুমি,,মিস,,অর মিসেস,, কি বলব তোমাকে,, ঠিক বুঝে উঠতে পারছি না,,,,যাই হোক,,, যখন আমরা বাসায় চলে আসছিলাম,,তখন,,,

নিরবঃ তখন,, আমি গাড়ির আয়না দিয়ে দেখি একটা ট্রাক আমাদের দিকেই আসছে,,,,আমি কোনো মতে আমাদের জান বাঁচাই,,,তারপর ও-ই ট্রাকের পিছু নি,,এতে ট্রাক ডাইভারটা একটু ভয় পায়,,,কিন্তু দমে যায় নি,,,তাই কোনো উপায় না পেয়ে আমি ট্রাকটার পাশে গাড়ি নিয়ে জানালা দিয়ে ট্রাক ডাইভার টাকে জোড়ে জোড়ে বলি,,,সে যদি গাড়ি থামায়,,,তাহলে আমি তাকে ১০ লাখ টাকা দিব,,,,কিন্তু সে থামছিলোই না,, শেষ পর্যন্ত,,যখন বলি ২০ লাখ দিব,,সাথে সাথে ট্রাকটা থামায়,,,ট্রাক ডাইভারটা ট্রাক থেকে মানতেই আমি আর তূর্য বেটাকে মারা শুরু করে দি,,আর কে এসব করতে বলেছে তা জিজ্ঞেস করি,,অনেক মারার পরে সে তোমাদের ৩ জনের কথা বলে,,,জানো খুব কষ্ট পেয়েছিলাম,,ভাবিনি যাকে প্রিয় মানুষ ভেবেছিলাম,, সে শত্রু,,আর যাকে শত্রু ভেবেছিলাম সে প্রিয়,,,,

এতক্ষন সব কথা এক মনে শুনছিলেন মিসেস মুজমাল,,,কেন যেন চোখ থেকে পানি পড়ছে না,,,, শুধু কষ্ট টা অনুভব করছেন,,,নিরা খুব ভালোভাবে বুঝতে পারছে মিসেস মুজমালের অবস্থা,,তাই তার পাশে গিয়ে দাঁড়ায়,,,,তারও কষ্ট হচ্ছে,, এমন সত্যিও তার জানতে হবে,, সে কখনই ভাবে নি,,।।

নিরা মিসেস মুজমালে কাঁধে হাত রাখতেই,,মিসেস মুজমাল নিরাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে,,,তাতে নিরাও তার কান্না থামাতে পারে না,, সে কান্না করে দেয়,,সবার চোখে আজ পানি,,,শুধু আজিজ আর রুমির ছাড়া,,,,একটুও অনুতপ্ত বোধ নেই তাদের,,,হঠাৎ আজিজ বলে উঠেন,,,,

আজিজঃ সব তো জেনেই গিয়েছিস,,তা এখন কি করবি,,,,

নিরবঃ আসল না হলেও,,তুমি আমার বাবা,,,

নিরাঃ আসল মা না হলেও তুমি আমার মা,,,,[ চোখের পানি মুছে ]

নিরবঃ তাই বেশি কিছু করব না,,আমরা তো আর তোমাদের মত পশু না,,,তাছাড়া বিচার করার জন্য আল্লাহ আর আইন আছে,,,তারাই তোমাদের শাস্তি দিবে,,আসলে কি জানো,,আমরা তোমাদের ভালোবেসেছি,,,তোমাদের বিশ্বাস করেছি,,,একটু হলেও তোমাদের কাছ থেকে আদর পেয়েছি,,যদিও সেটা নাটক ছিল,,কিন্তু পেয়েছি তো,,তাই শুধু পুলিশের কাছেই দিব,,,,

নিরবের কথা শুনে আজিজ একটা বিশ্রি হাসি দেয়,,,তারপর নিজের পেন্টের পিছন থেকে একটা গান বের করে নিরবের দিকে তাক করে আর বলে,,,

আজিজঃ কি প্রমাণ আছে তোদের কাছে,,ও-ই ট্রাক ডাইভারটা,, ও আমাকে কিছু করতে পারবে না,, বুঝেছিস কিছু,,,

আজিজ সাহেব আরও কিছু বলতে যাবে,,, তার আগেই নিরব পা দিয়ে আজিজ সাহেবের হাতে একটা কিক মারে,,,ফলে আজিজের হাত থেকে গান্টা পড়ে যেতেই নিরব তা ধরে ফেলে,, তারপর আজিজের দিকে তাক করে বলে,,,

নিরবঃ এতক্ষন অনেক সহ্য করেছি,,এখন আর না,,,কি ভেবেছিস,,তুই অনেক চালাক,,,তুই যতই চালাক হোস,,আমার থেকে বেশি না,,এখানে আসার আগেই আমি পুলিশকে নিয়ে এসেছি,,আর তূর্যের শার্টটা দেখছিস না,,,ও-ই শার্টের ২ নাম্বার বোতামে ক্যামেরা,, আছে,, তুই এতক্ষন যা যা বলেছিস,,আর করেছিস সব রেকর্ড হয়ে গেছে ওইটায়,,বুঝেছিস,,এখন দেখ তোর সাথে কি হয়,,তোরা লেজে তো যাবিই,,কিন্তু ওখানে তোর আমার কথা মত শাস্তি পেতে হবে,,,এতে যত টাকা লাগুক,,আমি দিব,,কিন্তু শাস্তি তুই পাবি,, বুঝেছিস,,,,[ গান্টা আজিজের মাথার সাথে একদম লাগিয়ে ]

তূর্যঃ আফিসার ওনাদের নিয়ে যান,,,,

তারপর পুলিশ রুমি আর আজিজকে নিয়ে যায়,,,রিয়াও নিয়ে যেতে চেয়েছিলো,,কিন্তু নিরা যেতে দেয় নি,,রিয়া তো আর এটা ইচ্ছা করে করেনি,,,তাই ওকে শাস্তি দেওয়াটা হয়তো ঠিক হবে না,,,,

,
,
,
,
#চলবে🌸
এখানে শুধু এটাই বুঝিয়েছি যে অনেক সময় আমরা যাকে ভালো মনে করি,,মাঝে মাঝে তারাই খারাপ হয়,,কিন্তু যাদের খারাপ ভাবি,, তারাই দেখা যায় ভালো,,আর জন্ম দিলেই কেউ বাবা মা হতে পারে না,,,দরকার হয় সুশিক্ষার,,, জন্ম না দিয়েও একজন ভালো মা-বাবা হোয়া যায়,,,[ এটার আবার অন্য মিনিং বাইর করিয়েন না😑😑]যাই হোক,,, ভাইবেন না যে রহস্য ফাস,, তাই গল্পে আর কিছু পড়ার নাই,,,লাস্ট পার্ট যখন দিবো,,,তখন এমন ধামাকা দিবো,,আই গেস,,শেষটা ভালো লাগবে,,,😎😎আর শুনেন,,আমি কিন্তু আজকে ২ পার্ট দিসি,,তাই কালকে যদি গল্প না দি,,তাহলে বকা দিতে পারবেন না হু,,,😒😒যাই হোক,, কেমন লাগিলো,,কহিয়া যান,,,😑😑

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here