তোমাতেই শুরু তোমাতেই শেষ পর্ব -০১

রৌদ্রানীইইইই.. বলে চিৎকারের আওয়াজ শুনেই ঘুম থেকে লাফিয়ে উঠলাম। সামনেই দাড়িয়ে আছে আমার গুনবতী ঢং এর ডিব্বা বান্ধবীগুলো। সুমাইয়া,তনয়া,নিলাশা, মিমি।

তনয়া: ওরে আমার নবাবরাণী আপনি এতক্ষণে উঠছেন?১০ মিনিট ধরে তোকে ডাকছি তোর তো পাত্তায় নাই৷ তুই ঘুমে এতো গাধা কেনোরে রৌদ্রানী?[ কোমড়ে দুই হাত দিয়ে ]

আমি তখন রেগে বললাম, তোদের মতো যার আগুনের লিডার বান্ধবী থাকে সেকি আর ঘুম রাজ্যে শান্তি পায়?[ মুখটা গোমড়ো করে কথাটা বললাম ]
মিমি : তো তোরে কি এক বালতি পানি দিয়ে শুভেচ্ছা জানামো? [ মিমির কথা শুনে সবাই খিলখিল করে হাসছে আর আমি বেচারি রাগে ফুঁসছি।]

সুমাইয়া এর মধ্যে দিয়েই বলতে শুরু করলো,ওই তোরা সবাই এবার থাম। আজকে ভার্সিটির ফার্স্ট ডে তোরা কি সবাই ভুলে গেছিস?
আমি তখন মাথায় হাত আর জিহ্বাটা কামড় দিয়ে বললাম, আরে তাইতো আমিতো ভুলেই গিয়েছিলাম। নীলাশা তনয়া আমার দুই হাত টান দিয়ে বললো, যান মহারাণী ফ্রেশ হয়ে আমাদেরকে উদ্ধার করুন। তোর জন্য যদি আজকেও লেইট হয় তোর বারোটা বাজাবো আমি [ দাঁতে দাঁত চেপে কথাটা বললো নীলাশা ] আমিও তখন চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমরা সবাই একসাথে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আমরা সবাই আজ খুব বেশি এক্সাইটেড কারণ আজ আমাদের ফার্স্ট ডে ভার্সিটিতে।

( চলুন যেতে যেতে আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দেয়। আমি অথৈ জাহান রৌদ্রানী। ২বোন আমরা। বাবা একজন ব্যবসায়ী আর মা একজন গৃহিণী। আর ওইযে আমার এই বান্ধবীগুলো বলতে পারেন একেকজন একেকটা ভালো থাকার কারণ ]

গাড়ি থেকে নামতেই ভার্সিটিতে দৌড়ে চলে গেলো তনয়া। আমি, নীলাশা,সুমাইয়া আর মিমি এখনো গেইটের বাইরেই।
আমি __ দেখছোস? কুত্তীটা আমাদেরকে ফালাইয়াই চইলা গেছে।
সুমাইয়া _ হো ওর জামাই মনে হয় দেখ গিয়ে কলেজের ভিতরে এর জন্যই দৌড়াই গেছে [ মুখ বেংচি দিয়ে ] আমরা সবাই হাহা করে হাসছি কথা শুনে ]

মিমি __ চল ভেতরে যায়।

আমরা সবাই ভেতরে যেতেই দেখছি তনয়া খাটাশের বাচ্চা খাটাশ, শাচ্চুন্নির জামাই, পঁচা আলু,বেটা কানা..এইসব বলে আর কুনুয়ের বালি গুলো ঝাড়তে ঝাড়তে আমাদের দিকে আসছে ] ওর এইসব অদ্ভুত বকা শুনে আমি, সুমাইয়া,মিমি ও নীলাশা একে অপরের দিকে তাকিয়ে আমি তনয়াকে ব্রুু কুচকে বললাম,, কিরে তনয়া কি ব্যপার? আমাদেরকে ছাড়াতো আগেই ভেতরে চলে গেলি এখন এতো সেতো বকা কোন মাছুম বাচ্চাকে দিচ্ছিস? আমার কথা শুনে বাকি সবাই মুখ টিপে হাসছে আর তনয়া বলছে মাছুম বাচ্চা না ছাই..বেটা খাচ্চর একটা।

মিমি __ কি হয়েছে আগে বলতো। তখন তনয়া বলতে শুরু করলো,,

কিছুক্ষণ আগে,,,

তনয়া গেইটের ভেতর ঢুকতেই একটা হ্যান্ডসাম ছেলে ফোনে কথা বলতে বলতে আসছিলো। তনয়াও ব্যস্ত ছিলো নতুন ভার্সিটিটাকে গুটিয়ে দেখায়। তখন ওই হ্যান্ডসাম ছেলেটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই ওই ছেলেটা তনয়ার কোমড়ে ধরে আটকে ফেলে। তনয়া চোখ বুজে ভীরভীর করে কাদো কাঁদো ফেইস নিয়ে বললো,ওমা গো আমার কোমড়টা ভেঙে গেলোগো৷

চলবে..

#তোমাতেই শুরু তোমাতেই শেষ.
#পার্টঃ০১
#Writer:#মারশিয়া_জাহান_মেঘ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here