তোমায় ছোঁয়ার ইচ্ছে পর্ব -০৬+৭

#তোমায়_ছোঁয়ার_ইচ্ছে
#পর্ব_৬
#সুমাইয়া মনি

দু’টি ভ’য়া’ব’হ বি’প’দে’র হাত থেকে র’ক্ষে পেয়েছে মুরাদ।
নয়তো ভুগে ম’র’তে হতো তাকে। কিন্তু সে মনে মনে অপরাধ বোধ অনুভব করছে। তাকে মিথ্যা গার্লফ্রেন্ড বানানো ঠিক হয়নি। ফ্যাক্টরিতে পৌঁছে রাদকে বিষয়টি জানায় লিসা। আহাম্মকের মতো শুধু শুনেছে রাদ। লিসা বাহিরে যাওয়ার পর। মুরাদ পুরো বিষয়টি রাদকে জানায়।
‘গিল্টি ফিল করছিস?’
‘সঙ্গে অপরাধ বোধ কাজ করছে।’
‘কল দিয়েছে সোহানা?’
‘এখনো দেয়নি।’
‘ওয়েট কর।’
‘সব দোষ তোর।’
‘স্যরি!’ মৃদু হেসে বলল রাদ।
‘একদমই হাসবি না।’
রাদ তবুও হাসে। বাহিরে লিসা সবার সঙ্গে পরিচিত হয়ে নেয়। কিন্তু ইসানার সঙ্গে কথা বলে না। আগ বাড়িয়ে কথা বলতে এলেও লিসা গম্ভীর মুখশ্রী নিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদে যখন লিসা রাদের কেবিনে আসে রাদের মাধ্যমে জানতে পারে ইসানা ওর পি.এ। লিসা রাদকে আরো জিজ্ঞেস করে,
‘ওনি কোথায় থাকে?’
‘আমার বাড়িতে।’
‘হোয়াট?’
‘মামনি তাকে আমার পি.এ হিসাবে নিয়োগ দিয়েছেন।’
‘বাড়িতে থাকার মানে কি?’
‘তিনি আমার সার্ভেন্টও।’
‘ওহ! তাকে আপনি বলে সম্বোধন করছো যে?’
‘তিনি আমার এক-দেড় বছরের বড়ো।’
‘আচ্ছা!’ লিসা মনে মনে খুশি হয় বিষয়টি জেনে। যেটুকু মনে সংশয় ছিল ইসানাকে নিয়ে, সেটুকু কেটে গেছে লিসার।
_
‘হেই আপনি আমাকে গার্লফ্রেন্ড বলে সম্বোধন করলেন কেন? আমি তো আপনার গার্লফ্রেন্ড নই।’ ফোনে এক প্রকার চিল্লিয়ে বলল সোহানা।
‘বাঁচার জন্য মিস।’
‘স্পষ্ট করে বলুন।’
‘আমার সঙ্গে যে মেয়েটি ছিল। ওর বকবকানি থেকে রক্ষে পাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি মিস।’
‘হাইরে লজিক। মিথ্যা বলবেন না একদম।’
‘সত্যি বলছি মিস। পুরো বিষয়টির জন্য আমি দুঃখিত!’
‘দুঃখিত মাই ফুট!’
‘দেখা করুন আমার সঙ্গে মিস। ফুড গার্ডেনে আসবো?’
‘এবার বুঝি বউ বলে সম্বোধন করার বাকি আছে?’ মেকি রাগ নিয়ে বলল।
‘বললে খুশি হবেন কী?’ মুচকি হেসে বলল।
‘সেট-আপ! আপনি একটা অভদ্র লোক।’
‘দেখা করে ভদ্রতা শিখিয়ে দিন মিস।’
সোহানা রেগে চুপ করে রয়। কান থেকে ধোঁয়া বের হবার উপক্রম হয়েছে তার।
‘বেশি রাগ হচ্ছে মিস?’
‘আসুন আপনি!’
‘আসছি মিস।’
সোহানা কান থেকে ফোন সরিয়ে খট করে কেটে দেয়। রাগে চোয়াল শক্ত হয়ে আছে তার। অন্যপ্রান্তে মুরাদ হাসে। সোহানাকে রাগান্বিত দেখতে তার বেশ লাগে।
__
রাতে…

ঘড়িতে সাতটা বাজে। রাদ ইসানাকে আগেভাগে বাড়ি যেতে বলেছে। লিসা ও মুরাদ আজ তার বাড়িতেই ডিনার করবে। এজন্য তাকে বাড়িতে ফিরে রান্না করতে হবে। টাইসনকে খাবার দিয়ে রান্নাবান্নার বাদ বাকি সরঞ্জাম গুছিয়ে নেয়। আরম্ভ করে তার রান্নাবান্নার কাজ। এদিকে সোহানা এখনো অপেক্ষা করছে মুরাদের জন্য। কাউন্টারে বসে বার বার গেটের দিকে উঁকি দিচ্ছে। অবশ্য সে চাইছে না এটি করতে। তবুও বারংবার চোখ সেদিকে চলে যাচ্ছে। আধাঘন্টা বাদে মুরাদ রেস্টুরেন্টে পৌঁছায়। আপাতত কাস্টোমার দের ভীড় একটু কম। ম্যানেজারকে বলে সোহানা ছুটি নিয়ে নে। মুরাদকে উপেক্ষা করে বাহিরে এসে দাঁড়ায়। মুরাদ ব্যাপারটি কিছুটা বুঝতে পেরে বাহিরে এসে সোহানার নিকট প্রশ্ন রাখে,
‘বাহিরে এলেন যে মিস?’
‘আপনার সঙ্গে ভেতরে বসে কথা বললে সবাই ভাববে আপনি আমার বয়ফ্রেন্ড। এজন্য বাহিরে এসেছি।’
‘গুড! তবে এখানে দাঁড়িয়ে কী আমরা কথা বলব মিস?’
সোহানা সেকেন্ড কয়েক পর জবাবে বলল,
‘সামনে চলুন।’
‘গাড়িতে বসুন।’
‘একদম না।’ বলে সোহানা হাঁটা ধরল। মুরাদ স্মিত হেসে গাড়িতে বসল। সোহানা ফুটপাত দিয়ে হাঁটছে, মুরাদ ওঁকে ফলো করে আস্তেধীরে গাড়ি এগোচ্ছে। রাস্তার শেষ মাথায় এসে সোহানা থামে। মুরাদ নেমে সোহানার কাছে আসে।
তৎক্ষনাৎ সোহানা রাগী কণ্ঠে শুধালো,
‘মিথ্যে কেন বলেছেন?’
‘রাগবেন না মিস! আমি বলছি। এক ঘন্টা যাবত বকবকানি শুনেছি লিসার। শেষে বিরক্ত হয়ে আপনি আমার গার্লফ্রেন্ড বার্তাটি জানিয়ে ওঁকে নিয়ে চলে গেলাম। বিলিভ মি মিস, গাড়িতে বসেও আমার মাথা অর্ধেক শেষ করে দিয়েছে আপনার বিষয়ে প্রশ্ন করে।’
সোহানা সরু চোখে তাকিয়ে বলল,
‘এটা বলার প্রয়োজন ছিল না।’
‘ঐ সিচুয়েশনে মস্তিষ্ক আমার ফাঁকা ছিল। স্যরি মিস।’
‘ইট’স ওকে! কিন্তু, পরেরবার আপনি আমার সামনে আসবেন না। অনুরোধ রইলো।’
‘জি, ধন্যবাদ মিস।’
সোহানা বিনাবাক্যে চলে যেতে নিলে পিছন থেকে মুরাদ বলল,
‘আসুন মিস বাড়ি পৌঁছে দেই!’
সোহানা হাঁটতে হাঁটতে জবাব দিলো,
‘বাড়ি চিনে রাখার ধান্দা!’
মুরাদ ফিক করে হেসে দেয়। বলে,
‘এতোটাও ছ্যাঁচড় মনে করবেন আমাকে মিস!’
সোহানা জবাব দিলো না আর। হেঁটে মুরাদের দৃষ্টিতে বাহিরে চলে গেলো। মুরাদ গাড়ি নিয়ে বাড়ি ফিরল।
.
ডিনারের সময় বকবক করে বাড়ি মাথায় তুলে রেখেছে লিসা। সকলের সঙ্গে টাইসনও বেশ বিরক্ত। শেষে রাদ বিরক্ত হয়ে লিসার উদ্দেশ্য করে বলল,
‘স্টপ লিসা। টাইসন বিরক্ত হলে তোমায় কাঁ*ম*ড় দিবে।’
লিসা ভীতিকর চোখে টাইসনের দিকে একবার তাকিয়ে বলল,
‘রিয়েলি?’
‘ইয়াহ! এজন্য চুপ থাকো। নয়তো কাঁ*মা*ড়…!’ মুরাদ তাল মিলিয়ে বলল।
‘ও মাই গড, চুপ থাকাই বেটার।’
‘ইয়েস!’ রাদ জবাব দিলো।
ইসানা মৃদু হাসে। মুরাদে মনে মনে বলল,
‘আগে যে কেন বললি না বে*টা!’
.
.
.#তোমায়_ছোঁয়ার_ইচ্ছে
#পর্ব_৭
#সুমাইয়া মনি

সকালে খাবার খাওয়ার সময় লিসা চুপ ছিল টাইসের জন্য।
যদি কাঁ’ম’ড় দেয় এই ভ’য়ে। রাদ লিসাকে চুপচাপ খেতে দেখে অগোচরে বাঁকা হাসে। এরপর নিরবচ্ছিন্ন করে বলে,
‘পাশের এপার্টমেন্টে তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি তোমার কোনো অসুবিধা হবে না লিসা।’
‘আমি এখানে থাকলে কী বেশি অসুবিধা হতো রাদ?’
‘ইউ নো, আমি একা থাকতে পছন্দ করি। শুধু মামনির জন্য..’ বাকি অংশটুকু বলার আগে থেমে যায় রাদ। লিসা বুঝতে পারে ইসানার বিষয়টি। ইসানা রাদের কথাটি বুঝতে পারে। মনঃক্ষুণ্ন হলেও নিজের ভেতরে দমিয়ে ফেলে। লিসা টাইসনকে দেখিয়ে বলল,
‘রাদ টাইসনকে ভেতরে পাঠাও না প্লিজ! কথা বলতে না পারলে দম বন্ধ হয়ে মা’রা যাব আমি।’
রাদ না তাকিয়ে বলল,
‘অভ্যাস করো লিসা। আমি ভাবছি টাইসনকে তোমার ফ্ল্যাটে রাখব ক’দিনের জন্য। বেশি কথা বলার রোগ চলে যাবে।’
‘হোয়াট? তুমি রোগ বলছো এটি?’
‘একা একা কথা বলা বা নিজে নিজে কথা বলা মানসিক রোগ সিজোফ্রেনিয়া বা মুড ডিসওর্ডারের লক্ষণ। ওই রোগীরা অনবরত একা একা কথা বলতে থাকে। তাদের কথাগুলোর মধ্যে তেমন একটা সামঞ্জস্যতা নেই।’
‘হেই আমি মানসিক রোগী নই! আমি তো শুধু তোমাদের সঙ্গে বেশি কথা বলি।’
‘এটা মানসিক রোগের মধ্যেই পড়ে। উদাহরণ সরূপ, তুমি নিজের মতো কথা বলছো। কেউ নাই বা শুনুক কথা চালিয়ে যাচ্ছো। সে যে তোমার ওপর বিরক্ত বোধ করছে। এতে তোমার ভ্রুক্ষেপ নেই। তার মানে হলো, তুমি কথা বলছো। সে তোমার কথা শুনছে না এবং কিছু বলছে না। সো, এটা নিজে নিজে কথা বলা। এক সময় মানসিক রোগীতে পরিনত হবে। আগে থেকে তোমাকে সাবধান করলাম।’ শেষেরটুকু বলে রাদ কোট হাতে বেরিয়ে যায়। লিসা থুতনিতে হাত রেখে ভাবে রাদ আসলে কি বলে গেলো? কারণ তার মস্তিষ্কে এসব বার্তা প্রবেশ করতে অক্ষম।
‘রাদ আমিও আসছি ওয়েট!’ চিল্লিয়ে বলে লিসা তার পার্স নিয়ে বের হয়। ইসানা টাইসনের কাছে ঝুঁকে হেসে বলল,
‘যাক, তোকে দিয়ে একটি কাজ তো হয়েছে টাইসন।’ ইসানার কথা শুনে টাইসন লেজ গুটিয়ে চলে যায়। বিরক্ত হয় ইসানা৷ মাঝেমধ্যে টাইসনের আচরণ ঠিক রাদের মতোই রূপ নেয়। হতেই হবে, রাদের টাইসন বলে কথা!
__
ফুড গার্ডেনে আজ পার্টির আয়োজন করা হয়েছে মাহাতাবুর কোম্পানি থেকে। ডেকোরেশনের কাজ সম্পূর্ণ সোহানার ওপর। সকাল থেকে লেগেছে এখন বেলা বাজে দুইটা। খাওয়ার ফুরসতও মিলেনি তার। চারটায় সম্পূর্ণ কাজ শেষ করে খেতে বসে দুপুরের খাবার। রাতে তাকেও পার্টিতে উপস্থিত থাকতে হবে। ম্যানেজারের নির্দেশে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মোট কতজন আসবে পার্টিতে তার লিস্ট করতে হবে। খাবার খেয়ে বাসায় এসে বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে আসে। নিমন্ত্রণ করা লোকজন ইতিমধ্যে আসতে শুরু করেছে। সোহানার কাজ আরম্ভ হয়।

ইসানা রাদের কাছ থেকে আধাঘন্টার সময় চেয়ে সোহানার সাইকেল নিয়ে বের হয়েছে ওর সঙ্গে দেখা করতে। কল দিয়েও সাড়া না পেয়ে সোহানার বাড়িতে এসেছে সে। কিন্তু তালা ঝুলানো দেখে হতাশ হয়। দরজার সামনে সাইকেল তালাবদ্ধ করে চলে আসে অফিসে। আজ রাদ সহ বাকি কিছু স্টাফদের পার্টিতে যেতে হবে। রাদ, মুরাদ, লিসা নিজেদের পোশাক পরিবর্তন করলেও ইসানা অফিশিয়াল কোট, প্যান্টে রয়েছে। বিষয়টি রাদ স্বাভাবিক ভাবে নিলেও মুরাদ লক্ষ্য করে। এবং রাদকে জানালে সে তেমন পাত্তা দেয় না। মুরাদ এ বিষয়ে লিসার কাছে সাহায্য চাইলে লিসা আপত্তি করে না। কেননা বড়ো হবার সুবাদে ইসানার প্রতি এখন রাত ক্ষোভ নেই। সে নিজের একটি ড্রেস ইসানাকে পড়ার জন্য দেয়। পোশাক পরিবর্তনের জন্য রাদের অনুমতি নিতে চাইলে মুরাদ মানা করে। এতে করে তাকে এক প্রকার বাধ্য হয়ে পড়তে হয়। লম্বা কালো রঙের গাউনটি ছিল ফুল হাতার। প্রথমে বিব্রতবোধ করলেও পরক্ষণে নিজেকে মানিয়ে নেয়। লিসা ইসানার চেয়ে একটু খাটো ছিল। তাই গাউনটি ফিটফাট হলেও একটু শট হয়েছে ইসানার। মেকআপ বিহীন পাশে সিঁথি কে’টে চুলগুলো ছেড়ে বক্ষের সামনে এনে রাখে। ব্যাগ থেকে লাল রঙের লিপস্টিক হালকা ভাবে ঠোঁটে দেয়। নিজেকে আয়নায় দেখে প্রচণ্ড আফসোস হয় তার। বিয়ে পর আর সাজা হয়নি। নিজেকে হালকা সাজসজ্জায় দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। মুরাদের তাড়াহুড়ায় বের হয় সে। রাদ অনেকক্ষণ যাবত মাইক্রোতে বসে অপেক্ষা করছে। গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করার সময় দু একটা রাগী বাক্য বলে রাদ। যখন ইসানার ওপর নজর এলো তখন কিছুটা থমকালো। তাকে আজ ভীষণ সুন্দর লাগছে। কালো রঙের গাউনটি খুব মানিয়েছে তাকে। ইসানা একদম পিছনের সিটে একা বসেছে। গাড়ি চলা থেকে শুরু করে, নামা অব্দি লিসার কথা চালু ছিল। রাদ, মুরাদ বিরক্ত হলেও ইসানাকে লিসার সব কথা শুনতে হয়। মানবতার খাতিরে ইসানা টুকটাক কথা বলেছিল।
রেস্টুরেন্টের নাম দেখে ইসানা খুশি হয়। সোহানার সাথে তার দেখা হবে। ভেতরে প্রবেশ করে রাদের সঙ্গে কিছুক্ষণ থেকে সোহানাকে খুঁজতে আসে। পেয়ে যায় কাউন্টারের পাশে। সোহানা লিস্ট করা বাদ দিয়ে কথায় মগ্ন হয়ে পড়ে।
এক সঙ্গে বসে জুস খাবার সময় মুরাদ উপস্থিত হয়।
‘হাই মিস!’
সোহানা বিনাবাক্য মুখ ঘুরিয়ে নেয়। এরূপ আচরণে মুরাদ ইসানাকে জিজ্ঞেস করল,
‘আপনার বান্ধবীর ঘাড়ে মেবি সমস্যা হয়েছে, ঘুরে গেলো যে?
‘একদম নাহ!’ এক প্রকার চেঁচিয়ে বলল সোহানা।
‘তাহলে কী অটোমেটিক বাঁ দিয়ে ঘুরে গিয়েছে মিস?’
‘কি বলতে চাইছেন?’
‘উত্তর দেওয়াটা ভদ্রতার ব্যাপার-স্যাপার।’
‘হাই বলেছেন, হ্যালে বললাম। হয়েছে?’ হাত তুলে বলল সোহানা।
‘হ্যান্ডশেক বাকি আছে।’ হাত বাড়িয়ে বলল মুরাদ।
‘নো থ্যাংকস।’
‘সম….’
‘বাব্বা! এসেই গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প জুড়ে দিলে মুরাদ।’ লিসা বাক্যটি বলতে বলতে পাশের চেয়ারে বসল।
সোহানা দাঁড়িয়ে গিয়ে বলল,
‘আমি মোটেও তার গার্লফ্রেন্ড নই! ওনি সেদিন মিথ্যে কথা বলেছেন।’
‘থাক! থামো। আর ধামাচাপা দিতে হবে না। বুঝি বুঝি।’
‘ঠেঙ্গা বুঝেন। নেক্সট টাইম আপনি আমার সাথে কথা বলতে আসবেন না মি.মুরাদ।’ মুরাদের উদ্দেশ্যে কথাটা বলে সোহানা চলে গেল। হেঁটে যেতে যেতে বিড়বিড় করে আরো বলল,
‘সেদিন গার্লফ্রেন্ড বানিয়েছে, কখন আবার বউ বানিয়ে ফেলে। আল্লাহ জানে।’
ইসানা ওঠে সোহানার দিকে এগিয়ে যায়। লিসার বকবকানি শুরু হবার আগেই মুরাদ ফোনের বাহানা দিয়ে চলে যাওয়া ধরে। লিসা মুরাদের যাওয়ার দিকে তাকিয়ে বলল,
‘হেই মুরাদ ঠেঙ্গা মানে কি বলো না..। ধ্যাত! সবাই আমাকে ইগনোর করে।’
সোহানা একটু আড়ালে এসে নিজে নিজে একা বাক্যবিনিময় করছে। ইসানা কাছে এসে দাঁড়াতেই সোহানা বলল,
‘আমার সঙ্গে কেন এমন হলো ইসা।’
‘ভালোবাসা মুল বিষয় সোহানা।’
‘না না! সম্ভব না।’
‘আগেভাগে কিছু না বলাই ভালো।’
‘তোকে ধন্যবাদ। আগে থেকে জানানোর জন্য। এখন জড়িয়ে ধর। মনটা খারাপ রে!’
ইসানা মৃদু হেসে সোহানাকে জড়িয়ে ধরল। তৎক্ষনাৎ সোহানা বলল,
‘বাই দ্যা ওয়ে, আজ তোকে সুন্দর লাগছে।’
‘থ্যাংক’স! ড্রেস লিসার।’
‘বকবকানির?’
‘হুম।’ হেসে জবাব দেয় ইসানা।
‘তোর এই লুকে যে কেউ পটে যাবে।’
‘বাদ দে। তোর সঙ্গে সিক্রেট কথা আছে।’
‘রেস্টুরেন্টের ভেতরে কামরা আছে সেখানে যাই।’
‘চল।’

বেশকিছুক্ষণ যাবত রাদ ইসানাকে দেখতে পাচ্ছে না। লিসা, মুরাদকে দেখতে পেলেও ইসানা সেখানে ছিল না। রাদ ইসানাকে কল দিতে গিয়ে দেয় না। রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। পার্টি হচ্ছে বাহিরের ছাদে। প্রথম কামরাটি উপেক্ষা করে রাদ পরের কামরায় নক করে প্রবেশ করে। কারো সাড়া মিলে না। সেটি ছিল ফাঁকা। বের হতে যাবে এমন সময় ওয়াশরুম থেকে ইসানার কণ্ঠ শুনতে পায়। সে বাহিরের দিকে হাত তাক করে না তাকিয়ে বলছে,
‘সোহানা বিছানার ওপরে রাখা প্যাকেটটি দে আমাকে। নিতে ভুলে গিয়েছিলাম।’
রাদ বুঝতে পারে রুমে তার বান্ধবী সোহানা ছিল। সে আগে থেকেই মুরাদের মাধ্যমে জানতে পেরেছে এখানে সোহানা কাজ করে।
‘তাড়াতাড়ি দে!’
রাদ পুরো রুমে একবার নজর বুলায়। কাউকে না দেখতে পেয়ে সে প্যাকেটটি হাতে নিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখে দ্রুত ইসানার হাতে দিকে এগিয়ে দেয়। অজ্ঞাত ইসানা প্যাকেটটি নিয়ে লক করে দেয় দরজা। রাদ রুম থেকে বেরিয়ে যায়৷ ইসানা মিনিট কয়েক বাদে বেরিয়ে আসে। তখনই সোহানা প্রবেশ করে।
‘কোথায় গিয়েছিলি?’
‘তুই ওয়াশরুমে যাওয়ার পরপরই তো স্যারের ডাক পড়লো। যেতে হলো।’
ইসানা কপাল কোঁচকায়। বলে,
‘আবার এসেছিলি?’
‘নাহ! আমি এখন এলাম। কেন বলতো?’
‘তাহলে প্যাকেট কে দিলো?’
‘প্যাকেট?’
‘হ্যাঁ! আমি ওয়াশরুমের ভেতর থেকে তোর কাছে সে’নো’রা’র প্যাকেট চাইলাম। আর তুই দিলি!’
‘আমি তো দেই নি।’ গদগদ কণ্ঠে বলল সোহানা।
‘তাহলে কে দিলো?’ বিস্ময়কর কণ্ঠে শুধালো ইসানা।।
‘ওয়েট! আমি রাদকে বাহিরে যেতে দেখেছি। মানে রেস্টুরেন্টের বাহিরে।’
‘সে এসেছিল এই রুমে?’ হতবিহ্বল হয়ে বলল।
‘কি জানি!’ দু কাঁধ ঝাঁকাল সোহানা।
‘সর্বনাশ! কি করে ফেললাম আমি।’
‘যদি সে দিয়েও থাকে, তাতে কি এমন হলো?’
‘দিয়েছে তাতে সমস্যা নেই। ভেতরের জিনিসটি দেখেছে.. ইশ!’ কপাল চাপড়াতে লাগলো ইসানা।
‘আজকাল এসব ন্যাচারাল। লজ্জার কিছু নেই।’
‘তবুও!’
‘বাদ দে, বাহিরে চল।’
ইসানা মুখে কিছু না বলে সোহানার সঙ্গে রুম প্রস্থান করে। পার্টিতে থাকাকালীন ইসানা লজ্জায় রাদের সঙ্গে কথা বলেনি এবং-কি তাকায়ও নি। এগারোটা নাগাদ তারা বাড়িতে ফিরে। ইসানা টাইসনকে খাবার দিয়ে রুমে যাবার পর আর বের হয়নি। রাদ তাকে ডাকে নি। কফি নিজে বানিয়ে নিয়েছে। তবে ইসানার বানানো কফির মতো হয়নি।
.
.
.
.
#চলবে?

কার্টেসী ছাড়া কপি করা সম্পূর্ণ নিষেধ।
.
#চলবে?

কার্টেসী ছাড়া কপি করা সম্পূর্ণ নিষেধ। নেক্সট পর্ব বড়ো করে দিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here