দায়িত্ব পর্ব ৪

#দায়িত্ব
#পর্ব_৪
#আদরিতা_জান্নাত_জুঁই

শায়েরি বিন্দুকে কোলে নিয়ে দোলনায় বসে দোলছে আর নানা গল্প বলছে…
বিন্দুও শায়েরিকে ঝাপটে জড়িয়ে ধরে আছে… শায়েরি বিন্দুকে দোলনায় বসিয়ে দিয়ে পিছনে গিয়ে দোলনা দোলাচ্ছে… দোলনায় ধাক্কা দিতেই দোলনা সহ বিন্দু কিছুটা দূরে চলে যায়..আর তাতেই বিন্দু খিলখিল করে হাসছে…


শ্রেয়ান শায়েরিকে ফোন করে জিঙ্গেস করে বিন্দু ফিরছে কিনা…?

শায়েরি বলে..
” না এখনো ফিরেনি..তবে কিছুক্ষন পর ফিরবে…
“কি বলছো এখনো বিন্দু ফিরেনি.. অলরেডি এক ঘন্টা হয়ে গেছে বিন্দুর কোচিং শেষ হয়ে গেছে…
“ওয়েট ওয়েট চিন্তার কিছু নেই ও ঠিক সময় মত

এই পযর্ন্ত বলতেই শ্রেয়ান কিছুটা রেগে..
” কি বললে চিন্তার কোনো কারন নেই..?
” হ্যাঁ নেই’ই তো… কারন বিন্দুর সাথে যে ওর মা আছে তাই….
” মানে??
” ম্যাজিক….

বলেই ফোনটা বিন্দুর দিকে এগিয়ে দিয়ে..
” এই নাও তোমার পাপার সাথে কথা বলো…।

বিন্দু ফোন নিয়ে..
” হ্যাঁ পাপা আমরা বাসায় ফিরছি আর মাত্র পনেরো মিনিট..
“কোথায় তোমরা..?
“গাড়িতে বসে আছি..জানো পাপা আজ আমরা অনেক মজা করেছি…
” তাই…কার সাথে মজা করলে শুনি..?

বিন্দুর থেকে কোনো উওর না পেয়ে শ্রেয়ান..
” আচ্ছা আমার মামুনিটার জন্য কি নিয়ে আসতে হবে…?
” কিচ্ছু আনতে হবেনা… আজ আমি আইসক্রিম চকোলেট আরো অনেক কিছু খেয়েছি…
” আচ্ছা লক্ষী মামুনিটা আমার….!



সন্ধ্যার পরে শায়েরি বিন্দুর জন্য নুডলস রান্না করে স্টাডি টেবিলে নিয়ে গেলো…বিন্দু মনোযোগ সহ কারে ম্যাথ করছে… গভীর ভাবে গালে হাত দিয়ে কিছু একটা ভাবছে…
” কি ভাবছে আমার বিন্দু সোনামনিটা…?
“হুমমম ভাবছি এই ম্যাথটা এমন কঠিন কেনো..হচ্ছেই না..
” আমি কি তোমায় হেল্প করবো…??
” না আমি পারবো… আচ্ছা এখানে কি নিয়ে এসেছো..?
” থিংকিং থিংকিং করো…
“ওমমমম ইয়েস নুডলস রাইট..?
“হুমম রাইট..
” এই ম্যাথ তোমাকে একটু নুডলস দেই..তুমি নিজে নিজে সল্ভ হয়ে যাও প্লিজ… তুমি তো জানো এই নুডলস আমি কারোর সাথেই শেয়ার করিনা….

বিন্দুর কথাতে শায়েরি হেসে দেই… নুডলস নিয়ে বিন্দুকে খাইয়ে দেই… বিন্দুকে খাইয়ে দিচ্ছে আর বিন্দুর দিকে তাকিয়ে আছে…. বিন্দুর দিকে এভাবে তাকিয়ে থাকাতে বিন্দু বলে…
“তুমি কি নুডলস খাবে…??

শায়েরি আবারো হেসে দিলো… শায়েরির হাসির মানে না বুঝে বিন্দু জিঙ্গেস করলো…
” তুমি হাসলে কেনো…?
” এমনিতেই আমার বাচ্চা মেয়েটার কথা শুনে…তাড়াতাড়ি খেয়ে নাও তো টিউশন ম্যাম চলে আসবে…
” পাপা আসবে কখন..?
“সেটা তো তুমি ভালো জানো.. হয়তো একটু পরেই আসবে…।

বিন্দুকে খাইয়ে দিয়ে শায়েরি ড্রয়িং রুমে চলে এলো..রাতের খাবার রান্না করে টেবিলে রাখতেছে…
তখন নিলা এসে….
” অলমোস্ট তোমার রান্না শেষ…?
” হুমম.. কিছু লাগবে তোমার…?
” হ্যাঁ চা…
” তুমি বসো আমি নিয়ে আসছি….।

শায়েরি নিলাকে চা দিয়ে নিলার পাশে বসে..
” আপু আজ আমি আমার মতো করে সবার জন্য রান্না করেছি… কাল থেকে তুমি আমাকে গাইড করবে…
” মানে…?
” মানে রান্নায় হেল্প করবে.. সবাই কি পছন্দ করে অপছন্দ করে.. তার থেকেও বড় কথা আমি শুধু ভাত ডাল আর চিকেন এবং মাছ ভাজি.. পাস্তা নুডলস কেক এসব করতে পারি…বাকি গুলো তুমি শিখিয়ে দিবে…

তখনই বিন্দুর টিউশন ম্যাম চলে আসে.. শায়েরি নিলার পাশ থেকে উঠে বিন্দুর ম্যাম এর জন্য চা নিয়ে স্টাডি রুমে গেলো….

শায়েরি কিছুক্ষন বিন্দুর ম্যাম এর সাথে কথা বলে চলে এলো… বিন্দুর ম্যাম
” তোমার নতুন মা কিন্তু খুবব ভালো… তোমায় কিন্তুু খুব ভালোবাসে…।



শ্রেয়ান অফিস থেকে ফিরে রুমে এসে দেখে শায়েরি রুমে নেই… শ্রেয়ান ফ্রেস হয়ে করিডোরে শায়েরির পাশে দাড়িয়ে…
” কি হয়েছে মন খারাপ…?

শায়েরি পিছনের দিকে তাকিয়ে…
” আপনি কখন এলেন…?
” এইতো ফ্রেস হয়ে তোমার পাশে এসে দাড়ালাম… আমার প্রশ্নের উওর কিন্তু পেলাম না…
” কি..?
” মন খারাপ কিনা…?
” একদম না… আজ তো আমি খুব খুশি… আজ অনেকটা টাইম স্পেন্ড করেছি বিন্দুর সাথে…
” তাই… আমাকে মিস করোনি…?
” উহু…
” সত্যিই…?
” হ্যাঁ সত্যিই তো…একবারের জন্যও আপনার কথা মনে পরেনি… আপনি যখন ফোন দিয়েছেন শুধু তখন মনে পরেছে….
” মেয়েকে পেয়ে মেয়ের পাপাকেই ভুলে গিয়েছো… ইট ইজ নট ফেয়ার…
তোমার জন্য একটা জিনিস এনেছিলাম… কিন্তু সেটা পাবেনা কারন তুমি তো আমাকে মিস’ই করোনি….
” কি এনেছেন বলেন না… প্লিজ প্লিজ…
” না বলবোনা… তোমার কোনো একটা প্রিয় খাবার হবে হয়তো…?
” কি বিরিয়ানী…?
” এটা বাদে আর কোনো প্রিয় খাবার নেই..?
” ওমমম আছে তো… চাউমিননননন…?
” হুমম যাই ভাবি কে দিয়ে আসি…
” এই না না… আমি তো আপনাকে এত্তো গুলা মিস করেছি…
দুহাত দুদিকে মেলে দিয়ে…..।
” আচ্ছা বিন্দু পড়া শেষ হোক তারপর আমরা ক্যানডেল নাইট ডিনার করবো…
” হা হা… রাত নয়টায় ক্যানডেল নাইট ডিনার…?
” আরে হাসছো কেনো..? বেশি রাত হলে তো বিন্দু ঘুমিয়ে পরবে…
” ওহহহ হ্যাঁ তাই তো… হ্যাঁ এই টাইম’ই বেস্ট এন্ড পারফেক্ট টাইম….
” আচ্ছা তুমি গিয়ে দেখো বিন্দুর পড়া হয়েছে কিনা..? ততক্ষনে আমি সব এরেন্জ করে ফেলি….।

শায়েরি বিন্দুর স্টাডি রুমে গিয়ে দেখে অলরেডি বিন্দুর পড়া শেষ… নিলার সাথে বসে আছে বিন্দু আর নিয়ান গেমস খেলছে…. শায়েরিকে দেখে নিলা…
” নিয়ান বায়না ধরেছে বিনু আপুর সাথে গেমস খেলবে…বিন্দুর তো পড়া শেষ তাই নিয়ে এলাম..

শায়েরি মুখে হাসি টেনে…
” ভালো করেছো… বিন্দু চলো তোমার পাপা এসেছে… আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে….



বিন্দুকে নিয়ে শায়েরি রুমে এসে… চেয়ার টেনে মাঝ খানের চেয়ারে বসিয়ে দেই… শ্রেয়ান বিন্দুকে আদর করে দেই… তবুও বিন্দুর মুখটা ভার… চারপাশে লাইটলি আলো… যে টুকু আলো সবটাই মোমবাতির আলো….
বিন্দুকে চুপচাপ দেখে শ্রেয়ান..
” কি হয়েছে আমার মা টার…??
” কিছুনা…
” আচ্ছা চলো খাওয়া শুরু করি… না হলে তো ঘুমের রানী ঘুমের রাজ্যে চলে যাবে…..

শায়েরি এবং শ্রেয়ান দুজনেই হেসে দেই…..

শায়েরি হাতে চামচ নিয়ে…
” আমি কিন্তু বিন্দু কে খাইয়ে দিবো..?

শ্রেয়ান..
” না আমি খাইয়ে দিবো..
” হ্যাঁ দিবেন তো..তবে আমি আগে…
” ওকে ফাইন… লেটস স্টার্ট…

শায়েরি বিন্দুর মুখের সামনে খাবার নিতেই বিন্দু শায়েরির হাত ধরে ফেলে…

এভাবে শায়েরিকে বাধা দেওয়াতে..শ্রেয়ান ও শায়েরি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে… কি হচ্ছে বা কি হবে বুঝতে পারছে না…..

চলবে…

[ বানান ভুলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here