দ্বিতীয় বাসর পর্ব ৪৫+৪৬

দ্বিতীয় বাসর(গল্প),পর্ব-৪৫
হাসিনা সাঈদ মুক্তা

মিতালীর কেন যেন মনে হচ্ছিল, সে ঘোরের মধ্যে আছে।
বন্ধন যেভাবে সিনেমার হিরোদের মতো করছে,এটা যে কোন যৌবনা নারীর স্বপ্ন বা আকাঙ্ক্ষা।
ছেলেবেলায় প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে,কোন এক রাজপুত্র পংখিরাজ ঘোড়ায় চেপে তাকে নিয়ে যাবে মেঘ আর পরীর দেশে,এতো রূপকথার গল্পের মতো।
কিন্তু বাস্তবিকই যা ঘটছে,বিশেষ করে বন্ধনকে একটু একটু করে ভালোবাসার পর তার সব স্বপ্ন যেন না চাইতেই সত্যি হয়ে যাচ্ছে।
মিতু প্রায় সাথে সাথেই মাথা নাড়ায়,
“ইয়েস আই লাভ ইউ…..আই লাভ ইউ সো মাচ বাবু’
মিতুর কথা শেষ না হতেই বন্ধন,মিতুকে সজোরে বুকের কাছে টেনে ধরে।
পাগলের মতো এবার একের পর এক মিতুর সারা মুখে চুমু খেতে থাকে স্থির আবেগে..
“আবার বলো না জান?’
“ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি অনেক বেশী!’
বলেই বন্ধনের বুকের পাঁজরটায় মিশে যেতে চায় মিতু প্রবলভাবে।সোহাগের উষ্ণ আবেগে আপ্লুত মিতালী।
স্বামীর উষ্ণ, রোমশ বুকে আপ্লুত কন্ঠে ফোঁপাতে থাকে অবুঝ শিশুর মতো।
“এই কি হলো আবার?কাঁদছো কেন বাবু?’বন্ধনের মমতা।
“আমাকে কথা দেন,কখনো আমাকে ছেড়ে যাবেন না…
মরে যাব তাহলে…’
“কি বলছো এসব,তোমাকে ছেড়ে কই যাবো,পাগল?’
“হ্যা আমি পাগল,আপনার ভালোবাসায়,আদরে আমি এমনই থাকবো,আমাকে কখনো ছেড়ে যেতে পারবেন না আপনি।’
“নিজের আপন বউকে ছেড়ে কেউ যায়?আমার তো ভয় তোমাকে নিয়ে জান?’
“আমাকে নিয়ে আবার কি ভয়?’
“এই যে এখন যেমন তোমার ভালোবাসার মায়াজালে আমাকে বেঁধেছো,যদি কখনো আমাকে ভুলে যাও,আমায় ছেড়ে চলে যাও…’
মিতুই বেশ অবাক হয়, বন্ধনের উৎকন্ঠা দেখে।
“নিঃশ্বাসকে ছেড়ে কেউ যেতে পারে?’মিতুর সহজ স্বীকারোক্তি।
“কি বল্লে মিতু?আমি তোমার নিঃশ্বাস?’
“হুম,আমার নিঃশ্বাস,আমার প্রান,আর আমার দেহে বয়ে বেড়ানো নতুন সত্তার পিতা।’
“উফহ্ আর বলো না,মিতু!এত ভালোবাসো আমাকে?এভাবেই আমার মাথাটা খারাপ করে দিবা তুমি তোমার পাগল করা জাদুতে।’
“কেন আমাকে বুঝি আপনি ভালোবাসেন না?’
আল্লাদি জিজ্ঞাসা মিতুর স্বামীর চোখের দিকে তাকিয়ে।
“বুঝো না।’ফের মিতুর পেটে হাত দিয়ে বলে,
“আমার সোহাগমাখা আদরে টের পাও না,নাকি সব ভুলে গেছো?’
মিতু লাজুক হাসে এবার,
“ভুলে গেসি।’
“আবার মনে করায় দিবো?’
“হুম।’
“চলো ঘরে চলো….’
“না দেখেন না, বাইরে কি সুন্দর জোৎস্না!আর একটু থাকি না।’
জোৎস্নার মায়াবী আলোয় মিতালীর রূপ যেন আরো ফেটে পড়ছে।কি এক মন্ত্রমুগ্ধ মায়া মায়া, মিতুর কথা আচরন এই দুষ্টু হাসি,কখনোবা শিশুর মতো আবদার ক্রন্দন ক্রমশই বন্ধনকে হতবিহবল করে দিচ্ছে।
তার উপর ঝিরিঝিরি হাওয়া,গোলাপ আর গন্ধঁরাজের মিষ্টি সুঘ্রান আরও মাতাল করছে এ মধুর সোহাগমাখা আলিংগনকে।
বন্ধন আর নিজেকে ঠিক রাখতে পারে না।
দুহাতে মিতুর মুখে ভর দিয়ে তীব্র ছোঁয়ায় ওর অধর স্পর্শ করে ফের।
আশেপাশের বিল্ডিং গুলোতে তখনও আলো নেভেনি।
কিন্তু সেদিকে খেয়াল নেই বন্ধনের।
মিতালীর কমলালেবুর মতো ঠোঁটগুলো,ওর গোলগাল গালের দুপাশ থেকে ধরে আস্তে আস্তে সম্পূর্ণ যেন নিজের করে শুষে নিতে থাকে বন্ধন।
এসময় বন্ধনের কি হয় কে জানে,এতটাই গভীর সে মধু আহরন মিতালীর সারা শরীর প্রকম্পিত হয় প্রবল শিহরনে।
বারান্দায় এপাশে ওপাশে কেউ দেখে ফেলার ভয়ে সরিয়ে দিতে গিয়েও পারেনি তার প্রিয় মানুষটাকে আর বাঁধা দিতে গিয়ে।
কি করে পারবে?সে তো বন্ধন?
ভালোবাসার মধুকরি ছোঁয়ায় মিতুকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছে।
“কোন ছাড়াছাড়ি নাই,আজ এভাবেই থাকবো।’
পাগলা হাসি বন্ধনের।
মিতুর সারা শরীর আবারও অবশ হয়ে যায়,ভালোবাসার তীব্রতায়।
ঘুম জড়ানো কন্ঠে মিতু সুধায় বন্ধনকে,
“ঘরে চলেন না….’
“উফহ্ বাবু এখুনি যাচ্ছি আমার সোনা,অনেক আদর চাই তোমার?আজ অনেক অনেক আদর করবো জান….’
“সত্যি?’
“সত্যি।’
মিতুকে কোলে তুলে এবার ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয় বন্ধন।
মিতুর চোখ দুটো নিভু নিভু।
“ঘুম আসছে বাবু?’বন্ধনের জিজ্ঞাসা।
“অনেক ঘুম আসছে,আর শরীরটাও ক্লান্ত লাগছে।’
“ঠিক আছে তুমি ঘুমাও আমি মাথা বুলিয়ে দিচ্ছি।’
“আপনার বুকে ঘুমাবো তো?’ফের আল্লাদিপনা মিতুর।
“আমার বুকে ঘুমালে নিজেও ঘুমাতে পারো না,আমাকেও ঘুমাতে দাও না,তখন তো নিজেকেও ঠিক রাখতে পারবো না….’
“হুম।’
“কি করবো বলো তাহলে,তোমার না ক্লান্ত লাগছে,ঘুমপাচ্ছে?’
মিতু আর কথা বাড়ায় না।
তবে দুহাত মেলে ধরে তার বাহু প্রসারিত করে,বন্ধনের দিকে বাড়িয়ে।
“ওর তো ঘুম পাচ্ছে তাহলে কিসের আহবান হাত বাড়িয়ে….?’বিস্ময় বন্ধনের।
মিতুর সেই আকস্মিক দুষ্টু আচরন আজকাল প্রায়ই বোকা বানিয়ে দেয় বন্ধনকে। (চলবে)নিয়মিত গল্প পড়তে ভিজিট করুন গল্পের ঠিকানা ওয়েবসাইট এবং গল্পের শহর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পান দ্বিতীয় বাসর(গল্প),পর্ব-৪৬
হাসিনা সাঈদ মুক্তা

গতরাতটা দুজন দুজনার কাছে আরও মধুময় হয়ে স্মরনীয় হয়ে ওঠে।
প্রতিদিনকার মতো সকালে ফজরের নামাজের সময়ই টের পেয়ে উঠে পড়ে বন্ধন।
বন্ধনের বুকেই ঘুমিয়ে ছিল মিতালী।বন্ধনের শরীর থেকে আলগা হলেই মিতু ঠিক বুঝে যায়।
বন্ধন উঠতেই,মিতু ওর রোমশ হাতটা পেছন থেকে জাপটে ধরে,ঘুম কাতুরে কন্ঠে বলে,
“কই যান থাকেন না….’
“গোসল করবো সোনা,তুমি ঘুমাও।’
“উহুহ্ আপনার বুকে আর একটু ঘুমাবো তো…’
“আজান দিয়েছে নামাজ পড়তে হবে, এখন ছাড়ো…’
মিতুও উঠে যায় প্রায় সাথে সাথে
“তুমি উঠছো কেন,তুমি ঘুমাও।’বন্ধনের জবাব।
“ওমা আমি বুঝি নামাজ পড়বো না?’
দুজন গোসল করে ফের ফজরের নামাজ আদায় করে নেয়।
বন্ধন তৈরী হয়, বের হবার জন্যে।
মিতালী সুন্দর একটা শাড়ী পড়ে হালকা মিষ্টি রঙের।এরপর টেবিলে নাস্তা দিতে থাকে।
“হালকা রং গুলি ওকে বেশ মানায়,ওকে আরও কিছু এই রঙা কাপড় কিনে দিব।অবশ্য সব রঙেই মেয়েটা অপরূপা….’
টাই বাঁধতে বাঁধতে বন্ধন মনে মনে আওরায় মিতুকে লক্ষ্য করে।
নাস্তার টেবিলে ফলের জুস,বিভিন্ন ফল,ওমলেট করা ডিম,পাউরুটি,মিয়োনিজ ও জেলী স্বামীর টেবিলের সামনে সুবিধা মতো দিয়ে রাখে।
খাওয়া শেষ হলে বিদায় নেয় এবার বন্ধন।
“কই যান এত সকালে?’
“আজ আবার চিটাগাং যাবো সোনা।’
মিতু পুরোই মন ভার করে ফেলে,
“কালই না কক্সবাজার থেকে এলেন,এখন এ অবস্থায় আমাকে ফেলে চিটাগাং কেন যাচ্ছেন?’
“আমাদের ইন্সপেকশন এখনো শেষ হয়নি,ট্রেনিংও চলছে আবার ,কাল না বল্লাম?আর তাছাড়া গতকালও আমার কাজ ছিল,তুমি অসুস্থ এই কথা বলে ফাঁকি দিয়ে এসেছি।’
“তাহলে ওদের বলে দেন আমি এখনো অসুস্থ। ‘
বলেই বন্ধনের বুকে ঢলে পড়ে মিতু।
বন্ধন মিতালীর মুখটা ধরে বলে,
“এমন করে না লক্ষীটি,শোন এইবার বেশীক্ষন ব্যস্ততা থাকছি যাতে আমাদের সোনামনি পৃথিবীতে আসার আগে কাজ কম কম করবো,তোমাদের কাছে কাছে থাকবো।’
“তখনো কাজ করবেন,ছুটি নিবেন না?’
“আরে বোকা আমার কি ছুটি আছে,মেটারনিটি ছুটি পায় তো মেয়েরা…’
“তাতে কি আপনিও তো বাপ হচ্ছেন?আপনাকেও ছুটি দেয়া উচিত।’
মিতুর নাক চেপে বন্ধন বলে,
“হুম পাগলী তুমি এইবার সংসদে এই তফসীল পেশ করো… সবই তো এখন মেয়েদের পাওয়ার তোমার প্রপোজাল গ্র্যান্টেডও হতে পারে।’হেসে জবাব দেয় বন্ধন।
“কবে আসবেন?’
“পরীক্ষা আছে সামনে এখনো এই সপ্তাহটা ব্যস্ত থাকবো,আর শুনো বুয়াকে ফোন করে তোমার কাছাকাছি রেখো,বাবাই বোধহয় চলে আসতে পারে।আর নীবিড় এর যাওয়ার সময় হয়ে যাচ্ছে।ওকে নিয়ে শপিং এ ঘুরে আসতে পারো।’
নীবিড়ের সাথে যে মিতুর কথা কাঁটাকাঁটি হয়েছে,পারুল আর রানুকে নিয়ে নীবিড়ের প্রেম প্রেম খেলা কোন কিছুই এখনো বলেনি মিতালী।
স্বামীর বিদায় বেলায় এখন আর বলতেও ইচ্ছে করছেনা।মিতু কোন প্রত্যুত্তর করে না।চুপ করে থাকে,শুধু চোখ দুটো তার ছলছল হয়ে ওঠে।
বন্ধন বিদায়বেলায় শেষবারের মতো মিতুর কপালে,গালে আর ঠোঁটে আদরের আলতো পরশ বুলিয়ে দেয়।
বন্ধন চলে যাবার পর বুয়াকে খবর দেয় মিতু।বুয়া যথারীতি কাজে নেমে পড়ে।
বন্ধন চলে যাবার পর মিতু আর একটু ঘুমায়, তবে এখন আর ঘুমাতে মন চাচ্ছে না ওর।
গেষ্টরুমটাতে যায়।মাঝে মাঝে এই রুমে নীবিড়ও থাকে,তবে ওর রুমটা আলাদা।
অনেকদিন থেকেই ভাবে মিতু এই রুমটা গোছাবে।তার আগে স্বামীর কিছু ময়লা কাপড় চোপড় নিজের হাতে ওয়াশিং ম্যাশিনে ধুতে নেয়।এর আগে ওয়াশিং ম্যাশিনে কিভাবে কাপড় ধুতে হয় মিতু জানতো না।সৈনিক দেখিয়ে দিয়ে গিয়েছিল।এরপর থেকে মিতুই এখন ধুতে পারে।
সংসারের এই কাজগুলি করতে মিতুর অনেক ভালো লাগে।
রুমটাতে গিয়ে দেখে বড় একটা কাঠের আলমারী।এটা নাকি বন্ধনের মায়ের মানে মিতুর শ্বাশুড়ির।
বুয়াকে দিয়ে আলমারীটা মোছায় মিতু।অনেক ধুলোবালি জমে আছে আলমারীটাতে।মিতু স্নেহের আবেশে আলমারীটা স্পর্শ করে শ্বাশুড়ীর একটা সুঘ্রান পাওয়ার চেষ্টা করে।
তার বাবার বাড়ীতেও অনেকটা এই টাইপের আলমারী আছে,মিতুর মায়ের।সেগুন কাঠের তৈরী।আগের জিনিসগুলো আসলে অনেক ভালো মানের,এগুলো তো আসলে এন্টিক।এখন পর্যন্ত ঘুনে ধরেনি।রং করালে নতুনের চেয়েও নতুন।মনে মনে ভাবে মিতু।
কাঠের আলমারীটা খোলে এবার।
চাবি দেয়া ছিলনা।চাবির ঘরটা নষ্ট ঠিক করাতে হবে।
ভেতরে কিছু জামা কাপড় তাও অগোছালো।
তাতে পুরনো কিছু শাড়ীও দেখতে পায় মিতু।বন্ধন বলছিল,
“পুরনো কাঠের আলমারীতে মায়ের কিছু শাড়ী আছে,তুমি পড়তে পারো।’
“কেয়ার কোন কিছু নেই?’
“তেমন নেই,কেয়া বেশী একটা শাড়ী পড়তো না,তাছাড়া ও মারা যাবার পর নানু ওর বোন মানে আমার শ্যালিকাকে সব দিয়ে দিয়েছিল।’
শাড়ী তেমন একটা নেই।একটা জামদানী,দু,তিনতে কাতান আর দু তিনটা করে কিছু সুঁতি আর জর্জেটের শাড়ী।
” এগুলো হয়তো কেয়ার?’মনে মনে ভাবে মিতু।
আলমারীর ভেতর থেকে একটা অ্যালবাম বের করে পায় মিতালী।
খুব আগ্রহ নিয়ে খোলে এবার।
পুরোনো দিনের অ্যালবাম দেখতে মিতুর ভালোই লাগে।
খানিকটা ধুলোয় জমা,মিতু মুছে নেয় সযতনে।
খুলে দেখে বেশীরভাগ বন্ধনের ছবি।তার শ্বশুর,শ্বাশুরি,বন্ধনেরা তিন ভাই সহ পুরো পরিবারের ছবি।তার শ্বাশুরি সেইরকম সুন্দরী।বন্ধন পুরোই তার মায়ের চেহারা পেয়েছে।
নানুর একটা ছবি দেখে হাসতে হাসতে মরে যায় মিতু।
সানগ্লাস পড়া চুলের বেনীটা ধরে হাস্যকর ভংগীতে ছবি তুলেছে সে।
“বুড়ীটা তাহলে আগে থেকেই পাকনা?’মনে মনে আওরায় মিতু।
বন্ধনের বেশ কিছু ছবি দেখে এবার।
খেলায় অংশ গ্রহন করেছিল বন্ধন।স্পোর্স্টস টি শার্ট পড়া মৃদু হাস্যেজ্জ্বল,গ্রুপের সবগুলো ছেলেদের ভিতর সবচেয়ে আকষর্নীয়,সুদর্শন যুবক আর কেউ নয়।এ যে তার বন্ধন।
বয়সটা বোধহয় তখন ত্রিশ কি বত্রিশ।
সুঠাম দেহ,মাথা ভরা ঘন চুল।অবশ্য এখন অনেক সুন্দর,কিছুটা কার্লি ঘন চুল বাবুর।
“এত সুন্দর ছিলেন আপনি?উফহ্ কি লাগছে আপনাকে?মাশাআল্লাহ।’
মিতু ফের তার পেট স্পর্শ করে তার সোনামনিকে বলে,
“দেখো ছোটবাবু তোমার আব্বুটা কত্ত সুন্দর?’
বন্ধনের আরও কিছু সিংগেল ছবি দেখে অভিভূত মিতু।
“বাবু বোধহয় আগে থেকেই সানগ্লাস পড়তে ভালোবাসে?’আবারও বিড়বিড় করে মিতু।
কিছু ছবি নিজের কাছে রাখে মিতু।একান্তে দেখবে আর ছোটবাবুকে নিয়ে ভাববে বলে।
পৃষ্ঠা উল্টায় মিতালী। এইবার দেখে বন্ধনের বিয়ের ছবি।
কেয়াকে প্রথমবারের মতো দেখে মিতালী।ও মারা যাবার পর নানু নাকি ওর ছবি গুলো সরিয়ে দিয়েছিল।তবে সব সরাতে পারেনি।
“বেশ সুন্দরী কেয়া।’
তবে বোধহয় আগে থেকে রোগা পাতলা ছিল মনে মনে ভাবে মিতু।
অ্যালবামের একেবারে শেষের দিকে পৌঁছে যায় মিতুু।
হঠাৎ একটা মহিলার ছবি।সানগ্লাস পরিহিতা,গাঢ় লিপষ্টিক লাগানো,ওয়েষ্টার্ন ড্রেস পড়া।তার টি শার্টের উপরের দুটা বোতাম খুলে রেখে তার যৌবনের দিকে দৃষ্টি আকর্ষন করার চেষ্টা।গালে আবার হাত দেয়া বড় বড় নোখে নেইলপেইন্ট আর আংগুলে নানা রকম আংটি।দেখে মনে হয় চলিশশের উপরে বয়স।
“এই মহিলা আবার কে?’
ছবিটা বের করে পেছনে দেখে মিতু প্রচন্ডরকন অবাক হয় সে।
ছবির পেছনে ইংলিশে কয়েকটা কথা লেখা,হার্টের সিম্বল দেয়া,তাতে লিপষ্টিকের দাগ দেয়া ঠোঁটেরও স্পর্শ!
“আই লাভ ইউ বাবু…মাই হার্ট অনলি বিট ফোর ইউ
ইউর জান, ওয়ান এন্ড অনলি পাপিয়া💘’
পুরোই থতমতো খেয়ে যায় মিতু,
ছবিটা হাতে নিয়ে এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে ফের আর কিছু লেখা আছে কিনা তা দেখার জন্যে।
“কে এই পাপিয়া?বাবুকে কেন আই লাভ ইউ বলেছে?কি সম্পর্ক এর আমার বাবুর সাথে?'(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here