পথে হলো দেরি পর্ব ১৬

#পথে_হলো_দেরি
#নুশরাত_জেরিন
#পর্বঃ১৬

,
,
মুগ্ধ চলে গেলেও ইরা নিচে নামেনা।
সে রেলিং ধরে দাড়িয়ে থাকে।বাইরের প্রকৃতি দেখে।খোলা হাওয়ায় তার খোলা চুল এলোমেলো ভাবে দোল খায়।
শৌখিন হুড়মুড় করে এসে ইরার পেছনে দাড়ায়।ইরার আশেপাশে চোখ বুলায়।
আর কাউকে দেখতে না পেয়ে শান্ত হয়ে দাড়ায়।
খোলা চুলগুলো মুখের পরতেই শৌখিন আরও এগিয়ে যায়।
পেছন থেকে ইরার কোমড়ে হাত রেখে জাপটে ধরে।চুলে নাক ডোবায়।
ইরা হঠাৎ কারো গভীর স্পর্শ পেয়ে চমকে ওঠে।
সে এতক্ষণ মুগ্ধর কথা ভাবছিলো।আচমকা এমন কান্ডে সে ভড়কে গেছে।
দুহাত দিয়ে পেছনের মানুষটার হাত ছুটানোর চেষ্টা করে।
মোচড়ামুচড়ি করে খুব।
কিন্তু ব্যার্থ হয়।ওমন শক্ত সামর্থ পুরুষকে হটানো ইরার কর্ম নয়।
ইরা ব্যার্থ হয়ে কেঁদে ফেলে।
ডুকরে ওঠে।
মনে হয় কে না কে তাকে এতো গভীর ভাবে ছুয়ে আছে?
শৌখিন ইরার কান্নার শব্দ পেয়ে ইরাকে দ্রুত ছেড়ে দাড়ায়।
ইরাকে সোজা করে দাড় করিয়ে মুখটা তুলে দুহাত দিয়ে আঁজলা করে ধরে।
বলে,

—কি হয়েছে ইরা?কাঁদছিস কেনো?

ইরা শৌখিনকে দেখে হুট করেই কান্না থামায়।চোখমুখ কুঁচকে তেড়ে আসে।বলে,

—আপনি আমায় এইভাবে ধরেছিলেন?আপনি ছিলেন পিছনে?

হুট করে ইরার মুড পরিবর্তনে শৌখিন ভ্যাবাচেকা খায়।কিছু সময় আগেই যে মেয়েটা কাদছিলো সে মুহুর্তেই এমন রনচন্ডি রুপ ধারন করতে পারে শৌখিন ভাবতেও পারেনি।
সে বলে,

—হ্যা আমিই তো।নয়তো আর কে ধরবে তোকে?
আমি ছাড়া আর কারো তোর উপর অধিকার নেই।

—আপনারও নেই।

শৌখিন থতমত খায়।ইরা এমন কিছু বলবে সে ভাবতে পারেনি।বলে,

—সত্যি নেই?

শৌখিনের কথার ইরা জবাব দেয়না।সে ভাবনায় মশগুল হয়।মিতালি থাকতে ইরার সাথে শৌখিন এমন অদ্ভুত ব্যবহার কেনো করছে তা ইরার মাথায় ঢোকেনা।শৌখিন তো মিতালিকে ভালবাসে,তাকে বিয়েও করবে।
তাহলে এসবের মানে কি?

শৌখিন কথা ঘুরায়।বলে ওঠে,

—তোর সাথে এখানে আর কে ছিলো রে?

—কেনো?

—কে ছিলো সেটা আগে বল?

—তা দিয়ে আপনার কি কাজ?

শৌখিন বিরক্ত মুখে তাকায়।সে খবর পেয়েছে ইরা আর একটা ছেলে ছাদে গল্প করছিলো।তাই শুনেই চটজলদি ছুটে এসেছে শৌখিন।
কিন্তু এসে তো ইরা ছাড়া আর কাউকেই পেলোনা।
তবু শৌখিনের ধারনা ইরার সাথে রিফাত ছিলো।ছেলেটা আজকাল ইরার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকে।কেমন অন্যরকম ব্যবহার করে।
শৌখিনের যা একেবারেই সহ্য হয়না।
সে ইরার উত্তরে সন্তুষ্ট হয়না।
রাগে মাথা দপদপ করে তার।
তবু চেষ্টা করে যথাসম্ভব রাগ কন্ট্রোল করার।
বলে,

—তোর সাথে একটু আগে এখানে রিফাত ছিলো তাইনা?

—থাকলেও আপনার কি তাতে?

শৌখিন ইরার দিকে এগিয়ে আসে।
হাত আকড়ে ধরে।
চোখে চোখ রাখে।ইরা দ্রুত চোখ নামিয়ে নেয়।
শৌখিন বলে,

—আমার কি জানিস না?

ইরা মাথা নাড়ে।সে জানেনা।
জানতে চায় ও না।
শৌখিন আরও শক্ত করে হাত টেনে ধরে।
বলে,

—কেনো জানিস না?কেনো জানতে চাসনা?কেনো বুঝিস না তুই কিছু?
কেনো বুঝতে চায়ছিস না?

ইরা ছলছল নয়নে তাকায়। বলে,

—আপনি আমার সাথে কেনো এমন ব্যবহার করছেন বলুন তো?

—তুই কি সত্যিই বুঝতে পারছিস না?

ইরা চোখ বোজে।শৌখিনের চোখে চোখ রাখার সাধ্য তার নেই।সে চোখে গভীর আকুলতা মেশানো।
কি যেনো আছে সেই চোখে।তাকালেই ডুবে মরতে হবে।

সে কাঠকাঠ গলায় বলে,

—মিতালি আপু কি জানে এসব?

শৌখিন চমকে তাকায়।তার হাতের বাধন আলগা হয়ে যায়।
ইরা সেদিকে তাকিয়ে আবার শৌখিনের চোখে চোখ রাখে।
বলে,

— অন্তত কারো সাথে বিশ্বাসঘাতকতা টা করবেননা।
সে ভালবাসে আপনাকে।আর আপনি ও তো…

কথাটা পুরো করে না ইরা।তার গলা আটকে আসে।নিজের স্বামী অন্য কাউকে ভালবাসে,কথাটা কি সহজে বলা যায় নাকি?কষ্ট হয়না?

শৌখিন বলে ওঠে,

—তুই মিতালির কথা জানতিস?

ইরা মাথা দোলায়।
শৌখিন আবার বলে,

—আমার কথাটা শোন,আমি তোকে বলছি সবটা।

কথা শেষ হয়না,তার আগেই মিতালি এসে দাড়ায়।
তার চোখমুখ ফোলাফোলা লাগে।
সে ইরার দিকে তাকিয়ে বলে,

—ইরা?তোমাকে শাম্মি ডাকছে।

ইরা কথাটা শুনে নিচে নামে।পিছুপিছু মিতালিও আসে।
সে শৌখিনের সামনে থাকতে চায়না।মুখোমুখি ও হতে চায়না।
সিড়ি বেয়ে ইরা আগে নামে।পিছে নামে মিতালি।
মিতালির মনে ভয়ংকর ইচ্ছে বাসা বাধে।পেছন থেকে ইরাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার এক প্রবল ইচ্ছে জন্মায় তার মনে।
হাত দুটো সামনেও বাড়ায়।
পরক্ষনেই পিছিয়ে আসে।
নিজেকে ধিক্কার জানায়।
কি ভয়ংকর ভাবনা ভাবছে সে?কাউকে মেরে ফেলার ভাবনা কি করে আসে মাথায়?
মিতালি চুল খামচে ধরে।সিড়ির উপর ধপ করে বসে।
তার মাথা কাজ করছেনা।
কেমন ছন্নছাড়া লাগছে নিজেকে।
কেমন একা একা।মাথা নিচু করে চুপচাপ বসে থাকে মিতালি।
ইরা ততক্ষণে শাম্মির রুমে চলে গিয়েছে।

,
দুহাত দিয়ে মুখ ঢেকে বসে আছে মিতালি।
সামনে মুখ বরাবর কেউ টিস্যু সহ হাত এগিয়ে ধরে।
মিতালি অবাক নয়নে তাকায়।
সেদিকে দেখে মুগ্ধ হাসে।
পাশ ঘেসে সিড়ির উপর বসে পরে।বলে,

—নাকের জলটা মুছে নেও।

এতো কষ্টের মাঝেও মিতালির হাসি পায়।
সে ফিক করে হেসে ফেলে।
বলে,

—আপনি সময় অসময় বোঝেন না তাইনা?সবসময় এমন ফাজলামো করেন?

মুগ্ধ আরো গা ঘেসে বসে।শান্ত গলায় বলে,

—বুঝি না কে বললো?বুঝতে তো চাই।

মিতালি ফট করে উঠে দাড়ায়।সে মুগ্ধর মনের ভাব বুঝতে পারে।
সে তো আর বোকা মেয়ে না।চলে যেতে চেয়েও পারেনা।
হাতে টান লাগে।
মুগ্ধ হাত টেনে ধরেছে।
মিতালি পিছু ঘুরে হাত ছুটানোর চেষ্টা করে।
মুগ্ধ আর শক্ত করে টেনে ধরে।
কন্ঠে আকুলতা আসে তার। বলে,

—এই হাতটা ধরার অধিকার দেবে শ্যামলতা?দেবে সে সুযোগ?
ভালবাসবো খুব,কথা দিচ্ছি।

মিতালি তাচ্ছিল্য মাখা হাসি হাসে।
বলে,

—কিছুদিন পর এ কথা থাকবে না।

—থাকবে, বিশ্বাস করো।

—বিশ্বাস? আবার?পারবোনা আমি।কিছুতেই দ্বিতীয়বার ঠকতে পারবোনা।
কিছুতেই না।

আমার হাত ছাড়ুন।

মুগ্ধ হাত ছেড়ে দেয়।মনে মনে প্রতিজ্ঞা করে,
সে মন জয় করবে মিতালির।তার বিশ্বাস অর্জন যে করতেই হবে।
নিজে বাঁচতে হলে তার শ্যামলতা কে চাই।

🌸🌸🌸

বাড়ি ফিরে ইরা রেহেনা বেগমের রুমে যায়।
তার খোঁজখবর নিতে।দরজার কাছে দাড়িয়ে নক করে।
রেহেনা বেগম খাটে আধশোয়া হয়ে ছিলেন।ইরাকে দেখে বলেন,

—কে?ইরা?আমার কাছে এসে বস।

ইরা,ধীরপায়ে এগিয়ে আসে।
ফুপুর পাশে চুপটি করে বসে।
তার মনে আজ ঝড় বইছে। উথাল পাথাল ঝড়।সে ঝড়ে এলোমেলো হয়ে যাচ্ছে ইরা।
সে শৌখিনকে চায়,অবশ্যই চায়।
শৌখিনের চোখেও আজকাল ইরাকে পাবার আকুলতা দেখা যায়।
কিন্তু মিতালি?
শৌখিন যে তাকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে?
ইরার শুকনো মুখের দিকে তাকিয়ে রেহেনা বেগম ইরার মাথায়,হাত দেন।
বলেন,

—কোন কিছু নিয়ে চিন্তায় আছিস?

ইরা মাথা নাড়ে।সে এসব কথা ফুপুকে বলতে পারবেনা।নিজের চিন্তা অন্যকারো ঘারে দেওয়া ইরার পছন্দ না।

রেহেনা বেগম আবার বলেন,

—তোদের চিন্তার অবশান হবে দ্রুত।আমি নিজে সে ব্যবস্থা করছি।

ইরা অবাক হয়।চিন্তার অবশান হবে?কিভাবে?কি ব্যবস্থা করেছে ফুপু?

,

,
চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here