পুতুল খেলা পর্ব -০২

#পুতুল_খেলা
#পর্বঃ২
#লেখিকাঃদিশা মনি

রিপ্তি রুমের মধ্যেই বন্দি অবস্থায় ছিল।সে শুধু একটা উপায় খুঁজছিল এখান থেকে বের হওয়ার। আচমকা কেউ এসে দরজাটা খুলে দেয়।

রিপ্তি চকিত হয়ে তাকাতেই দেখতে পায় মুনিয়া এসেছে। মুনিয়া দরজাটা আটকে রিপ্তির কাছে আসে। ফিসফিসিয়ে বলে,
‘তুমি এখনো এই বাড়িতে পড়ে আছ কোন লজ্জায়? সিরাজ তো আমায় বলেছিল বিয়ের পরই তোমাকে বের করে দেবে।’

‘আমার কোন ইচ্ছা নেই এখানে থাকার। ওরাই আমাকে এখানে বন্দি করে রেখেছে৷ জানি না ওরা আমার কাছে আর কি চায়৷ আমাকে এত কষ্ট দিয়ে, আমার জীবন নিয়ে পুতুল খেলা খেলেও কি ওদের শান্তি হয়নি? এখন কি আমায় একেবারে শে’ষ করে দিতে চায়?’

‘শোন আমি সতীনের সাথে সংসার করব এত মহান নই। তাই বলছি বেরিয়ে যাও এই বাড়ি থেকে।’

রিপ্তি দীর্ঘ শ্বাস নিয়ে বলে,
‘আমিও চাই এই বাড়ি থেকে চলে যেতে। কিন্তু কিভাবে যাব?’

মুনিয়া কিছুক্ষণ চুপচাপ কিছু ভাবে।

‘তুমি এখানে একটু দাড়াও আমি কোন ব্যবস্থা করছি। তোমাকে বের করার দায়িত্ব আমি নিচ্ছি।’

কথাটা বলে মুনিয়া বের হয়ে যায় রুম থেকে। রিপ্তি তার ফিরে আসার অপেক্ষা করতে থাকে।

‘এই নাও আমার বিয়ের শাড়িটা পড়ে নাও। আর তোমার শাড়িটা আমাকে পড়িয়ে দাও। এই শাড়িটা পড়ে মুখ ঢেকে বাইরে যাবে। সিরাজকে বলে রেখেছি। ও কোন একটা বাহানায় তোমায় বাইরে দিয়ে আসবে। তোমাকে দেখে সবাই ভাববে তুমি মুনিয়া। কেউ কিছু বলতে পারবে না আর।’

রিপ্তি মুনিয়ার কথামতো তাই করে। যদিও মুনিয়াকে তার একটুও ভালো লাগে না। এই মেয়ের জন্যই তার সংসার ভেঙে গেছে। আজ এই মুক্তির স্বাদের জন্য তবুও সে মুনিয়ার কাছে কিছুটা হলেও কৃতজ্ঞ থাকতে চায়।

রিপ্তি মুনিয়ার বিয়ের বেনারসি শাড়ি পড়ে নেয়। মুনিয়ার কথামতো বাইরে আসে। সিরাজ বাইরে দাড়িয়ে ছিল৷ রিপ্তিকে দেখে বলে,
‘এই সময় আম্মু রান্নাবান্নায় ব্যস্ত। মোর্শেদ বাইরে গেছে। এটাই সঠিক সময় চলো এখান থেকে।’

রিপ্তি একবার সিরাজের দিকে তাকায়। সিরাজের শরীরে অনেক আঘাতের দাগ। বোঝাই যাচ্ছে মোর্শেদ এই অবস্থা করেছে।

‘কি হলো দাড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি। আমি সবাইকে বলেছি মুনিয়ার কিছু দরকারি কাজে বাইরে যাব। তুমি চুপচাপ না থেকে চলো আমার সাথে।’

রিপ্তি সিরাজের সাথে যায়।

সিরাজের সাথে রিপ্তিকে গাড়িতে উঠতে দেখে ফেলে কেউ একজন। রিপ্তির মুখ থেকে ঘোমটা সরে যাওয়ায় রিপ্তিকে চিনতে তার ভুল হয়না।

‘তুমি যেখানেই যাও, যতই পালানোর চেষ্টা করো, ঘুরেফিরে এখানেই আসতে হবে। তোমার শেষ গন্তব্য হবে এই বাড়ি।’
৩.
‘তোমার বাড়ি এসে গেছে। নামো এখন।’

সিরাজের কড়া গলার কথা শুনে রিপ্তি থতমত খায়। নিজেকে সামলে নিয়ে বলে,
‘নামছি। আপনাকে তো মুক্তি দিয়েই দিয়েছি। এখন আর রাগ দেখাতে হবে না।’

রিপ্তি গাড়ি থেকে নামামাত্রই সিরাজ গাড়ি ঘুরিয়ে নেয়। রিপ্তি দীর্ঘ শ্বাস ফেলে বলে,
‘এই লোকটার মনে আমি কখনো ছিলাম না, আমিও কখনো ওনাকে সেভাবে মেনে নেইনি। কিন্তু ছিলেন তো উনি আমার স্বামী। এই কারণেই হয়তো এখন এতটা কষ্ট হচ্ছে আমার।’

রিপ্তি বাড়ির দিকে পা বাড়ায়। সিরাজ গাড়ি চালাতে চালাতে বলতে থাকে,
‘তোমার জীবন নিয়ে পুতুল খেলা হয়েছে রিপ্তি। তুমি জানো না আসল সত্য কি। তোমার সাথে এতদিন যা হয়েছে তার ষোল আনাই ছিল নাটক। তুমি যেটাকে সত্য ভেবেছিলে সেটাই সবথেকে বড় মিথ্যা।’

রিপ্তির পা যেন আর চলছিল না। আজ কতদিন পর এই বাড়িতে পা রাখল। ১০ মাস আগে যখন চাচী জোরপূর্বক বিয়ে দিল তারপর থেকে আর এইমুখো হয়নি। অথচ এই বাড়িটা তার বাবা নিজের হাতে তৈরি করেছিল।

মা-বাবার একমাত্র মেয়ে ছিল রিপ্তি। তার বাবা একজন সচ্ছল ব্যক্তি ছিল। তার অনেক জমিজমা আর এই বিশাল বাড়ি ছিল। সেখানে তার চাচা বলতে গেলে তাদের ভরসাতেই ছিল। এই কারণেই তো রিপ্তিকে বিদায় করে পথের কা’টা দূর করে। এখন রিপ্তির বাবার সব সম্পত্তি তার চাচা-চাচীরা ভোগ করছে।

রিপ্তি এতদিন চাইলেও কিছু করতে পারে নি কারণ ঐ বাড়ি থেকে এখানে আসতে দিত না। রিপ্তিরও অবশ্য কোন ইচ্ছা ছিল না এখানে আসার কারণ তার মা-বাবাই যখন আর বেচে নেই তখন আর কেন আসবে?

তবে এখন রিপ্তি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার নিজের অধিকারের জন্য লড়াই করবে। চাচা-চাচীর কাছ থেকে তাদের প্রাপ্য বুঝে নেবে। রিপ্তি নিজেকে শক্ত করে নেয়। এখন তাকে শক্ত হতে হবে। নরম মাটি থাকলে সহজেই যে কেউ কষ্ট দিতে পারে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের যম। এবার রিপ্তি সেই পথই বেছে নেবে।

রিপ্তি কলিং বেল বাজায়। কেউ দরজা খোলে না। রিপ্তি টানা তিনবার কলিং বেল বাজানোর পর শুনতে পায় তার চাচী ছকিনার গলা,
‘কে রে কানের মাথা খাচ্ছিস। আসছি তো।’

দরজা খুলে রিপ্তিকে দেখে থতমত খেয়ে যায় ছকিনা। তোতলাতে তোতলাতে বলে,
‘তু,,,তুই হঠাৎ এতদিন পর এ,,লি যে।’

‘কেন চাচী? এখানে কি আসতে মানা?’

‘তা কেন হবে? আয় ভেতরে আয়। তোরই তো বাড়ি।’

‘হ্যা ঠিক বলেছ। এটা আমারই বাড়ি। আমার বাবা এই বাড়িটা তৈরি করেছে। তাই এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আমার আছে।’

‘বিয়ের পর শ্বশুরবাড়িই তো মেয়েদের সব।’

‘আর ডিভোর্সের পর?’

রিপ্তির প্রশ্ন শুনে ছকিনা হতবাক হয়ে যায়। অজানা ভয়ে তার বুক কেপে ওঠে।

৪.
মোর্শেদের সামনে দাড়িয়ে আছে মুনিয়া,সিরাজ ও সিতারা বেগম। মোর্শেদ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে।

‘আজকাল তোমাদের খুব সাহস বেড়েছে তাই না? আমার কথা না শুনে রিপ্তিকে বের করে দিলে। ভালো খুব ভালো। এত বড় দুঃসাহস যখন দেখিয়েছো তখন তো তোমাদের উপহার দিয়ে হবে।’

সিতারা বেগম কিছু বলতে গেলে মোর্শেদের চোখ রাঙানি দেখে আর কিছু বলতে পারে না। সিরাজ বলে,
‘একটা বাইরের মেয়ের জন্য নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিস। আর কি করা বাকি রেখেছিস তুই? এখন কি আমাকে মে’রে ফেললে তোর শান্তি হবে?’

মোর্শেদ রেগে সিরাজের গ’লা চে’পে ধরে। সিতারা বেগম, মুনিয়া মোর্শেদকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। মোর্শেদের শরীরে আজ যেন পা’শবিক শক্তি এসে গেছে। মোর্শেদ এত জোরে সিরাজের গলা ধরেছিল যে আরেকটু হলেই নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার জোগাড়।

সিতারা বেগম কোন উপায়ান্তর না পেয়ে শেষপর্যন্ত মোর্শেদের মাথায় লা’ঠি দিয়ে আঘাত করে তাকে দূরে সরিয়ে দেয়। সিরাজ হাফ ছেড়ে বাচে।আরেকটু হলেই হয়তো মরে যেত।

মুনিয়া বিচলিত হয়ে যায়,
‘তুমি ঠিক আছ তো?’

‘না ঠিক নেই। এই পরের ছেলের জন্য,,,,,’

‘সিরাজ,,,’

সিতারা বেগমের হুংকারে চুপ করে যায় সিরাজ। সিতারা বেগম তেড়ে আসেন।
‘তোকে কতবার বলেছি না ভুলেও এই কথা বলবি না। তোর আব্বুর অবস্থা দেখ কিভাবে বিছানায় পড়ে আছে। এখন কি তুই নিজেরও একই অবস্থা করতে চাচ্ছিস? আমার জন্যই তুই এখনো বেচে আছিস কথাটা মনে রাখিস। এভাবে চললে আমিও আর বেশিদিন তোদের আগলে রাখতে পারবো না।’

সিরাজ দমে যায় তার মায়ের কাছে। সিতারা বেগম সযত্নে মোর্শেদের মাথা কোলে তুলে নেয়।

‘আমাকে ক্ষমা করে দিস বাবা। তোকে থামানোর এছাড়া আর কোন উপায় ছিল না।’

মোর্শেদ নিভু নিভু চোখে বলে,
‘তোমায় আমি বিশ্বাস করি আম্মু,,,,তুমি ঠিক করেছ। আরেকটু হলে আমি কোন বড় অপরাধ করে ফেলতাম। বড় ভাইয়া হয়তো,,,,’

মোর্শেদ জ্ঞান হারিয়ে ফেলে। সিতারা বেগম চোখের জল ফেলে।

রিপ্তি তার চাচা-চাচীর সামনে বসে আছে। দুজনের মুখেই ভয়।

‘তোমরা এতদিন ধরে খুব ভালো কেয়ার টেকারের কাজ করেছ। এবার আমার আব্বুর সব সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও।’

‘তুই কিন্তু আমাদের অপমান করছিস।’

‘গলা নামিয়ে কথা বলো চাচী। আমার মুখের উপর কথা বলার সাহস দেখিও না। মনে রেখো যেই বাড়িতে দাড়িয়ে আছ সেটা আমার আব্বুর।’

ছকিনা মনে মনে বলে,
‘তোর ছটফটানি কিভাবে বন্ধ করতে হবে আমার জানা আছে। দেখ আমি কি করি।’
চলবে ইনশাআল্লাহ ✨

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here