পুতুল বউ পর্ব -০৯+১০

#পুতুল_বউ
#Afxana_Junayed
#পর্ব_৯

ঘর থেকে বের হয়ে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাঠতে থাকে পুতুল!এই পথমবার বাড়ির ভেতরে এসেছে সে,না না প্রথমবার না এর আগেও তো এসেছিলো যেদিন সামিরের কাছে ধরা খেয়েছিলো।কিন্তু সেদিন তো আর এই বাড়ির সৈন্দর্যর দিকে নজর রাখে নি।বাহিরটানা যত সুন্দর ভেতরটা আরো সুন্দর,বাড়ির প্রায় বেশ খানিকটা যায়গায় কারু কাজের ছবি প্রিন্ট করা!এবং তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেখানে তিনটার মতো ছবি দেওয়া আছে,তার একটায় আবার শিনচেন এর ও ছবি আছে,এর আগে কি কেও এই ঘরে থাকতো?কেও কি হুদা হুদা এগুলো লাগাবে নাকি!

এগুলো ভাবতে ভাবতে সিঁড়ির রেলিং ধরে হাঠছিলো পুতুল!হঠাৎ পেছন থেকে কেও ঝড়ের গতিতে এসে তার আগে নেমে গেলো,হঠাৎ এমন হওয়ায় ভরকে যায় পুতুল।দু হাত দিয়ে রেলিং ধরে অন্যপাশ হয়ে মৃদু চিৎকার দিয়ে চোখ খিচে নেয়।সামির পেছনে তাকিয়ে পুতুলকে এমন অবস্থায় দেখে দু সিঁড়ি উপরে উঠে বলে,

-are you ok?

পুতুল পিট পিট করে চোখ খুলে তার ঠিক এক সিঁড়ি নিচে সামিরকে দেখে!নিজের মাথা দ্রুত গতিতে উপর নিচ করে যার অর্থ “সে ঠিক আছে”। সামির আর কোনো প্রতিত্তোর না করে সিঁড়ি দিয়ে নেমে যায়।পুতুল বুকে থু থু দিয়ে বড় শ্বাস নিয়ে সেও নিচে নেমে যায়।

সিঁড়ি পাড় করতেই সামিয়া আসে পুতুলের সামনে,তাকে নিয়ে ডাইনিং টেবিলে যায়,সেখানে সামিরো বসে আছে আর সাথে তার বাবা ফায়াজ।পুতুল ফায়াজকে দেখে সালাম দেয়,ফায়াজ মুচকি হেসে সালামের উত্তর নিয়ে কুশল বিনিময় করে পুতুলকে চেয়ারে বসতে বলে,পুতুলও সামিয়ার সাথে বসে যায়।খাবার সার্ভ করা হলে সামির মাথা নিচু করে খেতে লাগে,পুতুলের অনেক অস্বস্তি ফিল হচ্ছিলো তাই জড়সড় হয়ে বসে একটু একটু করে খাচ্ছিলো।পুতুলকে দেখে সামিয়া বুঝে যায় যে সে খুব নার্ভাস তাই খাওয়ার মাঝেই সামিয়া হাসিমুখে বলে,

-পুতুল নার্ভাস হয়ো না,এখানে আমরা সবাই তোমার আপন।তোমাদের বাড়ির সবার মতো আমরাও তোমার বাবা মা ভাই এর মতোই,কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের জানাবে।আর আমাদের তো কোনো মেয়ে নেই যে তোমার সাথে ফ্রেন্ডলি সারাক্ষণ থাকবে,তবে আমাকে তুমি তোমার ফ্রেন্ড ভাবতে পারো জানিনা কতটুকু তোমার মনের কথা বুঝতে পারবো রাখতে পারবো তাও আমাদের সবাইকে তুমি আপন করে নাও দেখবে সব ইজি লাগবে,আর আমার ছেলে সামির! সামিরকেও তুমি তোমার ভাই এর মতোই দেখতে পারো,সামির আমার সাথে যেমন ফ্রি তোমার সাথেও তাই হবে দেখো!

এতক্ষণ খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে তাকিয়ে সামিয়ার কথা শুনছিলো পুতুল!উনি এতো কনফিডেন্স নিয়ে কথা বলছে যা শুনে পুতুলের বুকের পাথরটা হালকা সরে যায়।সামিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা দুলায় অর্থাৎ “সে মানিয়ে নিতে পারবে” পুতুলের ইশারা বুঝে সামিয়া আর ফায়াজও হাসে,সামিয়া পুতুলের কাধে হাত রেখে বলে,”,এইবার খাও” পুতুলও বিনা বাক্যে খেতে থাকে,,এদিকে সামির খাচ্ছে কম প্লেটের দিকে তাকিয়ে আছে বেশি।তার মায়ের সব কথা এতক্ষণ সে শুনেছে,তবে বার বার নিজেকে পুতুলের ভাই বলে সমন্বয় করাটা ঠিক পছন্দ হয় নি তার।একটা গার্লফ্রেন্ডের বয়সী মেয়ে তার মা বাবাকে,মা বাবার মতো দেখবে ঠি আছে,তাই বলে কি তাদের ছেলেকেও ভাই হিসেবে দেখবে নাকি আজব!

খাওয়া দাওয়া শেষ হলে একটু রেস্ট নিয়ে ছাদে সামিয়ার সাথে গল্প করতে থাকে পুতুল!টেবিলে তিনটা হুমায়ূন আহামেদ এর বই আছে,আরেকটা সামিয়ার হাতে।সামিয়া নাকি ছোট বেলা থেকেই বই পড়তে ভালোবাসে,এর আগে অনেক বই প্রেমিদের কথা শুনেছে পুতুল।কিন্তু আজ পর্যন্ত স্কুলের বই ছাড়া বাহিরের কোনো বই পড়া হয় নি তার।বই এর পচ্ছদ গুলো দেখে খুব ভালো লাগে তার,তারো পড়তে মন চায় কিন্তু একটু গিলটি ফিল হওয়ার কারনে বইটা আর হাতে নেয় না।সামিয়া মন দিয়ে চোখে চশমা লাগিয়ে বই পড়ছে,পুতুল এদিক ওদিক তাকাচ্ছে,এখান দিয়ে কালো গোলাপ গাছটা পুরো পুরি দেখা যায়,তার দিকেই তাকিয়ে আছে সে,সেই সময়ে ছাদে টি শার্ট আর থ্রি-কোয়াটার প্যান্ট পড়ে আসে সামির।এই সময়ে মা আর পুতুলকে এখানে আশা করে নি সামির।তুবও একবার ছাদে এসে আমার ঘুরে নিচে যাওয়াটা বেমানান লাগে তাই সে কোনো দিকে না তাকিয়ে ছাদের অন্যপাশের রেলিং এ গিয়ে দাঁড়ায় যেখানে কালো গোলাপ গাছ আছে,,

সামিরকে ছাদে আসতে দেখেই পুতুল চোখ নামিয়ে নেয়,, সামিয়াও সামিরের উপস্থিতি টের পায়,তাই পেছন থেকে ডেকে বলে “সামির আয় এখানে আমদের সাথে গল্প কর” সামির না চাইতেও মায়ের কথা রাখার জন্য তাদের পাশে গিয়ে বসে,পুতুল মাথা নিচু করে ফেলে,,সামির বসে টেবিল থেকে একটা বই নিয়ে পড়তে থাকে,পুতুল ভালো করে চেয়ে দেখে বইটির নাম ‘নবনী’ যেখানে লেখা হুমায়ূন আহামেদ এর প্রেমের উপন্যাস!পুতুল মনে মনে ভাবে “বাবাহ উনি আবার প্রেমের উপন্যাস ও পড়ে নাকি?” সামির একদম শেষের পেইজের আগের পেইজ থেকে পড়তে থাকে, পুতুল ভাবে,’সে কি উল্টা পড়ছে নাকি আগে থেকেই পড়া ছিলো যতটুকু বাকি ছিলো তা এখন পড়ছে’

পুতুলের ভাবনার মাঝেই সামিয়া হাতের বইটা বন্ধ করে টেবিলে রেখে চোখের চশমা খুলে পুতুলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে,

-বোর হচ্ছো?

পুতুল গভীর ভাবনায় থাকায় প্রথমে সামিয়ার কথা বুঝতে পারে না,কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে যখন কথার ধ্বনিটা বুঝতে পারে,তখন চটজলদি করে মাথা এদিক ওদিক করে যার অর্থ ‘সে বোর হচ্ছে না’।সামিয়া হালকা হেসে বলে,

-ও আচ্ছা,বই পড়া হয় কখনো?

পুতুল আবার আগেই নেই মাথা নাড়ায় যে ‘সে কখনো বই পড়ে নি’

-হ্যা তুমি তো এখনো ছোট,তবে বই পড়বে মাঝে মাঝে বই পড়বে।তাতে মন ও মস্তিষ্ক দুটোই ফ্রেশ থাকবে।

পুতুলের উত্তর দেওয়ার আগেই সামিয়া আবার বলে উঠে,

-আমি শুনেছিলাম পুতুলের নাকি ফুলের রাজ্য আছে,তা সেই ফুলের রাজ্য এখন কে দেখবে শুনি?

বাড়ির কথা মনে পড়তেই পুতুলের আবার মন খারাপ হয়ে যায়!পুতুল মাথা নিচু করে দু হাত নাড়াতে থাকে,সামিয়া বুঝতে পারে সে পুতুলের মন ভালো করতে গিয়ে মন আরো খারাপ করে দিয়েছে তাই পুতুলের কাধে হাত রেখে বলে,

-আরে পাগলি মন খারাপ করে না সব ঠিক হয়ে যাবে,তুমি এখন আমাদের দায়িত্বে আছো যদি এখন মন খারাপ করে থাকো তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগবে,প্লিজ মামুনি একটু হাসো নাহলে কিন্তু আমি রাগ করবো হুম!

সামিয়ার এমন আহ্লাদী স্বরের কথা শুনে পুতুল হাজারো মন খারাপের মাঝে ফিক করে হেসে দেয়।যখন সে শুনেছিলো এমপির বউ খুব শিক্ষিত তখন সে ভেবেছিলো অনেক অহংকার থাকবে!তার রুপের কোনো শেষ নেই কেউ দেখলে বলতেই পারবে না তার এত বড় একটা ছেলে আছে,সামিরো তার মার বহি রুপ!একদম একি রকম সৌন্দর্য পেয়েছে,এখনকার জেনারেশনে এরকম মানুষ পাওয়া খুবি কঠিন,কি সুন্দর কথা বার্তা ভাবনা।সব যেনো মন কেরে নিচ্ছে পুতুলের।

এতক্ষণে সামিরের বই পুরোটা পড়া শেষ।সেও বইটা টেবিলে রাখে,সামিয়া পুতুলের হাসি দেখে সেও হাসে,পুতুলের হাত ধরে বলে,

-আমি কি তোকে তুই করে বলতে পারি?

-জ্বী জ্বী আন্টি অবশ্যই!

-কি তুই আমাকে আন্টি বললি?আমাকে দেখে কোন দিক দিয়ে আন্টি মনে হয় বল?

পুতুল আবার হেসে দেয়,পাশ থেকে আলিয়া মানে এ বাড়ির ছোট কাজের মেয়ে শয়তানির ছলে বলে উঠে,

-আফা আপনার ছেলেকে এখন বিয়ে দিলে কয়দিন পড় নানি হয়ে যাবেন আর আপনি বলতাছেন

আর কিছু বলতে পারলো না তার আগেই সামির তার দিকে তাকিয়ে বলল, “তুই চুপ থাক,চা দিতে এসেছিস দিয়ে যা” আলিয়া আর কিছু না বলে চা দিয়ে দৌড়ে চলে যায়।

সামিয়া আবার কিছুক্ষণ হাসে সাথে পুতুলো!সামির ট্রে থেকে চা নিয়ে খেতে থাকে,সামিয়া হাসতে হাসতে বলে,

-আচ্ছা পুতুল চা টুকু খেয়ে নে,তারপর তোকে আমাদের বুক শেল্ফ দেখাতে নিয়ে যাবো।যেটা আমি এবং সামির দুজোনে যত্ন করে অনেক আগে থেকে তৈরী করেছি!এতদিন তো সামির দেশের বাহিরে ছিলো তাই আমি দেখাশোনা করেছি।

“এ বাড়িতে আবার বুক শেল্ফও আছে?তাও আবার সামিরের!ওমা না না আমি যাবো না ওই কালো গোলাপের মতো আবার এটার জন্য দড়ি দিয়ে বাধবে নাতো?”

পুতুল ভয়ে ভয়ে চায়ের কাপ মুখে নিয়ে সামিরের দিকে তাকায়,সামিরো তার দিকে তাকিয়ে ছিলো পুতুল তা দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়,সামির পুতুলের ভয়ার্ত মুখ দেখে হালকা হাসে।
পুতুলের খাওয়া শেষ!সামিয়াও নিজের সম্পুর্ন চা শেষ করে কাপটা টেবিলে রেখে,সামির ও পুতুলকে উদ্দেশ্য করে বলে,

-তো চলো তোমরা শেল্ফে যাওয়া যাক।

সামির কিছু না বলে আগে আগে হাঠতে লাগে সামিয়া আর পুতুল একসঙ্গে।করিডরে আসতেই সামিয়া সামিরকে বলে,

-সামির তুই পুতুলকে নিয়ে ভেতরে যা,আমি তোর বাবাকে বলে আসছি।পুতুল তুই সামিররের সাথে যা আমি এক্ষুনি আসছি।
বলেই কাউকে কিছু না বলতে দিয়ে সামিয়া চলে যায়।পুতুল ভয় পেয়ে যায়,এখম যদি সামির তাকে একা পেয়ে দড়ি দিয়ে বাধে?

কথাটা মনে পড়তেই চোখ খিচে দাঁড়িয়ে যায় পুতুল!সামনে থেকে সামির বলে ওঠে,

-ভয় নেই আমার সঙ্গে এসো দড়ি দিয়ে বাধবো না।

পুতুল অবাক হয়ে যায় সামিরের দিকে তাকিয়ে দেখে সে অলরেডি হাটা শুরু করে দিয়েছে।পুতুল আস্তে আস্তে সামিরের পিছে পিছে যেতে থাকে।যেতে যেতে সবার শেষের একটা ঘরের সামনে গিয়ে থামে,পুতুলো পা চালানো বন্ধ করে দেয়।সামির চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢুকে,পুতুলো যায়।পুতুল ভেতরে গিয়ে খুব অবাক হয়,চোখ চক চক করে ওঠে।চারো দিকে বিভিন্ন ডিজাইনের সেল্ফের উপর শুধু বই আর বই।জীবনের প্রথম এতো গুলো বই একসাথে দেখলো সে,লাইব্রেরিটা একদম পরিস্কার।কোনো ধুলোবালি নেই,হয়তো সবসময় গুছানো হয়,

হাঠতে হাঠতে পুতুল অন্য সাইডে চলে যায়।হঠাৎ মনে হয় পায়ে কিছু বাজছে,সে এতো বেশি পাত্তা না দিয়ে হাঠতে থাকে।হঠাৎ সামনে দেখে দৌড়ে দুটো ইঁদুর আসে,তা দেখে পুতুলের চোখ বড় বড় হয়ে যায়,ইঁদুর গুলি তার দিকেই তেড়ে আসছে,পুতুল আম্মু বলে চিল্লিয়ে দেয় এক দৌড়।সামির পুতুলের চিৎকার শুনে এদিকেই আসছিলো,তার আগেই ধুম করে তার বুকের সাথে কিছু একটা লাগে,তাকিয়ে দেখে পুতুল!আকস্মিক এমন দ্রুত বাড়ি খাওয়ায় বুকে বেশ খানিকটা ব্যথা পায় সামির।কপালে ভাঝ এনে ধকমের স্বরে পুতুলকে জিজ্ঞেস করে,

-কি হয়েছে?

পুতুল কপাল ধরে পিছিয়ে যায়,তখন আবার পেছনের সেল্ফের সাথে পায়ে বাড়ি খায়,পুতুল ভার গিয়ে পড়ে ওই ছোট সেল্ফটাতে ফলে পেছন থেকে ওটা পরে যতে নেয়,পুতুল ওখান থেকে না সড়ে চিৎকার দিয়ে ওঠে,সেল্ফটা পুতুলের উপরে পড়ার আগেই সামির পুতুলকে সেখান থেকে সড়িয়ে আগলে নেয়।পুতুল ভয়ে সামিরের টি শার্ট শক্ত করে ধরে রাখে।

উপর থেকে এতো শব্দে দৌড়ে আসে সামিয়া ফায়াজ আর কিছু স্টাফ এসে বইয়ের এমন ছড়াছড়ি আর পুতুল সামিরকে এমন অবস্থায় দেখে সবাই বেশ অবাক হয়।সামির পুতুলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মায়ের কাছে দিয়ে সব খুলে বলে।সামিয়া পুতুলকে আকড়ে রাখে,পুতুল এখনো ভয়ে কাপছে।সে এক পা উচু করে আছে,হয়তো খুব ব্যথা পেয়েছে,সামিয়া পুতুলকে আশ্বাস দিয়ে বলে,

-কিচ্ছু হয় নি মা দেখো তুমি ঠিক আছো ভয় পেয়ো না।সামির তুই পুতুলকে কলে করে ঘরে নিয়ে যা ও পায়ে হয়তো ব্যথা পেয়েছে।

সামির মায়ের কাছ থেকে পুতুলকে পাজ কোল করে ঘরে নিয়ে যায়।যেতে যেতে বলে,

‘ইডিয়েট ইঁদুর দেখে কেও এমন ভাবে দৌড় দেয়,আমি না থাকলে তো ইঁদুরের মতো ম’রে ভেটকায় থাকতে’

পুতুল কিছু বলে না সামিরের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকে।
#পুতুল_বউ
#Afxana_Junayed
#পর্ব_১০

আলিয়া পুতুলের পায়ে বরফ ধরে বসে আছে,শেল্ফের একদম কোনায় বাড়ি খাওয়ায় পা একদম ফুলে লাল হয়ে যায়।ফর্সা পায়ে তা যেনো একদম স্পষ্ট, পুতুল যন্ত্রণায় চোখ বন্ধ করে আছে কিন্তু একটু টু শব্দও করছে না।পুতুলের এমন নির্বিকার থাকার ভঙ্গি দেখে সামির বেশ অবাক হয়!তখন তার মনে পরে যে পুতুলের বাবা বলে ছিলো

‘পুতুল ব্যথা পেলে তা প্রকাশ করে না বা কোনো প্রতিক্রিয়াও করে না,নিজের কষ্ট নিজেই ভোগ করে’

সামির দীর্ঘ শ্বাস নিয়ে তার ঘর থেকে একটা মলম আর একটা স্প্রে এনে আলিয়াকে দেয় পুতুলের পায়ে লাগানোর জন্য।আলিয়া তার পরনের ওড়না দিয়ে পুতুলের পা মুছে আঙুলে মলম লাগিয়ে পুতুলের পায়ে আস্তে আস্তে দিতে থাকে,মলম দেওয়ার সঙ্গে সঙ্গে পুতুলের পা খুব জ্বালাপোড়া করতে থাকে,পুতুল এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে।যা চোখ এড়ায়না সামিরের তাই সে বলে,

-আলিয়া এখন স্প্রেটা লাগিয়ে দে তাহলে আর জ্বালাপোড়া করবে না!

আলিয়া মলম লাগিয়ে তার উপর স্প্রে করে বিছানা থেকে উঠে যায়।আলিয়া উঠতেই তার পাশে সামিয়া এসে বসে পুতুলকে হালকা করে ধরে বলে,

-দুঃখীত মা আমাদের বাসায় প্রথমদিন এসেই তুমি হার্ট হলে,আমি সামিরকে আচ্ছা করে বকে দিয়েছি তোমাকে ঠিক মতো গাইড না করার জন্য প্লিজ আম্মু তুমি রাগ করো না।

-না না আন্টি এতে আপনাদের কোনো দোষ নেই আমি তো ইঁদুর দেখে ভয় পেয়ে দৌড় দিতে গিয়ে পড়ে গিয়েছি,আর একটু ব্যথা পেয়েছি ও কিছুনা ঠিক হয়ে যাবে।প্লিজ আমার জন্য আপনারা অনুতপ্ত হবেন না আমার খুব খারাপ লাগবে।

-আরে পাগলি মেয়ে,আচ্ছা তুই রেস্ট নে কোনো দরকার হলে অবশ্যই আমাদের জানাবি আর মনে কর এটা তোর বাড়ি যখন যেখানে খুশি যেতে পারিস কাউকে প্রয়োজন হলে আমাকে বা সামিরকে নিয়ে যাস কেমন!

পুতুল স্মিথ হাসে,সামিয়া কিছুক্ষণ পুতুলের পাশে থেকে চলে যেতে যায়,শুধু রয়ে যায় সামির!সবাই চলে যেতেই ঘরে নিস্তব্ধতা ছেয়ে যায়,সামির এখনো কেনো যাচ্ছে তা চিন্তা করছে পুতুল!সামির পুতুলের বেডের কাছে এসে একবার পায়ের দিকে নজর দেয়,পুতুল তা দেখে পা টা একটু গুটিয়ে নেয়!সামির সেখান থেকে দৃষ্টি সরিয়ে প্যান্ট এর পকেট থেকে কিছু একটা বেড় করে পুতুলের মুখের সামনে ধরে,পুতুল সামিরের হাতের জিনিসটা দেখে একবার নিজের দু পায়ের দিকে তাকায়,যেখানে এক পায়ে রুপার বানানো লম্বা সুতার মতো পায়েল,আরেক পা খালি!পুতুল আবার সামিরের হাতের দিকে তাকিয়ে বলে,

-এটা তো আমার কোথায় পেলেন?
-শেল্ফের তারকাটার সাথে বেজে হয়তো পা থেকে ছিড়ে গিয়েছে,ওখানেই পেয়েছি।এটার হুকটা বধোয় ছুটে গেছে,পায়েলটা রেখে দাও পড়া দরকার নেই।

পুতুল হাত বাড়িয়ে সামিরের হাত থেকে পায়েলটা নিতে যায়,,কিন্তু তখনি সামির তার হাতটা পেছনে নিয়ে নেয়,পুতুল হা করে তাকিয়ে থাকে সামিরের দিকে।সামির হালকা হেসে পুতুলের আরেক পায়ের দিকে ইশারা করে বলে,

-এই পায়েরটা কি এভাবেই রাখবে?

পুতুল বুঝতে পারে সামির তার সাথে ইয়ারকি করছে,তাই সে একটা দীর্ঘশ্বাস নিয়ে আরেক পায়েটা খুলতে থাকে,কিন্তু পারছিলোনা।একেই হুকটা খুব টাইট করে লাগানো ছিলো তার মধ্যে সেই পায়েই ব্যথা পেয়েছে,তাই বেশি জোরাজোরি করে খুলতে পারছিল না এই নিয়ে অনেকবার খোচাও খেয়েছে।অনেক্ষন চেষ্টা করার পর যখন পায়েল খুলতে ব্যার্থ হয় তখন সামির পুতুলের পা ধরে পায়েল খোলার জন্য,

কারো হাতের শীতল স্পর্শ পেতেই পুতুলের সারা শরীরে শিউরে ওঠে,চোখ বড় বড় করে সামিরের দিকে তাকিয়ে পা সড়িয়ে নেয়।পুতুলের এহেন কান্ডে সামির ভ্রু কুঁচকে তাকায়,

-কি হলো?

-আমার পায়ে হাত দিচ্ছেন কেনো?

-তোমাকে সাহায্য করার জন্য এমনিতেও যেভাবে টানাটানি করছো পায়ে তো আরো ব্যথা পাবে,

-না থাক দরকার নেই আমি পারবো!

-হু,,,হ্যাঁ পারবে বলেই তো এতক্ষণ ধরে শুধু টানা টানি করে যাচ্ছো!এখন বেশি কনফিডেন্স না নিয়ে আমাকে খুলতে দাও,এমনিতেও এর আগের বার আমি তোমাকে পায়ে বেন্ডেজ করে দিয়েছিলাম।

পুতুল আর কিছু বলে না,সামির আলতো করে পুতুলের পা থেকে পায়েলটা খুলে দেয়,,তাতে সামিরের হাত পুতুলের পায়ে একটু ছোয়া লাগে নি।এমনি কি কোনো ব্যথাও পায় নি,সামির পায়েল খুলে সেটা হাতে নিতে নিতে বলে,

-এটা কি পা নাকি আস্ত কা’টাছে’ড়ার রাস্তা?পুরো পা জুড়ে কা’টা ছে’ড়ার দাগ!আর এতো দেখছি তোমার পা এর মুখের কোনো মিল নেই,মুখ কেমন সাদা আর পা কত কালো।অন্য সব মেয়েদের মতো তুমিওকি মুখে ক্রিম মেখে সাদা হয়েছো নাকি,পায়ে মাখার জন্য টাকা পাওনি।আর ওই ছেলেটার নাম কি জানি,ও হ্যা ইমন!ওই ইমন তোমার মধ্যে কি দেখে প্রেমে পড়লো?

সামিরের এরকম জলজ্যান্ত মিথ্যা কথা শুনে পুতুল হা হয়ে যায়,যেখানে সবাই বলে তার মুখের থেকে হাত পা বেশি ফর্সা আর পরিস্কার সেখান সে বলে কিনা মুখ সাদা পা কালো?পুতুল বুঝতে পারে সামির এখন তার সাথে ইয়ার্কি করছে,তাও নিজের তেজটাকে আটকে রাখতে না পেরে চোখ ছোট ছোট করে বলেই ফেলল,

-আমাকে কি আপনার মতো ভাবেন নাকি?আমি সবসময়ের মতো নেচরাল সুন্দর এমনকি আমার মুখ আর পা এর মধ্যে কোনো তফাৎ নেই!আর আমার পায়ের এইসব দাগের জন্য এক মাত্র দায়ি আপনি।আপনার জন্যই আমি ব্যথা পেয়েছি,তাও একবার না তিন তিন বার।

-বাচ্চাদের মতো এমন ছুটাছুটি করলে তো ব্যথা পাবেই,যাই হোক এখন বলো এই পায়েল গুলো কোথায় রাখবে?

-আমার কাছে দিন আমি রেখে দিবো।

-না তুমি বলো কথায় রাখতে হবে,

-ওই আলমারিতে একটা টিনের বাক্স আছে সেখানে রাখুন।

সামির আর কোনো প্রতিত্তোর না করে আলমারি খুলে টিনের সেই বক্সটা খুলে,যেখানে ছোট ছোট অনেক কিছু রাখা আছে,আছে তার দেওয়া সেই ছোট্ট চিরকুটটা,সামির চিরকুটটা হাতে নেয়,একবার লেখাগুলো পরে মুচকি হাসে, সে তো ভেবেছিলো এটা বলার পরেও এই মেয়ে গোলাপের পিছু ছাড়বে না,কিন্তু সত্যি সত্যি তাই করলো।

-বাবাহ এটা এখনো এখানে রেখে দিয়েছো?তাই তো বলি মেয়ে এখন আমার ফুল এতো সুন্দর ফুটে কেনো!এতোদিন তো কারো নজর লেগেছিলো তাই ফুলগুলো সুস্থ হয়ে ফুটছিলো না,যাক এই উছিলায় তাহলে আমার গাছটা রক্ষা পেলো।

-হু আমার কি খায়া দায়া কোনো কাজ নেই নাকি যে আমি আপনার ওই ফালতু গাছের দিকে তাকিয়ে থাকবো?আর যদি নজর দিয়েই থাকি তাহলে তো নিজের আপন আন্টির পেটের ভাইয়ার গাছেই নজর দিয়েছি এতে কারো সমস্যা।

-এই এই একদম ভাইয়া বলবে না বলে দিলাম।

-তো কি ছাইয়া বলবো নাকি?

-তাও একটু মানাবে,তবে ভাইয়া না,,,,,

পুতুল এইবার পেয়ে যায় সুযোগ তাই হাত নাড়িয়ে নাড়িয়ে মনের আনন্দের বলতে থাকে,

-আপনার মা মানে আমার সামিয়া আন্টি যদি আমার মা হয়,আপনার বাবা যদি আমার বাবা হয়,তাদের ভাই যদি আমার মামা চাচা হয়,তাদের বন্ধু বান্ধুবি মানে আমার আপন বাবা মা যদি আমার বাবা মামা হয় তাদের ছেলে মানে প্রণয় যদি আমার আপন ভাই হয়,তাহলে সে হিসেবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি আমর ভাই সিম্পল!

সামির বুঝতে পারে পুতুল এখন তার সাথে মজা করছে,তার করা ইয়ার্কির সব ঝাল এখন সে উঠাতে যাচ্ছে,এইসব শোনার চেয়ে এখান থেকে চলে যাওয়া ভালো তাই সেই বক্সটা আবার আলমারিতে রেখে বলে,

-তোমার এইসব আজাইরা লজিকহীন বক বক শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই!

-সত্যি কথা বললে সবারি আগ্রহ চলে যায়।

-জ্বী আপনি অনেক সত্যি কথা বলেন।ধন্যবাদ!

-সেটা আবার বলতে?কার বোন দেখতে হবে না,,

পুতুলের কথা শুনে সামির আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়,,সামির যেতেই পুতুল দীর্ঘ শ্বাস নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পরে,
“এখনি বাড়ির কথা মনে পড়ছে।সবাইকে কিভাবে ছেড়ে এক অচেনা বাড়িতে আসতে হয়েছে,না জানি এখন সবাই কি করছে।এখন বাসায় থাকলে এতক্ষণ ভাইয়ার সাথে কতবার ঝগড়া লেগে যেতো,আমি কেঁদে কেঁদে বাবার কাছে নালিশ করতাম বাবা ভাইকে আচ্ছা মতো বকে দিতো।আমার এই অবস্থা শুনলে ভাবি চিন্তায় আমার পাশে বসে বসে সেবা করতো।মা একটু পর পর এসে বকে গিয়ে আবার নিজেই আদর করতো।কিন্তু এখন সে একা,সেই কালকেই তো পুরো পরিবার নিয়ে কত মজা করে কেক কাটলো সবাই এক সাথে বসে খাবার খেলো।আর আজ তার কোথায় এসে মানিয়ে নিতে হচ্ছে হা!”

চলবে..!

{

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here