প্রণয় বর্ষণ পর্ব -০৭

#প্রণয়_বর্ষণ (৭)
#বোরহানা_আক্তার_রেশমী
__________

রুদ্র সোজা শেখ বাড়িতে আসে। হন্তদন্ত পায়ে বাড়ির মধ্যে ঢুকতেই দেখতে পায় লিভিং রুমে বসা শাহাদাৎ শেখ, রামিয়া আর স্পর্শীর দাদী। স্পর্শ কান্না করতেছে। রামিয়া থামানোর চেষ্টা করলেও কিছুতেই থামাতে পারছে না। রুদ্র ভ্রু কুঁচকে একবার সবার দিকে তাকিয়ে স্পর্শকে কোলে নেয়। স্পর্শ রুদ্রকে পেয়ে আরো জোড়ে কান্না করতে শুরু করে। রুদ্র স্পর্শকে থামাতে থামাতে বলে,

‘কাঁদছিস কেন? কি হয়ছে?’

স্পর্শ কান্নারত অবস্থাতেই ভাঙা ভাঙা ভাবে বলে, ‘আপুর কাছে যাবো৷’

রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, ‘আমি নিয়ে যাবো। কান্না থামা।’

সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায় স্পর্শের। রুদ্র স্পর্শকে কোলে নিয়েই সোফাতে বসে। শাহাদাৎ শেখ রীতিমতো ঘামছে। খবরটা যে রুদ্রের কানে পৌঁছে গেছে তা ঢের বুঝতে পারছে। ভাগ্নে তার আ’গুনের গো’লার চেয়ে কম কিছু নয়। রুদ্র আড়চোখে মামার ঘাম দেখে গম্ভীর স্বরে শুধায়,

‘পর্শী কই?’

শাহাদাৎ শেখ ঢোক গিলে। পাশ থেকে স্পর্শীর দাদী বলে, ‘ওই মাইয়া কই আমরা কেমনে কমু? কই গেছে ওয় জানে।’

রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। জোড় গলায় ‘রেণু আপা’ বলে ডাকে। রামিয়া বলে, ‘রেণুও নেই।’

রুদ্র ভ্রু কুঁচকায়। স্পর্শকে কোল থেকে নামিয়ে হাসি দিয়ে বলে, ‘স্পর্শ রুমে যাও তো ভাইয়া। আমি তোমাকে যাওয়ার সময় আপুর কাছে নিয়ে যাবো কেমন!’

স্পর্শ মাথা নাড়িয়ে ছোট ছোট পায়ে সিড়ি বেয়ে উপরে চলে যায়। স্পর্শকে যতক্ষণ দেখা গেছে ততক্ষণ চুপ থাকে রুদ্র। এরপর টান টান হয়ে বসে। শার্টের সব গুলো বোতাম খুলে এসির পাওয়ার বাড়ায়। হাতের ঘড়ি খুলে টি টেবিলের ওপর রাখে। শান্ত গলায় বলে,

‘জানেন মামা আপনাকে দেখলেই আমার খু’ন করতে ইচ্ছা করে। কিন্তু সবসময় পর্শীর জন্য দমে যেতাম। আপনার মতো কু’লা’ঙ্গার আমি এ জীবনে একটাও দেখিনি।’

শাহাদাৎ শেখ জ্বলে ওঠে। হুংকার দিয়ে বলে, ‘রুদ্র!’

রুদ্র রাগী চোখে তাকায়। হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ রাখে। বলে, ‘আওয়াজ নিচে। আপনার সাহস দেখে আমি অবাক মামা। নিজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিলেন কিভাবে? কলিজা কাঁপে নাই? ছাড়েন! আপনার কথা বাদ দেন। সব কথার বড় কথা রুদ্রের কথা মাথায় আসে নাই? কি ভাবছেন আমি কিছু জানতে পারবো না?’

রামিয়া ঢোক গিলে। গত ৫ বছর আগেই এই ছেলের ভ’য়ং’কর রুপ সে দেখেছে৷ যেদিন ২য় বারের মতো স্পর্শীর গায়ে হাত তুলতে গেছিলো তার পরের দিনই হাজির হয় রুদ্র। সরাসরি গু’ন্ডাদের মতো এসেই মাথায় ‘গান’ ঠেকিয়ে বলেছিলো, ‘আমার পর্শীর গায়ে আর কখনো টোকা দিলেও আপনাকে মাটির নিচে পু’তে রেখে দিবো।’
২১ বছরের একটা ছেলের থ্রে’ট কতোটা গভীর হয় সেদিন রামিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে। তারপর থেকেই তো হাত দিয়ে না মা’র’লেও কথায় মে’রে’ছে বারংবার। এগুলো রুদ্রর কানে গেলে রুদ্র সত্যিই তাকে মে’রে ফেলতে দুবারও ভাববে না। রামিয়ার ভাবনার মাঝেই রুদ্র শান্ত কন্ঠে বলে,

‘এই যে ডিয়ার মামি! আপনি কিছু করেছেন তাই না?’

পরপর কয়েকটা ঢোক গিলে রামিয়া। দৃষ্টি এদিক ওদিক করে। রুদ্র বাঁকা হেঁসে বলে, ‘৫ বছর আগে যেটা করিনি আজ করবো?’

রামিয়া আঁতকে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলে, ‘আ-আমি কিছু করিনি। আমার একটা ছে-ছেলে আছে আমাকে ছেড়ে দাও। যা করেছে তোমার নানু আর তোমার মামা।’

শাহাদাৎ শেখ আর তার মা চমকে যায় রামিয়ার পরিবর্তনে। স্পর্শীকে বাড়ি থেকে বের হতে তো সে-ই বলেছিলো। এখন বলছে সে কিছুই করেনি! ফ্যালফ্যাল করে চেয়ে রয় দুজন। শাহাদাৎ শেখ অবাক কন্ঠে বলে, ‘তুমি কিছু করোনি রামিয়া?’

রামিয়া ব্যস্ত কন্ঠে বলে, ‘হ্যাঁ কিছু করিনিই তো। যা করার তোমরাই তো করলে।’

শাহাদাৎ শেখ কিছু বলার আগেই রুদ্র শব্দ করে হেঁসে দেয়। শাহাদাৎ শেখ হয়তো বোঝে এই হাসির মানে তাই তো মাথা নিচু করে নেয়। রুদ্র হাসি থামিয়ে বলে,

‘আরেহ বাহ কি বউ আনছেন মামা! নিজেকে বাঁচাতে সরাসরি আপনাকে ফাঁসিয়ে দিলো? অবশ্য আপনার তো এমন বউই দরকার ছিলো তাই না!’

সবাই চুপ হয়ে যায়। শাহাদাৎ শেখের মা কর্কশ গলায় বললেন, ‘তুই ছোট ছোটর মতো থাক।’

রুদ্র ভ’য়ং’কর দৃষ্টিতে তাকিয়ে নিজের নানুর দিকে। দাঁতে দাঁত চেপে বলে, ‘তোমাকে আমার মানুষ বলতেও লজ্জা করে নানু। একজন মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়েকে এতো ঘৃ’ণা করতে পারো? তাও যে মেয়েটা তোমার নিজের ছেলের রক্তের।’

শাহাদাৎ শেখের মা কিছু বলতে গিয়েও চুপ করে যায়। রুদ্র দাঁড়িয়ে নিজের ঘড়ি ঠিক করে পড়তে পড়তে বলে, ‘মামা আপনি না মানুষ হতে পারেননি। ভালো বাবা, ভালো স্বামী, ভালো প্রেমিক হওয়া তো অনেক দুরের কথা। হতে পেরেছেন শুধু মায়ের বাধ্য ছেলে। তাই তো আপনার সো কলড মায়ের উ’স্কা’নিতে ১৫ বছরের সংসার, ভালোবাসা সব ভুলে স্ত্রীর মৃ’ত্যুর ৩য় দিনেই নতুন বউ ঘরে এনেছেন। মায়ের উ’স্কা’নিতেই তো গত ৫ বছরে একবারো নিজের মেয়ে কেমন আছে তা জানার প্রয়োজন মনে করেননি! গত ৫ বছরে একবারও প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে যাননি! তবে এমন বাধ্য ছেলের মুখে থু’থু দেই আমি।’

গটগট করে বের হয়ে যায় রুদ্র। শাহাদাৎ শেখ নিষ্পলক সেদিকে তাকিয়ে থাকে৷ আসলেই সে ভালো মানুষ হতে পারেনি। নয়তো কি ৫ বছরের প্রেম, ১৫ বছরের সংসার করার পরও ভালোবাসার মানুষকে ভুলে দিব্বি কাটাতে পারতো? যার সাথে গোটা ২০ বছরের সম্পর্ক তার মৃ’ত্যুর ৩য় দিনেই নতুন বউ আনতে পারতো? নিজের মেয়েকে দিনের পর দিন অবহেলার সাগরে ভাসাতে পারতো? একবারও কি প্রাণপ্রিয় স্ত্রীর কবর জিয়ারত না করে থাকতে পারতো? আজ এতোগুলো দিন পর একটা ছেলে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে গেলো সে আসলেই মানুষ হতে পারেনি।

_______
স্পর্শী, তানিয়া আর রেণু আপা বসে ছিলো। স্পর্শী ঘটে যাওয়া পুরো ঘটনাটাই বলেছে তানিয়াকে। তানিয়া স্তব্ধ! আচ্ছা রামিয়া না হয় সৎ মা কিন্তু শাহাদাৎ শেখ তো নিজের বাবা! সে তো পারতো একটাবার মেয়েটাকে আটকাতে! দীর্ঘশ্বাস ফেলে তানিয়া। জোড় করে হেঁসে বলে,

‘শোন একদম মন খারাপ করবি না। যেখান তোর ছিটেফোঁটাও দাম নেই সেখান থেকে চলে আসায় ভালো৷ আমরা ৩ জন একসাথে থাকবো। অনেক মজা হবে।’

স্পর্শী মাথা নাড়ায়। এর মধ্যেই কলিং বেল বেজে ওঠে। তানিয়া আওয়াজ শুনেই ঠোঁট চেপে হাসে। স্পর্শী ভ্রু কুঁচকে বলে, ‘কলিং বেলের আওয়াজ শুনে হাসছিস কেন তুই? কাহিনি কি?’

পাশ থেকে রেণু আপা দাঁত বের করে বলে, ‘মনো হয় আফার প্রমিক আইছে।’

তানিয়া চোখ মুখ কুঁচকে বলে, ‘আসতাগফিরুল্লাহ। ওমন খা’টাস বুইড়া আমার প্রেমিক হওয়ার চাইতে আমি আজীবন সিঙ্গেল কমিটির সভাপতি থাকমু তাও শান্তি।’

বলেই দরজা খুলে দেয়। বাহির থেকে একজন বয়স্ক চশমা পড়া লোককে দেখে স্পর্শী আর রেণু আপাও এগিয়ে যায়। তানিয়া বড় করে সালাম দেয় লোকটিকে। লোকটিও গম্ভীর গলায় সালাম নেন। তানিয়া দাঁত বের করে জিজ্ঞেস করে,

‘কিছু লাগবে আঙ্কেল?’

মুখে এ কথা জিজ্ঞেস করলেও মনে মনে বলে, ‘তুমি যে কেন আয়ছো তা আমি ভালো কইরাই বুঝি। বে’ত্ত’মিস লোক!’

বাড়িওয়ালা একবার উঁকি দিয়ে স্পর্শ আর রেণু আপার দিকে তাকিয়ে আবার তানিয়াকে উদ্দেশ্য করে বলে, ‘এরা কারা?’

‘আমার বান্ধবী আর তার বোন।’

বাড়িওয়ালা ভ্রু কুঁচকে বলে, ‘তুমি যে তোমার বান্ধবী আর তার বোনকে আনবা আমারে বলছো একবারও? তুমি না একা থাকবা বলে ঘর ভাড়া নিছো!’

তানিয়া ৩২ পাটির দাঁত বের করে। সুন্দর করে গুছিয়ে বলে, ‘ওমা আঙ্কেল! আমি একা থাকি বলে না আপনার এতো এতো সমস্যা হয়? এখন যখন বান্ধবী আর বোন রে নিয়ে থাকবো তাও আপনার সমস্যা?’

বাড়িওয়ালার কাশি উঠে যায়। রেণু আপা ভেতর থেকে এক গ্লাস পানি এনে বলে, ‘লন চাচা। আর কাইশেন না।’

চোখ গরম করে তাকায় বাড়িওয়ালা। তানিয়াকে উদ্দেশ্য করে বলে, ‘তাই বলে আমার বাড়িতে তোমার পুরো গোষ্ঠী আইনা রাখবা নাকি?’

‘আনতেও পারি। আপনিই তো ভাড়া দেওয়ার সময় বলেছিলেন ‘পরিবার হলে ভালো হইতো। একা একটা মেয়েরে বাড়ি ভাড়া দিতে কেমন জানি লাগে!’। তো আমিও তো তাই ভাবলাম। তাই জন্যই ওদের দুজনকে নিয়ে চলে আসছি। ভালো করছি না আঙ্কেল?’

বাড়িওয়ালা কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে এক সুদর্শন ছেলে এসে মিষ্টি করে হেঁসে বলে, ‘অবশ্যই। একা থাকার চেয়ে ৩ জন থাকলে আপনাদেরই সুবিধা। আপনারা থাকুন সমস্যা নেই। বাবা নিচে চলো। আম্মা ডাকে!’

বাড়িওয়ালা আবারও বলতে গেলে আটকে দেয় ছেলেটি। জোড় করে সরিয়ে নিয়ে যায়। পেছন ফিরে হেঁসে তাকিয়ে আবার চলে যায়। তানিয়া দরজা লাগিয়ে ঢকঢক করে পানি খায়। হাসফাস করে বলে, ‘আল্লাহ বাঁচাইছে।’

স্পর্শী হাসতে হাসতে বলে, ‘দোস্ত তোর বাড়িওয়ালা তো জোস। আমি ভাবতেছি এই রকম খা’রুশ বেডার এতো সুন্দর, ভদ্র একটা ছেলে কেমনে আসলো? কিরে চু’রি টুরি করে আনছে নাকি!’

তানিয়া আর রেণু আপাও হেঁসে উঠে। তানিয়া কনফিউজড গলায় বলে, ‘ঠিক বলছিস দোস্ত। মনে হয় চু’রিই করছে না হয় এতো ভদ্র ছেলে কই পাবে!’

৩ জনই শব্দ করে হাসতে থাকে। এরপর গল্প করতে করতে একে একে সব কাজ সেরে ফেলে। ৩ জনে হাতে হাতে রান্নাও বসায়।

____
রাতে রান্না শেষ করে ৩ জনই গোসল করে একসাথে বসে গল্প করতে। গল্পে গল্পে রেণু আপাকে স্পর্শী জিজ্ঞেস করে, ‘আপা তোমার বয়স কত?’

রেণু হেঁসে বলে, ‘কি জানি! ওইসব হিসাব রাখি নাই। তয় হইবো ২৪/২৫।’

স্পর্শী মাথায় হাত দিয়ে বলে, ‘হায় আল্লাহ। তাইলে তো তোমারে বিয়ে দিয়ে দিতে হবে। কি বলিস তানু?’

‘হ্যাঁ একদম। তাইলে কাল থেকে রেণু আপার জন্য পাত্র খোঁজা শুরু করি?’

রেণু আপা ব্যস্ত গলায় বলে, ‘না না। আমি অহন বিয়া শাদী করুম না। আগে স্পর্শী আপার বিয়া হোক তহন ভাইবা দেহুম।’

স্পর্শী ফোস করে শ্বাস ফেলে বলে, ‘ততদিনে তুমি বুড়ি হয়ে যাবা আপা। আগে তোমার বিয়ে দিতে হবে। কোনো কথা শুনছি না। কাল থেকে পাত্র খোঁজা শুরু।’

তানিয়া বলে, ‘হ্যাঁ আর কোনো কথা শুনছি না। কিন্তু এখন আগে খাবো দোস্ত। ক্ষুধায় আমার পেটে গুড়গুড় করতেছে।’

স্পর্শী হেঁসে বলে, ‘আচ্ছা চল।’

৩ জন টেবিলে খাবার রাখতে রাখতে গল্প করে। রান্নাঘরের জানালা দিয়ে বাহিরে তাকাতেই স্পর্শী চমকে ওঠে। চোখ ডলে ভালো করে দেখে। নিচে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। স্পর্শী ভাবে রুদ্র এখানে কেন আসবে এতো রাতে! তখনই ফোনে টুং করে এসএমএস আসে। তানিয়া জোড়ে ডাকে স্পর্শীকে। বলে, ‘স্পর্শী তোর ফোন বেজে একবার কেটেও গেছে। জলদি আয়।’

স্পর্শী দৌড়ে যায়। কল আর এসএমএস দুটোই রুদ্রের৷ এসএমএসে লিখা, ‘নিচে আয়।’

স্পর্শী কপাল চাপড়ায়। বিড়বিড় করে বলে, ‘এই বডি বিল্ডার আমারে মৃ’ত্যুর পর কবরেও শান্তি দেবে না৷ দেখা যাবে সেখানেও হাজির হয়ে যাবে।’

তানিয়াকে বলে সাবধানে নিচে নামে স্পর্শী। বাড়িওয়ালা দেখলেই আরো একটা ঝামেলা হবে। কোনো রকমে নিচে নেমেই ব্যস্ত গলায় বলে,

‘আপনি এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কি হবে?’

রুদ্র ভ্রু কুঁচকে বলে, ‘আস্তে ধীরে বল। আমি পালিয়ে যাচ্ছি না কোথাও! আর কেউ দেখলেও কিছু হবে না।’

স্পর্শী নিজেকে শান্ত করে। জিদ দেখানোর চেয়ে বুঝিয়ে বললেই দ্রুত বিদায় হবে লোকটা। স্পর্শী ঠান্ডা গলায় সুন্দর করে বলে, ‘আপনি প্লিজ চলে যান রুদ্র ভাই। এখানে তানিয়া থাকে৷ কেউ আপনাকে দেখলে মেয়েটাকে নিয়ে লোকে কথা বলবে।’

রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলে, ‘ঠিক আছে চলে যাবো। তার আগে আমার প্রশ্নের উত্তর দে!’

স্পর্শীর রাগ হয়। তবুও নিজেকে সামলে বলে, ‘কি প্রশ্ন?’

‘তুই আমাকে একবারও জানালি না কেন যে তোকে মামা বাড়ি থেকে বের করে দিয়েছে!’

স্পর্শী হাত বগলদাবা করে বলে, ‘বললে কি হতো?’

‘কিছু না হলেও বললে তো কোনো ক্ষ’তি হতো না। তাই না!’

‘আমার প্রয়োজন মনে হয়নি৷ তাই জানাইনি। তাছাড়া আপনি আর আপনার মামার মধ্যে পার্থক্য কি? কিছুই না।’

রুদ্র কিছু বলে না। চুপচাপ বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে বলে, ‘তানিয়ার সাথে একসাথে যাবি আর একসাথে আসবি।’

বলেই বাইক ছুটিয়ে চোখের নিমিষেই হাওয়া হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে স্পর্শী। বিড়বিড় করে আওড়ায়, ‘আপনি অদ্ভুত রুদ্র ভাই৷ আপনি কেন অবুঝের মতো জিদ নিয়ে বসে আছেন! কবে বুঝবেন স্পর্শী রুদ্রের জন্য নয়!’

উপর থেকে তানিয়া একবার স্পর্শী আর একবার রুদ্রের যাওয়ার পানে চেয়ে থাকে। ঠোঁট কামড়ে হেঁসে বলে,

‘প্রণয় বর্ষণ শুরু হয়ে গেছে কবে যে এই গা’ধীটা বুঝবে!’

চলবে..
(আসসালামু আলাইকুম। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here