প্রেয়সীর হৃদয় ব্যাকুল পর্ব –৬০ ও শেষ

‘প্রেয়সীর হৃদয় ব্যাকুল’

৬০. (অন্তিম পর্ব)
অরু হকচকিয়ে ওঠে। বড়ো বড়ো চোখে চায়, দীঘল কালো পাপড়ি ঝাপ্টে ঝাপ্টে। মুখটা বড়সড় আকারে হা হয়ে রয়। তন্ময় কীভাবে বুঝল? সত্য কখনো চাপা থাকে না। আর তার তন্ময় ভাইয়া তো বুদ্ধিমান। এমন বুদ্ধিমান মানুষের কাছ থেকে কী সত্য লুকানো যায়? অরু চোখ নামাল। অপরাধীর ন্যায় মাথা নাড়াল। দু’পাশে। যার অর্থ দাঁড়ায় সে পিলগুলো নেয়নি। তন্ময় সচল চোখে ইশারা ইঙ্গিত দেখল। বুঝল। তবে বক্ষে শান্তি পেল না। তাই ধমকের সুরে শাসাল, ‘মুখে বল।’
‘না। নেইনি।’
‘কেন?’

অরু ‘কেন’ এর জবাব কী দিবে? হৃদয়ে যেই চিন্তাভাবনা রেখেছে সেগুলো বলবে? নাকি চুপ রইবে। পরপর আরেকদফায় ধমক খেল। দৃষ্যমান রূপে কেঁপে উঠল। নাক ফুলিয়ে তাকাল। মিইয়ে যাওয়া গলায় বলল, ‘আমি..আমি ভাবছি আপনি খুশি হবেন।’

তন্ময় হাত বাড়াল। অরুর গাল চেপে ধরল। মাথাটা উঠিয়ে চোখে চোখ রাখল, ‘আমার খুশি দিয়ে কী? আমার খুশির জন্য এতো বড়ো একটা স্টেপ কীভাবে নিলি? অরু তুই এতো অবুঝ কেন? একটা বাচ্চা…সাধারণ বিষয় নয়। একটা বাচ্চা ক্যারি করার মতো মনমানসিকতা তোর নেই! যেই ধকল.. যেইসব সমস্যা দিয়ে তুই যাবি তা অগুনিত। শারীরিক, মানসিক সবরকম যন্ত্রণা দিয়ে যাবি। প্রস্রাব যন্ত্রণা তুই সইতে পারবি? পারবি না। এই যন্ত্রণা গুলো তুই একা সইবি। আমি না। তাহলে কেন? তুই…’

অর টলমল চোখে চেয়ে। আচমকাই তন্ময়ের কোমর দু’হাতে জাপ্টে নিল। পেটে মাথা চেপে ধরল। কান্না মিশ্রিত স্বরে বলল, ‘আপনি পাশে থাকলে আমি সব সইতে পারব।’

তন্ময় থমকাল। স্থির চোখে তাকিয়ে থাকল। পরমুহূর্তেই মাথা নুইয়ে হামলে পড়ল, অরুর কোমল গোলাপী ঠোঁট জোড়ায়। নেশাক্ত বস্তুর স্বাদে নিজেকে হারিয়ে ফেলল। বেশকিছু সময় পেরোল। অরুকে বুকে গেঁথে রাখল। মাথায় হাত বুলিয়ে তন্ময় আওড়াল, ‘আমি খুশি। ভীষণ খুশি। আমার হৃদয়ের এই অনুভূতি শ্রেষ্ঠ অনুভূতি। যা তুই দিয়েছিস।’
__________
মোস্তফা সাহেব দক্ষ মিস্ত্রি এনেছেন। দোতলার পেছনের রুম দুটো ভাঙতে। ভেঙে একত্রিত করে বর্তমান ডিজাইন মোতাবেক, একটা সুন্দর আলিসান কামরা বানাতে। তন্ময় আর অরুর জন্য। এরমধ্যে তিনি ভাইদের নিয়ে একটা ছোটোখাটো মিটিং সেরেছেন। মুখ্য বিষয় তন্ময় আর অরুর আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলা। শাবিহা অয়নের বিয়ের পূর্বেই, তন্ময় অরুর বিয়েটা ঘরোয়া ভাবে সেরে ফেলার উদ্দেশ্যে রেখেছেন মনে৷ গার্ডেনে প্যান্ডেল সাজাবেন। রীতিনীতি অনুসারে মেহেদী, হলুদ তারপর বিয়েটা! ডেট ফেললেন একুশ তারিখ শুক্রবার। আজ থেকে চারদিন পর। পরশু থেকে মেহেদী, হলুদের প্রোগ্রাম শুরু করবেন। চেনাজানা মানুষদের নিমন্ত্রণ করবেন৷ বিকেল দিকেই সিলেট কল লাগালেন। নিমন্ত্রণ করলেন শ্বশুর বাড়ির সকলকে। তারা কালকের মধ্যেই চলে আসবে। মোস্তফা সাহেব সুমিতা বেগমের পরিবারকেও নিমন্ত্রণ করেছেন। কলের মাধ্যমে পারা প্রতিবেশী.. আপনজন যারা ছিলেন সবাইকে তিনভাই মিলে নিমন্ত্রণ করে ফেললেন।

মাহিনদের আগমন ঘটেছে সন্ধ্যায়। হাত ভর্তি তাদের সরঞ্জাম। অনেককিছুই এনেছে। এরমধ্যে হাস্যকর বিষয় দাঁড়াল, বেবি টয়েস! এতগুলো বাচ্চাদের খেলনা। সেগুলো গোছাতে নিয়ে জবেদা বেগম সহ বাড়ির সকলেই হাসলেন। হট্টগোল পড়ে গেল। চেঁচামেচি, তোড়জোড় এলাহি সব কাণ্ড। তাদের হট্টগোলে শুনে কী না এসে থাকা যায়? তন্ময় এলো। তাকে ধরে বন্ধুদের অযৌক্তিক সব আচরণ। এই ইমোশনাল তো পরপর হাসিঠাট্টার স্বরে খেপানো।

মাহিন তন্ময়ের পাশে বসে। হাতে জুসের গ্লাস। সে মনোযোগ সহ বন্ধুর এক্সিডেন্টের বিবরণ শুনল। সিরিয়াস সিচুয়েশন। সেমুহুর্তে হুট করে মাহিন শুধাল, ‘কীরে! বাচ্চাটা কেম্নে চলে আসল! ক্রেডিট কিন্তু সব আমার হ্যাঁ? রাস্তাটা ক্লিয়ার আমি করেছিলাম।’

তন্ময় হাসলো। বন্ধুদের অযৌক্তিক আচরণের সঙ্গে সে বড্ড পরিচিত। অপরদিকে মাহিনের চেঁচামেচিতে অরুকে আসতে হলো। একপ্রকার বাধ্য হয়ে। লজ্জিত মুখে সে দাঁড়াল। শুহানি বক্ষে চেপে ধরেছে অরুকে। অজস্র আদরে মেয়েটাকে ভরিয়ে দিল। রাশভারি গলায় কতশত নরম কথা বলল। অরু আদুরে মুখে শুনল সবটাই। জবাব দিতে পারল। গাল দুটো ভারী হয়ে আসছে।
_______
আকাশে বড়ো চাঁদ। ছাঁদ নির্জন। হিম শীতল বাতাস বইছে। ঠান্ডা আবহাওয়ায়। শাবিহা দাঁড়িয়ে এককোণে। দৃষ্টি দূর আসমানে। তার পেছনে লম্বাটে অয়ন। প্রশস্ত দেহ দ্বারা শাবিহাকে জাপ্টে রেখেছে বক্ষস্থলে। ঠোঁটের বিচরণ চলছে ঘাড়ে। হাত বেসামাল ভঙ্গিতে কোমরে চলে গিয়েছে, ‘মন খারাপ কেন? আমাদের মন খারাপের দিন শেষ শাবিহা!’

শাবিহা শিউরে উঠল। তার সর্বাঙ্গ কেঁপে উঠল। নিজেকে ছাড়াতে চাইল। পারল না। অবশেষে ঘুরল। অয়নের চোখে চোখ পড়ল, ‘আমার মন খারাপ না। আমি খুব খুশি।’
‘তাই বুঝি? খুশির একটা ঝলক দেখাও।’

শাবিহা অনিমেষ তাকিয়ে থাকল। হাত বাড়াল। অয়নের গাল ছুঁয়ে দিল। মুখ বাড়িয়ে ওর গালে ঠোঁট স্পর্শ করাল। লাজুক গলার স্বরে বলল, ‘দেখলে?’
‘উহু।’

শাবিহা উঁচু হলো। দ্বিতীয় গালেও চুমু বসালো। এবং নিজেই কিঞ্চিৎ কেঁপে উঠল। নিজেকে ধাতস্থ করে বলল, ‘এবার?’

অয়ন হাসল। সুদর্শন পুরুষের সুদর্শন সেই হাসি। অয়ন মাথা ঝুকাল। মাথাটা শাবিহার ঘাড়ে রাখল। লম্বা শ্বাস নিল। স্রেফ গলায় বলল, ‘সেদিন মেঘলা আকাশ ছিল। বৃষ্টি হবে বলে। আমি ছাঁদে ছিলাম। ব্যাট বল নিয়ে। বৃষ্টির কয়েক ফোঁটা পড়ল। তুমি তখন দৌড়ে ছাঁদে এলে। এলোমেলো চুল। অপ্রস্তুত তোমার অবস্থা! চোখমুখে চিন্তা। ধড়ফড়িয়ে শুকনো কাপড়চোপড় নিতে খুবই ব্যস্ত। আমি ভ্যাবলার মতো তাকিয়ে থাকলাম। এলেমেলো কেশের সেই অপ্রস্তুত নারী হৃদয়ে পা ফেলল। খুব যত্নে, অজান্তে। ভালোলাগার স্বাদ জাগাল। ধীরেসুস্থে প্রেমে ফেলে দিল। তারপর এক গভীর ভালোবাসায় জড়িয়ে ধরল। নিজেকে আর কখনো ছাড়াতে পারিনি। আমি চাইনি ছাড়াতে। শাবিহা.. বয়সের ব্যবধান কখনোই ভালোবাসার উর্ধ্বে নয়। আমার ক্ষেত্রে তো নয়ই।’
‘হু।’
‘কী হু? বলো আমাকে ভালোবাস?’
‘তুমি জানো আমার উত্তর।’
‘আমি কিচ্ছু জানি না। তুমি বলবে।’
‘দেখি ছাড়ো নিচে যাব।’
‘জবাব দিয়ে যাও।’

শাবিহা একসময় নড়াচড়া থামাল। আশেপাশে তাকাল। মনের ভেতরে অনেককিছু আছে। যা অপ্রকাশিত। বলা হয়নি। বলা প্রয়োজন। কিন্তু পারছে না। অয়ন হাল ছাড়ল। ধরে নিল ভালোবাসি এই মেয়ের মুখ থেকে আর শোনা হবে না৷ সে সরে দাঁড়াল। হাসল। বলল, ‘যাও। শ্বশুর আব্বা নাহয় চলে আসবে! তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন, বিয়ের আগে মেলামেশা করা যাবে না। তিনি আরও বলে, আর তো মাত্র একমাস। সবুর করো। সে কী আর জানে এই প্রেমিক পুরুষের জন্য, এই একমাস সহস্র বছরের সমান!’

শাবিহা সরু চোখে দেখল ছেলেটাকে। আচমকাই মনের কথাটি বলার সাহস এলো। এবং সেইমুহুর্তেই, অয়নকে চমকে সে জানায়, ‘ভালোবাসি।’
________
মেহেদী আর্টিস্ট এসেছে গতকাল। দু’হাতে মেহেদী পরিয়ে দিয়ে গিয়েছে। টকটকে গাঢ়ও হয়েছে রঙ। তালুতে ছোট করে লেখা তন্ময় নামটিও র’ক্তাক্ত লাল। কথায় কথায় তার আশেপাশের মেয়েগুলো বলছে, মেহেদীর রঙ যতটা লাল হয়, স্বামী ততটাই ভালোবাসে। সেগুলো শুনে অরুর কী যে লজ্জা লাগছে। সে তো মুখোমুখি হতে পারছে না কারো!

আজ গায়ে হলুদ। দুজনের। দু’পাশ দিয়ে। অরু হলুদরঙের শাড়ি পরেছে। দুগালে তার হলুদ। দিয়েছে মারজি। ইচ্ছেমতো হলুদ ঘষেছে মেয়েটা। নিজেও নিজের গালে লাগিয়েছে। হৈ-হুল্লোড়, গানবাজনা, নাচানাচি, চেঁচামেচি সবই হলো। সবথেকে বেশি চেঁচামেচি আসছে ওপর পাশ হতে। তন্ময়ের ওখানে এলাহি কাণ্ড ঘটছে। পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে।

অরুর হলুদ গোসল হলো। নতুন কাপড় পরিয়ে তাকে বিছানায় বসানো হয়েছে। দুদিন ধরে তার আশেপাশে ছায়ার মতো থাকে শাবিহা আর মারজি। আরও তো অনেকেই আছে যারা সর্বক্ষণ রুমে থাকছে৷ তারজন্য তন্ময়ের সঙ্গে দেখা হচ্ছে না। লুকোচুরি চলছে। এই অনুভূতি বড্ড অদ্ভুত!

রাতে পাঞ্জাবি গায়ে তন্ময় এসেছে। অরুর রুমের সামনে। দুয়ারে দাঁড়িয়ে। কাল শুক্রবার তাদের বিয়ে। আজ রাতে একটু কথা বলবে না? মেয়েটাকে একটু ছুঁয়ে ও তো দেখা হয়নি। মারজি বুদ্ধিমান। তন্ময়কে দেখতেই আলগোছে রুম থেকে বেরিয়ে গিয়েছে। শাবিহা আগেই চলে গিয়েছে ফোনে কথা বলতে। রুম খালি হতেই তন্ময় ঢুকল। দরজা লাগাল। অরু তখন শুয়ে ছিল। হুট করে তন্ময়কে দেখে তড়িঘড়ি করে উঠে বসলো। দাঁড়াতে চাইল৷ তন্ময় দিল না। জোরপূর্বক পুনরায় শুইয়ে দিল তাকে। পাশে সে শুয়ে পড়ল৷ মাথাটা অরুর বুকে রাখল। হাত দুটো অরুর নরম কোমর পেঁচিয়ে নিয়েছে। নিজের সাথে লেপ্টে ধরেছে। ধীর গলায় জানাল, ‘ঘুম ধরছে।’
‘তাহলে ঘুমান গিয়ে।’
‘এইতো ঘুমোচ্ছি।’
‘না না। নিজের রুমে গিয়ে ঘুমান।’

তন্ময় হাসল। মাথা তুলে তাকাল। চোখ জোড়া ঘুমে লাল হয়ে গিয়েছে, ‘তোকে নিজের সাথে জাপ্টে ধরে ঘুমাতে ইচ্ছে করছে।’

অরু হার মারল৷ আরাম করে শুইল। তন্ময়কে নিজের বুকে শোবার জায়গা করে দিল যেন। ডান হাতে চুলও টেনে দিতে শুরু করল। তন্ময় আরামে গোঙাল। অল্প সময়ের মাঝেই ঘুমিয়ে পড়ল। অরু তবুও সেভাবেই থাকল। দেখা গেল সেও সেভাবেই ঘুমিয়ে পড়েছে। দুজন দুজনের আলিঙ্গনে রয়ে গেল সারাটি রাত।
_______
এই মনে হয় একমাত্র বিয়ে যেখানে কান্নাকাটি নেই। রয়েছে উল্লাস, উচ্ছ্বাস, আনন্দ। সবাই নাচগানে ব্যস্ত। নতুন বউ সোফায় বসে ফল খাচ্ছে। নতুন বর হাঁটু গেড়ে তার বউয়ের নখ কাঁটায় ব্যস্ত। এই দৃশ্য একটু কমিক্যাল, আবার আনন্দদায়ক ও।

এতো মেহমানদের মাঝে অরু কলিকে দেখতে পেয়েছিল। যেই কলি একসময় তার তন্ময় ভাইকে নিতে চেয়েছিল। কিন্তু পারেনি। কারণ আল্লাহ তায়ালা তন্ময়কে শুধু তার জন্য পাঠিয়েছেন। তারপর সে সুমনাকেও দেখেছে।শুনেছে সুমনার ও বিয়ে ঠিক হয়েছে। বড়োলোক, খানদানি এক পুরুষের সঙ্গে৷ অরু হেসে শুভকামনা জানিয়েছে। মনেপ্রাণে সে চায় কাছের মানুষ সবাই সুখী হোক, ভালো থাকুক, আনন্দে কাটুক তাদের দিনগুলো।
______
মাস খানেক গেল৷ ঘনিয়ে এল অয়ন শাবিহার বিয়ে। প্রস্তুতি শুরু হলো। কমিউনিটি সেন্টার বুক করা হলো। বেশ কয়েকটা ফাংশনাল এক্টিভিটিস হবে৷ একেক দিন একেকটা। তোরজোর করে শপিং শুরু হলো। কেনাকাটায় ব্যস্ত সবাই। অরু নিজেও শপিংমল যেতে চেয়েছে তবে পারেনি। তাকে তন্ময় গার্ডে রাখে। অফিস ছেড়ে তার পিছু লেগে থাকে। হুকুম, আদেশ ঠোঁটে লেগেই থাকে মানুষটার। এইতো সেদিনের ব্যাপার। অরু ভার্সিটি যাবে একটা ক্লাস করতে। ওমনি তন্ময় অফিস ছেড়ে চলে এল। তাকে নিজে নিয়ে যাবে ভার্সিটি। ক্লাশ শেষে আবার নিয়ে আসবে সঙ্গে। এতে অবশ্য অরুর ভালোই লাগে। মনের ভেতরটা শান্তিতে মিইয়ে যায়৷

শাবিহার গায়ে হলুদে সবার সাথে মিলেমিশে অরু হলুদ শাড়ি পরে। জর্জেটের, পাতলা৷ তার মিশ্রণ ধবধবে পেট দৃশ্যমান। পেট তার সামান্য উঁচু। অরু আয়নায় পর্যবেক্ষণ করছে। এমন সময় রুমে তন্ময় এল। সে পাঞ্জাবি পরে। হাতে ঘড়ি। চুলগুলো স্যাট করা। কপালে ভাঁজ। বিরক্ত বটে। কদিন যাবত বেশ ছুটাছুটি। একটা বড়সড় অনুষ্ঠান মুখের বিষয় নয়। অরুকে দেখে তন্ময়ের কপালে ভাঁজের সংখ্যা বাড়ল, ‘এটা কী পরছিস?’
‘শাড়ি।’
‘খোল। কামিজ পর।’

অরু মুখ ভেঙাল। সে এভাবেও শাড়িটা খুলে ফেলত৷ এমন পেট দেখিয়ে কী সে বেরোতে পারবে? কখনোই না। তবে তন্ময়কে সেগুলো বলল না। একরোখা জেদ নিয়ে দাঁড়িয়ে। যেন এভাবেই যাবে অনুষ্ঠানে। তন্ময় এগিয়ে আসল। খুব কাছাকাছি। ঘনিষ্ঠ হলো। লম্বা শ্বাস নিল। সুগন্ধি নাকে এসে বাড়ি খেল। অরুর পেটে হাত রাখল। হালকা হাতে ছুঁড়ে দিল। ঘাড়ে কামর বসিয়ে আওড়াল, ‘আমাকে জ্বালাবি না। জ্বালালে খবর আছে তোর।’

অরুর মনপ্রাণ, শরীর থরথর করে কেঁপে উঠল। চোখ বুজল শক্ত করে। ঘনঘন শ্বাস ফেলল। তন্ময় ছাড়ল তাকে। বেরোতে বেরোতে বলল, ‘তাড়াতাড়ি কর।’
_______
বিয়ের দিনে অয়ন শেরওয়ানিতে হাজির বর সেজে, নিজের শাবিহাকে কবুল বলে নিজের করে নিতে। আলিসান কমিউনিটি সেন্টারের, জাঁকজমকপূর্ণ ভাবে সাজানো সোফায় অয়ন বসে। বউ এখনো এসে পৌঁছায়নি। পার্লার থেকে সোজা আসবে। অয়ন ছটফট করছে। তার আচার-আচরণ সকলের নজরে এসেছে। কমবেশি সবাই তাকে নিয়ে মজার ছুতোয় হাসিতামাশা করছে৷

কনের গাড়ি এসেছে। হৈ-হুল্লোড় পড়ে গেল। অয়ন হুড়মুড়িয়ে দাঁড়াল। সদর দরজায় নজর ফেলল৷ বড়ো ভাই আর বাবার হাত ধরে এগিয়ে আসছে তার পানে। বউ রূপে, পরী সেজে। রুপকথার পরী। যে আসমান থেকে নেমেছে। অয়নের চোখ কেমন অজান্তেই জ্বলে উঠল। সে হাসল। শাবিহা কাছাকাছি আসতেই হাত বাড়াল। টেনে উঠাল স্টেজে। সবার সামনেই কপালে চুমু বসিয়ে ফেলল৷ হাসাহাসির রেশ পড়ল। শাবিহা লজ্জা পেল৷ লেহেঙ্গা ধরে অয়নের পাশে গিয়ে বসল সোফায়। ফটোসেশান হলো। এরপরই হুজুর এসেছে। কবুল বলার সময়টাতে শাবিহা চুপসে গেল। সে কিছুতেই মুখ খুলছিল না। চোখের কোণ ঘেঁষে নিজ গতিতে অশ্রু বইতে শুরু করেছে ইতোমধ্যে। তার কান্না দেখে বাকিরাও ঠিক নেই। মোস্তফা সাহেব আড়ালে চোখের কোণ মুছে নিলেন। ঠোঁটে চাপা হাসি বরাদ্দ রাখলেন। তন্ময়ের শান্ত চোখজোড়াও শান্ত নেই। জবেদা বেগম মুখ ঘুরিয়ে কেঁদে ফেললেন। হুজুর বেশ কয়েকবার বলেছেন, বলো মা কবুল। শেষ মুহুর্তে শাবিহা কবুল বলে দেয়। হয়ে যায় অয়নের। চিরজীবনের জন্য৷ অপরদিকে অয়ন সময় নেয়না।
ফর-জি স্পিডে তিন কবুল বলে ফেলে। এই নিয়েও একদফা হাসির রোল পড়ে৷

বিদায়ের পালা৷ হয়তো মেয়ে পাশের বাসায় যাচ্ছে। তবে যাচ্ছে তো? এতেই মনের একাংশ খালি হয়ে গিয়েছে পিতামাতার। গাড়িতে একপ্রকার জোরপূর্বক তুলে দেয় তন্ময়, ‘বোকা মেয়ে। এভাবে কাঁদার কী আছে? উঁকি দিলেই দেখবি আমরা আছি।’
_______
রাতের একটা নয় বাজে। রাস্তা শুনশান। গাড়ি দু একটা ছুটে যাচ্ছে। হেডলাইটের হলুদ আলো মাথার উপর। মারজির হাতে উঁচু জুতো। পরনে লেহেঙ্গা। মুখে সাজসজ্জা। ঠোঁটে লাল লিপস্টিক। শাবিহা অয়নের বিয়ে থেকেই বেরিয়েছে সে। পাশে লম্বাচওড়া দেহের মাহিন। কোট-স্যুট পরে। দুহাত দুপাশে। হঠাৎ হাত বাড়িয়ে মারজির জুতো জোড়া নিজের হাতে নিয়ে নিল। মারজি হাসল। কিছু বলল না। হেলেদুলে হাঁটছে। গুনগুন করে গান গাইছে। মাহিন গলা পরিষ্কার করে শুধাল, ‘তোমার কেমন ধরনের ছেলে পছন্দ?’

মারজি হাসল। চোখ তুলে তাকাল। হাসি অটল রেখে জবাব দিল, ‘উঁহু ছেলে নয়। পুরুষ পছন্দ। স্যাম্পল হিসেবে তুমি হলে বেস্ট হয়।’

মাহিনের পদচারণ থমকে গেল। মারজি শব্দ করে হাসল। হাঁটা থামাল না। পিছু ফিরল না। পুনরায় বলল, ‘তোমার কী ধরনের মেয়ে পছন্দ? আমাকে পছন্দ না হলে বলতে পারো।’

মাহিন কেমন হন্তদন্ত ভঙ্গিতে ছুটে আসে। মারজির হাত ধরে। নরম তুলতুলে ছোটো হাত। চোখমুখে একরাশ ব্যাকুলতা নিয়ে বলে, ‘আমার তোমাকে মারাত্মক ভাবে পছন্দ মারজি।’
‘তাই বুঝি? কেন? আমিতো ঠোঁট কাঁটা স্বভাবের। প্রচন্ড চঞ্চল। একদম চালাক। একটু বেয়াদব ও। তাহলে?’
‘এভাবেই এই মারজি আমার পছন্দ।’

মারজি হাত ছাড়াল। আবারো হাঁটা ধরল, ‘হু। দেখা যাক তোমার পছন্দের দৌড় কতটুকু। আমি কিন্তু সিরিয়াস প্রেম করছি। ছ্যাকা ট্যাকা মেরে আবার বড়লোক মেয়েলোক ধরে চলে যেওনা।’

মাহিন বিরক্ত মুখে মারজির সামনে দাঁড়াল, ‘তুমি আমাকে ক্ষেপাতে চাচ্ছ?’

মারজি আড়ালে ঠোঁট বাঁকাল। মনে আওড়াল, ‘ইন্টেলিজেন্ট মাহিন সাহেব। ধরে ফেলেছে। তাতে কী! আমিতো স্বীকারোক্তি দিব না।’ মারজি থামল না। হাঁটতে হাঁটতে বলল, ‘শুনো তোমরা হচ্ছ বড়োলোক। আর বড়োলোক মানুষদেরর আছে সব বড়োলোক নামকাম। এদের কখন কী মন চায় বলা বড়ো কঠিন। দিনশেষে আমাকে ভালো না লাগতেই পারে। আমাকে তখন খোলাখুলি… ‘
‘তুমি আমাকে রাগাচ্ছ কেন? মারজি! আমি রাগলে ঠিক থাকি না। মাথা প্রচন্ড গরম থাকে। উল্টাপাল্টা কিছু বলে দিব।’

মারজি দীর্ঘনিশ্বাস ফেলল। আপসেট হবার ভঙ্গিমায় সে বলে ‘এখনই এমন। আর ক’মাস পর হয়তো বাজে বিহেভিয়ার করেই বসবে। আমাকে চড়টড় ও মেরে দিতে দ্বিধাবোধ করবে… ‘

মাহিন সাংঘাতিক রাগল। কপালের রগ ফুলে উঠল, ‘মারজি! স্টপ ইট। কী বলছ! এমন কিছু কখনোই হবে না। আমি কাপুরষ নই। তু..তুমি আমাকে মারাত্মক ভাবে রাগাতে জানো।’

মারজি থামল। ঘুরে তাকাল। দৃষ্টিতে দৃষ্টি মিলল। অসহ্যকর এক হাসি ছুটেছে তার ঠোঁট ঘেঁষে। পা জোড়া উঁচু করে। মুখটা মাহিনের কানের কাছটায় নেয়। হাসিটুকু অটল রেখে সে বলে, ‘রাগলে তোমায় মারাত্মক হ্যান্ডসাম দেখায়। আমার চোখে ধাঁধা ধরিয়ে দেয়। তোমার এই রাগী রূপ দেখার জন্য ভবিষ্যতে আমি..সাত সমুদ্র পারি দিব। অতল সাগরে ডুবে যাব। আসমান সমান তোমায় ভালোবাসব!’

মারজি হাসল। সুন্দর হাসি। থমকে যাওয়া মাহিনের হাত থেকে জুতো জোড়া নিয়ে পরে ফেলল। পুনরায় হাঁটা ধরল। কিছুদূর যেতে না যেতেই শক্ত বাহুতে আটকে পড়ল৷ পেটে পুরুষালি হাতের স্পর্শ পেল। মাহিনের গলার স্বর সামান্য কাঁপল, ‘তুমি আমাকে পাগল করে দিবে।’

অসহ্যকর হাসিটা এবারও মারজির ঠোঁটে। চোখ বুজে সে নিজমনে আওড়াল, ‘তুমিতো আমাকে পাগল করলে। হৃদয় ব্যাকুল করালে। প্রেমের ফাঁদে ফেললে। ভালোবাসতে বাধ্য করলে। এখন তুমিও হও জনাব।’
________
অয়ন শাবিহার বাসর রাত অদ্ভুত বটে। রাতের দুটো। দীপ্ত তাদের ফুলের বিছানায় টান টান হয়ে বসে। ল্যাপটপে মুভি দেখছে। তাকে অনেকেই নিতে এসেছে। কিন্তু পারছে না। এদিকে ভদ্র অয়নের পেসেন্স ভেঙে যাচ্ছে। ইচ্ছে করছে দীপ্তকে কাঁধে তুলে শাহজাহান বাড়ি রেখে আসতে। শাবিহার ঘুম ধরেছে। তাই সে ওয়াশরুম ফ্রেশ হতে গিয়েছে। গয়নাগাটি, লেহেঙ্গা খুলে কামিজ পরেছে। মেক-আপ, চুলের স্যাটিং সময় নিয়ে শেষ করেছে। শরীর দুর্বল হয়ে পড়েছে। সে জড়সড় ভঙ্গিতে দীপ্তর পাশে শুয়ে পড়ল৷ অয়ন থমথমে চেহারায় সবটা দেখে গেল।

তিনটার দিক তন্ময় আসে হন্তদন্ত ভঙ্গিতে। দীপ্তকে ঘাড়ে তুলে নিয়ে যায় শাহজাহান বাড়ি। অয়ন দীর্ঘনিশ্বাস ফেলে। ঘরের দরজা আটকায়। শাবিহা ঘুমে বিভোর। অয়ন হেসে দুপাশে মাথা দুলাল৷ বাতি নিভিয়ে এসি ওফ করল৷ জানালা খুলে দিল। সিলিন ফ্যান ছেড়ে দিল। আকাশে চাঁদটা জ্বলছে দাউদাউ করে। অয়ন বিছানার সামনে দাঁড়াল। বুকে হাত চেপে ধরল। এই দৃশ্য ঘুমের ঘোরে কতশত বারই না দেখেছে। অথচ আজ স্বপ্নটা বাস্তবে তার সামনে ঘটছে। অয়ন হুড়মুড়িয়ে বিছানায় উঠে। ঘুমন্ত শাবিহার মুখশ্রী জুড়ে সহস্র চুমু খেয়ে নেয়। শাবিহা গোঙায়। বিরক্ত হয়। ঘুমে কাবু স্র চোখ মেলে না। অয়ন ছোট গলায় আওড়ায়, ‘আজ বেঁচে গেলে। কাল থেকে বাঁচবে না।’
________
সাত-আট মাস পরের ঘটনা। আষাঢ়ে মাস। বৃষ্টিবাদলের দিন। রাস্তাঘাট সারাদিন স্যাতলা। দিনে আট ঘন্টা ধরণীর বুকে বেহিসেবী বর্ষা নামে৷ প্রকৃতি করে তুলে উচ্ছ্বাস, প্রানবন্ত। অরুর বৃষ্টির দিনগুলো পছন্দ। বৃষ্টি দেখা তার মোস্ট ফেভারিট কাজ। আগে বৃষ্টি হলে দৌড়ে বারান্দায় যেত। ভিজত। এখন কী আগের মতো সে আছে? অরু এখন নড়তে পারে না। বিছানা থেকে উঠতেই কষ্ট হয়। ভারী বড়ো পেট ধরে উঠতে হয়৷ পানি জমানো পা ফেলে ধীরেসুস্থে হাঁটতে হয়। মুখশ্রী ফুলে টমেটো। মা হলে নাকি নারীদের আলাদা সৌন্দর্য ফুটে উঠে? আসলেই তাই। অরুকে দেখলে দেখতেই ইচ্ছে করে। মেয়েটাকে চোখ ধাঁধানো মায়াবী লাগে। সৌন্দর্যের রানী৷ তন্ময় অফিস যায় না ইদানীং। বেশিরভাগ সময় বাড়ি থাকে। অরুর পাশাপাশি, কাছাকাছি। আজ একটু বেরিয়েছে। খুব দরকারী। তাই সে একান্ত এসে বসেছে বেলকনিতে। চেয়ার পেতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিচ্ছে। অরু চোখ বুজল। দু’হাত তার পেটে রেখেছে। মানুষ হিসেবে তার পেট সাংঘাতিক বড়ো। পেট এতটা বড়ো কেন এই নিয়ে সুমিতা বেগমের চিন্তার শেষ ছিল না। পড়ে যখন আটমাসে চেক-আপে গেল, তখন চিন্তা কমার বদলে বাড়ল বলে। বাড়ির সকলে ভয়ে জড়সড়। চিন্তাভাবনায় ঘুম, খাওয়াদাওয়া সপ্তাহ খানেকের জন্য উড়ে গেল।

তন্ময় ফিরেছে। অরুকে রুমে না দেখে চেঁচামেচি শুরু করল। অরু হাসল। আওয়াজ দিল, ‘এইযে।’

তন্ময় দ্রুত পায়ে বেলকনিতে আসল। ভুরু-জোড়া কুঁচকে ফেলল, ‘বৃষ্টি হচ্ছে। ঠান্ডা লাগবে।’
‘লাগবে না।’

তন্ময় তার সামনে হাঁটু গেড়ে বসল৷ মাথাটা ঝুঁকিয়ে কান পেতে দিল অরুর বড়সড় পেটে। দুষ্টুমি সুরে আওড়ায়, ‘কী করে আমার সোনামণিরা?’

অরু হাসে। তন্ময়ের মাথায় হাত রাখে৷ চুল টেনে দেয় নরম হাতে। শুধায়, ‘গোসল নিয়ে খেয়ে নিন।’
‘হুম। আয়।’

তন্ময় ধরে উঠাল। খুব মনোযোগী হয়ে অরুকে ভেতরে নিয়ে আসল। বিছানায় বসালো। অফিস ব্যাগ থেকে একটা বাটি বের করে সামনে রাখল। হালিম এনেছে সে। কয়েকটা মাস যাবত তন্ময় কিছু না কিছু আনেই। মুলত অরুর পছন্দের সব। অরুর চোখজোড়া বড়ো হয়ে এল, ‘কেম্নে বুঝলেন আমার হালিম খেতে ইচ্ছে হচ্ছিল?’
‘এমনেই। খেয়ে নে। আমি গোসল করে আসি।’

অরু মাথা দোলায়। পুরোটা হালিম সাফা করে। কয়েকটা মাস ধরে অরু খুব জ্বালাতন করেছে। বিশেষ করে তন্ময়কে। রাতবিরেত তন্ময়কে উঠিয়ে কেঁদেছে। নাহয় এটাসেটা খেতে চেয়েছে। নাহয় ঘুমাতে পারছে না বলে, তন্ময়কেও নিজের সঙ্গে জাগিয়ে রেখেছে। অথচ মানুষটা বিন্দুমাত্র রাগ, বিরক্ত হয়নি। অরুকে শান্ত করেছে, বুঝিয়েছে। যা চেয়েছে দিয়েছে, দিচ্ছে। অরু এখন যা বলে বাড়ির সবাই তাই করে। তার আবদার কেউ ফেলতেই পারে না।
________
২৩ তারিখ বৃহস্পতিবার। বিকেল দিক। অরুর পেটে যন্ত্রণা ওঠে। মারাত্মক যন্ত্রণা। মরণ যন্ত্রণা। তার ডেট আরও দুদিন পর। তাই বাড়িতে পুরুষ মানুষ নেই। তন্ময় বেরিয়েছে মিটিংয়ের জন্য। আনোয়ার সাহেব কিংবা মোস্তফা বা ওহী সাহেব ও বাড়ি নেই। বাইরে অঝোর ধারায় বর্ষা। তুফান ছেড়েছে। বাইরের অবস্থা ভালো না। সুমিতা বেগম স্বামীকে কল করেন। ফোন বন্ধ। জবেদা বেগম ছেলেকে লাগাতার কল করতে থাকেন। কল ঢুকছে না। সাত তম কল ভাগ্যক্রমে ঢুকে। জবেদা বেগম তাড়াহুড়ো গলায় বলে, ‘অরুকে হাসপাতাল নিতে হবে।’

ওপর পাশে তন্ময় ঘাবড়ে যায়, ‘আসছি’ বলে ছুট লাগায়। আধঘন্টার মধ্যে, ঝড়ের গতিতে ফিরে সে। হন্তদন্ত ভঙ্গিতে। চিন্তিত, ঘাবড়ানো মানুষটা। বুকের ধড়ফড়ানো কমেনি। অরুকে তুলে দ্রুত এগোয় গাড়ির দিক। গাড়িতে চড়িয়ে জবেদা বেগম এবং সুমিতা বেগমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোয়৷ রাস্তায় গাছ ভেঙে পড়েছে। গাড়ি দমিয়ে দিচ্ছে ঝড়। তন্ময় দক্ষ হাতে গাড়ি ঘুরায়। অরু যন্ত্রণায় ডুকরে কাঁদছে। তাকে জাপ্টে ধরে আছে সুমিতা বেগম এবং জবেদা৷

অরুকে ভেতরে নেওয়া হয়েছে। ইতোমধ্যে সবাই উপস্থিত হাসতালে। তন্ময় ছটফট করছে। স্থির নেই। করিডোরে পা চালাচ্ছে। চিন্তায় হাতপা আসাড় হয়ে আসছে। বুকের ভেতরটা দুমড়েমুচড়ে উঠছে। উদ্ভট চিন্তাভাবনা মাথায় আসছে। মাগরিবের আজান পড়েছে। তন্ময় থমকাল। পরপর দ্রুত পায়ে বেরিয়ে গেল। পাশেই মসজিদ। তার দোয়া আজ একটাই। আল্লাহর কাছে চাওয়াও একটাই।

অরুর সিজার হচ্ছে। নরমালে বেবি হবে না, ডাক্তার জানিয়েছেন। তন্ময় ফিরেছে সবে। তৎক্ষণাৎ খুলে গেল দরজা। স্পষ্ট শিশুর কান্নার স্বর ভেসে এলো। দুজন নার্স এগিয়ে আসছেন। দুজনের কোলে দুটো ফুটফুটে শিশু। জমজ ভাইবোন তারা। তন্ময় বাচ্চাদের পানে তাকাল। পরপর পেছনে, ‘আমার স্ত্রী..’
‘তিনি রেস্ট নিচ্ছেন।’

তন্ময় বুকে আটকে রাখা শ্বাস ফেলল। অজান্তে কখন চোখের কোণ ভিজেছে জানা নেই। নার্স শিশুটিকে কোলে দিল তন্ময়ের। তন্ময় কম্পিত হাতে ছোট্ট নিষ্পাপ প্রাণ নিয়ে, তাকিয়ে রয়েছে। পরপর বুকে আগলে নিয়েছে। দু’চোখে ভিজে উঠেছে। মাথা ঝুকাল, কপালে ঠোঁট ছোঁয়াল। আওড়াল, ‘আব্বু! আমার বাবা!’
_______
মানুষের জীবন সময়ের ইশারায় চলে। বছরের পর বছর সময়ের তালে চলে যায়। জীবন পাল্টে যায়। মানুষ পরিবর্তন হয়। সম্পর্ক সৃষ্টি হয়, সম্পর্ক ভাঙে। কেউ মরে তো কেউ জন্ম নেয়। এইতো জীবন? দেখতে দেখতে কেটে গেল তিনটে বছর। চোখের পলকে পেরিয়ে গেল কেমন। অরুর আজ অনার্স ফাইনালের শেষ পরিক্ষা। পরিক্ষা দিয়ে বেরিয়েছে সে মাত্র। সদর দরজায় দাঁড়িয়েছে। কারোও অপেক্ষায়। পরিক্ষার হলের সাথী ও পাশে এসে দাঁড়াল। নাম তার জুঁই। মিষ্টি হাসল, ‘এই অরু। দাঁড়িয়ে আছ যে?’
‘আমার ফ্যামিলি আসবে।’
‘যেভাবে বলছ যেমন পুরো ফ্যামিলি আসবে।’

অরু হাসল। বলল, ‘ঠিক ধরেছ পুরো ফ্যামিলি আসবে।’
‘এখানে?’
‘হ্যাঁ। আমরা এখান থেকে ভ্যাকেশনে যাব। মুলত আমার জন্য এতদিন ধরে যাওয়া হচ্ছিল না। পরিক্ষা শেষ তাই এখান থেকেই বেরোবো।’
‘মনে হচ্ছে খুব সুন্দর পরিবার আছে তোমার!’
‘অনেক সুন্দর।’
‘তুমিতো ম্যারিড তাই না? ভাইয়ার নাম যেন কী?’
‘তন্ময় শাহজাহান।’
‘অ্যাই ওয়েট। তোমার নামের শেষেও তো শাহজাহান?’

অরুর হাসি দীর্ঘ হলো, ‘আমার চাচাতো ভাই।’
‘মাশাআল্লাহ। কীভাবে কী!’
‘এভাবেই এভাবেই।আল্লাহর রহমতে হয়ে গেল। তিনি আমাকে দিয়ে দিলেন শ্রেষ্ঠ জীবনসঙ্গী।’

সেমুহুর্তে তিন চারটে গাড়ি রাস্তা আটকে থামল সুদূরে৷ অরু হেসে তাকাল৷ পরপর বেরিয়ে এলো দুটো বাচ্চা। তিন বছরের। একটা ছেলে আরেকটি মেয়ে। সমান উচ্চতার। ভিন্ন চেহারার। খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় ছেলেটি তার মায়ের মতো দেখতে, আর মেয়েটি তার বাবার মতো। বাচ্চা দুটো ছুটে এদিকে আসছে। জুঁই খেয়াল করল তাদের দিক আসছে। উচ্চস্বরে ডাকছে, ‘মাম্মা।’

জুঁই চমক পাশে চায়। অরু হাঁটু ভাজ করে বসে দু’হাত মেলে দিয়েছে। জুঁই মুগ্ধ নয়নে, অবিশ্বাস্য গলায় শুধালো, ‘তোমার বাচ্চা আছে?’

অরুর বাহুতে দুটো মোটাতাজা বাচ্চা ঢুকে পড়ে। গলা জাপ্টে আজহারি করে ওঠে। অরু হেসে বলে, ‘আমি দুবাচ্চার মা।’

তারপর সে উঠে দাঁড়ায়। গাড়ির সামনে দাঁড়ানো এক সুদর্শন পুরুষ দেখিয়ে বলে, ‘ওইযে আমার তন্ময় ভাই। আমার স্বামী।’

জুঁই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। অরু আরও বলে, ‘ওখানে আমার পুরো পরিবার। আমার জীবন।’

জুঁই দেখল সেই সুদর্শ পুরুষ এগিয়ে আসে৷ অরুও এগিয়ে যায়৷ লোকটা পকেট থেকে রুমাল বের করে, অরুর কপাল মুছে দেয়। ঠোঁট নাড়িয়ে কিছু বলে। তারপর দু’সন্তান অনায়াসে কোলে তুলে নেয়। অরুকে ইশারায় আসতে বলে এগিয়ে যায়। অরু মাথা ঘোরায়। হাত নাড়ে, ‘বিদায়।’

জুঁই অনিমেষ তাকিয়ে থাকে। ছোট্ট গলায় বলে, ‘বিদায় অরু। সারাজীবন সুখী থেকো, ভালো থেকো। দোয়া রইল।’

সমাপ্ত

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here