“বন্ধুর বোন যখন বউ part -2

0
2973

গল্প – বন্ধুর বোন যখন বউ
লেখক – মুসাফির
part -2
নীলা – কি মানে মানে করছেন তানজিল এর সাথে দেখো করতে আসছেন তাই তো…?
আমি – তুমি জানলে কিভাবে…??
নীলা – আমি না জানলে কে জানবে…?
আমি – তানজিক কে চিনো কিভাবে তুমি…??
নীলা – আমাদের বান্ধুবি তানজিল তাইনা
সবাই – হ্যা আমাদের বান্ধুবি।
আমি – ওও ভালো কিন্তু তানজিল এর তো এতোক্ষন এ এসে পরার কথা কিন্তু আসছে না কেন..???
নীলা – আসবে না
আমি – কেন আসবে না আমাকে তো বলছে আসবে..??
নীলা – আমি আসতে না করছি তাই আসে নাই..
আমি – কেন না করেছো কেন..??
নীলা – এতো কিছু জানতে হবে চলেন আগে রেস্টুরেন্ট এ খাবো তারপর কথা হবে…
আমি – যাও খাও আমি না করেছি নাকি..?
নীলা – জি না আপনি সব বিল দিবেন আর খরবদার ভাইয়া যদি কিছু বলেন তাহলে প্যান্ট ও থাকবে না বুঝলেন
আমি – আল্লাহ গো ক বলে এই সব কি মেয়ে এর পাল্লাই পড়লাম ( মনে মনে বললাম)
নীলা – ওই আমার নামে কি বললেন হুম..?
আমি – না আমি খাওয়াতে পারবো না
নীলা – তাহলে ভুলে যান তানজিল এর সাথে দেখা করার কথা..
আমি – কেন ভুলে যাবো কেন..?
নীলা – এই রকম ফহিন্নি স্বভাব এর ছেলে আমাদের বরিশাল কোন ভাবেই প্রেম করতে পারবে না..?
আমি – এই নীলা মুখ সামলে কথা বল আমি কিন্তু তুমাদের বাসার মেহমান…আমাকে এভাবে অপমান করতে পারো না
নীলা, – হুম বাসার মেহমান এখানে তো মেহমান না তাই না।
আমি – তাই বলে এভাবে নির্যাতন করতে পারো না

আরেক জন বলে উঠলো
– এই পেঁচাল কম পারেন যতো বেশি পেঁচাল পারবেন ততো বেশি বিল হয়ে..
আমি – আমি খাওয়ালে তো বিল হবে
ওমনি আমার ফোনে তানজিল এর নাম্বার থেকে এসএমএস আসলো যদি সম্পর্ক রাখতে চাও তাহলে আমার সব বান্ধুবিদের রেস্টুরেন্ট এ নিয়ে ওদের মতো খাওয়াও।
আমি এদের একেক জনের শরীর দেখে পরিমাপ করতে লাগলাম কে কত কিছু খেতে পারবে। আল্লাহ আমার সব কাপড় খুলে না রাখলেই হয়।
নীল – চল সবাই এই তুমাদের এই ফহিন্নি দুলাভাই কিছু খাওয়াবে না মনে হয়..??
আমি – আরে আরে দাঁড়াও রাগ করো কেন হাজার হলেও তুমরা আমার আমার শালি তুমাদের না খাওয়ালে কেমন হয়
নীল – না আমরা খাবো না
আমি – প্লিজ কেউ রাগ করো না। আমি আগে বিশ্বাস করি নাই তুমরা তানজিল এর বান্ধুবি।
– ওই নীলা কি বলে তারমানে সে কি ভাবছে আমরা চিটার এতো বড় আপমান…
আমি – আরে না না তা ভাবি নাই আসলে আমি তো মজা করেছি..
নীলা – সব শেষ আজকে থেকে তানজিল কে ভুলে জান এতো বড় অপমান এর জন্য এখন আপনাকে শাস্তি পেতে হবে।
আমি – আসলেই আমি মজা করেছি আর আমি তানজিল কে অনেক ভালোবাসি বিশ্বাস কর
– নিজের প্রেমিকাকে চিনতেই পারে না আমার অনেক ভালোবাসে যতো সব পচা ফাপর
আমি – আমি চিনবো কিভাবে আমি তো তাকে দেখি নাই..?
নীলা – এজন্য তো এতো মজা নিতে পারছি বিড়বিড় করে বললো।
আমি – কিছু বললে
নীলা – না না কিছুনা।
আমি – তাহলে চল সবাই কি খাবে
নীল – ওকে সবাই চল
তারপর সবাই রেস্টুরেন্ট এ খাবার খেলে বিল হলো ১০ হাজার টাকা আমি তো টাস্কি কই এতো টাকা। কি আর করার বিকাশ থেকে টাকা তুলে দিয়ে দিলাম।
আমি – এবার তো সবাই খুশি
নীলা – হ্যা সবাই খুশী
আমি – তাহলে এখন তানজিল কে আসতে বল..?
নীলা – আমরা আসতে বলবো মানে তানজিল কে..???
আমি – মানে..??
নীলা – আমি বলেছি তানজিল কে আসতে বলবো মানে তানজিল কে আমরা তো চিনি না তানজিল নামে কাউকে…
আমি – দেখো আমার সাথে এভাবে মজা করা বাদ দাও তানজিল কে আসতে বল
নীলা – বলেছিনা আমরা চিনি আমরা চিট করেছি বুঝেছেন
আমি – মানে 😵😵
নীলা – হ্যা ওই চল সবাই আমাদের কাজ শেষ
আমি – নীলা আমি কিন্তু শাহিন কে সব বলে দিবো
নীলা – হুমকি দিচ্ছেন
আমি – আমি তো তুমাদের সব কথাই শুনাইলাম তাহলে কেন এমন করছো আমার সাথে..?
নীলা – আগে অপমান কেন করলেন..??
আমি – কই অপমান করেছি…?
নীলা – আপনি ভেবেছেন আমরা চিটার হ্যা আমরা চিটার বুঝছেন। এখন পারলে নিজের গালফ্রেন্ড নিজে খুজে নেন।
বলেই চলে গেল
আমার বুকে কস্টের পাহাড় বয়ে যাচ্ছে ১০ হাজার টাকা বাঁশ গেল। তবুও যাকে দেখতে এলাম তার দেখা পেলাম না। একটু রাগও হলো। কিছু করার নাই।
বাসায় ফিরে এলাম আমাকে দেখে শাহিন বললো কিরে কোথায় গেছিলি
আমি – এই তো একটু হেটে আসলাম
নীলা – ভাইয়াকে দেখে মনে হচ্ছে মন খারাপ
আমি – না মন খারাপ না..
নীলা – ওও তাই ভাইয়া…?
আমি – হ্যা।
শাহিন – চল এখন বাহিরে যাবো অনেক দিন পর বন্ধুদের সাথে আড্ডা হবে
আমি – তুই যা আমি যাবো না আমার খারাপ লাগতেছে আমি বাসায় থাকি…
শাহিন – কি হয়েছে তোর শরীর খারাপ নাকি..??
আমি – না এমনি একটু খারাপ লাগতেছে
শাহিন – তাহলে বাহিরে চল ভালো লাগবে…
আমি – না আজকে যাবো না তুই যা…
শাহিন – ওকে তুই থাক আমি সুদু বন্ধুদের সাথে দেখা করেই চলে আসবো
আমি – ওকে যা
তারপর শাহিন চলে গেল আমি রুমে চলে আসলাম নীলা আমার পিছন পিছন আসলো
আমি – কি বেপার আমার পিছু পিছু আসলে কেন..?
নীলা – আপনার কষ্ট টা দেখার জন্য কি কষ্ট জীবন টাই নষ্ট
আমি – তাহলে কষ্ট টা বুঝে আবার আবার কষ্ট দেও কেন তুমার বান্ধুকে তো শুদু দেখবো
নীলা – আমি না করেছি নাকি..?
আমি – তুমি না করেছো তাই তো আসে নাই..
নীলা – আপনার গালফ্রেন্ড আমার কথা কেন শুনবে
আমি – আমি জানি না
নীলা – কেমন bf আপনি হুম

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here