“বন্ধুর বোন যখন বউ part – 7

0
3326

গল্প – বন্ধুর বোন যখন বউ
part – 7
লেখক – মুসাফির

দরজা খুলে আমি তো পুরা অবাক। সামনে শাহিন দাঁডিয়ে।
আমি – তুই এতো রাতে এখানে..????
শাহিন – আগে বল দরজা খুলতে এতো সময় লাগলো কেন…???
আমি – আসলে ঘুমিয়ে ছিলাম তাই দেরি হয়েছে…
শাহিন – ঠাসসসস করে ঠাপ্পড় মেরে শালা আমার বোনের ঘুম নষ্ট করে তুই শান্তিতে ঘুমাস….
আমাকে জরিয়ে ধরে বললো.
শাহিন – দোস্ত তোর ভালোবাসার কাছে আমি হেরে গেছি…
আমি………..
শাহিন – যা নীলা বাহিরে দাঁড়িয়ে আছে
আমি – ওকে…
শাহিন – দাঁড়া শোন রাগে কিন্তু একদম বম হয়ে আছে তুই সামনে গেলেই ফেটে যেতে পারে সো সাবধান..
আমি -ওকে..
আমি এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছি ভয়ে আমার হাত পা কাঁপতেছে।
আমি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম।
আমি – কেমন আছো
নীলা – আপনি কে..??
আমি – এঊউউউ
নীলা – বাংলা কথা বুঝেন না নাকি আপনি কে..???
আমি – আমি একজন মানুষ দেখতে পাও না..?
নীলা – আমি বলছি নাকি আপনি মানুষ না গরু,ছাগল…???
আমি – না তা তো বলো নাই..??
নীলা – এই যে মিস্টার আমাকে তুমি করে বলবেন না ওকে
আমি – আন্টি আপু বলে ডাকবো 😜😜😜
নীলা – 😡😡😡😡 কি বললি…??
আস্তে আস্তে জুতাটা খুলে হাতে নিলো আমি দিলা দৌড় একদৌড় এ শাহিন এর কাছে
নীলাও আমার পেছন পেছন আসলো
আমি -দোস্ত বাঁচা বাঁচা আজকে মনে আর আস্তো রাখবে না….
শাহিন – কি হয়েছে…???
নীলা – কিছু হয়নি ভাইয়া তুমি এখান থেকে যাও আমি আজকে ওরে ইচ্ছে মতো পিটামু….?
শাহিন – কিছু না হলে সুধু পিটাবি কেন..??
নীলা – আমার মন চাইছে তাই।তুমি যাও এখান থেকে..
আমি – না দোস্তো যাইস না তুই গেলে আমার জীবন শেষ দিয়ে দিবো..
শাহিন – এটা তোদের পারসোনাল বেপার আমি এখানে আসতে পারি না। একদিন না হয় একটু পিটানি খা আমার বোনের হাতের 😂😂😂
বলেই শাহিন চলে গেল…
নীলা – আমার সামনে আয়..
আমি – না যাবো না….
নীলা – ধরতে পারলে কিন্তু খরব আছে বলে দিলাম….
আমি – এখন রাত ৩:৩০ বাজে কেউ খরব দেখবে না…
এই কথা শুনে রাগ আরো বেরে গেলো হাতের জুতা দিয়ে দিলো ডিল সুজা আমার কিপালে হিট।
আমি ইচ্ছে করে জ্ঞান হারনোর ভান করলাম দেখি কি করে..
আমার এই অবস্থা দেখে একটু ভয় পেয়ে গেলো আস্তে আস্তে আমার সামনে আসলো এসে দেখলো আমি অজ্ঞান
নীলা – অরে আল্লাহ আমি এটা কি করলাম। সরি আমার ভুল হয়ে গেছে প্লিজ উঠো প্লিজ….
আমি তবুও রইলাম
নীলা – আর এমন হবে না এবার এর মতো ক্ষমা করে দাও প্লিজ..
আমি একটা চোখ খুলে দেখতেছিলাম নীলা কি করে নীলার চোখ খুলতেই আমি চোখ বুঝে গেলাম।
মনে হয় দেখে নাই এমন সময় ঠাসস করে একটা ঘুসি পড়লো পেটে
আমি – ও মাগো তুমার ছেলে শেষ
তারমানে নীলা বুঝে গেছিলো আমি ভাব ধরেছি
আরেক টা কিল একটার পর একটা কিল ঘুসি পড়তেছে
নীলা – আরো অভিনয় করবি বল….
আমি – না না
নীলা – এখানে তো তোর নানা নাই…
আমি – আর কিছু করবো না এবার এর মতো ছাড়ো
নীলা চুপচাপ ছোফায় বসে কান্না করতে লাগলো।
আমি – কি হলো
নীলা – খবর দার তুই কাছে আসবি না..??
আমি – কেন…??
নীলা – তুই জানস এই কয়েক দিনে একদিন রাতে ও ঘুমাইনি খাইনি সুধু তোর জন্য কেঁদেছি। আর তুই আরামে খুব ঘুম পাড়িতেছিলি। খুব সুখী হবে আমি চলে গেলে তাই না.
?????
আমি -……..
নীলা – কি বল সুখী হবে না..???
আমি -………
নীলা – আমার কলার ধরে কি জিজ্ঞসা করেছি উত্তর দে…???
আমি – আমি কিছু জানি না বলেই ছোফায় বসে পড়লাম……
নীলা – ঠিক আছে আমি চলে যাচ্ছি…. থাক তুই…
আমি – নীলাকে জরিয়ে ধরে কেঁদে দিলাম। তুই ভাবলি কিভাবে আমি সুখে আছি আর তোকে ছাড়া সুখী হবো….
নীলা – তাই তো ছেড়ে পালিয়ে এসেছিলি চোরের মতো
….
আমি – আর কখনো ছেড়ে যাবো না …
নীলা – প্রমিছ….
আমি – প্রমিছ কখনো ছেড়ে যাবো না..
শাহিন – অনেক প্রমিছ হয়ে গেছে এবার কি আমি আসতে পারি…???

নীলা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিলো। আমি ও অবশ্য একটু লজ্জা পাইছি।
আমি – হ্যা হ্যা আসেন ভাই আসেন ভিতরে আসেন…
শাহিন – তুই আমাকে ভাই বললি কেন….???
আমি – হবু বউ এর বড় ভাই মানে আমারো ভাই…
শাহিন – কে তোর হবু বউ হুম
..??
আমি – কে আবার তোর বোন..
শাহিন – কিরে নীলা তুই অরে বিয়ে করবি নাকি..??
নীলা – কি যে বল ভাইয়া এই রকম ক্ষাত ছেলেকে বিয়ে করবো কি যে বল না তুই হাসি পাই হি হি হি..
শাহিন – শুনলি তো আমার বোন তোকে বিয়ে করবে না…?
আমি – দূর তোর বোন ছাড়া কি আর কোন মেয়ে নাই নাকি এখনি আব্বাকে ফোন দিয়ে বলবো আমার জন্য মেয়ে দেখতে..
নীলা – ভাইয়া ও কি বললো এখনো ওর গলায় পারা দেওনি।
শাহিন – চল দুই ভাই বোন মিলে ওরে বিয়ে করার সাধ মিটাই..
আমি – থাক ভাই আর কিছু করতে হবে না আমি বিয়ে করবো না…
শাহিন – ওই তুই বিয়ে না করলে আমার বোনের কি হবে…??
আমি – তোরাই তো বিয়ে করতে না করলি…
শাহিন – কখন না করেছি। বিয়ে করবি সেটা সুধু আমার বোন কে অন্য মেয়ের দিকে নজর দিলে দুই ভাই বোন মিলে এমন কেলান কেলামু মনে রাখিস মোরা কিন্তু বরিশাল্লা…..
আমি – ঠিক আছে আমি আপনাদের ভাই বোনকে অনেক ভয় পাই…
শাহিন – এবার আংকেল আর আন্টিকে খবর দে বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে তো তাই না….

চলবে……….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here